Last Update
প্রেমিকাকে রাস্তায় ডেকে এলোপাথাড়ি কোপ যুবকের, ফের হাড়হিম করা কাণ্ড মুর্শিদাবাদে!
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ফিরে এল সুতপা হত্যাকাণ্ডের হাড়হিম করা স্মৃতি। মুর্শিদাবাদের দৌলতাবাদে ফোন করে ডেকে রাস্তায় প্রেমিকাকে এলোপাথাড়ি ছুরি মেরে হত্যা করার অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু তরুণীর। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রণয়ঘটিত অবনতির কারণেই এই খুন। ঠিক কী বলছেন পুলিশ আধিকারিকরা এই প্রসঙ্গে? জেনে নিন বিস্তারিত
শনিবার সকালে মুর্শিদাবাদের দৌলতাবাদের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সাবিয়া খাতুন, মুর্শিদাবাদের দৌলতাবাদের বাসিন্দা। এবার তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। শনিবার কম্পিউটার ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন সাবিয়া। সঙ্গে ছিল তাঁর বান্ধবীরা। শোনা যাচ্ছে, মিঠু শেখ নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, এদিন সাবিয়াকে তাঁর প্রেমিক ফোন করে ডাকে ও কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি ছুরি চালিয়ে তরুণীকে হত্যা করে।
চিৎকার চেঁচামেচি শুনে জড়ো হয়ে যান স্থানীয়রা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানিয়ে দেন, মৃত্যু হয়েছে নাবালিকার। তার কিছু ক্ষণের মধ্যেই গ্রেফতার হন অভিযুক্ত। মৃতার দাদা সেলিম রেজার অভিযোগ, তাঁর বোনকে খুনের পরিকল্পনা করেই ডেকে নিয়ে গিয়েছিল মিঠু। তিনি বলেন, ‘যে ভাবে পরিকল্পনা করে ডেকে নিয়ে গিয়ে আমার বোনকে মিঠু খুন করেছে, তাতে ওর কঠিনতম শাস্তি হোক। রাজনৈতিক কিংবা আর্থিক প্রভাবে ও কোনও ভাবেই যেন ছাড় না পায়।’
অন্য দিকে এ প্রসঙ্গে অভিযুক্তের মা দাবি করেন, ওই নাবালিকার সঙ্গে একাধিক ‘ছেলে’র সম্পর্ক ছিল। তাঁর সংযোজন, ‘আমি ছেলেকে বেরিয়ে আসতে বলেছিলাম ওই সম্পর্ক থেকে। কিন্তু ওই মেয়েই ওকে ছাড়েনি। এখন ওকে লুকিয়ে অন্য জনের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করেছে… ও তো মরলই। আমার পরিবারটাকেও শেষ করে গেল।’
প্রসঙ্গত, ২০২২ সালের ২ মে, বহরমপুরের গোরাবাজার এলাকায় কলেজ পড়ুয়া সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল তাঁর প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের সামনে ঠান্ডা গলায় ‘খুন করেছি’ বলতে শোনা গিয়েছিল সেই তরুণকে। গত বছরই আদালত তাঁকে ফাঁসির সাজা শুনিয়েছে। শনিবারের এই খুনের ঘটনার সঙ্গে বছর দুই আগের ওই খুনের মামলার তুলনা টানছেন অনেকে। হাড়হিম করা সেই ঘটনায় কেঁপে উঠেছিল গোটা রাজ্য। মুর্শিদাবাদে ফের একবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি।
TOP RELATED