Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

আশা জাগিয়েও নেই বিরাট-রোহিত

আশা জাগিয়েও নেই বিরাট-রোহিত

Published on: Published on 2024-08-14 09:06 PM

Share on:

দলীপ ট্রফিতে খেলতে দেখা যেতে পারে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে! গত কয়েকদিন ধরে এই জল্পনা ঘোরাফেরা করছিল দেশের ক্রিকেট মহলে। কিন্তু বুধবার দলীপ ট্রফির দল ঘোষণার পরে দেখা গেল, কোনও দলেই রাখা হয়নি দুই মহাতারকাকে। ফলে ঘরোয়া ক্রিকেটে এক্ষুণি তাঁদের খেলার কোনও সম্ভাবনা নেই। দলীপের পরের রাউন্ডগুলোতে কি দেখা যাবে বিরাট-রোহিতকে? সেই সম্ভাবনাও খুবই কম।বুধবার দলীপ ট্রফির জন্য চারটি দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই প্রতিযোগিতা দিয়েই ঘরোয়া ক্রিকেটে লাল বলের মরসুম শুরু হচ্ছে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ঈশান কিষানও খেলবেন দলীপ ট্রফি। বুধবার চারটি দলের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে যথাক্রমে শুভমন গিল, অভিমন্যু ঈশ্বরণ, ঋতুরাজ গায়কোয়াড় এবং শ্রেয়স আইয়ারকে। তাঁদের অধীনে খেলবেন ভারতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটাররা। তবে দলীপ ট্রফিতে খেলার সুযোগ পাননি রিঙ্কু সিং।জানা গিয়েছে, কেএল রাহুল, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খানের মতো টেস্ট ক্রিকেটাররা খেলবেন দলীপে। ঋষভ পন্থ, রিয়াগ পরাগকেও নেওয়া হয়েছে দলে। কিন্তু চার দলের কোনওটাতেই নেই বিরাট-রোহিতের নাম। অর্থাৎ দলীপের প্রথম রাউন্ডে দুই মহাতারকা খেলবেন না। বোর্ড সূত্রে খবর, দলীপ খেলতেই হবে বলে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি রোহিতদের। তাঁরা চাইলে তবেই দলে রাখা হত। দলীপের পরের রাউন্ডেও দুই তারকাকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কম।অন্যদিকে, চোট সারিয়ে দলীপে ফিরতে পারেন মহম্মদ শামি এমনটাও শোনা গিয়েছিল। কিন্তু তারকা পেসারকেও রাখা হয়নি কোনও দলে। সূত্রের খবর, এখনও সম্পূর্ণ ফিট হতে পারেননি শামি। তাই দলীপ ট্রফিতে এখনই তাঁকে নামানো হচ্ছে না।

TOP RELATED