প্রকাশিত হল মাধ্যমিকের ফল! এবারের সেরা দশের তালিকায় কারা স্থান পেল? রইল সম্পূর্ণ মেধাতালিকা
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: আজ বৃহস্পতিবার প্রকাশিত হল ২০২৪-এর মাধ্যমিকের ফলাফল। ৮০ দিনের মাথায় ফল প্রকাশ করা হল। সকাল ৯ টায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায়। এবার মোট পরীক্ষার্থী ৯,১০,৫৯৮ জন, এর মধ্যে ৪,০৩,৯০০ ছাত্র এবং ৫,০৮,৬৯৮ ছাত্রী। এ বছরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন।
উল্লেখ্য, এবার পাশের হার বেড়েছে। শতাংশের হিসেবে এবার প্রতি ১০০ জনে উত্তীর্ণ হয়েছে ৮৬.৩১ জন। ২০২৩-এ এই হার ছিল ৮৬.১৫ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে এবার প্রথম স্থানে রয়েছে কালিম্পং। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পূর্ব মেদিনীপুর ও কলকাতা। এবারের মাধ্যমিকের মেধা তালিকার প্রথম 10-এ রয়েছেন 57 জন পড়ুয়া। রইল সবিস্তার মেধাতালিকা…
১) প্রথম স্থানাধিকারীর নাম চন্দ্রচূড় সেন। স্কুলের নাম: রামভোলা হাই স্কুল, জেলা: কোচবিহার। প্রাপ্ত নম্বর: ৬৯৩ (৯৯ শতাংশ)।
২) দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে সাম্যপ্রিয় গুরু। স্কুলের নাম: পুরুলিয়া জেলা স্কুল, জেলা: পুরুলিয়া। প্রাপ্ত নম্বর: ৬৯২ (৯৮.৯৬ শতাংশ)।
৩) তৃতীয় স্থানে রয়েছে ৩ জন পরীক্ষার্থী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র নৈর্ঋতরঞ্জন পাল। প্রাপ্ত নম্বর: ৬৯১ (৯৮.৭১ শতাংশ)।
8) চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে হুগলির কামারপুকুরের রামকৃষ্ণ মিশন মাল্টিপারপস স্কুলের ছাত্র তপোজ্যোতি মণ্ডল। প্রাপ্ত নম্বর: ৬৯০ (৯৮. ৫৭ শতাংশ)।
৫) পঞ্চম স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলের ছাত্র অর্ঘ্যদীপ বসাক। প্রাপ্ত নম্বর: ৬৮৯ (৯৮.৪৩ শতাংশ)।
৬) ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে চার জন পরীক্ষার্থী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র কৃশানু সাহা, মালদহের মোজামপুর হাই স্কুলের ছাত্র মহম্মদ শাহাবুদ্দিন আলি, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র কৌস্তভ সাহু, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্রী অলিভ গায়েন। প্রাপ্ত নম্বর: ৬৮৮ (৯৮.২৯ শতাংশ)।
৭) সপ্তম স্থানে রয়েছে সাত জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে তিন জন পরীক্ষার্থী দক্ষিণ দিনাজপুরের। বালুরঘাট গার্লস হাই স্কুলের আবৃত্তি ঘটক এবং অর্পিতা ঘোষ, বালুরঘাট হাই স্কুলের সাত্বত দে। এ ছাড়াও বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের ছাত্র আরত্রিক সাউ, পূর্ব মেদিনীপুরের জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্র সুপম কুমার রায়, বিবেকানন্দ আশ্রম শিক্ষায়তনের ছাত্র কৌস্তভ মাল, এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আলেখ্য মাইতিও সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে। প্রাপ্ত নম্বর: ৬৮৭ (৯৮.১৭ শতাংশ)
৮) অষ্টম স্থানে রয়েছে চার জন পরীক্ষার্থী। পূর্ব বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী ইন্দ্রাণী চক্রবর্তী, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র দেবজ্যোতি ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মিশন গার্লস স্কুলের ছাত্রী তনুকা পাল, নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র হৃদি মল্লিক। প্রাপ্ত নম্বর: ৬৮৬ (৯৮ শতাংশ)।
৯) নবম স্থানে রয়েছে সাত জন পরীক্ষার্থী। পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষামন্দির হাই স্কুলের সায়ক শাসমল, সাগর জানা, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের ছাত্র সাগ্নিক ঘটক, নদিয়ার চাকদহ রামলাল অ্যাকাডেমির ছাত্র জিষ্ণু দাস, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত, সারদা বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্র সায়নদীপ মান্না, শ্যামপুর হাই স্কুলের ছাত্র অরণ্যদেব বর্মন। প্রাপ্ত নম্বর: ৬৮৫ (৯৭.৮৬ শতাংশ)।
১০) দশম স্থানে রয়েছে ১৫ জন পরীক্ষার্থী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী ভূমি সরকার, মালদহের মোজামপুর হাই স্কুলের ছাত্র বিশাল মণ্ডল, বাকুঁড়ার বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌভিক দত্ত, পূর্ব বর্ধমানের কাটোয়া কাশীরামদাস ইনস্টিটিউটের ছাত্র অনীশ কোনার, পূর্ব বর্ধমানেরর পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলের ছাত্র অর্ণব বিশ্বাস, পূর্ব বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী সম্পূর্ণা নাথ, হুগলির ইএলআইটি কো-এডুকেশন স্কুলের ছাত্র নীলাঙ্কন মণ্ডল, বাঁকুড়ার তালডাংরা ফুলমতি হাই স্কুলের ছাত্রী সৌমিক খান, গড় রায়পুর হাই স্কুলের ছাত্র সৌমদীপ মণ্ডল, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র অগ্নিভ পাত্র, পূর্ব মেদিনীপুরের কন্টাই মডেল ইনস্টিটিউশনের ছাত্র সম্পদ পারিয়া, ঋতম দাস, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রকান্তি জানা, সারদা বিদ্যাপীঠ হাই স্কুলের ইশান বিশ্বাস। প্রাপ্ত নম্বর: ৬৮৪ (৯৭.৭১ শতাংশ)।
উল্লেখ্য, এবারের মেধা তালিকায় সবচেয়ে বেশি জায়গা পেয়েছে দক্ষিণ ২৪ পরগনার ছেলে-মেয়েরা। এই জেলা থেকে রয়েছে ৮ জন। এছাড়া দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর থেকে ৭ জন, বাঁকুড়া, মালদা ও পশ্চিম মেদিনীপুর থেকে 8 জন, বীরভূম থেকে ৩ জন, উত্তর ২৪ পরগনা, কোচবিহার ও হুগলি থেকে ২ জন এবং নদিয়া, হাওড়া, পুরুলিয়া ও কলকাতা থেকে ১ জন পড়ুয়ারা মেধা তালিকায় জায়গা পেয়েছে। 60 শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লাখ ১৮ হাজার ৪১১ জন, যা ১২ শতাংশের বেশি।