CATEGORY state:

Card image cap

LPG-এর দাম থেকে PPF অ্যাকাউন্ট বড় সিদ্ধান্ত সরকারের

 ১ লা অক্টোবর থেকে বড় পরিবর্তন হবে এই নিয়মের! এলপিজির দাম থেকে সুকন্যা সমৃদ্ধি, একাধিক নিয়মে আনা হচ্ছে বিরাট রদবদল। দেখুন সম্পূর্ণ তালিকা।



সেপ্টেম্বর মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। অক্টোবরের শুরু থেকেই অনেক নিয়মে আসতে চলেছে বড়সড় বদল। TRAI,শেয়ার বাজার এবং ব্যাঙ্কিং সংক্রান্ত অনেক নতুন নিয়মের বদল আসতে চলেছে আগামী ১ অক্টোবর থেকে।


আগামী অক্টোবর থেকে এলপিজি গ্যাসের দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ড লেনদেন সংক্রান্ত নিয়মে আনা হচ্ছে আমূল বদল। একই সঙ্গে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিছু রদবদল আনা হতে পারে। 


গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন


এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রতি মাসে আপডেট করা হয়। ১ অক্টোবর থেকে এলপিজির দাম বাড়তে বা কমতে পারে। এর পাশাপাশি পিএনবি সেভিংস অ্যাকাউন্টেও কিছু পরিবর্তন করতে পারে।


বোনাস ক্রেডিট নিয়ম


SEBI স্টক মার্কেট বোনাস ক্রেডিট সম্পর্কিত নিয়মও ঘোষণা করেছে। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। SEBI শেয়ার ক্রেডিট সময় ২ দিন কমিয়ে দিয়েছে। এর পর এখন রেকর্ড ডেট থেকে দুই দিনের মধ্যে বোনাস শেয়ার দেওয়া হবে।


TRAI নিয়মে পরিবর্তন


১ অক্টোবর থেকে, TRAI 4G এবং 5G নেটওয়ার্কের মান উন্নত করতে কিছু পরিবর্তন করতে চলেছে। Jio, Airtel, BSNL এবং অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে এই নতুন নিয়ম মানতে হবে। কেউ নিয়ম ভঙ্গ করলে জরিমানাও করা হবে।


সুকন্যা সমৃদ্ধি যোজনা


এই প্রকল্পের অধীনে, দাদু-দিদিমা'রা তাদের নাতি-নাতনিদের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে পারতেন। ১ অক্টোবর থেকে শুধুমাত্র অভিভাবকরাই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। 


PPF এর তিনটি নিয়ম


১ অক্টোবর থেকে কেন্দ্রীয় সরকারের পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য হবে। কেন্দ্র পিপিএফ নিয়ে ৩টি নতুন নিয়ম করেছে। অ্যাকাউন্টধারীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদ পাওয়া যাবে না।


গঙ্গার তলায় মেট্রোয় চড়ে এবার হবে ঠাকুর দেখা, পুজোয় রয়েছে চমকের ছড়াছড়ি


ট্যাক্স সম্পর্কিত পরিবর্তন


আয়কর আইনে সংশোধনী: আয়কর আইনে অনেক সংশোধনী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। একটি বড় সংশোধনী হল আয়কর ছাড়ের সীমা বাড়ানো হয়েছে। এখন, ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য আয়কর ছাড়ের সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। পাশাপাশি ১লা অক্টোবর থেকে সমস্ত ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেনের উপর কর আরোপ করা হবে। এই কর শুধুমাত্র ৫০ লক্ষ টাকার উপরে লেনদেনের উপর আরোপ করা হবে।


ব্যাংকিং সম্পর্কিত পরিবর্তন


ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুদের হার বাড়বে: আগামী ১ অক্টোবর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুদের হার বাড়বে বলে আশা করা হচ্ছে। RBI সম্প্রতি রেপো রেট ০.৫০% বাড়িয়েছে, যার ফলে বাড়তে পারে ব্যাঙ্কগুলি্র সুদের হার। 


ক্রেডিট কার্ডের লেনদেনে সুদের হার বাড়বে: আগামী ১ অক্টোবর থেকে ক্রেডিট কার্ডের লেনদেনে সুদের হার বাড়বে বলে আশা করা হচ্ছে। RBI সম্প্রতি RLR (রেপো রেট লিঙ্কড রেট) 0.50% বাড়িয়েছে, ক্রেডিট কার্ড লেনদেনে সুদের হারের সম্ভাবনা বাড়িয়েছে।


নগদ লেনদেনে নিষেধাজ্ঞা: ১ অক্টোবর থেকে ২ লাখ টাকার বেশি নগদ লেনদেনের উপর নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞা বিক্রয়, ক্রয় এবং লেনদেন সহ সকল প্রকার লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।


শিক্ষা ঋণের সুদের হার বাড়বে: আগামী ১ অক্টোবর থেকে শিক্ষা ঋণের সুদের হার বাড়বে বলে আশা করা হচ্ছে। RBI সম্প্রতি RLR 0.50% বাড়িয়েছে, যার কারণে শিক্ষা ঋণের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে।

Card image cap

অবশেষে বঙ্গে এল পদ্মাপাড়ের ইলিশ

মহালয়ার বাকি এখনও এক সপ্তাহ। তার আগেই বঙ্গে এল পদ্মাপাড়ের ইলিশ! লক্ষ্মীবারে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে বেশ কয়েকটন ইলিশ এসে পৌঁছয়। জানা গিয়েছে, প্রথম গাড়িতে ৪ টন রুপোলি শস্যের আগমন ঘটেছে। পরবর্তী গাড়িগুলিতে প্রায় ২০ টন ইলিশ আসার কথা ছিল। বলা হচ্ছে, শুক্রবার থেকেই বাজারে মিলবে পদ্মার ইলিশ। দাম হতে পারে কেজি প্রতি ২০০০ টাকা বা তার বেশি।বেনাপোল বন্দর থেকে পাওয়া সূত্রে জানা গিয়েছে, ৩০০০ টন ইলিশ রপ্তানির প্রথম চালানে ৪ টন অর্থাৎ ৪ হাজার কেজি মাছ এসেছে। দুটি ট্রাকে করে ইলিশবোঝাই ২০০ বক্স মাছ বুধবার বিকেলে বেনাপোল বন্দরে পৌঁছে যায় রপ্তানির জন্য। মৎস্য দপ্তরের অনুমতি সাপেক্ষে বৃহস্পতিবার পেট্রাপোল দিয়ে ঢুকেছে এপার বাংলায়। নতুন ও পুরনো সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই-বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। শর্তে বলা হয়েছে, অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।শুক্রবার থেকেই পদ্মার সুস্বাদু ইলিশ পাতে পড়বে বঙ্গবাসীর। বলা হচ্ছে, কলকাতা ও সংলগ্ন অঞ্চলের বাজারগুলিতে তা পাওয়া যাবে। বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির মধ্যে প্রথম চালানে মোট ১৮ মেট্রিক টন অর্থাৎ ১৮ হাজার কেজি ইলিশ মাছ। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য পড়ছে ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ টাকা। আর ভারতীয় মূল্যে ৮৪০ টাকা। সেই নিরিখে বাজারে পদ্মার ইলিশের দাম নির্ধারিত হবে। পরে আরও ইলিশ ঢুকবে। ফলে বাজারে জোগান বাড়বে। আর জোগান বাড়লে দামও খানিকটা কমতে পারে। ফলে উৎসবের মরশুমে বাঙালি পদ্মার রুপোলি শস্যের স্বাদ পেতে পারেন বলেই মনে করা হচ্ছে।

Card image cap

মহালয়ার ভোর ও অষ্টমীর রাত দখলের ডাক জুনিয়র ডাক্তারদের

আর জি কর কাণ্ডের প্রতিবাদ ও সুবিচারের দাবি। পুজোতেও অভয়ার জন্য পথে থাকার সিদ্ধান্ত। মহালয়ার ভোর ও অষ্টমীর রাত দখলের ডাক জুনিয়র ডাক্তারদের দিলেন জুনিয়র ডাক্তাররা।ঘটনার সূত্রপাত ৯ আগস্ট। আর জি কর হাসপাতালে কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনকে কেন্দ্র করে সেই থেকে উত্তাল বাংলা। অভয়ার দোষীদের শাস্তি, নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজ্যের সবস্তরের মানুষ বারবার রাস্তায় নেমেছে। একাধিক দাবিতে দিনের পর দিন কর্মবিরতি চালিয়েছেন, স্বাস্থ্যভবনের সামনে ধরনা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। পরবর্তীতে মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠকে বসে সমস্যা সমাধানের চেষ্টা করলেও একাধিকবার তা ভেস্তে যায়। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বৈঠক হয়। পরবর্তীতে ধরনা ও কর্মবিরতি তুলে কাজে যোগ দেন জুনিয়র চিকিৎসকরা। তবে নিজেদের দাবি থেকে সরেননি আন্দোলনরত চিকিৎসকরা।এবার অভয়ার সুবিচারের দাবিতে পুজোর রাতেও রাস্তায় থাকার সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। এদিন জুনিয়র ডক্টরস ফোরামের তরফে মহালয়ার ভোর ও অষ্টমীর দখলের ডাক দেওয়া হয়েছে। আগের মতোই এবারও যাতে সবমহলের মানুষ এই ডাকে সাড়া দেন সেই আহ্বানও জানানো হয়েছে।

Card image cap

‘সুপ্রিম’ নির্দেশ মেনে দ্রুত চালু হবে রাত্তিরের সাথী

দ্রুতই চালু হবে রাত্তিরের সাথী। বৃহস্পতিবার মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রাত্তিরের সাথী প্রকল্পের বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে যাবতীয় সংশোধন করেই চালু হবে রাত্তিরের সাথী।আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরেই নারী নিরাপত্তার স্বার্থে রাজ্য সরকারের প্রকল্প ‘রাত্তিরের সাথী’ চালুর পরিকল্পনা করা হয়। তবে এই প্রকল্পের বিজ্ঞপ্তি নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছিল। সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি চলাকালীন চিকিৎসকদের যৌথমঞ্চের আইনজীবী করুণা নন্দী বলেন, “মহিলা চিকিৎসকদের ১২ ঘণ্টার বেশি ডিউটি না দেওয়া, নাইট শিফট না দেওয়ার আর্জি জানানো হয়েছে।”একথা শুনে প্রায় বিরক্তির সুরে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, “কীভাবে বলেন রাতে মহিলারা কাজ করতে পারবেন না? মহিলা চিকিৎসকদের কেন এভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন? তাঁরা এই আলাদা ছাড় চান না। মহিলারা সমস্ত শিফটে কাজ করতে প্রস্তুত। কপিল সিব্বল এই বিষয়টিতে দেখুন। আপনাদের উপযুক্ত নিরাপত্তার বন্দোবস্ত করতেই হবে।”তার পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘রাত্তিরের সাথী’র বিজ্ঞপ্তিতে সংশোধন করতে হবে। এবার সেই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্যও। বৃহস্পতিবার মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, আমজনতার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুতই চালু হবে রাত্তিরের সাথী অ্যাপ। সেই নিয়ে এদিনের বৈঠকে আলোচনাও হয়েছে সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে। সংশোধনের পরে দ্রুতই এই অ্যাপ চালু হবে।

Card image cap

পুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো আসন্ন, আর এর প্রস্তুতি তুঙ্গে। শহরের অলিগলিতে শুরু হয়ে গেছে প্যান্ডেল নির্মাণের কাজ, আর প্রতিমা গড়ার কাজও শেষের দিকে। এই উৎসবের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।



পুজোর বোনাস ঘোষণা


রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কর্মীদের জন্য দুর্গাপুজোর বোনাস ঘোষণা করা হয়েছে।


আগামী ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গোৎসব, আর এই উপলক্ষে সকল কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে মোটা অঙ্কের টাকা।


মুখ্যমন্ত্রী মানিক সাহা তার X হ্যান্ডেলে জানান, "রাজ্য সরকার এই বছর বিভিন্ন স্তরের কর্মচারীদের জন্য উৎসব অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।" তিনি আরও জানান, এর ফলে বিভিন্ন শ্রেণীর কর্মীরা উপকৃত হবেন।


বোনাসের পরিমাণ


সরকারি কর্মীদের জন্য বোনাসের পরিমাণ নির্ধারণ করা হয়েছে, যা এই রকম:


গ্ৰুপ সি কর্মীরা: ₹২০০০

গ্ৰুপ ডি কর্মীরা: ₹২০০০

অর্থ দফতরের কর্মীরা: ₹২০০০

চুক্তিভিত্তিক কর্মীরা (PTWs): ₹২২০০

পেনশন প্রাপকরা: ₹২০০০

অঙ্গনওয়ারি/হেলপাররা: ₹২২০০

হোমগার্ড/SPOs: ₹২২০০

সরকার পরিচালিত মন্দিরের পুরোহিতরা: ₹২০০০

এই ঘোষণার ফলে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে খুশির বন্যা বইবে বলেই আশা করা হচ্ছে। পুজোর আগে এই বোনাস কর্মীদের জন্য একটি বড় উপহার হবে, যা তাঁদের উৎসবের আনন্দে আরও যোগ করবে।


সবার জন্য আকাঙ্ক্ষা


এবারের দুর্গাপুজোয় সরকারি কর্মীরা উপভোগ করবেন এই বোনাসের সুবিধা, যা তাঁদের উৎসব উদযাপনে বড় ভূমিকা পালন করবে। আসুন, আমরা সবাই মিলে প্রস্তুতি নিই এই পুজোকে আনন্দময় করে তোলার জন্য!

Card image cap

১৫ রাজ্য কাঁপাবে ঝড়-জল-বৃষ্টি-দুর্যোগ!

  আবহাওয়ার তুমুল ভোলবদলে বিধ্বস্ত দেশের একাধিক রাজ্য। বর্ষা বিদায়ের মুখেই নিম্নচাপ ঘূর্ণাবর্তের ধাক্কায় এলোমেলো সিস্টেম। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী ৩ দিনের জন্য দেশের রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। খুব স্বস্তির খবর নেই বাংলার কপালেও। যা জানাচ্ছে আইএমডি, উদ্বেগজনক।


তবে কি এবার ভাসবে পুজোর বাংলা?


  বর্ষা এখন উত্তর ভারতে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এবার ফিরতে দেরিই হচ্ছে বর্ষারানীর। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজস্থান, পঞ্জাব ও হরিয়ানার কিছু অংশ থেকে সরে গিয়েছে ইতিমধ্যেই। দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহারে বৃষ্টি কমেছে, কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমী ঝঞ্ঝা আবার সক্রিয় হয়ে উঠছে।


  আর এই কারণে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাতে বৃষ্টি অব্যাহত রয়েছে, অন্যদিকে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামী দু'দিনে ভারী বৃষ্টি হতে পারে।


  দিল্লিতেও আর্দ্রতা থেকে স্বস্তি মিলবে। তবে মহারাষ্ট্র ও বাংলায় বৃষ্টি অব্যাহত থাকবে। এবার ১ জুন থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ৮৮০.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৮৩৭.৭ মিমি বেশি। ৬ অক্টোবরের মধ্যে বর্ষা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক বুধবার ও বৃহস্পতিবার সারাদেশের আবহাওয়া কেমন থাকবে।


  দিল্লির আবহাওয়া কেমন থাকবে?

বুধবার ও বৃহস্পতিবার দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত তিন দিন ধরে রাজধানীতে প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েছিলেন মানুষ। তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছিল। তবে আজ বুধবার দিল্লিবাসী স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।


  আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি হতে পারে। এছাড়াও, ঘণ্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।


  উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের আবহাওয়ার আপডেট:

আবহাওয়া দফতরের মতে, সক্রিয় ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের কারণে উত্তরাখণ্ডে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। মঙ্গলবার পার্বত্য অঞ্চলে ভাল বৃষ্টি হয়েছে, এবং বুধবারও কুমায়ুনের পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


  অন্যদিকে হিমাচল প্রদেশে গত তিন দিন ধরে আবহাওয়া শুষ্ক ছিল, তবে বুধবার সিমলা, সোলান এবং সিরমাউরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুই দিন ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এবার হিমাচলে স্বাভাবিক ৭২৩.১০ মিমি বৃষ্টিপাতের তুলনায় মাত্র ৫৭৩.৭০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


  দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সতর্কতা:

আবহাওয়া দফতরের মতে, ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ থেকে ২৯ এবং ৩০ সেপ্টেম্বর কেরলে বৃষ্টি হতে পারে।


  ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর গুজরাতে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২-৩ দিন বাংলার ১১টি জেলায় বৃষ্টির সতর্কতা ও ওড়িশার ২০টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিহারেও আগামী ৩ দিনে ভাল বৃষ্টি হতে পারে। এদিকে বিহারের ১২টি জেলা এখনও বন্যার কবলে রয়েছে। বন্যা বিধ্বস্ত বাংলাও।


  বুধ ও বৃহস্পতিবার কোঙ্কন-গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।


  অন্যদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, বিদর্ভ (মহারাষ্ট্র), ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ (গঙ্গা সংলগ্ন অংশ), বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং দক্ষিণ কর্ণাটকে হালকা পরিমানে বৃষ্টি হতে পারে।

Card image cap

জেল থেকে বেরিয়েই মমতাকে নিয়ে মুখ খুললেন অনুব্রত!


প্রায় দু'বছরের অপেক্ষার অবসান! অবশেষে নিজের বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। মঙ্গলবার সকালেই কন্যা সুকন্যাকে নিয়ে নিচুপট্টির বাড়িতে ফেরেন কেষ্ট । জয়ধ্বনি, পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানানো হয় তাঁকে।


মমতাকে নিয়ে মুখ খুললেন অনুব্রত 


আজ সাতসকালে কলকাতা বিমানবন্দরে নামেন অনুব্রত, সুকন্যা। এরপর সেখান থেকে রওনা দেন বীরভূমের উদ্দেশে। গাড়ি যখন বীরভূমে এসে পৌঁছয়, চারিদিকে তখন উৎসবের মেজাজ। অনুগামীদের স্লোগান, পুষ্পবৃষ্টির মাঝেই গাড়ি থেকে নামেন তিনি। কন্যা সুকন্যাকে নিয়ে ঢুকে যান বাড়িতে। এরপর সেখানে দাঁড়িয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তৃণমূল  নেতা।


শারদীয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  প্রতি নিজের ভালোবাসা জাহির করেন কেষ্ট। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন… মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি। গোটা বাংলা, গোটা দেশের মানুষ ভালোবাসে। আমার পায়ের অবস্থা ভালো নয়। শরীর যদি ভালো থাকে, দিদির সঙ্গে দেখা করব'।


মঙ্গলে বীরভূমে ফিরেছেন অনুব্রত , এদিকে আজই সেখানে সভা রয়েছে মমতার। 'কেষ্ট গড়ে' একটি প্রশাসনিক সভা করার কথা আছে মুখ্যমন্ত্রীর। জানা যাচ্ছে, আরও একটি সভা করার কথা রয়েছে তাঁর। তবে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন বলে সেই সভা হওয়া নিয়ে সংশয় রয়েছে। তার মাঝে কি আজ অনুব্রতর সঙ্গে দেখা করবেন মমতা? আপাতত সেই জল্পনা তুঙ্গে।


উল্লেখ্য, গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পরেও বরাবর অনুব্রতর  পাশে থেকেছেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, কেষ্টকে ফাঁসানো হয়েছে। একইসঙ্গে জানিয়েছেন, দল তাঁর পাশে আছে। স্বাভাবিকভাবেই অনুব্রতর 'ঘর ওয়াপসি'র দিন মমতা বীরভূম আসায় দু'জনের সাক্ষাতের জল্পনা আরও তীব্র হয়েছে।


এই বিষয়ে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, 'দেখা করবেন কিনা সেটা উনিই ঠিক করবেন। এখনও এই বিষয়ে কোনও কথা হয়নি। তবে মুখ্যমন্ত্রী যখন এখানে আছেন, তখন দেখা হতেই পারে'। শেষ অবধি মমতা-কেষ্ট সাক্ষাৎ হয় কিনা তা জানতে এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সকলকে।




Card image cap

আগামী ২৪ ঘণ্টায় কী হতে চলেছে বাংলায়? আইএমডি দিল বড় আপডেট

  বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের দাপট। একটি সাইক্লোনিক সার্কুলেশন উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের কাছে রয়েছে, দ্বিতীয়টি দক্ষিণ আরাকানের নীচে বাংলার খাড়ির উপর তৈরি হয়েছে।


  আইএমডি সর্বশেষ পূর্বাভাস বলছে, উভয় ঘূর্ণাবর্তের একসঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই দুই ঘূর্ণাবর্তের যৌথ প্রভাব থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের ক্ষেত্র তৈরির সম্ভাবনা রয়েছে।


  IMD রিপোর্ট অনুযায়ী, জোড়া ঘুর্নাবর্ত দুটি দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এসে একসঙ্গে মিশেছে মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।


  এদিকে সেপ্টেম্বরের শেষে বিদায় পর্বে সক্রিয় বর্ষা। তবে খুব শক্তিশালী আবহাওয়া সিস্টেম এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। যদিও, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে-ধীরে এগিয়ে যাওয়ার ফলে নিম্নচাপের ক্ষেত্র তৈরি হবে।


  পূর্ব-পশ্চিম ভারতে ছড়িয়ে পড়া শিয়ার জোন: -পশ্চিম ভারতে একটি শিয়ার জোন তৈরি হয়েছে, যা প্রায় ২০°N অক্ষাংশের উপর ওডিশা সংলগ্ন সমুদ্র থেকে কোঙ্কণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। অসন্ন্য নিম্নচাপ এই শিয়ার জোনকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা।


  তাই উভয় সিস্টেমের যৌথ প্রভাব থেকে বৃদ্ধি পাবে মৌসুমী সক্রিয়তা। এই দুই সিস্টেমের কার্যকলাপের জেরেই দেশের একাধিক অঞ্চলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক ঘণ্টায়।


  আগামী দু'দিন, শিয়ার জোন পূর্ব-দক্ষিণ ওড়িশা, উপকূলীয় আন্ধ্র প্রদেশ এবং দক্ষিণ ছত্তীসগঢ়ে মাঝারি পর্যায়ের বৃষ্টি বাড়াবে। অন্যদিকে, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কণ এবং দক্ষিণ গুজরাতে বৃষ্টির তীব্রতা এবং ব্যাপকতা আরও বেশি থাকবে।


  পরবর্তী দু'দিনে, আবহাওয়ার কার্যকলাপ আরও বৃদ্ধি পাবে। রাজ্যে রাজ্যে দুর্যোগ বাড়ার সম্ভাবনা বুধ-বৃহস্পতিবার। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত এবং দক্ষিণ রাজস্থানের বেশ কিছু অঞ্চলে একসঙ্গে এর প্রভাব দেখা যাবে।


  কোঙ্কণীয় সমুদ্রের উপর ভারী দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় বিস্তৃত থাকবে এই আবহাওয়া।


  ২৬ থেকে ২৮ সেপ্টেম্বরের দেশের বেশিরভাগ অংশে বিশেষভাবে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চল এবং উপকূলীয় এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। দক্ষিণ রাজস্থানে দুর্যোগের আশঙ্কা থেকে বিশেষ ভাবে সতর্ক করেছে আবহাওয়া দফতর।


  কেমন থাকবে বাংলার আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সম্ভবত আজই অর্থাৎ মঙ্গলবার নিম্নচাপ এলাকা তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে। আরও ২৪ ঘণ্টা গরম এবং অস্বস্তি আবহাওয়া অব্যাহত থাকবে রাজ্যজুড়ে।


  বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ।


  পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টায় দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

Card image cap

এই বছর তিনদিনে শেষ পুজো, কখন হবে মহাষ্টমীর অঞ্জলি

এই বছর অশান্ত আবহেই আসছেন মা। হাতে গোনা আর কয়েকটা দিনই বাকি, তারপরই বেজে যাবে পুজোর বাদ্যি। বিশ্বকর্মা ও গণেশ পুজোর পর বাঙালি যেন শুধুমাত্র এই পুজোর দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকেন। এই বছর মহালয়া পড়েছে ২ অক্টোবর। আর পুজো শুরু হয়ে যাবে ঠিক সাতদিন পর অর্থাৎ ৯ অক্টোবর থেকে।


ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর পুরো নির্ঘণ্ট থেকে সন্ধিপুজোর সময়, কখন অঞ্জলি দেবেন সবকিছু জেনে নিন।


মূল নির্ঘণ্টের আগে জেনে নিন এবার দেবী দুর্গার আগমন এবং গমন কীভাবে? তার ফল কী হবে। এবার দেবীর দোলায় আগমন। ফল-'দোলায়াং মড়কং ভবেৎ'। অর্থাৎ বিভিন্ন রকম অশান্তি, বিশৃঙ্খলা, অশুভের আশঙ্কা থাকছে। অন্যদিকে দেবীর ঘোটকে গমন। ফল-'ছত্রভঙ্গস্তুরঙ্গমে'। অর্থাৎ মড়ক, মহামারী, রোগ-ব্যধিতে বিপর্যস্ত হতে পারে মর্ত্যলোক অর্থাৎ আমাদের পৃথিবী।


এই বছর পুজো কিন্তু তিনদিনেই শেষ। মহাষষ্ঠী ২৩ আশ্বিন, ৯ অক্টোবর, বুধবার। মহাসপ্তমী ২৪ আশ্বিন, ১০ অক্টোবর, বৃহস্পতিবার। মহাঅষ্টমী ২৫ আশ্বিন, ১১ অক্টোবর, শুক্রবার। পঞ্জিকা অনুযায়ী, সন্ধিপুজো শুরু হবে সকাল ৬।২২।৫৮ সেকেন্ডে। বলিদানের নির্ঘণ্ট সকাল ৬।৪৬।৫৮ সেকেন্ডে এবং সন্ধিপুজো সমাপন হবে সকাল ৭।১০।৫৮ সেকেন্ডে। নিয়ম অনুযায়ী সন্ধিপুজো শুরুর আগে অবধি চলবে অঞ্জলি। মহানবমী ও দশমী পুজো ২৬ আশ্বিন, ১২ অক্টোবর।


মহাষ্টমীর পুজো শুরু হবে আগামী ১১ অক্টোবর, ভোর ৫.৩০ মিনিটে। অন্যদিকে, কুমারী পুজো শুরু হবে সকাল ৯টা থেকে। প্রত্যেক বছর মণ্ডপ থেকে বাড়ির পুজো, সব জায়গাতেই ভিড় জমান ভক্তরা। বছরের এই একটা দিন আপামর বাঙালি যেন মিস করতে চান না। তবে এবারে সময়সূচিতে ব্যাপক পরিবর্তন হচ্ছে। সকাল ৯টা থেকে যেহেতু হয়ে যাচ্ছে নবমীর সন্ধিপুজো, তাই তার আগেই সেরে ফেলতে হবে অষ্টমীর অঞ্জলি। ঐ দিনই কয়েক ঘণ্টার মধ্যে তিথি শেষ হয়ে যাবে। পঞ্জিকার মতে, সকাল ৯.২৭ মিনিটের মধ্যে অষ্টমীর পুজো শেষ করতে হবে। দুর্গাপুজোর নিয়মানুযায়ী, অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং এবং মহানবমী তিথির প্রথম ২৪ মিনিট নিয়ে, মোট ৪৮ মিনিটের মধ্যে এই পুজো পালিত হয়। এই বছর সন্ধিপুজো হবে সকাল ১১.৪৩ মিনিট থেকে ১২.৩১ মিনিটের মধ্যে।



একনজরে দুর্গাপুজোর নির্ঘণ্টঃ


মহাষষ্ঠীঃ ৯ অক্টোবর ২০২৪, বুধবার

মহাসপ্তমীঃ ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

মহাষ্টমীঃ ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার

মহানবমীঃ ১২ অক্টোবর ২০২৪, শনিবার

বিজয়া দশমীঃ ১২ অক্টোবর ২০২৪, শনিবার









Card image cap

এবার পুজোয় এত বাড়তি ছুটি! টানা বন্ধ সরকারি অফিস

সেপ্টেম্বর তো প্রায় শেষ। এরপরই অক্টোবর মাস আর অক্টোবর মাসেই উৎসব। হাতে আর মাত্র কয়েকটা দিন। দুর্গাপুজোর  সময় একটানা অনেক দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা । আগামী ৭ অক্টোবর থেকে ছুটি পড়বে। আর চলবে সেই ১৮ অক্টোবর পর্যন্ত। আগামী মাসে কোন কোন দিন ছুটি মিলবে?


একনজরে দেখুন হলিডে লিস্ট ।


অক্টোবর মাসে মহালয়ার জন্য আগামী ২ অক্টোবর (বুধবার) ছুটি থাকবে। এরপর দুর্গাপুজোর শুরু। চতুর্থী পড়েছে ৭ অক্টোবর (সোমবার) থেকে রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর ছুটি শুরু হবে। এরপর পঞ্চমী ৮ অক্টোবর (মঙ্গলবার) এবং ষষ্ঠী ৯ অক্টোবরও (বুধবার) ছুটি মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের।


মহাসপ্তমী ১০ অক্টোবর, মহাষ্টমী ১১ অক্টোবর, মহানবমী এবং বিজয়াদশমী ১২ অক্টোবর ছুটি থাকবে। তবে জানা যাচ্ছে পঞ্জিকা অনুসারে একি দিনে নবমী দশমী পড়লেও পুজো চার দিন ধরেই পালিত হবে। এই সময় ছুটি থাকবে থাকবে রাজ্য সরকারি কর্মচারীদের। এছাড়া বাড়তি ছুটি মিলবে ১৪ অক্টোবর এবং ১৫ অক্টোবরও। অর্থাৎ সেই সময়ও সরকারি কর্মচারীদের ছুটি থাকবে।


এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর (বুধবার)। সেদিন তো ছুটি থাকবেই পাশাপাশি কোজাগরী লক্ষ্মীপুজোর পর বাড়তি দু'দিন ছুটি থাকবে। বাড়তি ছুটি  হিসেবে ১৭ অক্টোবর এবং ১৮ অক্টোবর রাজ্যের সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর।


এরপর কালীপুজো উপলক্ষে আগামী ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটি থাকবে। পরদিন অর্থাৎ আগামী ১ নভেম্বরও ছুটি দেওয়া হয়েছে। ভাইফোঁটা পড়েছে আগামী ৩ নভেম্বর (রবিবার)। তবে ছুটি জলে যাচ্ছে না। রবিবার হওয়ায় ভাইফোঁটার পরদিন সোমবার সরকারি অফিসে ছুটি দেওয়া হয়েছে। এরপর একেবারে আগামী ৫ নভেম্বর রাজ্যের সরকারি অফিস খুলবে। এমনটাই সরকারি তালিকা অনুসারে জানা গিয়েছে।

Card image cap

বর্ষা ফিরছে কবে...? 'তারিখ' জানিয়ে দিল হাওয়া অফিস!

  শুরু থেকেই বর্ষা দাপিয়ে ব্যাটিং করেছে ২০২৪ এর মরশুমে। বর্ষার বৃষ্টি রেকর্ড ভেঙেছে রাজধানী দিল্লি-সহ দেশের সমস্ত অংশেই। এখন বর্ষা প্রত্যাহার পর্ব শুরু হয়েছে।


  আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম রাজস্থান থেকে বর্ষা প্রত্যাহার শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। এই সময়ে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, বাংলায় হালকা বৃষ্টি হতে পারে।

  আবহাওয়া দফতর এও জানিয়েছে, এ বছর সারা দেশে টানা বৃষ্টির কারণে শীত শুরু হবে। শুধু তাই নয় লা নিনার প্রভাবে দেশে হঠাৎ করেই আবহাওয়ার অবনতি হতে পারে বর্ষা যেতে না যেতেই। এ কারণে এ বছর শীতের প্রবল কাঁপুনির সম্ভাবনা বেশি।

  এই বছর বর্ষায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে দিল্লি-সহ সারা দেশের রাজ্যগুলিতে। শুধুমাত্র সেপ্টেম্বরেই দিল্লিতে ১০০০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু, ততক্ষণে উত্তর ভারত থেকে বিদায় নিয়েছে বর্ষা।

  এখন প্রশ্ন বর্ষা কি আদৌ ফিরছে এই মাসেই? কবে ফিরবে বর্ষা? কারণ বর্ষা প্রত্যাহারের সময় যে পথ দিয়ে যায়, সেখানেই প্রবল বৃষ্টি হয়। আবহাওয়া দফতর জানিয়েছে যে এই মরশুমে পশ্চিম রাজস্থান এবং বঙ্গোপসাগর থেকে বর্ষার প্রত্যাহার ২৩ সেপ্টেম্বর থেকে নির্ধারিত হয়েছে।

  ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট (আইএমডি) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রস্থানের তারিখ নির্ধারণ করে। আবহাওয়া দফতর জানিয়েছে যে ২৩ সেপ্টেম্বর থেকে পশ্চিম রাজস্থান এবং থেকে বর্ষা ফিরে আসতে শুরু করবে। আবার ওই একইসময়ে রাজস্থান ও বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সঞ্চালনের কথাও পূর্বাভাসে জানিয়েছে আইএমডি।

  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজস্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরাখণ্ড ও হিমাচলেও বৃষ্টি হতে পারে। তবে উত্তরপ্রদেশ ও বিহারে বৃষ্টির সম্ভাবনা নেই। উপদ্বীপ ভারতে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম রাজস্থান, বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর কারণে উপদ্বীপ ভারতের রাজ্য এবং পূর্ব উপকূলীয় রাজ্যগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।

  অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু এবং ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তর-পূর্ব রাজ্যে আবহাওয়া ভেজা থাকতে পারে। এই রাজ্যগুলিতেও বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

  লা নিনার প্রভাবে এ বছর প্রচণ্ড ঠাণ্ডা পড়বে। সারাদেশে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। লা নিনার প্রভাবের কারণে, বেশিরভাগ ক্ষেত্রে জেট স্রোত রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তর প্রদেশ জুড়ে উত্তর ভারতের সমভূমিতে তাপমাত্রা ব্যাপক কমিয়ে আনে।

  আবার এই লা নিনার কারণেই, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু খুব শক্তিশালী হয়ে ওঠে এবং সারা দেশে গড় বৃষ্টিপাত বেশি হয়। এটি শীতের প্রকোপ বাড়িয়ে দেয় বলে মনে করা হয়। তবে এটি আবহাওয়ার উপর নির্ভর করবে।

  এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। জোড়া ঘূর্ণাবর্ত তৈরি। দুই ঘূর্ণাবর্ত কে সংযোগ করেছে 'শিয়ার জোন'। সোমবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা।

  রবিবার অবশ্য থাকবে পরিস্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে।

  সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। সোমবার থেকে বুধবার ওড়িশা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা।

  কলকাতা
পরিষ্কার আকাশ। বেলাতে আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি বেশি হবে। শনিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। সেই সম্ভাবনা রবিবার ও সোমবার একটু বেশি থাকবে।

Card image cap

ফের বড়সড় রেল দুর্ঘটনা

 দেশজুড়ে ট্রেন দুর্ঘটনার ধারাবাহিকতা যেন থামতেই চাইছে না। একদিকে যখন দেশে বন্দে ভারত এক্সপ্রেস, নমো ভারত, র‍্যাপিড রেল চলছে। বুলেট ট্রেন চালানোর তোড়জোড় শুরু হয়েছে সেখানে একের পর এক রেল দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়ছে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা।


এবারও তার ব্যতিক্রম ঘটল না। এবার লাইন থেকে ছিটকে গেল ট্রেনের ২৫টি বগি। হ্যাঁ ঠিকই শুনেছেন। নতুন করে বড়সড় এক রেল দুর্ঘটনার সাক্ষী থাকল সমগ্র দেশ।



জানা গিয়েছে, বুধবার রাতে বৃন্দাবন স্টেশন থেকে প্রায় ৮০০ মিটার এগিয়ে একটি মালগাড়ির ২৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এই মালবাহী ট্রেনটি কয়লা বহন করছিল। ঘটনাটি ঘটেছে রাত ৮টা নাগাদ। এ কারণে ওই রুটের পুরো ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃন্দাবন রেলওয়ে স্টেশনটি মথুরা জেলার একটি বিখ্যাত রেলওয়ে স্টেশন। প্রতিদিন এই রেল স্টেশনের ওপর দিয়ে কয়েকশো ট্রেন থেকে শুরু করে মানুষ যাতায়াত করে। এটি একটি প্রধান রেল রুট যার মধ্য দিয়ে ট্রেনগুলি পশ্চিমে যায়। এর মধ্যে রয়েছে হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশ।


লাইনচ্যুত কয়লা বোঝাই ট্রেন


রেল সূত্রে খবর, দুর্ঘটনার জেরে ট্রেনের কয়লা ছড়িয়ে পড়েছে চারদিকে। ইতিমধ্যেই রেলপথ পরিষ্কার করতে কাজ করা হয়েছে রেল। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। মালগাড়িটিতে ইঞ্জিনসহ ৫৯টি কোচ ছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দিল্লি-মুম্বই লাইনে দুর্ঘটনাটি ঘটেছে।


কর্ণাটক এক্সপ্রেস এই রুটে প্রায় ২ ঘন্টা দেরিতে চলছে। প্রায় ১৫টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগ্রার জেলাশাসক তেজপ্রকাশ আগরওয়াল জানিয়েছেন, আপ-ডাউন ও থার্ড লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, চতুর্থ লাইন থেকে ট্রেন চলাচল করছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।


Card image cap

সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল

ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল। বৃহস্পতিবার এই মর্মে রাজ‌্য মেডিক‌্যাল কাউন্সিল বিজ্ঞপ্তি জারি করে। একে তো বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ। তার উপর রাজ্য মেডিক্যাল কাউন্সিলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চাপে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ।সিবিআইয়ের হাতে দুর্নীতি ও খুন-ধর্ষণের জোড়া মামলায় ধৃত সন্দীপ ঘোষ। গত শুক্রবার তাকে শোকজ করেছিল মেডিক‌্যাল কাউন্সিল। সন্দীপকে বেঙ্গল মেডিক‌্যাল কাউন্সিল ১৯১৪, সাবসিকোয়েন্ট অ‌্যামেন্ডমেন্ট ২৫(এ)(২) অ‌্যাক্ট-এর অ‌্যাপ্লায়েড মেডিক‌্যাল কাউন্সিল ৩৭(৩) ধারায় শোকজ করা হয়েছিল। বলা হয়েছিল নোটিস ইস্যু করার তিন দিনের মধ্যে জবাব দিতে হবে। জবাব না দিলে অথবা সন্তোষজনক না হলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে।বুধবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে একটি বৈঠক হয়। ওই বৈঠকে কাউন্সিল সভাপতি বিধায়ক ডা. সুদীপ্ত রায় দপ্তরে এসেই দ্রুত বিষয়টির নিষ্পত্তি করার নির্দেশ দেন।
মেডিক‌্যাল কাউন্সিল সূত্রে খবর, সন্দীপের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তে অধিকাংশ সদস‌্য অনুমোদন দেন। কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী জানান,
“আমরা কোনও জবাব পাইনি। সুদীপ্তবাবুর নির্দেশ মেনেই আইনজীবীর সঙ্গে আলোচনা করা হয়।” কী কী কারণে একজন চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করা যায় সেই কারণ ব্যাখ্যা করেন মানসবাবু। তিনি জানান, কেউ অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হলে এবং ভয়ঙ্কর অপরাধমূলক কোনও ঘটনার সঙ্গে নাম জড়ানোয় সমাজে যদি অভিযুক্তের মারাত্মক বদনাম (ইনফেমাস কন্ডাক্ট) হয়, তবে রেজিস্ট্রেশন বাতিল হয়। সেই মতো বৃহস্পতিবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল বিজ্ঞপ্তি জারি করে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনের বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। তবে অভিযুক্ত যদি ক্লিনচিট পেয়ে যান, তবে রেজিস্ট্রেশন ফিরিয়ে দেওয়াই নিয়ম।

Card image cap

মালবাজারের তরুণীকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ৫

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। তারই মাঝে মালবাজারে বছর চব্বিশের তরুণীকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের লাবারি এলাকার বাসিন্দা বছর চব্বিশের ওই তরুণী। গত সোমবার রানীচিরা চা বাগান এলাকায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বান্ধবীর সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন। পথে তরুণীর বান্ধবীর সঙ্গে এক যুবকের দেখা হয়। তারা দুজনে চলে যায়। তরুণী ওই যুবকের বন্ধুর সঙ্গে কথা বলতে থাকেন। কিছুক্ষণের মধ্যে আরও এক যুবক চলে আসে। দ্বিতীয় যুবক বাইকের তেল আনতে যান। অভিযোগ, সেই সময় তৃতীয় যুবকের সঙ্গে ছিলেন তরুণী। সেই সুযোগে তৃতীয় যুবক ওই তরুণীকে মাদক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে অচৈতন্য করে দেওয়া হয় বলেই অভিযোগ। তরুণীর দাবি, জ্ঞান ফিরলে দেখেন সামনে দুই যুবক দাঁড়িয়ে রয়েছে। সেই সময় ওই দুই যুবক তাঁকে ধর্ষণ করে বলেই অভিযোগ।এর পর কোনক্রমে বাড়ি ফেরেন। পরিবারের লোকজনকে সেকথা জানান। বুধবার গভীর রাতে মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। মালবাজার থানার অভিযোগ পাওয়ামাত্রই তদন্তে নামে। পুলিশ অভিযুক্ত পাঁচ যুবককে গ্রেপ্তার করে। ধৃতেরা হল সমীর পান্না(২১), রাহুল কেরকেট্টা (২২), অনুরাজ বারা (২৩), সুদেশ ভাগওয়ার (১৯), সাহির তিরকি (২৪)। মালবাজারের রানীচিরা চা বাগান ডিভিশন থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। তার আগে তরুণীর শারীরিক পরীক্ষাও করা হয়। মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক নীলেশ শ্রীকান্ত গায়কোয়ার জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনায় মূল অভিযুক্ত-সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। তাদের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন জলপাইগুড়ি আদালতের সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায়।

Card image cap

কলতানকে কৃষ্ণের সঙ্গে তুলনা রাজ্যের আইনজীবীর!

অডিও ক্লিপ ভাইরাল কাণ্ডে বাম যুব নেতা কলতান দাশগুপ্তর জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার এনিয়ে দীর্ঘ সওয়াল-জবাবের পর রায়দান স্থগিত রাখা হয়েছিল। তবে সন্ধের দিকে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তাঁকে ৫০০ টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিন দেন। গত ৫ দিন তিনি পুলিশ হেফাজতে ছিলেন। স্বভাবতই খুশি বাম নেতৃত্ব। এদিন সওয়াল-জবাবে কলতানকে কৃষ্ণের সঙ্গে তুলনা করেন রাজ্যের আইনজীবী। অডিও ভাইরালের ঘটনায় ধৃত আরেক ব্যক্তি সঞ্জীব দাসকে তুলনা করেন অর্জুনের সঙ্গে। তা নিয়ে কলতানের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বাকবিতণ্ডা হয় আদালতে।বৃহস্পতিবার শুনানির শুরুতে বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, ‘‘কথোপকথন থেকে বোঝা যায় যে কলতান দাশগুপ্ত তরফ থেকে সঞ্জীব দাসকে কোনও কাজের নির্দেশ দেওয়া হয়নি। নির্দেশ দিয়েছিল ‘সাহেব’ বলে একজন। এখান থেকে ‘বাপ্পা’ এবং ‘দাদু’ বলে আরও দুজনের কথা উল্লেখ আছে। এর পালটা দিতে গিয়ে রাজ্যের আইনজীবী বলেন, ”এই ঘটনায় কলতান কৃষ্ণ আর সঞ্জীব অর্জুনের ভূমিকা পালন করেছে।” তাঁর আরও যুক্তি, ‘‘গত ১০ মাসে দু’জনের ১৭১ বার ফোনে কথা হয়েছে। অচেনা দুই ব্যক্তির মধ্যে ফোনে এত বার কথা হওয়া অসম্ভব! অর্থাৎ দু’জন একে অপরকে যথেষ্ট ভাল করেই চিনতেন। উভয়েই পুলিশের কাছে স্বীকার করে নিয়েছেন যে অডিওয় তাঁদেরই গলা শোনা যাচ্ছে।’’ তাতে বিচারপতি জানতে চান, বাকিদের গ্রেপ্তার করা হয়েছে কিনা। রাজ্যের আইনজীবী জানান, এই দুজন নিজেদের কণ্ঠস্বরের কথা স্বীকার করেছেন।এর পর বিচারপতির প্রশ্ন, তাহলে এখন আর এঁদের হেফাজতে নেওয়ার কী প্রয়োজন? বিকাশরঞ্জনের সওয়াল, কলতান দাশগুপ্ত-সহ বাকি নেতারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তাঁদের বদনাম করার জন্য এই চক্রান্ত। সঞ্জীব দাস কথোপকথন রেকর্ড করেছেন বলে দাবি রাজ্যের আইনজীবীর। তাতে বিকাশরঞ্জনের পালটা যুক্তি, যদি সঞ্জীব দাস এই কথপোকথন রেকর্ড করে থাকেন তাহলে সেটা বেআইনি। কিন্তু সঞ্জীব দাসের কাছে কীপ্যাড ফোন ছিল, ফলে তার পক্ষে কল রেকর্ড করা সম্ভব না। তাহলে কে তা করেছেন, তা তদন্ত করে দেখা হোক। শুনানি শেষে রায়দান প্রথমে স্থগিত রাখেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। পরে ৫০০ টাকা ব্যক্তিগত বন্ডে কলতানের জামিন মঞ্জুর করেন তিনি।

Card image cap

পুজোর আগেই নাকি হবে আরও লক্ষ্মীলাভ! রইল দারুণ খবর

আরজি কাণ্ডের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। আশঙ্কা তৈরি হয়েছিল যে সত্যিই তাহলে এবার এই প্রকল্প বন্ধ হয়ে যাবে! তবে এরই মাঝে মিলল দারুণ খবর। জেনে নিন।


লক্ষ্মীর ভান্ডারের এক চালে বিজেপিকে ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস।


লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে।


 

বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প।


 

আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। পরে তা বাড়ানো হয়।


 

ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকেছে। আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা পেতেন, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান ১ হাজার টাকা।


 

অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে পেতেন ১ হাজার টাকা, সেই জায়গায় এখন তারা পান ১২০০ টাকা।


 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেবলমাত্র এই লক্ষ্মীর ভান্ডার ভাতার কারণেই গ্রাম বাংলা ঢেলে ভোট দিয়েছে মমতার তৃণমূলকে, এমনটা মত বিরোধীদের একাংশেরও। তবে বর্তমানে আর জি কর আবহে লক্ষীর ভাণ্ডার নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।


 

আগেই বিরোধীরা সওয়াল করেছিল, এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ভেবে নেবেন বাড়ির লক্ষ্মীরা নিরাপদ থাকবে কিনা।


 

অন্যদিকে শাসকদলের নেতা কুণাল ঘোষ বলেছিলেন, "যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না, তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার'।


 

এরপর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বহু মানুষের মধ্যে অনিশ্চিয়তা দেখা দেয়। সত্যিই কি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাচ্ছে নাকি সেই নিয়ে আশঙ্কা তৈরী হয়েছিল বহু উপভোক্তার মনে।


 

তবে সেরকম কিছুই হয়নি। পুজোর আগে ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতে শুরু করেছে বাড়ির 'লক্ষ্মী'দের অ্যাকাউন্টে। রাজ্য সরকারের এই প্রকল্প এতদিন যেমন চলছিল তেমনই চলবে।


 

ফলে এই প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যেক মাসে সরকারের থেকে ভাতা পান, তাদের কারও ভাতা বন্ধ হচ্ছে না। পুজোর মাসেও একই ভাবে মিলবে টাকা। মূলত মাসের শুরুর দিকে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।


 

গত ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, 'লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে, তেমনই চলবে। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন, কিন্তু টাকা পাননি, তাদের চিন্তার কিছু নেই। কয়েকটা দিন যাক। পুজোর পরেই সবাই ভাতার টাকা পেয়ে যাবেন। কিছু লক্ষ্মীর ভান্ডার পড়ে রয়েছে। তারা সকলে পুজোর পরে পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক আমরা এগুলো রিভিউ করে নেব।'


 

সেই সময় মমতা আরও বলেন, 'ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্পের জন্য আমরা ৬০ হাজার কোটি টাকা খরচ করেছি। লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে। ইতিমধ্যেই ২ কোটি ১৫ লক্ষ মহিলাকে ৪০ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দেওয়া হয়েছে।'


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা একাধিক জনহিতকর প্রকল্পের মাঝে নিঃসন্দেহে সব থেকে জনপ্ৰিয় লক্ষীর ভাণ্ডার (Lakshmir Bhandar Scheme)।


 

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিলেন প্রতিশ্রুতি। সেই মতো নিজ রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল 'লক্ষ্মীর ভাণ্ডার' এর। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে।

Card image cap

পুজোয় ভিজবে বাংলা? বড় খবর দিল IMD

  এই সপ্তাহেই ফের আবহাওয়ার ভোলবদল। টানা বৃষ্টির পর দু'দিন রোদের দেখা মিলতে না মিলতেই আবহাওয়ার নতুন করে ভ্রুকুটি বঙ্গোপসাগরে। একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা চলতি সপ্তাহেই।


  আগের দুই সিস্টেম ঝড়-বৃষ্টি-বিদ্যুতের চোখরাঙানিতে তোলপাড় করেছিল দেশের উত্তর ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে। তবে নতুন এই সিস্টেমের জেরে চরম দুর্যোগের আশঙ্কা দেশের মধ্যবর্তী অংশে


  পূর্ব উপকূল থেকে পশ্চিমাঞ্চলীয় উপকূল বরাবর মধ্যভারতের রাজ্যগুলির বড় অংশে বৃষ্টির এলোপাথাড়ি ব্যাটিংয়ের সম্ভাবনা। এই মাসের শেষ সপ্তাহে তাই ফের বদলাতে চলেছে বর্ষার ফিরতি মুড। টানা ৬-৭ দিন চলতে পারে আবহাওয়ার এই নতুন পরিস্থিতি।


  বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। মধ্য বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরে আসবে এই সিস্টেম। এর প্রভাবে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে। এখনও মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই।


  যার জেরে ২৩ সেপ্টেম্বর একটি নিম্নচাপের ক্ষেত্র তৈরির সম্ভাবনা। যা পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ ২৪ সেপ্টেম্বরে আরও শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ওড়িশা থেকে গুজরাত এবং কোঙ্কণ পর্যন্ত বিস্তার করবে।


  ২১ সেপ্টেম্বর থেকে বৃষ্টি শুরু : আবহাওয়ার এই নতুন সিস্টেমের জেরে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বৃষ্টি। ২২-২৩ সেপ্টেম্বর থেকে ২৪-২৫ সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টির গতি বৃদ্ধি পাবে তার প্রভাব আরও বেশি হবে।


  ২৬ এবং ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির পরিমান আরও তীব্র হবে এবং বিস্তৃত হয়ে নিবিড় বৃষ্টি চলবে লাগাতার। ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা সপ্তাহশেষে।


  আবহাওয়ার নতুন সিস্টেমের জেরে ৪-৫ দিন ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আবহাওয়ার এই নতুন সিস্টেমের জেরে ওড়িশা, আন্ধ্রপ্রদেশ, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলঙ্গানা এবং গুজরাত রাজ্যগুলিতে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা।


  পাশাপাশি, কর্ণাটকের কিছু অংশ এবং পশ্চিম রাজস্থানের বাইরের অংশে ঝড়-বৃষ্টির দুর্যোগ চলার সম্ভাবনা। সাধারণত ৩০ সেপ্টেম্বরের মধ্যে গুজরাত, পূর্ব রাজস্থান,পশ্চিম এবং উত্তর মধ্যপ্রদেশের বড় অংশ থেকে বিদায় নেয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। কিন্তু এই মরশুমে অক্টবর পর্যন্ত বিস্তার করতে চলেছে বর্ষা।


  তবে কি বৃষ্টিতে ভাসবে দুর্গাপুজো? আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। যদিও এখনই এই নিয়ে স্পষ্ট কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

ফাইল ছবি


  আগামী কয়েকদিন কী পূর্বাভাস বাংলায়?

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কম-বেশি সব জেলাগুলিতে।


  দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিও গোটা সপ্তাহজুড়ে ভিজতে পারে। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিক বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং-সহ পার্বত্য এলাকায়।

Card image cap

সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলির মৃত্যু খবরে শোকাহত রাজ্য!

আরজি কর কাণ্ডে বার বার বেফাঁস মন্তব্য করার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সংবাদের শিরোনামে এসেছেন। এই পরিস্থিতিতেই হঠাৎ করেই সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর খবর পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। ডোনা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর খবরে একের পর এক শোকবার্তা সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে।


যদিও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর ডোনা গঙ্গোপাধ্যায়ের কাছে পৌঁছাতে সময় লাগেনি। 


জানা যায় ডোনা গঙ্গোপাধ্যায় স্বয়ং কলকাতা পুলিশের সাইবার সেল ডিপার্টমেন্টে ফোন করেন। পশ্চিমবঙ্গ সরকারের সাইবার বিভাগের এডিজি ও আইজিপি শ্রী হরিকিশোর কুসুমাকারের সঙ্গে আলোচনা করেন। হ্যাকারদের সঙ্গে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ টেকনিক্যাল লড়াই চলে। তবে পেজটি পুনরুদ্ধার করতে কম বেগ পেতে হয়নি। অবশেষে ফিরে এসেছে তাঁর পেজটিও। বর্তমানে ফেসবুক পেজটি আগের অবস্থানে এসেছে। হ্যাকারদের কারসাজিতে ডোনা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর খবরটি যে ভুয়ো সেটা প্রকাশ্যে এসেছে। তবে কোথা থেকে হ্যাকিং করা হয়েছে সেই বিষয়ে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।