Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

ajker rashifal-1_08_2024

ajker rashifal-1_08_2024

Published on: Published on 2024-08-01 08:13 AM

Share on:

আজকের রাশিফল বৃহস্পতিবার ১ অগস্ট চন্দ্র আজ বুধের রাশি মিথুনে বিচরণ করবে। আজ হর্ষণ যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ ও মৃগশিরা নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হয়েছে। এই শুভ যোগের প্রভাবে একাধিক রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন। পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি সম্ভব। আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, তা এখানে বিস্তারিত জেনে নেওয়া যাক।








আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

মেষ রাশির জাতকদের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের তিক্ততাকে মাধুর্যে পরিণত করার কৌশল শিখতে হবে, তখনই ব্যবসায় উন্নতির গতি বাড়বে। রাতে আপনজনদের সঙ্গে আনন্দ ও হাসিঠাট্টায় সময় কাটাবেন। জীবনসঙ্গীর সহযোগিতা ও সঙ্গ লাভ করতে পারবেন। সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত চিন্তা আপনাকে সমস্যায় ফেলবে।




ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। প্রথম রুটি গোরুকে খাওয়ান।


আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

বৃষ রাশির জাতকরা সন্তোষ ও শান্তি লাভ করবেন। রাজনৈতিক ক্ষেত্রে চেষ্টা করছেন যাঁরা, তাঁরা সফল হবেন। নতুন চুক্তির মাধ্যমে পদ ও প্রতিষ্ঠা লাভ করবেন। শাসক দলের সঙ্গে জোট বাঁধলে লাভান্বিত হবেন। রাতে অপ্রিয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যার ফলে অনাবশ্যক সমস্যা উৎপন্ন হতে পারে। সন্তান সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন।


৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।



আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

মিথুন রাশির জাতকদের কোনও দামী জিনিস চুরি যেতে পারে। সন্তান কোনও শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে পারে। রাতে কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সম্পত্তিতে লগ্নির জন্য আজকের দিনটি ভালো। ভাগ্যের সঙ্গ লাভ করবেন। দীর্ঘদিনের কাজ আজ সম্পন্ন হবে।


ভাগ্য ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অসহায়দ চাল দান করুন।



আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

কর্কট রাশির জাতকদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে। মান-সম্মান, পদ-প্রতিষ্ঠা বাড়বে। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা সুসংবাদ পাবেন। সন্তানের দায়িত্ব পূরণ করতে পারেন। শ্বশুরবাড়ির তরফে ধনলাভ সম্ভব। জীবনসঙ্গীর জন্য কোনও ভালো উপহার কিনতে পারেন।


আজ ৬৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শিব জপ মালা পাঠ করুন।



আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

সিংহ রাশির জাতকরা কোনও বন্ধুর পরামর্শে লাভান্বিত হবেন। বাণী মাধুর্যের সাহায্যে চাকরিতে উন্নতি সম্ভব। শিক্ষা প্রতিযোগিতায় বিশেষ সাফল্য লাভ করতে পারবেন। সন্তানের বিবাহ প্রস্তাব পেতে পারেন। শারীরিক কষ্ট সম্ভব। ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিযোগিতায় আগত বাধা দূর হবে। শিক্ষকদের আশীর্বাদ লাভ করবেন।


৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করুন।



আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

কন্যা রাশির জাতকরা ব্যবসায়িক চেষ্টায় ক্ষণিকের সাফল্য অর্জন করবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। এর দ্বারা ভবিষ্যৎ চিন্তা কমবে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে এই রাশির জাতকদের। দুপুরের মধ্যে আইনি বিবাদের সমাধান হবে। পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে।


ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।



আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

তুলা রাশির জাতকদের পরিবারের সদস্যদের সুখ বৃদ্ধি হবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। পরিবারের সঙ্গে কোথাও যাত্রা করতে পারেন। হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা পাওয়ায় আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পরিবারের প্রয়োজনীয়তা পূরণে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সহযোগিতা অর্জন করবেন এই রাশির জাতকরা।


ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। দরিদ্র ও বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।



আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে ওঠাপড়া দেখা দিতে পারে। চাকরিজীবী জাতকদের কাজে বৃদ্ধি হবে। পরিশ্রম ও সততার জোরে সন্ধ্যার মধ্যে নিজের সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। ভাই-বোনের বিয়ের প্রস্তাব পেতে পারেন। সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন করতে হবে, তাই আলস্য ত্যাগ করুন। স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে।


আজ ৭৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।


আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

ধনু রাশির জাতকরা বিরোধীদের প্রশংসা অর্জন করবেন। সরকারি ও শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতার দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পরীক্ষায় সাফল্য লাভের জন্য ছাত্রছাত্রীদের পরিশ্রম করতে হবে। ভাইদের সঙ্গ ও সহযোগিতা লাভ করবেন।


ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। শিব চালিসা পাঠ করুন।


আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

মকর রাশির জাতকরা পারিবারিক ও আর্থিক জীবনে সাফল্য লাভ করবেন। রোজগারের চেষ্টায় সাফল্য লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা আর্থিক পরিস্থিতি উন্নত করার জন্য নতুন কিছু চেষ্টা করতে পারেন। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়াবেন না, তা না-হলে আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন। মা-বাবার যত্ন নিন। দীর্ঘদিন ধরে কোনও কাজ করার চিন্তাভাবনা করে থাকলে তা আজ পূর্ণ হতে পারে।




ভাগ্য আজ ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সরস্বতীর পুজো করুন।


আরও পড়ুন: অগাস্টে চাকরি পালটাতে পারেন মকর জাতকরা, ব্যবসায় সরকারি লাভের যোগ


আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

কুম্ভ রাশির জাতকদের সুখ ও স্বাস্থ্যে বাধা উৎপন্ন হতে পারে। তাই সতর্ক থাকুন। খাওয়া-দাওয়ার যত্ন নিন। সংযত না-হলে ঘনিষ্ঠদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন। কোনও সংবাদ পেয়ে মন বিচলিত হতে পারে। বন্ধুর সাহায্য়ের জন্য় প্রস্তুত থাকবেন।




ভাগ্য ৯৫ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সাদা বস্তু দান করুন।


আরও পড়ুন: অগস্টে কুম্ভের কেরিয়ারে চোখ ধাঁধানো উন্নতি, বিপদে বাড়াবে অর্থাভাব


আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

মীন রাশির জাতকরা সন্তান ও কাজের চিন্তায় দিন কাটাবেন। সন্ধ্যা নাগাদ কোনও দামী বস্তু চুরি যেতে পারে, তাই সতর্ক থাকুন। আত্মীয়দের সঙ্গে ভেবেচিন্তে লেনদেন করুন, তা না-হলে সম্পর্ক নষ্ট হতে পারে। দাম্পত্য জীবনের সমস্যা সমাপ্ত হবে। জীবনসঙ্গীকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন। ধর্মীয় স্থানের যাত্রায় অর্থ ব্যয় হতে পারে।


আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। হলুদ বস্তু দান করুন।






TOP RELATED