Last Update
কিছুক্ষণেই আবহাওয়ার বড় বদল! তুলকালাম বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের এই সব জেলায়
আজও উত্তাল রয়েছে সমুদ্র। উপকূলবর্তী অঞ্চলে চলছে ভারী বৃষ্টি। সেই সঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা আকাশ। এরই মাঝে ঝড়-বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।
ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমানে। পাশাপাশি কলকাতাতেও বৃষ্টি চলবে। তবে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ বৃষ্টি চলবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, বর্তমানে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। যার জেরেই বৃষ্টি হচ্ছে। এই সিলসিলাই জারি থাকবে সপ্তাহভর।
যদিও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি কমার পূর্বাভাস রয়েছে। যার জেরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। বুধবার দিনভর শহরে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বজায় থাকবে।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী সাতদিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে অধিক বর্ষণের সম্ভাবনা।
TOP RELATED