CATEGORY state:

Card image cap

ডাক্তারদের মনের কথা শুনবেন মমতা

আর জি কর আবহে চিকিৎসকদের একটা বড় অংশই আন্দোলনে নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন। অনেকে মুখ্যমন্ত্রীর ইস্তফাও দাবি করেন।  বিশেষ করে আর জি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ওই সময়েও সুরাহা চেয়ে তাঁদের অনেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন। একাধিক বৈঠকের পরও তাঁরা কর্মবিরতি প্রত্যাহারের পথে হাঁটেননি।  শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে তা তুলে কাজে যোগ দেন আন্দোলনকারীরা। এই আবহে পরিস্থিতি আরও খানিকটা স্বাভাবিক করে তুলতে এবার চিকিৎসকদের মনের কথা শুনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফে জানানো হল, আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে হবে মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী ও চিকিৎসকরা। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘চিকিৎসার অপর নাম সেবা’।বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেল। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ডাক্তার সৌরভ দত্ত। ছিলেন ডাক্তার যোগীরাজ রায়ও। তাঁরা জানিয়েছেন, আর জি করের ঘটনার পর চিকিৎসকদের একাংশের মনে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তা মুছে দিতে তৎপর খোদ মুখ্যমন্ত্রী। তিনি সমস্ত ডাক্তারের মনের কথা শুনবেন। আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের প্রেক্ষাগৃহে হবে এই বৈঠক। আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, জুনিয়র চিকিৎসক, পড়ুয়াকে। জেলা হাসপাতাল ও ব্লক হাসপাতালগুলির চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা এই বৈঠকে যোগ দিতে পারবেন। স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফে চেয়ারম্যান ডাক্তার সৌরভ দত্ত জানান, ‘চিকিৎসার অপর নাম সেবা’ –  এই শীর্ষ একটি অনুষ্ঠান হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। আর জি কর আবহে রাজ্য সরকারের সঙ্গে তাঁদের সাময়িক দূরত্ব ঘোচাতে মনের কথা শুনবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে কেউ ব্রাত্য নন। আন্দোলনকারী চিকিৎসকরাও আমন্ত্রণ পাচ্ছেন। অনুষ্ঠানে যোগ দিতে পারেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররাও। তাঁদের কথাও শুনবেন মমতা। তবে এখনও এই বৈঠক নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের তরফে কিছু জানানো হয়নি।

Card image cap

আর জি কর ধর্ষণ-খুন মামলায় ১৮ জানুয়ারি রায়দান

আর জি কর কাণ্ডের পাঁচমাসের মাথায় শেষ হয়েছে বিচারপ্রক্রিয়া। চলতি মাসের ১৮ তারিখ আর জি কর ধর্ষণ ও খুন মামলায় রায়দান করবেন শিয়ালদহ আদালতের বিচারক। ধৃত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করবে আদালত? সেক্ষেত্রে কী সাজা ঘোষণা করবেন বিচারক? আদালতের রায়ের অপেক্ষায় গোটা বাংলা।গত আগস্ট থেকে আর জি কর কাণ্ডে তোলপাড় বাংলা। ঘটনার পরই গ্রেপ্তার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। শিয়ালদহ আদালতে শুরু হয় মামলা। বিচারপর্ব চলাকালীন আদালতে আর জি কর কাণ্ডকে বিরলতম ঘটনা বলে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। যুক্তি দিয়ে আদালতে জানান, এই ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে কী কী প্রমাণ রয়েছে। কেনই বা সিবিআই তাকে অভিযুক্ত হিসাবে গণ্য করছে। ধৃত সিভিক ভলান্টিয়ারের ফাঁসির সাজার দাবি করা হয় সিবিআইয়ের তরফে।৬০ দিনের মাথায় শিয়ালদহ আদালতে বিচারপর্ব শেষ হয়েছে। আগামী ১৮ জানুয়ারি বেলা আড়াইটেয় এই মামলায় রায় ঘোষণা করবেন শিয়ালদহ আদালতের বিচারক। সঞ্জয়কেই কি দোষী সাব্যস্ত করবে আদালত? যদি তাই হয় সেক্ষেত্রে কী সাজা ঘোষণা করা হবে, সেদিকে তাকিয়ে গোটা বাংলা। যদিও আর জি করে যে নৃশংস ঘটনা ঘটেছে, তা কারও একার পক্ষে ঘটানো সম্ভব নয় বলেই বারবার দাবি করেছে বিভিন্ন মহল। অভিযোগ করা হয়েছে, এর নেপথ্যে হাসপাতালেরই কেউ জড়িত। ফলে শুধুমাত্র সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলেও এই রায় আমজনতা কীভাবে গ্রহণ করবেন, তা নিয়েও রয়েছে প্রশ্ন।

Card image cap

দুলাল খুনে এবার গ্রেপ্তার মালদহ টাউন তৃণমূলের সভাপতি-সহ ২

মালদহের কাউন্সিলর বাবলা সরকার ওরফে দুলালকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ম্যারাথন জেরার পর গ্রেপ্তার মালদহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি-সহ ২ জন। ধৃত আরেকজনের নাম স্বপন শর্মা। মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৭।  কিন্তু কেন এই হত্যাকাণ্ড? নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? তা এখনও স্পষ্ট নয় বলেই দাবি পুলিশের।দিন ছয়েক আগে খুন হন মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার। তদন্তে নেমে আগেই ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার মালদহ টাউনের তৃণমূল সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর দুই ভাই ধীরেন্দ্রনাথ এবং অখিলেশকে তলব করে পুলিশ। ম্যারাথন জেরার পর বৃহস্পতিবার সকালে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বপন শর্মা নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কেন এই হত্যাকাণ্ড? নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? সূত্রের খবর, ২০২২ সালে পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল নেতা বাবলা সরকারের অনুগামীদের সঙ্গে নরেন্দ্রনাথ তেওয়ারির শিবিরের অশান্তি হয়েছিল। বাবলা গোষ্ঠীর বিরুদ্ধে নরেন্দ্রনাথ এবং তাঁর ভাইকে মারধরের অভিযোগ উঠেছিল। পুলিশের অনুমান, পুরনো সেই অশান্তির সঙ্গে যোগ রয়েছে এই হত্যাকাণ্ডের।পুলিশ সূত্রে খবর, শহরের ঝলঝলিয়া এলাকার বাসিন্দা আরও ২ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। ফেরার দু’জনের ছবি প্রকাশ করে তাদের সন্ধান দিতে পারলে পুলিশের তরফে দুই লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মহলের অনুমান, সুপারি কিলার এনে বাবলা সরকারকে খুন করা হয়েছে। উল্লেখ্য, গত ২ জানুয়ারি, মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার তাঁর নিজের কারখানায় যাচ্ছিলেন। পাইপ লাইন মোড়ে তাঁর ব্যক্তিগত গাড়ি থেকে নামেন। অভিযোগ, সেই সময় বাইকে করে আসা চার দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে। গাড়ি থেকে নেমেই কাউন্সিলর দৌড়ে তাঁর কারখানার উলটো দিকে একটি দোকানে দৌড়ে যান। বাঁচার চেষ্টা করেন। দুষ্কৃতীরাও ওই দোকানের ভিতরে ঢুকে যায়। কাউন্সিলরকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কাউন্সিলরের।

Card image cap

জেলবন্দি দুষ্কৃতীর বাড়ির সামনে উদ্ধার ২০ লক্ষ টাকার জাল নোট

মালদহে ফের উদ্ধার বিপুল অঙ্কের জাল নোট। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল মালদহের বৈষ্ণবনগর থানার কুম্ভীরা ফাঁড়ির পুলিশ। মোট ২০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করলেন আধিকারিকরা। জেলবন্দি কুখ্যাত দুষ্কৃতী রুবেল শেখের বাড়ির সামনে থেকে এই জাল নোটগুলি উদ্ধার হয়। বিপুল পরিমাণ জাল নোট কে বা কারা মজুত করেছিল, কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।মঙ্গলবার রাতে কুম্ভীরা ফাঁড়ির পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে রুবেলের বাড়ির সামনে জাল নোট মজুত করা হচ্ছে। সেই খবর পাওয়ার পরই কুম্ভীরা অঞ্চলের খোসালপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে উদ্ধার হয় মোট ২০ লক্ষ টাকার জাল নোট। যার মধ্যে রয়েছে পাঁচশো ও দুশো টাকার নোট। ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।প্রশ্ন উঠছে, তাহলে কি জেলেই বসে নতুন কোনও ছক কষেছিল রুবেল? নোটগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এলই বা কোথা থেকে, উঠছে একের পর এক প্রশ্ন। ডিসেম্বর মাসের শেষের দিকে মালদহের এক যুবককে ৯৫ হাজার টাকার জাল নোট-সহ দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়। তার থেকে ৫০০ টাকার ১৯০টি জাল নোট বাজেয়াপ্ত করে পুলিশ। এবার আরও বেশি জাল নোট উদ্ধার হল। এখানেই প্রশ্ন নতুন করে কি কোনও চক্র মাথা তুলছে? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Card image cap

সপ্তাহান্তে একলাফে ৪ ডিগ্রি নামবে পারদ

এ মরশুমে শীত যেন লুকোচুরি খেলছে। ২ দিন শীতের আমেজ অনুভূত হলে পরবর্তী ৭ দিন কেটেছে উষ্ণ। এসবের মাঝেই জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ পৌষের শেষলগ্নে শহরে পারদ পতন। কুয়াশায় মুড়েছে পথঘাট। আগামী ৪৮ ঘণ্টায় এক ধাক্কায় চার ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা। তাপমাত্রা নামতে পারে ১২-১৩ ডিগ্রিতে।হাওয়া অফিস সূত্রে খবর, পৌষের শেষে এসে ভোল বদলাচ্ছে আবহাওয়া। আগামী দু’দিনে কমবে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবারের মধ্যে ২ থেকে চার ডিগ্রি সেলসিয়াস নামতে পারে তাপমাত্রার পারদ। তবে পরের তিনদিন প্রায় একই জায়গায় থাকবে তাপমাত্রা। তবে এ সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এমনকী সংক্রান্তিতেও দেখা মিলবে না শীতের। কারণ, উত্তুরে হাওয়ায় ফের বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা।এদিন উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। যদিও আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে কুয়াশার দাপট অনেকটাই কমবে। আপাতত চার পাঁচ দিন শুষ্ক আবহাওয়া। নিম্নমুখী থাকবে পারদ। অতিঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে। হিমাচল প্রদেশ, বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশাতে ঘন কুয়াশার সতর্কতা। শৈত্য প্রবাহের পরিস্থিতি হিমাচল প্রদেশ এবং পশ্চিম রাজস্থানে। হিমাচল প্রদেশে গ্রাউন্ড ফ্রস্টের পরিস্থিতি তৈরি হবে বলে খবর।

Card image cap

৫ পাসপোর্ট সেবাকেন্দ্রে চিঠি লালবাজারের

পাসপোর্ট জালিয়াতির ঘটনায় তোলপাড় বাংলা। গ্রেপ্তার হয়েছেন একাধিক সন্দেহভাজন। এবার পুলিশের নজরে পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং এবং গ্রান্টিং অফিসারের একাংশ। সেই কারণেই এলাকার পাসপোর্ট অফিসে চিঠি পাঠিয়েছে লালবাজার।বাংলাদেশ অশান্ত হতেই বেড়েছে অনুপ্রবেশের আতঙ্ক। ফলে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে পাসপোর্ট জালিয়াতি চক্রের রমরমা। একজনকে গ্রেপ্তার করতেই হদিশ মিলেছে একাধিক অভিযুক্তের। রহস্যভেদে মরিয়া পুলিশ। তদন্তকারীদের ধারণা, এই জালিয়াতির নেপথ্যে থাকতে পারেন পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং এবং গ্রান্টিং অফিসারদের একাংশ। সেই কারণেই, চিঠি দিয়ে রাজ‍্যের পাঁচ পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং অফিসার ও গ্রান্টিং অফিসারদের নামের তালিকা চেয়েছে লালবাজার। তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। জানা গিয়েছে, অনলাইনে আবেদনের সময় ১৫০০ টাকা দিতে হয় আবেদনকারীদের, যে অ‍্যাকাউন্ট থেকে টাকা এসেছে তার নম্বর-সহ বিস্তারিত তথ‍্যও চাওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে।উল্লেখ‍্য, রুবির মতো যে পাঁচটি পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে। যে পাসপোর্ট সেবা কেন্দ্রে আবেদনকারীর নথি জমা পড়ার পর সেখানে তা ফেরিফাই করেন সংশ্লিষ্ট আধিকারিকরা। রি-ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয় নথি। পরে তা রিজিওনাল পাসপোর্ট অফিসে চেক করার পর পুলিশ ভেরিফিকেশনে পাঠানো হয়।

Card image cap

বেড়া দেওয়া নিয়ে বিএসএফ-বিজিবি’র তুমুল অশান্তি

বাংলাদেশ অশান্ত হতেই অনুপ্রবেশের আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। স্বাভাবিকভাবেই কেন্দ্রের নির্দেশে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। জারি ধরপাকড়। এরই মাঝে মালদহের কালিয়াচকে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে ঘিরে প্রবল উত্তেজনা। অশান্তিতে জড়াল বিএসএফ ও বিজিবি। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।জানা গিয়েছে, অনুপ্রবেশ রুখতে সোমবার বিকেলে শুকদেবপুর এলাকায় পূর্ত সড়ক বিভাগ ও বিএসএফের তৎপরতায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছিল। অভিযোগ, তাতে বাধা দেয় বিজিবি। তাঁদের অভিযোগ, যে এলাকায় বেড়া দেওয়ার কাজ চলছিল তা বাংলাদেশের মধ্যে পড়ে। তা নিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ভিড় করেন স্থানীয়রা।  সেই ভিডিও বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। সাময়িকভাবে বন্ধ রাখা হয় কাজ।মঙ্গলবার সকালে বিএসএফ ও বিজিবির মধ্যে আরও একদফা আলোচনা হয়। সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে তা ভারতের অংশ বলে নথি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। এরপরই শুরু হয় বেড়া দেওয়ার কাজ। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর। উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকেই অশান্ত বাংলাদেশ। হিন্দু নির্যাতন চরমে উঠেছে। অধিকাংশই চেষ্টা করছেন কোনওক্রমে দেশ ছাড়তে। বহুমানুষ কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করছেন। সেই কারণে ভারত সরকারের তরফে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

Card image cap

হাই কোর্টে সন্দেশখালির তরুণী

সন্দেশখালিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি-সহ ৩ জনের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ, প্রথমে পুলিশ অভিযোগ নিতে রাজি হয়নি। পরবর্তীতে এফআইআর হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ। উলটে লাগাতার নির্যাতিতাকে হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে এবার আদালতের দ্বারস্থ হলেন ওই তরুণী। তাঁকে মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি।গতবছরের জানুয়ারি থেকে চর্চায় সন্দেশখালি। বহু মহিলা তাঁদের উপর হওয়া নির্যাতনের কাহিনী তুলে ধরেছেন। পুলিশের দ্বারস্থ হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন এলাকার বেতাজ বাদশা শেখ শাহজাহান। অভিযোগ, এসবের মাঝেই গত ১৬ মে এলাকার এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক-সহ ৩ জনের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেও কোনও লাভ হয়নি। যদিও বেশ কিছুদিন পর এফআইআর দায়ের হয়। তারপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এমনকী কাউকে গ্রেপ্তারও করা হয়নি।অভিযোগ, উলটে নির্যাতিতাকে এফআইআর তুলে নেওয়ার জন্য হুমকি দিতে শুরু করেন অভিযুক্তরা। এরপরই তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিকের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। বুধবার শুনানির সম্ভাবনা।

Card image cap

HMPV নিয়ে সতর্কবার্তা মমতার

HMPV আতঙ্কের নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! তাঁর অভিযোগ, সাধারণ জ্বর নিয়েও আতঙ্ক ছড়াচ্ছে প্রাইভেট চক্র। একইসঙ্গে তাঁর আশ্বাস, ভয় পাবেন না। আতঙ্কিত হবে না। এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর নয়।মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফিরে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখান থেকে রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, “অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর নয়।” একইসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ,”কিছু প্রাইভেট চক্র আছে যারা সাধারণ মানুষের স্বাভাবিক জ্বর নিয়েও আতঙ্কিত করে দিচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা স্বাস্থ্যসাথী দিয়েছি, যেখানে প্রয়োজনের বাইরেও কয়েক লক্ষ টাকার অনর্থক বিল হচ্ছে। তাই আমরা এটা নিয়ে উচ্চস্তরে আলোচনা করেছি। আমরা প্রয়োজন হলে অবশ্যই জানাব। তাই আপাতত এটা নিয়ে আতঙ্কিত হবেন না।”গতকালও রাজ্যবাসীকে আশ্বস্ত করে মমতা বলেছিলেন, “HMPV নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই। বৈঠক করে মুখ্যসচিব গাইডলাইন ঠিক করেছেন। অন্য কোনও গাইডলাইন এলে রাজ্য সরকার তা মানবে।” করোনাকালের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আরও বলেন, “রাজ্য প্রশাসন সবসময় মানুষের সেবায় তৈরি।”উল্লেখ্য, মঙ্গলবার স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন কর্ণাটকের দুটি শিশু, গুজরাটের একটি, তামিলনাড়ুর দুটি ও কলকাতার একটি শিশুর শরীরে এইচএমপিভির সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি এই রাজ্যে গত বছরের নভেম্বর মাসেও এই ভাইরাসে আক্রান্ত হওয়া শিশু সম্পূর্ণ সুস্থ আছে বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

Card image cap

মালদহে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরও ২

ইংরেজবাজারের কাউন্সিলর খুনে আরও ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল অভিজিৎ ঘোষ এবং অমিত রজক। তারা দুজনেই ইংরেজবাজারের বাসিন্দা। ধৃত অভিজিৎ ঘোড়াপীড়ের ঘোষপাড়়ার বাসিন্দা। অমিত ঝলঝলিয়ার রেল কলোনির বাসিন্দা। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কাউন্সিলরকে খুনের মোটিভ কী, দুদিন কেটে গেলেও তা এখনও স্পষ্ট নয়।গত ২ জানুয়ারি, মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার তাঁর নিজের কারখানায় যাচ্ছিলেন। পাইপ লাইন মোড়ে তাঁর ব্যক্তিগত গাড়ি থেকে নামেন। অভিযোগ, সেই সময় বাইকে করে আসা চার দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে। গাড়ি থেকে নামামাত্রই কাউন্সিলর দৌড়ে তাঁর কারখানার উলটো দিকে একটি দোকানে দৌড়ে যান। বাঁচার চেষ্টা করেন। দুষ্কৃতীরাও ওই দোকানের ভিতরে ঢুকে যায়। কাউন্সিলরকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কাউন্সিলরের। এই ঘটনায় জেলা পুলিশ সুপারকে তীব্র ভর্ৎসনা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কাউন্সিলরকে কেন খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইংরেজবাজার থানার পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, তদন্তকারী অফিসাররা প্রাথমিকভাবে মনে করছেন জমিজমা সংক্রান্ত বিষয়ে খুন হয়ে থাকতে পারেন বাবলা সরকার। সেই সূত্রেই পুলিশ এগোচ্ছে। পাশাপাশি রাজনৈতিক শত্রুতার বিষয়গুলিও উড়িয়ে দিতে নারাজ তদন্তকারীরা। এরই মধ্যে জোরাল হচ্ছে বিহার-যোগ তত্ত্ব। পুলিশের অনুমান, বিহার থেকেই মোটা টাকার বিনিময়ে ভাড়া করে আনা হয়েছিল সুপারি কিলারদের। খুনে অভিযুক্ত বিহারের দুই দুষ্কৃতী-সহ মোট তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় সেটাই স্পষ্ট। বৃহস্পতিবার বিকেলে এই খুনের ঘটনায় দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের মধ্যে একজন ছিল বিহারের বাসিন্দা। একজন ইংরেজবাজারের গাবগাছি যদুপুরের বাসিন্দা। আরও একজনকে পুলিশ হরিশ্চন্দ্রপুর সংলগ্ন বিহার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। সুপারি কিলার তত্ত্বের সঙ্গে বিহার যোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে। পুলিশের অনুমান, টানা প্রায় ১০ থেকে ১৫ দিন ধরে রেইকি করেছিল দুষ্কৃতীরা। কয়েকদিন ধরেই বাবলা কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, সেই সব দিকে নজর রাখছিল দুষ্কৃতীরা। তারপরই খুন করা হয় কাউন্সিলরকে।

Card image cap

রেসকোর্সে উদ্ধার যুবকের দেহ

এক যুবকের দেহ উদ্ধার খাস কলকাতায়। রেসকোর্স এলাকা থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সামশাদ। এলাকায় অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন। শনিবার সাতসকালে রাস্তার ধারে টিনের শেডের একটি অংশ থেকে গামছা জাতীয় কিছুর সঙ্গে তাঁর দেহ আধঝোলা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর যায় পুলিশে। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, একদম রাস্তার ধারে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করলেও কারও চোখে পড়ল না? নাকি কেউ বা কারা তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে? উঠছে সেই প্রশ্নও।  পুলিশের প্রাথমিক অনুমান, হাতে দীর্ঘদিন কোনও কাজ না থাকায় আত্মঘাতী হয়েছেন সামশাদ। স্থানীয়দের একাংশেরও অনুমান টাকার অভাবে, কাজ না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই কারণেই এই চরম সিদ্ধান্ত। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আত্মহত্যা মনে করা হলেও সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Card image cap

মালদহে তৃণমূল নেতা খুনে ১০ লক্ষ টাকা সুপারি!

মালদহের তৃণমূল নেতা খুনে ১০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল! এমনই বিস্ফোরক দাবি করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এদিকে গ্রেপ্তার হয়েছে আরও ২ অভিযুক্ত। আটক করা হয়েছে একজনকে। শুক্রবার সকালেই তৃণমূল নেতার দেহ পৌঁছেছে বাড়িতে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে মালদহে গৌতম দেবও।বৃহস্পতিবার সকালে মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার তাঁর নিজের কারখানায় যাচ্ছিলেন। পাইপ লাইন মোড়ে তাঁর ব্যক্তিগত গাড়ি থেকে নামেন। অভিযোগ, সেই সময় বাইকে করে আসা চার দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে। গাড়ি থেকে নামামাত্রই কাউন্সিলর দৌড়ে তাঁর কারখানার উলটো দিকে একটি দোকানে দৌড়ে যান। বাঁচার চেষ্টা করেন। দুষ্কৃতীরাও ওই দোকানের ভিতরে ঢুকে যায়। কাউন্সিলরকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কাউন্সিলররে। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। মুখ্যমন্ত্রী নিশানা করেছেন খোদ এসপিকে। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় দুজনকে।পুলিশের জালে আরও ৩। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও নম্বর প্লেটবিহীন বাইক। ধৃতদের জেরা করে রহস্যভেদের চেষ্টায় পুলিশ। এদিকে শুক্রবার সকালে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী দাবি করলেন, ১০ দিন ধরে রেইকির পর হামলা চালানো হয়েছে ওই তৃণমূল নেতার উপর। সুপারি দেওয়া হয়েছে ১০ টাকা। কিন্তু নেপথ্য কে? কেনই বা হামলা? সেই প্রশ্নের উত্তর হাতড়াচ্ছে পুলিশ।

Card image cap

কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা

পৌষে অবশেষে শহরজুড়ে শীতের আমেজ। একধাক্কায় পারদ নেমেছে ১৩ ডিগ্রির ঘরে। জবুথবু রাজ্যবাসী। যদিও দীর্ঘস্থায়ী হবে না এই আমেজ। সপ্তাহান্তেই ফের বদলাবে আবহাওয়া। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায়। সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে আকাশ।হাওয়া অফিস সূত্রে খবর, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৪ জানুয়ারি। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান রয়েছে আরও একটি ঘূর্ণাবর্তের। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। সবকিছুর জেরে শীতের এই পর্ব চলবে শনিবার পর্যন্ত। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে আবহাওয়ার বদলের সম্ভাবনা। ফের বাড়বে উষ্ণতা। রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে। সোম, মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩.২ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা পৌঁছেছে ১০ ডিগ্রির নিচে।মঙ্গলবার, ৭ই জানুয়ারি হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়। সিকিমে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। সম্ভাবনা রয়েছে কুয়াশারও। উল্লেখ্য, ঘন কুয়াশা থাকবে হিমাচলপ্রদেশ ও মধ্যপ্রদেশে। ঘন কুয়াশার সম্ভাবনা সিকিম, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায়।

Card image cap

আদালতে সঞ্জয়ের ফাঁসির দাবি সিবিআইয়ের

আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুন বিরলতম ঘটনা। আদালতে এমনই দাবি করে ধৃত সঞ্জয়ের ফাঁসির সাজার দাবি জানাল সিবিআই। স্পষ্টভাবে তুলে ধরা হল কোন কোন কারণ অভিযোগের তির সঞ্জয়ের দিকে।আগস্ট থেকে আর জি কর কাণ্ডে তোলপাড় বাংলা। মামলার বিচারপর্ব প্রায় শেষের দিকে। বৃহস্পতিবার অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিচারপর্বে সিবিআইয়ের যুক্তি দিয়ে বক্তব্য পেশ বা ‘আর্গুমেন্ট’ শেষ হয়। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনে সিবিআইয়ের মামলায় শিয়ালদহে এডিজে আদালতে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে বিচারপর্ব চলছে। এদিনও সঞ্জয়কে আদালতের রুদ্ধদ্বার কক্ষে হাজির করানো হয়। সিবিআইয়ের আইনজীবী যুক্তি দিয়ে আদালতকে জানান, এই ধর্ষণ ও খুনের অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে কী কী প্রমাণ রয়েছে। কেনই বা সিবিআই তাকে অভিযুক্ত হিসাবে গণ্য করছে।সূত্রের খবর, এই ব্যাপারে সিবিআইয়ের পক্ষে যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন, তাঁদের আংশিক বক্তব্যও পেশ করা হয়। বায়োলজিক্যাল এভিডেন্স বা নির্যাতিতার দেহ থেকে যে লালারস উদ্ধার করা হয়েছে, ডিএনএ পরীক্ষা অনুযায়ী তা যে সঞ্জয় রাইয়ের, তা আইনজীবী তুলে ধরেন। এ ছাড়াও সঞ্জয় রাইয়ের জামাকাপড় ও জুতো থেকে যে রক্তের দাগ পাওয়া গিয়েছে, তা-ও যে নির্যাতিতার, সেই ব্যাপারেও ফরেনসিকের রিপোর্ট তুলে ধরা হয়। সিবিআইয়ের তৈরি বিশেষজ্ঞদের টিমও যে সঞ্জয় রাইকে একমাত্র অভিযুক্ত বলে রিপোর্ট দিয়েছেন, সেই তথ্যও সিবিআইয়ের পক্ষে এদিন তুলে ধরা হয় বলে সূত্রের খবর। আদালতের নির্দেশে ৪ জানুয়ারি অভিযুক্তর আইনজীবী বিচারকের সামনে যুক্তি দিয়ে বক্তব্য বা ‘আর্গুমেন্ট’ পেশ করবেন।

Card image cap

মাথা মুড়িয়ে বিকাশ ভবন অভিযান ‘যোগ্য’ শিক্ষকদের

ধর্মতলার ওয়াই চ্যানেলে ফের অভিনব বিক্ষোভ ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের। শুক্রবার সকালে মাথা মুড়িয়ে বিক্ষোভ দেখানো হল। বেশ কয়েক দিন ধরেই কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান করছেন এসএলএসটি শিক্ষক-শিক্ষিকারা। ২০১৬ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ নামে একটি মঞ্চ করে পথে নেমেছেন তাঁরা। পরে সল্টলেকের বিকাশ ভবন অভিযান ‘যোগ্য” শিক্ষক-শিক্ষিকাদের।আন্দোলনকারীদের দাবি, চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। ২০১৬ সালের এসএসসি চাকরিপ্রার্থীদের মামলা হয়। কলকাতা হাইকোর্টে মামলার দীর্ঘ শুনানির পরে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি। সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী সাত জানুয়ারি সুপ্রিম কোর্টে ওই মামলার ফের শুনানি আছে। তার আগে নতুন করে আন্দোলনে নামছেন বিক্ষোভকারীরা।তাঁদের অভিযোগ, ২৬ হাজারের মধ্যে অনেক যোগ্য প্রার্থী আছেন। অযোগ্যদের চাকরি বাতিলের পাশাপাশি যোগ্যদের চাকরিও হারানোর আশঙ্কা করছেন তাঁরা। সাত বছর ধরে চাকরি করার পর এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন শিক্ষকরা। সে কারণেই বছরের শেষ সপ্তাহ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে বেশ অবস্থান, আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষিকারা। এদিন এক শিক্ষক প্রতিবাদে মাথা মুণ্ডন করেন রাস্তাতেই। প্যানেল বাতিলের আশঙ্কায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে বিকাশ ভবন অভিযানের ডাকও দেওয়া হয়। করুণাময়ী থেকে শুরু হয় মিছিল। আন্দোলনকারীদের দাবি, পশ্চিমবঙ্গ সরকারের সুদক্ষ আইনজীবী নিয়োগ করে ন্যায় পাইয়ে দেওয়ার রাস্তা করে দিতে হবে। দুর্নীতিমুক্ত শিক্ষক-শিক্ষিকাদের প্যানেল বাঁচানোর স্বার্থে এসএসসিকে সমস্ত রকম তথ্য সুপ্রিম কোর্টে দিয়ে সহযোগিতা করতে হবে। বৈধ এবং অবৈধ বাছাই করতে হবে। এদিনে বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনার পারদ অনেকটাই বাড়ে।

Card image cap

এবার ‘মিসড কল’ আন্দোলনে জুনিয়র ডাক্তাররা

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডের চার মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও মেলেনি সুবিচার। সিবিআইয়ের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সুবিচারের দাবিতে নতুন বছরের শুরুতে আন্দোলনের পন্থা বদল। এবার ‘মিসড কল’ আন্দোলনের পথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।অভয়ার সুবিচার পাওয়ার লড়াইতে সাধারণ মানুষকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। বছরের শুরুতে সোশাল মিডিয়া পোস্ট করেন তাঁরা। ১৮০০-১২১২-৯১৬ এই নম্বরে মিসড কল দিয়ে সকলকে আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ওই পোস্টে সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। ৯০ দিন গ্রেপ্তার করে রেখে দেওয়ার পরেও কেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সে প্রশ্নও তুলে ধরা হয়েছে।উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট নাইট শিফট ছিল আর জি করের তরুণী চিকিৎসকের। ওই রাতে মায়ের সঙ্গে মোবাইলে কথাও হয়েছিল তাঁর। পরদিন সকালে হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, ধর্ষণ ও খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এই ঘটনার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার পায় সিবিআই। পরে আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগেরও তদন্তভার পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলা চলছে সুপ্রিম কোর্টেও। এই ঘটনার সুবিচারের দাবিতে দিনের পর দিন আন্দোলন করেছেন জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি, মিছিল, স্বাস্থ্যভবনের সামনে ধরনা, অনশন, রাতদখলের মতো নানা পদক্ষেপ নিয়েছেন আন্দোলনকারীরা। দিনের পর দিন কেটে গেলেও অধরা সুবিচার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এখনও এই ঘটনায় নতুন করে আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। কী করছে সিবিআই, বারবার সেই প্রশ্নই উঠছে।

Card image cap

বর্ষবরণের রাতে গ্রেপ্তার ৪৩৬ জন

কড়া নিরাপত্তায় কাটল বর্ষবরণের রাত। অভ‌ব‌্য আচরণের জন‌্য বর্ষবরণের রাতে মোট ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে পার্ক স্ট্রিট এলাকায় পুলিশের সঙ্গে অভব‌্য আচরণের অভিযোগে হৃত্বিক মুখোপাধ‌্যায় নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, রাতে বেলেল্লাপনা করছিলেন ওই ব‌্যক্তি। পুলিশ তাঁকে সচেতন করতে গেলে পুলিশের সঙ্গেও খারাপ ব্যবহার করেন। বর্ষবরণের রাতে নিষিদ্ধ বাজি রুখতেও নজরদারি ছিল পুলিশের। নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৯ কেজি। বেআইনি মদ বাজেয়াপ্ত হয়েছে ৩৮.৬ লিটার। এছাড়া ট্রাফিক আইন না মানার জন্য আরও ১৬২৬ জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, নতুন বছরের শুরুতে শীত ফিরেছে। উত্তুরে হাওয়ায় দাপটে কলকাতার পারদ এক ধাক্কায় তিন ডিগ্রি নেমে যায়। তবে জাঁকিয়ে শীতের বার্তা নতুন বছরেও  দিতে পারেনি হাওয়া অফিস। এদিন আবহাওয়া অফিসের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। বরং এই পারা পতনও খুব বেশিদিন নয়। শনিবার নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। ফের আটকে যাবে উত্তুরে হাওয়া। ফলে সপ্তাহান্তে তাপমাত্রা বাড়বে।এদিকে, বছরের প্রথমদিনও ইকো পার্ক, ভিক্টোরিয়া, আলিপুর চিড়িয়াখানা সরগরম ছিল। শীতের মরশুম শুরু থেকে ভালো দর্শক টানছিল আলিপুর চিড়িয়াখানা। বড়দিন ও বছরের শেষ দিনে দর্শক টানার প্রতিযোগিতায় এগিয়ে ছিল চিড়িয়াখানাই। তবে নতুন বছরের আলিপুর চিড়িয়াখানাকে পিছনে ফেলে দেয় ইকো পার্ক। এদিন ইকো পার্কে এসেছিলেন ৯১ হাজার ৬৮৩ জন। সেখানে আলিপুরে ছিলেন ৮৫ হাজার ৩৮৬ জন। ভিক্টোরিয়ায় এসেছিলেন ৩৮ হাজার ৩৫০ দর্শক। ভারতীয় জাদুঘরে ছিল ৮৫০৮। নিউটাউন হরিণালয়ে ছিল ৬৫১৭। 

Card image cap

বছরের শুরুতেই কলকাতায় অ্যাকশনে ED

নতুন বছরের শুরুতেই অ্যাকশনে ইডি। কলকাতা সহ-রাজ্যের একাধিক জেলার মোট ৮টি জায়গায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বৃহস্পতিবার সকাল থেকে চলছে তল্লাশি। সূত্রের দাবি, ভিনরাজ্যে দায়ের হওয়া হাজার কোটির অনলাইন প্রতারণা অভিযোগের ভিত্তিতেই এই অভিযান।এদিন সকাল থেকে পার্ক স্ট্রিট, সল্টলেক, বাগুইআটি-সহ কলকাতার মোট ৫ এলাকায় চলছে তল্লাশি। পাশাপাশি একাধিক জেলার তিন এলাকায়ও ইডি অভিযান চলছে। সূত্রের দাবি, এদিন সকালে সল্টলেকের একটি গ্যারাজ এলাকায় তল্লাশি চালায় ইডি। সেখান থেকে একজনকে আটক করে বাগুইহাটি রঘুনাথপুরে অভিযান চালায় তারা। সেখানকার অভিজাত আবাসনে তিনতলায় সদানন্দ ঝাঁয়ের ফ্ল্যাটে তল্লাশি চলে। বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি।ইডি সূত্রে খবর, চেন্নাইয়ে হাজার কোটির সাইবার প্রতারণাক অভিযোগ দায়ের হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রতারা চক্রের জাল ছড়িয়ে রয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে। সেই সূত্র ধরেই একদিনে আট জায়গায় হানা দেয় ইডি। ভোর থাকতেই অভিযান শুরু হয়। তাদের দাবি, তল্লাশি চালিয়ে প্রতারণা চক্রের শিঁকড় পৌঁছনো সম্ভব হবে।প্রসঙ্গত, প্রায় ৬৪ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে উত্তর ২৪ পরগনার বারাসত থেকে গ্রেপ্তার হয়েছিল তন্ময় পাল নামে এক যুবক। কিন্তু কেন্দ্রীয় পোর্টাল ঘাঁটতেই লালবাজারের গোয়েন্দাদের চক্ষু চড়কগাছ। সারা দেশ থেকে অন্তত ৩০০ জনের কাছ থেকে প্রায় ৬৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ওই যুবক। বারাসতের বাড়িতে বসেই এই বিপুল টাকার প্রতারণার কারবার খুলে বসেছিল সে। তার গ্রেপ্তারির পরই এবার ফের সাইবার প্রতারণা নিয়ে অ্যাকশনে ইডি।