CATEGORY state:

Card image cap

তাতের বাজার মন্দা, বহুরূপী সেজে উপার্যনের পথেও কাটাঁ লোকসভা নির্বাচন! আক্ষেপ নদীয়ার বহুরূপী ও সাজ শিল্পীদের।

এক্সপ্রেস কলকাতা, গোপাল বিশ্বাস: চৈত্রের শেষের দিকে যে সকল উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম হলো শিবের গাজন, নীল ষষ্ঠী পুজো চড়ক উৎসব, প্রভৃতি। আর বিশেষ করে গ্রাম বাংলা তথা মহঃস্বল এলাকায় এই অনুষ্ঠান গুলো আজি পুরোনো ঐতিহ্য, নিয়ম নিষ্ঠা ও রিতী মেনেই অনুষ্ঠিত হয়।

আর এই অনুষ্ঠানের মতোই অন্যতম অষ্টক গান, বহুরূপী শিল্পীদের বিভিন্ন বেশে সেজে নাচগান সমান ভাবেই সমাদৃত। যদিও বহু এলাকায় এই অষ্টক গান আজ প্রায় বিলীনের পথে, আর প্রদীপের আলোর মতো টিম টিম করে জ্বলছে বহুরূপী শিল্পী ও তাদের সাজ শিল্পও।
আর বিশেষ করে তথাকথিত ডিজিটাল যুগ ও বর্তমান আধুনিকতার ছোয়ায় থাকা এই প্রজন্মের কাছে হয়তো এগুোর পরিচিতি যেমন খুব একটা নেই, তেমনই হয়তো তাদের চোখেও পড়েনা এই শিল্প কলা।
এবছরে বাংলার বছরের শেষের আগেই ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচন ২০২৪ এর দামামা। ফলত চৈত্রের উত্তাপের সাথেই পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক উত্তাপও। এরই সন্ধিক্ষণে শুক্রবার ছিলো নীল ষষ্ঠী ও শনিবার চড়ক পুজো, সহ চলছে গাজন উৎসবও।আর নদীয়ার শান্তি পুর, ফুলিয়ার একাধিক জায়গায় বহুরূপী সেজে এই গাজন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে আজও।
তেমনই শুক্রবার চৈত্রের রোদকে উপেক্ষা করেই ঢাকের তালে গাজন উপলক্ষে শিব পার্বতী সেজে মেতে উঠলেন ফুলিয়ার বিভিন্ন এলাকার মানুষ। সকাল থেকেই শুরু হয়েছে শিব, পার্বতী, রাধাকৃষ্ণ সহ বিভিন্ন দেব দেবীর রূপের সাজে বহুরূপী দের আনাগোনা।
তবে কোথাও যেন সেই প্রীপের নিচেই অন্ধকারের মতো আক্ষেপ এই বহুরূপী শিল্পীদের। কারন নদীয়ার ফুলিয়া চটকাতলা এলাকার সুখেন সরকার, বিশ্বজিৎ বসাকেরা জানান তারা সহ অধিকাংশ বহুরূপী শিল্পী তাঁত শিল্পের সঙ্গে যুক্ত।
তাঁতের বাজার একদম খারাপ হওয়ার কারনে বিগত দশ বছর ধরে তারা এই পেশায় নিযুক্ত আছেন। তারা আরও জানান প্রতিবছরই এই চৈত্র মাস উপলক্ষে গাজন উৎসবে তারা এই রকম বহুরূপী সেজে নৃত্য, অভিনয় পরিবেশন করে।
তবে এবছর এই সময়ে লোকসভা নির্বাচনের কারনে বায়না তেমন হয়নি, এক পেশা ছেড়ে অন্য পেশায় এই সময় দুটো বার্তি রোজগারের আশায় এসেছি, কিন্তু এবছর চাহিদা কমে যাওয়ায় মন খারাপ তাদের।
শুধু তাদের নয়, একই ভাবে আক্ষেপ শোবা গেলো এই বহুরূপী সাজের সাজানোর শিল্পির গলাতেও। নদীয়ার শান্তিপুরের বাসিন্দা মতিলাল কর্মকার জানান বিগত কয়েক দশক ধরে এই পেশায় যুক্ত, কিন্তু এবছর চাহিদা কম, কারন হিসেবে তিনিও লোকসভা নির্বাচনকেই তুলে ধরেন।
পাশাপাশি তিনি আরও জানান পেশাগত ভাবে তিনি থিয়েটার, যাত্রা শিল্পের সাথে যুক্ত, কিন্তু এই বহুরূপী সহ এই গ্রামবাংলার থিয়েটারের চাহিদা বর্তমানে একদমই নেই, সাথে মেলপনা কোন সরকারি সাহায্য, এই পুরোনো ঐতিহ্য বাহী শিল্প কে বাচিয়ে রাখতপ এগিয়ে আসেনি কেও। এবছর সাত- আট টি জায়গায় যেতে হবে সাজাতে, কিন্তু একটা সময় ছিলো সংখ্যা টা অনেক হতো, এখন আর তা হয় না।
তবে অল্প হলেও এদিন তীব্র দাবদাহের মধ্যেই ফুলিয়া সহ বিভিন্ন এলাকায় দেখা গেলো এই গাজন উৎসবপ মেতে উঠতে স্থানীয় দের। পাশাপাশি মাঝে মধে্যই জীবন্ত দেবদেবীকে দেখা গেলো প্রচন্ড প্রখর রোদে হাত থেকপ কিছুটা স্বস্তি পেতে পাখার বাতাস খেয়ে নিচ্ছেন কোথাও বা ঠান্ডা পানীয় জল খেয়ে বিশ্রাম নিতে।
তবে তথাকথিত ডিজিটাল যুগ বা আধুনিকতার ছোয়ায় যতোই মানুষ নিজেদের এগিয়ে নিয়ে যাক নদীয়ার পুরোনো ঐতিহ্যকে যে আজও শান্তিপুর, ফুলিয়ার মতো এলাকার মানুষ বাচিয়ে রেখেছে এটাই বড় পাওনা, তবে ভবিষ্যৎ প্রজন্ম কতোটা এই ভাবে ঐতিহ্যকে ধরে রাখবে এটাই এখন প্রশ্ন।

Card image cap

নীল ষষ্ঠীর দিনে প্রচারে শিব ভক্তদের নাচে তাল মেলালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা

মেদিনীপুর: শুক্রবার খড়গপুর শহরে অভিনব প্রচারে দেখা গেল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে। মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এলাকায় নীল ষষ্ঠীর দিনে শিব ভক্তদের সঙ্গে নাচে তাল মেলালেন বিজেপি প্রার্থী।পাশাপাশি এক কর্মীর বাইকে বসে খড়গপুর শহর ঘোরেন।


লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর মরিয়া হয়ে সব জায়গায় প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। পৌঁছে গেছে বিভিন্ন প্রান্তিক এলাকায়। মেতে উঠেছে সাধারণ মানুষের সঙ্গে ধর্মীয় আচার পালনে এবং জনসংযোগে। তাই আন্দামান থেকে প্রচার শেষ করে নিজের লোকসভা কেন্দ্র খড়্গপুরে অভিনবত্ব প্রচারে দেখা গেল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে।

শুক্রবার নীল ষষ্ঠীতে মাতোয়ারা রাজ্যজুড়ে শিব ভক্তরা। মেদিনীপুর সদরের পাঁচখুরি সংলগ্ন শিবমন্দিরে গাজন উৎসব উপলক্ষে ভক্তদের সঙ্গে উৎসবে মাতলেন অগ্নিমিত্রা। পাশাপাশি, গাজন উপলক্ষে ব্রত রাখা সাধারণ ব্রতীদের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়াও খড়গপুর গ্রামীণ এলাকায় একটি শিবের মন্দিরে পুজো দেন তিনি। শুধু তাই নয়, পাশাপাশি এক কর্মীর বাইকে বসে খড়গপুর শহরে ঘোরেন তিনি। বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের স্টাইলেই প্রচার করছেন অগ্নিমিত্রা।

লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। প্রার্থী ঘোষণার পরেই বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছেন। এক কর্মীর বাইকে বসে ওয়ার্ডের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। এ ছাড়াও পথ চলতি মানুষদের কাছে শোনেন তাঁদের নানা অভাব অভিযোগের কথা। নির্বাচনের দিন যত কাছে আসছে স্বাভাবিকভাবেই প্রচারে মরিয়া হয়ে উঠছে সব রাজনৈতিক দল। বিজেপির পাশাপাশি দিনভর প্রচার চালাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরাও। তবে সময়ই বলবে শেষ হাসি কে হাসবে।

Card image cap

‘একটা ভোটও যেন অন্য কোনও দলে না যায়’: ইদের অনুষ্ঠানে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

এক্সপ্রেস কলকাতা ডেস্ক : রেড রোডের ইদের অনুষ্ঠানে আবারও স্পষ্ট ভাবে মুখ্যমন্ত্রীর বার্তা, 'নির্বাচনের সময় মনে রাখবেন, আমাদের সঙ্গে লড়াই বিজেপির। দিল্লিতে ইন্ডিয়া জোট কী করবে, আমরা দেখে নেব। কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির বিরুদ্ধে।

লোকসভা ভোটের আগে ইদের সকালে রেড রোডে বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আসন্ন লোকসভা নির্বাচনের আগে রেড রোডের অনুষ্ঠান থেকে সংখ্যালঘুদের আরও কাছে টানার চেষ্টা মুখ্যমন্ত্রী মমতার। 

রেড রোডে ইদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে রাখলেন, ‘একটা ভোটও যেন অন্য কোনও দলে না যায়।’ তৃণমূল সুপ্রিমো আবারও স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাইলেন যে, এবারের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বাংলায় লড়াই করছে তাঁর দল তৃণমূল কংগ্রেসই। এ প্রসঙ্গে বললেন, ‘নির্বাচনের সময় মনে রাখবেন, আমাদের সঙ্গে লড়াই বিজেপির। দিল্লিতে ইন্ডিয়া জোট কী করবে, আমরা দেখে নেব। কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির বিরুদ্ধে।’ 

রেড রোডের অনুষ্ঠানে নাগরিকত্ব সংশোধনী আইন থেকে শুরু করে এনআরসি, এমনকী অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধেও সরব হলেন মমতা। মমতার সাফ বার্তা, ‘গায়ের জোর মানা হবে না।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে এদিন রেড রোডের অনুষ্ঠান থেকে আবারও সর্বধর্ম সমন্বয়ের কথা শোনা গেল। বললেন, ‘আমার ইচ্ছা আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন।’ এনআরসি, নাগরিকত্ব সংশোধনী আইন ও অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধেও তাঁর অবস্থান আগের মতোই রয়েছে, সেটাও স্পষ্ট করে দিলেন মমতা। 

তৃণমূল সুপ্রিমোর সাফ বার্তা, ‘নো এনআরসি, নো সিএএ, নো ইউনিফর্ম সিভিল কোড। সব মানুষের অধিকার তাঁর নিজস্ব অধিকার।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘মাছের মাথা হল সিএএ, ল্যাজা হল এনআরসি। আর মাঝের পেটিটা হল অভিন্ন দেওয়ানি বিধি। তিনি আরও বলেন যে, ‘যতই চক্রান্ত হোক। যতই রাম-বাম-শ্যাম এক হোক। মনে রাখবেন, আপনাদের ইমানদারি বাংলার মা-মাটি-মানুষকে শান্তিতে রেখেছে। আপনারা শান্তিতে থাকবেন... আমরা থাকতে কেউ আপনাদের উপর কোনও অত্যাচার করতে পারবে না।’

Card image cap

দ্বিধাবিভক্ত মতুয়া সমাজ? CAA-র জন্য প্রয়োজন পুরোহিতের শংসাপত্র

লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে লাগু হয়েছে CAA নাগরিকত্ব পেতে গেলে শরণার্থীদের যে সমস্ত নথি জমা দিতে হবে তার মধ্যে অন্যতম হল আবেদনকারীর ধর্মীয় পরিচয়ের শংসাপত্র সম্প্রতি 'দ্য হিন্দু'- তরফে একটি প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রের হেলপ লাইনে ফোন করলে জানানো হয়, ধর্মীয় যোগ্যতার সার্টিফিকেট কোনও সাদা কাগজ বা ১০ টাকার স্ট্যাম্প পেপারে দেওয়া সম্ভব হয়তো কোনও স্থানীয় পুরোহিত বা কোনও পুরোহিত প্রতিষ্ঠান তা দিতে পারে পাশাপাশি মানুষ আস্থা রেখেছে এমন প্রতিষ্ঠানও এই সার্টিফিকেট দিতে পারবেনিঃশর্ত নাগরিকত্ব নিয়ে মতুয়াদের মনে আশা তৈরি হয়েছিল কিন্তু, আগেই জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট পোর্টালে জমা দিতে হবে নথি তারপর দিতে হবে ইন্টারভিউও এতে কী প্রতিক্রিয়া মতুয়াদের?

 

ঠাকুরবাড়িতে আসা এক মতুয়া ভক্ত জানান, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী যে যে নথি জমা দিতে বলা হচ্ছে, শরণার্থীদের কাছে তা থাকা কার্যত অসম্ভব উত্তর দমদম নিউ ব্যারাকপুর পুরসভা বিলকান্দা পঞ্চায়েতের লেলিনগড় এলাকার ৮০ শতাংশ মানুষ মতুয়া সম্প্রদায়ের তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, বিষয়টি অনেকেই শুনেছেন তবে গোটা বিষয়টি এখনও তাঁদের কাছে স্পষ্ট নয় তাঁদের কথায়, ' ভোটার আধার , প্যান কার্ড আছে বহু বছরের ভোটার তাঁরা এই দেশেরই নাগরিক' অন্যদিকে, ধর্মীয় শংসাপত্রের বিষয়টি জেনেছেন পুরোহিতরা কিন্তু, তা কী ভাবে দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়

 

ঠাকুরবাড়ির সদস্য তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, 'লোকসভা ভোটে মতুয়া ভোট নিজের দিকে টানতে এই ভাঁওতাবাজি করা হচ্ছে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে আগেই যা জানানোর জানিয়ে দিয়েছেন যেখানে আধার কার্ড, ভোটার কার্ড আছে এবং যেখানে মতুয়ারাই ভোটে দাঁড়াচ্ছেন সেখানে আবার কীসের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে!' গোটা বিষয়টি নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে ভোট বিতরণী পার করার চেষ্টা করছে বিজেপি বলেও অভিযোগ তোলেন মমতাবালা

 

পালটা হুংকার শোনা গিয়েছে BJP- বারাসতের প্রার্থী স্বপন মজুমদারের কণ্ঠেও তিনি বলেন, 'অন্য দেশের একটি নির্দিষ্ট ধর্মের সন্ত্রাসবাদীরা নাম ভাঁড়িয়ে যাতে নাগরিকত্ব না পায় সেই কারণেই এই সিদ্ধান্ত' পাশাপাশি তিনি জানান, মতুয়ারা কোনওভাবেই কোনও রকম সমস্যার সম্মুখীন হবেন না তাঁদের সুরক্ষিত রাখতেই নরেন্দ্র মোদীর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি করেন তিনি

 

এই প্রসঙ্গে মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে সুখেন্দু নাথ অধিকারী বলেন, 'আমরা কোনও দলের সঙ্গে যুক্ত নয় আমরা হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা করি CAA কোন দিকে যাচ্ছে তা বুঝতে পারছি না অনেকে অনেক কথা বলছে দোটানায় রয়েছি' গোঁসাই লক্ষ্মণ ঘোষ বলেন, 'আমাদের আই কার্ড, জমি রয়েছে নতুন করে নাগরিকত্বের প্রয়োজন কেন? তা আমরা বুঝতে পারছি না আমি জানি আমি এই দেশের নাগরিক তাই বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে মাথাব্যথা নেই'

 

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে রাজ্য শাসক দল নিউ ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা জানান, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে এই CAA আইন পাশ করে তা বাস্তবায়ন করতে বছর লেগে গেল! একজন ভারতীয়কে নাগরিকত্বের পরিচয় দিতে ইন্টারভিউতে বসতে হবেমুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছে কাউকে কোনও জায়গায় কাগজ জমা দিতে হবে না' অসম প্রসঙ্গও শোনা যায় তাঁর কণ্ঠে

Card image cap

রোজ ভ্যালির বিনিয়োগকারীদের শীঘ্রই টাকা ফেরত?

আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সঞ্জীব সাহা বলেন, 'কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের জন্য কমিটি গঠন করা হয়েছিল তিনি আরও জানিয়েছেন, 'হিসেব অনুযায়ীত্রিপুরায় মোট আমানতকারীর সংখ্যা দাঁড়াবে এক লাখের কাছাকাছি মোট আমানত হবে দেড় হাজার কোটি টাকা'


হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দিতে। সেই নির্দেশ মতোটাকা ফেরতের আবেদনের প্রক্রিয়াও শুরু হয়েছে। সূত্রের খবরএই ব্যাপারে একটি ওয়েবসাইটে খোলা হয়েছে। সেখানে আমানতকারীরা গিয়ে আমানত ফেরত পাওয়ার জন্য নথি দিয়ে আবেদন জানাতে পারবে। নথি যাচাইয়ের পর আমানতকারীদের প্রাপ্য হিসাব করা হবে। তারপর সেই অনুযায়ী টাকা ফেরত দেওয়া হবে বলে। উল্লেখ্যকলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই পদ্ধতিতে টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল
আমানতকারীদের টাকা ফেরত দিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)- তরফে একটি সম্পদ নিষ্পত্তি কমিটি (এডিসিগঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমেই রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের আবেদন জানানো হচ্ছে। রোজ ভ্যালির ফিল্ড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সঞ্জীব সাহা এই তথ্য জানিয়েছেন সাংবাদিকদের
সঞ্জীব আরও জানিয়েছেরোজ ভ্যালির আমানাতকারীরা Rose Valley Assets Disposal Committee-এর ওয়েবসাইটের মাধ্যমে তাঁদের আমানাত ফেরতের জন্য আবেদন করতে পারবেন। www.rosevalleyadc.com ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে আমানতকারীদের। 'ইনভেস্টার্স 'আপলোড সার্টিফিকেটএই দু'টি সেকশনে আবেদনকারীকে নিজের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে। তথ্য অনুযায়ী প্রায় ৬০ লাখ মানুষ রোজ ভ্যালিতে টাকা জমা রেখেছিলেন। তাঁদের মোট আমানতের অঙ্কটা ছিল প্রায় তিন হাজার কোটি। রোজ ভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রয়েছে। সেই অর্থের পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা। জানা গিয়েছে সেই টাকা থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে
তবে সূত্রের খবরআমানতকারীরা যে তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত পাবেনতা কিন্তু নাও হতে পারে। কত টাকা আমানতের বিনিময়ে কত টাকা ফেরত পাবেনসে হিসাব আগে কষে দেখবে কমিশন। যাদের জমাকৃত অর্থের পরিমাণ ৫০০০ টাকার ভেতরে প্রথমে সেই সব আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে  অর্থাৎ যাঁরা অল্পসংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে মেটানোর হবে তাঁদের প্রাপ্য টাকা। এরপর ধাপে ধাপে অন্যান্য আমানতকারীদের টাকা ফেরানো হবে

 

 

Card image cap

দক্ষিণবঙ্গে কি বৃষ্টির সম্ভাবনা কি বলছে আবহাওয়া দপ্তর

আজ মঙ্গলবার, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আট জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির সম্ভাবনা বেশি - পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , কলকাতায় । দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। সঙ্গত দেবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। তবে উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও নদিয়ায়। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় ও বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে শুক্রবারও ।

Card image cap

পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নাবালিকা গৃহকর্মীকে ধর্ষনের অভিযোগ, আসামে গ্রেফতার পুলিশ আধিকারিক । গৃহকর্মীকে দিনের পর দিন ধর্ষনের অভিযোগ। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে আসামে গ্রেফতার এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। অভিযুক্ত ডিএসপি কিরণ নাথ বর্তমানে গোলাঘাট জেলার লাচিত বোর ফুকান পুলিশ একাডেমির দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা। শীর্ষ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ ওঠায় রাজ‍্যজুড়ে সমালোচনার স‍ৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, ১৫ বছরের নাবালিকাকে তাঁর ইচ্ছের বিরুদ্ধে নিজের বাড়িতে আটকে রাখেন অভিযুক্ত পুলিশ আধিকারিক কিরণ নাথ। বাড়ির সবরকম কাজ করানোর পাশাপাশি কিরণ এবং তাঁর পরিবারের সদস্য পান থেকে চুন খসলেই মারধর করতেন নাবালিকাকে। এছাড়াও ডিএসপি তাকে লাগাতার ধর্ষন করেছেন বলেও অভিযোগ। সম্প্রতি কোনওভাবে পুলিশকর্তার বাড়ি থেকে পালাতে সক্ষম হয় নির্যাতিতা। নিজের পরিবারকে সব কথা জানায়। এরপর পরিবারের তরফে দেরগাঁও থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তদন্তে নেমে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক তথ‍্যপ্রমাণ পায় পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় ডিএসপিকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

Card image cap

যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল‍্য!!ঘটনাটি ঘটেছে ধানবাদের নিরসা অঞ্চলের!!মাইথন থানার বিপরীতে ২ নং জাতীয় সড়কের পামি নামের হলুদ রঙের বাসে হঠাৎই আগুন লেগে যায়!! আগুনের তেজ এতটাই ভয়ানক ছিল যে বাস হু হু করে জ্বলে যায়!!ঘটনার জেরে এলাকায় উৎসুক মানুষের ভীড় জমে যায়!!ওই বাসটি বিগত কয়েক মাস ধরেই টোল প্লাজার কাছে দাঁড়িয়ে ছিল!! সোমবার বিকালে আগুন লাগার ঘটনাটি ঘটে!! ঘটনাস্থলে মাইথন থানার পুলিশ পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন‍্যে মাইথন থেকে দমকলের ইঞ্জিন ডেকে পাঠানো হয়! ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন !তবে বাসে আগুন লাগার বিষয়ে টোল প্লাজার সিসি ক‍্যামেরার ফুটেজ দেখা হচ্ছে কিভাবে আগুন লাগলো তার ক্ষতি দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়!!