CATEGORY horoscope:

Card image cap

শুক্রাদিত্য যোগে লাভের শিখরে ৪ রাশি

চন্দ্র আজ মীন রাশিতে ভ্রমণ করছে। আবার মিথুন রাশিতে সূর্য, শুক্রের যুতির ফলে শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে। এ ছাড়াও আজ শোভন যোগ, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের শুভ সংযোগ থাকছে। এই শুভ যোগগুলি আজকের দিনকে অধিক গুরুত্বপূর্ণ করে তুলেছে। আজকের গ্রহগোচরের প্রভাবে বেশ কিছু রাশির জাতকরা সন্তানের কাছ থেকে সুসংবাদ পাবেন, আর্থিক পরিস্থিতি মজবুত হবে। শনিবার কোন রাশির ভালো কাটবে, কারা সমস্যায় জেরবার হবেন, তা বিস্তারিত আলোচনা করা হল এখানে।

 আজকের মেষ রাশিফল​
মেষ রাশির জাতকরা আজ চাকরি ও ব্যবসায়ে নতুন অধিকার পাবেন। আপনাদের শত্রু প্রবল হবে। তবে নিজের দুশ্চিন্তা ত্যাগ করে এগিয়ে যেতে হবে এই রাশির জাতকদের। নিজের কাজে মনোনিবেশ করুন। সৃজনশীল কাজে ছাত্রছাত্রীদের রুচি বাড়বে। সন্তানরে বিবাহ প্রস্তাব পেতে পারেন এই রাশির জাতকরা। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে।


ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণের পুজো করুন।
​আজকের বৃষ রাশিফল​
বৃষ রাশির জাতকরা আজ জরুরি বস্তুর কেনাকাটায় সময় ব্যয় করবেন। অধিক অর্থ ব্যয় হবে। পরিবারে বড়দের মধ্যে বিবাদের যোগ রয়েছে। বড়দের সঙ্গে কথা বলার সময় নিজের বাণী মধুর রাখুন। বরিষ্ঠদের পরামর্শ মান্য করুন, এর ফলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনাদের। সন্তানের ভবিষ্যতের নতুন পরিকল্পনা করবেন। ছাত্রছাত্রীরা শিক্ষকদের আশীর্বাদ পাবেন।

৭৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।

আজকের মিথুন রাশিফল​
মিথুন রাশির জাতকরা বিরোধী ও বহিরাগতদের থেকে সতর্ক থাকুন। কারণ তাঁরা আপনার লোকসান করতে পারে। কর্মক্ষেত্রে মনোনিবেশ করুন। সমাজসেবামূলক কাজের জন্য প্রশংসা লাভ করবেন। ব্যবসায়ে স্ত্রীর তরফে পূর্ণ সহযোগিতা লাভ করবেন। স্বস্তি পাবেন।

ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। চন্দনের তিলক লাগান।

​​​আজকের কর্কট রাশিফল​
কর্কট রাশির জাতকরা সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ভালো সাফল্য লাভ করবেন, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। সন্ধ্যাবেলা পরিবারের সঙ্গে সময় কাটাবেন। মানসিক অবসাদের কারণে কিছুর বাধার মুখোমুখি হবেন। বিবাদে জড়াবেন না, লোকসান হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

​​আজকের সিংহ রাশিফল​
সিংহ রাশির জাতকরা কর্মক্ষেত্রে নিজের সহকর্মীদের আবেগ বোঝার চেষ্টা করুন। মাঝেমধ্যে বিরক্ত না-হয়ে অন্যের কথা শুনুন, এতে আপনার ক্ষতি হবে না। চাকরিজীবীরা দলবদ্ধ ভাবে কাজ করে কোনও গভীর সমস্যার সমাধান করতে পারবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্কে মাধুর্য আসবে।

৬৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। শিব জপ মালা পাঠ করুন।

​আজকের কন্যা রাশিফল​
কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন আপনাকে চমকে দেবে। কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীদের পূর্ণ সহযোগিতা অর্জন করবেন। তবে তাঁদের সঙ্গে কথা বলার সময়ে বাণী নম্র রাখুন। সন্ধ্যাবেলা কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগত সমস্যা দূর হবে, এ ক্ষেত্রে শিক্ষকদের সাহায্য পাবেন। মায়ের তরফে লাভ হবে।

ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। দরিদ্র ও বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।

আজকের তুলা রাশিফল​
তুলা রাশির জাতকরা অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করবেন। কর্মক্ষেত্রে ওঠাপড়া লেগে থাকবে। বাড়ির পুরনো কাজ করার জন্য আজকের দিনটি শুভ। কাজের গতি বাড়বে। সম্পত্তি ক্রয়ের আগে সমস্ত দিক ভালোভাবে খতিয়ে দেখে নিন। আর্থিক পরিস্থিতি উন্নত করতে যে চেষ্টা করবেন, তাতে সাফল্য লাভ সম্ভব। জীবনসঙ্গীকে তাঁর ইচ্ছানুযায়ী উপহার দেবেন।

ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সরস্বতীর পুজো করুন।

​​আজকের বৃশ্চিক রাশিফল​
বৃশ্চিক রাশির ব্যবসায়ী জাতকরা ব্যবসার কারণে কারও পরামর্শ নিতে পারেন। বিশ্বাস করেন, এমন কোনও ব্যক্তির পরামর্শ নেওয়াই শ্রেয়। মহিলা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। বাড়ি বা কর্মক্ষেত্রের সমস্ত দায়িত্ব সাফল্যের সঙ্গে পূর্ণ করবেন। এর ফলে প্রশংসা লাভ করবেন। সন্তানের তরফে সন্তোষজনক সংবাদ শুনতে পাবেন।

আজ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।

​​আজকের ধনু রাশিফল​
ধনু রাশির জাতকরা দায়িত্ব থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে সকেল আপনার পরামর্শ মেনে নেবেন। কেনাকাটা করে দিন কাটাতে পারেন। তবে আয় অনুযায়ী ব্যয় করতে হবে, যাতে প্রয়োজনে কারও কাছ থেকে টাকা ধার নিতে না-হয়। সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে কোনও ধর্মীয় স্থানের যাত্রায় যেতে পারেন।

ভাগ্য ৯৯ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। লক্ষ্মীর পুজো করুন।

আজকের মকর রাশিফল​
মকর রাশির জাতকদের ভাই-বোনের বিবাহ আলোচনা চরমে থাকবে। পুরনো বন্ধু বা আত্মীয় আসতে পারেন। কাউকে টাকা ধার দেবেন না, কারণ ভবিষ্যতে সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম। সন্তানের তরফে চিন্তিত থাকবেন। বাবার পরামর্শে সেই দুশ্চিন্তা সমাপ্ত হবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসার জন্য আজকের দিনটি ভালো।

ভাগ্য আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।

​আজকের কুম্ভ রাশিফল​
কুম্ভ রাশির জাতকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। ধর্মীয় কাজে রুচি বাড়বে। অর্থ ব্যয় হবে। বরিষ্ঠদের কাছ থেকে কিছু শিখতে পারবেন। লগ্নির দ্বারা লাভান্বিত হবেন। পরিবারে কোনও বিবাদ উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যাবেলা সমস্যার সমাধান হবে। মনের কথা শ্বাশুড়িকে জানাতে পারেন।

ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বিষ্ণুর আরাধনা করুন।

আজকের মীন রাশিফল​
মীন রাশির জাতকরা হারিয়ে যাওয়া অর্থ আজ ফিরে পাবেন। আপনার পরামর্শে কেউ নিজের কঠিন সমস্যার সমাধান করতে পারবে। পরিবারের প্রতি নিজের দায়িত্ব পূরণে সফল হবেন। সন্ধ্যা নাগাদ কোনও মন্দির দর্শনে যেতে পারেন। সাবধানে গাড়ি চালান, কারণ গাড়ি খারাপ হওয়ায় অর্থ ব্যয় হতে পারে। সম্পত্তি ক্রয়ের জন্য আজকের দিনটি ভালো।

আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। অসহায়দের সাহায্য করুন।

Card image cap

মনস্কামনা পূর্ণ হবে মেষ-সহ ৫ রাশির

আজকের রাশিফল শুক্রবার ২৮ জুন চন্দ্র আজ বৃহস্পতির রাশি মীনে ভ্রমণ করবে। আজ রবি যোগ, সৌভাগ্য যোগ, শোভন যোগ ও পূর্বাভাদ্রপদ নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বৃদ্ধি পেয়েছে। বৈদিক জ্যোতিষ অনুযায়ী এই শুভ যোগের দ্বারা মেষ, কর্কট, কন্যা-সহ ৫ রাশির জাতকরা লাভান্বিত হবেন। ধর্মীয় কাজে রুচি বাড়বে, পাশাপাশি ধন-সম্পত্তি লাভ করতে পারবেন এই রাশির জাতকরা। গ্রহগতির ফেরে আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

আজকের মেষ রাশিফল​
মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে, তখনই সমস্ত কাজ সম্পন্ন হতে পারে। সন্ধ্যাবেলা বাড়িতে অতিথি আগমনের ফলে ব্যয় বাড়তে পারে। পরিবারে অতিথিদের আনাগোনা লেগে থাকায় ব্যস্ততা বাড়বে। আজ ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন এই রাশির জাতকরা। পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন হবে। সন্তান রোজগারের ক্ষেত্রে চেষ্টা করলে তাতে সাফল্য লাভ করতে পারবেন।



ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বিষ্ণুকে বেসনের লাড্ডু নিবেদন করুন।

​আজকের বৃষ রাশিফল​
বৃষ রাশির জাতকরা আজ ব্যস্ত থাকার কারণে নিজের খাওয়া-দাওয়ার যত্ন নিতে পারবেন না। কিন্তু আজ খাওয়া-দাওয়ার যত্ন না-নিলে পেটে ব্যাথা বা গ্যাসের সমস্যা হতে পারে। পরিবারের কোনও বয়স্ক ব্যক্তির পরামর্শে কর্মক্ষেত্রে লাভবান হবেন। ব্যবসায়ে উন্নতি সম্ভব। ছাত্ররা পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। বন্ধুর সঙ্গে কোনও নামকরণ অনুষ্ঠান, বিবাহ বা জন্মদিনে যেতে পারেন।

৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সূর্যকে জল নিবেদন করুন।


​আজকের মিথুন রাশিফল​
মিথুন রাশির জাতকদের সমস্ত পরিকল্পিত কাজ সম্পন্ন হতে শুরু করবে। এর ফলে আপনাদের মেজাজ ভালো থাকবে। রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো। সন্তানের তরফে সন্তোষজনক সংবাদ পাবেন, তাঁদের ভবিষ্যৎ মজবুত হবে। জীবনসঙ্গীকে সমস্ত ধরনের সাহায্য প্রদান করবেন। জমি-সম্পত্তি সংক্রান্ত বিবাদ সম্ভব, তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।

ভাগ্য ৯৫ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। দরিদ্রদের বস্ত্র ও ভোজন নিবেদন করুন।


​আজকের কর্কট রাশিফল​
কর্কট রাশির জাতকজের অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। তা না-হলে লোকসান সম্ভব। আর্থিক পরিস্থিতি আপনার ওপর চাপ সৃষ্টি করবে। ছাত্রছাত্রীদের শিল্প ও খেলাধুলোর ক্ষেত্রে আগত বাধা দূর হবে। সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। বাবার পরামর্শে কর্মক্ষেত্রে লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে।

আজ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। প্রথম রুটি গোরুকে খাওয়ান।




​​আজকের সিংহ রাশিফল​
সিংহ রাশির জাতকদের ঋণ দিয়ে থাকা টাকা ফিরে পাবেন। পরিবারে অশান্তি থাকবে, যার ফলে মনের মধ্যে সন্তুষ্টি থাকবে না। সাহস ও ধৈর্য সহকারে কাজ করুন, তাড়াহুড়োয় লোকসান হতে পারে। ধর্মীয় কাজে রুচি বাড়তে পারে। লগ্নির জন্য আজকের দিনটি ভালো। ভাগ্যের সঙ্গ লাভ করবেন। জীবনসঙ্গীর পরামর্শে কাজ করলে সফল হবেন।

৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। বিষ্ণুর আরাধনা করুন।


​আজকের কন্যা রাশিফল​
কন্যা রাশির জাতকদের পরিবারে অবসাদ উৎপন্ন হতে পারে। এ সময়ে বাণী নিয়ন্ত্রণে রাখুন। তা না-হলে বিবাদ বাড়তে পারে। বড়দের পরামর্শে এই বিবাদ এড়িয়ে যেতে পারেন। সন্ধ্যাবেলা ব্যবসায়ে ধনলাভ হবে। এর ফলে আটকে থাকা কাজ পুনরায় সম্পন্ন হবে। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবসাদপূর্ণ পরিস্থিতি উৎপন্ন হবে। ছাত্রছাত্রীদের অধিক পরিশ্রম করতে হবে, তখনই সাফল্য লাভ সম্ভব।

ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অসহায়দের সাহায্য করুন।


​​আজকের তুলা রাশিফল​
তুলা রাশির জাতকরা আজ মান-সম্মান লাভ করবেন। আইনি মামলা চললে, তাতে জয়ী হবেন তুলা রাশির জাতকরা। রিয়েল এস্টেটের ব্যবসায়ে লাভ হবে। সন্তানের সাফল্যের সংবাদ পাবেন। পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে এ সময়ে। ধনবৃদ্ধির যোগ রয়েছে, পরাক্রম বাড়তে পারে।



ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। কৃষ্ণের পুজো করুন।


​আজকের বৃশ্চিক রাশিফল​
বৃশ্চিক রাশির জাতকরা রাজনীতি ও সামাজিক ক্ষেত্রে পরিশ্রম করবেন, সাহসী হয়ে থাকতে হবে এই রাশির জাতকদের। শত্রুরা দুর্বল থাকবেন। মামাবাড়ির তরফে ধনলাভ হতে পারে। ব্যবসায়ে ভালো সুযোগ পাবেন। যা ভবিষ্যতে আপনার কাজকে নতুন গতি প্রদান করবে। অফিস ও ব্যবসায়ে পিতৃতুল্য ব্য়ক্তিরা অগ্রসর হয়ে আপনার সাহায্য করবেন। এর ফলে সমস্ত সমস্যার সমাধান হবে। প্রতিদিনের প্রয়োজনীয়তার জন্য জিনিস কেনাকাটা করতে পারেন। বাজেট অনুযায়ী ব্যয় করুন।



আজ ৬৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।

আজকের ধনু রাশিফল​
ধনু রাশির জাতকদের সামনে কিছু নতুন ব্যয় আসবে। অনিচ্ছা সত্ত্বেও এই ব্যয় বহন করতে হবে, এর ফলে বাজেট নষ্ট হতে পারে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যাত্রা করবেন। সতর্ক থাকুন। রাগ নিয়ন্ত্রণে রাখুন। সন্তানের তরফে কোনও উৎসাহজনক সংবাদ পেতে পারেন। এর ফলে তাঁদের ভবিষ্যৎ চিন্তা কমবে। বাবার স্বাস্থ্য দুর্বল হবে।

ভাগ্য ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। চন্দনের তিলক লাগান।

আজকের মকর রাশিফল​
মকর রাশির জাতকরা ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন, তা না-হলে ভবিষ্যতে নানান সমস্যায় জড়াতে পারেন। ভালো প্রস্তাব পেলে তা স্বীকার করুন, তা না-হলে ভবিষ্যতে লোকসান হতে পারে ও আর্থিক পরিস্থিতি দুর্বল হবে। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নতুন যোগাযোগ গড়ে উঠবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য দূরে যেতে হবে। প্রেম জীবন মজবুত থাকবে। মামার সঙ্গে সম্পর্ক উন্নত হবে।

ভাগ্য আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।


আজকের কুম্ভ রাশিফল​
কুম্ভ রাশির জাতকদের টাকাপয়সার বিষয়ে সতর্ক থাকুন। লেনদেন এড়িয়ে যান। ব্যয় বেশি হওয়ায় ঋণ নিতে হতে পারে। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে তা এবার পূর্ণ হবে। এর ফলে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। পারিবারিক কাজে অধিক দৌড়ঝাপ করতে হবে, স্বাস্থ্যের যত্ন নিন।

ভাগ্য ৯৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণপতিকে দূর্বা নিবেদন করুন।


​আজকের মীন রাশিফল​
মীন রাশির জাতকরা জীবনসঙ্গীর উন্নতি দেখে আনন্দিত হবেন। সম্পত্তি ক্রয়ের স্বপ্নপূরণ হবে। তবে অধিক অর্থ ব্যয় হবে। ব্যবসায়ে নতুন উপকরণ ব্যবহার করলে লাভান্বিত হবেন। জীবনসঙ্গীর সঙ্গে মায়ের কথা কাটাকাটি হতে পারে। ছাত্রছাত্রীরা বন্ধুদের সাহায্যে কাজ করার সুযোগ পাবেন। পারিবারিক ব্যবসায়ে বাবার সহযোগিতা লাভ সম্ভব।

আজ ৬৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গোরুকে গুড় খাওয়ান।

Card image cap

আজ সৌভাগ্য যোগে দ্বিগুণ লাভ ৬ রাশির

চন্দ্র আজ কুম্ভ রাশিতে যাত্রা সম্পন্ন করে মীন রাশিতে প্রবেশ করবে। আজ রবি যোগ, আয়ুষ্মান যোগ, সৌভাগ্য যোগ ও শতভিষা নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পাবে। জ্যোতিষ অনুযায়ী এই শুভ সংযোগের প্রভাবে বেশ কিছু রাশির জাতকদের মান-সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। বৃহস্পতিবার, কোন রাশির দিন কেমন কাটবে, জেনে নেওয়া যাক।

​আজকের মেষ রাশিফল​
মেষ রাশির জাতকদের পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে আজ। আকস্মিক ধনলাভের যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি মজবুত করার সমস্ত ধরনের চেষ্টা করবেন এই রাশির জাতকরা। সন্ধ্যাবেলা ধর্মীয় কাজে সময় কাটাবেন। ধর্মীয় কাজে অর্থ ব্যয় করবেন। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতকরা। এর ফলে মনে আনন্দ থাকবে। মা-বাবাকে তীর্থ স্থানে নিয়ে যেতে পারেন।



ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিব চালিসা পাঠ করুন।
​আজকের বৃষ রাশিফল​
বৃষ রাশির জাতকরা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। মান-সম্মান বৃদ্ধি হবে। নিজের কাজের জন্য গর্বিত হবেন, সকলে আপনার প্রশংসা করবে। সমাজে আপনার মান-সম্মান বাড়বে। ব্যবসায়ীরা নতুন নতুন আইডিয়া ব্যবহার করবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবেন।

৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। হলুদ বস্তু দান করুন।


​আজকের মিথুন রাশিফল​
মিথুন রাশির জাতকদের আজকের দিনটি বিবাদে ভরপুর থাকবে। ভাইদের সঙ্গে বিবাদ সম্ভব। বাণী নিয়ন্ত্রণে রাখুন, কটূ শব্দ সম্পর্কে তিক্ততা উৎপন্ন করবে। শত্রুপক্ষের ষড়যন্ত্রের কারণে চিন্তিত হবেন। কর্মকৌশলের জোরে সমস্যার সমাধান করতে পারবেন। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদের অবসান হবে।

ভাগ্য ৭৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।


​আজকের কর্কট রাশিফল​
কর্কট রাশির জাতকরা বড়সড় সাফল্য লাভ করতে পারেন। ভাগ্য আপনার পাশে থাকবে। অভিজ্ঞ ব্যক্তির সহযোগিতায় কোনও মূল্যবান বস্তু পেতে পারেন। ব্যবসায়ে নতুন পরিকল্পনা কার্যকরী করতে পারেন। রোজগারের চেষ্টা করছেন যাঁরা, তাঁরা ভালো সুযোগ পাবেন। সন্তান নিজের পরিশ্রমের জোরে সম্মান অর্জন করবে।

আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। মাছকে আটার গুলি খাওয়ান।


​আজকের সিংহ রাশিফল​
সিংহ রাশির জাতকদের সমস্ত বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কাউকে নিজের গোপন কথা জানাবেন না, তা না-হলে আঘাত পেতে পারেন। কর্মক্ষেত্রে বিরোধীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন, কিন্তু তাঁরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। ব্যবসায়ে অধিক লাভের সম্ভাবনা রয়েছে। ভাগ্য বৃদ্ধি হবে। নিজের জন্য সময় বের করবেন, এর ফলে জীবনসঙ্গী আনন্দিত হবে। প্রেম জীবন মজবুত হবে।

৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।


​আজকের কন্যা রাশিফল​
কন্যা রাশির জাতকরা শিল্প ও লেখালেখির কাজে ভালো প্রদর্শনের সুযোগ পাবেন। বিভ্রান্তিতে থাকলে, আজ আপনাদের সমস্ত ধরনের হতাশার সমাধান হবে। আটকে থাকা কাজও ধীরে ধীরে সম্পন্ন হবে। পারিবারিক ব্যবসায়ে বাবার পরামর্শের দ্বারা লাভান্বিত হবেন। অবিবাহিত বিবাহের উত্তম প্রস্তাব পাবেন। সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন।


ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা চন্দনের তিলক লাগান ও শিবকে তামার লোটায় জল নিবেদন করুন।


আজকের তুলা রাশিফল​
তুলা রাশির জাতকরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হাতে নেবেন। পরিশ্রমের ফল পাবেন, এই কাজে সাফল্য লাভের সম্ভাবনা বর্তমান। আর্থিক পরিস্থিতি মজবুত করতে সক্ষম হবেন। ভবিষ্যৎ চিন্তা সমাপ্ত হবে। বাড়ির কোনও জিনিস কিনতে পারেন এই রাশির জাতক। লগ্নির জন্য আজকের দিনটি ভালো।

ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বজরংবাণ পাঠ করুন।

আজকের বৃশ্চিক রাশিফল​
বৃশ্চিক রাশির জাতকরা নিজের ব্যবহারের কারণে চিন্তিত থাকবেন। নানান বিবাদ ও সমস্যা প্রকাশ্যে আসতে পারে। কিন্তু সন্ধ্যার মধ্যে এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। ধর্মীয় ও সামাজিক কাজে সময় কাটাবেন, এর দ্বারা লাভ হবে। মানসিক শান্তি বজায় থাকবেয ছাত্রছাত্রীরা কোনও প্রতিষ্ঠানে ভরতির চিন্তাভাবনা করে থাকলে সফল হবেন।

আজ ৭৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণুকে বেসনের লাড্ডু নিবেদন করুন।


​আজকের ধনু রাশিফল​

ধনু রাশির জাতকদের মায়ের বিশেষ যত্ন নিতে হবে। কারণ রাত্রিবেলায় মায়ের কষ্ট হতে পারে, স্বাস্থ্য দুর্বল হবে। তাই সতর্ক থাকুন। বন্ধুদের সঙ্গে সন্ধ্যাবেলায় ভালো সময় কাটাবেন। ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করবেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। সন্তান সংক্রান্ত কোনও সিদ্ধান্ত আপনাদের দুশ্চিন্তায় ফেলে দিতে পারে।

ভাগ্য ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। সূর্যকে জলের অর্ঘ্য দিন।


​আজকের মকর রাশিফল​
মকর রাশির জাতকদের মনে আনন্দ থাকবে। কোনও বড় লাভ অর্জনের পিছনে ছুটবেন এবং তাতে সফল হবেন। এক এক করে সমস্ত কাজ সম্পন্ন করবেন। পরিবারের সদস্যরাও আনন্দিত হবে। জীবনসঙ্গীর স্নেহ পাবেন এই রাশির জাতকরা। ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করবেন।

ভাগ্য আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। কৃষ্ণকে মাখন-মিশ্রীর ভোগ নিবেদন করুন।


​আজকের কুম্ভ রাশিফল​
কুম্ভ রাশির জাতকরা কর্মক্ষেত্রে বরিষ্ঠদের সহযোগিতা লাভ করবেন। এই রাশির জাতকরা আজ ব্যস্ত থাকবেন। এক এক করে আপনাদের সমস্ত কাজ সম্পন্ন হবে। বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করতে পারে, আপনাকে বিচলিত করতে পারে তাঁরা। কিন্তু নিজের চতুর বুদ্ধির দ্বারা সকলকে পরাজিত করতে পারবেন।



ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অসহায়দের চাল দান করুন।

​আজকের মীন রাশিফল​
মীন রাশির জাতকরা সন্তানের বিবাহ সংক্রান্ত প্রস্তাব পেতে পারেন। এ সময়ে আপনার কাজ সম্পন্ন হবে। ব্যবসার জন্য বড়সড় লাভ অর্জন করতে পারেন এই রাশির জাতকরা। কোনও সুযোগ হাতছাড়া করবেন না, তখনই আর্থিক পরিস্থিতি মজবুত হবে। জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন। সন্তানের ধর্মীয় কাজে রুচি বাড়বে। এর ফলে আপনাদের যশ ও কীর্তি বৃদ্ধি পাবে।

আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

Card image cap

দারুণ লাভ কন্যা-সহ ৫ রাশির ভাগ্যে

চন্দ্র আজ শনির রাশি কুম্ভে বিরাজমান। মিথুন রাশিতে সূর্য ও বুধের যুতির ফলে বুধাদিত্য রাজযোগ নির্মিত হয়েছে। এ ছাড়াও আজ প্রীতি যোগ ও ধনিষ্ঠা নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। এর ফলে আজকের দিনের মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পাবে। আজকের শুভ সংযোগের প্রভাবে একাধিক রাশির জাতকরা নানান দিক থেকে সাফল্য লাভ করবেন, বড় পরিমাণে ধনলাভ হবে। আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, তা বিস্তারিত জেনে নিন।

আজকের মেষ রাশিফল
মেষ রাশির জাতকদের ব্যবসায়িক কারণে অধিক দৌড়ঝাপ করতে হবে, তখনই সাফল্য লাভ সম্ভব। কোনও বিশেষ কাজে ব্যস্ত থাকবেন এই রাশির জাতকরা। প্রতিবেশীর ব্যবহার দেখে কিছু শিখতে পারেন, ভেবেচিন্তে কাজ করুন। কিছু কারণে সাংসারিক দৃষ্টিভঙ্গীতে পরিবর্তন দেখা দেবে, চিন্তিত হবেন। তবে ভয় পাবেন। আর্থিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকবে, চেষ্টা করল সাফল্য লাভ সম্ভব। সন্তান সংক্রান্ত বিবাদের সমাধান হবে।

ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। পার্বতীর পুজো করুন।
​আজকের বৃষ রাশিফল​
বৃষ রাশির জাতকদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আনন্দিত থাকবেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে কেউ আপনাকে বিরক্ত করার চেষ্টা করতে পারে, সতর্ক থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসাপূর্ণ সময় কাটাবেন। আপনাদের সম্পর্ক মজবুত হবে। ভাইয়ের পরামর্শে লাভবান হবেন। জ্ঞান বৃদ্ধির জন্য ছাত্রছাত্রীদের শিক্ষকদের পরামর্শ নিতে হবে।

৮০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। দরিদ্রদের খাবার খাওয়ান।

​আজকের মিথুন রাশিফল​
মিথুন রাশির জাতকরা আজ নিজের সমস্ত কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন, এর ফলে অধিক দৌড়ঝাপ করতে হবে। নানান চিন্তায় দিন কাটবে। আটকে থাকা কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি চিন্তিত থাকবেন। বাড়িতে অতিথি আগমন হওয়ায় ব্যয় বাড়বে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। ধনাগমের পথ প্রশস্ত হবে।

ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শনির দর্শন ও তেল নিবেদন করুন।


​আজকের কর্কট রাশিফল​
কর্কট রাশির জাতকদের আজকের দিনটি সুখে কাটবে। ভাগ্যবৃদ্ধির সংকেত পাবেন। কোনও সম্পত্তি লাভের পাশাপাশি ব্যয়ের সম্ভাবনা রয়েছে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। পরিবারে হাসিঠাট্টার পরিবেশ থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। বন্ধুদের সঙ্গে দেখা হবে।

আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

​​আজকের সিংহ রাশিফল​
সিংহ রাশির জাতকদের ভাগ্যবৃদ্ধি হবে আজ। সমস্ত কাজে সাহায্য লাভ করবেন। ব্যবসায়িক স্থানের পরিবর্তনের দ্বারা লাভান্বিত হবেন। ব্যবসায়ে কোনও সহযোগীর প্রতি নিষ্ঠা রাখলে ও মধুর বাণী ব্যবহার করে সকলের মন জয় করতে পারেন। কাঙ্খিত ফলাফল পাবেন।

৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

​আজকের কন্যা রাশিফল​
কন্যা রাশির জাতকদের আজকের দিনটি শুভ। সমস্ত ধরনের সাহায্য লাভ করবেন। পরিবারের সকলে আপনার সঙ্গে থাকবে। চাকরি বা ব্যবসা ক্ষেত্রে মৌন থাকলে লাভ হবে। বিবাদ ও সংঘাত এড়িয়ে যান। কাজে মনোনিবেশ করুন, তখনই আপনার কিছু কাজ সম্পন্ন হবে।



ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। তুলসী গাছে নিয়মিত জল নিবেদন ও প্রদীপ প্রজ্জ্বলিত করুন।


​আজকের তুলা রাশিফল​
তুলা রাশির জাতকদের আজকের দিনটি সুখী ও সমৃদ্ধশালী প্রমাণিত হবে। নানান ধরনের শুভ সংযোগ আপনার দিনকে বিশেষ করে তুলবে। সৌন্দর্য বৃদ্ধি হবে। দরিদ্রদের পরামর্শ ও সাহায্যে নিজের ভুল সংশোধন করতে পারেন। সময়ের সদ্ব্যবহার করুন। চাকরি ও ব্যবসায়ে সাফল্য লাভ করতে পারবেন।

ভাগ্য ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

​আজকের বৃশ্চিক রাশিফল​
বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ। মনের মধ্যে সন্তুষ্টি থাকবে। কাজ ভালোভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বিশেষ যোগদান থাকবে আপনাদের। বিশেষজ্ঞের পরামর্শে ভবিষ্যতে লাভ হবে। আনন্দের সঙ্গে দিন শুরু করবেন।

আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সাদা বস্তু দান করুন।

​আজকের ধনু রাশিফল​
ধনু রাশির জাতকরা বড় পরিমাণে ধনলাভ করতে পারবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। ধনলাভ হবে এবং সঞ্চয় বাড়বে। নিজের সমস্যা সমাধানের চেষ্টা করবেন। এর ফলে স্থায়ী সাফল্য লাভ করতে পারেন। বন্ধুদের কাছ থেকে সমস্ত ধরনের সাহায্য পেতে পারেন।

ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। মা-বাবার আশীর্বাদ গ্রহণ করুন।

আজকের মকর রাশিফল​
মকর রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন। ব্যবসায়ে মনোনিবেশ করবেন। দুপুর পর্যন্ত ব্যবসায়িক কাজ গুছিয়ে নিতে পারবেন। কাজের হিসেব রাখুন। তখনই আপনি ও আপনার পরিবার অগ্রসর হবে।

ভাগ্য আজ ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

​আজকের কুম্ভ রাশিফল​
কুম্ভ রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। ধন, কর্ম, যশ বৃদ্ধি হবে। শত্রু চিন্তা দূর হবে। বিরোধীদের পরাজিত করতে পারবেন। সাফল্য লাভের ফলে প্রসন্ন হবেন, উৎসাহ বৃদ্ধি পাবে। আজ দাম্পত্য সুখ বৃদ্ধি হবে এই রাশির জাতকদের।


ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।

আজকের মীন রাশিফল​
মীন রাশির জাতকদের আজকের দিনটি সুখ-সমৃদ্ধি ও ভাগ্য বৃদ্ধি করবে। মনস্কামনা পূরণ হবে এই রাশির জাতকের। পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। ধর্মীয় কাজে রুচি বাড়বে। কাছের যাত্রা করতে পারেন। রাতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ভালো লাগবে।

আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

Card image cap

টাকার গদিতে ৬ রাশি, আপনার ভাগ্যে কী?

আজকের রাশিফল মঙ্গলবার ২৫ জুন চন্দ্র আজ মকর রাশিতে যাত্রা সম্পন্ন করে কুম্ভ রাশিতে ভ্রমণ করবে। শনির থেকে চাঁদ দ্বিতীয় কক্ষে গোচর করছে। যার ফলে সুনফা যোগ নির্মিত হবে। আবার আজ অঙ্গারকী সংকষ্টী চতুর্থী। এই তিথিতে সুনফা যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, ত্রিগ্রহী যোগ ও শ্রবণ নক্ষত্রের প্রভাব তাকবে। যার লাভ হবে ৬ রাশির জাতকদের। পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা। ভাই-বোনের সম্পর্কে স্নেহ বাড়বে। আজকের দিনটি আপনার কেমন কাটবে, তা বিস্তারিত দেনে নিন।




আজকের মেষ রাশিফল


মেষ রাশির জাতকরা কর্মক্ষেত্রে কিছু নতুন অধিকার লাভ করবেন। সন্তানের বিবাহের ভালো প্রস্তাব পাবেন। জীবনসঙ্গী কোনও কারণে আপনার ওপর রেগে থাকতে পারেন। তবে তাঁর রাগ দূর করার চেষ্টা করতে হবে আপনাদের। ছাত্রছাত্রীরা নিজের কেরিয়ার সংক্রান্ত কারণে চিন্তিত থাকবেন।

ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সরস্বতীর পুজো করুন।



আজকের বৃষ রাশিফল


বৃষ রাশির জাতকদের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। বড়দের সঙ্গে কোনও কথা কাটাকাটি হতে পারে। কিন্তু তাঁদের পরামর্শ শুনলে ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে। শত্রু প্রবল হবে আজ। আইনি মামলায় সাফল্য লাভ করবেন। পারিবারিক ব্যবসায়ে জীবনসঙ্গীর কথা শুনে কাজ করুন। মনের মধ্যে ধর্মীয় চিন্তাভাবনা উৎপন্ন হবে।


৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সাদা বস্তু দান করুন।


আজকের মিথুন রাশিফল


মিথুন রাশির জাতকরা আটকে থাকা টাকা ফিরে পাবেন। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ঋণের টাকা শোধ করে দিন। শান্তিপূর্ণ জীবন কাটাবেন। পারিবারিক ব্যবসায়ে সন্তানের সহযোগিতা লাভ করবেন। ব্যবসায়ে অংশীদার ও স্ত্রীর পূর্ণ সহযোগিতা অর্জন করবেন। ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে থাকলে সফল হবেন।


ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।



আজকের কর্কট রাশিফল



কর্কট রাশির জাতকদের দীর্ঘদিন ধরে যে পরিমাণ অর্থের প্রয়োজন ছিল, তা আজ পেতে পারেন। সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতের ফলে আর্থিক লাভ হবে। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন। বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত জাতকদের মনে নতুন চিন্তাভাবনা উৎপন্ন হবে। ব্যবসা বৃদ্ধি করতে পারেন।


আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। মা-বাবার আশীর্বাদ গ্রহণ করুন।


আজকের সিংহ রাশিফল


সিংহ রাশির জাতকরা বাবার সাহায্যে চাকরি ও ব্যবসায়ে আগত গভীর সমস্যার সমাধান করতে পারবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্কে স্নেহ বাড়বে। প্রতিবেশী ও অন্য ব্যক্তির অনুভূতি বুঝতে হবে, তাঁদের অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। কারও বলা উপযুক্ত কথা শুনতে কোনও দোষ নেই। বিবাহযোগ্য জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন। রোজগারের চেষ্টা করছেন যাঁরা, তাঁরা সাফল্য অর্জন করবেন।


৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।


আজকের কন্যা রাশিফল


কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে শত্রুদের প্রতি সতর্ক থাকতে হবে, অন্যথা লোকসানের শিকার হতে পারেন। শত্রুরা আপনাকে সমস্যায় ফেলার সমস্ত ধরনের চেষ্টা করবে। পরিবারে কোনও সদস্যের স্বাস্থ্য দুর্বল হবে। অধিক দৌড়ঝাপ করতে হবে, অর্থ ব্যয় হবে। তবে ভয় পাবেন না। সন্ধ্যা নাগাদ স্বাস্থ্যোন্নতি হবে এই রাশির জাতকদের। মহিলা সহকর্মী ও আধিকারিকদের সাহায্য পাবেন। ছাত্রছাত্রীরা প্রযুক্তিগত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন।


ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অসহায়দের চাল দান করুন।


আজকের তুলা রাশিফল


তুলা রাশির জাতকরা শান্তিতে জীবন কাটাবেন। বাড়ির পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন হবে। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। সম্পত্তি ক্রয় করার আগে সমস্ত দিক ভালো ভাবে খতিয়ে দেখে নিন। কারও বিবাদে জড়াবেন না। বাণী নিয়ন্ত্রণে রাখুন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে, এর ফলে ভবিষ্যৎ দুশ্চিন্তা কমবে।


ভাগ্য ৭৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিব জপ মালা পাঠ করুন।


আজকের বৃশ্চিক রাশিফল


বৃশ্চিক রাশির জাতকদের ব্যবসায়িক কারণে পরামর্শ নিতে হবে। তবে এ ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পূরণ করতে পারবেন। দুপুর নাগাদ মহিলাবন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। আজ সব স্থান থেকে প্রশংসা লাভ করবেন। প্রেম জীবন সুখে কাটবে।


আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করুন।


আজকের ধনু রাশিফল


ধনু রাশির জাতকরা পারিবারিক জিনিস ক্রয় করতে পারেন। ব্যয় বাড়বে। নিজের পরিস্থিতি অনুযায়ী কাজ করুন। দাম্পত্য জীবন সুখে কাটবে। জীবনসঙ্গীর ভালোবাসা পাবেন। পুরোন ঋণ থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি অনুভব করবেন। তবে কোনও না-কোনও কারণে ঋণ নিতে হতে পারে, তা শোধ করে দিন, তা না-হলে সেই ঋণ শোধ করা কঠিন হয়ে পড়বে। ব্যবসায়ে নতুন সাধন ব্যবহার করবেন।


ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।



আজকের মকর রাশিফল


মকর রাশির জাতকরা আজ ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন। কেউ আপনার কাছ থেকে টাকা ধার চাইলে ভেবেচিন্তে দিন, কারণ সেই টাকা আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন। পরিবারের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বাড়িতে পুরনো বন্ধু বা কোনও অতিথি আগমন হতে পারে।


ভাগ্য আজ ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। দরিদ্র ও বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।


আজকের কুম্ভ রাশিফল

কুম্ভ রাশির যে জাতকরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁরা আজ সাফল্য লাভ করবেন। লগ্নির ইচ্ছা থাকলে ভালো মুনাফা হতে পারে। বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবেন, কিন্তু তাঁদের চেষ্টা অসফল হবে। ধর্মীয় ও শুভ কাজে অর্থ ব্যয় হবে। ছাত্রছাত্রীরা শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন।


ভাগ্য ৯৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।


আজকের মীন রাশিফল

মীন রাশির জাতকদের সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা থাকলে আজকের দিনে সাফল্য অর্জন করবেন। বাবার বাড়ির তরফে মান-সম্মান পাবেন। অধিক দায়িত্ব পেতে পারেন এই রাশির জাতক। ব্যবসায়িক কারণে শহরের বাইরে যেতে পারেন। যাত্রা সফল হবে। চাকরিতে গোপন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। সন্ধ্যা নাগাদ সমস্যায় জড়াবেন। স্ত্রীর সহযোগিতা পাবেন এই রাশির জাতকরা। মা-বাবার স্নেহ পাবেন।


আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণুর আরাধনা করুন।




Card image cap

আজ হেরে যাওয়া বাজি জিতবে ৫ রাশি

চন্দ্র আজ শনির রাশি মকরে বিচরণ করবে। এর ফলে বৃহস্পতি ও চাঁদের মধ্যে নবপঞ্চম যোগ তৈরি হবে। আজ এন্দ্র যোগ, সর্বার্থসিদ্ধি যোগ ও উত্তরাষাঢ় নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। এই শুভ যোগের প্রভাবে আজ বেশ কিছু রাশির সুখ-সমৃদ্ধি বাড়বে, কেরিয়ারে উন্নতি হবে। আজকের শুভ সংযোগ আপনার জীবনে কেমন প্রভাব বিস্তার করবে, তা আজকের রাশিফলের মাধ্যমে এখানে আলোচনা করা হল।

 আজকের মেষ রাশিফল​
মেষ রাশির জাতকদের বাড়িতে অতিথি আগমন হতে পারে। এর ফলে পরিবারে ব্যস্ততা বাড়বে। ছোট বাচ্চারা হইহুল্লোড়ে ব্যস্ত থাকবেন। যাত্রার দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। উচ্চাধিকারিকদের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। এই বিবাদ এড়িয়ে যান, তা না-হলে লোকসান সম্ভব। পরীক্ষায় সাফল্যের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে।



ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।

​আজকের বৃষ রাশিফল​
বৃষ রাশির জাতকরা জীবনসঙ্গীর সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন। ব্যবসায়ে সতর্ক থাকুন, এর দ্বারা শুভ ফল পাবেন। সবার সামনে দৃঢ়তার সঙ্গে নিজের কথা প্রকাশ করতে পারেন। পারিবারিক সম্পত্তির কারণে বিবাদ সম্ভব। বাণী নিয়ন্ত্রণে রাখুন। সন্ধ্যা নাগাদ বাবার পরামর্শে বিবাদের সমাধান হবে। বাণী নিয়ন্ত্রণে রাখুন। ছাত্রছাত্রীরা নতুন কিছু করতে চাইবেন।

৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

আজকের মিথুন রাশিফল​
মিথুন রাশির ব্যবসায়ীরা নতুন প্রকল্প পরিকল্পনায় দিন ব্যয় করবেন। ঋণ শোধ করতে পারবেন। সন্তানের তরফে সহযোগিতা অর্জন করবনে এই রাশির জাতক। বিপরীত লিঙ্গের কোনও বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। ছাত্রছাত্রীরা নতুন কিছু শিখতে পারবেন। চাকরির সন্ধানে রয়েছেন যাঁরা, তাঁদের অনাবশ্যক ব্যয় এড়িয়ে যেতে হবে। সুসংবাদ পাবেন। জীবনসঙ্গীর জন্য উপহার কিনতে পারেন।

ভাগ্য ৬৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অসহায়দের সাহায্য করুন।

আজকের কর্কট রাশিফল​
কর্কট রাশির জাতকরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আধ্যাত্মিক কাজে সময় কাটাবেন। এতে কিছু অর্থ ব্যয় হবে, কিন্তু মন প্রসন্ন হবে। মান-সম্মান বাড়বে এই রাশির জাতকদের। পরিকল্পিত কাজ সম্পন্ন হবে। সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মা-বাবার আশীর্বাদ পাবেন এই রাশির জাতকরা। ভাই-বোনকে কিছু পরামর্শ দিতে পারেন, যা তাঁদের সাহায্য করবে। প্রেম জীবন গভীর হবে।

আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সরস্বতীর পুজো করুন।

আজকের সিংহ রাশিফল​
সিংহ রাশির জাতকরা রাজনৈতিক অনুষ্ঠানে দিন কাটাবেন। কর্মক্ষেত্রে পরিবেশ আপনার অনুকূলে থাকবে। বিরোধী প্রবল হবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করলে লাভজনক প্রমানিত হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। চাকরি পরিবর্তন করতে পারেন। স্বাস্থ্য দুর্বল হবে। ছাত্রছাত্রীরা গুরুজনদের আশীর্বাদ পাবেন।

৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। হলুদ বস্তু দান করুন।

​আজকের কন্যা রাশিফল​
কন্যা রাশির জাতকদের অতীত সমস্যার সমাধান হবে। শত্রুতা ও বিবাদের সমাধান হবে। পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। ব্যয় কমবে ও আর্থিক পরিস্থিতি উন্নত হবে। গাড়ি কিনতে পারেন। পরিবারে কোনও কারণে শত্রুতা বাড়তে পারে। আত্মীয়রা আপনার প্রতি ঈর্ষান্বিত থাকতে পারেন। কিন্তু তাঁরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। জীবনসঙ্গীর পরামর্শে পারিবারিক ব্যবসার উন্নতি হবে।

ভাগ্য ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।

আজকের তুলা রাশিফল​
তুলা রাশির চাকরিজীবী জাতকদের অধিকার বৃদ্ধি হবে। আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পাবেন। ব্যবসায়ীদের ধনবর্ষা হবে আজ। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পরিজনদের সঙ্গে কোনও শুভ অনুষ্ঠানে যেতে পারেন। ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এমন না-করলে লোকসান হতে পারে।

ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মীর পুজো করুন।

আজকের বৃশ্চিক রাশিফল​
বহুদিন ধরে দেখা করতে চান এমন কোনও ব্যক্তির সঙ্গে আজ বৃশ্চিক জাতকদের সাক্ষাৎ হতে পারে। কাছের বা দূরের যাত্রা করতে পারেন এই রাশির জাতকরা। খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণে রাখুন। তা না-হলে পেটের গোলযোগ সম্ভব। সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন।

আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

আজকের ধনু রাশিফল​
ধনু রাশির ব্যবসায়ীদের কোনও নতুন পরিকল্পনা ফলীভূত হবে। যার ফলে ভবিষ্যতে অত্যধিক আর্থিক লাভ অর্জন করতে পারবেন এই রাশির জাতকরা। ভাই-বোনের কাছ থেকে সুখ ও সহযোগিতা লাভ করবেন। আত্মবিশ্বাস চরমে থাকবে। সন্ধ্যা ও রাতে কোনও বিশেষ বিষয়ে আলোচনা করতে পারেন। আধ্যাত্মিক জ্ঞান লাভ করবেন। পূজার্চনায় রুচি বাড়বে।

ভাগ্য ৮৫ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। মাছকে আটার গুলি খাওয়ান।

​আজকের মকর রাশিফল​
মকর রাশির জাতকরা আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ভাগ্যের সঙ্গ পাবেন না। কারও ওপর ভরসা করবেন না। পরাক্রম বৃদ্ধি হবে ও শত্রুদের ধবংস করতে পারবেন। মানসিক দুশ্চিন্তা ঘিরে থাকবে। ছাত্রছাত্রীদের পরিশ্রম সফল হবে, পরীক্ষায় ভালো পরিণাম পাবেন। পারিবারিক ব্যবসায়ে জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন।

ভাগ্য আজ ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।

​আজকের কুম্ভ রাশিফল​
কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি আইনি কাজের জন্য ফলদায়ী। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ব্যবসায়ীরা নিজের কথা অন্যের সামনে রাখতে পারবেন। অন্যেরা আপনার কথা শুনবে, যার ফলে আপনার মান-সম্মান বাড়বে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। জীবনসঙ্গীকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন।

আজকের মীন রাশিফল​
মীন রাশির জাতকদের ধর্মীয় কাজে রুচি বাড়বে। পরিবারে পূজার্চনার আয়োজন করতে পারেন। আজকের দিনটি আপনাদের জন্য ভালো। ছাত্রছাত্রীরা গুরুর জ্ঞান লাভ করবেন। স্বাস্থ্য দুর্বল হবে। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। সন্তানের সাফল্যের সুসংবাদ পাবেন। এর ফলে মন সন্তোষ থাকবে।
আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।
আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণুর আরাধনা করুন।

Card image cap

ত্রিপুষ্কর যোগে তিন গুণ লাভ ৫ রাশির ভাগ্যে

চন্দ্র আজ ধনু রাশিতে নিজের যাত্রা সম্পন্ন করে মকর রাশিতে প্রবেশ করবে। আজ ব্রহ্ম যোগ, ত্রিপুষ্কর যোগ, সর্বার্থসিদ্ধি যোগ ও পূর্বাষাঢ় নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হবে। আজকের শুভ সংযোগের প্রভাব পড়বে মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির জাতকদের ওপর। কিছু কিছু রাশির জাতকরা পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাবেন। আজ কোন রাশির দিন কেমন কাটবে জেনে নিন।

​​আজকের মেষ রাশিফল​
মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা দেবে, যার ফলে সহকর্মীদের মেজাজ খারাপ হবে। বাণী ও ব্যবহারের জোরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সফল হবেন। পরিবারের সদস্য অসুস্থ হতে পারেন, এর ফলে অর্থ ব্যয় বাড়বে। প্রেম জীবনে কিছু অবসাদ থাকবে। দান-পুণ্যের কাজে অর্থ ব্যয় করবেন। ছাত্রছাত্রীরা শিক্ষককে নিজের কথা বোঝানোর সুযোগ পাবেন।

আজকের বৃষ রাশিফল​
বৃষ রাশির জাতকরা পরিজনদের সঙ্গে হইহুল্লোড় করবেন। দুপুর নাগাদ কোনও সুসংবাদ পাবেন। সন্তান বা ভাই-বোনের ভবিষ্যৎ সংক্রান্ত সংবাদ হতে পারে এটি। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। আজ আপনাদের সতর্ক থাকতে হবে। দীর্ঘদিন ধরে কোনও কাজ অসম্পূর্ণ থেকে গেলে তা সম্পন্ন করার সময় এসেছে। শ্বশুরবাড়ির তরফে সুসংবাদ পাবেন। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। সন্ধ্যাবেলা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

​আজকের মিথুন রাশিফল​
মিথুন রাশির জাতকরা চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা করে থাকলে আজকের দিনটি অনুকূল। বাবা ও উচ্চাধিকারিকদের আশীর্বাদে কোনও মূল্যবান বস্তু বা সম্পত্তি লাভের ইচ্ছাপূরণ হবে। এর ফলে পরিবারের সদস্যরা অত্যন্ত প্রসন্ন হবেন। ছাত্রছাত্রীরা সাহিত্য ও শিল্প ক্ষেত্রে কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করলে সফল হবেন। অনাবশ্যক ব্যয় বাড়বে। ব্যস্ততা সত্ত্বেও দাম্পত্য জীবনের জন্য সময় বের করবেন।


​আজকের কর্কট রাশিফল​
কর্কট রাশির জাতকরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করবেন না। কারণ এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য বড়সড় সমস্যা সৃষ্টি করতে পারে। হঠাৎই বড় পরিমাণে অর্থ লাভ করতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। অসহায়দের যথাসম্ভব সাহায্য করবেন। মানসিক শান্তি পাবেন। ব্যবসায়িক পরিকল্পনা কার্যকরী করবেন। মান-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। বাবার স্বাস্থ্য সমস্যা সম্ভব, এর জন্য দৌড়ঝাপ করতে হবে।

​​​​আজকের সিংহ রাশিফল​
সিংহ রাশির জাতকরা স্বাস্থ্যের যত্ন নিন। খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ব্যবসার জন্য আজকের দিনটি লাভজনক। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ সম্ভব। তাঁদের সঙ্গে পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। জীবনসঙ্গীর পরামর্শে ব্যবসায়ে লাভ হবে।

​আজকের কন্যা রাশিফল​
কন্যা রাশির জাতকরা ব্যবসায়ে সরকারি সাহায্য লাভ করবেন। পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যা সমাপ্ত হবে। সৃজনশীল কাজে মনোনিবেশ করবেন। পরিস্থিতির কারণে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশির জাতকদের। পারিবারিক জীবনে শুভ কার্য হবে, এর ফলে পরিবারের সমস্ত সদস্য সন্তুষ্ট থাকবেন। ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রস্তুতির জন্য কঠিন পরিশ্রম করলে সফল হবেন।

​আজকের তুলা রাশিফল​
তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে আয়ের নতুন উৎস তৈরি হবে। বাণীর জোরে বিশেষ সম্মান পাবেন। বন্ধুর সংখ্যা বৃদ্ধি হবে। অধিক দৌড়ঝাপের কারণে স্বাস্থ্যের ওপর প্রতিকূল প্রভাব পড়বে। তাই সতর্ক থাকুন। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা আয়ের নতুন উৎস পাবেন। ব্যবসায়ে নতুন প্রকল্প তৈরি করবেন।

আজকের বৃশ্চিক রাশিফল​
বৃশ্চিক রাশির জাতকরা মামার কাছ থেকে কোনও উপহার পেতে পারেন। সন্ধ্যাবেলা বন্ধুদের সাহায্যে ভেস্তে যাওয়া কাজ সফল হবে। এর ফলে আপনাদের মন আনন্দে ভরে উঠবে। সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে সাক্ষাৎ হবে। বাণী নিয়ন্ত্রণে না-রাখতে পারায় বিপরীত পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ধন, সম্মান ও যশ বৃদ্ধি হবে। সন্তানের ভবিষ্যতের কারণে অর্থ ব্যয় করতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ পাবেন। ব্যবসার জন্য লাভজনক সময়।

আজকের ধনু রাশিফল​
ধনু রাশির জাতকরা পারিবারিক দ্রব্যে অর্থ ব্যয় করবেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে, তা না-হলে টাকা আটকে যেতে পারে। রাজকীয় কাজে আদালতে আনাগোনা বাড়তে পারে, কিন্তু কেউ আপনার কোনও ক্ষতি করতে পারবে না। আত্মীয়ের কারণে অবসাদ বাড়তে পারে। মায়ের সঙ্গে বিবাদ সম্ভব, পড়ে তাঁর রাগ দূর করার চেষ্টা করবেন।

​আজকের মকর রাশিফল​
মকর রাশির জাতকদের রান্নাঘরে কাজ করার সময়ে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আঘাত লাগতে পারে। ব্যবসায়ে অনুকূল লাভের যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পরিবর্তনের ফলে লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। তবে কোনও পরিবর্তনের আগে বরিষ্ঠ ব্যক্তির পরামর্শ নিতে ভুলবেন না। ধর্মীয় কাজে সময় কাটাবেন। ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন।

আজকের কুম্ভ রাশিফল​
কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি কষ্টজনক। শরীরের কোনও অংশে ব্যথা হবে। অর্থ ব্যয় হবে। তবে দুশ্চিন্তা করবেন না। ধৈর্য ধরুন। শীঘ্র সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে সমস্ত দিক ভালোভাবে যাচাই করে নিন, তা না-হলে লোকসান হতে পারে। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে। সন্তান ধর্মীয় কাজে ব্যস্ত থাকবে।

আজকের মীন রাশিফল​
মীন রাশির জাতকরা অসম্পূর্ণ কাজ পূরণের সুযোগ পাবেন। বাড়ি কেনার আগে বরিষ্ঠ ব্যক্তিদের পরামর্শ নিতে ভুলবেন না। দাম্পত্য জীবন আনন্দে কাটবে। ব্যবসায়ে উন্নতি হবে। ছাত্রছাত্রীরা মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। সন্ধ্যাবেলা কোনও সুসংবাদ পাবেন। পুরনো বন্ধুর সঙ্গে যাত্রা করতে পারেন।

Card image cap

নক্ষত্র পরিবর্তনে মালামাল হবে এই রাশি

সমস্ত গ্রহের মধ্যে রাহু অন্যতম একটি শক্তিশালী গ্রহ। রাহু একটি ক্ষতিকারক গ্রহ যা যে কোনও ব্যক্তিকে আকস্মিক বিপদের মধ্যে ফেলে দিতে পারে। আবার এই রাহুর কৃপা পেলে হঠাৎ করেই হয় সম্পদ প্রাপ্তি।


  জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য এবং চন্দ্র ব্যতীত সমস্ত গ্রহেই সময়ে সময়ে বক্রী দশা দেখা যায়।



কিন্তু রাহু ও কেতু সর্বদাই বক্রী চালেই গোচর করে। রাহু যদি কোনও ব্যক্তির প্রতি সদয় হন তবে তিনি আকস্মিক ধন লাভ করেন। তাঁর এমন সম্পদ প্রাপ্তি ঘটে যা সে কল্পনাও করতে পারে না।


  আগামী ৮ জুলাই, ২০২৪-এ রাহু গ্রহ মীন রাশির রেবতী নক্ষত্র ছেড়ে শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। যার জেরে বহু রাশির জাতকেরাই অপ্রত্যাশিত সুবিধা পেতে চলেছেন।


হরিদ্বারের জ্যোতিষী শশাঙ্ক শেখর শর্মা জানাচ্ছেন, ৮ জুলাই, ২০২৪ তারিখে রাহু রেবতী নক্ষত্র থেকে শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। যা কিছু রাশির উপরে প্রভাব ফেলবে, এই রাশির লোকেরা আকস্মিক ধন লাভ করবেন। অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।


  কুম্ভ: জ্যোতিষী শশাঙ্ক শেখর শর্মা বলেছেন যে ৮ জুলাই রাহু মীন রাশির রেবতী নক্ষত্র থেকে শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। রাহুর রাশি পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাতকরা বিশেষ সুবিধা পাবেন। যে কুম্ভ রাশির জাতক জাতিকারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের পরিকল্পনা সফল হতে পারে। হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।


মীন রাশি: রাহুর রাশি পরিবর্তনের কারণে মীন রাশির জাতকরা বিশেষ সুবিধা পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকলেও তাঁদের অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা প্রবল। লটারি, স্টক মার্কেট, ট্রেডিং এবং এই ধরনের মাধ্যমে স্থানীয়রা বিপুল পরিমাণ অর্থ পেতে পারেন তাঁরা। রাহুর রাশির পরিবর্তন মীন রাশিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে।


  

Card image cap

আজ শুক্ল ও ব্রহ্ম যোগে সোনার চমক লাগবে ৬ রাশির ভাগ্যে

আজ শুক্ল যোগ, ব্রহ্ম যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ ও মূল নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হচ্ছে। আজ বেশ কিছু রাশির জাতকদের মান-সম্মান, পদ ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। পাশাপাশি জীবনে চলতে থাকা সমস্যার সমাধান হবে। আজকের দিনে কোন রাশির জাতক-জাতিকারা এই শুভ যোগের দ্বারা লাভান্বিত হবেন, কারা সমস্যায় জড়াবেন, তা এখানে আলোচনা করা হল।


​আজকের মেষ রাশিফল​
মেষ রাশির জাতকরা সন্তানের কাছ থেকে কোনও হতাশাজনক সংবাদ পাবেন, এর ফলে মন আহত হবে। তিক্ততা কাটিয়ে মাধুর্য ছড়ানোর নতুন কৌশল শিখতে পারবেন আজ। গতকালের কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। রাতে পরিজনদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন। ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির গতি বাড়াতে হবে, তখনই সাফল্য লাভ সম্ভব। বাবার কাছ থেকে পারিবারিক ব্যবসা সংক্রান্ত পরামর্শ পাবেন, এর দ্বারা লাভ হবে।


আজকের বৃষ রাশিফল​
বৃষ রাশির জাতকরা সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকলে এবার স্বস্তি পেতে পারেন। রাজনীতির ক্ষেত্রে আপনাদের প্রচেষ্টা সফল হবে। পারিবারিক ব্যবসায়ে বাবার সহযোগিতা পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য নতুন পন্থা অবলম্বন করতে হবে।


আজকের মিথুন রাশিফল​
মিথুন রাশির জাতকদের দামী জিনিস চুরি যেতে পারে। বহুদিন ধরে আটকে থাকা কাজ সন্ধ্যা নাগাদ সম্পন্ন হবে। মনের মধ্যে আনন্দ থাকবে। পরিজনদের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ব্যবসায়ীদের অধিক পরিশ্রম করতে হবে। ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন।

​আজকের কর্কট রাশিফল​
কর্কট রাশির জাতকরা কর্মক্ষেত্রে শুভ সংবাদ পাবেন। ব্যবসার জন্য় আজকের দিনটি শুভ। পরিশ্রম অনুযায়ী ফল লাভের যোগ রয়েছে। সন্তানের দায়িত্ব পূরণ করতে পারবেন। বাড়ি থেকে কাজ করেন যাঁরা, তাঁদের আজকের দিনটি ভালো কাটবে। রাজকীয় সম্মান, পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। কোথাও ঘুরতে যেতে পারেন এই রাশির জাতক। এর দ্বারা লাভান্বিত হবেন। রাতে বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটাবেন।

আজকের সিংহ রাশিফল​
সিংহ রাশির জাতকরা নিজের সৌম্য বাণীর কারণে বিশেষ সম্মান পাবেন। আজ অধিক দৌড়ঝাপ করতে হবে। চোখে সমস্যা সম্ভব। শত্রু আপনাকে বিরক্ত করার সমস্ত ধরনের চেষ্টা করবেন, তবে তাঁরা আপনাকে পরাজিত করতে পারবেন না, তাই দুশ্চিন্তিত হবেন না। তবে নিজের মনের মধ্যে কারও প্রতি ভুল চিন্তা আনবেন না। উপহার পেতে পারেন।

​আজকের কন্যা রাশিফল​
কন্যা রাশির জাতকরা আইনি বিবাদে জড়িয়ে থাকলে দুপুরের পর আলোচনার মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন হতে পারে, সাফল্য অর্জন করতে পারেন। ব্যবসায়িক চেষ্টা স্বল্বমেয়াদী সাফল্য অর্জন করতে পারেন। সন্তানকে নিজের ভবিষ্যতের জন্য চেষ্টা করতে দেখে আনন্দিত হবেন। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। এই অনুষ্ঠানে ব্যয় হবে এবং আপনার জনপ্রিয়তাও বাড়বে। মায়ের ভালোবাসা ও আশীর্বাদ পাবেন এই রাশির জাতকরা।

আজকের তুলা রাশিফল
আজকের তুলা রাশিফল
তুলা রাশির জাতকদের বাড়িতে কোনও অনুষ্ঠান আয়োজিত হওয়ায় পরিবারের সদস্যদের আনন্দ বহুগুণ বাড়বে। বেশ কিছু দিন ধরে লেনদেনের সমস্যা চলতে থাকলে তার সমাধান খুঁজে পাবেন। হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ আগমন হতে পারে। আপনার মনে আনন্দ থাকবে। যাত্রার প্রবল যোগ রয়েছে। প্রেম জীবনের জন্য সময় অনুকূল, আনন্দ অনুভব করবেন।

​​আজকের বৃশ্চিক রাশিফল​
বৃশ্চিক রাশির জাতকরা স্বাস্থ্যের প্রতি কোনও গাফিলতি করবেন না। বায়ু, মুত্র, রক্ত ইত্যাদি সংক্রান্ত সমস্যা আপনাকে চিন্তিত করে তুলবে। চিকিৎসকের পরামর্শ নিন, ধীরে ধীরে স্বাস্থ্যোন্নতি হবে। পরিবারে ভারসাম্য বজায় রাখলে সুখকর সময় কাটাতে পারবেন। সন্ধ্যা নাগাদ কোনও সুসংবাদ পাবেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে শত্রুরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারেন। তবে ভয় পাবেন না, তাঁরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না।

​আজকের ধনু রাশিফল​
ধনু রাশির জাতকরা শ্বশুরবাড়ির তরফে ধনলাভ করতে পারেন। ব্যবসায়ীদের লাভ অর্জনের যোগ রয়েছে। তবে কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। কর্মক্ষেত্রে কোনও মহিলা বন্ধুর সহযোগিতা লাভ করবেন।

আজকের মকর রাশিফল​
মকর রাশির জাতকরা বিবাদ বা ঝগড়া এড়িয়ে যান, তা না-হলে লোকসান হতে পারে। পারিবারিক ও আর্থিক জীবনে সাফল্য লাভ করতে পারবেন। রোজগারের চেষ্টা সফল হবে। ব্যবসায়ে লাভের নতুন সুযোগ পাবেন। পারিবারিক ব্যবসায়ে সাফল্য অর্জন করবেন। কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রমের পর সাফল্য অর্জন করবেন।

আজকের কুম্ভ রাশিফল​
কুম্ভ রাশির জাতকরা আজ কোনও প্রতিকূল সংবাদ পাবেন ও স্বল্ব দূরত্বের কোনও যাত্রায় যেতে পারেন। বিবাদে জড়াবেন না। মধুর বাণীর সাহায্যে বড়সড় সমস্যার সমাধান করতে পারবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হবে। সন্ধ্যাবেলা অপ্রয়োজনে দৌড়াদৌড়ি করতে হবে। এর ফলে অর্থ ব্যয় বাড়বে। আর্থিক পরিস্থিতি প্রভাবিত হবে।

আজকের মীন রাশিফল​
মীন রাশির বিবাহিত জাতকরা ছেলে-মেয়ের কাজের চিন্তায় সময় কাটাবেন। দাম্পত্য কলহের অবসান ঘটবে আজ। ধর্মীয় যাত্রা ও শুভ কাজ করলে ব্যয় বাড়তে পারে। ইচ্ছাবিরুদ্ধ ব্যয় করতে হবে। এর ফলে আর্থিক পরিস্থিতি দুর্বল হবে। তাই আপনাদের সতর্ক থাকা জরুরি।

Card image cap

এই ভুলগুলি কখনোই করবেন না জীবনে আসবে সমস্যা,

আমরা নিত্যদিন এমন অনেক ছোটখাটো ভুল করে থাকি। যা আর্থিক সমস্যার সম্মুখীন করে তোলেন। এই ভুলগুলি কখনোই করবেন না। এতে আপনার জীবনে আসবে নানান সমস্যা। শুধু তাই নয়, অর্থহানিও হবে। দেখুন কোন কোন কাজ এড়িয়ে চলবেন আপনি।


এমন অনেকেই রয়েছেন যারা প্রচুর পরিশ্রম করে অর্থ উপার্জন করেন। তবে সেই অর্থ তাঁরা ধরে রাখতে পারেন না।


তার প্রথম ও প্রধান কারণ হচ্ছে বাস্তুত্রুটি। যদি আপনার বাড়িতে বাস্তুত্রুটি থাকে তাহলে কিন্তু কখনোই আপনি টাকা ধরে রাখতে পারবেন না । পরিবারে নেতিবাচক শক্তি প্রভাবে আপনার জীবনে নানান সমস্যা লেগে থাকবে।


ভাঙা বাসন

বাড়িতে কখনও ভাঙা, ফাটা বাসন রাখবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান। এতে আপনার অর্থহানি হওয়ার পাশাপাশি বাড়ির বড় কোনও সদস্য বড় কোনও রোগে ভুগতে পারেন। তাই আগেই সাবধান হোন।


জল খরচ

বাড়িতে আপনার যে জলের কল রয়েছে, সেগুলি কখনোই খুলে রাখবেন না। জলের অপচয় বন্ধ করুন। না হলে আপনার পরিবারে কখনওই সুখ আসবে না। যে বাড়িতে অকারণে জল নষ্ট করা হয়, সেই বাড়িতে আর্থিক সংকট লেগেই থাকে।


ঠাকুরঘর

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যে বাড়িতে ভগবানের নাম করা হয় না। দেবতার পূজোর স্থান নেই। সে বাড়িতে ঝগড়া, অশান্তি লেগেই থাকে। তারা কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। এমনকি দাম্পত্য জীবনেও আসে নানান অশান্তি। তাই আগেই সাবধান হোন।


খারাপ কাজ

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যদি কোনও খারাপ কাজে লিপ্ত হয়ে আপনি অর্থ উপার্জন করে বাড়িতে আনেন। তাহলে খুব শীঘ্রই আপনি দারিদ্র হবেন। তাই খারাপ কাজে লিপ্ত হবেন না।

Card image cap

জ্যৈষ্ঠ পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণ রাজযোগ

কোন রাশির আজকের দিনটি কেমন কাটবে জেনে নিন।
আজকের মেষ রাশিফল​
মেষ রাশির জাতকরা আজ কোনও ধর্মীয় বিবাদে অংশগ্রহণ করবেন না। বাণী নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসায়ে সাফল্য লাভ করবেন। কাজের চাপের কারণে পরিবারকে উপেক্ষা করবেন না। স্বাস্থ্যের যত্ন নিন। পরিবারের দায়িত্ব পূরণ করবেন। ভাইদের পরামর্শে উন্নতি হবে। সন্তানকে নিজের ভবিষ্যতের জন্য কাজ করতে দেখে আনন্দিত হবেন। পারিবারিক দায়িত্ব পূরণ করতে পারবেন।
আজকের বৃষ রাশিফল​
বৃষ রাশির জাতকরা আজ নিজের জ্ঞান ও অভিজ্ঞতা অনুযায়ী নতুন সুযোগ পাবেন। পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকলে তা এবার ফলীভূত হবে। ব্যবসার জন্য আজকের দিনটি উত্তম। প্রেম জীবনের জন্য সময় প্রতিকূল, ব্যস্ততার কারণে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হতে পারে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করুন।
আজকের মিথুন রাশিফল​
মিথুন রাশির বিবাহযোগ্য জাতকরা ভালো প্রস্তাব পেতে পারেন। এর ফলে পরিবারের সদস্যদের মনের মধ্যে উৎসবের আনন্দ জাগবে। ব্যবসায়ে ইতিবাচক পরিবর্তন করলে লাভজনক পরিস্থিতি সৃষ্টি হবে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে। বহুদিন ধরে কোনও কাজ আটকে থাকলে তা পূর্ণ হবে। জীবনসঙ্গীর পরামর্শে উন্নতি সম্ভব। ভাই ও বন্ধুদের সাহায্য পাবেন।
আজকের কর্কট রাশিফল​
কর্কট রাশির ব্যবসায়ী জাতকদের পরিকল্পনা মজবুত হবে। তবে আর্থিক কষ্ট ভোগ করতে হবে। পারিবারিক সম্পর্ক মজবুত থাকবে। পরিবারের ব্যয়ের প্রতি মনোযোগী হন, তা না-হলে আর্থিক পরিস্থিতি দুর্বল হতে পারে। কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন। চ্যালেঞ্জ মোকাবিলা করলে ও বাণী নিয়ন্ত্রণে রাখলে কাজে সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা। স্বাস্থ্যের যত্ন নিন।
আজকের সিংহ রাশিফল​
সিংহ রাশির জাতকরা সন্ধ্যাবেলা সাবধানে গাড়ি চালান। ব্যবসায়ে কাঙ্খিত সংবাদ পাবেন। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হবে। বন্ধু ও ভাইদের সহযোগিতায় আটকে থাকা কাজ পূর্ণ করতে পারবেন। অধীনস্থ কর্মচারী ও আত্মীয়ের কারণে অবসাদগ্রস্ত হতে পারেন। লেনদেন এড়িয়ে যান। শ্বশুরবাড়ির তরফে লাভান্বিত হবেন। ছাত্রছাত্রীরা সুসংবাদ পাবেন। এর ফলে ভবিষ্যৎ মজবুত হবে।
আজকের কন্যা রাশিফল​
কন্যা রাশির জাতকরা ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কৌশল নির্বাচন করবেন। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর্থিক জীবনের জন্য যে চেষ্টা করবেন, তাতে সাফল্য অর্জন সম্ভব। বাণী নম্র হওয়ায় প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। বন্ধু সংখ্যা বাড়বে। পারিবারিক পরিস্থিতি অনুকূল হবে। বাবার পথ প্রদর্শন অর্জন করবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। প্রেম জীবনে উপহার পেতে পারেন। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের যত্ন নিন। জীবনসঙ্গী সমস্ত কাজে আপনাকে সহযোগিতা প্রদান করবেন। রোজগারের চেষ্টায় থাকলে, ভালো সুযোগ পেতে পারেন।
আজকের তুলা রাশিফল​
তুলা রাশির জাতকদের ধর্মীয় কাজে রুচি বাড়বে। সামাজিক কাজ করলে আপনাদের প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। সন্তানের বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার সমাধান হবে। ব্যবসায়ে কোনও বড় ব্যক্তির সহযোগিতায় সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। নতুন পরিকল্পনা শুরুর জন্য সময় উত্তম। ভাগ্যের সঙ্গ লাভ করবেন। আর্থিক পরিস্থিতি ভালো হবে। কর্মক্ষেত্রে ইতিবাচক চিন্তাভাবনার দ্বারা নতুন শক্তি সঞ্চারিত হবে। আধিকারিকরা আপনার প্রশংসা করবেন। দাম্পত্য জীবন আনন্দে কাটবে।
আজকের বৃশ্চিক রাশিফল​
বৃশ্চিক রাশির জাতকরা চাকরি পরিবর্তনের কথা চিন্তাভাবনা করে থাকলে সময় অনুকূল নয়। ভাগ্যের সঙ্গ পাবেন না। প্রেম জীবনে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। কর্মক্ষেত্রে কোনও মহিলা বন্ধুর কারণে উন্নতির সুযোগ পাবেন। বন্ধু ও আত্মীয়দের কারণে অপ্রয়োজনীয় ব্যয় করতে হবে। আর্থিক পরিস্থিতির ওপর চাপ সৃষ্টি হবে। পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন। লেনদেন করবেন না। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন।
আজকের ধনু রাশিফল​
ধনু রাশির জাতকরা কর্মক্ষেত্রে নিজের গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন, তা না-হলে সমস্যায় জড়াতে পারেন। পরিবারের সঙ্গে মিলে ভবিষ্যত উন্নতির পরিকল্পনা করবেন। মনের বোঝা হাল্কা হবে। ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি আপনার সাহায্য করবেন। জীবনসঙ্গীর পরামর্শে পারিবারিক ব্যবসায়ে সাফল্য লাভ করবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্ধ্যা নাগাদ বিবাদ এড়িয়ে যান, তা না-হলে আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন।
আজকের মকর রাশিফল​
মকর রাশির জাতকরা প্রেম জীবনে কোনও উপহার পেতে পারেন। অন্যের সাহায্যে সাফল্য লাভ করবেন। ব্যবসায়িক যাত্রার দ্বারা সুখকর অনুভূতি অর্জন করবেন, এর দ্বারা লাভ হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। পারিবারিক সমস্যার সমাধানের জন্য বরিষ্ঠ সদস্য়দের সঙ্গে আলোচনা করবেন। পরাক্রমের জোরে আপনার আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে। ছাত্রছাত্রীরা শিক্ষকদের আশীর্বাদ পাবেন। পরীক্ষায় সফল হবেন। কর্মক্ষেত্রে কোনও সহযোগী আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। উচ্চাধিকারিকদের সহযোগিতায় আটকে থাকা কাজ সম্পন্ন হবে।
আজকের কুম্ভ রাশিফল​
কুম্ভ রাশির জাতকরা রাজনীতির উদ্দেশে কোনও চেষ্টা করলে,তাতে সাফল্য অর্জন করবেন। শাসকদলের সহযোগিতা লাভ করবেন। মা-বাবার সেবা করার সুযোগ পাবেন। প্রেম জীবনে সতেজ অনুভূতি থাকবে। বন্ধুর সঙ্গে সাক্ষাতের জন্য কাছের বা দূরের যাত্রা করতে পারেন। সন্তানকে ভালো কাজ করতে দেখে গর্বিত হবেন। জীবনসঙ্গীর আপনার প্রতি ক্ষুব্ধ থাকতে পারে। তাঁদের রাগ দূর করার চেষ্টা করবেন।
আজকের মীন রাশিফল​
মীন রাশির জাতকদের কোনও কাজ অসম্পূর্ণ থাকলে তা সম্পন্ন করার জন্য আজকের দিনটি খুবই ভালো। ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে, তখনই পরীক্ষায় সাফল্য লাভ সম্ভব। পৈতৃক সম্পত্তি লাভের প্রবল যোগ রয়েছে। আইনি মামলায় জয়ী হতে পারেন। শ্বশুরবাড়ির তরফে অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। প্রেম জীবনে মাধুর্য থাকবে।

Card image cap

আজকের রাশিফল

 আজকের রাশিফল বৃহস্পতিবার ২০ জুন চন্দ্র আজ বৃশ্চিক রাশিতে ভ্রমণ করবে। আবার আজ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজ শুভ যোগ, রবি যোগ, সর্বার্থসিদ্ধি যোগ ও অনুরাধা নক্ষত্রের প্রভাব থাকবে। এই শুভ যোগের দ্বারা ব্যক্তির জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। ভাগ্যের সহযোগিতায় ধন লাভ করতে পারেন বেশ কিছু রাশির জাতকরা। এ ছাড়াও অন্যান্য রাশির সময় কেমন কাটবে, তা জেনে নিন আজকের রাশিফলের মাধ্য়মে।


মেষ রাশি


মেষ রাশির জাতকরা কর্মক্ষেত্রে কারও কাছ থেকে অধিক প্রত্যাশা করবেন না। পরিশ্রম করে যান। ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময়ে ভালোভাবে চিন্তাভাবনা করুন, তখনই সাফল্য লাভ সম্ভব। পরিবারে কোনও শুভ কাজ হবে। কিছু কাজে সহজেই সাফল্য লাভ করতে পারবেন। ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতকরা। বাড়ির সাজসজ্জার জিনিস কিনতে পারেন।


বৃষ রাশি


বৃষ রাশির জাতকরা মা-বাবার পথপ্রদর্শনে কর্মক্ষেত্রে সুষ্ঠু ভাবে নিজের কার্য সম্পাদন করতে পারবেন। আর্থিক জীবনে ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতকরা। ব্যবসা সম্প্রসারণ হবে। প্রেম জীবনে কোনও উপহার পেতে পারেন, সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন এই রাশির জাতকরা। পরিবারে সুখকর পরিবেশ থাকবে। ভাই-বোনের স্নেহ পাবেন।


মিথুন রাশি


ভুল বোঝাবুঝির কারণে মিথুন রাশির জাতকদের প্রেম জীবনে সমস্যা উৎপন্ন হতে পারে। আজকের দিনটি আপনাদের জন্য মাঝারি ফলদায়ী। ব্যক্তিগত সম্পর্কে মতভেদ উৎপন্ন হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। তা না-হলে আর্থিক পরিস্থিতি নষ্ট হবে। অনৈতিক কাজ এড়িয়ে যান। লক্ষ্য লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে। নিজের জীবনে কিছু অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এই রাশির জাতকদের। সন্তানের তরফে সুসংবাদ পাবেন।


কর্কট রাশি


কর্কট রাশির জাতকরা কর্মক্ষেত্রে যুবকদের উৎসাহিত করতে সফল হবেন। সন্তানের কেরিয়ার সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেন, এর ফলে ভবিষ্যৎ মজবুত হবে। ব্যবসায়িক পরিকল্পনা কার্যকরী করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। আর্থিক পরিস্থিতি মজবুত করার চেষ্টা করবেন এবং তাতে সফল হবেন। আমদানি বৃদ্ধি হবে। পরিজনদের সঙ্গে হাসিঠাট্টা করবেন।


সিংহ রাশি


সিংহ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পারিবারিক দায়িত্ব পূরণ করতে পারবেন। পরিবারের সদস্য ও বাচ্চারা আপনার কাছে কিছু বায়না করতে পারেন, আনন্দ সহকারে তা পূর্ণ করবেন। বিবাহ যোগ্য জাতকরা ভালো প্রস্তাব পেতে পারেন। কর্মক্ষেত্রে সততার সঙ্গে কাজ করুন। আলস্য ত্যাগ করলে সাফল্য অর্জন করতে পারবেন। ভাগ্য আপনার সঙ্গে রয়েছে।


কন্যা রাশি


কন্যা রাশির ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষক ও পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। দ্রুততার সঙ্গে ব্যবসায়ে পরিবর্তন দেখা দেবে। নতুন সুযোগ আসবে, এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এই রাশির জাতকদের। প্রেম জীবনে খোলামেলা ভাবে নিজের মনের কথা তুলে ধরুন, তখনই সঙ্গী আপনার ওপর ভরসা করতে পারবেন। রোজগারের চেষ্টা অসফল হবে। বাণী নিয়ন্ত্রণে রাখুন।


তুলা রাশি


তুলা রাশির জাতকদের অনাবশ্যক লেনদেন এড়িয়ে যেতে হবে। ভাগ্যের সঙ্গ পাবেন না। ধৈর্য সহকারে সমস্ত সমস্যার সমাধান করবেন। কাজে মনোনিবেশ করুন। কর্মক্ষেত্রে মিথ্যা দায় অভিযুক্ত হতে পারেন, তাই সতর্ক থাকুন। ব্যবসায়িক প্রকল্প পূরণ করার সঙ্গে সঙ্গে স্বস্তি অনুভব করবেন। দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে। সন্তানের কারণে চিন্তিত থাকবেন। ছাত্রছাত্রীদের লক্ষ্য লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে।


বৃশ্চিক রাশি


বৃশ্চিক রাশির জাতকরা কোনও কাজের পরিকল্পনা করে থাকলে, সময় অনুকূল। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রেম সম্পর্ক মজবুত হবে। মেজাজ ভালো থাকবে, প্রিয় বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সময় কাটাবেন। ব্যক্তিগত ও ব্যবসায়িক ক্ষেত্রে প্রাণশক্তিতে ভরপুর থেকে নিজের সাহস প্রদর্শন করতে হবে। কর্মক্ষেত্রে অসম্ভব কাজ আপনার সামনে আসবে। কিন্তু সেই সমস্যার সমাধান করতে সফল হবেন। এর দ্বারা আর্থিক লাভ অর্জন করতে পারেন এই রাশির জাতকরা। স্বাস্থ্যের যত্ন নিন। পেটের সমস্যা সম্ভব।


ধনু রাশি


ধনু রাশির জাতকরা পারিবারিক অবসাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যের যত্ন নিন। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে। ব্যক্তিগত জীবনে কাউকে কোনও প্রতিশ্রুতি দেবেন না, কারণ তা পূরণ হওয়ার সম্ভাবনা কম। কেরিয়ারে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। নতুন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে, নিজের কাজে সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ থাকবে। সহকর্মীরা কোনও প্রকল্প পূরণে সাহায্য করবেন। ভাইয়ের পরামর্শ অনুযায়ী কাজ করলে সাফল্য লাভ করতে পারেন।


মকর রাশি


মকর রাশির জাতকরা সন্তানের উন্নতি দেখে আনন্দিত হবেন। পরিবারে আটকে থাকা কাজ ভাই-বোনের সাহায্যে সম্পন্ন হবে। বাইরের খাবার খাবেন না, স্বাস্থ্য দুর্বল হতে পারে। জীবনসঙ্গীর পরামর্শে পারিবারিক ব্যবসায়ে উন্নতি হবে। আপনার সহকর্মীরা নতুন জ্ঞান ও সুযোগ লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে দোটানায় জড়াবেন। পুরনো পদ্ধতিকে উন্নত করবেন।


কুম্ভ রাশি


কুম্ভ রাশির জাতকরা রাজনীতির কাজে সাফল্য লাভ করতে পারবেন। সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা। জীবনসঙ্গীর আবেগ বোঝার চেষ্টা করুন। জীবনসঙ্গী আনন্দিত থাকবেন। অতীত ও ভবিষ্যতের পরিকল্পনায় জড়িয়ে থাকবেন না, বর্তমানের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। সতর্কতার সঙ্গে কাজ করলে কোনও সুবর্ণ সুযোগ পেতে পারেন। ব্যবসা চরমে থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে, তাই সতর্ক থাকুন ও বাণী নিয়ন্ত্রণে রাখুন।


মীন রাশি


মীন রাশির জাতকরা সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। আর্থিক উন্নতির জন্য যে চেষ্টা করবেন, তা ফলদায়ী প্রমাণিত হবে। পরিচিত ব্যক্তির মাধ্যমে ব্যবসায়ে মুনাফা হবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। কিছু ব্যয়ের মুখোমুখি হবেন। ইচ্ছাবিরুদ্ধে গিয়ে সেই ব্যয়ভার বহন করতে হবে। আর্থিক পরিস্থিতি মাথায় রেখে ব্যয় করুন, তা না-হলে অর্থাভাব দেখা দেবে।


Card image cap

আজকের রাশিফল

আজকের রাশিফল বুধবার ১৯ জুন চন্দ্র আজ তুলা রাশিতে যাত্রা সম্পন্ন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। আজ প্রদোষ ব্রত। আজকের দিনে সিদ্ধ যোগ, অমৃতসিদ্ধি যোগ, রবি যোগ ও বিশাখা নক্ষত্রের শুভ সংযোগ থাকছে। আজকের শুভ সংযোগের প্রভাবে বেশ কিছু রাশির জাতকদের উন্নতি হবে। কিছু কিছু রাশির জাতকরা আটকে থাকা অর্থ ফিরে পাবেন। আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, কারা লাভবান হবেন, তা বিস্তারিত জেনে নিন।


আজকের মেষ রাশিফল


মেষ রাশির জাতকরা আজ নানান কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, তবে ভয় পাবেন না। প্রচুর দায়িত্ব থাকবে, সাহসের সঙ্গে নিজের সেই দায়িত্ব পূরণ করতে পারবেন। কাজ সম্পন্ন হতে থাকবে। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কর্মক্ষেত্রে নিজের প্রচেষ্টার দ্বারা লাভান্বিত হবেন। ছাত্রছাত্রীদের অধিক পরিশ্রম করতে হবে। 


আজকের বৃষ রাশিফল


বৃষ রাশির জাতকরা কোনও নতুন কাজ শুরুর পরিকল্পনা করে থাকলে সময় অনুকূল নয়। ভাগ্য আপনার পাশে থাকবে না। সারাদিনের কাজ সম্পন্ন করে সন্ধ্যাবেলা পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটাবেন। সন্তানের ভবিষ্যতের কারণে কোনও বিবাদ চললে তা আজ সম্পন্ন হবে। রাজনীতির সঙ্গে যুক্ত জাতকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 


আজকের মিথুন রাশিফল


মিথুন রাশির জাতকরা সন্তানের তরফে সুসংবাদ পাবেন। এর ফলে আপনাদের মনোবল চরমে থাকবে। কোনও ব্যক্তিকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পেতে পারেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সাধারণ। ছাত্রছাত্রীরা শিক্ষকদের আশীর্বাদ পাবেন। 


আজকের কর্কট রাশিফল


কর্কট রাশির জাতকদের পরিবারে বিবাহযোগ্য ছেলে বা মেয়ের বিয়ের প্রস্তুতি চলবে, যে কারণে ব্যস্ত হয়ে পড়বেন এই রাশির জাতকরা। শুভ কাজে রুচি দেখাবেন। আপনার সিদ্ধান্তের দ্বারা ভবিষ্যতে লাভান্বিত হবেন। কোনও সঙ্গী ব্যবসায়ে সমস্যা সৃষ্টি করতে পারে, তাই সতর্ক থাকুন। ধর্মীয় কাজে সময় কাটাবেন। ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে থাকলে সাফল্য লাভ করতে পারেন।


আজকের সিংহ রাশিফল


সিংহ রাশির জাতকদের পুরনো বিবাদের সমাধান হবে। মনের মধ্যে আনন্দ জাগবে। প্রেমীর কাছ থেকে কোনও উপহার পেতে পারেন। নতুন পরিচিতি অর্জন করায় বন্ধু সংখ্যা বৃদ্ধি পাবে। বাড়িতে অতিথি আগমন হবে, অর্থ ব্যয় হবে। আজকের দিনটি আপনার জন্য ভালো। যে 


আজকের কন্যা রাশিফল


কন্যা রাশির জাতকরা বড়দের সেবা ও শুভ কাজে অর্থ ব্যয় করবেন। মনের মধ্যে আনন্দ অনুভূতি থাকবেয জীবনসঙ্গীর ওপর কোনও কারণে রেগে থাকবেন। তাঁর রাগ ভাঙানোর চেষ্টা করুন, এর ফলে প্রেম জীবনে প্রেম ভালোবাসা থাকবে। জনপ্রিতিনিধিরা সমস্যায় থাকবেন। 


আজকের তুলা রাশিফল


তুলা রাশির জাতকরা আজ নানান কারণে ব্যস্ত থাকবেন। অধিক অর্থ ব্যয় হবে। এর ফলে যশ লাভ করতে পারবেন। অপ্রয়োজনীয় দৌড়ঝাপের কারণে পারিবারিক জীবনে অশান্তি থাকবে। 


আজকের বৃশ্চিক রাশিফল



বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি চ্যালেঞ্জে পরিপূর্ণ থাকবে। গুরুত্বপূর্ণ ব্যবস্থা ও চুক্তি আপনার অনুকূলে থাকবে। বন্ধুদের সঙ্গে সাক্ষাতের পর ভালো সময় কাটাবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। পারিবারিক ব্যবসায়ে মা-বাবার সহযোগিতা লাভ করবেন। 


আজকের ধনু রাশিফল



ধনু রাশির জাতকরা আনন্দিত থাকবেন। সমস্ত ক্ষেত্রে সাফল্য় অর্জন করতে পারবেন। আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য যে চেষ্টা করবেন, তাতে সাফল্য অর্জন করবেন। ধন-ধান্য বৃদ্ধি হবে। বন্ধুদের কাছ থেকে ধন লাভ সম্ভব। সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 


আজকের মকর রাশিফল


মকর রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন, পশাপাশি ব্যবসায়ে ভালো মুনাফা হবে। উচ্চাধিকারিকদের সাহায্যে জমি-সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদের সমাধান হবে। সন্ধ্যা নাগাদ স্বাস্থ্য কিছুটা দুর্বল হবে। 


আজকের কুম্ভ রাশিফল


কুম্ভ রাশির জাতকদের ভাই ও প্রতিবেশীর সঙ্গে বিবাদ চললে তা সমাপ্ত হবে। ব্যবসায়ে কোনও বয়স্ক মহিলার আশীর্বাদ পেতে পারেন। যার ফলে উন্নতির বিশেষ সুযোগ পাবেন। ধনলাভের সম্ভাবনা রয়েছে। ভাগ্য আপনার পাশে। 


আজকের মীন রাশিফল


মীন রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আয়ের নতুন উৎস পাবেন এই রাশির জাতকরা। ব্যবসায়ে অধিক অর্থ বিনিয়োগ করায় ভালো মুনাফা অর্জন করতে পারবেন। ভেবেচিন্তে অর্থ ব্যয় করে থাকলে লাভবান হবেন। ব্যবসায়ে শত্রু পরাজিত হবেন। ভাগ্য চমকাবে এই রাশির জাতকদের। 




Card image cap

বিষ্ণু ও মহেশের কৃপায় সাফল্যে ভরে উঠবে ৬ রাশির জীবন

আজকের রাশিফল মঙ্গলবার ১৮ জুন চন্দ্র আজ তুলা রাশিতে ভ্রমণ করবে। মিথুন রাশিতে সূর্য, শুক্র ও বুধের যুতি হবে। আজ পালিত হবে নির্জলা একাদশী। এ দিন ত্রিপুষ্কর যোগ, শিব যোগ, ত্রিগ্রহী যোগ, সিদ্ধ যোগ ও স্বাতি নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। নির্জলা একাদশীর এই শুভ যোগে বেশ কিছু রাশির জাতকরা লাভান্বিত হবেন। আজকের শুভ সংযোগ কোন রাশির জাতকদের জন্য কেমন কাটবে, তা বিস্তারিত জেনে নিন।মেষ রাশির ব্যবসায়ী জাতকদের উন্নতি হবে। নতুন আধিকারিকদের সঙ্গে আলোচনা হবে। জমি-সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো লাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সহযোগিতায় আপনাদের লক্ষ্য পূরণ সম্ভব হবে। বাবার আশীর্বাদে পারিবারিক ব্যবসায়ে লাভান্বিত হবেন। সরকার দ্বারা সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যাবেলা মায়ের শারীরিক কষ্ট হতে পারে। ছাত্রছাত্রীরা সুসংবাদ পেতে পারেন।

​আজকের বৃষ রাশিফল​
বৃষ রাশির ব্যবসায়ীদের নগদ অর্থের অভাব দেখা দেবে। লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে, তা না-হলে লোকসান সম্ভব। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের জন্য ছাত্রছাত্রীদের একাগ্রতা বজায় রাখতে হবে। বন্ধুদের সঙ্গে দূরের যাত্রা করতে হবে। দাম্পত্য জীবনের সমস্যা থেকে মুক্তি পাবেন। রাজকীয় ধন লাভের যোগ রয়েছে। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। তা না-হলে আর্থিক পরিস্থিতি উন্নত হবে। ব্যবসায়িক ব্যস্ততা অধিক হবে। ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন।

​আজকের মিথুন রাশিফল​
মিথুন রাশির জাতকরা বাণী ও ব্যবহারে নিয়ন্ত্রণ রাখুন। কেউ যাতে আপনার কথায় কষ্ট না-পায়, তা নিশ্চিত করুন। নতুন ব্যবসা শুরুর পথ প্রশস্ত হবে, যা আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। ভাগ্যের সঙ্গ লাভ করবেন। সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন। পরিবারে ধন বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে। সন্ধ্যাবেলা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

​আজকের কর্কট রাশিফল​

কর্কট রাশির জাতকদের নিজের স্বভাবের প্রতি গম্ভীর থাকতে হবে। পরিশ্রমের ফলে কাজে সাফল্য লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে অধিকার ও দায়িত্ব বৃদ্ধি পাবে। বন্ধুদের তরফে হতাশা সম্ভব। সুখ-সুবিধায় অর্থ ব্য়য় করবেন। শত্রু নিজের ষড়যন্ত্রে সফল হবেন। আপনার হাসিখুশি স্বভাবের কারণে সকলে আপনার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করবেন। ছাত্রছাত্রীরা শিক্ষকদের আশীর্বাদ পাবেন। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য় সমস্যা দেখা দিতে পারে।


​​আজকের সিংহ রাশিফল​
​​
সিংহ রাশির জাতকরা জীবনসঙ্গীর সঙ্গে নিজের সম্পর্কে বিশেষ মনোনিবেশ করবেন। সম্পর্কের তিক্ততার অবসান হবে। মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন। ব্যবসায়ে কোনও চেষ্টা করে থাকলে তাতে সাফল্য লাভ করবেন। পুরনো আটকে থাকা কাজ সামান্য ব্যয়ে পূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। আপনার পরাক্রম দেখে শত্রু পরাজিত হবে। ধর্মীয় কাজে সময় দেবেন। দান-পুণ্য করবেন। ছাত্রছাত্রীরা ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন।

​আজকের কন্যা রাশিফল​
কন্যা রাশির জাতকদের দীর্ঘদিন ধরে কোনও শারীরিক অসুস্থতা থাকলে তাতে উন্নতি হবে। সন্তানের ভবিষ্যত বিষয়ে সুসংবাদ পেতে পারেন, এর ফলে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। ছাত্রছাত্রীরা শিক্ষা ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। পারিবারিক ব্যবসা সম্প্রসারণে ভাইদের সহযোগিতা লাভ করবেন। আধ্যাত্মিকতার প্রতি রুচি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে। অংশীদারীর কাজে বাধা উৎপন্ন হতে পারে।

​আজকের তুলা রাশিফল​

তুলা রাশির যে জাতকরা রাজনীতির সঙ্গে জড়িত, তাঁরা আজ লাভান্বিত হতে পারেন। সমাজে আপনার কাজ প্রশংসিত হবে। জীবনে কোনও সমস্যা চললে তার সমাধান হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি আসবে। নিজের কথা সত্য প্রমাণিত করতে সফল হবেন। উচ্চশিক্ষার প্রতি ছাত্রছাত্রীদের রুচি বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ বিষয়ে আলোচনা করবেন। সন্ধ্যাবেলা সাবধানে গাড়ি চালান। অনুষ্ঠান আয়োজিত হতে পারে।

​আজকের বৃশ্চিক রাশিফল​

বৃশ্চিক রাশির জাতকদের প্রেম জীবনে নতুন সূচনা হবে। সম্পর্কে ভুল বোঝাবুঝি সমাপ্ত হবে। অংশীদারীর কাজ করার পরিকল্পনা করে থাকলে সতর্ক হন, তা না-হলে বিবাদ হতে পারে। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সন্তানের শ্রেষ্ঠ কাজের কারণে মান-সম্মান লাভ করবেন। সন্ধ্যাবেলা আকস্মিক ব্যয় বাড়তে পারে। সন্ধ্যাবেলা বন্ধুবান্ধবদের সঙ্গে হাসিঠাট্টা করবেন।

​আজকের ধনু রাশিফল​

ধনু রাশির জাতকদের রোজগারের ক্ষেত্রে কোনও সমস্যা চললে তা এবার দূর হবে। এর দ্বারা লাভান্বিত হবেন ধনু রাশির জাতকরা। ব্যবসায়ে কঠিন পরিশ্রম করলে মনস্কামনা পূর্ণ হবে। মা-বাবার আশীর্বাদ পাবেন। পরিবারে কোনও নতুন সদস্যের আগমনের ফলে আনন্দিত হবেন। জীবনসঙ্গীর উন্নতির ফলে আনন্দিত হবেন। প্রেম জীবনে নতুন সম্পর্ক স্থাপিত হবে। সন্ধ্যাবেলা ধর্মীয় অনুষ্ঠানে সময় কাটাবেন। শুভ কাজে ব্য়য় করায় খ্যাতি বাড়বে। সামাজিক কাজে সরকার দ্বারা সম্মানিত করা হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

​আজকের মকর রাশিফল​
মকর রাশির চাকরিজীবী জাতকদের বিরুদ্ধে কর্মক্ষেত্রে একাধিক সহকর্মীরা ষড়যন্ত্র করতে পারেন। যেচে কাউকে কোনও পরামর্শ দেবেন না, কারণ এর বিপরীত প্রভাব পড়বে আপনাদের ওপর। এর ফলে মন অশান্ত হবে। ছাত্রছাত্রীদের অধিক পরিশ্রম করতে হবে, তা না-হলে অসাফল্যের শিকার হতে পারে। একাগ্রতা বজায় রাখুন। পূর্বপুরুষদের কাছ থেকে ধন লাভের প্রবল সম্ভাবনা রয়েছে, এর ফলে আর্থিক পরিস্থিতি উন্নত হবে। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। জীবনসঙ্গীর কাছ থেকে কোনও উপহার পেতে পারেন।

​আজকের কুম্ভ রাশিফল​
কুম্ভ রাশির জাতকরা পরিবারের ছোট সদস্যের সঙ্গে ভালো সময় কাটাবেন। ভবিষ্যতের লগ্নি পরিকল্পনায় লগ্নি করবেন। ব্যবসায়ীদের জন্য নতুন পরিকল্পনা পূরণের অনুকূল সময়। বন্ধু ও আত্মীয়দের সহযোগিতায় আটকে থাকা কাজ সম্পন্ন হবে। নতুন বন্ধুত্ব গড়ে উঠবে। ভালো কাজের দ্বারা ধন লাভ হবে। ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন। জীবনসঙ্গীর কাছ থেকে অধিক সম্মান পাবেন। কাজকর্মে ব্যস্ততা থাকবে। ধন বৃদ্ধি হবে। প্রেম জীবনের জন্য সময় বের করবেন। জীবনসঙ্গীর কাছ থেকে অধিক সম্মান পাবেন।

আজকের মীন রাশিফল​
মীন রাশির জাতকরা নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা করে থাকলে জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হবে। পারিবারিক সমস্যার সমাধান হবে। ধন লাভের প্রবল যোগ রয়েছে। পারিবারিক ব্যবসায়ে বাবার পথ প্রদর্শন ও সহযোগিতা লাভ করবেন। শিক্ষকদের সহযোগিতায় উন্নতি লাভ করতে পারবেন।

Card image cap

১৩.০৬.২০২৪ : কি বলছে আপনার রাশি?

১৩ জুন ২০২৪-এর ১২ রাশির দৈনিক রাশিফল 

1. মেষ (Aries): পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। আজ প্রিয়জনের প্রতি বিরক্তি আসতে পারে। আর্থিক দিক থেকে কিছু চাপ থাকবে তবে প্রেম জীবনে আনন্দ বাড়বে।

2. বৃষ (Taurus): কর্মস্থলে নিন্দার শিকার হতে পারেন। ব্যবসায়ে লাভের সম্ভাবনা আছে তবে ভ্রমণে খরচ বাড়বে। কোনও বিবাদে পুলিশের চাপ অনুভব করতে পারেন।

3. মিথুন (Gemini): রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। সামাজিক কাজের মাধ্যমে সম্মান বৃদ্ধি পাবে। পিতার সম্পত্তি লাভ হতে পারে কিন্তু বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে।

4. কর্কট (Cancer): আজ উপার্জনের ভালো সুযোগ আসতে পারে। তবে পারিবারিক বিষয়ে কিছু মনঃকষ্ট হতে পারে।

5. সিংহ (Leo): কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন উদ্যোগ নিতে পারেন।

6. কন্যা (Virgo): শারীরিক স্বাস্থ্যে মনোযোগ দিন। প্রেমে সমস্যা হতে পারে। আর্থিক দিক থেকে মিশ্র ফল পাবেন।

7. তুলা (Libra): সংসারে শান্তি বজায় থাকবে। তবে নিজের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। কর্মস্থলে নতুন দায়িত্ব আসতে পারে।

8. বৃশ্চিক (Scorpio): অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকতে হবে। উচ্চাভিলাষী কোনও মহিলার কারণে অর্থব্যয় হতে পারে। মধুর ভাষণে শ্রোতাদের মন জয় করবেন।

9. ধনু (Sagittarius): সকালে ভালো কাজের সুযোগ আসতে পারে। কর্মস্থলে গুপ্ত শত্রুতা বাড়তে পারে তবে ব্যক্তিগত জীবনে শান্তি বজায় থাকবে।

10. মকর (Capricorn): অন্যের সম্পত্তির প্রতি লোভ সামলাতে হবে। সংসারে মনঃকষ্ট হতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন।

11. কুম্ভ (Aquarius): বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। কারও প্রতি অতিরিক্ত বিশ্বাসের ফলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

12. মীন (Pisces): চাকরির জায়গায় বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হতে পারে। প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয় হতে পারে।

Card image cap

শুক্রাদিত্য যোগে অর্থ লাভ হবে ৫ রাশির। কেমন কাটবে আপনার দিন? জেনে নিন

দৈনিক রাশিফল: আজ বুধবার ২২ মে। চন্দ্র আজ তুলা রাশিতে যাত্রা শেষ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। আজকের দিনে আবার শুক্রাদিত্য যোগের প্রভাব থাকবে। এ ছাড়াও রবি যোগ ও বিশাখা নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

মেষ রাশিফল
মেষ রাশির জাতকদের আজকের দিনটি বিশেষ অনুকূল নয়। কাজকর্মে সমস্যার সম্মুখীন হবেন। আর্থিক পরিস্থিতি বিশেষ ভালো থাকবে না। ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি। নিজের চিন্তাভাবনা উন্নত করুন। যথাশীঘ্র সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। লক্ষ্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। পরিবার ও প্রেমীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। নিজের চিন্তাভাবনা অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারেন।
বৃষ রাশিফল
বৃষ রাশির জাতকদের আজ ভালো পরিণাম পাবেন। কর্মশৈলীর দ্বারা বরিষ্ঠদের প্রভাবিত করতে সফল হবেন। ব্যক্তিগত সম্পর্কের জন্য আজকের দিনটি খুবই ভালো। আধিকারিকরা কাজের প্রশংসা হবে। আয়ের উৎস বাড়বে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। আর্থিক পরিস্থিতি উন্নত করার সুযোগ পাবেন এই রাশির জাতক। বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসায় পরিণত হবে। ব্যবসায়ে সফল হবেন। নিজের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন প্রকল্প কার্যকরী করবেন।
মিথুন রাশিফল
মিথুন রাশির জাতকদের আজকের দিনটি প্রতিকূল প্রমাণিত হবে। কাজকর্মে একাধিক বাধার সম্মুখীন হবেন। কাজে সাফল্য লাভের জন্য নিজের চিন্তাভাবনায় নিয়ন্ত্রণ রাখত হবে। একান্তে বসে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে নিজের সমস্যা সমাধানের চেষ্টা করুন। বন্ধু ও পরিবার থেকে বিচ্ছিন্ন হতে পারেন। একাকীত্ব অনুভব করতে পারেন।
কর্কট রাশিফল
কর্কট রাশির জাতকদের আজকের দিনটি খুবই ভালো। কর্মক্ষেত্রে উৎসাহের সঙ্গে কাজ করুন। ব্যবসায়ে অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন। ব্যবসায়ে বড়সড় সাফল্য লাভ করবেন। ব্যবসায়ীরা নতুন কিছু সূচনা করতে পারেন। নিজের কাজে অঢেল সাফল্য লাভ করতে পারবেন কর্কট রাশির জাতকরা। নিজের কাজে সাফল্যের শীর্ষে পৌঁছনোর সুযোগ পাবেন।
সিংহ রাশিফল
সিংহ রাশির জাতকরা আজকের দিনটি অনুকূল নয়। সতর্ক থাকুন। আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে সিংহ রাশির জাতকদের। আয়ের উৎস পরিবর্তন হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। চিন্তাভাবনা না-করে লগ্নি করলে মুনাফা অর্জনের সম্ভাবনা ক্রমশ কমে আসতে পারে। চাকরিজীবী জাতকরা নিজের কাজে মনোনিবেশ করুন। বেতনবৃদ্ধি বা পদোন্নতির অপেক্ষায় থাকলে সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের। সঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন। ভালোবাসার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা হবে। অধিকার অর্জনের জন্য আদালতের দ্বারস্থ হতে পারেন। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সহযোগিতা ও সমর্থন লাভ করবেন।
কন্যা রাশিফল
কন্যা রাশির জাতকদের আজকের দিনটি প্রতিকূলতায় কাটবে। ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তাই ধৈর্য ধরে কাজ করুন। নিজের ওপর ভরসা রাখুন। ব্যবসায়ে নতুন প্রকল্প সম্পর্কে চিন্তাভাবনা করতে পারেন। চিন্তাভাবনা ও আবেগে সাধারণের চেয়ে বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে। কাজে সাফল্য লাভ করবেন, তবে এ ক্ষেত্রে অধিক মনোযোগী হতে হবে। ব্যবসায়ে সাফল্য লাভের জন্য যত বেশি সম্ভব নিজের ক্ষমতাকে কাজে লাগান। মা-বাবার সেবা করার সুযোগ পাবেন।
তুলা রাশিফল
তুলা রাশির জাতকদের আজকের দিনটি খুবই ভালো কাটবে। কাজে সফল হবেন। ব্যক্তিগত জীবনে সফল হবেন। নিজের ওপর গর্ব অনুভব করবেন। লক্ষ্য লাভের চেষ্টা করুন। মেজাজ ভালো থাকবে। জীবন সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। পারিবারিক বিষয়ে চিন্তিত থাকবেন, তবে অযথা দুশ্চিন্তা না-করে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করুন। জীবনে সাফল্য লাভের একাধিক সুযোগ আসবে।
বৃশ্চিক রাশিফল
বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি আপনার জন্য ভালো। কাজে সফল হবেন। শেয়ার বাজার সংক্রান্ত কাজ করেন যাঁরা, তাঁরা লগ্নির দ্বারা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে উৎসাহের সঙ্গে কাজ করবেন এই রাশির জাতক। নতুন প্রকল্পের দায়িত্ব নেওয়ার সুযোগ পাবেন। প্রেম জীবনে রোম্যান্স থাকবে। সঙ্গীর সঙ্গে অনেক সময় কাটাবেন।
ধনু রাশিফল
ধনু রাশির জাতকদের আজকের দিনটি অনুকূল নয়। কাজকর্মে সমস্যার মুখোমুখি হবেন। পারিবারিক বিষয়ে সতর্ক থাকুন। কোনও বড়সড় লগ্নি করবেন না। ব্যবসায়ে নতুন প্রকল্পে লগ্নি করতে পারেন। ব্যবসায়ে প্রতারণার শিকার হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। প্রিয়জনদের সঙ্গে কথাবার্তা বলার জন্য সময় বের করুন। স্বাস্থ্যের যত্ন নিন।
মকর রাশিফল
মকর রাশির জাতকদের আজকের দিনটি অশুভ পরিণাম নিয়ে আসছে। অনিয়ন্ত্রিত কিছু ঘটনার মুখোমুখি হতে পারেন। কাজে মনোনিবেশ করুন। নতুন কাজ শুরুর জন্য এই সময়টি ভালো নয়। বর্তমান কাজে মনোনিবেশ করুন। নিজের কাজে সতর্ক থাকুন। ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন। হতাশার শিকার হবেন, তবে ভয় পাবেন না। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
কুম্ভ রাশিফল
কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি খুবই ভালো পরিণাম নিয়ে আসছে। ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন পরিকল্পনা কার্যকরী করতে পারেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। নিজের কার্যশৈলীর দ্বারা বরিষ্ঠদের প্রভাবিত করার সুযোগ পাবেন। আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করবেন। ব্যক্তিগত সম্পর্কের জন্য আজকের দিনটি খুবই ভালো। কাজ বৃদ্ধির জন্য নানান পন্থা অবলম্বন করতে পারেন। কোনও নতুন কাজ শুরুর আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন।
মীন রাশিফল
মীন রাশির জাতকদের আজকের দিনটি খুবই ভালো। নতুন সম্ভাবনা আপনার সামনে প্রকাশিত হবে, তা স্বীকার করার জন্য প্রস্তুত থাকুন। গবেষণার কাজে অধিক সময় ব্যয় করবেন। নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য সময় ভালো। বিয়ে পাকা হতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে।

Card image cap

শোভন যোগ ও কৃতিকা নক্ষত্রের শুভ যোগে ৫ রাশির জাতকদের মনস্কামনা পূরণ!

দৈনিক রাশিফল: আজ বৃহস্পতিবার ৯ মে। চাঁদ আজ নিজের উচ্চ রাশি বৃষে গোচর করবে। আজকের দিনে তৈরি হবে গজকেশরী যোগ, শোভন যোগ ও কৃতিকা নক্ষত্রের শুভ সংযোগ। আজকের শুভ যোগ পাঁচ রাশির জাতকদের মনস্কামনা পূরণ করবে। বৃহস্পতিবার আপনার কেমন কাটবে, তা বিস্তারিত জেনে নিন।

মেষ রাশিফল
মেষ রাশির জাতকদের আজকের দিনটি ভালো। কাজে সাফল্য লাভ করবেন। মনস্কামনা পূরণ হবে। স্বাস্থ্যের যত্ন নিন। চাকরিজীবী জাতকদের নিজের কাজে ব্যস্ত থাকবেন। সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকলে সুসংবাদ পাবেন। পরিবার ও আত্মীয়দে ভালোবাসা ও সহযোগিতা লাভ করবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। ব্যয় নিয়ন্ত্রণ করুন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। লক্ষ্য লাভে সফল হবেন। ভেবেচিন্তে ও উৎসাহী হয়ে কাজ করুন, তা না-হলে কেউ আপনাকে ভুল বুঝতে পারে। সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করুন।
বৃষ রাশিফল
বৃষ রাশির জাতকদের আজ কিছু সমস্যার মোকাবিলা করতে হবে। সাবধানে নিজের কাজ করুন। ব্যবসায়ে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। কার্য সম্প্রসারণের চেষ্টা করবেন। আয় বৃদ্ধির জন্য কঠিন পরিশ্রম করতে হবে। সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। স্বাস্থ্যের যত্ন নিন। সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। আশপাশের ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।
মিথুন রাশিফল
মিথুন রাশির জাতকদের আজকের দিনটি শুভ। নিজের জীবনে নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হতে পারবেন। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কাজকর্মে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাই নিজের ওপর ভরসা রাখুন। টাকা-পয়সার পরিস্থিতি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় রাখুন। কাজে মনোনিবেশ করার পাশাপাশি নিজের জন্য সময় বের করতে হবে এই রাশির জাতকদের।
কর্কট রাশিফল
কর্কট রাশির জাতকদের আজকের দিনটি খুবই ভালো। সাফল্যের শীর্ষে পৌঁছবেন। নিজের শখ পূরণের জন্য সময় বের করতে হবে। ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে কিছুটা বিশ্রাম পাবেন। ব্যয় বাড়ায় অর্থাভাব দেখা দিতে পারে। মানসিক দিক দিয়ে মজবুত থাকবেন। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সতর্ক থাকতে হবে। কারও ওপর অধিক বিশ্বাস করবেন না। শান্ত থেকে নিজের পরিবারের সমস্যার সমাধান করুন। রাগের মাথায় কাজ নষ্ট হয়ে যেতে পারে।
সিংহ রাশিফল
সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো। আর্থিক লাভের ফলে পরিস্থিতি মজবুত হবে। ছাত্ররা গবেষণার কাজে অধিকাংশ সময় কাটাবেন। পড়াশোনায় অগ্রসর হওয়ার সুযোগ পাবেন। নতুন স্থান থেকে জ্ঞান লাভ করতে পারবেন। পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হবে। আত্মীয়দের মধ্যে বিশ্বস্ততা বাড়বে। পরিবারের সমর্থন ও সহযোগিতা লাভ করবেন। অর্থের পাশাপাশি সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হবে। নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। বিয়ের ইচ্ছা থাকলে তা পাকা হতে পারে।
কন্যা রাশিফল
কন্যা রাশির জাতকদের আজকের দিনটি কঠিন। প্রতিদিনের কাজকর্মে একাধিক সমস্যার মুখোমুখি হবেন। চাকরিজীবী জাতকরা কাজে ব্যস্ত থাকবেন। আত্মীয়দের কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। সরকারি চাকরিতে সুসংবাদ পাবেন। সময়ের মধ্যে কাজ সম্পন্ন করুন। দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা থাকবে। সঙ্গীর সঙ্গে অধিক সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
তুলা রাশিফল
তুলা রাশির জাতকদের আজকের দিনটি শুভ। সাফল্য লাভ করবেন। পরিশ্রমের ফলাফল পাবেন এই রাশির জাতক। কাজে ভালো প্রদর্শন করবেন ও চ্যালেঞ্জের মুখে পড়বেন। এই চ্যালেঞ্জকেও নিজের জন্য লাভজনক করে তুলতে হবে। প্রতিযোগীদের পরাজিত করবেন। আজ নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে নতুন প্রাণশক্তির সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। নিজের কাজকে নতুন গতি দেওয়ার জন্য চিন্তাভাবনা পরিবর্তন করা জরুরি।
বৃশ্চিক রাশিফল
বৃশ্চিক রাশির জাতকরা কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করবেন। বন্ধু ও পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবেন ও তাঁদের পরামর্শ অর্জন করতে পারবেন। সতর্কতার সঙ্গে কাজ করুন, ধৈর্য সহকারে কাজ করবেন। পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। কাজে সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু রাশিফল
ধনু রাশির জাতকদের আজকের দিনটি খুবই ভালো। সাফল্য ও আনন্দ লাভ করবেন। তবে বিরোধীদের থেকে সতর্ক থাকুন। ভেবেচিন্তে সিদান্ত গ্রহণ করুন। রাগ নিয়ন্ত্রণে রেখে কাজে মনোনিবেশ করা শ্রেয় হবে। ব্যয় নিয়ন্ত্রণ করুন, তা না-হলে অর্থাভাব হতে পারে। ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে কিছুটা ব্রেক নিন। স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক দিক দিয়ে মজবুত হবেন।
মকর রাশিফল
মকর রাশির জাতকদের আজকের দিনটি প্রতিকূল। সমস্যার মুখোমুখি হতে হবে। নিজের কাজে মনোনিবেশ করুন। লক্ষ্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। কাজে সময় ব্যয় হতে পারে। ভাগ্যের সঙ্গ পাবেন না। ব্যয় নিয়ন্ত্রণে রাখবেন। পরিবারে অবসাদের শিকার হবেন এই রাশির জাতকরা। স্বাস্থ্যের যত্ন নিন। লক্ষ্য লাভের জন্য সঠিক ভাবে নিজের শক্তি ব্যবহার করতে হবে। বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন।
কুম্ভ রাশিফল
কুম্ভ রাশির জাতকদের আজ কাজকর্মে অধিক পরিশ্রম করতে হবে। ব্যক্তিত্ব পরিবর্তন ও ভুল সংশোধনে মনোনিবেশ করতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন। কাজে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ভুল থেকে শিক্ষা গ্রহণের সময় পাবেন। সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত থাকতে হবে। সম্পর্ক মজবুত হবে। প্রেম জীবনে উন্নতির জন্য সঠিক পদক্ষেপ করুন। বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন।
মীন রাশিফল
মীন রাশির জাতকদের আজকের দিনটি ভালো। ধন লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। অফিস রাজনীতি থেকে দূরে থাকবেন, তা না-হলে সমস্যার মুখোমুখি হবেন। নতুন কাজ বা প্রকল্প শুরুর সময় পাবেন। লক্ষ্য লাভের দ্বিগুণ চেষ্টা করবেন। সন্ধ্যাবেলা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে তর্ক হতে পারে। ভাষা নিয়ন্ত্রণে রাখুন। বিবাহযোগ্য জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন। নতুন গাড়ি বা বাড়ির কোনও জিনিস কিনতে পারেন।

Card image cap

অশ্বিনী নক্ষত্রের প্রভাব ও বুধাদিত্য যোগে কাদের উন্নতি হবে? বিপদে কারা? জেনে নিন

দৈনিক রাশিফল: আজ মঙ্গলবার ৭ মে। চাঁদ আজ মেষ রাশিতে ভ্রমণ করছে। এখানে সূর্য ও বুধের যুতি থাকবে। আবার আজ বৈশাখ অমাবস্যার দিনে একাধিক শুভ সংযোগ তৈরি হয়েছে। আজ একসাথে আয়ুষ্মান যোগ, সৌভাগ্য যোগ, বুধাদিত্য যোগ ও অশ্বিনী নক্ষত্রের প্রভাব থাকবে। যার ফলে দিনটির গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, বিস্তারিত জেনে নিন।

মেষ রাশিফল
মেষ রাশির জাতকদের আজকের দিনটি ঠিকঠাক থাকবে। কিছু কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। নতুন ব্যবসায়িক লগ্নির পূর্বে সতর্ক হন। অর্থ ও সম্পত্তি নিরাপদে রাখার জন্য নিজের ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের সহযোগিতা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। পারিবারিক দায়িত্ব পূরণে সক্ষম হবেন। সময়ের মধ্যে কাজ পুরো করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। সমস্যার মুখোমুখি হয়েও হতাশ হবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।
বৃষ রাশিফল
বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ঠিকঠাক পরিণাম নিয়ে এসছে। নিজের কাজে সতর্ক হতে হবে। বরিষ্ঠদের প্রভাবিত করতে পারবেন। আধিকারিকরা আপনার প্রশংসা করতে পারেন। পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে কাজ করুন। সম্পর্কের জন্য আজকের দিনটি খুবই ভালো। বন্ধুত্ব প্রেম সম্পর্কে পরিণত হতে পারে। বড়সড় স্বাস্থ্য সমস্যা থাকবে না। কাজে সফল হবেন।
মিথুন রাশিফল
মিথুন রাশির জাতকদের আজকের দিনটি খুবই ভালো। আপনার পরিস্থিতি উন্নত হবে। কাজে সাফল্য লাভ করবেন। ব্যবসায়ে ভালো প্রদর্শন করবেন। সকলে আপনার কাজের প্রশংসা করবে। আর্থিক পরিস্থিতি মাথায় রেখে ব্যয় করুন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। সময়ের মধ্যে কাজ সম্পন্ন ও ব্যয় নিয়ন্ত্রণ করুন। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। সম্পর্ক মজবুত করার সুযোগ পাবেন। প্রেমীর সঙ্গে ভালো সময় কাটাবেন।
কর্কট রাশিফল
কর্কট রাশির জাতকদের আজকের দিনটি খুবই ভালো। কাজে উন্নতি হবে, সকলে আপনার কাজের প্রশংসা করবে। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের নিজের কাজে বিশেষ মনোনিবেশ করতে হবে। কাজে বড় সাফল্য অর্জন করবেন। পরিবার ও বন্ধুবান্ধবদের ভালোবাসা পাবেন। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। অতিউৎসাহী হয়ে কাজ করলে কেউ আপনাকে ভুল বুঝতে পারে। বৃদ্ধিপ্রাপ্ত ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে, না-হলে ভবিষ্যতে সমস্যা সম্ভব।
সিংহ রাশিফল
সিংহ রাশির জাতকদের আজকের দিনটি মোটের ওপর ঠিকঠাকই থাকবে। দৈনন্দিন কাজে ব্যস্ত থাকবেন এই রাশির জাতক। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরা আজ কোনও সুসংবাদ পেতে পারেন। চাকরিজীবী জাতকরা কাজে ব্যস্ত থাকবেন। তাঁদের কাজের প্রশংসা হবে। আত্মীয়দের কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। দাম্পত্য জীবনে ভালোবাসা থাকবে। বৃদ্ধিপ্রাপ্ত ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করুন। আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। আর্থিক পরিস্থিতিতে মনোনিবেশ করতে হবে। স্বাস্থ্য উপেক্ষা করলে চলবে না।
কন্যা রাশিফল
কন্যা রাশির জাতকদের আজকের দিনটি খুবই ভালো। চাকরিজীবী জাতকদের অফিস রাজনীতি থেকে দূরে থাকতে হবে, তা না-হলে সমস্যা সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে বিবাদ সম্ভব, তাই বাণী নিয়ন্ত্রণে রাখুন। প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। নিজের কাজে সাফল্য লাভ করতে পারবেন। অর্থ লাভের অঢেল সম্ভাবনা রয়েছে। বিনোদনে অর্থ ব্যয় করবেন। বিবাহযোগ্য জাতকরা ভালো প্রস্তাব পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
তুলা রাশিফল
তুলা রাশির জাতকদের আজকের ঠিকঠাক থাকবে। জীবনে নতুন কিছু করার সুযোগ পাবেন। সময়ের মধ্যে কাজ পূর্ণ করতে পারেন। ব্যবসায়ে ভালো সুযোগ পাবেন। ব্যবসায়ে অর্থ উপার্জনের নতুন পদ্ধতি খুঁজে পাবেন। ভালোবাসা পূর্ণ দিন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত করার সুযোগ পাবেন। ভবিষ্যৎ পরিকল্পনা করার সুযোগ পাবেন। আপনার মনের মধ্যে উৎসাহ বৃদ্ধির প্রয়োজন রয়েছে। পরিকল্পনা সফল কররা জন্য কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে।
বৃশ্চিক রাশিফল
বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুবই ভালো। কাজে সফল হবেন। সহকর্মীদের সঙ্গে আপোস করে, তাঁদের সঙ্গে ভালো সময় কাটান। দিনের শুরুতে কাজে ভালো সময় কাটাবেন। টাকাপয়সার বিষয়ে সতর্ক থাকতে হবে, ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। লক্ষ্য লাভের জন্য চেষ্টা করে যেতে হবে। আশপাশের লোকেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু রাশিফল
ধনু রাশির জাতকরা কাজকর্মে কিছু সমস্যার মুখোমুখি হবেন। ধৈর্য ধরতে হবে। বরিষ্ঠদের প্রভাবিত করার জন্য কার্যশৈলী পরিবর্তন করতে হবে। ব্যক্তিগত সম্পর্কের জন্য আজকের দিনটি ভালো। আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করবেন এবং এর জন্য পুরস্কার লাভ করবেন। ব্যবসায়ে নতুন প্রকল্প কার্যকরী করার ও কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এর ফলে ভালো মুনাফা হবে। আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে। আয়ের উৎস বৃদ্ধির চেষ্টা করবেন।
মকর রাশিফল
মকর রাশির জাতকদের আজকের দিনটি ভালো-মন্দ কাটবে। মিশ্র পরিণাম লাভ করবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সতর্ক থাকুন। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না-হলে অর্থাভাব দেখা দিতে পারে। মানসিক দিয়ে মজবুত থাকবেন, পছন্দের কাজে সময় নষ্ট করবেন। বিরোধীদের থেকে সতর্ক থাকুন, তাঁদের ওপর অধিক ভরসা করবেন না। শান্ত থেকে পারিবারিক বিবাদের সমাধান করুন। রাগ নিয়ন্ত্রণে রাখবেন, না-হলে আপনার কাজ ভেস্তে যেতে পারে। ছাত্রছাত্রীরা নিজের পছন্দের কাজ করার সুযোগ পেতে পারেন।
কুম্ভ রাশিফল
কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি খুবই ভালো। স্বাস্থ্য ভালো থাকবে। সহজে সমস্ত কাজ করতে পারবেন। কাজে ধৈর্য ধরে এগোন। লক্ষ্য লাভের চেষ্টা করতে হবে। লক্ষ্য লাভের জন্য লাগাতার চেষ্টা করতে হবে। জীবনে নতুন সম্পর্ক তৈরির সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। সম্পর্ক উন্নত হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন।
মীন রাশিফল
মীন রাশির জাতকদের আজকের দিনটি খুবই ভালো। উৎসাহের সঙ্গে দৈনিক কাজ সম্পন্ন করতে পারবেন। চাকরিজীবী জাতকরা নিজের কাজে ব্যস্ত থাকবেন। সকলে আপনার কাজের প্রশংসা করবেন। স্বাস্থ্য ভালো থাকবেন, তবে কোনও গাফিলতি করলে সমস্যা সম্ভব। আত্মীয়দের কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। সরকারি চাকরির সন্ধানে থাকলে ভালো সংবাদ পেতে পারেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। গুরুত্বপূর্ণ কাজ সময়ের মধ্যে পূর্ণ করুন।