Last Update
ঠিক কখন শুরু কলকাতা-সহ দক্ষিণে টানা ঝড়বৃষ্টি
সকাল থেকে রাত বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী। উত্তরবঙ্গে টানা সাতদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে, দক্ষিণের কিছু কিছু জেলায় প্রায় রোজই বিকেলের পরে হচ্ছে বজ্রবিদ্যুত-সহ ঝড়বৃষ্টি। কিন্তু তাতে কমছে না গরম। দক্ষিণবঙ্গের পশ্চিমে আজও তিন জেলায় তাপপ্রবাহ এবং বাকি জেলায় চরম গরমে অস্বস্তি। আজও বিকেলের পরে দক্ষিণের জেলায় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আজ আংশিক মেঘলা আকাশ। তবে আগামিকাল থেকে মেঘলা হবে আকাশ। বাড়বে ঝড়বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার প্রাক বর্ষার বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। বুধ-বৃহষ্পতিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতা, হাওড়া, হুগলি ছাড়া বাকি জেলাতে আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা। আগামী তিন-চার দিনের মধ্যেই বর্ষামঙ্গল দক্ষিণবঙ্গে।মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল কলকাতায়। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে। আজ আংশিক মেঘলা আকাশ। গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে। সোমবার সকাল থেকে ঘাম প্যাচপ্যাচে পরিস্থিতি, গরমে নাজেহাল সাধারণ মানুষ। আজ বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। দুর্যোগের দুর্ভোগ বাড়বে উত্তরবঙ্গে। অসম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। সিকিম, ভুটান, উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যের প্রবল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে আরও চার-পাঁচদিন।
TOP RELATED