Last Update
বললেন কঙ্গনা দাদু মুসলিম, ঠাকুমা পার্সি, মা খ্রিস্টান.! রাহুল গান্ধী 'কারিপাতা দিয়ে পাস্তা',
লোকসভায় জাতপাত নিয়ে তর্কে জড়িয়েছলেন রাহুল গান্ধি। আর তাতেই নতুন নিশানা কঙ্গনা রানাওয়াতের। লোকসভায় অনুরাগ ঠাকুর 'অপমান' ও 'গালিগালাজ' করেছেন বলে, রাহুল দাবি করার একদিন পরেই, সরব হলেন কুইন নায়িকা। রাহুলের একটি পুরনো ভিডিয়ো শেয়ার করলেন তিনি। যেখানে সোনিয়া-পুত্রকেও দেখা যায়, লোকের জাত নিয়ে কথা বলতে।
রাহুল গান্ধীকে নিয়ে কী লিখলেন কঙ্গনা
কঙ্গনা রানাওয়াত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জনসভায় রাহুলের লোকের জাত নিয়ে বক্তব্য রাখার একটি পুরনো ভিডিয়ো শেয়ার করলেন। তিনি লেখেন, 'আপনি নিজের জাত সম্পর্কে কিছুই জানেন না, আপনার দাদু মুসলিম, ঠাকুমা পার্সি, মা খ্রিস্টান। মনে হয় কেউ ভাত এবং ডাল বানানোর জন্য কারি পাতা দিয়ে পাস্তা মেখেছেন। এদিকে উনি সবার জাত জানতে চান।'
'কী করে তিনি প্রকাশ্যে মানুষকে তাঁদের জাত সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, এমন অভদ্রভাবে, ছিঃ, লজ্জা রাহুল গান্ধী', নিজের কথায় জোড়েন কঙ্গনা।
কী ঘটেছিল
বিরোধী দলনেতা রাহুল গান্ধী মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার সময়, লোকসভায় বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর তাঁকে 'অপমান ও গালিগালাজ' করেছেন, এমন অভিযোগ এনেছেন। বিজেপি সাংসদ অনুরাগ কারও নাম না নিয়ে এদিন বলেন, 'যাঁদের নিজেদের জাতের ঠিক নেই, তারা জাতের আদমশুমারি নিয়ে কথা বলেন!' এরপর বিতর্ক বাড়তেই অনুরাগ বলেন, 'আমি শুধু বলেছিলাম যে, নিজের জাতপাত সম্পর্কে জানে না, এমন কেউ আদমশুমারির কথা বলেন। আমি কারও নাম বলিনি।'
রাহুল প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভারতীয় ব্লক ক্ষমতায় এলে দেশব্যাপী জনগণনা করা হবে। জবাবে রাহুল বলেন, 'আপনি আমাকে যত খুশি অপমান করতে পারেন, তবে আমরা সংসদে জাতিগত জনগণনা অনুমোদন করাব। অনুরাগ ঠাকুর আমাকে গালিগালাজ করেছেন, অপমান করেছেন। কিন্তু আমি তার কাছ থেকে কোনওরকম ক্ষমা প্রত্যাশা করি না।'
কঙ্গনা রানাওয়াতের রাজনৈতিক জীবন
চলতি বছর লোকসভা নির্বাচনে জয়ী হন এবং হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ নির্বাচিত হন কঙ্গনা কানাওয়াত। গত সপ্তাহে পার্লামেন্টে প্রথম ভাষণ দেন তিনি। তিনি হিন্দিতে বলেন, 'আমাদের বাড়ি তৈরির কাঠকুনি স্টাইল বা ভেড়া-চমরী গাইয়ের পশম থেকে পোশাক তৈরির ঐতিহ্য বা স্পিতি, কিন্নর এবং ভারমৌরের সংগীতের ঐতিহ্য রয়েছে। তবে সবই বিলুপ্ত হয়ে যাচ্ছে।'
TOP RELATED