Last Update
বছরের প্রথম দিনেই অঘটন, ভাগীরথীতে তলিয়ে গেল তরুণ প্রাণ
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: নববর্ষের শুরুতেই ঘটল অঘটন। রবিবার সকালে নবদ্বীপে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই তরুণ প্রাণ। মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক পড়ুয়ার, নিখোঁজ আরও এক। চলছে জোর তল্লাশি। অন্যদিকে, কাটোয়ায় ভাগীরথীতে স্নান করতে গিয়ে তলিয়ে আরও এক যুবক।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে নবদ্বীপ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে ফুটবল খেলছিল পাড়ার কিছু বন্ধু। খেলা শেষে ১১ নম্বর ওয়ার্ডের নয়নতারা ঘাটে ৮ বন্ধু মিলে ভাগীরথী নদীতে স্নান করতে যায়। তাঁদের মধ্যে ৪ জন জলে নামে। কিন্তু জলে নামার কিছুক্ষণ পরেই তলিয়ে যান দুই বন্ধু কৌস্তব ও আদিজিৎ। বাকি দু’জন বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁরা ব্যর্থ হয়।
সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। সেখান থেকে খবর যায় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। তাঁরা এসেছে তল্লাশি শুরু করলে উদ্ধার করা হয় আদিজিৎ পালের নিথর দেহ। তাঁকে নবদ্বীপের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খোঁজ মেলেনি কৌস্তভের।
অন্যদিকে, কাটোয়ায় ভাগীরথীতে স্নান করতে গিয়ে তলিয়ে আরও এক যুবক। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সে, নাম সুমন মণ্ডল। জানা গিয়েছে, কাটায়ো শহরের আদর্শপল্লি এলাকায় পিসির বাড়িতে ঘুরতে এসেছিলেন সুমন ও তাঁর কাকার ছেলে অনীক। রবিবার সকালে গঙ্গায় স্নান করার সময় তলিয়ে যেতে থাকেন দুই ভাই। ঘাটে থাকা গাজন সন্ন্যাসীরা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন অনীককে। তবে তলিয়ে যান সুমন। খবর যায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চলছে।
TOP RELATED