Last Update
এবার থেকে কোন নামে ডাকা হবে কেরালাকে?
নাম বদলাতে চলেছে কেরালা। কেরালার বদলে এবার নতুন নাম হতে চলেছে কেরালাম। সোমবার কেরালা বিধানসভায় এই প্রস্তাব পাশ হয়ে গেল সর্বসম্মতিক্রমে।
কেরালা রাজ্য়ের নাম বদলের প্রস্তাব অবশ্য নতুন নয়। বিষয়টি নিয়ে প্রায় এক বছর আগে থেকেই চর্চা চলছে। রাজ্যের নাম বদলের এই প্রস্তাব আগেই সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গিয়েছিল কেরালা বিধানসভায়। এরপর সংবিধান বদল করে কেন্দ্রীয় সরকারকে কেরালার নাম বদলের আর্জি জানানো হয়েছিল। সোমবার ফের সেই প্রস্তাব পাশ হয়ে যায়।
প্রথমবারের পর নতুন করে পাশ হওয়া প্রস্তাবে কেন্দ্রীয় সরকারের নির্দেশক্রমে সামান্য সংশোধন করা হয়েছে। এবার থেকে দক্ষিণের এই রাজ্য অফিসিয়ালি পরিচিতি পাবে 'কেরালাম' রাজ্য হিসেবে। সোমবার কেরালা বিধানসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই প্রস্তাবে বলা হয়েছে, সংবিধানের তৃতীয় অনুচ্ছেদ অনুসারে রাজ্যের নাম বদলের জন্য সরকারি ভাবে প্রয়োজনীয় ব্য়বস্থা নিতে হবে। সংবিধানের প্রথম তফশিলে কেরালার নাম পরিবর্তন কর 'কেরালাম' করার দাবি জানানো হচ্ছে রাজ্য সরকারের তরফে। রাজ্য়ের নাম বদলের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বিধানসভার সদস্যরাও। নাম বদলের প্রস্তাব সংশোধনের দাবি জানান ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিমলিগের বিধায়ক এন শামমুদ্দিন। তিনি দাবি করেন, রাজ্যের নামে আরও স্বচ্ছতা আনার জন্য শব্দ পরিবর্তন করা উচিত। তবে কেরালা বিধানসভা তাঁর এই প্রস্তাব প্রত্যাখান করে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জোর দিয়ে বলেন, 'কেরালাম' ঐতিহ্যবাহী নাম। মালায়ালাম সংস্কৃতির ঐতিহ্যকে প্রতিফলিত করে।
২০২৩ সালের অগাস্ট মাসে কেরালা বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করা হয়েছিল। তখন সর্বসম্মতিক্রমেই পাশ হয়েছিল সেই প্রস্তাব। এই প্রস্তাবে তখন বলা হয়েছিল, সংবিধানের প্রথম তফশিলে কেরালার নাম পরিবর্তন করে 'কেরালাম' করা হেক। সংবিধানের অষ্টম তফশিলে সব ভাষাতেই কেরালার নাম বদলে 'কেরালাম' করার দাবি জানানো হয়। কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি জানায় কেরালা সরকার। সেই সময় কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, 'মালায়লম ভাষায় রাজ্যের নাম কেরালা নয় কেরালাম বলেই উচ্চারিত হয়। ১৯৫৬ সালের ১ নভেম্বর ভাষা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই রাজ্যগুলি গঠিত হয়েছিল। দেশের মালায়ালামভাষীদের জন্য একটি যুক্ত রাজ্য গঠনের প্রয়োজনীয়তা। তখন দক্ষিণ ভারতের এই অংশের নাম রাখা হয় কেরালা। স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই দৃঢ়ভাবে এই দাবি উঠে এসেছে। মালয়ালমভাষীদের এই রাজ্যের নাম সংবিধানে সেই থেকে কেরালা হিসেবেই নথিভুক্ত হয়। সেই থেকেই এটি কেরালা হিসেবে উচ্চারিত হয়। কিন্তু, আদপে মালায়লম ভাষায় এই রাজ্যের নাম হওয়া উচিত কেরালাম।'
TOP RELATED