CATEGORY state:

Card image cap

সিব্বলের সওয়ালের জবাব প্রধান বিচারপতির

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুরু হয়েছে শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে শুরু হয়েছে সওয়াল-জবাব। এখানেই মুখোমুখি হয়েছেন আইনজীবী ইন্দিরা জয়সিং ও কপিল সিব্বল।


এখানেই জুনিয়র ডাক্তারদের কাজে না ফেরার বিষয়টি তুলে ধরেন কপিল সিব্বল। এমনকী রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টার কথাও তুলে ধরেন তিনি।


এদিকে আজকের সওয়াল-জবাবের সময় জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন কপিল সিব্বল। মিনিটসের কথা উল্লেখ করে কপিল সিব্বলের সওয়াল, '‌জুনিয়র ডাক্তাররা কাজে না ফিরলে কী করব?'‌ জবাবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বললেন, '‌আমরা শেষ শুনানিতে নির্দেশ দিয়েছিলাম পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে। সে বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করেছে?‌'‌ তখন সিব্বল জানান, রাজ্যের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়েছে। তার কপি জমা দেওয়া হয়েছে।'‌ তবে এদিন রাত্তিরের সাথী প্রকল্পের বিজ্ঞপ্তি সংশোধন করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।


অন্যদিকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ইন্দিরা জয়সিং সওয়ালে বলেন, '‌১৫১৪ সিভিক ভলান্টিয়ারকে সরিয়ে রাজ্য পুলিশকে নিয়োগ করার আর্জি রইল। জুনিয়র ডাক্তাররা আতঙ্কিত।'‌ জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আর এক আইনজীবী করুণা নন্দীর বক্তব্য, '‌রাজ্য বলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ছে। অথচ ওভারটাইম করতে হচ্ছে সিনিয়রদের।'‌ পালটা প্রধান বিচারপতির প্রশ্ন, '‌সব কি স্বাভাবিক হয়েছে?'‌ করুণা নন্দী বললেন, '‌জুনিয়রদের ঘাটতি পূরণে কাজ করছেন সিনিয়ররা। আন্দোলনকারীদের আমজনতার কাছে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে।'‌


এছাড়া সিবিআই তদন্ত নিয়েও সওয়াল জবাব চলে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বললেন, '‌যেভাবে তদন্ত হয়েছে তাতে নির্যাতিতার বাবা-মায়ের উদ্বেগ যুক্তিসঙ্গত। এমনিতেই পাঁচদিন দেরি হওয়ায় সিবিআই কিছুটা পিছিয়ে পড়েছে। আমরা নির্যাতিতার বাবার চিঠি প্রকাশ্যে আনব না। তাতে অনেক তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তবে সিবিআই তদন্ত করছে। ওরা তো ঘুমোচ্ছে না। সত্য সামনে আনতে পর্যান্ত সময় দিতে হবে। তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ্যে আনা যাবে না। রিপোর্ট সামনে এলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে।'‌ জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের কথায়, '‌অকুস্থলে অনেক ব্যক্তি ছিলেন। আমরা আদালতে প্রকাশ্যে নাম বলব না। তবে সিবিআইয়ের কাছে সিল করা খামে সেই নাম জমা দিতে প্রস্তুত।'‌ আগামী দু'‌সপ্তাহের মধ্যে সমস্ত হাসপাতালে সিসিটিভি বসাতেই হবে নির্দেশ দেন প্রধান বিচারপতি। দ্রুত কাজ হবে বললেন সিব্বল।


Card image cap

রাজ্য থেকে চলবে না একাধিক দূরপাল্লার ট্রেন,



ট্রেনে চড়ে সাধারণ যাত্রীরা প্রতিদিন নিজেদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। তবে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন রুটের একাধিক ট্রেন বাতিল (Trains Cancelled) রাখতে হয় রেলকে (Indian Railways)। ঠিক সেই রকমই এক মাসের বেশি সময় রাজ্য থেকে দূরপাল্লার একাধিক ট্রেন চলবে না এমনটাই জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ।


রক্ষণাবেক্ষণ ছাড়াও বহু সময় ট্রেন বাতিল রাখা হয় মূলত প্রাকৃতিক দুর্যোগ বা প্রতিকূলতার কারণে। যেমন অতিবৃষ্টিতে রেললাইন জলের তলায় চলে গেলে ট্রেন বাতিল রাখতে হয় অথবা ট্রেন দেরিতে চলে। অনেক ক্ষেত্রেই বন্যা পরিস্থিতি থেকে শুরু করে ধস ইত্যাদি নামার কারণে পূর্ব ভারতে অনেক সময় ট্রেন বাতিল থাকতে দেখা যায়। তবে এবার যে সকল ট্রেন বাতিলের কথা বলা হয়েছে, সেগুলির পিছনে রয়েছে অন্য কারণ।


সেপ্টেম্বর মাস ইতিমধ্যেই অর্ধেক পার করেছে। এরপরেই অক্টোবর আর তারপর থেকেই শুরু হবে ধীরে ধীরে শীতের মরসুম। শীতের মরসুম শুরু হলে ট্রেন চলাচল থেকে শুরু করে অন্যান্য যানবাহন চলাচলের ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রতিকূল পরিস্থিতি তৈরি করে তা হল কুয়াশা। যে কুয়াশার কারণে প্রতি বছরই একাধিক ট্রেন বাতিল রাখা হয়। ঠিক সেই রকমই এই বছরও বহু ট্রেন বাতিল রাখা হবে। যে সকল ট্রেনের মধ্যে কিছু ট্রেন রয়েছে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন দূরপাল্লার রুটে যাতায়াত করে।



২২৮৫৭ সাঁতরাগাছি-আনন্দ বিহার এক্সপ্রেস ২ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। ২২৮৫৮ আনন্দ বিহার-সাঁতরাগাছি এক্সপ্রেস ৩ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। ১২৮৭৩ হাতিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস ২ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। ১২৮৭৪ আনন্দ বিহার-হাতিয়া এক্সপ্রেস ৩ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।


অন্যদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও আরও বেশ কিছু এলাকা থেকে ইতিমধ্যেই কুয়াশার কারণে ট্রেন বাতিল রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে টাটানগর থেকে অমৃতসর ১৮১০৩ ট্রেনটি ২ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল রাখা হবে। ১৮১০৪ অমৃতসর থেকে টাটানগর এক্সপ্রেস ট্রেনটি ৪ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল রাখা হবে বলে জানানো হয়েছে। তবে কেবলমাত্র এই কয়েকটি ট্রেন বাতিল থাকবে এমন নয়। সংশ্লিষ্ট মহল দাবি করছে, কুয়াশার মরসুম শুরু হলেই আরো অজস্র ট্রেন রয়েছে যেগুলি বাতিলের তালিকায় জুড়ে যাবে।

Card image cap

আজ বিশ্বকর্মা পুজো থেকে শুরু পিতৃপক্ষ, জানুন কী আছে কোন রাশির ভাগ্যে


আজকের রাশিফল মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর । চাঁদ আজ সকাল ৫টা ৪৪ মিনিটে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে সূর্য সবে কন্যা রাশিতে প্রবেশ করেছে। আজ পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। পাশপাশি আজ থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। পঞ্জিকা অনুসারে আজ ভাদ্র শুক্লা চতুর্দশী তিথি। এই তিথিতে রবি যোগ, ধৃতি যোগ ও শূল যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ বেলা ১টা ৫৩ মিনিট পর্যন্ত শতভিষা নক্ষত্র ও পরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব থাকবে। আজ সকাল ৬টা ৭ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ২৩ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে মঙ্গলবার হল সংকটমোচন হনুমানের প্রিয় দিন। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ বজরংবলীর কৃপায় কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।








আজকের মেষ রাশিফল


মেষ রাশির জাতকরা আজ ব্যস্ততার মধ্যে দিন কাটাবেন। খুব বেশি চাপ নেবেন না, স্বস্তিতে থাকার চেষ্টা করুন। পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে, পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। ব্যয় বাড়ায় দুশ্চিন্তা বৃদ্ধি সম্ভব। অপ্রয়োজনীয় ব্যয় করবেন না। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে, সারাদিন ব্যস্ত থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন। শারীরিক ও মানসিক ক্লান্তি বাড়বে।



আজকের বৃষ রাশিফল


বৃষ রাশির জাতকরা আজ কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। অতি উৎসাহী হয়ে ভুল পদক্ষেপ করা হয়ে যেতে পারে। ভেবেচিন্তে কাজ করুন। আর্থিক পরিস্থিতি বিশেষ ভালো থাকবে না। কাউকে কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে, তা পূরণের জন্য অতিরিক্ত ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে পরিস্থিতি জটিল হবে। নিজের ধৈর্য্য হারাবেন, সকলে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। প্রেম জীবনে সমস্যা হবে। ইগোর কারণে সমস্যা সৃষ্টি হতে পারে। মাথা ও পায়ের ব্যথায় ভুগতে পারেন।




আজকের মিথুন রাশিফল


মিথুন রাশির জাতকদের আজকের দিনটি বিশেষ ভালো কাটবে না। এর জন্য আপনাদের নেতিবাচক চিন্তাভাবনা ও সঠিক পরিরকল্পনার অভাব দায়ী। আত্মবিশ্বাস কমবে। আজ আর্থিক সমস্যাও দেখা দিতে পারে। দৈনন্দিন ব্যয় পূরণের জন্য ঋণ নিতে হবে। অন্য দিকে কর্মক্ষেত্রে সহকর্মীদের কারণে সমস্যায় পড়তে পারেন। ধৈর্য সহকারে নিজের দায়িত্ব পূরণ করুন। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে মতভেদ হবে। শরীরে নিম্নাংশে ব্যথা হতে পারে।



আজকের কর্কট রাশিফল

কর্কট রাশির জাতকরা আজ সাফল্য লাভ করতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যার ফলাফল ভালো হবে। প্রেম ও দাম্পত্য জীবনে মাধুর্য্য বজায় থাকবে। আজ আপনার আর্থিক পরিস্থিতি ভালোই থাকবে। ভবিষ্যতের জন্য অর্থ লগ্নি করতে পারেন। চাকরিজীবীদের জন্যও আজকের দিনটি ভালো। প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থেকে ভালো কাজ করতে পারবেন।



আজকের সিংহ রাশিফল

সিংহ রাশির জাতকরা আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করায় মনে আনন্দ থাকবে। কর্মক্ষেত্রের জন্য পরিস্থিতি খুবই ভালো। সারাদিন ব্যস্ত থাকবেন। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সুফল পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ঋণ নিতে পারেন, এর ফলে আপনার লাভ অর্জন হবে। সিংহ রাশির জাতকরা প্রেম জীবনে হেসেখেলে সময় কাটাবেন, দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে।



আজকের কন্যা রাশিফল

কন্যা রাশির জাতকরা আজ জীবনের উদ্দেশ্য ও অর্থ বোঝার চেষ্টা করবেন। দুশ্চিন্তায় ঘিরে থাকবেন, আধ্যাত্মিক ক্রিয়াকলাপের মাধ্যমে এই দুর্ভোগ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আজ কোনও কারণে অতিরিক্ত ব্যয় সম্ভব। খরচ সামলানোর জন্য ছোটখাটো ঋণ নিতে হতে পারে। চাকরিজীবীদের ওপর কাজের চাপ থাকবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সময়ের মধ্যে সমস্ত দায়িত্ব পূরণ করতে পারবেন। অহংকারের কারণে প্রেমিক-প্রেমিকার মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে।



আজকের তুলা রাশিফল

তুলা রাশির জাতকরা আজ কোনও কাজে উত্‍সাহ পাবেন না। এই কারণে সাফল্য লাভ থেকে পিছিয়ে আসতে পারেন। খরচ নিয়ন্ত্রণ করতে না পারলে অর্থাভাবের মুখে পড়তে পারেন। চাকরিজীবীরা কোনও কারণে ধৈর্য্য হারাবেন। অতিরিক্ত চাপের কারণে ভালোভাবে কাজ সম্পন্ন করতে পারবেন না। প্রেমী বা জীবনসঙ্গীর সঙ্গে ব্যবহারে আপনার মনের মধ্যে উপস্থিত তিক্ততা প্রকাশ পাবে। প্রিয় মানুষদের সঙ্গে নম্রভাবে কথা বলুন। মাথা ব্যথা, সর্দি-কাশি হতে পারে, নিজের যত্ন নিন।



আজকের বৃশ্চিক রাশিফল

বৃশ্চিক রাশির জাতকরা আজ নিজের যোগ্যতা প্রমাণ করবেন। অধিক ধনলাভের প্রবল যোগ থাকছে আজ। যে কাজের দায়িত্ব পেয়ে অন্যেরা ভয় পাবেন, সেই কাজই আপনি সহজে করতে পারবেন। সহকর্মীদের সমর্থন ও সহযোগিতা আপনার সঙ্গেই থাকবে। প্রেম ও দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।



আজকের ধনু রাশিফল

ধনু রাশির জাতকরা আজ আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকবেন। আজ আপনার আর্থিক জীবনে মজবুত হবে। এর ফলে বেশ কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। নিজের দক্ষতার জোরে সময়ের আগে কাজ সম্পন্ন করতে পারবেন। অফিসে বসের কাছ থেকে প্রশংসা লাভ করবেন। প্রেম ও দাম্পত্য জীবনে পরস্পরকে ভালোভাবে বুঝতে পারবেন ধনু রাশির জাতকরা।



আজকের মকর রাশিফল

মকর রাশির জাতকরা আজ কোনও কারণে হতাশ হতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করুন। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে লাভবান হবেন। তবে আত্মবিশ্বাসের অভাবের কারণে কাজের গতি হ্রাস পাবে। আজ ক্লান্তি ঘিরে ধরবে এই রাশির জাতকদের, যা আপনার ব্যবহারের মাধ্যমে প্রকাশ পাবে। নানা কারণে ব্যয় বাড়তে পারে, যার ফলে আপনাকে ঋণ নিতে হতে পারে। জ্বর, সর্দিকাশিতে ভুগতে পারেন।



আজকের কুম্ভ রাশিফল

কুম্ভ রাশির জাতকদের মধ্যে আজ ক্রিয়েটিভিটি বাড়বে। নিজের আশপাশের ব্যক্তিদের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিন। কর্মক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবেন। অফিসে সকলে আপনার প্রশংসা করবেন। চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা করতে পারেন। প্রেম সম্পর্ক গভীর হবে। মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার চেষ্টা করুন।



আজকের মীন রাশিফল

মীন রাশির জাতকরা আজ নিজের যোগ্যতা পরখ করার চেষ্টা করবেন। এর ফলে আপনি নিজের লক্ষ্যের দিকে আরও এগিয়ে যাবেন। আর্থিক পরিস্থিতি ভালো হবে। অর্থ সঞ্চয় করতে পারবেন মীন রাশির জাতকরা। কর্মক্ষেত্রে ভালো কাজ করে সিনিয়রদের প্রশংসা পাবেন মীন রাশির জাতকরা। জটিল কাজ সহজে সম্পন্ন করতে পারবেন। ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখুন।




Card image cap

কাল আনুষ্ঠানিক পদত্যাগ! আর মুখ্যমন্ত্রী পদে আসবেন না তিনি

দিল্লির মন্ত্রী ও আপ নেতা সৌরভ ভরদ্বাজ এক বড় ঘোষণা করলেন।



তিনি বলেছেন, "আগামীকাল, মুখ্যমন্ত্রী (অরবিন্দ কেজরিওয়াল) তার পদত্যাগপত্র জমা দেবেন এবং পদত্যাগপত্র গৃহীত হওয়ার সাথে সাথেই বিধানসভা দলের একটি বৈঠক হবে, বিধানসভা দল একজন নেতা নির্বাচন করবে। যে নেতা নির্বাচিত হবেন তিনি লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে দাবি তুলে ধরবেন, তাই স্পষ্টতই সেই ব্যক্তিকে ডেকে নিয়ে শপথ নেওয়া হবে।


বিধায়করা আমাদের সঙ্গে আছেন। সুতরাং স্পষ্টতই ঐ ব্যক্তিকে ডাকা হবে এবং শপথ গ্রহণ করা হবে। আমি মনে করি এই পুরো প্রক্রিয়াটি এক সপ্তাহের মধ্যে শেষ করা উচিত"।


দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে, আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া সোমবার অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে যাবেন। যতক্ষণ না মানুষ তাকে "সততার সনদ" দেয় ততক্ষণ পদে থাকবেন না আপ সুপ্রিমো। তিনি পদত্যাগ করার এবং মুখ্যমন্ত্রীর চেয়ারে না বসার ঘোষণা দেওয়ার একদিন পর মনীশ সিসোদিয়া দেখা করবেন। পদত্যাগের ঘোষণা দিয়ে কেজরিওয়াল বলেছিলেন যে তিনি ক্ষমতায় এলে ফের মুখ্যমন্ত্রী হবেন এবং মণীশ সিসোদিয়া তার উপমুখ্যমন্ত্রী হবেন তখনই যখন লোকেরা বলবে তারা সৎ।

Card image cap

গভীর নিম্নচাপ এগোচ্ছে...! ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি কাঁপাবে ৫ রাজ্য!

  আবহাওয়া নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট জানিয়ে দিল আইএমডি। পূর্বাভাস বলছে, বাংলার উপর থাকা গভীর নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বল হবে। আর তাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে একাধিক রাজ্যে। এই রাজ্যগুলির জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। তালিকায় কি আছে পশ্চিমবঙ্গ?


  আবহাওয়া রিপোর্ট বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপর গঠিত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়েছে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় এটি ধীরে ধীরে দুর্বল হয়ে একটি 'নিম্নচাপে' পরিণত হবে।


  এর জেরে রবিবার ১৫ সেপ্টেম্বর রাত থেকে দক্ষিণ ঝাড়খণ্ডে বিচ্ছিন্ন ও অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। এছাড়া ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশে ১৫-১৭ সেপ্টেম্বরের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে।


  অন্যদিকে পশ্চিম মধ্যপ্রদেশে ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে আবহাওয়ার। অর্থাৎ ভারী বৃষ্টি জারি থাকবে দেশের এই অংশেও।


  দফায় দফায় বৃষ্টিতে এদিনও দুর্যোগপূর্ণ হাল ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ফের রাত বাড়তেই বৃষ্টি সতর্কতা জারি হয়েছে আরও ৪ জেলায়। আলিপুর আবহাওয়াও দফতর জানিয়েছে বজ্রবিদ্যুৎ-সহ নিবিড় বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।


  বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ খুব ধীরগতিতে এগোচ্ছে। পশ্চিমের জেলায় অবস্থান করছে এই অতি গভীর নিম্নচাপটি। রাতভর অতি গভীর নিম্নচাপ রূপেই থাকবে এই সিস্টেমটি। আগামিকাল, সোমবার পশ্চিমের জেলাগুলি থেকে এই সিস্টেম যাবে ঝাড়খণ্ড অভিমুখে।


  আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে ঝাড়খণ্ড ও উত্তর ছত্রিশগড় এলাকায় পৌঁছবে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।


  নিম্নচাপের নতুন অবস্থানের জেরে এবার ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন জায়গায় ১৫ সেপ্টেম্বর রাতের জন্য অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।


  বঙ্গোপসাগরে ৫০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।


  সোমবার সকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।


  একদিকে অতি গভীর নিম্নচাপ; অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। রবিবার রাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে কমবে বৃষ্টি।


  মঙ্গলবার আবহাওয়া উন্নতি। মঙ্গলবার থেকে শুক্র-শনিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে।


  রবিবার কলকাতায় মূলত মেঘলা আকাশ ছিল দিনভর। দফায় দফায় বৃষ্টির সতর্কতা ছিল জেলায় জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা।


মঙ্গলবার আবহাওয়া উন্নতি। মঙ্গলবার থেকে শুক্র-শনিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

Card image cap

CBI-এর হাতে গ্রেপ্তার সন্দীপ

আরও বিপাকে আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার তাঁকে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ মামলায় গ্রেপ্তার করল সিবিআই। তাঁর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও। শনিবার রাতেই দুজনকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওয়াকিবহাল মহলের মত, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে জটিলতার মাঝে এই গ্রেপ্তারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে গত সপ্তাহে সন্দীপ ঘোষকে আর জি করে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা। আপাতত তিনি জেল হেফাজতে রয়েছেন।  তবে তাঁকে আবারও নিজেদের হেফাজতে নেওয়ার সম্ভাবনা দেখছিলেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিলেন।শনিবার সন্ধ্যায় এই সংক্রান্ত তদন্তের জন্য দিল্লির সদর দপ্তর থেকে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর কলকাতায় এসে পৌঁছন। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে বৈঠক করেন তাঁরা। এই মুহূর্তে আর জি করের ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত কোন জায়গায় রয়েছে? কিভাবে সেই তদন্তে এগিয়ে নিয়ে যেতে হবে? কোন পথে এগোবে? তা নিয়েই একটি বৈঠক হয়। এদিকে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দপ্তরে দীর্ঘ সময়ের জন্য জেরার পর রাতে গ্রেপ্তার করা হয়। সিবিআইয়ের অভিযোগ, সন্দীপ ঘোষ অথবা পুলিশ আধিকারিকরা সরাসরি ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে যুক্ত নাও হতে পারেন। কিন্তু তথ্য ও প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রের ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে। যদি কেউ এই নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাকে সন্দীপ ঘোষ আড়াল করেছেন বলে অভিযোগ। নির্যাতিতার দেহ উদ্ধারের ১৪ ঘণ্টা পর কেন, তা জানতে শনিবার রাত পর্যন্ত টালা থানার ওসিকে জেরা করে সিবিআই। এদিন সিবিআইয়ের একটি টিম শিয়ালদহ আদালতে সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে। রবিবার প্রেসিডেন্সি জেল থেকে সন্দীপ ঘোষকে শিয়ালদহ আদালতে তোলা হবে। একই সঙ্গে অভিজিৎ মণ্ডলকেও শিয়ালদহ আদালতে তুলবে সিবিআই।

Card image cap

মুখ্যমন্ত্রীকে বার্তা জুনিয়র ডাক্তারদের

‘আলোচনার পথ আমাদের তরফ থেকে খোলা রয়েছে’, সন্ধে থেকে টান টান নাটকের পর স্বাস্থ্যভবনের কাছে ধরনাস্থলে ফিরে এসে বার্তা দিলেন আন্দোলনকারীরা। তবে সরকারের তরফে আলোচনার সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুললেন জুনিয়র ডাক্তাররা।দীর্ঘ টালবাহানার পর শনিবার জুনিয়র ডাক্তাররা নিজেরাই চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে। তাঁদের মেইল পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ডেকে নেওয়া হয় কালীঘাটে। মুখ্যমন্ত্রীর বাড়িতে। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ফের বেঁকে বসেন চিকিৎসকরা। লাইভ স্ট্রিমিং না হলে বৈঠক হবে না, প্রথমে এই দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। এর পর মুখ্যমন্ত্রী নিজে গিয়ে তাঁদের কাছে আবেদন করেন বাড়িতে আসার জন্য। যদিও তাতেও আন্দোলনকারী অনড় থাকায়, আলোচনা না করেই ফিরে যান স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ অন্যান্য আধিকারিকরা। আন্দোলনকারীদের দাবি, তাঁরা শেষ পর্যন্ত নিঃশর্ত আলোচনায় রাজি হয়েছিলেন তবে চন্দ্রিমা বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনার সময় অতিবাহিত।’এর পর আন্দোলনস্থলে ফিরে এই ইস্যুকে হাতিয়ার করে আলোচনায় সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন জুনিয়র ডাক্তাররা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আন্দলকারীদের তরফে জানানো হয়, “আমরা আলোচনায় রাজি হয়েছিলাম। হয়ত একটু দেরি হয়ে গিয়েছে। কিন্তু ওনারা বললেন আমাদের সঙ্গে আলোচনার প্রস্তাব অতিবাহিত হয়ে গিয়েছে। সকালে উনি বলেছিলেন উনি আন্দোলনের ফসল তাহলে আজকের এই ঘটনা আন্দোলনকে অবমাননা নয়! এই যদি হয় তবে আমারা কীভাবে আশা- ভরসা রাখব।” একইসঙ্গে যোগ করেন, “আমাদের দিক থেকে আলোচনার পরিসর খোলা থাকবে। আলোচনায় আমরা রাজি। আমাদের যে ফ্রন্ট তৈরি হয়েছে সেখান থেকে আলোচনায় বসার আবেদন প্রক্রিয়া চলবে।”এদিকে ধর্ষণ ও খুনের ঘটনায় সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় আন্দোলনকারীদের। ধর্নামঞ্চের এক প্রতিনিধি বলেন, “আমরা ৩ ঘন্টা অপেক্ষা করেছি। আমরা ঘাড় নোয়াইনি। আরও কত অপরাধী বাইরে আছে! সব জেলের ঘানি টানবে। আজ আমাদের বোন একটু শান্তি পাবে। আমাদের শিরদাঁড়া কেউ বাঁকাতে পারবে না।” আরজি করের ঘটনাকে ‘প্রাতিষ্ঠানিক মার্ডার’ বলে তোপ দেগে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের এক প্রতিনিধি বলেছেন, ‘সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের গ্রেফতার হওয়ার খবরটা ওঁরা পেয়েছেন। তাই আর মিটিং করার সাহস পাননি।’

Card image cap

রাত দখলে বিজেপিকে চান না আন্দোলনকারীরা

আর জি কর কাণ্ডের পর গোটা বাংলাজুড়ে চলছে ‘রাতের দখল অধিকার দখল আন্দোলন।’ মেয়েদের ‘রিক্লেইম দ‌্য নাইট’ দেশে সাড়া ফেলে দিয়েছে। সেই রাত দখলের আন্দোলনের মুখরা বিজেপিকে হাত নিলেন। স্পষ্ট জানালেন এই অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে তাঁরা বিজেপিকে পাশে চান না।আজ রবিবার ফের একবার ‘রাতের সভা’-র ডাক দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর প্রীতিলতার শাহাদাত দিবস উপলক্ষে স্কুলে স্কুলে ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে শপথ গ্রহণ করার ডাক দিয়েছেন রাত দখলের আন্দোলনকারীরা।শনিবার কলকাতা প্রেস ক্লাবে ‘রাতের দখল, অধিকার দখল’ আন্দোলনের সাংবাদিক সম্মেলন থেকে মুনমুন বিশ্বাস, শতাব্দী দাস, বৃষ্টি সাহা, ঝিলম রায়, নেহা চক্রবর্তী, সম্প্রীতি মুখোপাধ‌্যায়রা জানিয়েছেন, “আমাদের কোনও রাজনৈতিক দলের ছত্রছায়া নেই। বিজেপি রাজনৈতিকভাবে ধর্ষণ ও লিঙ্গবৈষম‌্যকে স্বীকৃতি দেয়। তথ‌্য বলছে, এ দেশে প্রতিদিন ৯০টি মেয়ের ধর্ষণ হচ্ছে। বিজেপি এবং আরএসএস মতাদর্শগতভাবে ধর্ষণকে তোল্লাই দেয়। তাদের বিরদ্ধেই আমাদের আন্দোলন। বিজেপির মতোন পিতৃতান্ত্রিক নারীবিদ্বেষী দলের নারীবিদ্বেষী কাজ কর্মের বিরুদ্ধে আওয়াজ তুলছি আমরা।”আর জি কর কাণ্ডে জড়িত দোষীদের শনাক্তকরণ, বিচার, শাস্তি ছাড়াও এদিন একাধিক দাবি জানিয়েছেন মেয়েরা। কি রয়েছে সেই দাবিতে? শতাব্দী দাসের বক্তব‌্য, “বাংলার কোনায় কোনায় প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের জন‌্য স্বাস্থ‌্যকর পাবলিক টয়লেট তৈরি করতে হবে। গণপরিবহনের ব‌্যবস্থা করতে হবে।” এছাড়াও কিছু আইনি বদল চাইছেন মেয়েরা। ঝিলম জানিয়েছেন, ট্রান্সজেন্ডার পারসন প্রটেকশন অফ রাইটস অ‌্যাক্ট ২০১৯-এ রূপান্তরকামীদের যৌন নির্যাতনের জন‌্য নির্ধারিত মাত্র ২ বছরের সাজার কথা রয়েছে। সেই ধারা বদলে দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা করতে হবে।
ইতিমধ্যেই এক হাজার ব‌্যক্তির সই করা চিঠি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাঠিয়েছেন ‘রাত দখল অধিকার দখল’ আন্দোলনের মেয়েরা। সে চিঠিতে আর জি কর কাণ্ডে দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলন থেকে মেয়েরা জানিয়েছেন, “১৪ আগস্ট থেকে বাংলার প্রতিটি কোণা থেকে মেয়েরা যোগাযোগ করেছেন। তাঁরা রাস্তায় নেমে নিজেদের কথা বলতে চান। এদের মধ্যেই অনেকেই কোথাও না কোথাও যৌন নিপীড়নের শিকার।”

Card image cap

মিলবে না এই পুজোর ছুটি! সরকারি কর্মীদের মাথায় হাত!

চলছে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মানেই পুজো পুজো ভাব আর সামনেই একের পর এক ছুটি । অক্টোবর মাসে দুর্গাপুজোর জন্য একটানা ছুটি তো থাকছেই তবে তার আগে চলতি মাসেও রয়েছে বেশ কয়েকটি ছুটি । আজ ১৪ তারিখ করম পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তরফে পূর্ণদিবস ঘোষণা করা হয়েছে।


নবান্ন তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, করম পুজোর জন্য শনিবার সরকারি অফিস, স্কুল, কলেজ, সরকারের অধীনস্থ অফিসে ছুটি থাকবে । আগে অবশ্য করম পুজোয় 'সেকশনাল হলিডে' ছিল। অর্থাৎ যারা এই পুজো করেন তারাই ছুটি পেতেন। তবে গত বছর থেকে এই দিনে পূর্ণ দিবস ছুটি দেওয়া হচ্ছে।


শনিবার ছুটি, এরপর রবিবার এমনিতেই সব বন্ধ অর্থাৎ পরপর দু'দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। তবে এখানেই শেষ নয়, সোমবারও মিলবে ছুটি। সোমবার (১৬ সেপ্টেম্বর) ফতোয়া-দোয়াজ-দাহাম উপলক্ষে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার সরকারি অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সবমিলিয়ে পরপর তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।


ওদিকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্বকর্মা পুজো রয়েছে। তবে বিশ্বকর্মা পুজোয় কোনো ছুটি দেয়নি রাজ্য সরকার। অর্থাৎ টানা ৪দিন ছুটি মেলার যে সুযোগ ছিল তা হচ্ছে না। যা নিয়ে মন খারাপ সরকারি কর্মীদের। মঙ্গলবার সরকারি অফিস খোলা থাকবে। তবে বিশ্বকর্মা পুজোয় ছুটি মিলবে স্কুলগুলিতে।




সেপ্টেম্বরের পর শুরু অক্টোবর মাস। মিলবে টানা ছুটি। অক্টোবর মাসে মহালয়ার জন্য আগামী ২ অক্টোবর ছুটি থাকবে। এরপর দুর্গাপুজোর শুরু। সেই উপলক্ষে আগামী ৭ অক্টোবর থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে। বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল, কলেজ সর্বত্রই।

Card image cap

পশ্চিমবঙ্গের ৭ জেলায় ভয়ঙ্কর হড়পা বানের আশঙ্কা!

অতি গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। বিকেলে কলকাতা অতিক্রম করে পশ্চিমের জেলাগুলির দিকে যাবে ঝাড়খণ্ড অভিমুখে। আগামী ৪৮ ঘণ্টায় এটি ঝাড়খন্ড ও উত্তর ছত্রিশগড় এলাকায় পৌছবে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে।


আগামী ২৪ ঘণ্টায় হড়পা বানের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


  পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় হড়পা বান আসতে পারে।


  এছাড়াও ঝাড়খণ্ডের রাঁচি, জামতাড়া, দুমকা, বোকারো, ধানবাদ, হাজারীবাগ ও দেওঘরে হড়পা বান হতে পারে।


  দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ শনিবার রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে।ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম এবং পুরুলিয়া জেলায়। সেই সঙ্গে কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Card image cap

খাস কলকাতায় বিস্ফোরণ

ভরদুপুরে খাস কলকাতায় বিস্ফোরণ। হাত উড়েছে এক কাগজ কুড়ানি। জানা গিয়েছে, কাগজ কুড়োতে গিয়েই কোনও বোমায় হাত পড়ে যায়। তাতেই বিস্ফোরণ। কিন্তু তালতলার মতো ব্যস্ত রাস্তায় কীভাবে বোমা এল, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যাক্তির নাম বাপি দাস (৫৮)। নির্দিষ্ট কোনও পেশার সঙ্গে তিনি যুক্ত নন। ভবঘুরে। গত কয়েক দিন ধরে এস এন ব্যানার্জি রোডের ফুটপাথে থাকতেন। এদিন পৌনে দুটো নাগাদ এস এস ব্যানার্জি রোড সংলগ্ন এলাকায় কাগজ কুড়োচ্ছিলেন। সেখানে একটি বস্তায় হাত দিতেই বিস্ফোরণ ঘটে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছন তালতলা থানার ওসি। জখমকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে পাঠানো হয়। তাঁর ডান হাতের কবজি উড়ে গিয়েছে। এদিকে এলাকা ঘিরে ফেলা হয়। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। তারা এসে ওই আস্তাকুঁড় খতিয়ে দেখেন। আটকে দেওয়া হয় এস এন ব্যানার্জি রোডের যান চলাচল। তল্লাশির পর আর কিছুই পায়নি বম্ব স্কোয়াড। তার পর যান চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হয়। কিন্তু তালতলার মতো জনবহুল এলাকায় কীভাবে বোমা এল, তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Card image cap

বিশেষ অনুরোধ মুখ্যমন্ত্রীর

মুখ অনেক। সংগঠিত করার লোকও অনেক। কিন্তু একজনকে সেনাপতি ঠিক করে না এগোলে আন্দোলন দিকভ্রষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের অনির্দিষ্টকালের আন্দোলনের মূল সংগঠক হিসেবে একজনকে ঠিক করেছেন অংশগ্রহণকারীরা। অবশ্যই এত বড় প্রতিবাদ এভাবে সংগঠিত করার দক্ষতার ভিত্তিতেই তাঁকে বেছে নেওয়া হয়েছে। তিনি ঝাড়গ্রামের ভূমিপুত্র, আর জি করের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অনিকেত মাহাতো। শনিবার স্বাস্থ্যভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের ধরনামঞ্চে মুখ্যমন্ত্রী পৌঁছনোর পর তাই অনিকেতকে মঞ্চে তুলে তাঁর পাশে দাঁড় করানো হয়। মুখ্যমন্ত্রী তাঁকে রীতিমতো ‘বাবু’ বলে সম্বোধন করেন। পরবর্তী সিদ্ধান্তের কথা ভাবতে বলেন। আর মুখ্যমন্ত্রীর এই আচরণ বুঝিয়ে দিল, আন্দোলনের নেতাকে ঠিক চিনে নিয়েছে তাঁর অভিজ্ঞ চোখ।শনিবার দুপুরে স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনের মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী, জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে। সেখানে তাঁর বক্তব্য আগাগোড়া আন্তরিক। সহকর্মীর সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনার দ্রুত সুবিচারের দাবি চেয়ে যে আন্দোলন জুনিয়র ডাক্তাররা শুরু করেছেন, তাকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ”আমিও বিচার চাই। সিবিআইয়ের কাছে আমার অনুরোধ, দ্রুত তদন্ত শেষ করুক, আদালতে দ্রুত বিচার হোক।” এর পর তিনি অনুরোধের সুরেই আন্দোলনকারীদের বলেন, আমরা আপনাদের দাবিদাওয়া নিয়ে ভাবব, পদক্ষেপ নেব। কথা দিচ্ছি, আপনাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেব না। উত্তরপ্রদেশের পুলিশের মতো নয় আমাদের প্রশাসন। কিন্তু বলতে চাই, অনেক রোগী মারা যাচ্ছেন। আপনারা দয়া করে কাজে ফিরুন। নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিন।”এই সময়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকা জনৈক পুলিশ আন্দোলনের অন্যতম নেতা ডাক্তার অনিকেত মাহাতোকে মঞ্চে ডেকে নেন। এর পর মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, ”দেখো বাবু, তোমরা কী করবে।” পর অনিকেত নিজেই তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন সংবাদমাধ্যমে জানান। তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রীর এখানে আসাটাকে আমরা সদর্থক ভূমিকা হিসেবে দেখছি। আমরা যে কোনো সময় আলোচনায় বসতে রাজি। উনি বলেছেন, আমি জানিয়েছি, আলোচনার জন্য বসতে রাজি আমরা। তবে সেই আলোচনা পাঁচ দফা দাবি নিয়েই হবে।’’

Card image cap

মমতার 'মাস্টারস্ট্রোকে' ছত্রভঙ্গ চিকিৎসক আন্দোলন!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই জুনিয়র চিকিৎসকরা বিভ্রান্ত! বিশেষ করে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট প্রথম বর্ষের ছাত্রদের কাছে শনিবার ছিল 'রেড লেটার ডে'। কয়েক হাত দূরে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে, তাঁদেরই ধরনামঞ্চে। বলছেন, 'আমি আপনাদের আন্দোলনের সমব্যথী।


ছাত্র আন্দোলন থেকে উঠে আসা মানুষ। আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই।” এই বক্তব্যের পর জেলার ছাত্ররা ধরনামঞ্চ ছেড়ে অনেকেই বাড়ির পথে পা বাড়িয়েছেন। 


মঞ্চ থেকেই অভিভাবক সুলভ ঢঙে জানিয়েছিলেন, মুখমন্ত্রী নন, দিদি হিসেবে এসেছেন তিনি। একইসঙ্গে আন্দোলনকারীদের ৫ দফা দাবি সহানুভূতির সঙ্গে ভেবে দেখার আশ্বাসও দিয়েছেন। মমতার সেই ‘মাস্টার স্ট্রোকে’ কার্যত ছত্রখান জুনিয়র ডাক্তারদের আন্দোলন! তাঁদের একটি জিবি বৈঠক চলছে বটে কিন্তু সূত্র বলছে, তমলুক, বর্ধমান, বাঁকুড়া মেডিক্যাল কলেজ এবং উত্তরবঙ্গ থেকে জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন। বাড়ি ফিরে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র!


শনিবার দুপুর ঘড়িতে ১টা। হঠাৎই আন্দোলনকারীদের কাছে খবর আসে ধরনাস্থলে আসছেন মুখ্যমন্ত্রী। খবর আসা আর মমতার পৌঁছনোর মধ্যে সময়ের ব্যবধান মোটে মিনিট পাঁচেক। ফলে পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, আন্দোলনকারীদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ঠিক করার সময়ই পাননি আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী সটান ধরনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যান। আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোকে নিয়ে মাইক হাতে মঞ্চে উঠে পড়েন। বক্তব্য রাখেন। বলেন, “আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আপনারা আমার ভাইবোন। আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক। তোমাদের যন্ত্রণা আমি বুঝি। আন্দোলনের সমব্যথী।” এদিন তিনি যেভাবে প্রশাসনিক প্রধান থেকে আন্দোলনকারীদের ‘দিদি’ হয়ে উঠলেন তা দেখে ইন্টার্ন ডাক্তাররা কার্যত অবাক। ভিড়ে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই প্রশ্ন, এ কার বিরুদ্ধে লড়াই করছিলাম আমরা!


ধরনামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছেন। বলেছেন, সমিতিতে কী চলত, তিনি জানতেন না। তাঁকে কেউ জানাননি। রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা কার্যত ম্যাজিকের মতো কাজ করেছে! এবার থেকে রোগী কল্যাণ সমিতির মাথায় রাজনৈতিক নেতার বদলে থাকবেন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল। সদস্য হবেন জুনিয়র চিকিৎসকরা। ফলে তাঁদের সঙ্গে অধ্যক্ষ যোগাযোগ আরও নিবিড় হবে। রোগীরাও সমস্যা নিয়ে অধ্য়ক্ষের সঙ্গে কথা বলতে পারবেন। সেখানে কোনও তৃতীয় ব্যক্তি থাকবে না। মুখ্যমন্ত্রীর এই সমস্ত ঘোষণার পরই উঠে আসছে বেশ কিছু প্রশ্ন। 


রুমেলিকা কুমার, দেবাশিস হালদারের মতো এসইউসিআই ডাক্তার নেতারা ইতিমধ্যে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাঁরা কেউই আর ছাত্র নন। বরং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। মোটা টাকা মাস মাইনে পান। তাঁরাই জুনিয়র চিকিৎসকদের ‘উসকানি’ দিচ্ছেন। শোনা যাচ্ছে, শুক্রবার রাতেও চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত নন এমন বামনেতারা গোটা রাত কাটিয়ে গিয়েছেন ধরনাস্থলে। আলোচনা করেছেন আন্দোলনের পরবর্তী ধাপ নিয়ে। এদিন মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। 


সবমিলিয়ে গোটা আন্দোলন নিয়ে দ্বিধাবিভক্ত। সামনেই পিজিটির পড়ুয়াদের পরীক্ষা। ফলে এই আন্দোলন চালিয়ে যাবেন নাকি ফিরে যাবেন, তা নিয়েই তুঙ্গে বিতর্ক।

Card image cap

কলকাতা থেকে ১০০ কিমি দূরে নিম্নচাপ! এগোচ্ছে পশ্চিমের দিকে

শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা এবং সংলগ্ন শহরতলিতে। কখনও বৃষ্টির বেগ বাড়ছে, কখনও কমছে। আলিপুর আবহাওয়া দফতর জানাল, শনিবার দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি। শনিবার দক্ষিণের দু'টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।


হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ উপকূলে থাকা নিম্নচাপ ক্রমে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরেছে। গত ছ'ঘণ্টায় তার গতি ছিল ঘণ্টায় ২৩ কিলোমিটার। নিম্নচাপটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে তার অবস্থান বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গের উপর। ক্যানিং থেকে উত্তর-পূর্ব দিকে ৯০ কিলোমিটার এবং কলকাতা থেকে পূর্ব-উত্তর পূর্ব দিকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে ওই নিম্নচাপ। শনিবার সন্ধ্যা পর্যন্ত গভীর নিম্নচাপ রূপেই তা ক্রমে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। তার পর শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। এই নিম্নচাপ পরিস্থিতির দিকে অনবরত নজর রেখেছে আলিপুর হাওয়া অফিস। 




আজকের আবহাওয়া

শনিবার, ১৪ সেপ্টেম্বর কলকাতা, পশ্চিমবঙ্গ 


সর্বাধিক তাপমাত্রা২৯oসেলসিয়াস


হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের সব ক'টি জেলাতেই বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় জারি করা হয়েছে লাল বা চূড়ান্ত সতর্কতা। ওই দুই জেলায় শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও। এ ছাড়া, শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 


রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার শুধু পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা জারি করা হয়নি। 


নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। হাওয়া ‌অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার। শনিবার গাঙ্গেয় বঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। তালিকায় রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 


বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। শনিবার উত্তরের সব ক'টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে।

Card image cap

রাতের বড় খবর: "আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইনি"!

গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকের আহ্বানের পরেও সেখানে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক সম্ভব হয়নি। আর আজ তার দ্বিতীয় দিন।ডাক্তারদের লাইভ স্ট্রিমিংয়ের দাবি সরকার না মেটানোয় তারা বৈঠকে বসেনি।



এই নিয়ে আন্দোলনরত ডাঃ অনুস্তুপ মুখার্জি বলেছেন, "যখন মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) নিজেই তার সমস্ত প্রশাসনিক বৈঠকের লাইভ সম্প্রচারকে উৎসাহিত করেন, তখন সম্ভবত আমাদের অনুরোধটি অযৌক্তিক ছিল না...আমাদের মিটিং হলের বাইরে আমাদের সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট রাখতেও বলা হয়েছিল, যা আমাদের দিক থেকে ভিডিও রেকর্ডিংয়ের কোনও প্রকার সম্ভাবনাকেও অস্বীকার করে।


কিন্তু হতাশাজনকভাবে এই সমস্যাটি আলোচনার অযোগ্য হয়ে পড়ে। দুর্ভাগ্যবশত, আমরা নবান্নের রাস্তায় ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম... যে সভাটির জন্য সমগ্র জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছিল তা স্থগিত করতে হয়েছিল একটা ছোট কারণে। আমরা জানি যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, কিন্তু আমরাও গত ৩৪ দিন ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের মুখ্যমন্ত্রী যেমন দাবি করেছেন আমাদের তেমন কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমরা তার অধিষ্ঠিত অসংখ্য প্রশাসনিক পদ থেকে তার পদত্যাগের দাবি করিনি... মুখ্যমন্ত্রী গতকালের সভা বাতিলের জন্য সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়েছেন, আমরা, প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা বিশ্বাস করি যে এর পাশাপাশি, আমাদের সকলের উচিত এখনও তার বিচার করতে না পারার জন্য বিদেহী আত্মার কাছে সর্বজনীনভাবে ক্ষমা চাওয়া উচিত"।

Card image cap

জেলে এ কী বলে ফেললেন সন্দীপ ঘোষ! শুনেই অবাক সকলে

আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ চার জন। গত মঙ্গলবার সন্দীপ, সুমন হাজরা, বিপ্লব সিং এবং আফসর আলির বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।


  বুধবার থেকেই সন্দীপদের ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেলে। আপাতত ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন তাঁরা।


কিন্তু জেলে কেমন কাটছে সন্দীপের দিন? জেল সূত্রে মিলছে নানান খবর।


  সূত্রের খবর, প্রেসিডেন্সি সংশোধনাগারে সন্দীপ ঘোষ সেলে আসার পর নজরদারি অনেকটাই বাড়ানো হয়েছে। বেশ কয়েকটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তাঁর সেলের সামনে মোতায়েন করা হয়েছে দু'‌জন কারারক্ষীকেও। আরও জানতে পারা গিয়েছে, সকাল বিকেল স্বাস্থ্য পরীক্ষা হয়েছে সন্দীপের।


  চিকিৎসকরা জানিয়েছেন, একদমই সুস্থ আছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। নিয়মমতো খাবারও খেয়েছেন সন্দীপ। তবে জেলের খাবার নিয়ে তাঁর আপত্তি রয়েছে। বলেছেন, 'এমন খাবার কি খাওয়া যায়'? যদিও পাল্টা কারারক্ষীরা তার কথায় পাত্তা দেননি বলেই খবর। সূত্রের খবর, সন্দীপকে বলা হয়, 'এটা আরজি কর হাসপাতাল নয়, যা চাইবেন, তাই পাবেন।'


  সন্দীপ এখন রয়েছেন প্রেসিডেন্সি জেলের ১০ নম্বর সেলে। সেখানে সর্বক্ষণের জন্য মোতায়েন রয়েছেন নিরাপত্তারক্ষীরাও। প্রথমে তাঁকে ২২ থেকে ৪৪ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর সেলে রাখা হয়েছিল। পরে তাঁকে 'পহেলা ২২' নম্বর ওয়ার্ডের ১০ নম্বর সেলে স্থানান্তরিত করা হয়।


  সন্দীপ ঘোষের সঙ্গে গ্রেফতার হওয়া বাকি তিনজনকে অবশ্য রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলের ২৩/৪৪ নম্বর ওয়ার্ডে। আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপ ঘোষের বিরুদ্ধে চিকিৎসার জৈব বর্জ্য দুর্নীতি, সরকারি টাকা নয়ছয়, নির্মাণের জন্য আইন ভেঙে ঠিকাদার নিয়োগ-সহ নানা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনেছেন।

Card image cap

বঙ্গোপসাগর ছুঁয়েছে ঘূর্ণাবর্ত...! আসছে নতুন অশনি! ৭ রাজ্য কাঁপাবে অতিভারী বৃষ্টি! কী সতর্কতা বাংলায়?

  ফের ঘূর্ণাবর্ত সতর্কতা। নতুন করে নিম্নচাপের আশঙ্কা! আবহাওয়ার বিরাট আপডেট দিচ্ছে মৌসম ভবন। সর্বশেষ পূর্বাভাস জানাচ্ছে, মধ্য মায়ানমারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।


  মৌসুমী অক্ষরেখা রোহতক এর পর উত্তরপ্রদেশের গভীর নিম্নচাপ এলাকার উপর দিয়ে রাঁচি, বাঁকুড়া, ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।


  এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। যার জন্যে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।


  আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ এলাকা তৈরি হবে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায়। এরপর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়।


  প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরাখণ্ডে। ধ্বস নামতে পারে, হতে পারে ফ্ল্যাশ ফ্ল্যাড। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা রাজ্যে।


  ভারী বৃষ্টির সতর্কতা হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, অসম এবং মেঘালয়ে।


  মৌসুমী অক্ষরেখা আবার সক্রিয় বাংলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ, শুক্রবার নিম্নচাপের আশঙ্কা বাংলাদেশে। যার প্রভাবে মেঘলা আকাশ চলছে সকাল থেকেই। বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।


  বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উপকূলে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি কড়া হয়েছে।


  দক্ষিণবঙ্গ

রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। শুক্রবার ও শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।


  উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দমকা বাতাস বইতে পারে। মেঘলা আকাশের কারনে এবং বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমতে পারে।


  আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। কয়েক দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জেলাতে।


  ভারী বৃষ্টির সম্ভাবনা ৯ জেলাতে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।


  ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শনিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে।


  ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে।


  ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। রবিবারেও ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলাতে।

Card image cap

এবার দাম কমবে পেট্রোল-ডিজেলের, বড় পরিকল্পনা কেন্দ্রের

ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় সরকারি তেল কোম্পানিগুলি বিপুল লাভের সম্মুখীন হয়েছে। এই কোম্পানিগুলি বাজারের ৯০ শতাংশ দখল করে রেখেছে। এদিকে, সরকার ৩ টি প্রধান সরকারি কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন , ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডকে  লোকসভা নির্বাচনের ঠিক আগে গত ১৪ মার্চ পেট্রোল ও ডিজেলের দাম  লিটার প্রতি ২ টাকা কমানোর নির্দেশ দিয়েছিল।


এবার দাম কমবে পেট্রোল-ডিজেলের 


এদিকে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিধানসভা নির্বাচনের আগে ফের দাম কমতে পারে পেট্রোল-ডিজেলের । বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।


২০১০ সাল থেকে কার্যকর হয়েছে নিয়ম: জানিয়ে রাখি যে, পেট্রোলের দাম ২০১০ সালে বিশ্ব বাজারের দামের সাথে যুক্ত করে নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছিল এবং ডিজেলের দাম ২০১৪ সালে নিয়ন্ত্রণমুক্ত করা হয়। বর্তমান সময়ে ভারতের একাধিক রাজ্যে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকার ওপরে রয়েছে। অপরদিকে, ডিজেলের  দাম রয়েছে লিটার প্রতি ৯০ টাকার ওপরে।


এদিকে, জ্বালানি হল এমনই একটি বিষয় যেটি পরিবহণ থেকে শুরু করে রান্না পর্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এমতাবস্থায়, জ্বালানির দামের ওঠানামা মুদ্রাস্ফীতিকেও নিয়ন্ত্রণ করে। এর পাশাপাশি টায়ার থেকে শুরু করে বিমান চলাচল পর্যন্ত একাধিক শিল্পও প্রত্যক্ষভাবে জ্বালানির ওপর নির্ভরশীল।


আর মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবেন না রোহিত? রাখঢাক না রেখে আকাশ চোপড়া জানালেন "আসল সত্যি"


ভারতের বড় পরিকল্পনা: রয়টার্সের মতে, সচিব বলেছেন OPEC-এর কাছ থেকে ভারত চায় তেল উৎপাদন বাড়াতে। কারণ ভারতের মতো দেশে জ্বালানির চাহিদা বাড়ছে। গত সপ্তাহে, পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা এবং রাশিয়ার সহযোগিতায় গঠিত OPEC+, অপরিশোধিত মূল্য হ্রাসের পরে অক্টোবর এবং নভেম্বরের জন্য পরিকল্পনা করা তেল উৎপাদন বৃদ্ধি স্থগিত করতে সম্মত হয়েছিল।


হয়ে যান সতর্ক! TRAI-এর এই পদক্ষেপের ফলে ফের বাড়বে রিচার্জ প্ল্যানের দাম? আশঙ্কায় গ্রাহকেরা


জানিয়ে রাখি যে, ভারত, বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী হিসেবে বিবেচিত হয়। ভারতে সমগ্র তেলের প্রয়োজনীয়তার ৮৭ শতাংশের বেশি বৈদেশিক উৎসের ওপর নির্ভর করে। সচিব জানিয়েছেন যে, ভারতীয় কোম্পানিগুলি রাশিয়া সহ সবচেয়ে সাশ্রয়ী সরবরাহকারীর কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় করতে প্রস্তুত রয়েছে।