Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

রুপো আসছে বিনেশ ফোগাটের হাত ধরে.

রুপো আসছে বিনেশ ফোগাটের হাত ধরে.

Published on: Published on 2024-08-10 06:17 PM

Share on:

বুধবার রাতে জানা গিয়েছিল, রুপোর দাবি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন কুস্তিগির বিনেশ ফোগাট। প্যারিস অলিম্পিক্স থেকে তাঁকে বাতিল করার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। আন্তর্জাতিক আদালতের রায় ঘোষণার আগেই বৃহস্পতিবার ভোরে অবসর ঘোষণা করেন বিনেশ। জানিয়ে দেন, তিনি হেরে গিয়েছেন কুস্তির কাছে।


কিন্তু সম্ভবর তিনি জানতেন না কি হতে চলেছে… ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতে শুনানি শেষ হয়েছে। অলিম্পিক ইতিহাসে নয়া ইতিহাস তৈরি হতে চলেছে।


কুস্তিগীর বিনেশ ফোগাটের শুনানি প্যারিসে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (CAS) এ শেষ হয়েছে। বিনেশ প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি কুস্তি ফাইনাল থেকে ১০০ গ্রাম অতিরিক্ত ওজনের কারণে অযোগ্য ঘোষিত হওয়ার পর CAS-এ আপিল করেছিলেন। এর আগে, বিনেশ তিনটি সহজ জয়ের মাধ্যমে ৫০ কেজি ফাইনালে পৌঁছে রুপা পদক নিশ্চিত করেছিলেন, তবে অযোগ্যতার কারণে তিনি পদক তালিকার বাইরে চলে যান। প্রতিযোগিতার প্রথম দিন বিনেশ অনুমোদিত ওজন সীমার মধ্যে ছিলেন, কিন্তু দ্বিতীয় দিনে তাকে ১০০ গ্রাম অতিরিক্ত ওজনের কারণে অলিম্পিক কুস্তি ফাইনাল থেকে বাদ দেওয়া হয়।


বিনেশ একটি ভাগ করা রুপা পদকের জন্য CAS-এ আপিল করেছিলেন, যা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা, যা ক্রীড়া সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সালিশের মাধ্যমে কাজ করে। আপিলের শুনানি শুক্রবার প্যারিসে তিন ঘণ্টা ধরে চলে।


বিনেশ কে চারজন ফরাসি আইনজীবী প্রতিনিধিত্ব করছিলেন, ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) এর প্রতিনিধিত্বকারী আইনজীবী হরিশ সালভে এবং বি সিংহানিয়া। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং UWW এর আইনজীবীও শুনানিতে উপস্থিত ছিলেন। পাশাপাশি UWW থেকে রেফারি এবং টেকনিক্যাল অফিসাররা সেখানে উপস্থিত ছিলেন।


সিংহানিয়া জানিয়েছেন, তিনি একটি ইতিবাচক ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসী। "আমরা IOA এর আইনজীবী ছিলাম। হরিশ সালভে যুক্তি নেতৃত্ব দিচ্ছিলেন এবং আমি তাকে সহায়তা করছিলাম। মোটামুটিভাবে সবার যুক্তি শোনা হয়েছে। শুনানি ভালো হয়েছে। আশা করা যাচ্ছে বিনেশ কে যোগ্য হিসেবেই রুপোর পদক দেওয়া হবে। কারন তিনি সেমিফাইনালে জয়ী হয়েছিলেন সমস্ত নিয়ম মেনেই। সেক্ষেত্রে রুপোর পদক ফাইনালের আগেই নিশ্চিত করেছিলেন বিনেশ।"

TOP RELATED