Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

মন্তব্য করেই বিপাকে বিক্রান্ত!

মন্তব্য করেই বিপাকে বিক্রান্ত!

Published on: Published on 2024-11-11 06:44 PM

Share on:

‘টুয়েলভফ ফেল’ সিনেমার পর থেকে প্রায় নিত্যদিনই সংবাদের শিরোনামে বিক্রান্ত মাসে। একাধিক সিনেমা এখন তাঁর ঝুলিতে। ধর্মগুরু রবিশংকরের বায়োপিকেও অভিনয় করছন বিক্রান্ত। এবার ধর্ম নিয়েই এক মন্তব্য করার জেরে বিপাকে অভিনেতা! তাঁর কথায়, ভারতের মতো বাসযোগ্য দেশ গোটা বিশ্বে নেই। কিন্তু ঠিক কী এমন বলেন অভিনেতা, যার জেরে তাঁর কপালে ‘বিজেপির বন্ধু’র তকমা জুটেছে?সম্প্রতি শুভঙ্কর মিশ্রর পডকাস্টে বিক্রান্ত মাসে বলেন, “আগে যতটা খারাপ ভাবতাম, পরিস্থিতি কিন্তু ততটাও খারাপ নয় আমার মতে। আমারও চিন্তাধারার পরিবর্তন ঘটেছে। আগে যাঁদের যে জিনিসগুলো ভালো লাগত, এখন দেখি সেগুলো বাস্তবে মোটেই ভালো নয়। এই তো কত লোক বলেন, হিন্দুরা নাকি সংকটে রয়েছেন দেশে, আমার তো সেটা মনে হয় না। আবার কেউ কেউ বলেন, মুসলিমরা বিপদে রয়েছেন, কোথাও কেউ সংকটে নেই। সবাই নিজেদের মতো করে ভালো রয়েছেন। গোটা বিশ্বে আমাদের দেশই বাস করার জন্য সবথেকে ভালো জায়গা। আপনি ইউরোপ, ফ্রান্স, আমেরিকায় যান না, দেখবেন ওখানে কী হচ্ছে…!” এরপরই অভিনেতার সংযোজন, “বর্তমানে ভারতই একমাত্র বাসযোগ্য দেশ। আর আমাদের উপরই বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের দেশে উন্নতি হচ্ছে। আমিও তো কেন্দ্রীয় সরকারের তরফে সম্মানিত হচ্ছি। এমনকী শপথ গ্রহণের অনুষ্ঠানেও আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। আমার সিনেমা সরকারি স্কুলের বাচ্চাদের পর্যন্ত দেখানো হয়েছে। আমি তো গিয়ে বলিনি ‘টুয়েলভফ ফেল’ দেখাতে, কিন্তু ওঁরা দেখিয়েছে যাতে দেশের ভবিষ্যৎ প্রজন্ম উদ্বুদ্ধ হতে পারে।”এমন মন্তব্যের পরই বিক্রান্তকে ‘বিজেপির বন্ধু’ বলে আক্রমণ করা হয়। শুধু তাই নয়, অভিনেতার দৃষ্টিভঙ্গি নিয়েও জোর চর্চা শুরু হয়। তাই পরিস্থিতি দেখে ফের মাঠে নামতে বাধ্য হলেন বিক্রান্ত মাসে। অভিনেতার কথায়, “মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। গত দশ বছর আগে আমি যেরকম ছিলাম, এখন আর সেরকম মানুষ নেই। ভবিষ্যতে ১০ বছর পরেও হয়তো এখনকার মতো থাকব না। পরিবর্তনই একমাত্র স্থিতিশীল। আমি অনেক জায়গায় কাজ করতে গিয়ে অনেক মানুষের সঙ্গে মিশে দেখেছি। এমনকী গ্রাম-গ্রামান্তরেও শুট করার সময়ে টের পেয়েছি, কতটা বদলে গিয়েছে পরিস্থিতি।”

TOP RELATED