Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ত্রয়ীর T20I অভিষেক,

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ত্রয়ীর T20I অভিষেক,

Published on: Published on 2024-07-06 05:25 PM

Share on:

হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি২০ আন্তর্জাতিকে টস জিতে ফিল্ডিং নিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। তিনজনের টি২০ আন্তর্জাতিক অভিষেক হলো।


ভারতের টি২০ দলে আজ সুযোগ পেলেন রিয়ান পরাগ, অসমের প্রথম ক্রিকেটার হিসেবে দেশের হয়ে তিনি খেলবেন। রয়েছেন ধ্রুব জুরেল ও অভিষেক শর্মা।


পাঞ্জাবের অলরাউন্ডার অভিষেক শর্মা যে তাঁর ওপেনিং পার্টনার হবেন, তা গতকালই জানিয়ে দিয়েছিলেন শুভমান গিল। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দ্রুততম, ১৬ বলে অর্ধশতরান করেছিলেন অভিষেক। ১৬ ম্যাচে তিনটি অর্ধশতরান-সহ ৪৮৪ রান করেন। সবচেয়ে বেশি ৪২টি ছয় মারেন।


এর আগে, ২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসে তিনি সই করেন ১৭ বছর বয়সে। আরসিবির বিরুদ্ধে আইপিএল অভিষেকে ১৯ বলে ৪৬ করেছিলেন। ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য ১০৪টি টি২০ ম্যাচে ২৬৭১ রান করেছেন। তিনটি শতরান ও ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। ২০১৯ থেকে রয়েছেন সানরাইজার্সে।


অসমের প্রথম ক্রিকেটার হিসেবে আজ ভারতীয় দলে অভিষেক হলো রিয়ান পরাগের। এবারের আইপিএলে তিনি তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে ১৬ ম্যাচে ১৪ ইনিংসে চারটি অর্ধশতরান-সহ পরাগ করেছিলেন ৫৭৩ রান। ২২ বছরের পরাগ ১১৪টি টি২০ ম্যাচে ২৬১৬ রান করেছেন। ২২টি অর্ধশতরান রয়েছে। বল হাতে ৪১টি উইকেটও পেয়েছেন।


জিতেশ শর্মা দলে থাকলেও ধ্রুব জুরেলকে আজ ভারতীয় একাদশে রাখা হয়েছে। দেশের হয়ে তিনটি টেস্ট খেলেছেন জুরেল। এবারের আইপিএলে তিনি ১৫ ম্যাচে ১১ ইনিংসে ১৯৫ রান করেছেন। লোয়ার অর্ডারে পরের দিকে নেমে কার্যকরী ইনিংস খেলতে দক্ষ। উত্তরপ্রদেশের উইকেটকিপার-ব্যাটার জুরেলের দুটি টি২০ অর্ধশতরান রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারের রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।


এই সিরিজের ভারত অধিনায়ক শুভমান গিল টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে বলেন, উইকেট দেখে ভালো লাগছে। খুব বেশি চরিত্রগত বদল হবে না। তাই টার্গেট তাড়া করার সিদ্ধান্ত। টি২০ বিশ্বকাপ জেতার পর এটি ভারতের প্রথম ম্যাচ হলেও বিশ্বজয়ী দলের কেউ নেই। গিল বলেন, ১১ বছর পর আইসিসি খেতাব জিতলাম আমরা। খুব তৃপ্ত। আগামী দিনে আরও কাপ আসবে। তবে কোনও চাপ অনুভব করছি না।


ভারতীয় দল- শুভমান গিল (অধিনায়ক), অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, মুকেশ কুমার, খলিল আহমেদ।


জিম্বাবোয়ে দল- ওয়েসলি মাধেভেরে, ইনোসেন্ট কায়া, ব্রায়ান বেনেট, সিকান্দর রাজা (অধিনায়ক), ডিওন মেয়ার্স, জনাথন ক্যাম্রবেল, ক্লাইভ মাদান্ডে (উইকেটকিপার), ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংউই, ব্লেসিং মুজারাবানি, তেন্ডাই চাতারা।

TOP RELATED