Last Update
বাড়ল সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস
সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্য সুখবর। বাড়ল পুজোর বোনাস। আগে ৫ হাজার ৩০০ টাকা পেতেন তাঁরা। চলতি অর্থবর্ষে ৬ হাজার টাকা করে পাবেন তাঁরা। বুধবার এই মর্মে নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।মার্চ মাসেই রাজ্যের অর্থ দফতর জানিয়ে দিয়েছিল সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের অ্যাডহক বোনাস বাড়ানো হবে। সেই ঘোষণা অনুযায়ী বাড়ল সিভিক ভলান্টিয়ারদের বোনাস।নবান্ন সূত্রের খবর, ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের অর্থ ৫,৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা হয়েছে।বুধবার সেই বোনাস বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা চলতি অর্থবর্ষের জন্য এই ৬০০০ টাকা অ্যাডহক বোনাস পাবেন।প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সিভিক ভলান্টিয়ারদে জন্য একগুচ্ছ সুবিধা বাড়ানোর কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ অর্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশের সময় জানিয়েছিলেন, আগে যা বেতন বাবদ পেতেন একজন সিভিক ভলান্টিয়ার এবার তার থেকে ১ হাজার টাকা বেশি পাবেন। তার জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে। রাজ্য পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য।সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশে কর্মী নিয়োগের সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছিল তখন। রাজ্য পুলিশে যদি নতুন করে ১ হাজার জনকে নিয়োগ করা হয় সেক্ষেত্রে কাজের নিরিখে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে ২০০ জন চাকরি পাওয়ার কথা বলা হয়েছিল।
TOP RELATED