Last Update
মমতার বৈঠকের পরেই পুর ও নগরোন্নয়ন দফতরে সচিব পদে বদল, এবার দায়িত্বে বিনোদ কুমার
সোমবারই রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী সহ সমস্ত পুরসভার মেয়র এবং চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই রাজ্যের পুর দফতরের সচিব পদে বদল এল। এই দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ কুমারকে। বৈঠক চলাকালীনই এই বদল প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিনোদ কুমারের নিয়োগ প্রসঙ্গে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। এদিনের বৈঠকের পর বিনোদ কুমারকে দায়িত্ব দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সোমবার নবান্নে একাধিক পুর এলাকায় পরিষেবা প্রদান নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন ঝালদা এবং তাহেরপুর পুরসভা বাদ দিয়ে সমস্ত পুরসভা এলাকার প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন। পুরসভার কাজে কোথাও কোনও খামতি রয়েছে কিনা, তা বিস্তারিত খতিয়ে দেখা হয়। জমি জবরদখল থেকে শুরু করে জঞ্জাল পরিষ্কার, একাধিক বিষয়ে বিভিন্ন পরিষেবার ভূমিকা তুলে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মমতা বন্দ্য়োপাধ্যায় এদিন বেআইনিভাবে সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দেন। কোথাও এই ধরনের ঘটনা দেখলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে এবং এই ধরনের ঘটনায় রাজ্যের ভাবমূর্তি নষ্ঠ হওয়ার আশঙ্কা প্রকাশ করতে শোনা যায় তাঁকে।
একইসঙ্গে হাওড়া পুরসভা নিয়ে বিশেষ মন্তব্য করতে শোনা যায় মমতা বন্দ্য়োপাধ্যায়কে। রথীন চক্রবর্তীর জমানাতে হাওড়া পুরসভার প্রভূত অবনতি হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি সেখানে ভ্যাট ঠিকমতো পরিষ্কার কেন হয় না তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একাধিক পুরসভার কাজ নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন সেই সময় উলুূবেড়িয়া পুরসভার পানীয় জল সরবরাহ পরিষেবা থেকে শুরু করে জঞ্জাল �
TOP RELATED