Last Update
বিশ্বজুড়ে ব্যাহত বিমান-তথ্য প্রযুক্তি পরিষেবা
উইন্ডোজ ১০-এ যান্ত্রিক গোলযোগ। বিশ্বজুড়ে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা, তথ্য প্রযুক্তি পরিষেবাও। ইতিমধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে দ্রুত, জানিয়েছে মাইক্রোসফট। ভারতে বিমান পরিষেবায় সমস্যা সৃষ্টি হয়েছে, গোলযোগ দেখা দিয়েছে ওয়েব চেক-ইনেও।
ব্যাঙ্ক এবং লন্ডন স্টক এক্সচেঞ্জেও বড়সড় সমস্যা দেখা দিয়েছে। কাজ বন্ধ সর্বত্র। ঠিক কী সমস্যা হয়েছে উইন্ডোজে ?
মাইক্রোসফটের উইন্ডোজ ১০-এ প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে আর তাই যে সমস্ত জায়গায় এই সফটওয়্যার ব্যবহার করা হয়, সেখানেও কার্যক্রম ব্যাহত হয়েছে। কলকাতা বিমানবন্দরে এর প্রভাব পড়েছে। তিনটি বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো, স্পাইসজেট সহ এগুলি মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহার করে। আর তাই ওয়েব চেকিংয়ে সমস্যা দেখা দিয়েছে আজ সকাল থেকেই। তাঁর জন্য চরম ভোগান্তির মুখে সাধারণ যাত্রীরা। কলকাতা বিমানবন্দরে এই তিন এয়ারলাইন্সের যাত্রীরা চেক-ইন করাতে পারছেন না আর তাই ম্যানুয়াল পদ্ধতিতে চেক-ইন করাতে হচ্ছে। সেই কারণে কলকাতা বিমানবন্দর থেকে যে সমস্ত বিমান গন্তব্যে পৌঁছানোর কথা তা অনেকটাই দেরিতে চলছে।
গোয়া বিমানবন্দরেও দেখা যাচ্ছে প্রযুক্তিগত সমস্যার কারণে ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। উদ্বেগের বিষয় যে কখন এই সমস্যার সমাধান হবে তা জানা যাচ্ছে না এখনই। বিমানবন্দরের তরফেও এই সংক্রান্ত বিষয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি। মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে দ্রুত এই ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। বিশ্বজুড়েই চলছে এই প্রযুক্তিগত বিভ্রাট। দিল্লি, মুম্বই বিমানবন্দরেও এই সমস্যা দেখা দিয়েছে। অন্যদিকে জানা গিয়েছে মূলত মাইক্রোসফট অ্যাজিউর সফটওয়্যারের মাধ্যমেই এই বিমান পরিষেবার সমস্ত কাজকর্ম চলত, সেখানেই সমস্যা দেখা দিয়েছে। স্পেনের সব বিমানবন্দরে উড়ান ব্যাহত। ইন্ডিগো জানিয়েছে যে, ওয়েব চেক-ইন করতে না পারায় ম্যানুয়ালি বোর্ডিং পাসে স্ট্যাম্প মেরে চেক-ইন করাতে হচ্ছে যাত্রীদের, ফলে লম্বা লাইন পড়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদসংস্থার মাধ্যমে জানা গিয়েছে যে, মিডিয়া পরিষেবা, ব্যাঙ্কিং এবং বিমান পরিষেবা ব্যাহত হয়েছে এই যান্ত্রিক গোলযোগের জন্য। নিউজিল্যান্ডের বেশ কিছু ব্যাঙ্কেও কাজ ব্যাহত হয়েছে। লন্ডনের স্টক এক্সচেঞ্জও ব্যাহত হয়েছে এই মাইক্রোসফটের
TOP RELATED