Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

আসানসোল-দুর্গাপুর হয়ে চলবে হাওড়া-গয়া Vande Bharat Express Train

আসানসোল-দুর্গাপুর হয়ে চলবে হাওড়া-গয়া Vande Bharat Express Train

Published on: Published on 2024-09-11 11:03 AM

Share on:

আরও একাধিক নতুন বন্দে ভারত পাচ্ছে দেশ। সেই তালিকায় রয়েছে হাওড়া-গয়াও। আগামী ১৫ সেপ্টেম্বর নয়া এই ট্রেনগুলির উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া-গয়া সহ একাধিক বন্দে ভারতের উদ্বোধন করবে। সেই তালিকায় আছে টাটা-পাটনা বন্দে ভার‍ত এক্সপ্রেসও।


ফলে এখন আরও দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা।


তথ্য বলছে, বন্দে ভারত এক্সপ্রেস  ২ ঘণ্টা ৫৩ মিনিটে হাওড়া থেকে ধানবাদ পৌঁছবে। তবে হাওড়া থেকে গয়া পৌঁছতে রাজধানী এক্সপ্রেসে ৫ ঘণ্টা ৪১ মিনিট লাগে। বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া থেকে গয়া পৌঁছতে রাজধানী এক্সপ্রেসের  তুলনায় এক মিনিট কম সময় লাগবে।


Vande Bharat Express Train: হাওড়া থেকে তিনটি ট্রেন ধানবাদ যায়


হাওড়া থেকে ধানবাদ যাওয়ার জন্য সকাল ৬টা ৫ মিনিটে শতাব্দী  এবং ৬টা ১৫ মিনিটে ব্ল্যাক ডায়মণ্ড এক্সপ্রেস  আছে। বন্দে ভার‍ত উদ্বোধন পর এই রুটে আরও একটি ট্রেন যুক্ত হবে। শুধু তাই নয়, তিনটি ট্রেন চলবে সকালে। ব্ল্যাক ডায়মন্ড সপ্তাহে প্রত্যেকদিনই চলে। অন্যদিকে শতাব্দী এক্সপ্রেস রবিবার ছাড়া সপ্তাহে ছয় দিনই চলে। অন্যদিকে বন্দে ভারত এক্সপ্রেসও সপ্তাহে ছয়দিন চালানো হবে। বৃহস্পতিবার এই রুটে সেমি বুলেট চালানো হবে না।


Vande Bharat Express Train: এক নজরে দেখুন সময়সীমা-


22303 হাওড়া-গয়া বন্দে ভারত


হাওড়া- সকাল 6:50 মিনিটে

দুর্গাপুর- সকাল 8:28 মিনিটে

আসানসোল- সকাল 8:53 মিনিটে

ধানবাদ- সকাল 9:43 মিনিটে

পরসনাথ- সকাল 10:13 মিনিটে

কোডরমা- সকাল 10:58 মিনিটে

গয়া- দুপুর 12:30 মিনিটে

Vande Bharat Express Train: 22304 গয়া-হাওড়া বন্দে ভারত


গয়া- দুপুর 3:15 মিনিটে

কোডরমা- বিকেলে 4:15 মিনিটে

পরসনাথ- বিকেল 5:15 মিনিটে

ধানবাদ- বিকেল 6:00 মিনিটে

আসানসোল- সন্ধ্যা 6:48 মিনিটে

দুর্গাপুর- সন্ধ্যা 7:11 মিনিটে

হাওড়া- রাত 9:05 মিনিটে পৌঁছবে

Vande Bharat Express Train: গয়া থেকে উদ্বোধন হবে


বলে রাখা প্রয়োজন, হাওড়া থেকে পুরী, নিউ জলপাইগুড়ি, পাটনা এবং রাঁচির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলে। এমনকি নিউ জলপাইগুড়ি থেকেও গুয়াহাটির মধ্যে নয়া এই ট্রেন চলাচল। গত কয়েকদিন ধরেই বাংলা নতুন একটি বন্দেভারত পেতে পারে বলে জোর চর্চা চলছিল। আর সেই জল্পনা সত্যি করেই গয়া এবং হাওড়ার মধ্যে নয়া একটি বন্দে ভারত চলবে। যদিও এই বিষয়ে পূর্ব রেলের তরফে কিছু জানানো হয়নি। তবে গয়া থেকে এই ট্রেনের উদ্বোধন হবে বলে খবর।


TOP RELATED