Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

দেবকে ‘আনফলো’ রুক্মিণীর!

দেবকে ‘আনফলো’ রুক্মিণীর!

Published on: Published on 2024-12-10 08:45 PM

Share on:

‘কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি!’ ‘খাদান’-এর নতুন গানে, ইধিকা পালকে তো মনের কথা এভাবেই বলছেন দেব। কিন্তু যেই না এল রিলের বাইরে রিয়েলের গপ্পো, মানে বান্ধবী রুক্মিণীর কথা, তখন টুক করে বলে ফেললেন আমি ‘সিঙ্গল’! আর তার পর যেমনটি হওয়া উচিত, তেমনটিই হল, বান্ধবী রুক্মিণীর অভিমান। যত রাগ গিয়ে পড়ল ইনস্টাগ্রামে। ব্যস , দূরত্ব রচনা। মানেই ওই আনফলো!দেব এখন ‘খাদান’ টিম নিয়ে বাংলার এদিক থেকে ওদিক ছুটছেন। কখনও বাসে, কখনও বন্দে ভারত। আর এদিকে দেখুন বাংলার নতুন ‘বিনোদিনী’ চুপটি করে বসে আছেন! আসলে, সোশাল মিডিয়ায় সম্প্রতি দেবের একটা ভিডিও ভাইরাল হয়। যেখানে দেব রসিকতার ছলে টুক করে বলে ফেলেছেন তিনি সিঙ্গল! পরে অবশ্য ব্যাপারটি সামলে নিয়ে বলেছেন, সাংবাদিকরা আসলে সিঙ্গল বাইট নিতে চায়! তাতে কী? টলিপাড়ার গুঞ্জনপাড়া বলছে, আসলে রুক্মিণীর নাকি এই সিঙ্গল শব্দতে আপত্তি! আর তার জেরেই আনফলো!এই তো সেদিন কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে দেবের গলায় উত্তরীয় দিলেন রুক্মিণী। তার পরই অভিমান! টলি সূত্র অনুযায়ী, এই রুক্মিণী-দেবের আনফলো কিসসার নেপথ্যে রয়েছে প্রচার। কেননা, একদিকে যেমন ২০ ডিসেম্বর আসছে দেবের ‘খাদান’, অন্যদিকে নতুন বছরেই মুক্তি রুক্মিণীর ‘বিনোদিনী’। তবে ফিল্মি ইতিহাস বলছে, ছবি রিলিজের আগে শুধুমাত্র প্রোমোশনের জন্যই এধরনের গুঞ্জন রটে। দেব-রুক্মিণীর বিষয়টিও হয়তো তাই-ই। 

TOP RELATED