Last Update
ঘূর্ণিঝড়ের রূপ নিল না নিম্নচাপ!
ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাবে শুক্রবার বৃষ্টির আশঙ্কায় ছিলেন রাজ্যবাসী। কিন্তু এখনও ঘূর্ণিঝড়ের রূপ নিল না নিম্নচাপ। বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান অতি গভীর এই নিম্নচাপের। তবে এর প্রভাবে রাজ্যে বেড়েছে তাপমাত্রা। হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলোতে। আগামিকাল অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। একধাক্কায় কলকাতার তাপমাত্রা বাড়ল তিন ডিগ্রি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফের নামতে পারে পারদ।হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পণ্ডিচেরি থেকে ৪১০ কিলোমিটার দূরে এর অবস্থান করছে। এখনও রূপ নেয়নি ঘূর্ণিঝড়ের। শনিবার প্রবেশ করতে পারে স্থলভাগের দিকে। এদিকে নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরবঙ্গের উপর তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে উপকূলের জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামিকাল অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বাড়ছে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় একইরকম থাকবে আবহাওয়া। পশ্চিমের জেলাগুলোতে শীতের আমেজ থাকবে। সকালের দিকে কুয়াশার চাদরে মুড়বে পথঘাট।সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা থাকবে দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলায়। জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর ও মালদহে কুয়াশার সম্ভাবনা। তবে আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। উল্লেখ্য, তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকালে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কবার্তা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশে।
TOP RELATED