‘কেন নির্বাচনের আগেই গ্রেফতার করা হল?’, কেজরী-মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ইডি
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার বিষয়ে আপ এবং ইন্ডিয়া জোট বারবার দাবি করেছেন, ভোটের মুখে রাজনৈতিক স্বার্থে বিজেপির অঙ্গুলি হেলনে এই পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার এই নিয়েই কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্ন, কেন লোকসভা নির্বাচনের আগেই গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রীকে? তদন্ত ও গ্রেফতারির মধ্যে এত দীর্ঘ ব্যবধান কেন, তাও জানতে চাওয়া হয়েছে।
গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরীওয়াল। তার পর থেকে তিনি জেলবন্দি। তাঁর গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে দাবি করে প্রথমে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরী। কিন্তু দিল্লি হাই কোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মা চলতি মাসের গোড়ায় সেই আবেদন খারিজ করে দেওয়ায় শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন আপ প্রধান।
গত ২১ মার্চ আবগারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন আপ প্রধান। তার পর ইডির হেফাজত থেকে তাঁকে তিহাড় জেলে পাঠানো হয়। সেখান থেকেই গ্রেফতারিকে ‘বেআইনি’ বলে দাবি করে প্রথমে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরী। কিন্তু চলতি মাসের গোড়ায় সেই আবেদন খারিজ করে দেন দিল্লি হাই কোর্টের বিচারপতি স্বর্ণকান্তা শর্মা। এর পরেই শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন আপ সুপ্রিমো। এদিন সেই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্না গ্রেপ্তারির সময় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, নির্দিষ্ট বিচারপ্রক্রিয়া ছাড়াই কি ফৌজদারি প্রক্রিয়া চালানো যায়, ব্যাখ্যা করতে হবে ইডিকে।
তবে এবার প্রশ্ন তুলেছে শীর্ষ আদালতও। এখনও পর্যন্ত এই মামলায় কোনও অতিরিক্ত তথ্যপ্রমাণ দিতে পারেনি কেন্দ্রীয় তদন্ত সংস্থা। আর যদি তা হয়ে থাকে, তবে কীভাবে কেজরিওয়াল জড়িত এই দুর্নীতির সঙ্গে তা দেখানো হোক । সুপ্রিম কোর্ট আরও উল্লেখ করেছে, দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার ক্ষেত্র তদন্তকারীরা দাবি করেছে যে তারা তথ্যপ্রমাণ খুঁজে পেয়েছে। কিন্তু কেজরিওয়ালের ক্ষেত্রে এখনও পর্যন্ত কিছুই বলা হয়নি তদন্তকারীদের তরফে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। তার মধ্যেই এ বিষয়ে ইডিকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। সব মিলিয়ে সুপ্রিম প্রশ্নে অস্বস্তিতে পড়েছে ইডি।