Last Update
আরও ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে দুর্যোগ!
নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে রাজ্যজুড়ে। বিভিন্ন এলাকা রীতিমতো জল থইথই অবস্থা। কবে বৃষ্টি থামবে সেই অপেক্ষায় সকলে। হাওয়া অফিস সূত্রে খবর, এখনই রেহাই মিলবে না বৃষ্টি থেকে। মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে। বাংলাদেশ থেকে সরে দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি। মূলত এই নিম্নচাপ উত্তর-পূর্ব ঝাড়খণ্ডের অবস্থান করবে আগামী ২৪ ঘন্টায় । তারপর আরো ঝাড়খণ্ডের দিকে সরে যাবে বাংলা থেকে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখার সক্রিয়। বিকানীর থেকে রোহতক, হামিরপুর সিদ্ধি হয়ে ঝাড়খন্ড হয়ে বাংলা সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে দিঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, এর ফলেই আগামী দু’দিন বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণের সব ক’টি জেলায়। এদিকে জন্মাষ্টমীতে (সোমবার) একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আপাতত আছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা । তার ফলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি হবে।
উত্তর বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা সোমবারের মধ্যে ওই এলাকার উপরেই নিম্নচাপে পরিণত হবে। যে মৌসুমী অক্ষরেখা আছে, সেটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মিশে যাচ্ছে। একটি অক্ষরেখাও বিস্তৃত আছে। তার ফলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণের সব ক’টি জেলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায়। সেখানে ৭-১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা,পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। ২৬ অগাস্টের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে।উপকূলে ভারী বৃষ্টির কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। রবিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
TOP RELATED