Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

মুখ্যসচিবকে ফের চিঠি ‘অসন্তুষ্ট’ জুনিয়র ডাক্তারদের

মুখ্যসচিবকে ফের চিঠি ‘অসন্তুষ্ট’ জুনিয়র ডাক্তারদের

Published on: Published on 2024-11-06 07:01 PM

Share on:

ফের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় তুলে ধরা আন্দোলনকারীদের ১০ দফা দাবির কতটা পূরণ হল, তার হিসেব নিকেশ নিয়ে টাস্কফোর্সের বৈঠক ডাকার আরজি জানাল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাঁদের অভিযোগ, ২১ অক্টোবরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার বেশ কিছু বিষয়ের উল্লেখ বৈঠকের ‘রেকর্ডে’ নেই।ইমেলে জুনিয়র ডাক্তারদের অভিযোগ, রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে ‘রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন’ গঠন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছিল। কিন্তু রেকর্ডে তার উল্লেখ নেই। তবে ২০২৫ সালের মার্চের মধ্যে ছাত্রভোট করানো হবে, তার উল্লেখ আছে ‘রেকর্ডে’। এমনকী, আরডিএ গঠন নিয়ে যে আলোচনা হয়েছিল, তার উল্লেখ নেই রেকর্ডে।ডাক্তারদের দাবি, বৈঠকের ‘রেকর্ড’ অনুযায়ী, মেডিক্যাল কলেজগুলির সমস্ত অভিযোগ প্রথমে শুনবেন হাসপাতালের অধ্যক্ষ। তার পর তা স্বাস্থ্যদপ্তরের মাধ্যমে মুখ্যসচিবের কাছে যাবে। বর্তমানে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের একাধিক নিয়মের উল্লেখ করে জুনিয়র ডাক্তাররা দাবি করেছেন, রাজ্য সরকারের কাছে নয়, ওই অভিযোগগুলি অধ্যক্ষের কাছ থেকে সরাসরি মেডিক্যাল কাউন্সিলের কাছে পাঠানো উচিত।বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ওবিসি সংরক্ষণের জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। জুনিয়র চিকিৎসকদের দাবি, কোনও একটি সংরক্ষণ মামলার জন্য সম্পূর্ণ নিয়োগ আটকে থাকতে পারে না। পাশাপাশি রেফারেল সিস্টেম নিয়েও তারা কিছু পরামর্শ দিয়েছেন।
রাজ্যের সমস্ত হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য। কিন্তু সেই সংক্রান্ত উদ্যোগ জুনিয়র ডাক্তারদের চোখে পড়েনি। বেশিরভাগ হাসপাতালেই দেখা মেলেনি সরকারের ‘উইনার্স টিম’ এবং ‘শক্তি টিম’-এর। সবমিলিয়ে রাজ্য সরকারের আশ্বাস ও কাজের মধ্যে ফারাক রয়েছে বলেই দাবি ফ্রন্টের। এসব নিয়ে টাস্কফোর্সের সঙ্গে বৈঠক চেয়ে চিঠি দিলেন জুনিয়র ডাক্তাররা।

TOP RELATED