CATEGORY state:

Card image cap

বাঘাযতীনে দাউদাউ করে জ্বলল বাড়ি

 ভরদুপুরে খাস কালকাতায় ফের অগ্নিকাণ্ড। বাঘাযতীন স্টেশন সংলগ্ন এলাকায় দাউদাউ করে জ্বলল চারতলা বাড়ি। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টায় দমকল আধিকারিকরা।বাঘাযতীন স্টেশন সংলগ্ন এলাকা অত্যন্ত জনবহুল। সেখানেই রয়েছে এই চারতলা বাড়িটি। নিচেই রয়েছে দোকান। মঙ্গলবার দুপুরে আচমকা বাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। এর পরই দোতলার জানলায় চোখ পড়তেই দেখা যায় দাউদাউ করে জ্বলছে আগুন। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল প্রবল। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় ২ টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল আধিকারিকদের কাজ শুরু করতেও বেগ পেতে হয়। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে খবর।তবে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলে কারণ জানা সম্ভব নয়। ক্ষয়ক্ষতির পরিমাণও এখন জানা যায়নি। এদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। 

Card image cap

২০ টাকা দিতে না পারার শাস্তি!

মাত্র কুড়ি টাকার জন্য ছেলের হাতে খুন মা। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গিয়েছে, মৃতার নাম আরতি সিংহ। তাঁর বয়স ৫৫ বছর। ছেলে চয়ন পেশায় শ্রমিক। সূত্রের খবর, এদিন চয়ন তার মায়ের কাছে কুড়ি টাকা চায়। কিন্তু তার মা সেই টাকা দিতে পারেননি। এতেই সমস্যার সূত্রপাত। এনিয়েই মা ও ছেলের মধ্যে বিবাদ শুরু করে। ক্রমেই অশান্তি চরম আকার নেয়। সেই সময় আচমকা কুড়ুল দিয়ে মায়ের মাথায় আঘাত করে চয়ন। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন চয়ন। ঘটনার কথা জানাজানি হতেই বহু মানুষের ভিড় জমে যায়। তারাই অভিযুক্তকে ধরে রাখেন। এদিকে খবর দেওয়া হয় থানায়।খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, মাত্র কুড়ি টাকার জন্য এই খুন, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব প্রতিবেশীরা।

Card image cap

চিটফান্ড মামলার কিনারায় ফের সক্রিয় ইডি

চিটফান্ড মামলার কিনারা করতে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মঙ্গলবার সকাল থেকে ফের কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে তল্লাশি। সূত্রের খবর, ইডির চারটি দল দিকে দিকে অভিযানে নেমেছে। মূলত দক্ষিণ কলকাতা ও সেই সংলগ্ন শহরতলিতে ভুয়ো অর্থলগ্নি সংস্থার অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বছর সাত আগে অর্থ তছরূপের অভিযোগে এক চিটফান্ড সংস্থার মালিক ও তাঁর ছেলে গ্রেপ্তার হয়েছিল। সেই পুরনো মামলার কিনারা করতে আজ ফের ইডি অ্যাকশনে নেমেছে বলে সূত্রের খবর। এছাড়া ভিনরাজ্যেও চলে ইডি তল্লাশি।মঙ্গলবার ইডি আধিকারিকদের নিশানায় প্রয়াগ নামে এক ভুয়ো অর্থলগ্নি সংস্থা। এই সংস্থার ডিরেক্টর অভীক বাগচীর নিউ আলিপুরের বাড়িতে সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল তল্লাশি চালায়। এছাড়া জোকার অফিসেও চলে অভিযান। দুই ঠিকানায় বিভিন্ন নথিপত্র ঘেঁটে আর্থিক দুর্নীতি সংক্রান্ত তথ্য হাতে পেতে চাইছে ইডি। এর আগে ২০১৭ সাল নাগাদ প্রয়াগের কর্ণধার ও তাঁর ছেলে গ্রেপ্তার হয় ইডির হাতে। সেই মামলার কিনারা করতে এই অভিযান কেন্দ্রীয় তদন্তকারীদের। দক্ষিণ কলকাতা সংলগ্ন শহরতলি এলাকায় প্রয়াগ গোষ্ঠীর একাধিক ফ্ল্যাটেও তল্লাশি চলে বলে খবর।এর আগে গত সপ্তাহে লটারি দুর্নীতির তদন্তেও শহরে সক্রিয় হয়ে উঠেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিভিন্ন ভাগে ভাগ হয়ে ইডির অফিসাররা কলকাতা ও মধ্যমগ্রামের একাধিক কারখানা, অফিসে তল্লাশি চালান। মধ্যমগ্রাম লাগোয়া মাইকেলনগর, এদিকে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স, লেক মার্কেটেও অভিযান চলে। ইডি সূত্রে খবর, এসব এলাকায় লটারি দুর্নীতির ঘাঁটি রয়েছে। কয়েকটি বিল্ডিং জুড়ে রমরমিয়ে চলেছে বেআইনি লটারির ব্যবসা।

Card image cap

বিধানসভায় শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ অভয়ার বাবা-মায়ের

আচমকা বিধানসভায় আর জি করের নির্যাতিতার বাবা-মা। বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন তারা। সেখানে ভেঙে পড়েন কান্নায়। আগামী ১০ ডিসেম্বর সুবিচারের দাবিতে রাজভবনে যাবেন তাঁরা। এদিন নওশাদ সিদ্দিকির সঙ্গেও দেখা করেন অভয়ার বাবা-মা।মঙ্গলবার সকালে ঘড়ির কাঁটায় তখন ১০ টা বেজে ১৫ মিনিট। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় পৌঁছন আর জি করের নির্যাতিতার বাবা-মা। সরাসরি শুভেন্দু অধিকারীর ঘরে গিয়ে দেখা করেন তাঁরা। সেখানে কান্নায় ভেঙে পড়েন। নির্যাতিতার বাবার চোখের জল মুছিয়ে দেন শুভেন্দু। অভয়ার বাবা-মা বলেন, “সবাই আমাদের পাশে দাঁড়াচ্ছে। আগামীতে আপনাদেরও আমার পাশে চাই। আমার মেয়েটা কী এমন অপরাধ করেছিল, কেন ওকে এমন নির্মমভাবে মারা হল।” তাঁদের কথায়, আজও জানতে পারলাম না সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে কী হয়েছিল।এদিন শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবা-মায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে, সুবিচারের দাবিতে আগামী ১০ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে বিধানসভার বাইরে ও ভিতরে বিধায়করা ধরনা করবেন। পাশাপাশি একইদিনে অভয়ার বাবা-মাকে নিয়ে রাজভবন যাবেন শুভেন্দু। উল্লেখ্য, একইদিনে অপরাজিতা আইন প্রণয়নের দাবিতে পথে নামবে তৃণমূল।

Card image cap

শীতের আমেজের মাঝেই বৃষ্টির পূর্বাভাস

নভেম্বরের শেষ সপ্তাহে শীতের আমেজ বেশ উপভোগ করছেন বঙ্গবাসী। সকালে আর রাতে বেশ ঠান্ডাভাব, গায়ে গরম জামা আরামই দিচ্ছে। দিনভর মনোরম আবহাওয়া। কিন্তু এই রেশ কেটে দিতে পারে বৃষ্টি। এমনই পূর্বাভাস শোনাল হাওয়া অফিস। সপ্তাহান্তে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে তাতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছেন আবহবিদরা।গভীর নিম্নচাপ হলেও তা ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা, তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর। তবে এই নিম্নচাপ অক্ষরেখার অভিমুখ আপাতত শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়। অন্যদিকে, নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে কোমোরিন এলাকা পর্যন্ত। উত্তর-পূর্ব অসমের কাছে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর জন্য মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।এদিকে, সপ্তাহভর শীতের আমেজ জারি বঙ্গে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলায়। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে। আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। মালদহেও কুয়াশার সম্ভাবনা। তবে আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই।কলকাতায় তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রির আশেপাশে থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আজও কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। দিনের তাপমাত্রা আরও খানিকটা নিম্নমুখী। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, মনোরম আবহাওয়া। শীতের আমেজ আরও একটু বেশি। কলকাতায় এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৭ শতাংশ।

Card image cap

টিউশন পড়তে বেরিয়ে ২ বান্ধবীর রহস্যমৃত্যু!

টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ। রেললাইনের ধার থেকে উদ্ধার দ্বাদশ শ্রেণির দুই ছাত্রীর দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের অক্ষয়নগরে। ট্রেন দুর্ঘটনা, খুন নাকি আত্মহত্যা? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই তিন জনকে আটক করেছে পুলিশ।জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় টিউশনি পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দা দুই ছাত্রী সুমিতা দাস ও সোমা জানা। দু’জনেই কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের দ্বাদশ শ্রেণির ছাত্রী। রাত হয়ে গেলেও দু’জন বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবারের লোকেরা চারদিকে খোঁজখবর শুরু করেন। কিন্তু দুই ছাত্রীর কোথাও কোন হদিশ মেলেনি। পরে লোকমুখে ও পুলিশ মারফত তাঁরা জানতে পারে কাশিনগর ও মাধবনগর রেল স্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে তাদের দু’জনের দেহ উদ্ধার হয়েছে। মৃত সুমিতার দিদা জানান, “তিনবছর বয়স থেকেই মামার বাড়িতে থেকে পড়াশোনা করত সুমিতা। শনিবার স্কুলে পরীক্ষা দিয়ে আসে। পৌনে পাঁচটা নাগাদ টিউশনের জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যেই ফিরবে বলে যায়। ওর অপেক্ষাতেই বসেছিলাম। কিন্তু রাত অনেক হয়ে গেলেও বাড়ি ফিরছে না দেখে আমার মেয়ে জামাইকে জানাই।” তিনি আরও জানান, ওর সঙ্গেই বেরিয়েছিল সোমা নামে আরও এক ছাত্রী। সোমাও বাড়ি ফিরছে না দেখে রাতে সোমার দাদা তাঁদের বাড়িতে খোঁজ নেয়। যেখানে টিউশন পড়তে যাওয়ার কথা ছিল সেই শিক্ষককে ফোন করে জানা যায় তিনি সুমিতাদের পড়াননি। দুশ্চিন্তা বাড়তে থাকে।রাত ২ দুটো নাগাদ জানতে পারেন দুই ছাত্রী ট্রেনে কাটা পড়েছে। কিন্তু একই সঙ্গে দুই বান্ধবীর মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে, দুর্ঘটনা নাকি খুন, তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে আত্মহত্যার তত্ত্বও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। পুলিশসূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর জিআরপি। হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

Card image cap

বিশ্বভারতীতে বৈঠক শান্তিনিকেতন ট্রাস্টের

বছর চারেক ধরে ঐতিহ্যে ছেদ পড়েছিল। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা ফের ফিরছে আপন সংস্কৃতি সঙ্গে নিয়ে। এবছর বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে পূর্বপল্লির মাঠে হবে পৌষ মেলা হবে, তা নিশ্চিত করা হয়েছিল আগেই। এবার প্রস্তুতি শুরু হল। সোমবার বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে এনিয়ে বৈঠক হয়ে গেল। জেলা প্রশাসন, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের সদস্যরা আলোচনায় বসেন। ঠিক হয়েছে, ৬ দিনের মেলা হবে এবার। তার পরের দুদিনের মধ্যে মেলার মাঠ পরিষ্কার করে দিতে হবে।২০১৯ সালের পর শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবছর অনুষ্ঠিত হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। সোমবার বীরভূম জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক হয়ে গেল কেন্দ্রীয় গ্রন্থাগার কক্ষে। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন, জেলা সভাধিপতি কাজল শেখ, বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল, বিশ্বভারতীর কর্মসূচি ও অশোক মাহাতো। এছাড়াও শান্তিনিকেতন ট্রাস্ট-সহ অন্যান্যরা। ঠিক হয়েছে, পূর্বপল্লির মাঠে হবে ৬ দিনের পৌষ মেলা। রীতি-ঐতিহ্য মেনে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী মেলার আয়োজন করবে। জেলা প্রশাসন সবরকমভাবে সহযোগিতা করবে। জল, বিদ্যুৎ, নিরাপত্তা-সহ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বোলপুর পুরসভা ও শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ।মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও জেলা সভাধিপতি কাজল শেখের বক্তব্য, ”বিশ্বভারতীর একাংশের কারণেই চার বছর ধরে মেলা করতে হয়েছিল রাজ্য সরকারকে। তবে এবছর আমরা সবাই সহযোগিতা করব বলে কথা দিয়েছি। এবছর বিশ্বভারতীই মেলা করছে। জল, বিদ্যুৎ-সহ যা যা দরকার, সেসব নিয়ে আলোচনা হয়েছে। সবাই মিলে শান্তিনিকেতনের ঐতিহ্য মেনে এবার পৌষমেলা হবে।” ৬ দিনের মেলার পরের দুদিন গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে মেলার মাঠ পরিষ্কার করে দিতে হবে। এদিনের বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়েছে।

Card image cap

গুপ্তিপাড়ায় বাড়ির শৌচাগারে উদ্ধার দেহ


‘ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছি’। এই বলে ঘর থেকে বেরিয়েছিল ৪ বছরের শিশু। তার পর থেকে আর হদিশ মেলেনি। অবশেষে রবিবার সকালে বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হল শিশুর দেহ। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও অজানা। ইতিমধ্যে শিশুটির ঠাকুমা, দাদু এবং জেঠিমাকে আটক করেছে পুলিশ।হুগলির গুপ্তিপাড়া বাদাগাছি এলাকার বাসিন্দা। নাম স্বর্ণাভ সাহা। বয়স ৪ বছর। শনিবার বিকেলে ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছিল বলে বের হয়েছিল সে। তার পর আর ঘরে ফিরে আসেনি। পুলিশের কাছে খবর যায়। প্রায় ২০ ঘণ্টা তল্লাশি চলে। এলাকায় ড্রোন ক্যামেরা দিয়ে তল্লাশি চালানো হয়। ডোবা-পুকুরেও চলে তল্লাশি। শেষ পর্যন্ত এদিন সকালে বাড়ির শৌচাগারে অচৈতন্য অবস্থায় স্বর্ণাভর দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু কীভাবে মৃত্যু হল, তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে।এ প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার জানান, গুপ্তিপাড়ায় এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছিল। রাতভর খোঁজাখুঁজির পর এদিন সকালে বাড়ির শৌচাগার থেকে দেহ উদ্ধার হয়। কীভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। তদন্ত করে দেখা হয়েছে। ইতিমধ্যে পরিবারের তিনজনকে আটক করা হয়েছে। তবে তাদের সঙ্গে মৃত্যুর কী যোগ তা স্পষ্ট নয়। 

Card image cap

গোয়েন্দা দপ্তর ও থানাকে ‘নেটওয়ার্ক’ শক্তিশালী করার নির্দেশ

কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার পর ইন্টিলিজেন্স নেটওয়ার্কে জোর দিতে নির্দেশ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার। শনিবারের সমস্ত থানার ওসি এবং গোয়েন্দা দপ্তরকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই একাধিক নির্দেশ দিয়েছেন।বলা হয়েছে, নিজেদের এলাকায় সন্দেহভাজনদের উপর নজরদারি আরও বাড়াতে হবে। নেটওয়ার্ক আরও ভালো করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর সাফ কথা, কসবার ঘটনার পুনরাবৃত্তি রুখতে ডিডি অর্থাৎ গোয়েন্দা দপ্তরের অফিসারদের আরও সক্রিয় হতে হবে। শহরের অস্ত্র কারবারি ও সরবরাহকারীদের চিহ্নিত করে ধরপাকড় বাড়াতে হবে। এলাকায় নজরদারি বাড়াতে হবে।আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় তীব্র বিতর্কে জড়িয়েছিল টালা থানা। বার বার প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা। আন্দোলনে চাপে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দেয় নবান্ন। তাঁর পদে আসেন মনোজ ভার্মা। বৈঠকে টালা থানার প্রসঙ্গও ওঠে বৈঠকে। এ প্রসঙ্গে কমিশনারের নির্দেশিকা, সমস্ত থানাকে ময়নাতদন্তের চালান শুরু করতে হবে। অস্বাভাবিক মৃত্যুর পর দেহ মর্গে ময়নাতদন্তে পাঠানোর সময় চালান এখন থেকে বাধ্যতামূলক। 

Card image cap

ময়নাতদন্তে চালান বাধ্যতামূলক, সব থানাকে নির্দেশ লালবাজারের

আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বড় পদক্ষেপ কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের এলাকায় অস্বাভাবিক মৃত্যুর ময়নাতদন্ত করতে গেলে এখন থেকে বাধ্যতামূলক হচ্ছে চালান। শনিবার লালবাজারের তরফে এই বিষয়ে সব থানাকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। আরজি কর এই ইস্যুতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য। তার পরই এই ইস্যুতে পদক্ষেপ নিল কলকাতা পুলিশ।গত সেপ্টেম্বর মাসে আরজি কর মামলায় নিহত চিকিৎসকের ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য। ময়নাতদন্তের সঙ্গে চালান কেস ডায়েরির সঙ্গে কেন দেওয়া হয়নি? তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী ফিরোজ এডুলজি। এই ইস্যুতে রাজ্যের জবাব তলব করেন  তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। কারণ, নিয়ম অনুযায়ী পুলিশের তরফে মৃতদেহ নিয়ে ময়নাতদন্তে পাঠানোর সময়ে একজন কনস্টেবলের ওই ফর্ম সঙ্গে নিয়ে যাওয়ার কথা। আদালতের প্রশ্নের মুখে পড়ার পর প্রকাশ্যে আসে বিষয়টি। পরে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানান, কলকাতা পুলিশের ক্ষেত্রে এই চালান (ফর্ম-৫৩৭১) ছাপানো অনেক দিন হলো বন্ধ হয়ে গিয়েছে। এর পরিবর্তে কলকাতা পুলিশের তরফ থেকে লিখিত রিকুইজিশন পাঠানো হয় যে হাসপাতালে ময়নাতদন্ত হচ্ছে, তার বিভাগীয় প্রধানের কাছে।অথচ নিয়ম অনুযায়ী শুধু রাজ্য পুলিশ না, রেল দুর্ঘটনায় কার মৃত্যু হলে মৃতের ময়নাতদন্তের জন্য চালান বাধ্যতামূলক। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই নিয়ম। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে এখনও এই নিয়ম চালু রয়েছে। কিন্তু যে কোনোও কারনেই হোক কলকাতা পুলিশ এলাকায় যেসব মেডিক্যাল কলেজ রয়েছে সেগুলিতে একটা সময় এই নিয়ম চালু থাকলেও কবে যে নিয়ম বন্ধ হয়েছে বলতেই পারে না বিভিন্ন থানা।উল্লেখ্য, এই চালানে নথিভুক্ত থাকে মৃতদেহ কী অবস্থায়? কোথায় পাওয়া গেছে? মৃতের শরীরে কোনোও দাগ আছে কী না? মৃতের সঙ্গে কী কী ছিল? চালানের দুটি কপি করতে হয় তদন্তকারী পুলিশকর্মীকে। একটি হাসপাতালে, অপরটি মৃতের পরিবারকে দেওয়া হয়। এটাই দীর্ঘদিনের নিয়ম। এবার পুরানো নিয়ম নতুন করে চালু করার নির্দেশ দেওয়া হল লালবাজারের তরফে।

Card image cap

সাতসকালে উল্টোডাঙার বসতিতে আগুন

ফের শহরে অগ্নিকাণ্ড। রবিবার সাতসকালে উল্টোডাঙার কৃষ্ণ পল্লী বসতিতে আগুন। রেললাইনের ধারের বসতিতে আগুন লাগে। পুড়ে ছাই ১০-১২টি ঝুপড়ি। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন। এখন আগুন নিয়ন্ত্রণে। তবে ফায়ার পকেটগুলো নেভানোর কাজ চলছে। কী থেকে আগুন তা স্পষ্ট নয়। আতঙ্কের পরিবেশ এলাকায়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টা নাগাদ হঠাৎ আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা। দ্রুত চারদিক ধোঁয়ায় ঢেকে যায়। ক্রমে সেই আগুন ছড়িয়ে পড়ে। বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর যায় দমকলে। ঘটনাস্থলে আসে ৬টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। দমকল ও স্থানীয়দের চেষ্টায় প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় পুড়ে ছাই ১০-১২টি ঝুপড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে পর পর থাকা বাড়িগুলো। সর্বস্ব খুইয়ে ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে দমকল ঠিক সময়ে না এসে পৌঁছলে আগুন আরও ছড়িয়ে পড়ত বলে মনে করছেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, “এখন আগুন নিয়ন্ত্রণে। ঘটনার খবর পাওয়ার পর দমকল ঘটনাস্থলে আসে। ৬টি ইঞ্জিন কাজ করছে। যাঁদের ঘরবাড়ি পুড়ে গিয়েছে, তাঁদের বিষয়টি দেখা হবে।”সাম্প্রতিক সময়ে বার বার শহরের বুকে বিভিন্ন বসতিতে আগুন লাগায় প্রশ্ন উঠছে। এর আগে ইএম বাইপাসের ধারে কালিকাপুরে বসতিতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় চারটি ঝুপড়ি। বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে সেই আগুন আরও ছড়িয়ে পড়েছিল। দিন কয়েক আগে ভবানীপুরের বিজলি সিনেমা হলের পাশের ঝুপড়িতে আগুন ধরে যায়। সেই আতঙ্ক কাটতে না কাটতে ফের অগ্নিকাণ্ড। এর আগে শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা এড়াতে সর্তকতামূলক নির্দেশ শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে। এর পরও বার বার আগুনের ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। 

Card image cap

ঘরে ডেকে শিষ্যার সঙ্গে ‘সঙ্গম’ গুরুর

দীক্ষা দেওয়ার নামে শিষ্যাকে ধর্ষণ গুরুর! এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য় ছড়ায় বীরভূমের দুবরাজপুরে। নির্যাতিতার স্বামীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত গুরুকে। সে ধর্ষণের কথা স্বীকারও করে নিয়েছে। তবে মহিলার সম্মতি নিয়ে সে এই কাজ করেছে বলে জানায় সে।অভিযুক্ত গুরুদেবের নাম উজ্জ্বল দাস। চলতি সপ্তাহে দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের একটি গ্রামে গিয়েছিলেন দীক্ষা দিতে। সেই গ্রামের বাসিন্দা বধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মহিলা ও তাঁর স্বামী দীক্ষা নিতে যান। প্রথমে স্বামীকে দীক্ষা দেওয়া হয়। তার পর ওই মহিলাকে দীক্ষা নেওয়ার জন্য ডাকেন দীক্ষাগুরু উজ্জ্বল। কিন্তু সুযোগ বুঝে ভুল বুঝিয়ে তাঁকে ধর্ষণ করেন দীক্ষাগুরু। তার পর বাড়িতে গিয়ে মহিলা তাঁর স্বামীকে জানান।তড়িঘড়ি তাঁর স্বামী দুবরাজপুর থানায় দীক্ষাগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে অভিযোগ পেয়ে এক ঘণ্টার মধ্যে উজ্জ্বলকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। ধৃতের বাড়ি দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে। ধৃত দীক্ষাগুরু উজ্জ্বল দাসকে শনিবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে ৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন।

Card image cap

কলকাতা পুলিশে ফের রদবদল

সম্প্রতি শহর কলকাতায় ঘটে গিয়েছে এমন কিছু ঘটনা, যা আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের পক্ষে যথেষ্ট। ধারাবাহিক এসব ঘটনা রুখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দিতে ফের রদবদল কলকাতা পুলিশে। শুক্রবার পাঁচ ইন্সপেক্টরকে বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। বদল হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগেও। গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর সৌম্য ঠাকুরকে বদলি করা হয়েছে মুচিপাড়া থানায়। সেখানকার ওসির দায়িত্ব পেয়েছেন তিনি।
ময়দান থানার অতিরিক্ত ওসির পদ সামলাতেন দীপঙ্কর বিশ্বাস। তাঁকে বদলি করা হল লেদার কমপ্লেক্স থানায়।
দীপঙ্কর বিশ্বাসের বদলে ময়দান থানার অতিরিক্ত ওসি হলেন ইন্সপেক্টর সাবির উদ্দিন। তিনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর ছিলেন।
লেদার কমপ্লেক্স থানার অতিরিক্ত ওসির দায়িত্ব পেলেন ইন্সপেক্টর অনুপম চট্টোপাধ্যায়।
ইন্সপেক্টর রাজীব চট্টোপাধ্যায়কে লেদার কমপ্লেক্স থানা থেকে বদলি করে নিয়ে যাওয়া হল স্পেশাল ব্রাঞ্চে।
সবমিলিয়ে ৫ পুলিশ আধিকারিকের পদে রদবদল করা হয়েছে। 
অন্যদিকে, লোকসভা ভোটের সময় নির্বাচন কমিশনের নির্দেশে যে পুলিশ অফিসারদের বদলি করা হয়েছিল অন‌্য জেলায়, এবার সেই সাব ইন্সপেক্টররা ফিরতে পারবে নিজেদের জেলায়। পুলিশ সূত্রে খবর, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী লোকসভা ভোটের আগে সাব ইন্সপেক্টর ও উচ্চপদের আধিকারিকদের নিজের জেলা থেকে অন‌্য জেলায় পোস্টিং হয়। কিন্তু লোকসভা ভোটের পর এতদিন সেসব সাব ইন্সপেক্টর বা পদস্থ আধিকারিকদের নিজেদের জেলায় ফেরানো হয়নি। এই ব‌্যাপারে রাজ‌্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির কনভেনর বিজিতশ্ব রাউত রাজ‌্য পুলিশের ডিজিকে চিঠি দেন। শুক্রবার রাজ‌্য পুলিশ একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়েছে, লোকসভা ভোটের আগে যে সাব ইন্সপেক্টরদের অন‌্য জেলায় বদলি করা হয়, তাঁরা ইচ্ছা করলে পুরনো জেলা বা যে জেলায় লোকসভা ভোটের আগে কর্তব‌্যরত অবস্থায় ছিলেন, সেখানে ফেরত আসতে পারেন। ইচ্ছুক আধিকারিকদের এই ব‌্যাপারে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হবে বলে জানিয়েছে নবান্ন।

Card image cap

রোগীমৃত্যুতে রণক্ষেত্র বেহালা বিদ্যাসাগর হাসপাতাল!

রোগীমৃত্যুতে রণক্ষেত্র বেহালা বিদ্যাসাগর হাসপাতাল!  জরুরি বিভাগ ও মূল ফটকে ভাঙচুর চালানোর অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। এক নার্সিং স্টাফকে বাথরুমে নিয়ে গিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে পর্ণশ্রী থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারধর ও ভাঙচুরে যুক্ত থাকার অভিযোগে আটক ২২।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৮টা নাগাদ ঠাকুরপুকুরের বাসিন্দা বছর তিরিশের শেখ মেহমুদ আলমকে হাসপাতালে আনা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসা শুরু হয়। হাসপাতালে আনার পর ফের হার্ট অ্যাটাক হয় মেহমুদের। ৮টা ৪০ নাগাদ দ্বিতীয় সিপিআর দেওয়া হয়। লাভ হয়নি। ৮টা ৫০ নাগাদ তাঁর মৃত্যু হয়।এর পরই মৃতের আত্মীয়রা হাসপাতালে ভিড় জমাতে থাকেন। রোগীর পরিজনেরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসার নথিপত্র চাইতে শুরু করে। হাসপাতাল জানায়, আদালতের অনুমতি ছাড়া সরকারি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথি কাউকে দেওয়া সম্ভব নয়। অভিযোগ, রাত প্রায় ১০টা নাগাদ প্রায় দেড়শো লোক জরুরি বিভাগের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। বাইরের গেটেও ভাঙচুর চলে। মারধর করা হয় নার্সিং স্টাফদেরও। ঘটনায় তিনজন নার্সিং কর্মী আহত হয়েছেন।আতঙ্কে বেড ছেড়ে পালিয়ে যান কয়েকজন রোগী। ২জনকে তৎক্ষণাৎ অন্যত্র স্থানান্তর করা হয়। এই ধুন্ধুমারের মাঝে হাসপাতালে ভর্তি ৮৫ বছরের মহিলা শান্তি সিনহার মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক জানাচ্ছেন, “গুরুতর অবস্থায় রোগীকে নিয়ে আসা হয়েছিল। আমরা খুবই অল্প সময় পেয়েছিলাম, সব রকম চেষ্টা করেছি। কিন্তু ওরা কোনও কথা শুনতে চায়নি।” হাসপাতালের সুপার জানিয়েছেন, “প্রচুর ওষুধ, ইঞ্জেকশন নষ্ট করে দিয়েছে তাণ্ডবকারীরা।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Card image cap

অনুষ্ঠান ঘিরে নিরাপত্তারক্ষী-ছাত্রদের হাতাহাতি!ধুন্ধুমার বিশ্বভারতীতে

শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের তরফে বিশ্বভারতীতে অনুষ্ঠানের আয়োজন। তা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল বিশ্বভারতী চত্বর। বিজেপি নেতা তথা শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বান গঙ্গোপাধ্য়ায়কে ঘিরে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠনের সদস্যরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। বিক্ষুদ্ধদের স্পষ্ট কথা, “রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে বিজেপিকে রাজনীতি করতে দেবেন না তাঁরা।”দীর্ঘ প্রতীক্ষার পর সাতটি ভাষা সম্প্রতি ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। এই ভাষার স্বীকৃতি উদযাপনে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের তরফে বিশ্বভারতীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে অনুষ্ঠানে যোগ দিতে যান বিজেপি নেতা তথা শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বান গঙ্গোপাধ্য়ায়। তিনি পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাঁকে ঘিরে চলে বিক্ষোভ। নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করলে ছাত্রদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। সব মিলিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় পুলিশ।কী বলছেন পড়ুয়ারা? তাঁদের কথায়, “আমরা চেয়েছিলাম ভাষার স্বীকৃতি উদযাপন বিশ্বভারতীর তরফেই অনুষ্ঠানের আয়োজন করা হবে। কিন্তু তা না করে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের তরফে বিশ্বভারতীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা চাই না রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে বিজেপি বা আরএসএসের কোনও যোগ তৈরি হোক। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি।”

Card image cap

আন্দামান সাগরে নয়া ঘূর্ণিঝড় ‘ফেনজল’!

ডানার প্রভাব কাটিয়ে উঠতে না উঠতে ফের ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ২৩ তারিখ শনিবার সেটি নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘ফেনজল’। নাম দিয়েছে সৌদি আরব। এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে বঙ্গে? কোন দিকে এগোবে এই ঝড়? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহের শুরুতে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। মৌসম ভবন জানিয়েছে, ওই নিম্নচাপ সাগর থেকে জলীয়বাষ্প সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এগোবে কোন দিকে? আবহবিদদের অনুমান, এটি দক্ষিণ ভারতের উপকূল এলাকায় ধেয়ে যাবে। তবে কোন জায়গায় আছড়ে পড়বে তা এখনই স্পষ্ট করে বলা মুশকিল। তবে এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মৎসজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।তবে বঙ্গে ‘ফেনজলে’র প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। বঙ্গে বর্তমানে যে ধরনের বায়ুপ্রবাহ চলছে, তাতে ঘূর্ণিঝড় তৈরি হলে তা রাজ্যে আছড়ে পড়বে না বলেই অনুমান। নিম্নচাপেরও খুব একটা প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। আগামী কয়েক দিন তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না। কয়েকটি জেলায় সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলবে। বেলায় আকাশ পরিষ্কার হবে।

Card image cap

পাথর নামাতে গিয়ে বাঁকুড়ায় লাইনচ্যুত মালগাড়ি

ফের দুর্ঘটনার মুখে রেল। বাঁকুড়া পিয়ারডোবা স্টেশনে লাইনচ্যুত মালগাড়ি। ধীরগতিতে যেতে যেতে বেলাইন হয়েছে ট্রেনটি।  শুক্রবার বিকেলে আদ্রা-খড়গপুর ডিভিশনে এই দুর্ঘটনা ঘটেছে। পাথর নামাতে আসা মালগাড়ির ২টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। খতিয়ে দেখেন গোটা পরিস্থিতি। এই দুর্ঘটনার জেরে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এই লাইনে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। স্থানীয় সূত্র জানা গিয়েছে, পিয়ারাডোবার কাছে রেললাইনের কাজ চলছে। সেই কারণে স্টেশনের কাছে একটি মালগাড়ি থেকে আস্তে আস্তে পাথর নামানো হচ্ছিল। এই পাথর রেললাইনের কাজের জন্য প্রয়োজন। সেই সময় পাথরবোঝাই মালগাড়ির দুটি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনা এর পর ঘটনা জানাজানি হতেই এলাকার সাধারণ মানুষজন সেখানে ভিড় জমান। কিন্তু সুরক্ষার স্বার্থে তাঁদের দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। চারপাশে ঘিরে ফেলে রেল পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনাস্থলের ছবিও তুলতে দেওয়া হচ্ছে না।ঘটনাস্থলে রেল পুলিশ ছাড়াও উপস্থিত হন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। মালগাড়ির গতি কম থাকা সত্ত্বেও পাথর আনলোডিংয়ের সময়  লাইনচ্যুত হল, তা ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি লাইনচ্যুত কামরাগুলিতে মেরামত করে ফের স্বস্থানে ফেরানোর চেষ্টা চলছে। এর জেরে আগ্রা-খড়গপুর ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়। তাছাড়া এই শাখায় ব্য়াহত হয়েছে ট্রেন চলাচল। 

Card image cap

মন্দারমণির হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাই কোর্টের

হাই কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তিতে মন্দারমণির হোটেল মালিকরা। জেলাশাসকের হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ৩০ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।সমুদ্রপাড় দখল করে মন্দারমণি পর্যটনকেন্দ্রে গজিয়ে উঠেছে একের পর এক হোটেল। অভিযোগ, রীতিমতো প্রাচীর দিয়ে তার উপরেই পর্যটকদের আমোদ প্রমোদের ব্যবস্থা করেছে একাধিক হোটেল। যার ফলে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আগামী ২০ নভেম্বরের মধ্যে শতাধিক ‘বেআইনি’নির্মাণ ভেঙে ফেলার নোটিস দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এ বিষয়ে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের কোনও আধিকারিক, এমনকী, মুখ্যসচিবও জানতেন না বলেই পরবর্তীতে জানা যায়। যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে হোটেল মালিকদের সঙ্গেই দ্রুতই বৈঠকে বসার কথাও বলেন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রীর কথায়, “বুলডোজার কোনও সমাধানের পথ নয়। কোনওরকম বুলডোজার চলবে না।”এই পরিস্থিতিতে গত বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন হোটেল মালিকরা। তাঁদের যুক্তি ছিল, “এই হোটেল ব্যবসা থেকে আমাদের আয় হয়। এই উপার্জনেই সংসার চলে। এই ব্যবসার সঙ্গে কয়েক হাজার পবিবার যুক্ত। তাঁরা এই হোটেল চালু করার আগে প্রশাসনের সব রকম অনুমতি নিয়েছে। তাই এখন অবৈধ ঘোষণা সঠিক পদক্ষেপ নয়।” সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি অমৃতা সিনহা হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন। আগামী ১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগে মামলার সব পক্ষকে রিপোর্ট হাই কোর্টে পেশ করতে হবে।