Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

মহিলা সাংবাদিকের উপর রেগে কাঁই কোহলি

মহিলা সাংবাদিকের উপর রেগে কাঁই কোহলি

Published on: Published on 2024-12-19 07:36 PM

Share on:

মেলবোর্নে পৌঁছতেই অজি সংবাদমাধ্যমের ‘কোপে’ পড়লেন বিরাট কোহলি। বৃহস্পতিবার ভারতীয় দল মেলবোর্নে পৌঁছয়। কিন্তু বিমানবন্দরেই এক সাংবাদিকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন বিরাট। জানা গিয়েছে, কিং কোহলির সন্তানদের ছবি তোলা নিয়েই সমস্যা শুরু হয় দুপক্ষে।পরিবার এবং সন্তানদের গোপনীয়তা নিয়ে বরাবরই খুব সচেতন বিরাট কোহলি। সবসময় সাংবাদিকদের তিনি অনুরোধ করেন সন্তানদের ছবি না তুলতে। কিন্তু মেলবোর্নে নামতেই একঝাঁক ক্যামেরা ধেয়ে আসে বিরাট ও তাঁর পরিবারের দিকে। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কিং কোহলি। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাংবাদিকের সঙ্গে।ঠিক কী ঘটেছে মেলবোর্ন বিমানবন্দরে? সূত্রের খবর, পরিবারের সঙ্গে বিমানবন্দর থেকে বেরচ্ছিলেন বিরাট। সেই সময়েই অজি সংবাদমাধ্যম চ্যানেল ৭-এর এক সাংবাদিক ক্যামেরা নিয়ে এগিয়ে আসেন। সপরিবার বিরাটের ছবি তুলতে শুরু করেন। তবে সেই সময়ে বাধা দেন তারকা ক্রিকেটার। স্পষ্ট জানিয়ে দেন, তাঁর পরিবারের ছবি তুলতে গেলে অনুমতি নিতে হবে। এই কথা বলে খানিকটা এগিয়ে যান বিরাট।কিন্তু বিরাটকে উদ্দেশ্য করে ওই সাংবাদিক বলেন, বিমানবন্দর একটি পাবলিক প্লেস। তাই ছবি তুলতে গেলে অনুমতির প্রয়োজন নেই। সেই কথা শুনেই পালটা সুর চড়িয়ে এগিয়ে আসেন বিরাট। খানিকটা কথা কাটাকাটি শুরু হয় দুজনের মধ্যে। শেষ পর্যন্ত অবশ্য সমস্যা মেটে। করমর্দন করতে দেখা যায় দুজনকে।
উল্লেখ্য, ক্রিকেটারদের বিপাকে ফেলার জন্য অজি সংবাদমাধ্যমের ‘দুর্নাম’ রয়েছে। এবার তাদের রোষে পড়লেন বিরাট। প্রসঙ্গত, কন্যা ভামিকা এবং পুত্র অকায়কে প্রচারের আলো থেকে একেবারে দূরে রাখতে চান বিরাট। তাই সংবাদমাধ্যমকে সবসময়ই অনুরোধ করেন সন্তানদের ছবি না তোলার জন্য। নিজেরাও সন্তানদের ছবি প্রকাশ্যে আনেন না বিরুষ্কা।

TOP RELATED