এক্সপ্রেস কলকাতা ডেস্ক: চতুর্থ দফার ভোটে সকাল থেকেই অন্যান্য হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি চর্চায় রইলেন বর্ধমান দুর্গাপুরের BJP প্রার্থী দিলীপ ঘোষ। কখনও আলিঙ্গন করলেন প্রতিপক্ষ কীর্তি আজাদকে, আবার কখনও বা তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ চলল। সোমবার সকালে দিলীপ ঘোষ বর্ধমানের তুল্লা বাজারে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। সেখানে হামলা চালানো হয় নানান সংবাদ মাধ্যমের গাড়িতেও। এরপর ফের বর্ধমান উত্তরের ২০৪ নম্বর বুথের কাছে হামলার অভিযোগ ওঠে। সেখানেই আহত হয়েছেন দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষী। মাথা ফেটে গলগল করে রক্ত বের হতে দেখা যায়।
প্রসঙ্গত, ২০৪ নম্বর বুথ থেকে অভিযোগ আসছিল বিজেপির এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। অভিযোগ, দিলীপ ঘোষ সেখানে যেতেই তৃণমূলের লোকেরা হামলা চালায়। এই ঘটনায় দিলীপের সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা ছিলেন, সাব ইন্সপেক্টর সুনীল কুমার ও কনস্টেবল রামু প্রমাণ, উভয়েই আক্রান্ত হন। তাঁদের মাথা ফাটে, হাতে লাগে। এমনকী কনভয়ে নিরাপত্তারক্ষীদের যে গাড়ি, তাও ভেঙে ফেলা হয়। নিরাপত্তারক্ষীদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, মেডিক্যাল কলেজ হাসপাতালও তৃণমূলের লোকেরা ঘিরে রেখেছে। এই ঘটনার পর বর্ধমান জেলায় দলীয় দফতরে যান।
যদিও এই অভিযোগ প্রসঙ্গে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, ‘‘যেখানেই দিলীপ ঘোষ যান, সেখানেই উত্তেজনা ছড়ায়।’’ তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশনে আমরা অভিযোগ জানিয়েছি। কিন্তু তারা কর্ণপাত করেনি।’’