Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

তৃপ্তির সঙ্গে শার্টহীন ছবি ভাগ ভিকির, ক্যাটরিনার জন্য কষ্টে ভক্তেরা

তৃপ্তির সঙ্গে শার্টহীন ছবি ভাগ ভিকির, ক্যাটরিনার জন্য কষ্টে ভক্তেরা

Published on: Published on 2024-07-08 12:15 PM

Share on:

ভিকি কৌশল বর্তমানে তাঁর পরবর্তী ছবি 'ব্যাড নিউজ'-এর মুক্তির জন্য প্রস্তুত। যে ছবিটি প্রযোজনার দায়িত্বে করণ জোহর এবং তৃপ্তি দিমরি৷ ট্রেলারটি দেখেই সকলে বেশ প্রশংসা করছেন। কারণ, ভিকি এবং অ্যামি দু’জনেই তৃপ্তির সন্তানের পিতা। 'তবা-তবা' ছবির ট্রেলার ও গান সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করছে। ভিকি তৃপ্তির আরও একটি নতুন গান প্রকাশ পেতে চলেছে। ৯ জুলাই একটি নতুন গান 'জানম' আসবে। এই নতুন গানে, তৃপ্তিকে ভিকির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতেও দেখা গিয়েছে। তৃপ্তিকে নীল বিকিনিতে চোখধাঁধানো দেখাচ্ছে বলা চলে।


ভিকি কৌশল এই ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা ক্যাটরিনার নাম নিয়ে তাঁকে নানা মন্তব্য করেছেন। একজন বলেছেন, 'আমি হলে এটা কিছুতেই সহ্য করতাম না ক্যাটরিনা বোন। তুমি প্রতিাদ করো প্লিজ।' কেউ আবার মন্তব্য করেছেন, 'ক্যাটরিনাকে একটু তো ভয় পান ভাই।' কেউবা লিখেছেন, 'ভাই, আপনার স্ত্রী কি আপনাকে মারধর করে না? এগুলো করো কী করে?' এক ভক্ত বলেছেন, 'ক্যাটরিনা- তুমি যেমন আছ, আমি চাইব তুমি তেমনটাই থাক।'


আনন্দ তিওয়ারি পরিচালিত, ব্যাড নিউজ হল একটি রম-কম ছবি। যেখানে নতুন তিনজন প্রতিভা রয়েছে। ভিকি কৌশল, তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক৷ ট্রেলারে তৃপ্তি দিমরিকে যে চরিত্রে দেখানো হয়েছে, তা সকলে সেভাবে ভাবতেও পারবে না বলে মত বিশেষজ্ঞদের। দর্শকদের কৌতূহল যেমন বাড়িয়ে তুলেছে, তেমনই সিনেমার প্লট সম্পর্কেও কৌতূহল সৃষ্টি করেছে।


সম্প্রতি, ভিকি আসন্ন চলচ্চিত্র সম্পর্কে কথা বলেছিলেন। তিনি বলেন, ‘আমার জন্য, এই সিনেমাটির শ্যুটিং বাড়ির মতো ছিল। কারণ, আনন্দ তিওয়ারি এবং করণ জোহর, যাদের সঙ্গে আমি কাজ করেছি, তারা স্ক্রিপ্টটি খুব ভালো তৈরি করেছিল। আমি সিনেমাটির একেবারে অন্যরকম ধারণা তৈরি করেছি। এবং একজন অভিনেতা হিসেবে কমেডি ধারার ঘরানার একেবারে অন্যরকম বিষয় এটি।’


TOP RELATED