CATEGORY state:

Card image cap

নিউটাউনের নামী মলে দেহব্যবসা!

নিউটাউনের নামী মলে দেহব্যবসা! ঝকঝকে স্পা সেন্টারের আড়ালে মধুচক্র। শনিবার বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। সোমবার তাদের বারাসত আদালতে তোলা হবে।নিউটাউন জুড়ে রয়েছে একাধিক স্পা। রাস্তাঘাটে চোখ মেললেই দেখা যায় স্পা সেন্টারে বিজ্ঞাপন। জ্বলজ্বল করে স্পা সেন্টারের নাম এবং ফোন নম্বর। আর এই সমস্ত স্পা বা মাসাজ পার্লার আড়ালে চলে দেহব্যবসা। দীর্ঘদিন ধরে নিউটাউনের অ্যাক্সিস মলের স্পা সেন্টারের আড়ালে চলত দেহ ব্যবসা। নিউটাউনে মাল্টি কমপ্লেক্সে ঝকঝকে স্পা সাইনবোর্ডের আড়ালে যে দেহ ব্যবসা চলছে তা বুঝতে অসুবিধা হত না সাধারণ মানুষের। তাহলে পুলিশের কানে কেন পৌঁছল না সেই তথ্য? উঠছে সেই প্রশ্ন।অবশেষে খবর পেয়ে শনিবার রাতে সেই স্পা সেন্টারে অভিযান চালায় বিধাননগর পুলিশ। অভিযান চালিয়ে ১৭ জন মহিলা এবং ৭ জন পুরুষকে আটক করা হয়। শেষে স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চালানোর অপরাধে তিনজন মহিলা এবং সাত কাস্টমারকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাদের বারাসত আদালতে পেশ করা হবে। মানব পাচারের মতো কঠোর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Card image cap

ডুয়ার্স উৎসবেও থাকছে না বাংলাদেশ

কলকাতা বইমেলা, চলচ্চিত্র উৎসবের পর ডুয়ার্স উৎসব। ১৯ তম ডুয়ার্স উৎসবে থাকছে না বাংলাদেশি স্টল। প্রতি বছর ডুয়ার্স উৎসবে বাংলাদেশের ইলিশ এবং শাড়ির স্টল অংশ নেয়। তবে এবার বর্তমান পরিস্থিতির জেরে বাংলাদেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়নি। সে কারণে এবার ডুয়ার্স উৎসবে ওপার বাংলা অংশ নিচ্ছে না।২০০৫ সালে শুরু হয় ডুয়ার্স উৎসব। চলতি বছর ১৯তম ডুয়ার্স উৎসবের আয়োজন চলছে জোরকদমে। আগামী ২ থেকে ১২ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হবে ডুয়ার্স উৎসব। শনিবার মহকুমা শাসকের দপ্তরের কনফারেন্স হলে ডুয়ার্স উৎসব কমিটি বৈঠকে বসে। ওই বৈঠকে পদ্মাপাড়ের হিন্দু নির্যাতনের প্রসঙ্গ ওঠে। আর তার পরই সিদ্ধান্ত নেওয়া হয় এবার আর বাংলাদেশের কোনও স্টল ডুয়ার্স উৎসবে থাকবে না। প্রতি বছর ডুয়ার্স উৎসবে বাংলাদেশের স্টল থাকে। সেখানে পদ্মার ইলিশ থেকে বাংলাদেশি নানা রকমের শাড়ি থাকে। তবে এবার বাংলাদেশের কোনও ব্যবসায়ীকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই বাংলাদেশের স্টল ছাড়াই এবার ডুয়ার্স উৎসবের আয়োজন করা হবে।উল্লেখ্য, বাংলাদেশে থামছে না হিন্দু নিপীড়ন। দিন দিন চরমে উঠছে অত্যাচার। আপাতত জেলে রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। হিংসার হাত রেহাই পাচ্ছে না ধর্মীয় স্থানও। শনিবারও ঢাকার এক ইসকন সেন্টারে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। হামলা হয়েছে মন্দিরেও। পুড়ে গিয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি। হিন্দুদের উপর অত্যাচারে এদেশেও প্রতিবাদের আবহ। নিপীড়নের প্রতিবাদে কলকাতা, দিল্লি, ত্রিপুরার মতো নানা জায়গায় পথে নেমেছে সাধারণ মানুষ ও বিভিন্ন হিন্দু সংগঠন। সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইউনুস সরকারকে সতর্কবার্তা দিয়েছে দিল্লি। অশান্ত পরিস্থিতিতেই আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

Card image cap

সুন্দরী মহিলাদের সামনে রেখে টিভি-ফ্রিজ-ওয়াশিং মেশিন লুট!

অভিনব কায়দায় প্রতারণা করে শ্রীঘরে যুবক! কলকাতার তরুণীদের মডেলিংয়ের প্রস্তাব দিয়ে, তাদের সামনে রেখে দোকান থেকে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন লুট। ১৫ দিন ধরে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হয়নি। অবশেষে শনিবার সকালে তমলুকের বাড়ি থেকে গ্রেপ্তার অভিযুক্ত।ধৃতের রাজু রাউল। তমলুক থানার অন্তর্গত শ্রীরামপুর এলাকার বাসিন্দা। বাবা নারায়ণচন্দ্র রাউল। পেশায় মাছের ব্যবসায়ী। উচ্চ মাধ্যমিক পাশের পর খড়্গপুরের একটি রেস্তরাঁয় কর্মী হিসেবে যোগ দিয়েছিলেন রাজু। এর মাঝেই রীতিমতো সিনেমার কায়দায় দোকান লুট করেছিলেন তিনি। জানা গিয়েছে, একটি বহুজাতিক সংস্থার সোনার দোকানের ফটোশুট হবে বলে গত নভেম্বর থেকেই প্রচার শুরু করেছিলেন রাজু। নিজেকে মার্কেটিং ডাইরেক্টর পরিচয় দিয়ে শহরের সুন্দরী মহিলা ও যুবকদের মডেলিংয়ের টোপ দেয়। সেই মতো তমলুকে এসে উপস্থিত হয়েছিলেন বেহালার কয়েকজন মহিলা। ঝাঁ চকচকে হোটেলে থাকা খাওয়ারও ব্যবস্থা করেছিল অভিযুক্ত ওই যুবক। চলতি মাসের ১৮ তারিখ থেকে শহরের ওই নামী হোটেলে একটি বহুজাতিক সোনার দোকানের ফটোশুট হবে বলে জানিয়ে প্রায় দেড় লক্ষ টাকার বৈদ্যুতিন সামগ্রী বরাতও দিয়েছিলেন রাজু। তবে সব ক্ষেত্রেই অবশ্য আসল পরিচয় গোপন রেখে নিজেকে অভিষেক চক্রবর্তী বলেই পরিচয় দিয়েছিলেন রাজু। গত ২৪ নভেম্বর পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন কটি ইলেকট্রনিক্স দোকানের পাঁচটি ফ্রিজ, একটি ওয়াশিং মেশিন, দুটি ফ্যান এবং একটি এলইডি টিভি সহ একাধিক ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য ক্রেতা সেজে পৌঁছয়। শহরের ওই অভিজাত হোটেলে পাঠানোর কথা বলে ওই দোকানেই কলকাতার সুন্দরী মহিলাদের সামগ্রীগুলি পছন্দ করার নামে বসিয়ে রেখে নিজেই একটি টোটোয় ওয়াশিং মেশিন, এলইডি টিভি ও দুটি দামি ফ্যান তুলে উধাও হয়ে গিয়েছিলেন।১৫ দিন ধরে খোঁজাখুঁজির পর শনিবার ভোররাতে ধরা পড়েন রাজু। শুক্রবার রাতভর অভিযুক্ত যুবকের পিছু ধাওয়া করে দুই মেদিনীপুরে একযোগে তল্লাশি চালানো হয়। রাতভর আস্তানা বদলে পুলিশের চোখে ধুলো দিয়ে এদিন ভোররাতে তমলুকের শ্রীরামপুরের বাড়িতে ফিরে আসেন রাজু। সেই খবর পেয়ে এদিন সাতসকালে লেপের তলায় মুড়ি দেওয়া অবস্থায় বিছানা থেকে গ্রেপ্তার হয় ঘুমন্ত রাজু।নিজের কুকর্মের কথা রাজু স্বীকার করে নিয়েছে বলে দাবি পুলিশের। এ বিষয়ে তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ জানিয়েছেন, “অভিনব কায়দায় এমন প্রতারণার ঘটনা তমলুকে প্রায় বিরল। ফলে এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই দিকটিও বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে প্রতারণার ঘটনায় উধাও হওয়া সামগ্রীগুলিরও সন্ধানে তল্লাশি চলছে।” অভিযুক্তকে আদালতে তুললে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন

Card image cap

বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি গরু পাচারকারীর

বিএসএফের গুলিতে মারা গেল বাংলাদেশি এক গরু পাচারকারী। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলপাইগুড়ির বেরুবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ আনোয়ার (৩৫)। তিনি বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ওই সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার হচ্ছিল। বাংলাদেশি গরু পাচারকারীরা সীমান্ত পেরিয়ে এদেশে আসে। তারা সংখ্যায় জনা ২০ ছিল। এপার থেকে ১৫-২০ টি গরু নিয়ে সীমান্ত দিয়ে পাচার করা হচ্ছিল। উত্তরবঙ্গে রাতের দিকে ঘন কুয়াশা থাকছে। সেই কুয়াশাকে কাজে লাগিয়েই পাচারের কাজ চলছিল বলে অনুমান। এদিকে সীমান্ত পাহারার কাজ চালাচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। তাঁদের চোখে সেই ঘটনা ধরা পড়ে। পাচারকারীদের ধাওয়া করেন জওয়ানরা।জওয়ানদের সঙ্গে গরু পাচারকারীদের সংঘর্ষ হয়। ধারালো অস্ত্র দিয়ে জওয়ানদের হামলা করা হয়। হামলায় এক বিএসএফ জওয়ান আহত হন। এর পরই গুলি চালায় বিএসএফ। গুলি লাগে মহম্মদ আনোয়ার নামে এক পাচারকারীর। সেই অবস্থায় ওই ব্যক্তি সীমান্ত পেরিয়েছিল। সীমান্ত লাগোয়া বাংলাদেশের ঝুলিপাড়া এলাকায় গিয়ে তিনি মারা যান। জখম বিএসএফ জওয়ানকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে থমথমে এলাকা। সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ।

Card image cap

রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে অপসারিত শান্তনু সেন

রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে এবার অপসারিত ডাক্তার শান্তনু সেন। শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। তিনি কাউন্সিলের মনোনীত সদস্য ছিলেন। কিন্তু পদ থেকে অপসারিত হওয়ায় তাঁর বদলে কে আসবেন, তা এখনও স্থির করা হয়নি বলে খবর। শান্তনু সেনকে সরানোর কারণও কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, দলের তরফে এই সুপারিশ জানানো হয়েছিল মেডিক্যাল কাউন্সিলের কাছে। তা নিয়ে চর্চা চলছে সব মহলে। বহুদিন ধরেই ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের মনোনীত সদস্য ডাক্তার শান্তনু সেন। তিনি আইএমএ-র রাজ্য শাখার সভাপতিও ছিলেন। এবারে আইএমএ-র ভোটেও শান্তনু সেন গোষ্ঠী এগিয়ে বলে জানা গিয়েছে।  এছাড়া আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন। তবে গত আগস্টে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতিগুলি ভেঙে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজে। ফলে শান্তনু সেনকেও সরে যেতে হয়।যদিও আর জি করের ঘটনার পর থেকে সংবাদমাধ্যমে দেওয়া শান্তনু সেনের বক্তব্য নিয়ে আপত্তি ছিল দলের। সেই কারণে তাঁকে মুখপাত্র পদ থেকে সরানো হয়। দলের সঙ্গে তাঁর দূরত্বও খানিকটা বেড়ে যায়। কলকাতা পুরসভার মেডিক্যাল অফিসারের ঘর থেকেও তাঁর নামফলক মুছে দেওয়া হয়। এসবের পর এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ সংগঠন থেকে শান্তনু সেনের অপসারণ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হল। যদিও এই অপসারণের বিষয়টি তাঁর অজ্ঞাত বলে দাবি করেছেন শান্তনু সেন। তাঁর প্রতিক্রিয়া, কোনও নোটিস পাননি।

Card image cap

‘অভয়া’র বিচার চেয়ে ফেসবুকে বাবা-মা

চার মাস অতিক্রান্ত তবু অধরা বিচার। এবার ‘অভয়া’র সুবিচার চেয়ে ফেসবুকের দ্বারস্থ তাঁর বাবা-মা। খুললেন ফেসবুক পেজও। জুনিয়র ডাক্তারদের শুক্রবারের স্বাস্থ্যভবন অভিযানেও থাকবেন তাঁরা।আর জি করে নির্যাতিতা মহিলা চিকিৎসকের বাবা-মা ফেসবুকে পেজ খুলেছেন। নাম রেখেছেন ‘ট্রুথ অ্যান্ড জাস্টিস: ভয়েস অফ আর জি কর ভিক্টিম’। পেজটির ভূমিকায় লিখেছেন, ‘আমার মেয়ের সুবিচার চাই। মেয়ের জন্য লড়াই করছি। সত্য এবং বিশ্বস্ততার জন্য লড়াই করছি। আমাদের সঙ্গে থাকুন যাতে আর কোনও পরিবার এভাবে ষন্ত্রণা না পায়।’ তাদের আহ্বান, ‘অবিচারের দুনিয়ায় আশার আলো জাগাতে চলুন একসঙ্গে লড়াই করুন।’ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, আগামী সাত তারিখ অর্থাৎ শনিবার দুপুর তিনটেয় ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সামনে জমায়েত হবে। সেখান থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিল করা হবে। কর্মসূচিতে সিনিয়র ডাক্তার, নার্স-সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের সংগঠন, অভয়া মঞ্চ-সহ সমস্ত নাগরিক সংগঠনকে শামিল হওয়ার ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই মিছিলে নির্যাতিতার বাবা-মাও থাকবেন বলে খবর। এ প্রসঙ্গে তারা জানিয়েছেন, “এই লড়াই আমাদের একার নয়। সুবিচার পেতে সকলকে একসঙ্গে লড়াই করতে হবে। তাই মিছিলে হাঁটব। শুধু আমরা একা নয়, সবাইকে বলব মিছিলে যোগ দিতে। যারা পারবেন না তারা নিজেদের এলাকায় প্রতিবাদ করুন। তদন্ত চলছে। কিন্তু গতি স্তিমিত। তাই চাপ বাড়াতে এই মিছিল। তবে বিচারব্যবস্থার উপর ভরসা আছে।” নির্যাতিতার বাবা-মার অভিযোগ, ৯ আগস্ট দুর্ঘটনাস্থলে যাদের দেখা গিয়েছিল তারা আজও ঘুরে বেড়াচ্ছে। থ্রেট কালচার আবার স্বমহিমায় ফিরেছে।” প্রতিবাদেই এই মিছিলে হাঁটবেন ‘অভয়া’র বাবা-মা। 

Card image cap

ফের আদালতে হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু!

অসুস্থতার কারণ দেখিয়ে আবারও আদালতে হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্র। বৃহস্পতিবার বিষয়টা জানিয়ে প্রেসিডেন্সি জেল থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে রিপোর্ট পেশ করা হয়েছে। জানানো হয়েছে, কালীঘাটের কাকু জেলের হাসপাতালে ভর্তি। এদিকে তাঁর আইনজীবীর প্রশ্ন, সিবিআই চাইলে জেলে গিয়েই জেরা করতে পারে। হেফাজতে নেওয়ার প্রয়োজন কী?নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন কালীঘাটের কাকু। সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের আশঙ্কায় হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এদিকে সিবিআই তাঁকে হেফাজতে চেয়েছে বিচারভবনে আবেদন করেছে। বৃহস্পতিবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালতে হাজির হওয়ার কথা ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের। কিন্তু এদিনও হাজিরা এড়ালেন তিনি। প্রেসিডেন্সি জেলের তরফে জানানো হয়েছে, বর্তমানে জেলের হাসপাতালে ভর্তি তিনি। সেই কারণেই হাজিরা দেওয়া সম্ভব নয়।এদিন আদালতে সুজয়কৃষ্ণের আইনজীবী বলেন, হাই কোর্টে ইতিমধ্যে আগাম জামিনের মামলা বিচারাধীন। তাই এই আদালতের তরফে যেন নতুন করে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু না করা হয়। পাশাপাশি পূর্বের ওয়ারেন্টেও স্থগিতাদেশের আর্জি জানানো হয়। পালটা সিবিআইয়ের আইনজীবী বলেন, তাঁরা প্রোডাকশান ওয়ারেন্ট চাইতেই পারেন। এর পরই সুজয়কৃষ্ণের আইনজীবী বলেন, সিবিআই চাইলে জেলে গিয়ে জেরা করতে পারেন।

Card image cap

মালদহে অভিনব কায়দায় প্রতারণা

শ্রমিক কল্যাণের সরকারি তহবিলের কোটি-কোটি টাকা হাতাল সরকারি অফিসার। এক-দু কোটি নয়, অভিযুক্ত হাতিয়েছেন ১৭ কোটি ৮০ লক্ষ টাকা। ২১ ভুয়ো অ্যাকাউন্ট খুলে এই কীর্তি ঘটিয়েছিলেন তিনি। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।সরকারি প্রকল্পের বিপুল টাকা হাতানোর অভিযোগে সরকারি আধিকারিক তপনকুমার ঘোষকে আগেই গ্রেপ্তার করেছিল রাজ্যের দুর্নীতিদমন শাখা। মালদহের হবিবপুরে শ্রমদপ্তরের ইন্সপেক্টর পদে ছিলেন। প্রথমে তাঁর বিরুদ্ধে প্রায় ২০ লক্ষ টাকা সরকারি তহবিল তছরূপের অভিযোগ উঠেছিল। তদন্ত আরও এগোতেই জানা যায়, অঙ্কটা ২০ লক্ষ নয়, প্রায় ১৮ কোটি। টাকা হাতানোর ২৯টি মেমো উদ্ধার করেছে পুলিশ। হদিশ পেয়েছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের। তদন্তে জানা গিয়েছে, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত শ্রমদপ্তরের ওই ইন্সপেক্টর ভুয়ো চেক ইস্যু করে যোজনার টাকা প্রাপক শ্রমিকদের হাতে দেওয়ার বদলে তছরূপ করতে শুরু করেন। পুরো টাকা অন্তত ২১ ভুয়ো অ‌্যাকাউন্টে পাঠান। প্রথমে ১৫ লাখ ৬০ হাজার টাকা তছরূপ ধরা পড়ে। পরে এই তছরূপের পরিমাণ গিয়ে দাঁড়ায় কোটি-কোটি টাকার। যে অ‌্যাকাউন্টে তছরূপের টাকা ধরা পড়েছে, সেগুলি আত্মীয়দের সঙ্গে অভিযুক্তর জয়েন্ট অ‌্যাকাউন্ট। পরে অন‌্য অ‌্যাকাউন্টেও সেই টাকা পাঠানো হয় বলে অভিযোগ। যা অন্যান্য ক্ষেত্রে লগ্নিও করা হয়েছে।মুখ‌্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু আদালতে জানান, রাজ‌্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনার তহবিলের টাকা অভিযুক্ত আধিকারিক শ্রমিকদের হাতে তুলে না দিয়ে নিজে হাতিয়ে নেন। এমনকী, অনেককে ভুয়ো শ্রমিক সাজিয়ে টাকা তোলার আবেদনও করিয়েছিলেন। সেই টাকা হাতিয়ছিলেন ধৃত সরকারি আধিকারিক। তাঁর সঙ্গে আর কেউ যুক্ত আছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Card image cap

চলতি সপ্তাহেই বঙ্গে নামবে পারদ

চলতি সপ্তাহেই ফের পারদের পতন। রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ। আগামী কাল, বৃহস্পতিবার থেকেই রাজ্যে তাপমাত্রা নামবে। এই বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কাল থেকে উত্তর পশ্চিমে শীতল হাওয়া বইবে। রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে রাজ্যের একাধিক জেলায়। মূলত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া আগামী ৫ দিন থাকবে রাজ্যে। কুয়াশার সম্ভাবনা দার্জিলিং-সহ রাজ্যের নয় জেলায়।ঘূর্ণাবর্তের জন্য শীতের আমেজ ধাক্কা খেয়েছে দিন কয়েক আগে থেকেই। বাংলার দুই বঙ্গেই তাপমাত্রা বেড়েছে। তবে চলতি সপ্তাহে আর আশাহত হওয়ার কারণ থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এবার তাপমাত্রা নামতে চলেছে। দক্ষিণবঙ্গে আগামিকাল থেকেই উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে একাধিক জেলায়। তেমনই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।আগামী চার-পাঁচ দিন মূলত পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গের তিন থেকে পাঁচ জেলায় মাঝারি পরিমাণে কুয়াশার প্রভাব থাকতে পারে। অন্যান্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকার বার্তা দেওয়া হয়েছে। বেলা বাড়লে আকাশ ক্রমশ পরিষ্কার হবে। আজ বুধবার মাঝারি কুয়াশা থাকবে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে।কলকাতাতেও কমবে রাতের তাপমাত্রা। সপ্তাহের শেষে পারা পতনের ইঙ্গিত। শনি ও রবিবার থেকে জমিয়ে শীতের আমেজ ফেরার ইঙ্গিত। আজ বুধবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯০ শতাংশ। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের অন্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে।
পূর্ব বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার, ৭ ডিসেম্বর। কুয়াশা থাকবে উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় এবং রাজধানী দিল্লিতেও কুয়াশার সম্ভাবনা।শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সমতলে রবিবার তার প্রভাব পড়বে। ওই দিন হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

Card image cap

আলু পাচার রুখতে সারপ্রাইজ ভিজিট মন্ত্রীর!

বাইরে আলু পাচার রুখতে এবার সারপ্রাইজ ভিজিট মন্ত্রী বেচারাম মান্নার। প্রয়োজনে রাতপাহারা দেবেন আলু পাচার রুখতে, এমনটা জানিয়েছিলেন। ইতিমধ্যেই তিনি সারপ্রাইজ ভিজিটে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গিয়েছিলেন। বাংলা-ওড়িশা সীমানা দিয়ে প্রচুর পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। আজ, বুধবার তিনি কোথায় হানা দেবেন, কখন হানা দেবেন সে-সব তথ্য গোপন রাখা হয়েছে।বেচারাম মান্না জানিয়েছেন, ৩ সেপ্টেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে ৮ লক্ষ ৪৩ হাজার ২৯৪ মেট্রিক টন আলু বাইরে চলে গিয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে আলুর দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে রাজ্যে। রাজ্যকে বিপাকে ফেলতে এক শ্রেণির আলু ব্যবসায়ী ধর্মঘট চালানোর কৌশল নিয়েছিলেন। মন্ত্রীর অভিযোগ, ভিন রাজ্যে আলু নিয়ে যাওয়ার জন্য কর্মবিরতির নামে রাজ্য সরকারকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে মালদহের মাইতাপুর, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি, কোচবিহারের চ্যাংড়াবান্ধা দিয়ে ব্যাপক আলু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ, রাজ্য সরকারকে অপদস্থ করার চেষ্টা করছেন কিছু আলু ব্যবসায়ী। পাশাপাশি পিছনে বিজেপি ও সিপিএমের কিছু নেতা কর্মবিরতির নামে রাজ্যের মানুষকে বিপাকে ফেলতে চাইছেন বলেও অভিযোগ।বেচারাম মান্নার কথায়, রাজ্য সরকার জনগণের স্বার্থে পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনও কড়া সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, হুগলির ৪০টি হিমঘরে কার আলু কতটা পরিমাণ মজুত আছে, সে-ব্যাপারে তদন্ত শুরু করেছে। কর্মবিরতি মোকাবিলার জন্য রাজ্য সরকারের সমস্ত দফতর প্রস্তুতি নিচ্ছে। গত সেপ্টেম্বর মাস থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের ২৬ টাকা প্রতি কেজি পাইকারি হারে আলু দেওয়ার কথা বললেও তাঁরা দেননি।

Card image cap

স্বাস্থ্যসাথীতে চালু একগুচ্ছ নতুন নিয়ম

স্বাস্থ্যসাথী কার্ডে চুরি রুখতে কড়া রাজ্য় সরকার। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে ঘুরপথে টাকা খরচ আটকানো হবে। সেই উদ্দেশে চালু হচ্ছে নয়া অ্যাপও। সবমিলিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পে ‘জালিয়াত’ নার্সিংহোমগুলির চুরি ঠেকাতে একগুচ্ছ নিয়ম কার্যকর করল স্বাস্থ্যদপ্তর।হাসপাতালে ভরতি, পরীক্ষা-নিরীক্ষা, অপারেশনের আগে ও পরে এবং রোগীর ছুটির সময় নির্দিষ্ট অ্যাপের সাহায্যে রোগীর ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্যভবনে।
স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভরতি হলেই বেসরকারি হাসপাতালকে সঙ্গে সঙ্গে সেই তথ্য ছবি-সহ সরকারকে পাঠাতে হবে।
চিকিৎসার প্রতিটি ধাপে রোগী সত্যিই হাসপাতালে আছেন কিনা, নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন।
ছবি, ভিডিও, জিপিএস লোকেশন একবার পাঠানো হয়ে গেলে তা এডিট করা যাবে না।
একই নিয়ম কার্যকর করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস, কেমোথেরাপি ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও।
অ্যান্ড্রয়েড ফোনের জিপিএস অন করে, পরীক্ষা-নিরীক্ষা শুরু হওয়া মাত্র, নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে। পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে জিপিএস অন করে অ্যাপ বন্ধ করতে হবে।
যে অ্যাপের মাধ্যমে এই তথ্য পাঠাতে হবে, তা হাসপাতালের ৫০ মিটার ব্যাসার্ধের বাইরে কাজ করবে না।
সার্ভারে আপলোড করা ছবি, ভিডিও জাল কিনা, তা পরীক্ষা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবস্থা। রোগীর ছবি না থাকলে বা ভুয়ো তথ্য আপলোড করলে স্বাস্থ্যসাথীর টাকা দেবে না সরকার। সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। করা হবে মোটা টাকা জরিমানাও। এক্ষেত্রে হাসপাতাল এবং নার্সিংহোমের মতো সংশ্লিষ্ট চিকিৎসক দায়বদ্ধ থাকবেন। কারণ রোগীর চিকিৎসার বিভিন্ন পর্যায়ের ছবি আপলোড করতে হবে ডাক্তারের স্মার্ট ফোন থেকে।

Card image cap

বাবার অসম্মানে আত্মঘাতী ১২ বছরের মেয়ে!

শ্লীলতাহানির ‘মিথ্যা’ মামলায় জেলে বাবা! সেই অপমানে আত্মঘাতী ১২ বছরের মেয়ে। এই ঘটনায় লেকটাউন দক্ষিণদাড়িতে দেহ আটকে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, কালীপুজোর রাতে বাজি ফাটানো ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল দক্ষিণদাড়ি এলাকায়। প্রতিবেশীদের বাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন বিরজু সাউ। ‘বদলা’ নিতে বিরজুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিল প্রতিবেশী পরিবার। অভিযোগের প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে লেকটাউন থানার পুলিশ। বিরজুর পরিবার বার বার দাবি করেছিলেন, আগে তদন্ত হোক, তার পর গ্রেপ্তার করবেন। তাতে কর্ণপাত করেনি পুলিশ। ফলস্বরূপ গত ১ মাস ধরে দমদম সেন্ট্রাল জেলে বন্দি তিনি।পরিবারের অভিযোগ, এই ঘটনার পর থেকে অপমানে মানসিক অবসাদে ভুগছিলেন বিরজু সাউয়ের ১২ বছরের মেয়ে। আজ, মঙ্গলবার স্কুলে তার শেষ পরীক্ষা ছিল। ফিরে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার এবং স্থানীয়দের দাবি, পুলিশ যতক্ষণ না পর্যন্ত ওই ঘটনার সঠিক তদন্ত করবে ততক্ষণ দেহ ছাড়া হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

Card image cap

আলু ধর্মঘট প্রত্যাহার

অবশেষে আলু ধর্মঘট প্রত্যাহার। বৃহস্পতিবার থেকেই বাজারে পৌঁছে যাবে আলু। প্রতিশ্রুতি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার আশ্বাস এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখেই ধর্মঘট তুলে নিলেন ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীর দপ্তরকে আড়ালে রেখেই হু হু করে আলু রপ্তানি হচ্ছিল ভিনরাজ্যে। যার জেরে দাম বাড়ছে এ রাজ্যের বাজারে। ফলে পকেটে টান পড়েছে মধ্যবিত্তের। রপ্তানির অভিযোগ পেতেই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন। নবান্নে সাংবাদিক বৈঠক করে আলু রপ্তানি নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেন। প্রশ্ন তোলেন, কেন তাঁকে না জানিয়ে আলু রপ্তানি হচ্ছে? তাতে রাশ টানতে দায়িত্ব দেন টাস্ক ফোর্সকে। রাজ্যের প্রয়োজন মিটিয়ে তবেই ভিনরাজ্যে রপ্তানি হবে বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। উদবৃত্ত আলু রাজ্য মিড ডে মিলের জন্য কিনে নেবে। কিন্তু ভিনরাজ্যে আলু রপ্তানিতে এই কড়াকড়ি নিয়ে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীরা। তাঁরা পালটা ধর্মঘটের ডাক দেন। সেই সংকট কাটাতে সোমবারের পর মঙ্গলবারও বৈঠকে বসেন মন্ত্রী ও ব্যবসায়ীরা। তাতেই কাটল জট।

Card image cap

কসবায় কাউন্সিলরের উপর হামলায় গ্রেপ্তার আরও ১

কসবায় কাউন্সিলরের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার স্কুটার চালক। বিহারের বৈশালী থেকে অভিযুক্ত লক্ষ্মণ শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হবে কলকাতায়। ফলে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৭। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে বসে থাকার সময় হামলা হয় কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর। বাইকে দুষ্কৃতীরা এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালানোর চেষ্টা করে। তবে শেষ মুহূর্তে বন্দুকের ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি বেরয়নি। বরাতজোরে প্রাণে রক্ষা পান ১০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর। কলকাতা পুলিশ সিট গঠন করে তদন্তে নামে। গ্রেপ্তার করা হয় অন্যতম মূল চক্রী আফরোজ খান -সহ ৬ জনকে। এবার গ্রেপ্তার স্কুটার চালক লক্ষ্মণ শর্মা। উল্লেখ্য, কসবা কাণ্ডের তদন্তে নেমে পুলিশ জানতে পারে অর্থ উপার্জনের জন্য কয়েকবছর আগে দুবাই চলে যায় আফরোজ খান। উদ্দেশ্য ছিল টাকা জমিয়ে আনন্দপুরের গুলশন কলোনিতে একটা জায়গা কেনা। টাকা জমিয়ে ওই এলাকায় ২০০০ বর্গফুটের একটা জায়গা কিনেছিল বলেই দাবি আফরোজের। কিন্তু পরবর্তিতে ঘটনাচক্রে মালিকানা নিয়ে সমস্যা দেখা দেয়। জায়গাটা হাতছাড়া হয়ে যায় আফরোজের। সেই সময় সমস্যা সমাধানের আশায় সে সুশান্ত ঘোষের দ্বারস্থ হয়। কিন্তু তাতে লাভ হয়নি। এই রাগে ফুঁসতে থাকে ধৃত। ছক কষে সুশান্তকে খুনের। 

Card image cap

কলকাতায় সনাতনী-সভা, শর্তসাপেক্ষে অনুমতি হাই কোর্টের

সীমান্তের ওপারে নিপীড়িত হিন্দুরা। প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় সভা করবে এপারের সনাতনীরা। এমনই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রানি রাসমণি অ্যাভিনিউতে এই সভা করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল সংগঠনটি। শর্তসাপেক্ষে অনুমতি মিলেছে।৫ ডিসেম্বর রানি রাসমণি অ্যাভিনিউতে সভা করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ‘খোলা হাওয়া’ নামে এক সংগঠন। সূত্রের দাবি, বিজেপি নেতা স্বপন দাসগুপ্ত ঘনিষ্ঠ এই সংগঠন। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সভার অনুমতি দেন। তবে একাধিক শর্তও চাপান। বিচারপতি জানান, শান্তিপূর্ণভাবে সভা করতে হবে। অবস্থান বিক্ষোভ, সভা বা মিছিল যাই হোক না কেন সেখান থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর বা সরকারি কর্মীদের উপর কোনওরকম হামলার ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ করা হবে।
সভা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “রোহিঙ্গায় ভরে গিয়েছে। সব স্টোর করছি। এনআইএকে দেব। আমি যদি হিন্দুর বাচ্চা হই এদের তাড়াব। আগামী পরশু রাসমণি রোডে সনাতনীদের সমাবেশ হবে।”প্রসঙ্গত, বাংলাদেশে হাসিনা সরকারের পতমনের পর থেকেই সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে। এর মধ্যেই বন্দরনগর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার উপরে গেরুয়া ধ্বজা টাঙানোর অভিযোগ উঠেছিল। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী ও ইসকন প্রবর্ত্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাশ ব্রহ্মচারীর বিরুদ্ধে। ফিরোজ খান নামে এক ব্যক্তি সকলের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। সেই অভিযোগেই গত ২৫ নভেম্বর গ্রেপ্তার করা হয় চিন্ময় প্রভুকে। ওই গ্রেপ্তারির বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ শুরু করেন বাংলাদেশের হিন্দুরা। সেই প্রতিবাদের আঁচ এপারেও পড়েছে। 

Card image cap

খাস কলকাতায় বিমার নামে প্রতারণা!

জীবন বিমার নামে প্রতারণা! মাসে-মাসে টাকার বিনিময়ে বিমার নথিও দিতেন সেই এজেন্ট। কিন্তু দুবছর পর জানা গেল প্রকৃত সত্য। খাস কলকাতায় প্রতারণার কায়দা দেখে চোখ কপালে উঠেছে লেক থানার পুলিশের।পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেক থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছিল এক দম্পতি। অভিযোগ, ১২ লক্ষ ৯০ হাজার টাকা হাতিয়েছে জীবন বিমার ‘ভুয়ো’ এজেন্ট। ২০২২ সালে লেক গার্ডেন্স এলাকার অভিজাত দম্পতির সঙ্গে আলাপ হয়েছিলেন বিমা এজেন্ট মনোরঞ্জন সর্দারের। তাঁর বাড়িও লেক এলাকায়। আলাপের পরই বিমা করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। প্রস্তাবে রাজিও হয়ে যায় দম্পতি। সেই মতো মাসে মাসে টাকা দিতে শুরু করেন তাঁরা। পরিবর্তে নথিও দিতেন মনোরঞ্জন।সম্প্রতি আর্থিক অনটনে পড়ে ওই দম্পতি। পরিস্থিতি সামাল দিতে বিমার টাকা তুলে নেওয়ার পরিকল্পনা করেন। সেই মতো এজেন্টের দেওয়া কাগজপত্র নিলে বিমা অফিসে হাজির হন। সেখানেই মাথায় হাত পড়ে দম্পতির। জানতে পারেন, তাঁদের নামে কোনও বিমাই হয়নি। জমা পড়েনি কোনও টাকা। যে নথি দেওয়া হয়েছিল তাঁদের তাও পুরোপুরি জাল। এর পরই থানায় অভিযোগ দায়ের করেন। সেই মতো মঙ্গলবার মনোরঞ্জনকে গ্রেপ্তার করে পুলিশ। চলছে জেরা। পুলিশের প্রাথমিক ধারণা, শুধু লেক এলাকার দম্পতি নন, একইভাবে একাধিক ব্যক্তিকে প্রতারণা করেছেন ওই এজেন্ট। মোটা অঙ্কের টাকা হাতিয়ে পালিয়ে যাওয়ার ছক ছিল। এই অপরাধের সঙ্গে কোনও চক্রের যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Card image cap

মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের

 আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে কর্ম বিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ইতিমধ্যেই রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। যার জেরে সীমান্তে গিয়ে আটকে যাচ্ছে আলু বোঝাই ট্রাক। এরই পালটা মঙ্গলবার থেকে রাজ্যে আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিল ব্যবসায়ী সমিতি।পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় এদিন জানান, “ভিন রাজ্যে আলু পাঠাবার ক্ষেত্রে ব্যবসায়ীদের আলু বোঝাই গাড়ি সোমবারের মধ্যে ছাড়া না হলে মঙ্গলবার থেকে আলু ব্যবসায়ীরা কর্মবিরতিতে সামিলে হবেন।” আলু ব্যবসায়ীদের অভিযোগ, ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ রাখা হয়েছে। সমস্ত বর্ডারে আলুর ট্রাক আটকে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ গাড়ি আটকে চালককে কেস দিয়ে চালান করে দিচ্ছে। এর প্রতিবাদে মঙ্গলবার থেকে আমরা কর্মবিরতিতে যাবো। বাজারে আলু সরবরাহের কাজ ব্যবসায়ীরা বন্ধ রাখবে। সোমবার রাত থেকে রাজ্যের কোন হিমঘর থেকে কোন আলু নামানো হবে না। বলার অপেক্ষা রাখে না এই ধর্মঘট বাস্তবায়িত হলে রাজ্যে যেমন আলুর সংকট প্রবল আকার নেবে, তেমনি লাফিয়ে বাড়বে দাম।উল্লেখ্য, রাজ্যে আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই গত ২৩শে নভেম্বর কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সেখানে ঠিক হয় ২৬ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা। কিন্তু তারপরেও ব্যবসায়ীরা প্রায় ৪০ টাকার দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন দাম।আলু ব্যবসায়ীদের অভিযোগ, হিমঘর থেকে বেরলেও আলু রফতানি করা যাচ্ছে না। তাই আলু পচে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকী সীমান্তে পাঠানো আলুবোঝাই ট্রাক আটকে দেওয়ায় লোকসানের মুখে পড়তে হচ্ছে তাঁদের। যার জেরেই ধর্মঘটের হঁশিয়ারি দিলেন আলু ব্যবসায়ীরা। প্রসঙ্গত, গত অগস্ট মাসেও আলু ব্যবসায়ীরা ধর্মঘট ডেকেছিলেন। তার জেরে আলুর সঙ্কট দেখা দিয়েছিল। দামও বেড়েছিল আকাশছোঁয়া।

Card image cap

নদিয়ার এজেন্টের সাহায্যেই এদেশে অনুপ্রবেশ পার্কস্ট্রিটে ধৃত বাংলাদেশির

কলকাতা থেকে বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারির ঘটনায় প্রকাশ্যে নয়া তথ্য। নদিয়ার এক এজেন্টের মাধ্যমেই নাকি এদেশের পরিচয় পরিচয়পত্র বানিয়েছিলেন ধৃত রবি শর্মা ওরফে সেলিম। কে সেই ব্যক্তি? খোঁজে তদন্তকারীরা। এদিকে গত পাঁচবছরে নদিয়া জেলা থেকে অনুপ্রবেশের অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের নথি তলব করল কলকাতা পুলিশ।বাংলাদেশে অশান্তির আঁচ পড়েছে কলকাতায়। এই পরিস্থিতিতে শনিবার কলকাতা থেকে গ্রেপ্তার হন বাংলাদেশি নাগরিক। জানা যায়, সেলিম মাতব্বর নাম ভাঁড়িয়ে হয়েছিলেন রবি শর্মা। এদেশের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কলকাতার হোটেলে কাজ নিয়েছিলেন। এর পর তদন্ত শুরু করে একাধিক চাঞ্চল্যকর তথ্য় পায় কলকাতা পুলিশ। জানা যায়, বাংলাদেশ থেকে নদিয়ার এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন যুবক। তার হাত ধরেই পান এদেশের সচিত্র পরিচয় পত্র। নামবদলে হয়ে যান রবি শর্মা।এর পরই নদিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। জানা গিয়েছে, শেষ পাঁচ বছরে নদিয়া জেলায় অনুপ্রবেশ সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। কোথায় জাল নথি তৈরি হয়, সম্প্রতি এমন কেউ বা কারা গ্রেপ্তার হয়েছে কি না তা জানতে চাওয়া হয়েছে। এদিকে ধৃত যুবক যা বলছে, তা আদৌ কতটা সঠিক, তা নিয়ে ধন্দে পুলিশ আধিকারিকরাই। উল্লেখ্য, জানা গিয়েছে, ধৃত যুবক নাকি কলকাতায় আসা বাংলাদেশি নাগরিকদের থাকার ব্যবস্থা করতেন।