বঙ্গোপসাগর ছুঁয়েছে ঘূর্ণাবর্ত...! আসছে নতুন অশনি! ৭ রাজ্য কাঁপাবে অতিভারী বৃষ্টি! কী সতর্কতা বাংলায়?
ফের ঘূর্ণাবর্ত সতর্কতা। নতুন করে নিম্নচাপের আশঙ্কা! আবহাওয়ার বিরাট আপডেট দিচ্ছে মৌসম ভবন। সর্বশেষ পূর্বাভাস জানাচ্ছে, মধ্য মায়ানমারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।
মৌসুমী অক্ষরেখা রোহতক এর পর উত্তরপ্রদেশের গভীর নিম্নচাপ এলাকার উপর দিয়ে রাঁচি, বাঁকুড়া, ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। যার জন্যে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ এলাকা তৈরি হবে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায়। এরপর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়।
প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরাখণ্ডে। ধ্বস নামতে পারে, হতে পারে ফ্ল্যাশ ফ্ল্যাড। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা রাজ্যে।
ভারী বৃষ্টির সতর্কতা হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, অসম এবং মেঘালয়ে।
মৌসুমী অক্ষরেখা আবার সক্রিয় বাংলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ, শুক্রবার নিম্নচাপের আশঙ্কা বাংলাদেশে। যার প্রভাবে মেঘলা আকাশ চলছে সকাল থেকেই। বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উপকূলে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি কড়া হয়েছে।
দক্ষিণবঙ্গ
রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। শুক্রবার ও শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দমকা বাতাস বইতে পারে। মেঘলা আকাশের কারনে এবং বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। কয়েক দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জেলাতে।
ভারী বৃষ্টির সম্ভাবনা ৯ জেলাতে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শনিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে।
ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। রবিবারেও ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলাতে।