Last Update
গাড়ি ভাড়া সংক্রান্ত নির্দিষ্ট নিয়ম রাজ্যের
রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের ভ্রমণ ভাতায় (এলটিসি) গাড়ি ভাড়া বাবদ টাকা পাওয়া নিয়ে নির্দিষ্ট নিয়ম তৈরি হল। অর্থদপ্তর বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়েছে। কর্মীরা এলটিসি'তে কয়েক বছর অন্তর সপরিবারে বেড়াতে যাওয়ার জন্য ট্রেন বা বিমানের টিকিটের দাম পান। কিন্তু গাড়ি ভাড়া করলে কত টাকা পাওয়া যাবে তা নিয়ে নির্দিষ্ট কোনও নিয়ম ছিল না
ফলে গাড়ি ভাড়ার বিল পেশ করলেও তা অনেক সময় দেওয়া হতো না।
আবার কোনও কোনও সময় গাড়ির অত্যধিক ভাড়ার বিল পাশ হয়ে যেত এমন অভিযোগও উঠেছে। এবার অর্থদপ্তর জানাল, গাড়ি ভাড়া বাবদ প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ১৬ টাকা দেওয়া হবে। দপ্তরগুলি এই সংক্রান্ত বিষয় অনুমোদনের জন্য অর্থদপ্তরের কাছে না পাঠিয়ে নিজেরাই যেন সিদ্ধান্ত নেয় তাও জানানো হয়েছে।
TOP RELATED