দৈনিক রাশিফল ১১ এপ্রিল ২০২৪: চন্দ্র আজ মেষ থেকে বেরিয়ে বৃষ রাশিতে ভ্রমণ করবে। আজ একাধিক শুভ সংযোগ তৈরি হবে, যা সমস্ত রাশির জীবনে বিশেষ প্রভাব ফেলবে। আজকের দিনটি আপনার কেমন কাটবে, তা বিস্তারিত জেনে নিন।
আজকের রাশিফল বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪: মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে চাঁদ। এই দিনে মীন রাশিতে রাহু, শুক্র, এবং সূর্যের যুতি হবে। এর ফলস্বরূপ একাধিক লাভজনক যোগ তৈরি হবে। এ ছাড়াও আজ, চৈত্র নবরাত্রির তৃতীয়ায় প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, রবি যোগ ও কৃতিকা নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। গ্রহনক্ষত্রের গতিবিধির প্রভাবে বেশ কিছু রাশির ব্যাঙ্ক ব্যালেন্স আজ বাড়বে। কোন কোন রাশির জাতক লাভবান হবেন, তা জেনে নিন।
মেষ রাশিফল
মেষ রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। কর্মক্ষেত্রে ভাবমূর্তি উন্নত হবার সম্ভাবনা। নিজের কাজের চেয়ে বেশি অন্যের কাজের বিষয়ে চিন্তা করবেন, এর ফলে আপনাদের লোকসান হতে পারে। ধর্মীয় কাজকর্মে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। দীর্ঘদিন ধরে আইনি বিবাদে জড়িয়ে থাকলে এবার সুসংবাদ পেতে পারেন।
বৃষ রাশিফল
বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ঠিকঠাক থাকবে। অপ্রত্যাশিত লাভ অর্জনের ফলে আনন্দিত হবেন। পরিবারের সদস্যদের পরামর্শ মেনে সুনাম অর্জন করতে পারবেন। ব্যবসায়ে কারও সঙ্গে আপোস করবেন না। সাবধানে যাত্রা করুন, তা না-হলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাবে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন এই রাশির জাতকরা।
মিথুন রাশিফল
মিথুন রাশির জাতকদের সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বড়সড় অভিজ্ঞতা অর্জনের ফলে আনন্দিত হবেন। ব্যবসায়ীরা বড়সড় মুনাফা অর্জন করতে গিয়ে সামান্য লাভের অংশও কিন্তু হাতছাড়া করবেন না, সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। মা-বাবার সঙ্গে তর্ক হতে পারে। বড়দের কথা মেনে চলাই আপনার জন্য শ্রেয়।
কর্কট রাশিফল
কর্কট রাশির জাতকদের কঠিন পরিশ্রম করতে হবে আজ। চাকরিজীবী জাতকরা ভালো প্রদর্শন করে আধিকারিকদের মন জয় করতে পারবেন। বাণী ও ব্যবহারের দ্বারা সকলকে একসূত্রে বেঁধে রাখতে পারবেন। লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করুন, তা না-হলে প্রতারণার শিকার হতে পারেন। ভারী মুনাফা অর্জনের জন্য অধিক অর্থ লগ্নি করবেন না। তা না-হলে ভুল ভাবে অর্থ লগ্নি করে ফেলবেন। মায়ের তরফে আর্থিক লাভ সম্ভব।
সিংহ রাশিফল
সিংহ রাশির জাতকদের আজকের দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালো থাকবে। কর্মক্ষেত্রে সাবধান ও সতর্ক থাকতে হবে। জুনিয়রের হাতে কোনও কাজ ছাড়লে বড় ভুল হতে পারে। প্রেম জীবনে আবদ্ধ জাতকরা সঙ্গীর পরামর্শে কোনও বড়সড় লগ্নি করলে লোকসানের শিকার হতে পারেন। ভালোভাবে নিজের দায়িত্বপূরণ করবেন। সময়ের মধ্যে কাজ পুরো করা সম্ভব হবে। জীবনযাপন প্রণালীতে পরিবর্তন আনা জরুরি।
কন্যা রাশিফল
কন্যা রাশির জাতকদের আজ বুদ্ধি ও বিচক্ষণতার সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করুন। শোনা কথায় বিশ্বাস করবেন না। তা না-হলে বিবাদ সম্ভব। অভিজ্ঞতার দ্বারা লাভান্বিত হবেন। বরিষ্ঠ সদস্যরা আপনাদের কোনও কাজ দিলে তা সময়ের মধ্যে পূর্ণ করুন। আপনার কোনও পুরনো ভুল সকলের সামনে প্রকাশ পেতে পারে। কাজের কারণে চিন্তিত থাকলে তা থেকে স্বস্তি পাবেন। একাধিক উৎস থেকে ধন লাভের ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
তুলা রাশিফল
তুলা রাশির জাতকদের আজকের দিনটি অনুকূল থাকবে। সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন। স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ চললে জয় লাভ করতে পারেন। আপনার প্রতিভা সকলের সামনে আসবে, যা দেখে সকলে চমকে উঠবে। রোজগারের সন্ধানে থাকলে ভালো সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক রাশিফল
বৃশ্চিক রাশির জাতকদের উন্নতি হবে আজ। পরিজনদের পরামর্শ উপযোগী প্রমাণিত হবে। ব্যবসায়ীদের সঙ্গে মেলামেশা করতে সফল হবেন। পরিবারের কোনও সদস্যের কথায় কষ্ট পেতে পারেন। সকলের মন জয় করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। পারিবারিক বিষয়ে বহিরাগত ব্যক্তির সঙ্গে কোনও পরামর্শ নেবেন না।
ধনু রাশিফল
আজ ধনু রাশির জাতকদের দিনটি সমৃদ্ধি এবং আনন্দে পরিপূর্ণ হবে। নতুন যোগাযোগের দ্বারা লাভান্বিত হবেন। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। সৃজনশীল কাজে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হবে। ব্যবসায়ে নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। আশপাশের পরিবেশ আনন্দে পরিপূর্ণ থাকবে। একের পর এক সুসংবাদ পাবেন।
মকর রাশিফল
মকর রাশির জাতকরা সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ পুরো করবেন। ধর্মীয় কাজে রুচি বাড়বে। তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না। দায়িত্বের সঙ্গে কাজ করলে সুফল পাবেন। কর্মক্ষেত্রে প্রতারক ও শত্রুদের থেকে সচেতন থাকুন। কাজে বাধা উৎপন্ন করার চেষ্টা করতে পারেন। লগ্নি প্রকল্প আটকে যেতে পারে। ছাত্রছাত্রীরা বৌদ্ধিক ও মানসিক বোঝা থেকে মুক্তি পাবেন।
কুম্ভ রাশিফল
কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো। বড় অভিজ্ঞতা অর্জনের ফলে মনে আনন্দ থাকবে। আয়ের নতুন উৎস পাবেন। আপনার মধ্যে আত্মসম্মান বোধ বজায় থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা পাওয়ায় আনন্দের শেষ থাকবে না। ধন বৃদ্ধির ফলে আনন্দিত থাকবেন। কোনও কাজের কারণে চিন্তিত থাকলে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক কাজকর্ম উন্নত হবে।
মীন রাশিফল
মীন রাশির জাতকদের জন্য আজ একটি ইতিবাচক দিন হতে পারে। ব্যবসায়ে মন্দার কারণে চিন্তিত থাকলে ভালো মুনাফা পেতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলা চললে তাতে জয় লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে নিজের অভিজ্ঞতার দ্বারা লাভান্বিত হবেন। কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। বিবাদ এড়িয়ে যান। তর্কে জড়াবেন না।