Last Update
নবাবি জয় লখনউয়ের
লড়াইয়ে থাকতে গেলে এই ম্যাচ জয় লখনউ সুপার জায়ান্টসের কাছে গুরুত্বপূর্ণ ছিল। একানা স্টেডিয়ামে লড়াইটা যে সহজ হবে না তা অনুমান করা হয়েছিল। চেন্নাইয়ের সামনে লড়াই কঠিন হলেও LSG-র ব্যাটিংয়ের সময় সেটাকে সহজ করে দিলেন কেএল রাহুল ও কুইন্টন ডি কক। CSK-কে আট উইকেটে পরাস্ত করল লখনউ।
এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কেএল রাহুল। তাঁর এই সিদ্ধান্তটা কাজে লেগেছে। ওপেন করতে নেমে চেন্নাই সুপার কিংস ভালো শুরু করতে পারেনি। এই ম্যাচেও ব্যর্থ হন রাচিন রবীন্দ্র। তিনি প্রথম বলেই ক্লিন বোল্ড হন। মহসিন খানের বলে তিনি আউট হন। এরপর রুতুরাজ গায়কোয়াড় ও অজিঙ্কা রাহানে দলের হাল ধরেন। তবে এদের ইনিংস বেশি কার্যকর হয়নি, বেশি দূর যেতে পারেনি। ৩৩ রানে দ্বিতীয় উইকেট হারায় CSK। রুতুরাজ গায়কোয়াড় ১৭ রান করে আউট হন। এরপর রাহানে ফেরেন ৩৬ রানে। ওপেন করতে নামলেও তিনি ২৪ বলে ৩৬ রান করেন। এরপর জাদেজা নেমে দলের হাল ধরেন। তিনি টিকে থাকেন। স্লো পিচ হলেও জাদেজা সময় দেন নিজের ইনিংসে। শিবম দুবে করেন তিন রান ও সমীর রিজভি করেন এক রান। এই দুই প্লেয়ার ব্যর্থ হলেও বুড়ো হাড়ে বাজিমাত করতে যায় CSK। মইন আলি করেন ৩০ রান। এরপর নামেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ব্যাট হাতে নামতেই রান তোলার গতি বেড়ে যায়। ধোনি নয় বলে ২৮ রান করেন। অন্যদিকে জাদেজা ৪০ বলে ৫৭ রান করেন। এই দুই তারকা অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৬ রান করে CSK।
রান তাড়া করতে নেমে সবথেকে ভালো শুরু করে লখনউ সুপার জায়ান্টস।লখনউয়ের হয়ে দুটি উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া। একটি করে উইকেট নেন মহসিন খান, যশ ঠাকুর, রবি বিষ্ণোই ও মার্কোস স্টোইনিস। CSK যেই খারাপ শুরু করেছিল তার উল্টো শুরু করে LSG। কে এল রাহুল ও কুইন্টন ডি কক ওপেন করতে নেমে ১৩৪ রান করে। তাদের জুটিকে ভাঙতে CSK-র সময় লাগে ১৪.৬ ওভার। ৪৩ বলে ৫৪ রান করে আউট হন কুইন্টন ডি কক। এরপরও রানের গতি থামার রান ছিল না। নিকোলাস পুরান ব্যাট করতে নেমে রানের গতি বাড়িয়ে দেন। শেষের দিকে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ক্যাচে আউট করেন কে এল রাহুলকে। ৮২ রান করে ফেরেন তিনি। শেষে নিকোলাস পুরান ও মার্কোস স্টোইনিস সহজেই ম্যাচ শেষ করেন। ১৯ ওভারে ম্যাচ শেষ করে দেন তাঁরা।
TOP RELATED