Last Update
হাসপাতালে মমতা, কী হয়েছে মুখ্যমন্ত্রীর?
গত বুধবারের পর ফের শুক্রবার অর্থাৎ আজ নিউ টাউনের ওই একই বেসরকারি চক্ষু হাসপাতালে ঢুকতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন বিকেলে হাসপাতালে প্রবেশ করেন মমতা। সূত্রে খবর, আজ তাঁর চোখে অপারেশন হবে। জানা গিয়েছে, গত বুধবার পরীক্ষা করার পর মুখ্যমন্ত্রীর চোখে কিছু সমস্যা ধরা পড়ে।
সেই মতো চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। সেই কারণেই শুক্রবার অর্থাৎ আজ হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা। তবে এদিন ঠিক কতক্ষণের অস্ত্রোপচার হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
TOP RELATED