CATEGORY horoscope:

Card image cap

আচমকা অর্থলাভ মিথুন ও কন্যা রাশির

চাঁদ আজ সকাল ১১টা ২৮ মিনিট পর্যন্ত তুলা রাশিতে অবস্থান করবে। এরপর বৃশ্চিক রাশিতে গোচর করবে। সূর্য এই সময় অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র শুক্লা ষষ্ঠী তিথি। পঞ্জিকায় এই দিনটি স্কন্দ ষষ্ঠী হিসেবে পরিচিত। এই তিথিতে রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ও বৈধৃতি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ প্রথমে বিশাখা নক্ষত্র ও পরে অনুরাধা নক্ষত্রের প্রভাব থাকবে। আজ সকাল ৬টা ৩ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৩৩ মিনিটে সূর্যাস্ত। হিন্দুধর্ম অনুসারে সোমবার হল মহাদেবের প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ সোমবার শিবের কৃপায় কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল​​

মেষ রাশির জাতকরা আজ নিজের জীবনে পরিবর্তন অনুভব করবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন আপনাকে ভীত করবে না। কিন্তু সরকারের তরফে এমন কিছু পরিবর্তন হবে, যার সঙ্গে মোকাবিলা করা কঠিন হবে। ভাই-বোনের পরামর্শে সমস্ত কাজ সম্পন্ন হবে। শ্বশুরবাড়ির কোনও ব্যক্তির সঙ্গে লেনদেন এড়িয়ে যান, তা না-হলে সম্পর্কে তিক্ততা আসতে পারে। সন্তানের ভবিষ্যতের বিষয়ে সতর্ক হন।

ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণকে মাখন-মিশ্রীর ভোগ নিবেদন করুন।

​আজকের বৃষ রাশিফল​

বৃষ রাশির জাতকরা আজ কর্মক্ষেত্রে হতাশার শিকার হবেন। তবে এই হতাশা দূর করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে বৃষ রাশির জাতকদের। অন্যের কাছ থেকে একাধিক প্রত্যাশা থাকবে আপনার, কিন্তু এই মনোভাব ত্যাগ করতে হবে। সঞ্চিত অর্থের পরিমাণ কমে আসতে পারে। চিন্তা করবেন না, খুব বেশিক্ষণ এই সমস্যা থাকবে না। প্রতিবেশীর সঙ্গে বিবাদ এড়িয়ে যান।

৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

​আজকের মিথুন রাশিফল​

মিথুন রাশির জাতকরা ব্যবসায়ে এমন কিছু সুযোগ পাবেন, যা অবলম্বন করলে উন্নতি সম্ভব। টাকা-পয়সার বিষয়ে দুশ্চিন্তা কমবে। সঠিক সুযোগ চিহ্নিত করুন। সমাজসেবার দ্বারা লাভ অর্জন করতে পারবেন। কোনও সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার জন্য সময় ভালো। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা অর্জন করবেন। ছাত্র-ছাত্রীদের নিজের ভবিষ্যৎ মজবুত করার জন্য নতুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।

​আজকের কর্কট রাশিফল

কর্কট রাশির জাতকদের শত্রু প্রবল হবে। তাঁরা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। গুজবের কারণে লক্ষ্যচ্যুত হতে পারেন। এভাবে ক্রমাগত লক্ষ্যভ্রষ্ট হলে উৎসাহ কমে আসতে পারে। উন্নতির পথে বাধা সৃষ্টি হবে। প্রয়োজনীয়তা অনুযায়ী নিজেকে পালটে ফেলার চেষ্টা করুন, যাতে কেউ আপনার পথে বাধা সৃষ্টি করতে না-পারে। পরিবারে জন্মদিনের অনুষ্ঠান আয়োজিত হতে পারে, এখানে পরিবারের সকল সদস্য ব্যস্ত থাকবে। সন্ধ্যা নাগাদ অর্থ লাভ সম্ভব।

আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

​আজকের সিংহ রাশিফল​

সিংহ রাশির জাতকরা চাকরি ও ব্যবসায়ে আধিকারিকদের সহযোগিতা পাবেন। নিজের মধুর ব্যবহারের দ্বারা ব্যবসা ও আশপাশের পরিবেশ ভালো রাখতে সক্ষম হবেন। তবে কিছু শত্রু উৎপন্ন হতে পারে। ছাত্রছাত্রীরা বিনোদনে সময় ব্যয় করবেন। সন্তানের প্রতি নিজের দায়িত্ব পূরণ করতে পারবেন এই রাশির জাতকরা।

৮৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।

​আজকের কন্যা রাশিফল

কন্যা রাশির জাতকদের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। আনন্দিত হবেন ও ভালো সময় কাটাবেন। আর্থিক জীবনে সুসংবাদ পাবেন এই রাশির জাতকরা। বহুদিন ধরে আটকে থাকা টাকা এবার ফিরে পেতে পারেন এই রাশির জাতকরা। অর্থ উপার্জনের সুযোগ পাবেন। প্রেম জীবনের জন্য সময় ভালো। সম্পর্ক মজবুত হবে।

ভাগ্য ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। প্রবীণদের আশীর্বাদ গ্রহণ করুন।

​আজকের তুলা রাশিফল​​

তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে পরিশ্রম করতে হবে। নিজের সমস্ত কাজ অন্যের ওপর ছেড়ে দেবেন না, তাঁরা আপনার বিশ্বাসের অপব্যবহার করতে পারেন। সন্ধেবেলা পরিজনদের সঙ্গে সময় কাটাবেন। বাবার স্বাস্থ্য দুর্বল হবে। তাঁর খেয়াল রাখুন। পারিবারিক সম্পত্তির বিষয়ে বিবাদ হতে পারে।

ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা বস্তু দান করুন।

​আজকের বৃশ্চিক রাশিফল​​

বৃশ্চিক রাশির জাতকরা ব্যবসায়িক কারণে চিন্তিত থাকবেন। একের পর এক লোকসান হবে, তবে এ সময়ে ধৈর্য ধরতে হবে। কোনও দুশ্চিন্তা করবেন না। কাজে বিলম্ব হতে পারে। আর্থিক পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ছাত্র-ছাত্রীদের নিজের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কঠিন পরিশ্রম করতে হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।

আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিব চালিসা পাঠ করুন।

​আজকের ধনু রাশিফল

ধনু রাশির জাতকদের কাজের পরিস্থিতি অনুকূল নয়, যার ফলে অনেক কিছু চিন্তাভাবনা করতে হবে। পারিবারিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা হবে, যা আপনাকে কষ্ট দেবে। ভাই বা বোনের বিয়ের প্রস্তাব পেতে পারেন। সন্ধে নাগাদ মন্দিরে দেবদর্শনের জন্য যেতে পারেন।

ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিবলিঙ্গে দুধ নিবেদন।

​আজকের মকর রাশিফল

মকর রাশির জাতকদের জীবনে আজ জটিল পরিস্থিতি উৎপন্ন হবে। জীবনসঙ্গীর জন্য উপহার কেনার তাড়া থাকবে, অন্য দিকে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। গাড়ি খারাপ হতে পারে। বুদ্ধি ও বিচক্ষণতার সাহায্যে কাজ করুন। নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এই রাশির জাতকদের। দান-পুণ্যের কাজ করবেন। অর্থ উপার্জনের জন্য সময় অনুকূল।

ভাগ্য আজ ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করুন।

​আজকের কুম্ভ রাশিফল​

কুম্ভ রাশির জাতকরা নিজের বন্ধুদের সঙ্গে ব্যবসার বিষয়ে আলোচনা করতে পারেন। তাঁদের পরামর্শ আপনার ব্যবসার জন্য লাভজনক হবে। স্বাস্থ্যের যত্ন নিন, কারণ দুর্বলতা অনুভব করতে পারেন। দীর্ঘদিন ধরে সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকলে আজকের দিনটি তার জন্য ভালো। জীবনসঙ্গীর পরামর্শ মেনে চললে ভালো ফল পাবেন।

ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অসহায়দের চাল দান করুন।

​আজকের মীন রাশিফল​

মীন রাশির জাতকদের মনের মধ্যে ব্যবসা সংক্রান্ত গভীর চিন্তাভাবনা ঘুরপাক খাবে। কিন্তু ব্যবসায় মনোনিবেশ না করায় সমস্যা দেখা হতে পারে। আলস্য ত্যাগ করে আবার কাজ শুরু করুন। জীবনসঙ্গীর জন্য উপহার কিনতে পারেন। এই রাশির ছাত্র-ছাত্রীরা হতাশার শিকার হবেন।

আজ ৮৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। প্রথম রুটি গোরুকে খাওয়ান।​

Card image cap

৬ রাশির প্রচুর উন্নতি!

চাঁদ আজ সারা দিন রাত ধরে তুলা রাশিতে অবস্থান করবে। সূর্য এই সময় অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র শুক্লা পঞ্চমী তিথি। পঞ্জিকায় এই দিনটি ঋষি পঞ্চমী হিসেবে পরিচিত। এই তিথিতে রবি যোগ, ইন্দ্র যোগ ও বৈধৃতি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ প্রথমে স্বাতী নক্ষত্র ও পরে বিশাখা নক্ষত্রের প্রভাব থাকবে। আজ সকাল ৬টা ৩ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৩৪ মিনিটে সূর্যাস্ত। হিন্দুধর্ম অনুসারে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ রবিবার সূর্যদেবের আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল​​

মেষ রাশির জাতকরা সন্তানের কাছ থেকে কোনও হতাশাজনক সংবাদ পাবেন, এর ফলে মন আহত হবে। তিক্ততা কাটিয়ে মাধুর্য ছড়ানোর নতুন কৌশল শিখতে পারবেন আজ। গতকালের কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। রাতে পরিজনদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন। ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির গতি বাড়াতে হবে, তখনই সাফল্য লাভ সম্ভব।

​আজকের বৃষ রাশিফল​

বৃষ রাশির জাতকরা সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকলে এবার স্বস্তি পেতে পারেন। রাজনীতির ক্ষেত্রে আপনাদের প্রচেষ্টা সফল হবে। পারিবারিক ব্যবসায়ে বাবার সহযোগিতা পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য নতুন পন্থা অবলম্বন করতে হবে।

​আজকের মিথুন রাশিফল

মিথুন রাশির জাতকদের দামী জিনিস চুরি যেতে পারে। বহুদিন ধরে আটকে থাকা কাজ সন্ধে নাগাদ সম্পন্ন হবে। মনের মধ্যে আনন্দ থাকবে। পরিজনদের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ব্যবসায়ীদের অধিক পরিশ্রম করতে হবে। ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন।

​আজকের কর্কট রাশিফল

কর্কট রাশির জাতকরা কর্মক্ষেত্রে শুভ সংবাদ পাবেন। ব্যবসার জন্য় আজকের দিনটি শুভ। পরিশ্রম অনুযায়ী ফল লাভের যোগ রয়েছে। সন্তানের দায়িত্ব পূরণ করতে পারবেন। বাড়ি থেকে কাজ করেন যাঁরা, তাঁদের আজকের দিনটি ভালো কাটবে। রাজকীয় সম্মান, পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। কোথাও ঘুরতে যেতে পারেন এই রাশির জাতক। এর দ্বারা লাভবান হবেন। রাতে বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটাবেন।

​আজকের সিংহ রাশিফল​

সিংহ রাশির জাতকরা নিজের বুদ্ধি ও সাহসের কারণে বিশেষ সম্মান পাবেন। আজ অধিক দৌড়ঝাপ করতে হবে। চোখের সমস্যা হতে পারে। শত্রুরা আপনাকে বিরক্ত করার সমস্ত ধরনের চেষ্টা করবেন, তবে তাঁরা আপনাকে পরাজিত করতে পারবেন না, তাই দুশ্চিন্তা করবেন না। তবে নিজের মনের মধ্যে কারও প্রতি ভুল চিন্তা আনবেন না। উপহার পেতে পারেন।

​আজকের কন্যা রাশিফল​​

কন্যা রাশির জাতকরা আইনি বিবাদে জড়িয়ে থাকলে দুপুরের পর আলোচনার মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন হতে পারে, সাফল্য অর্জন করতে পারেন। ব্যবসায়িক চেষ্টায় স্বল্বমেয়াদী সাফল্য অর্জন করতে পারেন। সন্তানকে নিজের ভবিষ্যতের জন্য চেষ্টা করতে দেখে আনন্দিত হবেন। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। এই অনুষ্ঠানে ব্যয় হবে এবং আপনার জনপ্রিয়তাও বাড়বে। মায়ের ভালোবাসা ও আশীর্বাদ পাবেন এই রাশির জাতকরা।

​আজকের তুলা রাশিফল

তুলা রাশির জাতকদের বাড়িতে কোনও অনুষ্ঠান আয়োজিত হওয়ায় পরিবারের সদস্যদের আনন্দ বহুগুণ বাড়বে। বেশ কিছু দিন ধরে লেনদেনের সমস্যা চলতে থাকলে তার সমাধান খুঁজে পাবেন। হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থের আগমন হতে পারে। আপনার মনে আনন্দ থাকবে। কোথাও ভ্রমণ হতে পারে। প্রেম জীবনের জন্য সময় অনুকূল, আনন্দ অনুভব করবেন।

​আজকের বৃশ্চিক রাশিফল​​

বৃশ্চিক রাশির জাতকরা স্বাস্থ্যের প্রতি কোনও গাফিলতি করবেন না। বায়ু, মুত্র, রক্ত ইত্যাদি সংক্রান্ত সমস্যা আপনাকে চিন্তিত করে তুলবে। চিকিৎসকের পরামর্শ নিন, ধীরে ধীরে স্বাস্থ্যোন্নতি হবে। পরিবারে ভারসাম্য বজায় রাখলে সুখের সময় কাটাতে পারবেন। সন্ধে নাগাদ কোনও সুসংবাদ পাবেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে শত্রুরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারেন। তবে ভয় পাবেন না, তাঁরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না।

​আজকের ধনু রাশিফল​​

ধনু রাশির জাতকরা শ্বশুরবাড়ির তরফে ধনলাভ করতে পারেন। ব্যবসায়ীদের লাভ অর্জনের যোগ রয়েছে। তবে কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। সন্ধে থেকে রাত পর্যন্ত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। কর্মক্ষেত্রে কোনও মহিলা বন্ধুর সহযোগিতা লাভ করবেন।

আজকের মকর রাশিফল

মকর রাশির জাতকরা ঝগড়া এড়িয়ে যান, তা না হলে লোকসান হতে পারে। পারিবারিক ও আর্থিক জীবনে সাফল্য লাভ করতে পারবেন। রোজগারের চেষ্টা সফল হবে। ব্যবসায়ে লাভের নতুন সুযোগ পাবেন। পারিবারিক ব্যবসায়ে সাফল্য অর্জন করবেন। কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রমের পর সাফল্য অর্জন করবেন।

​আজকের কুম্ভ রাশিফল​

কুম্ভ রাশির জাতকরা আজ কোনও প্রতিকূল সংবাদ পাবেন ও স্বল্ব দূরত্বের কোনও যাত্রায় যেতে পারেন। বিবাদে জড়াবেন না। মধুর কথা দিয়ে বড়সড় সমস্যার সমাধান করতে পারবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হবে। সন্ধেবেলা অপ্রয়োজনে দৌড়াদৌড়ি করতে হবে। এর ফলে অর্থ ব্যয় বাড়বে। আর্থিক পরিস্থিতি প্রভাবিত হবে।

​আজকের মীন রাশিফল​​

মীন রাশির বিবাহিত জাতকরা ছেলে-মেয়ের কাজের চিন্তায় সময় কাটাবেন। দাম্পত্য কলহের অবসান ঘটবে আজ। ধর্মীয় যাত্রা ও শুভ কাজ করলে ব্যয় বাড়তে পারে। ইচ্ছাবিরুদ্ধ ব্যয় করতে হবে। এর ফলে আর্থিক পরিস্থিতি দুর্বল হবে। তাই আপনাদের সতর্ক থাকা জরুরি।

Card image cap

আজ গণেশ চতুর্থীতে বিরল শুভ যোগ

চাঁদ আজ সারা দিন রাত ধরে তুলা রাশিতে বিরাজ করবে। সূর্য এই সময় অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র শুক্লা চতুর্থী তিথি। এই তিথিতে সর্বার্থ সিদ্ধি যোগ, ইন্দ্র যোগ ও ব্রহ্মা যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ প্রথমে চিত্রা নক্ষত্র ও পরে স্বাতী নক্ষত্রের প্রভাব থাকবে। আজ সকাল ৬টা ২ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৩৫ মিনিটে সূর্যাস্ত। হিন্দুধর্ম অনুসারে শনিবার হল বড় ঠাকুর শনির প্রিয় দিন। এছাড়া আজ পালিত হবে গণেশ চতুর্থী। সিদ্ধিদাতা গণেশের কৃপায় আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ শনিবার গণপতির আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল​​

মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জে পরিপূর্ণ থাকবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে। একাধিক দায়িত্ব পাবেন, যা সময় থাকতে সম্পন্ন করতে হবে। ব্যবসায়ীদেরও কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দাম্পত্য জীবন সুখে কাটবে। ব্যস্ততা সত্ত্বেও প্রেমীর জন্য সময় বের করতে পারবেন।

ভাগ্য ৭৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণের পুজো করুন।

​আজকের বৃষ রাশিফল​

বৃষ রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধির আগমন হবে। সমস্ত পরিকল্পিত কাজ সম্পন্ন হবে। রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত জাতকদের বিরোধীরা তাঁদের পিছনে ফেলে এগিয়ে যাবেন। নতুন কাজ করার জন্য আজকের দিনটি প্রতিকূল। তাড়াতাড়ি কাজ শেষ করে পরিজনদের সঙ্গে সময় কাটাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ছাত্রছাত্রীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছা থাকলে আজকের দিনটি অনুকূল।

৬১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সাদা চন্দনের তিলক লাগান।

​আজকের মিথুন রাশিফল​

মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি সাধারণ থাকবে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন এই রাশির জাতকরা। মনোবল বাড়বে ও উৎসাহের সঙ্গে কাজ করবেন। চাকরিজীবীরা আধিকারিকদের প্রশংসা লাভ করবেন। চাকরিতে পদোন্নতির আলোচনা হতে পারে। আয়ের নতুন উৎস পাবেন। ব্যবসার জন্য নতুন চুক্তি চূড়ান্ত হতে পারে।

ভাগ্য ৯৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

​আজকের কর্কট রাশিফল​​

কর্কট রাশির জাতকদের শুভ কাজে ঝোঁক বাড়বে। ব্যবসার জন্য যে সিদ্ধান্ত নেবেন, তার দ্বারা ভবিষ্যতে লাভ হবে। ব্যবসায় কারও ওপর ভরসা করার আগে ভালো ভাবে চিন্তাভাবনা করে নিন। সম্পত্তি কেনার আগে তার সমস্ত দিক ভালো ভাবে খতিয়ে দেখে নিন, তা না হলে প্রতারণার শিকার হতে পারেন। সন্তানের বিবাহে আগত বাধা দূর হবে। সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। কাছের মানুষই আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, তাই সতর্ক থাকুন। ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের আশীর্বাদ পাবেন।

আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। মাছকে আটার গুলি খাওয়ান।

​আজকের সিংহ রাশিফল​

সিংহ রাশির জাতকদের বহু প্রতীক্ষিত কোনও কাজ আজ সম্পন্ন হবে। বিরোধীদের ষড়যন্ত্র বিফল হবে। সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হবে। সাংসারিক সুখ-সুবিধার বস্তুতে অর্থ ব্যয় করবেন। নতুন কাজ শুরুর আগে ভালো ভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। পরিবারের মধ্যে মনোমালিন্যের অবসান ঘটবে।

৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। গায়ত্রী চালিসা পাঠ করুন।

​আজকের কন্যা রাশিফল​​

কন্যা রাশির জাতকরা নিজের সন্তানকে কিছু কাজ করতে দেখে গর্বিত হবেন। বহু প্রতীক্ষিত জিনিস লাভ করতে পারেন আজ। দাম্পত্য জীবন সুখে কাটবে। ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন। বৃদ্ধদের সেবা ও শুভ কাজে অর্থ ব্যয় করবেন। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা আপনার মাথা ব্যথা হয়ে দাঁড়াবেন।

ভাগ্য ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।

​আজকের তুলা রাশিফল​​

তুলা রাশির জাতকদের অধিক দৌড়ঝাপ করতে হবে। পাশাপাশি প্রচুর অর্থ ব্যয় হবে। কঠিন পরিশ্রম সত্ত্বেও আয় কমবে ও ব্যয় বাড়বে। অযথা দৌড়ঝাপ করে মানসিক ও শারীরিক দিক দিয়ে ক্লান্ত হয়ে পড়বেন। সন্ধেবেলা স্বস্তি পেতে পারেন, তাই চিন্তা করবেন না। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে শান্তি পাবেন। জীবনসঙ্গী আপনার পাশে থাকবেন।

ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণুর আরাধনা করুন।

​আজকের বৃশ্চিক রাশিফল

বৃশ্চিক রাশির চাকরিজীবী ও ব্যবসায়ীদের অধিক পরিশ্রম করতে হবে। কিন্তু পরিশ্রম অনুযায়ী ফলাফল না পাওয়ায় হতাশ হবেন। সততা ও একাগ্রতার সঙ্গে নিজের কাজ সম্পন্ন করবেন। ভবিষ্যতে এর দ্বারা লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা। ভবিষ্যতে সিনিয়র অফিসাররাও আপনার কাজের প্রশংসা করবেন। সন্ধেবেলা বন্ধুদের সঙ্গে ধর্মীয় স্থানে যেতে পারেন।

আজ ৭৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।

​আজকের ধনু রাশিফল​

ধনু রাশির জাতকদের ব্যবসা সংক্রান্ত সমস্ত কাজ সম্পন্ন হবে। শত্রুর প্রভাব বাড়বে, কিন্তু নিজের বুদ্ধিমত্তার কারণে তাঁদের পরাজিত করতে পারবেন। কোনও বন্ধুর সাহায্যে নিজের কাজ সম্পন্ন করতে পারবেন। কর্মক্ষেত্রে সফল হবেন। বন্ধুদের সাহায্যে ধনলাভের যোগ তৈরি হচ্ছে। সন্ধেবেলা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ব্যবসায়িক যাত্রা করবেন, যা আপনাদের ভবিষ্যতে লাভবান করবে।

ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ মিশ্রিত জল নিবেদন করুন

​আজকের মকর রাশিফল​​

মকর রাশির চাকরিজীবীরা উচ্চাধিকারিকদের আশীর্বাদে কর্মক্ষেত্রে সম্মান অর্জন করবেন। প্রভাবশালী কারোর সাহায্য়ে জমি-সম্পত্তি সংক্রান্ত মামলার সমাধান হবে। সন্ধেবেলা স্বাস্থ্য দুর্বল হবে। খাওয়া-দাওয়ার বিশেষ যত্ন নিন। সামাজিক কাজে আগ্রহ বাড়বে, বন্ধু সংখ্যা বাড়তে পারে।

ভাগ্য আজ ৭৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। অসহায়দের সাহায্য করুন।

​আজকের কুম্ভ রাশিফল​

কুম্ভ রাশির ব্যবসায়ীরা আজ গণপতির আশীর্বাদ পাবেন, ধনলাভের যোগ রয়েছে। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। দীর্ঘদিনের পারিবারিক বিবাদের সমাধান হবে। অর্থলগ্নির জন্য আজকের দিনটি ভালো। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় আনন্দিত হবেন। সন্ধেবেলা জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

ভাগ্য ৯৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সরস্বতীর পুজো করুন।

​আজকের মীন রাশিফল​​

মীন রাশির জাতকরা চার দিক থেকে লাভ অর্জন করতে পারবেন। ব্যবসায় অর্থলগ্নির পরিকল্পনা করে থাকলে ভবিষ্যতে লাভবান হবেন। পরিবারের জন্য কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যার ফলে সকলের ভালো হবে। বাড়ির ছোটরা আপনার কথা শুনবেন, পারস্পরিক ভালোবাসা বাড়বে। ছাত্র-ছাত্রীরা পরীক্ষার প্রস্তুতি নেবেন।

আজ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

Card image cap

আজ বরাহ জয়ন্তীতে কী আছে কোন রাশির ভাগ্যে?

চাঁদ আজ সারা দিন কন্যা রাশিতে বিরাজ করবে। তারপর রাত ১১টার পর তুলা রাশিতে গোচর করবে। সূর্য এই সময় অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র শুক্লা তৃতীয়া তিথি। এই তিথিতে রবি যোগ ও ব্রহ্মা যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে চিত্রা নক্ষত্র। আজ সকাল ৬টা ২ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৩৬ মিনিটে সূর্যাস্ত। হিন্দুধর্ম অনুসারে শুক্রবার হল মা লক্ষ্মীর প্রিয় দিন। এছাড়া আজ পালিত হবে বরাহ জয়ন্তী। মনে করা হয় এই দিনেই অধর্মের বিনাশ করতে বরাহ অবতার রূপ নিয়েছিলেন শ্রীবিষ্ণু। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ শুক্রবার মা লক্ষ্মীর আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল

নিজের অহংকারের দোষে আজ আপনাকে ঘরে এবং বাইরে অপমানিত হতে হবে। বাড়ি হোক বা কর্মস্থল, নিজের মতো করে কাজ করার মানসিকতা রাখুন। অতীতে কোনও ভুল আচরণ বা অসতর্কতার কারণে আজ কেউ আপনাকে সমর্থন করবে না। বেশি উপার্জনের জন্য আজ আপনি কোনও নিয়ম ভাঙতে পারেন, এতে লাভ হলেও অদূর ভবিষ্যতে ক্ষতি হতে পারে।

আজ ভাগ্য ৮৮% আপনার পক্ষে থাকবে। ভগবান বিষ্ণুর পুজো করুন।

​আজকের বৃষ রাশিফল

আজকের দিনটি আপনার জন্য উত্থান-পতনে পূর্ণ হবে। আজ যে কাজই করুন না কেন, অনিচ্ছায় করবেন। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দেবে। কোনও অজুহাত দেখিয়ে আজ কাজ থেকে বিনোদনে গা ভাসাবেন। যা পরিবার বা অন্য কারও সঙ্গে বিবাদের কারণ হতে পারে। আজ কর্মক্ষেত্রে পুরনো বা নতুন কোনো ঘটনার কারণে মনে ভয় থাকবে। আপনি আপনার ভুলের জন্য দুঃখিত হবেন, তবুও আপনার প্রকৃতির উন্নতি হবে না।

আজ ভাগ্য ৯১% আপনার পক্ষে থাকবে। বজরং বান পাঠ করুন।

​আজকের মিথুন রাশিফল​​

আজ আপনার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা প্রখর হবে এবং সামাজিক ক্ষেত্রে কোনও বিবাদের সমাধানে আপনার সহযোগিতা নেওয়া হবে। কর্মক্ষেত্রে আপনি আপনার অভিজ্ঞতার ভিত্তিতে লাভের সুযোগ পাবেন। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কাজটি নষ্ট হয়ে যেতে পারে। রোজগার বাড়লেও পরিবারের খরচ বাড়ার কারণে আপনি খুব কমই সঞ্চয় করতে পারবেন।

আজ ভাগ্য ৮৩% আপনার পক্ষে থাকবে। ভগবান বিষ্ণুকে বেসন লাড্ডু নিবেদন করুন।

​আজকের কর্কট রাশিফল​

আজও আপনাকে অপ্রয়োজনীয় বিবাদ ও ঝামেলার সম্মুখীন হতে হবে। আপনার পরিবারের সদস্যরা কোনো না কোনো বিষয়ে আপনার প্রতি অসন্তুষ্ট হবেন। তাদের বিরোধিতা না করলেও আপনি ভেতর থেকে দুঃখী থাকবেন। আপনার মন আজ বিক্ষিপ্ত হবে। ব্যয় বৃদ্ধি এবং সীমিত আয়ের কারণে আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকবেন। তবে সন্ধের আগে হঠাৎ অর্থ প্রাপ্তি মনকে কিছুটা শান্তি দেবে।

আজ ভাগ্য ৯৪% আপনার পক্ষে থাকবে। পিঁপড়েকে ময়দা খাওয়ান।

​আজকের সিংহ রাশিফল

আজকের দিনটি আপনার জন্যও উপকারী হবে। কিন্তু আগের দিনের তুলনায় আজ আরাম ও সুযোগ-সুবিধা হ্রাস পাবে। ভাই-বোন বা পরিবারের অন্য কোনও সদস্যের প্রতিকূল আচরণ বাড়ির সবার মধ্যে উদ্বেগ বাড়াবে। আজ বাড়িতে পৈতৃক সম্পত্তি বণ্টন নিয়ে আলোচনা হতে পারে। আপনি কর্মক্ষেত্রে কাজ করলেও আপনার মন ভিতর থেকে বিষন্ন থাকবে।

আজ ভাগ্য ৯২% আপনার পক্ষে থাকবে। শ্রী শিব চালিসা পাঠ করুন।

​আজকের কন্যা রাশিফল

আজ আপনি আপনার কাছের কারও প্রতি ঈর্ষায় ভুগবেন। প্রিয়জনের সঙ্গে বিবাদ হতে পারে। গার্হস্থ্য এবং ব্যবসায়িক কাজ সময়ের আগেই শেষ হবে, তবুও আপনাকে অর্থের প্রবাহের জন্য অপেক্ষা করতে হবে। আর্থিক লাভও হবে কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম। বিকেলে কোনো প্রতিযোগীর লাভের কারণে মনে বিদ্বেষের অনুভূতি থাকবে।

আজ ভাগ্য ৬১% আপনার পক্ষে থাকবে। প্রতিদিন 'সংকটনাশক গণেশ স্তোত্র' পাঠ করুন।

​আজকের তুলা রাশিফল​​

আজ আপনার স্বভাব এবং আচরণ কেউ বুঝতে পারবে না। মনের মধ্যে ঘৃণা বাড়বে, আত্মীয়-স্বজনদেরও অপরাধী হিসেবে দেখা শুরু করবেন। নিজের আচরণ এবং কথাবার্তা আপনাকে সমস্যায় ফেলতে পারে। কথা বলার সময় আপনাকে আপনার সাবধান থাকতে হবে। কিছু ভুল হয়ে গেলে বিষয়টি গুরুতর হয়ে যেতে পারে।

আজ ভাগ্য ৮৮% আপনার পক্ষে থাকবে। প্রতি রাতে কালো কুকুরকে শেষ রুটি খাওয়ান।

​আজকের বৃশ্চিক রাশিফল​

আজকের দিনটি আপনার জন্য বিপরীত ফলদায়ক হবে। কোনও কাজে নিজেকে জোর করবেন না এবং কাউকে অনৈতিক কাজ করতে বাধ্য করবেন না। ব্যর্থতার কারণে আপনি অনৈতিক কাজ করতে প্রলুব্ধ হবেন। এটি এড়িয়ে চলুন, অন্যথায় অদূর ভবিষ্যতে আপনাকে আদালতে যেতে হতে পারে। না ভেবে কাউকে প্রতিশ্রুতি দেবেন না।

আজ ভাগ্য ৭১% আপনার পক্ষে থাকবে। সকালে, একটি তামার পাত্র থেকে ভগবান সূর্যকে জল নিবেদন করুন।

​আজকের ধনু রাশিফল​​

আজকের দিনটি আংশিক শুভ হবে, আজ আপনার সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে। বহিরাগতদের সঙ্গে কম যোগাযোগ রাখুন, অন্যথায় কোনও না কোনও কারণে মানহানির আশঙ্কা রয়েছে। পুরানো আদালতের বিরোধের জের ধরে মারামারি বাড়তে পারে। কোনও ধরনের উত্তর দেওয়ার আগে ভাবুন ভবিষ্যতে এর ফল কী হবে।

আজ ভাগ্য ৬৫% আপনার পক্ষে থাকবে। গণপতিকে দূর্বা নিবেদন করুন।

​আজকের মকর রাশিফল​​

আজকের দিনটি আপনার জন্য অনেক ধরণের জটিলতায় পূর্ণ হবে। দিনের শুরুতে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা থাকবে। সম্পত্তি বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে পরিবারের কোনও সদস্যের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। আজ কর্মক্ষেত্রে অমনোযোগের কারণে কাজে কিছু ভুল করতে পারেন, যার ফলে আপনার বস রাগ করতে পারেন।

আজ ভাগ্য ৭৪% আপনার পক্ষে থাকবে। শ্রী গণেশ চালিসা পাঠ করুন।

​আজকের কুম্ভ রাশিফল​

আজ আপনার মন ধর্মীয় অনুভূতিতে ভরে উঠবে। কিন্তু দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে আমরা এর জন্য উপযুক্ত সময় বের করতে পারি না। তারপরও যতদূর সম্ভব আপনাকে অবশ্যই কিছু দান করতে হবে। কাজ এবং ব্যবসাও ভালো যাবে, তবে আপনি যে উদ্দেশ্য বা ইচ্ছা নিয়ে কাজ করবেন তা পূরণে সন্দেহ থাকবে।

আজ ভাগ্য ৮৫% আপনার পক্ষে থাকবে। সাদা চন্দনের তিলক লাগান এবং তামার পাত্র থেকে ভগবান শিবকে জল নিবেদন করুন।

​আজকের মীন রাশিফল​​

আজ মীন রাশির জাতকরা কোনও অসুখে ভুগতে পারেন। আপনি দিনের শুরু থেকেই মাথাব্যথায় কষ্ট পাবেন। সর্দি-কাশি থাকতে পারে। কাজের উদ্যম কম থাকবে, দুর্বল স্বাস্থ্যের কারণে আলস্য বাড়াবে। তবু কর্মক্ষেত্রে অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করার জন্য আপনাকে অনিচ্ছায় কাজ করতে হবে।

আজ ভাগ্য ৮৩% আপনার পক্ষে থাকবে। গরুকে গুড় খাওয়ান।

Card image cap

নজরকাড়া উন্নতি হবে ৮ রাশির

চাঁদ আজ সারা দিন সূর্যের রাশি সিংহে থাকবে এবং রাত ৯টা ৫৫ মিনিটের পর কন্যা রাশিতে গোচর করবে। সূর্য এই সময় অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র শুক্লা দ্বিতীয়া তিথি। এই তিথিতে শুভ যোগ ও সাধ্য যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজ সকাল ৬টা ১ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৩৯ মিনিটে সূর্যাস্ত। হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিন। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ মঙ্গলবার হনুমানজির আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল

আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে দীর্ঘ দূরত্বের ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ব্যবসায় প্রত্যাশিত সাফল্য পেয়ে আপনি সন্তুষ্ট হবেন, কিন্তু শুধু বসেই লাভের আশা করবেন না। আপনি যদি স্টক মার্কেটে কিছু অর্থ বিনিয়োগ করে থাকেন তবে আজ তা থেকে ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ ভাগ্য ৬৫% আপনার পক্ষে থাকবে। তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করুন এবং প্রদীপ জ্বালান।

​আজকের বৃষ রাশিফল​

আপনি যদি ব্যবসায় নতুন পরিকল্পনায় মনোযোগ দেন তবে আপনি লাভ পেতে পারেন। আপনার সন্তানদের স্বভাব দেখে আপনার মনে হতাশা বাড়তে পারে এবং আপনি ভবিষ্যৎ খরচ নিয়ে চিন্তিত হতে পারেন। তাই আপনার আয় এবং ব্যয় উভয়ের মধ্যেই ভারসাম্য বজায় রাখুন।

আজ ভাগ্য ৭২% আপনার পক্ষে থাকবে। দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন।

​আজকের মিথুন রাশিফল​​

অতিরিক্ত রাগের কারণে পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। চাকরি সংক্রান্ত কিছু সমস্যা বিকেলে সমাধান হয়ে যাবে, যার জন্য আপনাকে চিন্তা করতে হবে না এবং সামান্য লাভের সম্ভাবনা রয়েছে। সন্ধেতে আপনি সরকারি অর্থ পেতে পারেন যা বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে মজা করে খরচ করবেন।

আজ ভাগ্য ৮৬% আপনার পক্ষে থাকবে। আপনার গুরু বা সিনিয়র ব্যক্তির থেকে আশীর্বাদ নিন।

​আজকের কর্কট রাশিফল​

আজ আপনি নিজের কাজে মগ্ন থাকবেন এবং আপনার বিরোধীদের কোনও সমালোচনা বা বাধা নিয়ে চিন্তা না করেই কাজটি চালিয়ে যাবেন। আপনি আপনার সামাজিক বৃত্ত বৃদ্ধি করতে সক্ষম হবেন। আজ হঠাৎ ব্যবসায়িক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যে কোনো কাজ শুরু করে তা শেষ না করে ছাড়বেন না।

আজ ভাগ্য ৬৬% আপনার পক্ষে থাকবে। দেবী পার্বতীর পুজো করুন।

​আজকের সিংহ রাশিফল​

আজ আপনি বিভ্রান্তিতে থাকবেন। অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ করে তবেই গুরুত্বপূর্ণ কাজে হাত দিন। আপনি এতে সম্পূর্ণ সাফল্য পাবেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনও ক্ষেত্রে নতুন সাফল্য পাবেন এবং সামাজিক দায়িত্বও বাড়বে। আপনার বন্ধুদের মধ্যে যারা ভবিষ্যতে আপনাকে সাহায্য করেছে তাদের সাহায্য করতে এগিয়ে আসুন।

আজ ভাগ্য ৯৮% আপনার পক্ষে থাকবে। ক্ষুধার্ত মানুষকে অন্নদান করুন।

​আজকের কন্যা রাশিফল​​

আজ আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রতিকূল পরিস্থিতিতেও আপনার কথাবার্তায় ভদ্রতা বজায় রাখতে হবে। বাড়িতে যদি অশান্তি চললে, আজ তা শেষ হয়ে যাবে। চাকরিজীবীরা আজ পদোন্নতি পেতে পারেন। আজ আপনি দিনভর মজার মেজাজে থাকবেন। গুরুত্বপূর্ণ কাজগুলিকে উপেক্ষা করবেন না।

আজ ভাগ্য ৭৭% আপনার পক্ষে থাকবে। প্রতিদিন 'সংকটনাশক গণেশ স্তোত্র' পাঠ করুন।

​আজকের তুলা রাশিফল​​

আজ কর্মক্ষেত্রে আপনার অবস্থান ও অধিকার বৃদ্ধি পেতে পারে। আজ সমস্যার সমাধান খুঁজে পাওয়ায় মানসিক শান্তি পাবেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণ স্থগিত করতে হতে পারে। আজ আপনি পরিবারের সাথে কেনাকাটা করতে পারেন। আজ কাজের সাফল্যের কারণে, আপনার মন আনন্দে পূর্ণ থাকবে।

আজ ভাগ্য ৭৩% আপনার পক্ষে থাকবে। গণপতিকে দূর্বা নিবেদন করুন।

​আজকের বৃশ্চিক রাশিফল

আজ কোনও সরকারি সংস্থা থেকে দীর্ঘমেয়াদী লাভের পরিস্থিতি তৈরি হবে। আপনার কিছু ভুলের কারণে স্বাস্থ্য খারাপ হতে পারে। সন্ধেবেলা হঠাৎ করে সন্তানদের কাছ থেকে সুখবর পাবেন। আজ কর্মক্ষেত্রে অফিসারদের সাথে আপনার ভালো সমন্বয় থাকবে, যার কারণে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

আজ ভাগ্য ৬৯% আপনার পক্ষে থাকবে। ভগবান বিষ্ণুর পূজা কর।

​আজকের ধনু রাশিফল

আজ আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সুনজরে থাকবেন। অনেকদিন ধরে আটকে থাকা টাকা আজ আপনি পেতে পারেন। আজ বাবার সঙ্গে আপনার তর্ক হতে পারে, তবে একে মনে রাখবেন না। চিন্তা না করে আজ কোনও তাড়াহুড়ো করবেন না, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে এবং আপনার কাজ নষ্ট হতে পারে।

আজ ভাগ্য ৬৪% আপনার পক্ষে থাকবে। শ্রী শিব চালিসা পাঠ করুন।

​আজকের মকর রাশিফল

আজ আপনাকে কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে হবে, অন্যথায় আপনার ম্য়ানেজমেন্টের সঙ্গে মতবিরোধ হতে পারে। আজ আপনি পরিবারের সঙ্গে কোনও সমস্যা সমাধানের জন্য আলোচনা করবেন। দাম্পত্য জীবনে প্রীতি বজায় থাকবে। আজ আপনার সাহসও বাড়বে এবং আপনার শত্রুদের মনোবল ভেঙে পড়বে।

আজ ভাগ্য ৭৪% আপনার পক্ষে থাকবে। গরীবদের বস্ত্র ও খাদ্য দান করুন।

​আজকের কুম্ভ রাশিফল

আজ ব্যবসার ক্ষেত্রে লাভবান হবেন। আপনি যদি কোন কাজে বিনিয়োগ করতে চান তবে দ্বিধা করবেন না কারণ এটি আপনাকে বিশাল সুবিধা দেবে। আজ পরিবারে কিছু বিতর্ক দেখা দিতে পারে, যাতে আপনাকে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় সম্পর্কে ফাটল হতে পারে।

আজ ভাগ্য ৮১% আপনার পক্ষে থাকবে। দরিদ্রকে চাল দান করুন।

​আজকের মীন রাশিফল

আজ একটি অনুকূল দিন, আপনি শারীরিক এবং মানসিকভাবে সুখে থাকবেন। শিক্ষার্থীরা কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আজ সাফল্য পেতে পারে। পরিবারে কারও বিয়ের কথা এগোতে পারে। আজ ধর্মীয় বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়বে। সন্ধেবেলা কোনও ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন।

আজ ভাগ্য ৮৯% আপনার পক্ষে থাকবে। শিব জপ মালা পাঠ করুন।


Card image cap

দুর্দান্ত লাভ ৭ রাশির, বাকিদের ভাগ্যে কী?

চাঁদ আজ সারা দিন সূর্যের রাশি সিংহে থাকবে এবং রাত ৯টা ৫৫ মিনিটের পর কন্যা রাশিতে গোচর করবে। সূর্য এই সময় অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র শুক্লা দ্বিতীয়া তিথি। এই তিথিতে শুভ যোগ ও সাধ্য যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজ সকাল ৬টা ১ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ৩৯ মিনিটে সূর্যাস্ত। হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিন। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ মঙ্গলবার হনুমানজির আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​​আজকের মেষ রাশিফল

মেষ রাশির জাতকদের আজ প্রাক্তন প্রেমীর সঙ্গে দেখা হতে পারে, আপনাদের সম্পর্কের নতুন সূচনা হবে। এই রাশির ছাত্রছাত্রীরা পরীক্ষায় সাফল্য লাভ করবেন। মেষ রাশির ব্যবসায়ীরা চোখ বন্ধ করে কারও ওপর ভরসা করবেন না। বন্ধুদের সাহায্যে চাকরি ও ব্যবসায়ে আগত বাধা দূর হবে। অর্থ আগমন বৃদ্ধি পাবে। পেশাগত জীবনে ওঠাপড়া থাকবে। তবে পরিস্থিতি শীগগিরই স্বাভাবিক হবে।

​আজকের বৃষ রাশিফল​

বৃষ রাশির জাতকদের মনে আনন্দ থাকবে। নতুন উৎস থেকে ধন লাভ করতে পারবেন। ধর্ম-কর্মের কাজে ব্যস্ত থাকবেন এই রাশির জাতকরা। চাকরিজীবীদের ওপর অতিরিক্ত দায়িত্ব বর্তাবে। অফিসে নতুন পরিচিতি গড়ে উঠবে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। মায়ের সহযোগিতায় ধন লাভের পথ প্রশস্ত হবে। অপরিকল্পিত ব্যয় বৃদ্ধি হবে আজ। আলস্য ত্যাগ করুন। লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যান।

​আজকের মিথুন রাশিফল

মিথুন রাশির জাতকদের সামাজিক পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। অর্থ আগমনের নতুন পথ প্রশস্ত হবে। গাড়ির রক্ষণাবেক্ষণে অর্থ ব্যয় করতে পারেন। টাকা-পয়সা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়ে সতর্কতা অবলম্বন করুন। পড়াশোনার কাজে শুভ ফলাফল পাবেন। ছাত্র-ছাত্রীরা কঠিন পরিশ্রমের পর সাফল্য লাভ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। বিবাদ এড়িয়ে যান।

​আজকের কর্কট রাশিফল

আজ কর্কট রাশির জাতকরা নিজের কাজে আগত চ্যালেঞ্জ কড়া হাতে মোকাবিলা করবেন। সাবধানে নিজের দায়িত্ব পালন করুন। জীবনের বড়সড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন। অজ্ঞাত ভয়ের কারণে চিন্তিত থাকবেন। ইতিবাচক চিন্তাভাবনার সঙ্গে সমস্ত কাজ সম্পন্ন করবেন। স্বপ্ন পূরণের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। কাঙ্খিত সাফল্য লাভ করবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো। ব্যবসা বিস্তারের সম্ভাবনা রয়েছে।

​আজকের সিংহ রাশিফল​​

সিংহ রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ থাকবে। আত্মবিশ্বাসের সঙ্গে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। কর্মক্ষেত্রে আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। পারিবারিক জীবন আনন্দে কাটবে। নিজের আবেগ ও রাগ নিয়ন্ত্রণে রাখুন। অফিস রাজনীতি থেকে দূরে থাকবেন। লক্ষ্য লাভের জন্য চেষ্টা চালিয়ে যান। পরিজনদের সঙ্গে বিবাদে জড়াবেন না। স্বাস্থ্য ভালো থাকবে, তবে অবসাদ এড়িয়ে যান।

​আজকের কন্যা রাশিফল​

কন্যা রাশির জাতকদের সম্পর্কে আসা তিক্ততা দূর হবে। সম্পর্কে প্রেম ও বিশ্বাস বাড়বে। চাকরি ও ব্যবসায়ে অনুকূল পরিবেশ থাকবে। অফিসে পদোন্নতি ও বেতনবৃদ্ধি হতে পারে। সন্তানের পড়াশোনায় অর্থ ব্যয় হবে। আর্থিক পরিস্থিতি দৃঢ় করার জন্য নতুন পরিকল্পনা তৈরি করুন। লগ্নির নতুন সুযোগ পাবেন। গাড়ির রক্ষণাবেক্ষণে অর্থ ব্যয় হবে। পড়াশোনায় সাফল্য লাভ করতে পারবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন।

​আজকের তুলা রাশিফল

তুলা রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ থাকবে। ব্যবসায়ে ধন লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে, তবে ভেবেচিন্তে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করুন। বাজেট অনুযায়ী ব্যয় করবেন। খারাপ সময়ের জন্য টাকা জমিয়ে রাখুন। পারিবারিক জীবনে আনন্দের আগমন হবে। দাম্পত্য জীবনের সমস্যা দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদে এড়িয়ে যান, তা না হলে মনোমালিন্য সম্ভব।

​আজকের বৃশ্চিক রাশিফল​​

বৃশ্চিক রাশির জাতকরা আকর্ষণের কেন্দ্রে থাকবেন। প্রেম সম্পর্কে মাধুর্য আসবে। সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। ভেবেচিন্তে লগ্নির সিদ্ধান্ত গ্রহণ করুন। নিজের ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করবেন না। চাকরি ও ব্যবসার জন্য পরিবেশ অনুকূল। উচ্চাধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। কেরিয়ারে উন্নতি হবে।

​আজকের ধনু রাশিফল​

ধনু রাশির জাতকদের প্রেম জীবনে রোম্যান্স বাড়বে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। চাকরি ও ব্যবসায়ে উন্নতি করতে পারবেন। আয়ের নতুন উৎস থেকে ধন লাভ হবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেবেন না। আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য নতুন বাজেট তৈরি করুন। ভেবেচিন্তে অর্থ ব্যয় করবেন। কোথাও লগ্নি করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। স্বাস্থ্য ভালো থাকবে।

​আজকের মকর রাশিফল​

মকর রাশির জাতকদের সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। সাহিত্য রচনার কাজে আয়ের নতুন উৎস পাবেন। চাকরিতে স্থান পরিবর্তনের যোগ রয়েছে। কাজের দায়িত্ব বাড়বে। কোনও বন্ধুর সাহায্যে ধন লাভের নতুন পথ প্রশস্ত হবে। পারিবারিক জীবন সুখে কাটবে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিন।

​আজকের কুম্ভ রাশিফল​

কুম্ভ রাশির জাতকদের পারিবারিক জীবনে আনন্দ বাড়বে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। কাজের পথে বাধা দূর হবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। অফিসে বিবাদ এড়িয়ে যান। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা ও যোগ্যতার জোরে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ভেবেচিন্তে লগ্নির সিদ্ধান্ত গ্রহণ করুন। তাড়াহুড়োয় টাকা খরচ করবেন না।

​আজকের মীন রাশিফল

মীন রাশির জাতকরা পেশাগত জীবনে উন্নতির পূর্ণ সুযোগ পাবেন। কেরিয়ারে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। সমাজে আপনাদের মান-সম্মান বাড়বে। বাড়িতে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। নিজের কথায় মাধুর্য বজায় রাখুন। শক্তি ও উৎসাহের অভাব দেখা দেবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। প্রেম সম্পর্ক মধুর হবে। আয় কমবে ও ব্যয় বাড়বে। তাই ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন।

Card image cap

আজ ভাদ্র শুক্লা প্রতিপদে সিদ্ধ যোগের প্রভাব

চাঁদ আজ সারা দিন ধরে সিংহের রাশি সূর্যে বিরাজ করবে। সূর্যও এই সময় অবস্থান করছে সিংহ রাশিতে। ফলে সিংহ রাশিতে আজ পাশাপাশি অবস্থান করবে চাঁদ ও সূর্য। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র শুক্লা প্রতিপদ তিথি। এই তিথিতে শিব যোগ ও সাধ্য যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে পূর্ব ফাল্গুনী নক্ষত্র ও পরে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজ সকাল ৬টায় সূর্যোদয় ও সন্ধে ৬টা ৪০ মিনিটে সূর্যাস্ত। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ মঙ্গলবার হনুমানজির আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল:

মেষ রাশির জাতকরা আজ পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। অর্থ ব্যয় বাড়বে। অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন এই রাশির জাতকরা। ধর্মীয় ও সামাজিক কাজে সহযোগিতা প্রদান করবেন। ভাইয়ের পরামর্শে ব্যবসায় উন্নতি হবে। প্রেম জীবনে অবসাদ দেখা দেবে, ভেবেচিন্তে কথা বলুন। রুষ্ট সঙ্গীর রাগ দূর করতে বিলম্ব করবেন না। বিবাহযোগ্যদের জন্য আজকের দিনটি ভালো।

ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। চন্দনের তিলক লাগান।

​আজকের বৃষ রাশিফল:

বৃষ রাশির জাতকদের মায়ের সঙ্গে বিচারধারায় মতপার্থক্য দেখা দিতে পারে। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার পথে বাধার সম্মুখীন হবেন। পরিবারের দৈনন্দিন ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, যার ফলে চিন্তিত হয়ে পড়বেন। কোনও সমস্যা হলে সন্ধেবেলা তার সমাধানে প্রতিবেশীদের সাহায্য লাভ করবেন। সন্তানকে ধর্মীয় কাজে লিপ্ত দেখে আনন্দিত হবেন।

৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। বিষ্ণুর পুজো করুন।

​আজকের মিথুন রাশিফল:

মিথুন রাশির জাতকরা নতুন কাজে লগ্নির পরিকল্পনা করে থাকলে তাতে সফল হবেন। কোনও কারণে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য হতে পারে। জীবন আনন্দে কাটবে। সন্তানের ভবিষ্যৎ চিন্তা আপনাদের দুশ্চিন্তায় ফেলবে। ভাই-বোনের বিবাহ প্রসঙ্গ প্রবল হবে। মা-বাবার সেবার সুযোগ পাবেন।

ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিব চালিসা পাঠ করুন।

​আজকের কর্কট রাশিফল​​:

কর্কট রাশির জাতকদের উন্নতির সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ সম্পন্ন করার জন্য সময় বের করতে পারেন। আলস্য ত্যাগ করুন। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা কাজে সাফল্য লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে আধিকারিকরা আপনার কাজ দেখে প্রভাবিত হবেন। বুদ্ধি ও বিচক্ষণতার সাহায্যে কোনও কাজ করে থাকলে তাতে সাফল্য লাভ করবেন। পরিবারের ছোট বাচ্চাদের সঙ্গে ভালো সময় কাটাবেন। আকস্মিক ধনলাভের সম্ভাবনা রয়েছে।

আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। হলুদ কাপড়ে ছোলা ও গুড় বেঁধে বিষ্ণুর মন্দিরে নিবেদন করুন।

​আজকের সিংহ রাশিফল:

সিংহ রাশির জাতকরা বিদেশে বসবাসকারী পরিবারের কাছ থেকে সুসংবাদ পাবেন। বিবাহযোগ্য জাতকরা ভালো প্রস্তাব পাবেন। দরিদ্রদের সাহায্যের জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন এই রাশির জাতকরা। এর ফলে মানসিক শান্তি পাবেন। জীবনসঙ্গীর আপনার কাজে সহযোগিতা প্রদান করবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। নিজের কর্মকৌশলের মাধ্যমে সকলকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন। ছাত্রদের টাকাপয়সার দরকার পড়বে।

৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। দরিদ্রদের অন্ন ও বস্ত্র দান করুন।

​আজকের কন্যা রাশিফল​​:

কন্যা রাশির জাতকদের অনিচ্ছা সত্ত্বেও কিছু অর্থ ব্য়য় করতে হবে। তবে এই ব্যয় আপনার আর্থিক পরিস্থিতিতে প্রভাবিত করবে না। বন্ধুদের সাহায্য করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে নিজের ভাষা নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশির জাতকদের, তা না-হলে বিবাদ বাঁধিয়ে ফেলতে পারেন। প্রেম জীবনে সুখপূর্ণ অনুভূতি অর্জন করতে পারবেন। ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো নম্বর পাবেন। সন্তানের ভবিষ্যৎ চিন্তা সমাপ্ত হবে।

ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ব্রাহ্মণদের দান করুন।

​আজকের তুলা রাশিফল:

তুলা রাশির জাতকরা ব্যবসায় পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। অধিক কাজের কারণে স্বাস্থ্য দুর্বল হবে এই রাশির জাতকদের। চাকরিজীবীদের অধিকার বাড়বে। আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার প্রকল্পের সাফল্য দেখে সকলে আপনার সাহস ও পরাক্রমের প্রশংসা করবেন। ছাত্র-ছাত্রীদের আর্থিক সংকট দূর হবে। সন্ধেবেলা কোনও ঝুঁকিপূর্ণ কাজ করবেন না, হতাশ হতে পারেন।

ভাগ্য ৯৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শনির দর্শন ও তেল নিবেদন করুন।

​আজকের বৃশ্চিক রাশিফল:

বৃশ্চিক রাশির জাতকরা নিজের স্বাস্থ্যের যত্ন নিন। খাওয়া-দাওয়ার যত্ন নিন, তা না হলে পেটের রোগ হতে পারে। ব্যবসায় কিছু পরিকল্পনা করতে পারেন, এর দ্বারা ভবিষ্যতে লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা। ব্যবসায় নতুন পরিবর্তন করতে পারবেন। অবিবাহিত ছেলে বা মেয়ের বিবাহ প্রস্তাব আসতে পারে। সন্তান সংক্রান্ত কোনও সুসংবাদ পাবেন।

আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। রোজ রাতে শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান।

​আজকের ধনু রাশিফল​​:

ধনু রাশির জাতকদের পদোন্নতি হবে। অফিসারদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। পদ, মান-সম্মান বৃদ্ধি পাবে। প্রেম জীবনে নতুন প্রাণ আসবে। দাম্পত্য সম্পর্ক মজবুত হবে। ব্যবসায়ীরা আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের সহযোগিতা লাভ করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের পথ প্রশস্ত হবে। সন্ধেবেলা আটকে থাকা কাজ সম্পন্ন করার সময় পাবেন।

ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। গণপতিকে দূর্বা নিবেদন করুন।

​আজকের মকর রাশিফল​:

মকর রাশির জাতকদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। কাজের ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন, যা দেখে জীবনসঙ্গী খুশি হবে। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত মামলা প্রবীণ আধিকারিকদের সাহায্যে মিটে যাবে। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার দ্বারা লাভান্বিত হবেন। সন্ধেবেলা ধর্মীয় কাজে সাহায্য করবেন। সম্পত্তিতে লগ্নির জন্য আজকের দিনটি খুব ভালো।

ভাগ্য আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সাদা চন্দনের তিলক লাগান।

​আজকের কুম্ভ রাশিফল​:

কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অত্যন্ত লাভজনক। কোনও কাজ করার আগে মা-বাবার আশীর্বাদ নিতে ভুলবেন না, সফল হবেন। ভালো কাজ করে পরিবারের নাম উজ্জ্বল করতে পারেন। ব্যবসায় কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতকরা। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও বিষয় আলোচনা হতে পারে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

ভাগ্য ৮৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিবকে তামার ঘটিতে জল নিবেদন করুন।

​আজকের মীন রাশিফল:

মীন রাশির জাতকদের সন্তান ও জীবনসঙ্গীর প্রতি প্রেমের অনুভূতি বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অন্য কোনও ব্যক্তির কারণে আকস্মিক চিন্তিত হয়ে পড়তে পারেন। বাবার স্বাস্থ্যের যত্ন নিন। শ্বশুরবাড়ির তরফে লাভবান হবেন। চাকরিজীবীদের কাজের দায়িত্ব বাড়তে পারে।

আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণুকে বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করুন।

Card image cap

জানুন কী আছে কোন রাশির ভাগ্যে

চাঁদ আজ সারা দিন সিংহের রাশি সূর্যে বিরাজ করবে। তএই সময় সূর্যও অবস্থান করছে সিংহ রাশিতে। ফলে সিংহ রাশিতে আজ পাশাপাশি অবস্থান করবে চাঁদ ও সূর্য। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র অমাবস্যা তিথি। এই দিনটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। তারাপীঠে আজ ধূমধাম করে তারা মায়ের আরাধনা করা হয়। শাক্তমতে উপাসক কৌশিকী অমাবস্যায় বিশেষ যজ্ঞের আয়োজন করে থাকেন। মনে করা হয় এই দিনেই সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। মা তারার কৃপা লাভ করতে এই দিনটি বিশেষ উল্লেখযোগ্য। এই তিথিতে শিব যোগ ও সিদ্ধা যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে মঘা নক্ষত্র ও পরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ মা তারার আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল:

মেষ রাশির জাতকরা সুখ-সুবিধার জিনিস কেনায় অর্থ ব্যয় করবেন। তবে নিজের বাজেট অনুযায়ী কেনাকাটা করুন। কর্মক্ষেত্রে শত্রু প্রবল হবে, কিন্তু তাঁরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। ছাত্র-ছাত্রীরা কোনও শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করার পরিকল্পনা করে থাকলে তাতে সফল হবেন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। কোনও সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেবেন।

ভাগ্য ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।

​আজকের বৃষ রাশিফল​:

বৃষ রাশির অধিকাংশ যুবকদের রোজগার সংক্রান্ত দুশ্চিন্তা সমাপ্ত হবে। পারিবারিক ব্যবসায়ে বাবার পরামর্শের প্রয়োজন দেখা দেবে। অর্থের অপচয় করবেন না। গাফিলতি করা থেকে বিরত থাকুন, না-হলে কোনও বড়সড় সমস্যায় জড়াতে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে আর্থিক লেনদেন করলে সম্পর্কে ফাটল ধরতে পারে। সন্তানের বিবাহ সংক্রান্ত সুসংবাদ পাবেন।

৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। মা-বাবার আশীর্বাদ গ্রহণ করুন।

​আজকের মিথুন রাশিফল​​:

মিথুন রাশির জাতকদের মায়ের সঙ্গে মতপার্থক্য হতে পারে। এর ফলে পরিবারের পরিবেশ অবসাদপূর্ণ থাকবে। জীবনসঙ্গীর প্রয়োজনীয়তা পূরণ করবেন এই রাশির জাতকরা, তাঁদের সঙ্গে কেনাকাটায় যাবেন। প্রেম জীবন মজবুত হবে। অনিয়ন্ত্রিত ব্যয় এড়িয়ে যান, তা না-হলে আর্থিক পরিস্থিতি নষ্ট হবে।

ভাগ্য ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিবলিঙ্গে দুধ নিবেদন।

​আজকের কর্কট রাশিফল​​:

কর্কট রাশির জাতকরা সমাজসেবার সুযোগ পাবেন। বাড়িতে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। ছাত্রছাত্রীরা শিক্ষকদের সহযোগিতায় লক্ষ্য পূরণ করার চেষ্টা করবেন। ব্যবসায়ীরা কাজে মনোনিবেশ করুন, তখনই আর্থিক পরিস্থিতি উন্নত হবে। লগ্নির জন্য আজকের দিনটি ভালো।

আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অসহায়দের সাহায্য করুন।

​আজকের সিংহ রাশিফল​:

সিংহ রাশির জাতকদের আজ কঠিন পরিশ্রম করতে হবে, তখনই সাফল্য লাভ সম্ভব। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অধিক মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ বিরোধীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকুন। পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হবে, তাঁদের সঙ্গে ভালো সময় কাটাবেন। সন্তানের স্বাস্থ্যের বিষয় সাবধান ও সতর্ক হন।

৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ জ্বালান।

​আজকের কন্যা রাশিফল:

কন্যা রাশির জাতকদের নিজের ব্যবসার জন্য নতুন পরিকল্পনা তৈরি করতে হবে, ভবিষ্যতে এর দ্বারা লাভবান হবেন। প্রবীণ ব্যক্তির পরামর্শে আটকে থাকা কাজ পূর্ণ হবে। ব্যবসায়ীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, তবে ক্রমশ সব ঠিক হবে। জীবনসঙ্গীর পরামর্শে ব্যবসায় লাভবান হবেন।

ভাগ্য ৬৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণু সহস্ত্র নাম পাঠ করুন।

​আজকের তুলা রাশিফল:

তুলা রাশির জাতকরা কোনও সম্পত্তিতে লগ্নির চেষ্টায় থাকলে, আজকের দিনটি উত্তম। সন্তানের বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর কোনও কারণে বিবাদ হতে পারে, সতর্ক থাকুন। সন্ধেবেলা পরিবারের ছোট সদস্যদের সঙ্গে হাসি-ঠাট্টায় সময় কাটাবেন।

ভাগ্য ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণুর আরাধনা করুন।

​আজকের বৃশ্চিক রাশিফল​​:

বৃশ্চিক রাশির জাতকদের ব্যবসাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আলস্য ত্যাগ করুন, তখনই ভবিষ্যতে লাভ হবে। আইনি মামলায় জড়িয়ে থাকলে সিনিয়র অফিসারের পরামর্শে তার নিষ্পত্তি করতে পারবেন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সিনিয়রদের পরামর্শ গ্রহণের প্রয়োজন দেখা দেবে। সন্ধেবেলা গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।

আজ ৬৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। মা লক্ষ্মীর পুজো করুন।

​আজকের ধনু রাশিফল:

ধনু রাশির জাতকরা বাবার পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন। ব্যবসায়ীরা অর্থাভাবের মুখোমুখি হবেন। প্রেম জীবনে নতুনত্ব আসবে। সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ লগ্নি করবেন। রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা জনগণের সমর্থন পাবেন। চাকরিতে পদোন্নতি লাভের সম্ভাবনা রয়েছে।

ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।

​আজকের মকর রাশিফল​​:

মকর রাশির জাতকরা উন্নত ভবিষ্যতের জন্য নতুন প্রকল্প তৈরি করবেন। বিশেষজ্ঞদের পরামর্শের প্রয়োজন পড়বে। নতুন কাজের জন্য সময় ভালো নয়। ছাত্র-ছাত্রীদের সাফল্য লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে। শ্বশুরবাড়ির তরফে সম্মান পাবেন।

ভাগ্য আজ ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।

​আজকের কুম্ভ রাশিফল​:

কুম্ভ রাশির জাতকদের চাকরি বা কোনও কাজে বাধা দেখা দিতে পারে। কিন্তু ধীরে ধীরে নিজের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। বাবার স্বাস্থ্য দুর্বল হবে, সতর্ক হন। পারিবারিক কলহ সম্ভব, যা মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়াবে। প্রতিকূল পরিস্থিতিতে নিজের মুখের ভাষা নিয়ন্ত্রণে রাখুন।

ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। মাছকে আটার গুলি খাওয়ান।

​আজকের মীন রাশিফল:

মীন রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ছাত্রছাত্রীদের সাক্ষাৎ হবে, তাঁদের অভিজ্ঞতা ও পথপ্রদর্শন পড়াশোনায় সহায়ক হবে। ব্যবসায়িক যাত্রার জন্য সময় উত্তম। ঘরোয়া জিনিস কেনাকাটা করতে পারেন। লগ্নির জন্য অনুকূল দিন। পারিবারিক ব্যবসার জন্য জীবনসঙ্গীর পরামর্শ লাভজনক প্রমাণিত হবে।

আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

Card image cap

কী আছে কোন রাশির ভাগ্যে?

চাঁদ আজ সারা দিন চন্দ্রের রাশি কর্কটে বিরাজ করবে। তারপর রাতের বেলা সূর্যের রাশি সিংহে গোচপ করবে। এই সময় সূর্য অবস্থান করছে সিংহ রাশিতে। ফলে সিংহ রাশিতে আজ মিলিত হবে চাঁদ ও সূর্য। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র কৃষ্ণা চতুর্দশী তিথি। তার সঙ্গে আজ পালিত হচ্ছে মাসিক শিবরাত্রি ব্রত। মহাদেবের কৃপা লাভ করতে এই দিনটি বিশেষ উল্লেখযোগ্য। এই তিথিতে শিব যোগ ও পরিঘা যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে অশ্লেষা নক্ষত্র ও পরে মঘা নক্ষত্র। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ মহাদেবের আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল:

মেষ রাশির জাতকরা সন্তানের কাছ থেকে কোনও হতাশাজনক সংবাদ পাবেন, এর ফলে মন আহত হবে। গতকালের কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। রাতে পরিজনদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন। ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির গতি বাড়াতে হবে, তখনই সাফল্য লাভ সম্ভব। বাবার কাছ থেকে পারিবারিক ব্যবসা সংক্রান্ত পরামর্শ পাবেন, এর দ্বারা লাভ হবে।

​আজকের বৃষ রাশিফল:

বৃষ রাশির জাতকরা সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকলে এবার স্বস্তি পেতে পারেন। রাজনীতির ক্ষেত্রে আপনাদের প্রচেষ্টা সফল হবে। পারিবারিক ব্যবসায়ে বাবার সহযোগিতা পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত করার জন্য নতুন পন্থা অবলম্বন করতে হবে।

​আজকের মিথুন রাশিফল:

মিথুন রাশির জাতকদের দামী জিনিস চুরি যেতে পারে। বহুদিন ধরে আটকে থাকা কাজ সন্ধে নাগাদ সম্পন্ন হবে। মনের মধ্যে আনন্দ থাকবে। পরিজনদের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ব্যবসায়ীদের অধিক পরিশ্রম করতে হবে। ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন।

​আজকের কর্কট রাশিফল​​:

কর্কট রাশির জাতকরা কর্মক্ষেত্রে শুভ সংবাদ পাবেন। ব্যবসার জন্য় আজকের দিনটি শুভ। পরিশ্রম অনুযায়ী ফল লাভের যোগ রয়েছে। সন্তানের দায়িত্ব পূরণ করতে পারবেন। বাড়ি থেকে কাজ করেন যাঁরা, তাঁদের আজকের দিনটি ভালো কাটবে। রাজকীয় সম্মান, পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। কোথাও ঘুরতে যেতে পারেন এই রাশির জাতক। এর দ্বারা লাভবান হবেন। রাতে বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটাবেন।

​আজকের সিংহ রাশিফল​​:

সিংহ রাশির জাতকরা নিজের বুদ্ধি ও বাচন ক্ষমতার কারণে বিশেষ সম্মান পাবেন। আজ অধিক দৌড়ঝাপ করতে হবে। চোখে সমস্যা হতে পারে। শত্রু আপনাকে বিরক্ত করার সমস্ত ধরনের চেষ্টা করবেন। তবে তাঁরা আপনাকে পরাজিত করতে পারবেন না, তাই চিন্তা করবেন না। তবে নিজের মনের মধ্যে কারও প্রতি ভুল চিন্তা আনবেন না। উপহার পেতে পারেন।

​আজকের কন্যা রাশিফল:

কন্যা রাশির জাতকরা আইনি বিবাদে জড়িয়ে থাকলে দুপুরের পর আলোচনার মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। সাফল্য অর্জন করতে পারেন। ব্যবসায়িক প্রচেষ্টায় স্বল্বমেয়াদী সাফল্য অর্জন করতে পারেন। সন্তানকে নিজের ভবিষ্যতের জন্য চেষ্টা করতে দেখে আনন্দ পাবেন। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। এই অনুষ্ঠানে ব্যয় হবে এবং আপনার জনপ্রিয়তাও বাড়বে। মায়ের ভালোবাসা ও আশীর্বাদ পাবেন এই রাশির জাতকরা।

​আজকের তুলা রাশিফল:

তুলা রাশির জাতকদের বাড়িতে কোনও অনুষ্ঠান আয়োজিত হওয়ায় পরিবারের সদস্যদের আনন্দ বহুগুণ বাড়বে। বেশ কিছু দিন ধরে লেনদেনের সমস্যা চলতে থাকলে তার সমাধান খুঁজে পাবেন। হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ আগমন হতে পারে। আপনার মনে আনন্দ থাকবে। কোথাও বেড়াতে যাওয়ার যোগ রয়েছে। প্রেম জীবনের জন্য সময় অনুকূল, মনে আনন্দ থাকবে।

​আজকের বৃশ্চিক রাশিফল​​:

বৃশ্চিক রাশির জাতকরা স্বাস্থ্যের প্রতি কোনও গাফিলতি করবেন না। বায়ু, মুত্র, রক্ত ইত্যাদি সংক্রান্ত সমস্যা আপনাকে চিন্তিত করে তুলবে। চিকিৎসকের পরামর্শ নিন, ধীরে ধীরে স্বাস্থ্যোন্নতি হবে। পরিবারে ভারসাম্য বজায় রাখলে সুখের সময় কাটাতে পারবেন। সন্ধে নাগাদ কোনও সুসংবাদ পাবেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে শত্রুরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারেন।

​আজকের ধনু রাশিফল:

ধনু রাশির জাতকরা শ্বশুরবাড়ির তরফে ধনলাভ করতে পারেন। ব্যবসায়ীদের লাভ অর্জনের যোগ রয়েছে। তবে কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। সন্ধে থেকে রাত পর্যন্ত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। কর্মক্ষেত্রে কোনও মহিলা বন্ধুর সহযোগিতা লাভ করবেন।

​আজকের মকর রাশিফল:

মকর রাশির জাতকরা বিবাদ বা ঝগড়া এড়িয়ে যান, তা না হলে লোকসান হতে পারে। পারিবারিক ও আর্থিক জীবনে সাফল্য লাভ করতে পারবেন। রোজগারের চেষ্টা সফল হবে। ব্যবসায়ে লাভের নতুন সুযোগ পাবেন। পারিবারিক ব্যবসায়ে সাফল্য অর্জন করবেন। কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রমের পর সাফল্য অর্জন করবেন।

​আজকের কুম্ভ রাশিফল:

কুম্ভ রাশির জাতকরা আজ কোনও প্রতিকূল সংবাদ পাবেন ও স্বল্ব দূরত্বের কোনও যাত্রায় যেতে পারেন। বিবাদে জড়াবেন না। মিষ্টি কথা দিয়ে বড়সড় সমস্যার সমাধান করতে পারবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হবে। সন্ধেবেলা অপ্রয়োজনে দৌড়াদৌড়ি করতে হবে। এর ফলে খরচ বাড়বে। আর্থিক পরিস্থিতি প্রভাবিত হবে।

​আজকের মীন রাশিফল​:

মীন রাশির বিবাহিত জাতকরা ছেলে-মেয়ের কাজের চিন্তায় সময় কাটাবেন। দাম্পত্য কলহের অবসান ঘটবে আজ। ধর্মীয় যাত্রা ও শুভ কাজ করলে ব্যয় বাড়তে পারে। ইচ্ছাবিরুদ্ধ ব্যয় করতে হবে। এর ফলে আর্থিক পরিস্থিতি দুর্বল হবে। তাই আপনাদের সতর্ক থাকা জরুরি।

Card image cap

গ্রহরাজের কৃপায় ভাগ্য খুলবে কোন কোন রাশির

চাঁদ আজ সারা দিন রাত চন্দ্রের রাশি কর্কটে বিরাজ করবে। এই সময় সূর্য অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র কৃষ্ণা ত্রয়োদশী তিথি। আজ শনিবার হওয়ায় এই দিনটি শনি ত্রয়োদশী নামে পরিচিত। তার সঙ্গে আজ প্রদোষ ব্রত থাকায় পালিত হচ্ছে শনি প্রদোষ ব্রত। গ্রহরাজ শনির কৃপা লাভ করতে এই দিনটি বিশেষ উল্লেখযোগ্য। এই তিথিতে বরিয়ান যোগ ও পরিঘা যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে পুষ্য নক্ষত্র ও পরে অশ্লেষা নক্ষত্র। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ শনি ঠাকুরের আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল:

মেষ রাশির চাকরিজীবী জাতকরা অফিসে কোনও সিনিয়র অফিসারের সঙ্গে বিবাদে জড়াবেন না, লোকসান হতে পারে। নিজের রাগ ও মুখের ভাষা নিয়ন্ত্রণে রাখুন। সামাজিক সম্মান পেতে পারেন এই রাশির জাতকরা। বন্ধুদের সঙ্গে দূরের যাত্রায় যেতে পারেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। সন্তানের সমস্যার সমাধানে আজকের সন্ধে কাটাবেন।

ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।

​আজকের বৃষ রাশিফল:

বৃষ রাশির জাতকদের অনাবশ্যক ও অতিরিক্ত পরিশ্রম করতে হবে। তখনই সাফল্য লাভ সম্ভব। চাকরিতে কোনও আধিকারিকের বিরাগভাজন হতে পারেন এই রাশির জাতকরা। ব্যবসার জন্য কোনও প্রকল্প তৈরি করে থাকলে, তার দ্বারা ভবিষ্যতে লাভবান হবেন।

৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। মা লক্ষ্মীর পুজো করুন।

​আজকের মিথুন রাশিফল:

মিথুন রাশির জাতকদের ব্যবসায়িক সমস্যার সমাধান হবে। ব্যবসায়ে উন্নতির জন্য কোনও প্রবীণ ব্যক্তির অভিজ্ঞতা লাভজনক প্রমাণিত হবে। সন্ধেবেলা পরিবার ও বন্ধুদের সঙ্গে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িতরা আর্থিক লাভের সুযোগ পাবেন। মায়ের প্রতি বিশেষ স্নেহ থাকবে।

ভাগ্য ৯৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

​আজকের কর্কট রাশিফল​​:

কর্কট রাশির জাতকরা চার দিকে নিজের সামাজিক পরিসর বৃদ্ধি করতে পারবেন। বন্ধুদের সঙ্গে সাক্ষাতের ফলে অবসাদ কমবে। বিরোধীদের সমালোচনায় কান দেবেন না। ভবিষ্যতে সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। ধনবৃদ্ধির ক্ষেত্রে জীবনসঙ্গীর পরামর্শে লাভ হবে। সন্তান কিছু সমস্যার মুখোমুখি হবে, তাই সতর্ক থাকুন।

আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

​আজকের সিংহ রাশিফল:

সিংহ রাশির জাতকরা কোনও অচেনা ব্যক্তির সঙ্গে লেনদনের পরিকল্পনা করে থাকলে তা বাতিল করুন, লোকসান হতে পারে। ব্যবসায়িক সফরের দ্বারা লাভ হবে। শত্রু প্রবল হবে আজ, তবে তাঁরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না। ব্যবসায়ে নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। তাই নিজের পরিশ্রমে কোনও খামতি রাখবেন না। সামাজিক কাজে সন্তানের আগ্রহ বাড়বে।

৬৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। দরিদ্র ও বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।

​আজকের কন্যা রাশিফল​​:

কন্যা রাশির জাতকদের পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। পরিবারের সদস্যরা নানা কাজে ব্যস্ত থাকবেন। সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করবেন এই রাশির জাতকরা। পরিবারে বিবাদ সম্ভব, কিন্তু নিজের মুখের ভাষা নিয়ন্ত্রণে রাখুন।

ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

​আজকের তুলা রাশিফল​​:

তুলা রাশির জাতকদের পদ-প্রতিষ্ঠা ও সম্মান বৃদ্ধি পাবে। কাছে বা দূরে সফর করার জন্য প্রস্তুতি নিয়ে থাকলে, তা স্থগিত হতে পারে। সন্ধেবেলা পরিজনদের সঙ্গে সময় কাটাবেন, এর ফলে মানসিক শান্তি লাভ সম্ভব। সমস্যার সমাধান না হওয়ায় মানসিক অশান্তি থাকবে। আর্থিক পরিস্থিতি উন্নত করার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে।

ভাগ্য ৭৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিব চালিসা পাঠ করুন।

​আজকের বৃশ্চিক রাশিফল:

বৃশ্চিক রাশির ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় মগ্ন থাকবেন। অর্থাভাবের কারণে চিন্তিত থাকবেন এই রাশির জাতকরা। শ্বশুরবাড়ির তরফে ধনলাভ হতে পারে। চাকরিজীবীরা উন্নতির ভালো সুযোগ পেতে পারেন। সামাজিক সম্মান বাড়বে। পরিবারের সদস্যদের নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন।

আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সরস্বতীর পুজো করুন।

​আজকের ধনু রাশিফল​:

ধনু রাশির জাতকরা সাবধানে গাড়ি চালান। গাড়ি খারাপ হওয়ায় অর্থ ব্যয় হতে পারে। সন্তানের জন্য উপহার কিনতে পারেন। লগ্নির জন্য আজকের দিনটি উত্তম। ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতকরা। বন্ধুদের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ভাগ্য ৬৩ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। সাদা বস্তু দান করুন।

​আজকের মকর রাশিফল​​:

মকর রাশির জাতকরা নিজের আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। এমনকি আটকে থাকা কাজও সম্পন্ন হবে এই সময়ে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা অর্জন করবেন। চাকরি ও ব্যবসায়ে প্রবীণদের দ্বারা লাভবান হতে পারেন এই রাশির জাতকরা। ছাত্র-ছাত্রীরা সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন।

ভাগ্য আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। হলুদ বস্তু দান করুন।

​আজকের কুম্ভ রাশিফল:

কুম্ভ রাশির জাতকরা নিজের জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন। মা-বাবার স্নেহ পাবেন। ভাই-বোনের স্বাস্থ্য দুর্বল হবে, তাই সতর্ক থাকুন। সন্ধেবেলা বাড়িতে অতিথি আগমন হতে পারে। অর্থ ব্যয় হবে।

ভাগ্য ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।

​আজকের মীন রাশিফল​​:

মীন রাশির ছাত্র-ছাত্রীদের জন্য আজকের দিনটি অনুকূল। পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে ভালো ফল করতে পারবেন। বিশেষ অভিজ্ঞতা অর্জনের ফলে মনে আনন্দ থাকবে। আইনি বিবাদ প্রবল আকার ধারণ করবে, যা আপনার সমস্যা বাড়াবে। কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রমের জোরে সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা।

আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। মা করুন।

Card image cap

জানুন ভাগ্য খুলবে কোন কোন রাশির

চাঁদ আজ বুধের রাশি মিথুন ত্যাগ করে চন্দ্রের রাশি কর্কটে প্রবেশ করবে। এই সময় সূর্য অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র কৃষ্ণা দ্বাদশী তিথি। এই তিথিতে ব্যাতিপত যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে পুর্নবাসু নক্ষত্রের শুভ সংযোগ। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ মা লক্ষ্মীর আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল​​:

মেষ রাশির জাতকরা রোজগারের চেষ্টায় থাকলে ভালো সুযোগ পাবেন। আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলুন, তা না-হলে আর্থিক সংকট দেখা দিতে পারে। নতুন চাকরির চেষ্টা করলে তা পেতে পারেন। তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিলে লোকসান হবে। প্রেম সম্পর্কে আবদ্ধ থাকলে আজ পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গীকে পরিচয় করিয়ে দিতে পারেন।

ভাগ্য ৯৭ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। রোজ রাতে শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান

​আজকের বৃষ রাশিফল​:

বৃষ রাশির জাতকরা ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করলে তা আজ সম্পন্ন হবে। ব্যবসায় লাভ সম্ভব। পুরনো বন্ধুর কাছ থেকে সাহায্য লাভ করবেন। স্বাস্থ্যের যত্ন নিতে হবে, কোনও সমস্যা থাকলে শীঘ্র চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। তা না-হলে অযথা সমস্যায় জড়াতে পারেন। পারিবারিক ব্যবসায় সন্তানের সাহায্য পেতে পারেন। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন।

৮৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সরস্বতীর পুজো করুন।

​আজকের মিথুন রাশিফল:

মিথুন রাশির জাতকরা আর্থিক উন্নতির জন্য যে চেষ্টা করবেন, তাতে সফল হবেন। অফিসে সহকর্মীদের কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। ছোটখাটো বিষয় উপেক্ষা করে যান। আপনজনদের সহযোগিতা পাবেন। সম্পত্তি ক্রয়ের জন্য আজকের দিনটি ভালো। ছাত্রছাত্রীদের শিক্ষা লাভের পথে অর্থাভাব বাধা হয়ে দাঁড়াতে পারে। শ্বশুরবাড়ির কোনও সদস্যের সঙ্গে বিবাদ সম্ভব।

ভাগ্য ৬৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণের পুজো করুন।

​আজকের কর্কট রাশিফল​​:

কর্কট রাশির জাতকদের আজকের দিনটি ব্যবসার জন্য চ্যালেঞ্জপূর্ণ। অফিসে ভাইয়ের পরামর্শের প্রয়োজন হবে। বাণী মাধুর্যের সাহায্যে ব্যবসায়িক প্রকল্প এগিয়ে নিয়ে যেতে পারবেন। মায়ের তরফে ধনলাভ সম্ভব। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে আজ তা সম্পন্ন করবেন। জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন।

আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

​আজকের সিংহ রাশিফল​​:

সিংহ রাশির জাতকরা পুরনো বন্ধুর কারণে অযথা জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। দূরের যাত্রার পরিকল্পনা তৈরি করবেন। প্রচেষ্টা সফল হবে। কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি প্রেম ও বিশ্বাস মজবুত হবে। সন্ধ্যাবেলা বাবার স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। ভাই-বোনের সঙ্গে সম্পর্কে মাধুর্য থাকবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ এড়িয়ে যান।

৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। পার্বতী ও উমার পুজো করুন।

​আজকের কন্যা রাশিফল:

কন্যা রাশির জাতকরা ব্যবসায়িক প্রতিষ্ঠার দ্বারা লাভান্বিত হবেন। শত্রু সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হবে। স্বাস্থ্যের যত্ন নিন, তা না-হলে অযথা মানসিক অবসাদ বৃদ্ধি পাবে। রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য লাভের চেষ্টা করছেন যে জাতকরা তাঁদের জন্য আজকের দিনটি ভালো। কর্মক্ষেত্রে আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। সন্তানের কাজ দেখে আনন্দিত হবেন।

ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।

​আজকের তুলা রাশিফল:

তুলা রাশির জাতকরা কর্মক্ষেত্রে পরিবর্তনের জন্য যে চেষ্টা করছেন, তাতে সাফল্য লাভ করবেন। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। সন্ধ্যাবেলা কোনও পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। বিরোধী প্রবল হবে। তবে ইচ্ছা সত্ত্বেও তাঁরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না। পছন্দের কোনও বস্তু উপহার পেতে পারেন।

ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ব্রাহ্মণদের দান করুন।

​আজকের বৃশ্চিক রাশিফল​​:

বৃশ্চিক রাশির জাতকদের মনোবল চরমে থাকবে। পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে, এর জন্য অর্থ ব্যয় করবেন। আটকে থাকা ব্যবসায়িক পরিকল্পনার গতি বাড়বে। শ্বশুরবাড়ির তরফে সম্মান পাবেন। ব্যবসায়ীদের অযথা দৌড়ঝাপ করতে হবে। সন্তানের বিবাহ সংক্রান্ত সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না।

আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। দরিদ্রদের খাবার খাওয়ান।

​আজকের ধনু রাশিফল​​:

ধনু রাশির ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিযোগিতায় সাফল্যের জন্য অধিক পরিশ্রম করতে হবে। পারিবারিক বিবাদ মাথাচাড়া দিতে পারে। মা-বাবার পরামর্শে এই বিবাদ সমাপ্ত করে নিন, তা না-হলে সম্পর্কে ফাটল ধরতে পারে। চাকরিতে কিছু সহকর্মী আপনার জন্য পার্টির আয়োজন করতে পারেন। ব্যবসার গতি বৃদ্ধির জন্য বরিষ্ঠ আধিকারিকের পরামর্শ নেবেন।

ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। চন্দনের তিলক লাগান।

​আজকের মকর রাশিফল:

মকর রাশির জাতকরা শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে নিজের চেষ্টায় সফল হবেন। দুপুর নাগাদ ব্যবসায়িক তথ্য পেতে পারেন, যার পর আপনাকে যাত্রা করতে হতে পারে। অংশীদারের সাহায্যে আটকে থাকা চুক্তি চূড়ান্ত হবে, এর ফলে ব্যবসা সাফল্যের শীর্ষে পৌঁছবে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। শ্বশুরবাড়ির সঙ্গে কোনও বিবাদ থাকলে, তা জীবনসঙ্গীর সাহায্যে মিটে যাবে।

ভাগ্য আজ ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সাদা রেশমি বস্ত্র দান করুন।

​আজকের কুম্ভ রাশিফল​:

কুম্ভ রাশির জাতকরা আজ সন্তানের দায়িত্বপূরণ করতে পারেন। শিল্পকলার সঙ্গে সম্পর্কযুক্ত কাজ করেন যাঁরা, তাঁরা অত্যন্ত ব্যস্ত থাকবেন। সন্ধ্যাবেলা ক্লান্তি অনুভব করবেন। কোনও ব্যক্তির সহযোগিতায় আকস্মিক ধনলাভ সম্ভব। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। পরিবারের ছোট বাচ্চারা আপনার কাছে আবদার করতে পারেন। চাকরি ও ব্যবসায় বিবাদ সম্ভব। রাগ নিয়ন্ত্রণে রাখুন।

ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শনির দর্শন ও তেল নিবেদন করুন।

​আজকের মীন রাশিফল:

মীন রাশির জাতকরা আয়ের নতুন উৎস পাবেন। পার্ট টাইম কাজ করার জন্য সময় বের করতে পারবেন। বড়দের সহযোগিতায় সম্পত্তি লাভ করতে পারেন। ব্যবসার জন্য যাত্রা করতে পারেন। বাবার চোখের সমস্যা হতে পারে। সন্তানকে সামাজিক কাজ করতে দেখে আনন্দিত হবেন।

আজ ৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

Card image cap

জানুন কী আছে কোন রাশির ভাগ্যে

গতকালের মতো আজও চাঁদ আজ সারা দিন ধরে বুধের রাশি মিথুনে অবস্থান করবে। শাস্ত্র অনুসারে বুধ হল চন্দ্রদেবতার ছেলে। এর ফলে শুভ সংযোগ গঠিত হবে। এই সময় সূর্য অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র কৃষ্ণা একাদশী তিথি। আজ পালিত হচ্ছে অজ একাদশী। এটি ভাদ্র মাসের প্রথম একাদশী। এই তিথিতে ব্যাতিপত যোগ ও সিদ্ধি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে আর্দ্রা নক্ষত্রের শুভ সংযোগ। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ নারায়ণের আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল​​:

মেষ রাশির ছাত্রছাত্রীরা আজ শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগের সন্ধান পাবেন। ব্যক্তি বা সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা বাতিল করুন। পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। বাবার সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গ লাভ করবেন। তাঁর সঙ্গে ভালো সময় কাটাবেন। পুরনো বন্ধুদের সহযোগিতা পাবেন। বন্ধু সংখ্যা বাড়বে। সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে সরকার দ্বারা সম্মানিত করা হতে পারে।

ভাগ্য ৯৫ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। প্রথম রুটি গোরুকে খাওয়ান।

​আজকের বৃষ রাশিফল​:

বৃষ রাশির জাতকরা আজ ব্যস্ত থাকবেন। এই কারণে অধিক দৌড়ঝাপ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার দ্বারা লাভবান হবেন। ব্যবসায়ে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। লগ্নির জন্য সময় অনুকূল। ভাগ্যের সঙ্গ লাভ করবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পারিবারিক সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। এতে মায়ের বিশেষ সহযোগিতা লাভ করবেন।

৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অসহায় ব্যক্তিকে চাল দান করুন।

​আজকের মিথুন রাশিফল​​:

মিথুন রাশির ব্যবসায়ীরা আজ কোনও চুক্তি চূড়ান্ত করলে তা লাভজনক প্রমাণিত হবে। এর দ্বারা লাভবান হবেন। প্রবীণদের সাহায্যে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। পারিবারিক সম্পত্তি বিকশিত হবে। নতুন প্রকল্প শুরুর সুযোগ পাবেন। শারীরিক রোগ নিরাময়ের জন্য চিকিৎসকের পরামর্শ নিন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনুগামীর সংখ্যা বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মে বাধা উৎপন্ন হতে পারে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন।

ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

​আজকের কর্কট রাশিফল​:

কর্কট রাশির জাতকরা কর্মক্ষেত্রে নিজের পরিশ্রমের জন্য উচ্চাধিকারিকদের প্রশংসা লাভ করবেন। মামাবাড়ির স্নেহ পাবেন। মা-বাবার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। ভাই-বোনের সাহায্যে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পরিবারের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন। আপনার প্রভাব দেখে শত্রু চিন্তিত হবে। সন্তানের ভবিষ্য়ৎ চিন্তা থেকে মুক্ত হবেন।

আজ ৬২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গুরুজন ও বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।

​আজকের সিংহ রাশিফল​​:

সিংহ রাশির জাতকদের চোখের সমস্যা হতে পারে। এখনই এর চিকিৎসা না করালে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। ঋণ নেবেন না, লোকসান সম্ভব। পরিবারে অবসাদের কালো মেঘ দেখা দেবে, তবে এক এক করে সমস্ত সমস্যার সমাধান হবে। স্বাস্থ্যোন্নতি হবে। অনৈতিক কাজ থেকে দূরে থাকুন। মা-বাবার সহযোগিতা ও আশীর্বাদে দিনের দ্বিতীয়ার্ধে স্বস্তি পাবেন।

৬৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। সাদা চন্দনের তিলক লাগান ও শিবকে তামার লোটায় জল নিবেদন করুন।

​আজকের কন্যা রাশিফল​​:

কন্যা রাশির জাতকরা শ্বশুরবাড়ির সদস্যের বিরাগভাজন হবেন। মধুর শব্দ প্রয়োগ করে পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে পারেন, তা না হলে সম্পর্কে তিক্ততা আসবে। বন্ধুদের জন্য অর্থ ব্যয় করতে হবে। আপনি সকলের বিষয়ে ভালো চিন্তা করবেন, কিন্তু তাঁরা এতে আপনার স্বার্থ সন্ধানের চেষ্টা করবে। মা বাবার সহযোগিতা পাবেন। সন্তানের কাছ থেকে আনন্দ সংবাদ পেতে পারেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। দাম্পত্য জীবন আনন্দে কাটবে।

ভাগ্য ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণুর আরাধনা করুন।

​আজকের তুলা রাশিফল:

তুলা রাশির চাকরিজীবীদের অধিকার ও পদ বৃদ্ধি হবে। পারিবারিক সম্পত্তি বৃদ্ধি হবে। নতুন কাজে লগ্নির জন্য আজকের দিনটি ভালো। ব্যবসায়ে ধন লাভের যোগ তৈরি হচ্ছে। প্রেম সম্পর্ক গড়ে উঠবে। প্রবীণ আধিকারিকদের সহযোগিতায় সমস্ত কাজ এক এক করে সম্পন্ন হবে। ছাত্রছাত্রীরা গুরুজনদের আশীর্বাদ লাভ করবেন।

ভাগ্য ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণুকে বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করুন।

​আজকের বৃশ্চিক রাশিফল​​:

বৃশ্চিক রাশির জাতকদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টায় বাধা আসায় মন অশান্ত হবে। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা সংক্রান্ত কাজের জন্য দৌড়ঝাপ করতে হবে। ধৈর্য্য ধরে ও নিজের প্রতিভার সাহায্যে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। শত্রুদের পরাজিত করতে সফল হবেন। প্রেমীরা ভেবেচিন্তে শব্দ ব্যবহার করুন। রাগের কারণে সম্পর্কে বিভেদ উৎপন্ন হতে পারে। পরিবারে অশান্তি থাকবে।

আজ ৭৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শ্রীশিব চালিসা পাঠ করুন।

​আজকের ধনু রাশিফল​:

ধনু রাশির জাতকরা ব্যবসায়ে কোনও চেষ্টা করে থাকলে তা আজ সফল হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। এর দ্বারা ভবিষ্যতে লাভবান হবেন। বিবাদে জয়ী হতে পারেন। ব্যবসা সম্প্রসারণ হবে। সন্ধেবেলা সাবধানে গাড়ি চালান। বুদ্ধি, শিক্ষা ও জ্ঞান বৃদ্ধি হবে। ধর্মীয় কাজে আগ্রহ থাকবে। ভাগ্যের সঙ্গ পাবেন।

ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। হলুদ কাপড়ে ছোলার ডাল ও গুড় বেঁধে বিষ্ণু মন্দিরে নিবেদন করুন।

​আজকের মকর রাশিফল:

মকর রাশির জাতকদের পরিবারে অনাবশ্যক ব্যয় বাড়বে। অনিচ্ছা সত্ত্বেও সেই ব্যয় বহন করতে হবে। আর্থিক পরিস্থিতি দুর্বল হবে। লগ্নির পরিকল্পনা তৈরি করবেন, এর দ্বারা ভবিষ্যতে লাভবান হবেন। ঋণমুক্তির চেষ্টা সফল হবে। ব্যবসায়িক সফর লাভজনক হবে। কঠিন পরিশ্রম করলে কোনও মূল্যবান বস্তু লাভ করতে পারবেন, এর দ্বারা আনন্দিত হবেন।

ভাগ্য আজ ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।

​আজকের কুম্ভ রাশিফল​:

কুম্ভ রাশির জাতকরা আজ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করবেন। প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যয় করুন। কর্মক্ষেত্রে কেউ আপনার সাফল্য দেখে ঈর্ষান্বিত হবেন। তাঁরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন। ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ পরিকল্পনা পূরণ করার জন্য একাগ্রতার সঙ্গে প্রস্তুতি নিন। সন্ধেবেলা কোনও আত্মীয়ের বাড়ি যেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে

ভাগ্য ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণকে মাখন-মিছরির ভোগ নিবেদন করুন।

​আজকের মীন রাশিফল:

মীন রাশির জাতকরা ব্যবসা সম্প্রসারণের জন্য বাবার পরামর্শ ও সহযোগিতা লাভ করবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। প্রেম জীবনে সামঞ্জস্য স্থাপনের চেষ্টা ব্যর্থ হবে। সামাজিক সম্মান পাওয়ায় মনোবল বাড়বে। ভবিষ্যৎ মজবুত করার জন্য পরিকল্পনা করে কাজ করন। আপনার হাসিখুশি স্বভাবের কারণে অন্যেরা আপনার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করবেন।

আজ ৬১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। যোগাসন অভ্যাস করুন।

Card image cap

সিদ্ধিদাতার আশীর্বাদে সিদ্ধিলাভ কাদের?

চাঁদ আজ গোটা দিন রাত জুড়ে বুধের রাশি মিথুনে অবস্থান করবে। শাস্ত্র অনুসারে বুধ হল চন্দ্রদেবতার ছেলে। এর ফলে শুভ সংযোগ গঠিত হবে। এই সময় সূর্য অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র কৃষ্ণা দশমী তিথি। এই তিথিতে মহালক্ষ্মী যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে মৃগশিরা ও পরে আর্দ্রা নক্ষত্রের শুভ সংযোগ। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ সিদ্ধিদাতা গণেশের প্রভাবে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল​:

মেষ রাশির জাতকরা আজ পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। অর্থ ব্যয় বাড়বে। অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন এই রাশির জাতকরা। ধর্মীয় ও সামাজিক কাজে সহযোগিতা প্রদান করবেন। ভাইয়ের পরামর্শে ব্যবসায় উন্নতি হবে। প্রেম জীবনে অবসাদ দেখা দেবে, ভেবেচিন্তে কথা বলুন। রুষ্ট সঙ্গীর রাগ দূর করতে বিলম্ব করবেন না। বিবাহযোগ্য জাতকদের জন্য আজকের দিনটি ভালো।

ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। চন্দনের তিলক লাগান।

​আজকের বৃষ রাশিফল​:

বৃষ রাশির জাতকদের মায়ের সঙ্গে বিচারধারায় মত পার্থক্য দেখা দিতে পারে। ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষার পথে বাধার সম্মুখীন হবেন। পরিবারের দৈনন্দিন ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, যার ফলে চিন্তিত হয়ে পড়বেন। কোনও সমস্যা হলে সন্ধ্যাবেলা তার সমাধানে প্রতিবেশীদের সাহায্য লাভ করবেন। সন্তানকে ধর্মীয় কাজে লিপ্ত দেখে আনন্দিত হবেন।

৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। বিষ্ণুর পুজো করুন।

​আজকের মিথুন রাশিফল​​:

মিথুন রাশির জাতকরা নতুন কাজে লগ্নির পরিকল্পনা করে থাকলে তাতে সফল হবেন। কোনও কারণে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য হতে পারে। জীবন আনন্দে কাটবে। সন্তানের ভবিষ্যৎ চিন্তা আপনাদের দুশ্চিন্তায় ফেলবে। ভাই-বোনের বিবাহ প্রসঙ্গ প্রবল হবে। মা-বাবার সেবার সুযোগ পাবেন।

ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিব চালিসা পাঠ করুন।

​আজকের কর্কট রাশিফল​​:

কর্কট রাশির জাতকদের উন্নতির সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ সম্পন্ন করার জন্য সময় বের করতে পারেন। আলস্য ত্যাগ করুন। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা কাজে সাফল্য লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে আধিকারিকরা আপনার কাজ দেখে প্রভাবিত হবেন। বুদ্ধি ও বিচক্ষণতার সাহায্যে কোনও কাজ করে থাকলে তাতে সাফল্য লাভ করবেন। পরিবারের ছোট বাচ্চাদের সঙ্গে ভালো সময় কাটাবেন। আকস্মিক ধনলাভের সম্ভাবনা রয়েছে।

আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। হলুদ কাপড়ে ছোলা ও গুড় বেঁধে বিষ্ণুর মন্দিরে নিবেদন করুন।

​আজকের সিংহ রাশিফল:

সিংহ রাশির জাতকরা বিদেশে বসবাসকারী পরিবারের কাছ থেকে সুসংবাদ পাবেন। বিবাহযোগ্য জাতকরা ভালো প্রস্তাব পাবেন। দরিদ্রদের সাহায্যের জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন এই রাশির জাতকরা। এর ফলে মানসিক শান্তি পাবেন। জীবনসঙ্গীর আপনার কাজে সহযোগিতা প্রদান করবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। নিজের কর্মকৌশলের মাধ্যমে সকলকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন। ছাত্রদের টাকাপয়সার দরকার পড়বে।

৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।

​আজকের কন্যা রাশিফল:

কন্যা রাশির জাতকদের অনিচ্ছা সত্ত্বেও কিছু অর্থ ব্য়য় করতে হবে। তবে এই ব্যয় আপনার আর্থিক পরিস্থিতিতে প্রভাবিত করবে না। বন্ধুদের সাহায্য করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে নিজের ভাষা নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশির জাতকদের, তা না হলে বিবাদ বাধিয়ে ফেলতে পারেন। প্রেম জীবনে সুখপূর্ণ অনুভূতি অর্জন করতে পারবেন। ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো নম্বর পাবেন। সন্তানের ভবিষ্যৎ চিন্তা সমাপ্ত হবে।

ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ব্রাহ্মণদের দান করুন।

​আজকের তুলা রাশিফল​​:

তুলা রাশির জাতকরা ব্যবসায় পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। অধিক কাজের কারণে স্বাস্থ্য দুর্বল হবে এই রাশির জাতকদের। চাকরিজীবীদের অধিকার বাড়বে। আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার প্রকল্পের সাফল্য দেখে সকলে আপনার সাহসও পরাক্রমের প্রশংসা করবেন। ছাত্রছাত্রীদের আর্থিক সংকট দূর হবে। সন্ধেবেলা কোনও ঝুঁকিপূর্ণ কাজ করবেন না, হতাশ হতে পারেন।

ভাগ্য ৯৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শনির দর্শন ও তেল নিবেদন করুন।

​আজকের বৃশ্চিক রাশিফল​:

বৃশ্চিক রাশির জাতকরা নিজের স্বাস্থ্যের যত্ন নিন। খাওয়া-দাওয়ার যত্ন নিন, তা না-হলে পেটের রোগ হতে পারে। ব্যবসায় কিছু পরিকল্পনা করতে পারেন, এর দ্বারা ভবিষ্যতে লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা। ব্যবসায় নতুন পরিবর্তন করতে পারবেন। অবিবাহিত ছেলে বা মেয়ের বিবাহ প্রস্তাব আসতে পারে। সন্তান সংক্রান্ত কোনও সুসংবাদ পাবেন।

আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। রোজ রাতে শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান।

​আজকের ধনু রাশিফল​​:

ধনু রাশির জাতকদের পদোন্নতি হবে। আধিকারিকদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। পদ, মান-সম্মান বৃদ্ধি পাবে। প্রেম জীবনে নতুন শক্তি সঞ্চারিত হবে। দাম্পত্য সম্পর্ক মজবুত হবে। ব্যবসায়ীরা আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের সহযোগিতা লাভ করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের পথ প্রশস্ত হবে। সন্ধেবেলা আটকে থাকা কাজ সম্পন্ন করার সময় পাবেন।

ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। গণপতিকে দূর্বা নিবেদন করুন।

​আজকের মকর রাশিফল​​:

মকর রাশির জাতকদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। কাজের ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন, যা দেখে জীবনসঙ্গী খুশি হবে। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত মামলা বরিষ্ঠ আধিকারিকদের সাহায্যে মিটে যাবে। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার দ্বারা লাভবান হবেন। সম্পত্তিতে লগ্নির জন্য আজকের দিনটি খুব ভালো।

ভাগ্য আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সাদা চন্দনের তিলক লাগান।

​আজকের কুম্ভ রাশিফল​​:

কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অত্যন্ত লাভজনক। কোনও কাজ করার আগে মা-বাবার আশীর্বাদ নিতে ভুলবেন না, সফল হবেন। ভালো কাজ করে পরিবারের নাম উজ্জ্বল করতে পারেন। ব্যবসায় কিছু সমস্যা উৎপন্ন হতে পারে, তবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতকরা। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও বিষয় আলোচনা হতে পারে। পরিবারের সদস্যদের পরামর্শের প্রয়োজন দেখা দেবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

ভাগ্য ৮৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিবকে তামার পাত্র থেকে জল নিবেদন করুন।

​আজকের মীন রাশিফল​​:

মীন রাশির জাতকদের সন্তান ও জীবনসঙ্গীর প্রতি প্রেমের অনুভূতি বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অন্য কোনও ব্যক্তির কারণে হঠাৎ চিন্তিত হয়ে পড়তে পারেন। বাবার স্বাস্থ্যের যত্ন নিন। শ্বশুরবাড়ির তরফে লাভবান হবেন। চাকরিজীবীদের কাজের দায়িত্ব বাড়তে পারে।

আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণুকে বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করুন।

Card image cap

বজরংবলীর কৃপায় আজ কী আছে কোন রাশির ভাগ্যে?⁹

চাঁদ আজ রাত ৩.৪১ মিনিট পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে। এরপর চাঁদ মিথুন রাশিতে গোচর করবে। এই সময় সূর্য অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র কৃষ্ণা নবমী তিথি। এই তিথিতে হর্ষণা যোগ ও বজ্র যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে রোহিনী ও পরে মৃগশিরা নক্ষত্রের শুভ সংযোগ। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ বজরংবলীর প্রভাবে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল​​:

মেষ রাশির জাতকদের আজ ব্যবসার কারণে যাত্রা করতে হতে পারে, এর দ্বারা লাভ হবে। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি খুবই ভালো। জীবনসঙ্গীর কাছ থেকে সম্মান লাভ করবেন। ব্যবসায়ে ইতিবাচক পরিণাম পাওয়ায় আর্থিক পরিস্থিতি উন্নত হবে। আয় বৃদ্ধি সম্ভব। অতিথি আগমনের ফলে ভালো পরিমাণে অর্থ ব্যয় হবে। বকেয়া টাকা আদায় করার জন্য আজকের দিনটি ভালো। কাউকে কোনও প্রতিশ্রুতি দেবেন না।

ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। চন্দনের তিলক লাগান।

​আজকের বৃষ রাশিফল​:

বৃষ রাশির জাতকরা ঘরোয়া প্রয়োজনের জিনিস কিনতে পারেন। দাম্পত্য জীবন ভালো কাটবে। কর্মক্ষেত্রে আপনার কাঁধে অতিরিক্ত কাজের দায়িত্ব থাকবে। কোনও নতুন কাজ দেওয়া হতে পারে আপনাদের, দায়িত্বের সঙ্গে তা পূর্ণ করুন। বিবাদ এড়িয়ে যান, তা না হলে আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন। নিজের কর্মকৌশল দেখানোর সুযোগ পাবেন এই রাশির জাতকরা। শত্রুদের পরাজিত করতে পারবেন।

৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সাদা রেশমি বস্ত্র দান করুন।

​আজকের মিথুন রাশিফল​​:

মিথুন রাশির যে জাতকরা রাজনৈতিক কাজের সঙ্গে জড়িত, তাঁদের কাজে বাধা আসব। এর ফলে আপনার মন হতাশ থাকবে। ভাই-বোনের সঙ্গে ভালো সময় কাটাবেন। ব্যস্ততা সত্ত্বেও প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন, যার ফলে সম্পর্কে নতুন উৎসাহ ও শক্তি উৎপন্ন হবে। ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্ধেবেলা কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। দায়িত্বের কাজ পেতে পারেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন।

ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সাদা রেশমি বস্ত্র দান করুন।

​আজকের কর্কট রাশিফল​:

কর্কট রাশির ব্যবসায়ীরা কোনও বিদেশি সংস্থার সঙ্গে অংশীদারীর চেষ্টা করে থাকলে সময় অনুকূল, লাভ হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। লগ্নিকারীদের জন্য সময় লাভজনক। ভাগ্য আপনার পাশে। এমন কোনও উদ্দেশ্য পেতে পারেন, যার জন্য আপনাকে শীঘ্র কারও সহযোগিতা করতে হবে। জীবনসঙ্গীর পরামর্শে ব্যবসায়ে লাভ হবে। সন্ধেবেলা পরিবারের ছোট সদস্যদের সঙ্গে হই-হুল্লোড়ে সময় কাটাবেন।

আজ ৭৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শনির দর্শন ও তেল নিবেদন করুন।

​আজকের সিংহ রাশিফল​​:

সিংহ রাশির ছাত্র-ছাত্রীদের আজ কঠিন পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে সাফল্য লাভ সম্ভব। পরিবারে কোনও অশুভ সংবাদ পাবেন, যার ফলে ব্যয় বাড়বে। সামাজিক কাজের ফলে সমাজে আপনার স্বচ্ছ ভাবমূর্তি গড়ে উঠবে। কর্মক্ষেত্রে কড়া নজর রাখতে হবে এই রাশির জাতকদের, চারপাশে কী হচ্ছে তা জেনে রাখা দরকার। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। মুখের ভাষা নিয়ন্ত্রণে রাখুন, তা না হলে প্রেম জীবনে সমস্যা হতে পারে।

৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। অসহায়দের সাহায্য করুন।

​আজকের কন্যা রাশিফল​​:

কন্যা রাশির জাতকরা পুরনো ঋণ ও রোগ থেকে মুক্তি পাবেন। সামাজিক কাজের সঙ্গে সম্পর্কযুক্ত যাত্রা করতে পারেন। নিজের কাজের জন্য সম্মানিত হবেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ায় অধিক পরিশ্রম করতে হবে। তবে ভয় পাবেন না, এর দ্বারা আপনাদের লাভই হবে। বহুদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আনন্দিত হবেন। শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ভাগ্য ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সরস্বতীর পুজো করুন।

​আজকের তুলা রাশিফল​​:

তুলা রাশির জাতকরা বাবার সহযোগিতায় বিপরীত পরিস্থিতিতে সংঘর্ষ করা থেকে মুক্তি পাবেন। নিজের ওপর গর্ব হবে। সরকারি পরিকল্পনার দ্বারা লাভবান হবেন। আর্থিক পরিস্থিতি ধীর গতিতে উন্নত হবে। তবে আজ আর্থিক লেনদেন এড়িয়ে যেতে হবে এই রাশির জাতকদের। ব্যবসায়ে জীবনসঙ্গীর সহযোগিতা অর্জন করবেন। ছাত্র-ছাত্রীরা নিজের ভবিষ্যত মজবুত করার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, যা আপনার ভবিষ্যৎ উন্নত করবে। সন্ধেবেলা কোনও মূল্যবান বস্তু হারিয়ে যেতে বা চুরি হতে পারে, তাই সতর্ক থাকুন।

ভাগ্য ৯৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

​আজকের বৃশ্চিক রাশিফল​:

বৃশ্চিক রাশির জাতকদের প্রেম জীবনে মাধুর্য্য থাকবে। দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। অন্যের সাহায্য করলে আত্মসন্তুষ্টি লাভ করবেন এই রাশির জাতকরা। অফিসে আপনার অধিকার বৃদ্ধি হবে। এর ফলে সহকর্মীদের মেজাজ নষ্ট হবে। তবে নিজের ভালো ব্যবহারের সাহায্যে সকলের মন জয় করতে পারবেন এই রাশির জাতকরা। ছাত্র-ছাত্রীরা নতুন কিছু শেখার সুযোগ পাবেন। ভবিষ্যৎ পরিকল্পনা পূরণ করার সুযোগ পাবেন। অতিথি আগমনের ফলে আনন্দ ও ব্যয় বৃদ্ধি পাবে।

আজ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। কৃষ্ণের পুজো করুন।

​আজকের ধনু রাশিফল:

ধনু রাশির যে জাতকরা রোজগার বা চাকরির সন্ধানে রয়েছেন অথবা যাঁরা নতুন ব্যবসা শুরু করতে চান, তাঁরা আশপাশের ব্যক্তিদের সাহায্য পাবেন। সহকর্মীদের সঙ্গে মিলে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। কেনাবেচা করেন যে ব্যবসায়ীরা তাঁদের লাভ হবে। ধৈর্য্য ধরে ও মৃদু ব্যবহারের সাহায্যে পারিবারিক অশান্তি দূর করতে সফল হবেন। প্রিয়জনের সাহায্য করতে গিয়ে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন। দাম্পত্য জীবন মধুর হবে, যার ফলে মন প্রসন্ন থাকবে। আজকের দিনটি মাঝারি ফলদায়ী।

ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

​আজকের মকর রাশিফল​​:

মকর রাশির জাতকদের গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। অবসাদমুক্ত থাকুন। ব্যবসায়ীদের আকস্মিক ধন লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। ভাই-বোনের সাহায্যে সমস্ত কাজ পূর্ণ হবে। স্ত্রী ও সন্তানের স্বাস্থ্য দুর্বল হবে। বন্ধুদের বিশেষ পরিকল্পনার অংশীদার হতে পারেন। পরিচিত ব্যক্তির মাধ্যমে লাভ সম্ভব। লেনদেনে সতর্কতা অবলম্বন করুন।

ভাগ্য আজ ৬০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। পার্বতী ও উমার পুজো করুন।

​আজকের কুম্ভ রাশিফল:

কুম্ভ রাশির জাতকরা সামাজিক কাজকর্মে সাফল্য লাভ করবেন। লগ্নির আগে সমস্ত দিক ভালো ভাবে যাচাই করে নিন। কারোর সঙ্গে কড়া কথা বলায় আজ আপনার ভাবমূর্তি নষ্ট হবে। মায়ের সঙ্গে মতভেদ হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও তাঁদের সহযোগিতায় কাজে সাফল্য লাভ করবেন। বড় অঙ্কের টাকা হাতে আসতে পারে। দাম্পত্য বিবাদের সমাধান হবে।

ভাগ্য ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।

​আজকের মীন রাশিফল:

আজ সন্তানের তরফে ভালো সংবাদ পাওয়ায় মীন রাশির জাতকদের মনে আনন্দ থাকবে। পরিচিত ব্যক্তির সাহায্যে ব্যবসায়ে নতুন চুক্তি চূড়ান্ত করতে পারেন। ছাত্র-ছাত্রীরা শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতা পাবেন। পরিবারের সদস্যদের প্রত্যাশা পূরণ করবেন। কাজে মনোনিবেশ করুন। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। ধৈর্য্য বজায় রাখুন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আপনার চেষ্টা সফল হবে। যুবকরা অফিসে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ায় উন্নতি হবে।

আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। ব্রাহ্মণদের দান করুন।

Card image cap

কৃষ্ণ জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, জানুন কোন রাশির লাভ!

আজ পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মতিথি। চাঁদ আজ সারা দিন রাত ধরে বৃষ রাশিতে অবস্থান করবে। জন্মাষ্টমীতে চাঁদ বৃষ রাশিতে থাকা অত্যন্ত শুভ। এই সময় সূর্য অবস্থান করছে সিংহ রাশিতে। শাস্ত্র অনুসারে সোমবার বা বুধবার জন্মাষ্টমী পড়লে তার বিশেষ মাহাত্ম্য থাকে। এই তিথিতে সর্বার্থ সিদ্ধি যোগ ও হর্ষণা যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে রোহিণী নক্ষত্রের শুভ সংযোগ। শ্রীকৃষ্ণের যেদিন জন্ম হয়েছিল, সেদিনও ছিল রোহিণী নক্ষত্র। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ শ্রীকৃষ্ণের আশীর্বাদে কার কেমন দিন কাটবে তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল​​:

মেষ রাশির যে জাতকরা বীমার কাজ করেন, তাঁদের জন্য আজকের দিনটি ভালো। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। পারিবারিক ব্যয়ের কারণে মানসিক অবসাদ সম্ভব। নতুন কোনও মামলা চললে পরিস্থিতি আপনার পক্ষে আসতে পারে। চাকরিতে কোনও সহকর্মী আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাই ভেবেচিন্তে কাজ করুন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আগত বাধা দূর হবে।

ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। পিঁপড়েকে আটা খাওয়ান।

​আজকের বৃষ রাশিফল​:

বৃষ রাশির জাতকরা সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত সুখবর পেতে পারেন। ব্যবসায়ীরা সুসংবাদ পেতে পারেন আজ, এর জন্য সফর করতে হবে। সন্ধেবেলা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ভাইদের সাহায্য পাবেন। সামাজিক কাজ করার ইচ্ছা বাড়বে। মায়ের তরফে লাভ হবে। অতিথি আগমন হতে পারে, যার ফলে পরিবারের সদস্যরা ব্যস্ত হয়ে পড়বে।


৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সূর্যকে অর্ঘ্য দিন।

​আজকের মিথুন রাশিফল​​:

মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি শুভ। কর্মক্ষেত্রে গোপন শত্রু আপনার লোকসান করার সমস্ত ধরনের চেষ্টা করবে, সতর্ক থাকুন। কর্মকৌশলের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। আর্থিক জীবনে অবসাদ থাকবে। ব্য়য় নিয়ন্ত্রণে রাখুন। মায়ের সঙ্গে মনোমালিন্য সম্ভব। নিজের কথা নিয়ন্ত্রণে রাখুন।

ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। কৃষ্ণকে মাখন-মিশ্রীর ভোগ নিবেদন করুন।

​আজকের কর্কট রাশিফল​:

কর্কট রাশির জাতকরা জীবনসঙ্গীর আবেগ ও প্রয়োজনীয়তার যত্ন নিন। আপনাদের সম্পর্ক মজবুত হবে। প্রেম জীবন আনন্দে কাটবে। হারিয়ে যাওয়া বস্তু ফিরে পেতে পারেন। ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের সহযোগিতা লাভ করবেন। অসম্পূর্ণ লক্ষ্য পূরণে সফল হবেন। প্রশাসনের সহযোগিতায় কাজ সম্পন্ন হবে। সমাজসেবায় অর্থ ব্যয় করবেন। অবিবাহিত জাতকরা বিয়ের ভালো প্রস্তাব পেতে পারেন।

আজ ৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সূর্যকে জলের অর্ঘ্য দিন।

​আজকের সিংহ রাশিফল​​:

সিংহ রাশির জাতকরা বিরোধীদের কারণে সমস্যায় জড়াবেন। কেউ আপনার কাজ সম্পন্ন করার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন। আপনার পথ প্রদর্শনের দ্বারা অন্যেরা লাভান্বিত হবেন। সামাজিক পরিসর বৃদ্ধি পাবে, সকলে আপনার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবেন। ছাত্র-ছাত্রীরা শিক্ষাক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন। ব্যবসায় উন্নতির দ্বারা লাভবান হবেন।

৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

​আজকের কন্যা রাশিফল​​:

কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে বিভ্রান্তির পরিস্থিতি আজ সমাপ্ত হবে। ভালো ভাবে কাজ সম্পন্ন করতে পারবেন। প্রিয় মানুষের কাছ থেকে উপহার পেতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক মধুর হবে। ব্যবসায় আগত বাধা সমাপ্ত হবে। চাকরিজীবীদের পদোন্নতি হবে। নতুন শত্রু মাথাচাড়া দিতে পারে, সতর্ক থাকুন।

ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ করুন।

​আজকের তুলা রাশিফল:

তুলা রাশির জাতকদের ভবিষ্যতের প্রতি অধিক সতর্ক হতে হবে। সাফল্যের পথে অগ্রসর হবেন। ব্যবসায়িক যাত্রা কঠিন হবে, কিন্তু ভবিষ্যতে এর দ্বারা লাভবান হবেন। সন্তানের বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। বিয়ে পাকা হতে পারে। কোনও সদস্যের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। আচমকা ধনলাভ হতে পারে। সন্ধেবেলা মা-বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবেন।

ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।

​আজকের বৃশ্চিক রাশিফল:

বৃশ্চিক রাশির জাতকরা নানা বিবাদের মুখোমুখি হবেন। ধৈর্য্য ধরে কাজ করুন। রাজনীতির সঙ্গে জড়িত জাতকদের জন্য সময় ভালো। মান-সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে নিজের কার্যকৌশল উন্নত করতে হবে, তখনই সমস্যা কমবে। সন্ধেবেলা সামাজিক ও রাজনৈতিক কাজে সময় কাটাবেন। বড়দের সাহায্যে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হবে। পারিবারিক ও পেশাগত জীবনে ব্যস্ততা থাকবে।

আজ ৭২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। দরিদ্রদের খাবার খাওয়ান।

​আজকের ধনু রাশিফল:

ধনু রাশির জাতকরা বিবাদে জয়ী হতে পারেন। আপনার মধুর ব্যবহার সকলকে সন্তুষ্ট ও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রেম জীবনে মাধুর্য থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করার সংকল্প নেবেন। শ্বশুরবাড়ির কোনও সদস্যের সঙ্গে বিবাদ সম্ভব। জীবনসঙ্গীকে পাশে পাবেন। স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। পেটের গোলযোগ হতে পারে।

ভাগ্য ৭৮ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। সাদা রেশমি বস্ত্র দান করুন।

​আজকের মকর রাশিফল​​:

মকর রাশির জাতকরা নিজের পরিকল্পনা সম্পন্ন করার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। ব্যবসায় বড় লাভ সম্ভব। সন্ধেবেলা মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিন। শ্বশুরবাড়ির সদস্যদের সহযোগিতায় কাজ সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসায়ীরা সন্তানের সাহায্য পাবেন।

ভাগ্য আজ ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

​আজকের কুম্ভ রাশিফল:

কুম্ভ রাশির জাতকদের ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে। কাজে বাধা দেখা দিতে পারে। বাবার স্বাস্থ্যের যত্ন নিন। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। মানসিক শান্তি লাভ করবেন। একসঙ্গে একাধিক কাজ চলে আসায় দৌড়ঝাপ বাড়বে। জীবনসঙ্গীর কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন। কোনও নতুন কাজ সম্পন্ন করার পরিকল্পনা তৈরি করতে পারেন।


ভাগ্য ৬৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গোরুকে গুড় খাওয়ান।

​আজকের মীন রাশিফল​​:

মীন রাশির জাতকরা নতুন সুযোগের সদ্ব্যবহার করে ব্যবসায়িক প্রকল্প তৈরি করবেন। সন্তানের বিয়ের প্রস্তাব পেতে পারেন। প্রেম জীবনে নতুন অধ্যায়ের সূচনা হবে। লগ্নির জন্য আজকের দিনটি ভালো। ঋণমুক্তি সম্ভব। অর্থ বৃদ্ধি পাবে। অংশীদারীর ব্যবসায় লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। চাকরি ও ব্যবসার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।

আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বজরংবাণ পাঠ করুন।

Card image cap

জানুন কী আছে কোন রাশির ভাগ্যে

চাঁদ আজ রাত ১০.৩০ মিনিট পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে। এরপর চাঁদ বৃষ রাশিতে গোচর করবে। এই সময় সূর্য অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র কৃষ্ণা সপ্তমী তিথি। এই তিথিতে ত্রিপুষ্কর যোগ ও রবি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে ভরণী ও পরে কৃতিকা নক্ষত্রের শুভ সংযোগ। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ সূর্যদেবের প্রভাবে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল:

মেষ রাশির জাতকরা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি সচেতন হন। বাইরের খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। রাজনৈতিক ক্ষেত্রে লাভবান হবেন এই রাশির জাতকরা। চাকরিজীবীরা কোনও বিশেষ চুক্তি চূড়ান্ত করতে পারবেন। ব্যবসায় লাভ হবে।

ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।

​আজকের বৃষ রাশিফল​:

বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ব্যবসার জন্য লাভজনক। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। এই রাশির অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। আইনি বিবাদের সমাধান হবে। পরিবারের সদস্যদের সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন। পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হবে।

৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। মা-বাবার আশীর্বাদ গ্রহণ করুন।

​আজকের মিথুন রাশিফল​​:

মিথুন রাশির জাতকদের আজকের দিনটি সৃজনশীল। চাকরিজীবীরা নিজের পছন্দ অনুযায়ী কাজ করার সুযোগ পাবেন। সন্ধে নাগাদ কোনও বিশেষ কাজের দায়িত্ব পেতে পারেন। পরিবারের সকল সদস্য এই কাজে আপনাদের সাহায্য করবে। ব্যবসা সম্প্রসারণের জন্য যাত্রা করতে পারেন। ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় ভালো সাফল্য লাভ করতে পারেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়াবেন না।

ভাগ্য ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।

​আজকের কর্কট রাশিফল:

কর্কট রাশির জাতকরা একাগ্রতার সঙ্গে কাজ করুন, সঠিক সময় এর সুফল পাবেন। অসম্পূর্ণ কাজ সময়ের মধ্যে সম্পন্ন হতে পারে। আপনার চিন্তাভাবনা অনুযায়ী অফিসের পরিবেশ গড়ে উঠবে। সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। আজ রাতে ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারেন। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। শ্বশুরবাড়ির মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে।

আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অসহায়দের সাহায্য করুন।

​আজকের সিংহ রাশিফল​​:

সিংহ রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। প্রেম জীবনের জন্য সময় বের করতে পারবেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে প্রবীণ সদস্যরা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারেন। তবে তাঁরা এই কাজে সফল হবেন না। কোনও সম্পত্তি ক্রয়ের জন্য আজকের দিনটি ভালো।

৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

​আজকের কন্যা রাশিফল​​:

কন্যা রাশির জাতকরা সুন্দর ব্যবহারের কারণে চাকরি ও ব্যবসায় মান-সম্মান অর্জন করবেন। এর ফলে আপনাদের আয় বৃদ্ধি হবে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের বিষয় আলোচনা হতে পারে। সাবধানে গাড়ি চালান, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। মা-বাবার সেবার সুযোগ পাবেন।

ভাগ্য ৮৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।

​আজকের তুলা রাশিফল​​:

তুলা রাশির জাতকদের কাজকর্ম সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে। ব্যবসায় নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারেন। এর দ্বারা ভবিষ্যতে লাভবান হবেন। জমি, পরিবার ও পারিপার্শ্বিক বিষয় সমস্যা দেখা দিতে পারে। কিন্তু চিন্তিত হবেন না, সন্ধের মধ্যে সমস্ত শত্রু শান্ত হবে। জীবনসঙ্গীকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন।

ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বিষ্ণুর আরাধনা করুন।

​আজকের বৃশ্চিক রাশিফল:

বৃশ্চিক রাশির জাতকরা ব্যবসায় নতুন প্রকল্প গ্রহণ করবেন। ব্যবসার জন্য আজকের দিনটি ভালো। সারাদিন লাভের যোগ রয়েছে। সন্ধেবেলা পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন। চাকরিজীবীদের ধনলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীরা নিজের পরীক্ষার কারণে চিন্তিত থাকবেন। কেরিয়াকে উন্নতির নতুন সুযোগ পেতে পারেন। মামাবাড়ির তরফে সম্মান পাবেন।

আজ ৬৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।

​আজকের ধনু রাশিফল​​:

ধনু রাশির জাতকরা আজ পরিবারের কোনও সদস্যের জন্য় টাকা জোগাড় করতে পারেন। ব্যবসায় সুবর্ণ সুযোগ পাবেন, কিন্তু তা চিহ্নিত করতে না পারলে সেই সুযোগ হাতছাড়া হবে। ব্যবসায় ঝুঁকি নিলে বড়সড় মুনাফা হতে পারে। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। বাবার সমর্থনের প্রয়োজন হবে।

ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। গায়ত্রী চালিসা পাঠ করুন।

​আজকের মকর রাশিফল​​:

মকর রাশির জাতকরা আজ ভালো সুযোগ পাবেন। অংশীদারীর ব্যবসায় লাভবান হবেন। সন্তানের সঙ্গে সম্পর্কযুক্ত বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একাধিক কাজ হাতে আসায় লাভের পরিমাণ বাড়বে। পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন করার জন্য সময় উত্তম। সন্ধেবেলা প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়াবেন না।

ভাগ্য আজ ৬৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। মাছকে আটার গুলি খাওয়ান।

​আজকের কুম্ভ রাশিফল​​:

কুম্ভ রাশির জাতকদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন। খাওয়া-দাওয়ার যত্ন নিন। তাড়াহুড়োয় চাকরি এবং ব্যবসায়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, তাই ভেবেচিন্তে কাজ করুন। সন্তানের ভবিষ্যৎ চিন্তা দূর হবে। প্রেম জীবনে উন্নতি সম্ভব।

ভাগ্য ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

​আজকের মীন রাশিফল​​:

মীন রাশির জাতকরা ব্যবসায় সেই সমস্ত জিনিস অর্জন করতে পারেন, যার অভাব রয়েছে। ব্যবসায় ঝুঁকি নিতে পারেন, এর মাধ্যমে লাভ হবে। মধুর ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি উন্নত করুন, তা না হলে সম্পর্কে তিক্ততা আসতে পারে। সম্পত্তি লগ্নির জন্য আজকের দিনটি ভালো। শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধান করবেন।

আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

Card image cap

সন্ধের আগেই ভাগ্য খুলবে ৬ রাশির

চাঁদ আজ সারাদিন মেষ রাশিতে অবস্থান করবে। এই সময় সূর্য অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র কৃষ্ণা পঞ্চমী তিথি। এই তিথিতে অমৃত সিদ্ধি যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে রেবতী ও পরে অশ্বিনী নক্ষত্রের শুভ সংযোগ। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ শনি ঠাকুরের প্রভাবে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল​​:

আজ আপনি বাচ্চাদের কারণে উদ্বিগ্ন হতে পারে। সন্ধের দিকে এই সব সমস্যার সমাধান হবে। আজ কিছু কাজের কারণে, আপনাকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে। পারিবারিক বিবাদ আজ শেষ হয়ে যাবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্কে মাধুর্য থাকবে। ব্যবসার কারণে ভ্রমণ হতে পারেন। আজ শ্বশুরবাড়ির কাছ থেকে সম্মান পেতে পারেন।

আজ ভাগ্য ৯৩% আপনার পক্ষে থাকবে। গণেশকে লাড্ডু নিবেদন করুন।

​আজকের বৃষ রাশিফল​​:

আজ আপনার প্রিয়জন বা আত্মীয়দের মধ্যে কেউ কোনও শারীরিক সমস্যায় ভুগতে পারে। আপনাকে সাহায্য করতে হবে। আজ আপনি দাতব্য কাজে কিছু অর্থ ব্যয় করবেন, যার কারণে আপনার খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়বে। আপনি সন্ধে থেকে রাত পর্যন্ত আপনার পরিবারের সঙ্গে বেড়াতে যেতে পারেন। অনর্থক ব্যয় এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন।

আজ ভাগ্য ৭৭% আপনার পক্ষে থাকবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।

​আজকের মিথুন রাশিফল​​:

আজ আপনি হঠাৎ করে প্রচুর অর্থ পেতে পারেন, যা আপনার মনোবল বাড়িয়ে দেবে। আজ আপনার প্রিয়জনের সামনে কিছু বাধা আসতে পারে। জীবনসঙ্গীর জন্য কিছু কেনাকাটা করতে পারেন। আপনাকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আর্থিক অবস্থা নড়বড়ে হতে পারে। আজ আপনি যে কাজই করুন না কেন, ফলাফল পেতে আপনার সময় লাগবে। পরিবারের সদস্যদের সাথে কোনও শুভ অনুষ্ঠানে যেতে পারেন।

আজ ভাগ্য ৭১% আপনার পক্ষে থাকবে। দেবী লক্ষ্মীর পুজো করুন।

আজকের কর্কট রাশিফল:

আজ আপনি ব্যবসায় যা নতুন পরিকল্পনা করবেন, তাতে সফল হবেন। আজ আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আজ পরিবার এবং ভালো গুণের মানুষদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। সন্ধ্যায় অতিথিদের আগমনের কারণে অর্থ ব্যয় বাড়তে পারে। পরিবারের ছোটদের সঙ্গে মজা করে দিন কাটাবেন। শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তির অবসান হবে।


আজ ভাগ্য ৭২% আপনার পক্ষে থাকবে। বিষ্ণু সহস্ত্র পাঠ করুন।

​আজকের সিংহ রাশিফল​​:

আজ আপনি সংসারের দৈনন্দিন প্রয়োজন মেটাতে কিছু অর্থ ব্যয় করবেন। ব্যবসার সমস্যাগুলি ভাইয়ের সঙ্গে শেয়ার করবেন, যার ফলে আপনার উপকার হবে। কর্মরত ব্যক্তিরা তাঁদের সব কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা করলে তাঁরা আজ এর জন্য সময় বের করতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা কিছু নতুন চুক্তি চূড়ান্ত করতে পারেন। আপনি আজ সন্ধেয় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

আজ ভাগ্য ৭১% আপনার পক্ষে থাকবে। তুলসী গাছে সন্ধেবেলা জল নিবেদন করুন এবং প্রদীপ জ্বালান।

​আজকের কন্যা রাশিফল​​:

আজ আপনি আপনার পরিবারের কোনও সদস্যকে নিয়ে চিন্তিত হতে পারেন এবং আপনার সন্তানের ভবিষ্যত নিয়েও চিন্তিত হবেন। তবে ব্যবসায় বড় মুনাফা পাওয়ায় আপনার আর্থিক অবস্থান ভালো হবে। আপনি যদি আজ আয়ের চেয়ে বেশি ব্যয় করেন তবে এটি ভবিষ্যতে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। আজ শ্বশুরবাড়ির পক্ষ থেকে সম্মান পাওয়ার সম্ভাবনা আছে। সন্ধেয় মাকে উপহার দিতে পারেন।

আজ ভাগ্য ৬৭% আপনার পক্ষে থাকবে। অভাবী কাউকে চাল দান করুন।

​আজকের তুলা রাশিফল:

আজ আপনি যে কাজই করুন না কেন, তাতে সম্পূর্ণ সাফল্য পাবেন। আজ আপনার কর্মস্থলে আপনার ইচ্ছা অনুযায়ী কাজ দেওয়া হবে যার ফলে আপনার মনে আনন্দ থাকবে। আপনার চারপাশের পরিবেশ হবে মনোরম। অফিসাররাও আজ আপনার প্রশংসা করবেন। আপনি যদি আজ কোনো সম্পত্তি কিনতে যাচ্ছেন, তাহলে তার স্থাবর ও অস্থাবর উভয় দিকই সাবধানে বিবেচনা করুন।

আজ ভাগ্য ৮৭% আপনার পক্ষে থাকবে। প্রথম রুটি মা গরুকে খাওয়ান।

​আজকের বৃশ্চিক রাশিফল​​:

আজ শত্রুরা চাকরি ও ব্যবসায় আপনার উপর কর্তৃত্ব করার চেষ্টা করবে, তবে আপনাকে সতর্ক থাকতে হবে। চোখ-কান খোলা রেখে কাজ করুন। আজ আপনি প্রচুর আর্থিক সুবিধা পাবেন, তবে লাভ বেশি হলেও অতিরিক্ত ব্যয়ের কারণে আপনি চিন্তিত থাকবেন। আজ চাকরিক্ষেত্রে বদলি হওয়ার সম্ভাবনা আছে

আজ ভাগ্য ৭৭% আপনার পক্ষে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণকে মাখন ও চিনি নিবেদন করুন।

​আজকের ধনু রাশিফল​​:

আজ আপনি শারীরিক এবং আর্থিক শক্তি পাবেন। যার কারণে আপনি সমস্ত অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ করবেন এবং আপনার পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করবেন। আজ আপনার ব্যয় বেশি হবে। সন্ধেবেলা বাবা-মাকে মন্দিরে নিয়ে যেতে পারেন। আজ আপনার ব্যবসার জন্য কারও পরামর্শের প্রয়োজন হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ উপকারী হবে।

আজ ভাগ্য ৬২% আপনার পক্ষে থাকবে। যোগ প্রাণায়াম অনুশীলন করুন।

আজকের মকর রাশিফল:

ভাই এবং ব্যবসায়িক সহযোগীদের মধ্যে বিবাদের কারণে আজ আপনার পুরো দিনটি খারাপ কাটবে। আপনি যদি আজ কোনও দোকান বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন তবে আপনার জীবনসঙ্গীর পরামর্শ নেওয়া ভালো হবে। আজ আপনার শত্রুরা আপনাকে হয়রানি করার চেষ্টা করবে। ছাত্রদের আজ পড়াশোনার জন্য আর্থিক কষ্ট ভোগ করতে হবে। মা-বাবার সেবায় সন্ধেবেলা কাটাবেন।


আজ ভাগ্য ৬৫% আপনার পক্ষে থাকবে। তুলসী গাছে জল দিন এবং প্রদীপ জ্বালান।

​আজকের কুম্ভ রাশিফল​​:

আজ আপনার ব্যবসায় ক্রমাগত লাভের সম্ভাবনা থাকবে। আজ আপনি ব্যবসার কারণে কিছু ভ্রমণও করবেন, যা লাভজনক হবে। যাঁরা বিদেশ থেকে ব্যবসা করছেন তাঁরা আজ কোনও ভালো খবর পেতে পারেন। আজ আপনি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে পারেন। শ্বশুরবাড়ির কারও সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুর সাহায্যে আপনি আজ আপনার বকেয়া টাকা ফিরে পেতে পারেন, যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে।

আজ ভাগ্য ৮৯% আপনার পক্ষে থাকবে। গণেশকে লাড্ডু নিবেদন করুন।

​আজকের মীন রাশিফল​​:

আজ আপনাকে মানসিক চাপ এড়াতে ধৈর্য্য ও নম্রতার সঙ্গে কাজ করতে হবে। আজ চাকরিজীবীদের কাজের চাপ বাড়বে, যার কারণে তাদের কিছু সমস্যার মুখে পড়তে হবে। তবে তাদের বুদ্ধি খাটিয়ে তাঁরা সন্ধের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে সফল হবেন এবং সকলের প্রিয় হয়ে উঠবেন। সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ থাকলে তা আদালত পর্যন্ত এগোতে পারে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে।

আজ ভাগ্য ৮১% আপনার পক্ষে থাকবে। শিবলিঙ্গে দুধ অর্পণ করুন।

Card image cap

কেরিয়ারে বড় উন্নতির যোগ! জানুন আজকের রাশিফল

চাঁদ আজ সন্ধে ৭টা ৫৪ মিনিট পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে। এর পর মেষ রাশিতে গোচর করবে। এই সময় সূর্য অবস্থান করছে সিংহ রাশিতে। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র কৃষ্ণা চতুর্থী তিথি। এই তিথিতে অমৃত সিদ্ধি যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে রেবতী ও পরে অশ্বিনী নক্ষত্রের শুভ সংযোগ। আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে শুভ। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ মা লক্ষ্মীর আশীর্বাদে কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।


​আজকের মেষ রাশিফল​​:

মেষ রাশির জাতকরা আজ ইতিবাচক ফলাফল পাবেন। কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে হবে, তা না হলে সমস্যা হতে পারে। আত্মীয়ের কাছ থেকে কোনও সুসংবাদ পাবেন। কর্মক্ষেত্রে বন্ধুদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন, এর ফলে সহজে সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। চাকরিজীবীদের বেতনবৃদ্ধি হবে। পরিশ্রমের অনুরূপ ফলাফল পাবেন।

ভাগ্য ৭৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সাদা বস্তু দান করুন।

​আজকের বৃষ রাশিফল​​:

বৃষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত ব্যয়বহুল। প্রবীণদের অনুমতি নিয়ে কোনও কাজ করলে সুফল লাভ সম্ভব। মাকে ধর্মীয় স্থানে নিয়ে যেতে পারেন। বহিরাগত ব্যক্তির বিষয়ে হস্তক্ষেপ করবেন না, তা না হলে সমস্যা হতে পারে। সুখ-সুবিধার জন্য কেনাকাটা করবেন। আয় বুঝে ব্যয় করুন, তা না হলে সমস্যায় জড়াতে পারেন।

৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।

​আজকের মিথুন রাশিফল​​:

মিথুন রাশির জাতকরা আজ কোনও কাজে অতি উৎসাহিত হয়ে পড়বেন না। ব্যক্তিগত মামলা চলে থাকলে, তাতে আপনার পক্ষে সিদ্ধান্ত আসবে। সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত জাতকরা সতর্ক থাকুন। তাড়াহুড়োয় সন্তানের লেখাপড়া সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিলে সমস্যা উৎপন্ন হতে পারে। ব্যবসার কাজে মনোনিবেশ করবেন। মামাবাড়ির তরফে আর্থিক লাভ অর্জন করতে পারবেন।

ভাগ্য ৯৪ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।

​আজকের কর্কট রাশিফল:

কর্কট রাশির জাতকদের পরিবারের পরিবেশ আনন্দমুখর থাকবে। পারিবারিক কাজকর্মে আগ্রহ রাখবেন। চারদিকে আপনার সুখ্যাতি ছড়িয়ে পড়বে। নিজের কথা ও ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন। গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পন্ন করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। রক্তের সম্পর্ক মজবুত হবে। কাছের মানুষরা আপনার বিশ্বাস ভাঙতে পারেন, তাই সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের। সন্তানকে দায়িত্ব দিলে তাঁরা সেটি ভালোভাবে পূরণ করবে।

আজ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

​আজকের সিংহ রাশিফল​​:

সিংহ রাশির জাতকদের সম্মান বৃদ্ধি হবে। আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশির জাতকদের। তা না হলে সমস্যা হতে পারে। পরিবারে অতিথি আগমনের ফলে চিন্তিত থাকবেন। সন্তানকে নীতি শিক্ষা প্রদান করুন। সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটবে। কোনও নতুন কাজ পূর্ণ করতে পারবেন। জীবনযাত্রার প্রণালী আগের থেকে উন্নত হবে। কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা পূরণ করবেন।

৭০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। সূর্যকে অর্ঘ্য দিন।

​আজকের কন্যা রাশিফল​​:

কন্যা রাশির জাতকরা আজ তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না। আইনি মামলার রায় আপনার পক্ষে আসবে। বন্ধুদের মনোযোগ আকর্ষণ করবেন। বহিরাগত ব্যক্তির সামনে পারিবারিক সমস্যা প্রকাশ করবেন না, সমস্যা হতে পারে। বিদেশে বসবাসকারী পরিবারের সদস্যদের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। পরিবারের কোনও সদস্যকে চাকরির জন্য বাড়ি থেকে দূরে যেতে হতে পারে।

ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। হলুদ কাপড়ে ছোলা ও গুড় বেঁধে বিষ্ণুর মন্দিরে নিবেদন করুন।

​আজকের তুলা রাশিফল​​:

তুলা রাশির জাতকরা আজ কোনও নতুন কাজে অংশগ্রহণ করে নিজের সুনাম অর্জন করবেন। পারিবারিক সম্পর্কে মাধুর্য বজায় রাখুন, তা না হলে সমস্যা দেখা দিতে পারে। আপনার প্রভাব ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। অনাবশ্যক বিবাদে জড়াবেন না। তা না হলে সমস্যা দেখা দেবে। বহিরাগত ব্যক্তির ওপর ভরসা করবেন না। কোনও নতুন কাজে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। বাজেট অনুযায়ী কাজ করলে ভালো ফল পাবেন।

ভাগ্য ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।

​আজকের বৃশ্চিক রাশিফল​​:

বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ধন বৃদ্ধির সুসংবাদ নিয়ে আসবে। পরিবারের সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন। মনের মধ্যে প্রতিযোগিতার ইচ্ছা থাকবে। বড় কোনও লাভ অর্জন করায় আনন্দের কোনও সীমা থাকবে না। গুরুত্বপূর্ণ কাজের গতি বাড়বে। মামাবাড়ির তরফে আর্থিক লাভ হতে পারে। প্রত্যাশার চেয়ে বেশি ধনলাভ হওয়ায় বাঁধ ভাঙা আনন্দ থাকবে।

আজ ৮৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। প্রথম তৈরি রুটি গোরুকে খাওয়ান।

​আজকের ধনু রাশিফল​​:

ধনু রাশির জাতকদের আজকের দিনটি ভাগ্যের দিক দিয়ে ভালো। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে। আদালতের রায় আপনার পক্ষে আসতে পারে। সুখ-সুবিধা বাড়বে। কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী কাজ হওয়ায় আনন্দের শেষ থাকবে না। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। কোনও বড় সাফল্য লাভ করতে পারেন। চাকরির সন্ধানে থাকলে ভালো সুযোগ পাবেন।

ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। অসহায়দের চাল দান করুন।

​আজকের মকর রাশিফল​​:

মকর রাশির জাতকদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, তা না হলে সমস্যা দেখা দিতে পারে। তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না। ভুল করে কোনও কাজের নিয়ম-নীতি লঙ্ঘন করবেন না, সমস্যা হতে পারে। জীবনশৈলী উন্নত হবে। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। অচেনা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হবে, সতর্ক থাকুন।

ভাগ্য আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করুন ও প্রদীপ জ্বালান।

​আজকের কুম্ভ রাশিফল:

কুম্ভ রাশির জাতকদের দাম্পত্য জীবন আনন্দে কাটবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি ভালো। ব্যবসায়ীদের প্রচেষ্টা সফল হবে। গুরুত্বপূর্ণ কাজ সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারবেন। জীবনসঙ্গীর জন্য কোনও ছোটখাটো কাজ শুরু করে দিতে পারেন। পরিবারের সদস্যদের কাছ থেকে সুসংবাদ পাবেন।

ভাগ্য ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। দরিদ্র ও প্রবীণদের আশীর্বাদ লাভ করবেন।

​আজকের মীন রাশিফল:

মীন রাশির জাতকদের কঠিন পরিশ্রম করতে হবে আজ। একাগ্রতার সঙ্গে কাজ করুন। এর ফলে কর্মক্ষেত্রে আধিকারিকদের মন জয় করতে পারবেন। প্রবীণ সদস্যদের পূর্ণ সহযোগিতা ও সমর্থন লাভ করবেন। কোনও সরকারি কাজে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে। পুরনো রোগ ফের দেখা দিতে পারে, সতর্ক হন। লেনদেনে সমস্যা হতে পারে।

আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। চন্দনের তিলক লাগান।