Last Update
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাঁপানো বৃষ্টি কবে থেকে?
ব্রেক কষেছে বর্ষা। শুরুটা হয়েছিল গতকাল অর্থাৎ বুধবার থেকে। বৃহস্পতিবারেও গোটা রাজ্যেই বৃষ্টির পরিমাণ কমই থাকবে। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আগামিকাল ১৯ জুলাই থেকেই ফের একবার বাংলায় আবহাওয়ার আমূল পরিবর্তন চোখে পড়তে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সব রকম পরিস্থিতি রয়েছে। এই নিম্নচাপের জেরেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হতে পারে। এই পর্বে শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল অর্থাৎ শুক্রবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
একইভাবে আগামী শনিবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতা শহরে ভারী বৃষ্টি হতে পারে।
কেমন থাকবে ২১ জুলাইয়ের আবহাওয়া?
আগামী রবিবার একুশে জুলাই। তৃণমূলের শহিদ সভা হবে কলকাতায়। ওই দিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভালোমতো বৃষ্টি চলবে।
কলকাতার ওয়েদার আপডেট
বৃহস্পতিবার শহর কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে কলকাতা শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টির হাত ধরে সাময়িকভাবে কমতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
বৃহস্পতিবার উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতোই আগামী শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়।
TOP RELATED