Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

তিরুপতির দরবারে যশ-নুসরত

তিরুপতির দরবারে যশ-নুসরত

Published on: Published on 2024-11-27 07:37 PM

Share on:

শুভ কাজের আগে তারকাদের তিরুপতি দর্শনের প্রথা নতুন নয়। এবার নতুন শুরুর আগে যশ-নুসরত ছুটলেন বালাজি দর্শনে। সোমবারই তিরুপতিতে পৌঁছেছেন তারকাজুটি। বুধবার সেখান থেকেই সকলকে চমকে দিলেন নতুন খবর দিয়ে। দক্ষিণী সাজে ধরা দিলেন তারকাজুটি।যশ-নুসরত বর্তমানে তাঁদের প্রযোজানা সংস্থা YD ফিল্মস-এর কাজে ব্যস্ত। সেই সংস্থার ব্যানারেই তৈরি হচ্ছে তাঁদের নতুন সিনেমা ‘আড়ি’। যে ছবির প্রস্তুতি আপাতত তুঙ্গে। হাতে আর মাত্র কয়েকটা দিন। ডিসেম্বর মাসেই ‘আড়ি’র শুটিং শুরু করতে চলেছেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। আর তার প্রাক্কালেই পৌঁছে গিয়েছেন অন্ধপ্রদেশের তিরুপতি মন্দিরে বালাজি দর্শনে। মনোবাঞ্ছা পূরণের জন্য একসঙ্গে পুজো দিয়ে মন্দির চত্বরেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন যুগলে। বুধবার যশ এবং নুসরত সেসব ছবি পোস্ট করতেই সোশাল মিডিয়ায় ভাইরাল।যশ-নুসরতকে দেখা গেল তিরুপতি মন্দিরের সামনে। অভিনেত্রীর পরনে ঐতিহ্যবাহী সোনালি পাড়ের দক্ষিণী শাড়ি। সিঁথিতে সিঁদুর। সঙ্গে মানানসই দক্ষিণী ধাঁচের গয়নায় সেজেছিলেন নুসরত। অন্যদিকে যশ দাশগুপ্তকেও দেখা গেল দক্ষিণী স্টাইলে সাদা ধুতি-পাঞ্জাবি পরনে। গলায় উত্তরীয়ও দেখা গেল। হাতে ‘আড়ি’ ছবির চিত্রনাট্য। দুজনে একসঙ্গে তিরুপতি মন্দিরে প্রার্থনা সেরে প্রদীপ জ্বালালেন। সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে। সংবাদমাধ্যমের কাছে নুসরত জানিয়েছেন, নতুন সিনেমার কাজ শুরু মানেই আরেকটা নতুন যাত্রা শুরু। তাই তার আগে তাঁরা দুজনেই বালাজি দর্শন করে আশীর্বাদ চান।‘আড়ি’ ছবিটি এক মা-ছেলের সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে। কাস্টিংয়েও চমক! প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে এই সিনেমার সুবাদেই দীর্ঘদিন বাদে টলিউডের পর্দায় দেখা যাবে। পাশাপাশি অভিনেতা হিসেবে যশ-নুসরতকে ভিন্নস্বাদের চরিত্রে আবিষ্কার করবেন দর্শকরা। ‘সেন্টিমেন্টাল’-এর মতো বাণিজ্যিক সিনেমা দিয়েই YD ফিল্মস পথ চলা শুরু করেছিল। এবার ভিন্নস্বাদের গল্প, তাই প্রযোজক হিসেবে কোনওরকম ফাঁক রাখতে চাইছেন না যশ-নুসরত।

TOP RELATED