Last Update
কবে এই তীব্র দহনজ্বালা থেকে নিস্তার পাবে বঙ্গবাসী? কী বলছেন আবহাওয়াবিদরা?
আবহাওয়া আপডেট: গরমে রীতিমতো হাঁসফাঁস করছে বঙ্গবাসী। একটাই প্রশ্ন সবার মুখে, কবে হবে বৃষ্টি? এ দিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জন্য কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধু তাই নই, অধিকাংশ জেলায় বইবে হিট ওয়েভ। আবার কোনো কোনো জেলায় তীব্র হিট ওয়েভের সতর্কতা জারি করা হয়েছে।
আজ থেকে শুরু করে আগামী ২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনায় হিট ওয়েভের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতেই আবার ৩ তারিখে রয়েছে হলুদ সর্তকতা। ইস্ট মেদিনীপুরে আজ, কাল এবং পরশু হিট ওয়েভ থেকে সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে হাওড়া, হুগলি এবং নদীয়া - এই তিন জেলায় ২৯ থেকে ২ তারিখ পর্যন্ত কমলা সতর্কতা ও মুর্শিদাবাদে আগামী তিন দিন লাল সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
রেহাই নেই উত্তরবঙ্গেও। বেশ কয়েকটি জেলাতে হিট ওয়েভ এর সম্ভাবনা রয়েছে। তবে সেই সাথে উত্তরবঙ্গের নর্থের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উত্তর-দক্ষিণ দিনাজপুর ও মালদাতে আজ কমলা সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট এন্ড হিউমিড সতর্কতা দেওয়া হয়েছে। তবে ১ তারিখে দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ারে স্টং লাইটনিং সহ ঝোড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিমি গতি বেগে বইবে। যার ফলস্বরূপ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্য দিকে ৫ই মে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর - এই তিনটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৫ তারিখ থেকে জলীয়বাষ্পের প্রবেশ বাড়ছে তার ফলেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। পরবর্তী সময় এটি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এই বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তি পাবে বঙ্গবাসী।
TOP RELATED