CATEGORY state:

Card image cap

বৃহস্পতিবার হাজিরার নির্দেশ সুজয়কৃষ্ণকে

ফের সুজয়কৃষ্ণ ভদ্রকে সশরীরে হাজিরা দিতে নির্দেশ আদালতের। তাঁকে ৫ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সশরীরে হাজির করানোর নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশালের বিশেষ সিবিআই আদালত। সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ দেন বিচারক।প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে নিতে মরিয়া সিবিআই। এর আগেও একাধিকবার সুজয়কৃষ্ণকে প্রেসিডেন্সি জেল থেকে আদালতে হাজির করানো নির্দেশ দেন বিচারক। কিন্তু অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি। এই ব্যাপারে প্রেসিডেন্সি জেলের পক্ষ থেকে আদালতকে তার স্বাস্থ্য সম্পর্কিত রিপোর্টও দেওয়া হয়। শুক্রবারই আদালতের তরফে বলা হয়েছিল, সিবিআই চাইলে সুজয়কৃষ্ণকে হেফাজতে নেওয়ার জন্য নতুন করে আবেদন করতে পারে। যার জেরে শনিবার ফের আদালতের দ্বারস্থ হয় সিবিআই।এই মর্মে সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়, তদন্তের স্বার্থে হেফাজতে প্রয়োজন সুজয়কে। মামলার শুনানিতে এদিন বিশেষ সিবিআই আদালত নতুন করে হাজিরার জন্য পরোয়ানা জারি করেছে বলে সূত্রের দাবি। আদালতের নির্দেশ, ৫ ডিসেম্বর জেল থেকে সশরীরে সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতে হাজির করতে হবে। প্রয়োজনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় জেলবন্দি সুজয়কৃষ্ণ ভদ্রকে তদন্তের খাতিরে নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই।ইডির হাতে গ্রেফতার হয়ে সুজয়কৃষ্ণ এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন। জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সুজয়কৃষ্ণ অসুস্থ। সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে পারেন মনে করে বুধবার কলকাতা হাই কোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন সুজয়। আসলে সিবিআই সুজয়কৃষ্ণকে ‘শোন অ্যারেস্ট’ দেখাতে চাইছে। তবে সশরীরে না এলে কাউকে হেফাজতে নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। এর পর সিবিআই জানায়, তাঁরা সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। তাতেও বাধা হয়ে দাঁড়ায় শোন অ্যারেস্ট। এই অবস্থায় ৫ ডিসেম্বর সুজয়কৃষ্ণের হাজিরার অপেক্ষায় কেন্দ্রীয় এজেন্সি।

Card image cap

সেতু ভেঙে খাদে পড়ল যাত্রীবাহী বাস

পাহাড়ি পথে ফের বড়সড় দুর্ঘটনা।  শনিবার শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে রংপোর কাছে খাদে উলটে পড়ে গেল যাত্রীবাহী বাস।  অটল সেতু ভেঙে দুর্ঘটনা ঘটেছে। অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে দ্রুত রংপো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁরা চিকিৎসাধীন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। প্রাথমিক অনুমান, বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছে।  বাসে ২০ জনের বেশি যাত্রী ছিলেন প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁদের সকলের অবস্থা কমবেশি সংকটজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটি বাস যাচ্ছিল সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশে। রংপোর কাছে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পাশে খরস্রোতা তিস্তা নদী। পাহাড়ের চড়াই-উতরাই পথে বড়সড় দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় কালিম্পং থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। পরে সাহায্যের হাত বাড়ায় সিকিম পুলিশও। দুর্গম এলাকা হওয়ায় খাদে পড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করতে যথেষ্ট প্রতিকূলতার মুখে পড়তে হয় উদ্ধারকারীদের। একে একে সবাইকে উদ্ধার করে দ্রুত রংপোর হাসপাতালে পাঠানো হয়। এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে এই সংখ্য়া আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।  দুর্ঘটনা নিয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালসুব্রহ্মণ্যম টি জানিয়েছেন, ‘‘রংপোয় একটা দুর্ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বাস উলটে খাদে পড়ে গিয়েছে। খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করেছি আমরা। আহত হয়েছেন ২০ জনের বেশি। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা যাচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখছি।’’ 

Card image cap

কুয়াশায় বাতিল একাধিক মেল-এক্সপ্রেস ট্রেন

সপ্তাহান্তে ফের বাতিল লোকাল ট্রেন। আজ শনিবার থেকে টানা তিন দিন অর্থাৎ সোমবার পর্যন্ত হাওড়া ডিভিশনে বন্ধ থাকছে বেশ কিছু লোকাল। পাশাপাশি কুয়াশার জেরে বাতিল একাধিক মেল-এক্সপ্রেসও। বিবৃতি দিয়ে রেল জানিয়েছে, ঘন কুয়াশা জেরে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বাতিল হয়েছে হাওড়া-দেহরাদুন উপাসনা এক্সপ্রেস (১২৩২৭ ), দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস (১২৩২৮), ঝাঁসি-কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৮), কলকাতা-ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৭), কামাক্ষা-গয়া উইকলি এক্সপ্রেস (১৫৬২০) , গয়া-কামাক্ষা উইকলি এক্সপ্রেস (১৫৬১৯), নিউ দিল্লি-মালদা টাউন এক্সপ্রেস (১৪০০৪), মালদা টাউন-নিউ দিল্লি (১৪০০৩)। আংশিকভাবে বন্ধ থাকবে মথুরা-হাওড়া চম্বল এক্সপ্রেস (১২১৭৮) ও হাওড়া চম্বল-মথুরা এক্সপ্রেস (১২১৭৭)। ৩ ডিসেম্বর থেকে বেশ আগামী কয়েকদিন এই ট্রেনগুলো চলবে না। এদিকে, লাইন মেরামত ও রেল সেতুর সংস্কারের জন্য শনিবার থেকে হাওড়া শাখার তিনটি রুটে বেশ কিছু লোকাল বাতিল করা হয়েছে। আজ থেকে সোমবার পর্যন্ত কাটোয়া, তারকেশ্বর ও কৃষ্ণনগর-লালগোলা মোট তিনটি রুটের একাধিক ট্রেন বন্ধ থাকবে। তালিকায় রয়েছে, হাওড়া থেকে তারকেশ্বর রুটে- ৩৭৩৪৯, ৩৭৩৫১ এবং তারকেশ্বর থেকে হাওড়া রুটে ৩৭৩৫৪ ট্রেনটি। একইভাবে আগামীকাল রবিবার হাওড়া-তারকেশ্বর ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫ এবং ৩৭৩১৭, শেওড়াফুলি-তারকেশ্বর ৩৭৪১১, ৩৭৪১৫, হাওড়া-আরামবাগ ৩৭৩৫৯, হাওড়া-গোঘাট ৩৭৩৭১, ডাউনে তারকেশ্বর-হাওড়া ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, তারকেশ্বর-শেওড়াফুলি ৩৭৪১২, ৩৭৪১৬, আরামবাগ-হাওড়া ৩৭৩৬০, গোঘাট-হাওড়া ৩৭৩৭২ ট্রেনগুলো বাতিল করা হয়েছে।কাটোয়া রুটে বন্ধ থাকছে ০৩০৬১, ০৩০৯৫, ০৩০৯৯ এবং আজিমগঞ্জ থেকে- ০৩০৯৬, ০৩০৬২, আহমদপুর থেকে- ০৩১০০ ট্রেন। রেল সূত্রে খবর, সাবওয়ে তৈরির কাজ হবে কৃষ্ণনগর-লালগোলা সেকশনেও। এর জেরে আপ ও ডাউন লাইনে  বাতিল হয়েছে কলকাতা-লালগোলা (০৩১৯৩, ০৩১৯৪) মেমু প্যাসেঞ্জার এবং কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ (০৩০১৯, ০৩০২০) প্যাসেঞ্জার স্পেশাল। এছাড়াও তিনটি রুটে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সময়সূচিতেও বদল আনা হয়েছে কয়েকটি ট্রেনের। ফলে ফের দুর্ভোগে পড়বেন যাত্রীরা।  

Card image cap

ডেঙ্গুর নয়া উপসর্গ বাড়াচ্ছে চিন্তা

শীতের মরশুমে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে এবার উপসর্গ শুধু জ্বর নয়। দেখা দিচ্ছে শ্বাসকষ্ট-সহ একাধিক নয়া সমস্যা। যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে আক্রান্তদের ফুসফুস। ফলে চিন্তা বাড়ছে চিকিৎসকদের। এ মরশুমে ডেঙ্গুর উপসর্গ কী কী?১. কাঁপুনি দিয়ে জ্বর।
২. শ্বাসকষ্ট। কমছে অক্সিজেনের মাত্রা।
৩.কমছে রক্তচাপ।
৪.তলপেটে ব্যথা, বমি, ডায়েরিয়া
৫.দুর্বলতা
এতদিন ডেঙ্গুর উপসর্গ বলতে ছিল, কাঁপুনি দিয়ে জ্বর, হাত-পা ব্যথা, বমি। এ মরশুমে ডেঙ্গু আক্রান্তদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে শ্বাসকষ্ট। কারও কারও ক্ষেত্রে সমস্যা  মারাত্মক আকার নিচ্ছে। করোনা আক্রান্তদের মধ্যে সাধারণ উপসর্গই ছিল শ্বাসকষ্ট। কোভিড মারাত্মকভাবে ক্ষতি করছিল আক্রান্তদের ফুসফুস। করোনা মুক্তির পরও আক্রান্তদের বহু সমস্যা রয়ে গিয়েছে। ডেঙ্গুতেও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকরাও রীতিমতো ভীত। মনে পড়ে যাচ্ছে করোনার ভয়াবহতা।উল্লেখ্য, ডেঙ্গুর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বেড়ে চলেছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যভবনের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে পাঠানো রিপোর্ট বলছে, চলতি বছরের অগাস্ট পর্যন্ত রাজ্যে প্লাসমোডিয়াম ভাইভাক্স ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৯১১৬ জন। প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত ২১২৩ জন। মৃত্যু হয়েছে পাঁচজনের। আগস্টের পর বেড়েছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি রাজ্যের আটটি জেলার ৩১ টি ব্লক। জেলাগুলি হল, আলিপুরদুয়ার, বাঁকুড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বিষ্ণুপুর স্বাস্থ্যজেলা।

Card image cap

কলকাতায় বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের বিরোধিতা ফিরহাদের

ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল। তবে এই সিদ্ধান্তের সমর্থন করলেন না মেয়র ফিরহাদ হাকিম। এদিন পুরসভায় তিনি বললেন, “বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রবল আপত্তি আছে। কিন্তু বাংলাদেশের কোনও মানুষ অসুস্থ হলে তাকে সুস্থ করব না? চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের ধর্ম তাকে সুস্থ করা।”বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, ভারতের জাতীয় পতাকার অবমাননায় ফুঁসে উঠেছে বাংলা। সম্প্রতি প্রসূতি ও স্ত্রীরোগ তথা বন্ধ্যত্বরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা সোশাল মিডিয়া পোস্টে লেখেন, ‘বিইউইটি-র প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা! চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার। আশা রাখব দুই দেশের সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্যরাও তাই করবেন।’এর পর মানিকতলার জেএন রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার সিদ্ধান্ত নেন। এদিন পুরসভা থেকে এই প্রসঙ্গে মুখ খুললেন ফিরহাদ হাকিম।উত্তর কলকাতার হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “কোনও হাসপাতাল ব্যক্তিগতভাবে বন্ধ করতে পারে বাংলাদেশি নাগরিকদের পরিষেবা দেওয়া। বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রবল আপত্তি আছে। কিন্তু বাংলাদেশের কোনও মানুষ অসুস্থ হলে তাঁকে আমরা সুস্থ করব না? চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের ধর্ম রোগীকে সুস্থ করা। যদি চিকিৎসা না হয়, এটা আমাদের মানবিকতা বিরোধী, এটা ঠিক নয়।” তিনি আরও বলেন, “কেন্দ্র সরকার যদি ভিসা দেয় তাহলে সে চিকিৎসা করাতে পারবেন। কোনও সমস্যা হচ্ছে বলে আমার জানা নেই।” উল্লেখ্য, বাংলাদেশ কাণ্ডের জেরে পর্যটক ভিসা বন্ধ থাকলেও মেডিক্যাল ভিসা দেওয়া হচ্ছে।

Card image cap

ঘূর্ণিঝড়ের রূপ নিল না নিম্নচাপ!

ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাবে শুক্রবার বৃষ্টির আশঙ্কায় ছিলেন রাজ্যবাসী। কিন্তু এখনও ঘূর্ণিঝড়ের রূপ নিল না নিম্নচাপ। বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান অতি গভীর এই নিম্নচাপের। তবে এর প্রভাবে রাজ্যে বেড়েছে তাপমাত্রা। হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলোতে। আগামিকাল অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। একধাক্কায় কলকাতার তাপমাত্রা বাড়ল তিন ডিগ্রি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফের নামতে পারে পারদ।হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পণ্ডিচেরি থেকে ৪১০ কিলোমিটার দূরে এর অবস্থান করছে। এখনও রূপ নেয়নি ঘূর্ণিঝড়ের। শনিবার প্রবেশ করতে পারে স্থলভাগের দিকে। এদিকে নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরবঙ্গের উপর তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে উপকূলের জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামিকাল অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বাড়ছে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় একইরকম থাকবে আবহাওয়া। পশ্চিমের জেলাগুলোতে শীতের আমেজ থাকবে। সকালের দিকে কুয়াশার চাদরে মুড়বে পথঘাট।সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা থাকবে দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলায়। জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর ও মালদহে কুয়াশার সম্ভাবনা। তবে আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। উল্লেখ্য, তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকালে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কবার্তা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশে।

Card image cap

তৃণমূল নেতার ঘরে উদ্ধার পরমাণু চুল্লির রাসায়নিক

নকশালবাড়ির তৃণমূল নেতা বলে পরিচিত এক বনকর্মীর বাড়ি থেকে উদ্ধার হল তেজস্ক্রিয় রাসায়নিক। শুধু রাসায়নিক নয়, পাওয়া গিয়েছে ডিআরডিওর নথিও। কী করে এই পদার্থ ওই কর্মীর হাতে এল? পিছনে কি দেশবিরোধী কোনও শক্তির মদত রয়েছে? ঘটনার সঙ্গে কি আইএসআই যুক্ত? উঠছে একাধিক প্রশ্ন।জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত কর্মী ফ্রান্সিস এক্কার বাড়িতে অভিযান চালায় এনআইএ ও দার্জিলিং পুলিশের যৌথ দল। তল্লাশিতে চক্ষু চড়কগাছ হয়ে যায় আধিকারিকদের! দেখা যায়, ওই নেতার বাড়িতে মজুত করে রাখা হয়েছে অত্যন্ত তেজস্ক্রিয় মৌল। যা কি না পারমাণবিক চুল্লির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই রাসায়নিকের ব্যবহারও গোপনভাবে হয় বলে খবর।সেই তেজস্ক্রিয় পদার্থ একজন সাধারণ মানুষের কাছে কী করে এল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফ্রান্সিস কি কোনও বিদেশি চক্রের সঙ্গে জড়িত? পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে দেশে বসে বড় নাশকতার ছক কষছিল সে? ডিআরডিওর নথি পাওয়ায় প্রশ্ন উঠছে তা কি দেশ বিরোধী শক্তির হাতে তুলে দেওয়া হয়েছে? ঘনাচ্ছে রহস্য। অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।

Card image cap

মেট্রোয় আত্মহত্যা রুখতে আবেগ উসকে ফ্লেক্স কর্তৃপক্ষের

মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রায়ই ঘটে থাকে। পরিস্থিতি মোকাবিলায় আগেই কালীঘাট মেট্রো স্টেশনে ব্যারিকেডও বসানো হয়েছে। এবার আত্মহত্যার ঘটনা রুখতে অভিনব উদ্যোগ নিল কর্তৃপক্ষ।বিষয়টা ঠিক কী? গিরিশ পার্ক, কালীঘাট-সহ একাধিক মেট্রো স্টেশনে লাগানো হয়েছে ফ্লেক্স। কোনটিতে লেখা, ‘জীবন একটা যাত্রা। আগেভাগে জীবন শেষ করে দেবেন না।’ কোনও ফ্লেক্সে আবার মনে করিয়ে দেওয়া হয়েছে, পরিবার অপেক্ষায় রয়েছে। উদ্দেশ্য একটাই, যাতে ভুল সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে চোখে পড়ে এই ফ্লেক্স। কিন্তু এই উদ্যোগ কি আদৌ ফলপ্রসূ হবে? সেই প্রশ্ন তুলছেন আমজনতাই।উল্লেখ্য, মেট্রোয় আত্মহত্য়ার ঘটনা একদমই নতুন নয়। মাঝে মধ্যেই শোনা যায় মেট্রোর লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনা। বরাতজোড়ে কেউ কেউ প্রাণে বাঁচলেও মৃত্যুর ঘটনাও ঘটে। এতে প্রাণহানির পাশাপাশি আরও বহু মানুষ সমস্যায় পড়েন। কারণ মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। তা স্বাভাবিক করতে বেগ পেতে হয় কর্তৃপক্ষকে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও মেট্রোর তরফে একাধিকবার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। তবে এই ফ্লেক্সে কমবে হবে মেট্রোয় আত্মহত্যার প্রবণতা, আশাবাদী কর্তৃপক্ষ। 

Card image cap

ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া

 রাজ্যে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া সংক্রমণও। পরিস্থিতি মোকাবিলায় এবার ৮ কোটি টাকার বিশেষ মশারি কিনছে স্বাস্থ্যভবন।স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, ডেঙ্গুর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বেড়ে চলেছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যভবনের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে পাঠানো রিপোর্ট বলছে, চলতি বছরের অগাস্ট পর্যন্ত রাজ্যে প্লাসমোডিয়াম ভাইভাক্স ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৯১১৬ জন। প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত ২১২৩ জন। মৃত্যু হয়েছে পাঁচজনের। আগস্টের পর বেড়েছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি রাজ্যের আটটি জেলার ৩১ টি ব্লক। জেলাগুলি হল, আলিপুরদুয়ার, বাঁকুড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বিষ্ণুপুর স্বাস্থ্যজেলা।পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্প, ওষুধপত্রের পাশাপাশি মশারি কেনার সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন। জানা গিয়েছে, ৮ কোটি টাকা খরচ করে ম্যালেরিয়া উপদ্রুত এলাকার মানুষজনের জন্য মশা মারার রাসায়নিক দেওয়া বিশেষ ধরনের ২ লক্ষ মশারি কেনা হচ্ছে। ম্যালেরিয়া পরিস্থিতি বিচার করে সবথেকে বেশি মশারি পাঠানো হচ্ছে পুরুলিয়ার বাঘমুণ্ডি, বলরামপুরের বান্দোয়ান, আরসা এবং ঝালদা ১ নম্বর ব্লক, ঝাড়গ্রামের বিনপুর ২, মালদহের ইংরেজবাজার, মুর্শিদাবাদের বহরমপুর, সামশেরগঞ্জ, লালগোলা ব্লকে।

Card image cap

আদালতে গৃহীত হল না আর জি কর দুর্নীতি মামলার চার্জশিট

মেলেনি সরকারি অনুমোদন। আদালতে গৃহীত হল না আর জি কর দুর্নীতির চার্জশিট। শুক্রবার আলিপুর আদালতে সন্দীপ রায়-সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। তা জমা পড়লেও গৃহীত হয়নি।কেন আদালত গ্রহণ করল না চার্জশিট? জানা গিয়েছে, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে গেলে সরকারের অনুমোদন মেলেনি। আর্থিক দুর্নীতির মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ সরকারি কর্মচারী ও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত আশিস পাণ্ডে সরকারি চিকিৎসক। সেক্ষেত্রে দুজনের বিরুদ্ধে চার্জশিট পেশের আগে দরকার সরকারি অনুমোদন। সেই ছাড়পত্র না নিয়েই আদালতে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে তা জমা হলেও গৃহীত হল না।আর জি করের চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণ কাণ্ডের পর হাসপাতালে আর্থিক দুর্নীতির তথ্য সামনে আসে। ২৩ আগস্ট হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সিবিআই তদন্তের নির্দেশ দেন। তদন্তে উঠে আসে একের পর এক আর্থিক বেনিয়মের তথ্য। ২ সেপ্টেম্বর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে গ্রেপ্তার করে সিবিআই। সেই দিন একই মামলায় সন্দীপের সঙ্গে বিপ্লব সিং, সুমন হাজরা, আফসার আলিকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদের মধ্যে আফসার, সন্দীপের নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন বলে জানা যায়। তদন্ত এগোনোর পর অক্টোবর মাসের শুরুর দিকে আশিস পাণ্ডে নামে একজনকে গ্রেপ্তার করে সিবিআই। তিনি সন্দীপের ঘনিষ্ঠ বলে পরিচিত। আশিসের বিরুদ্ধে ‘থেট্র কালচারে’র অভিযোগ তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা।ধৃতদের বিরুদ্ধে হাসপাতালে টেন্ডার দুর্নীতি, মেডিক্যাল বর্জ্য নিয়ে আর্থিক অনিয়ম, হাসপাতালের মর্গেও একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। তদন্তের পর পাঁচজন অভিযুক্ত ও তিনটি সংস্থার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই। তবে তা গ্রহণ করা হয়নি।  

Card image cap

তৃণমূল-বিজেপি সংঘর্ষে তপ্ত বাসন্তী

তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। কাঠগড়ায় বিজেপির পঞ্চায়েত সদস্য। বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের ওই নেতার বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে আটক করেছে পুলিশ। উত্তর মোকামডিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতা অশোক প্রধানের বাড়ি লক্ষ্য করে কেউ বা কারা দুটি বোমা ছোড়ে বলে অভিযোগ। একটি বোমা ফাটে। অন্যটি বাড়ির পাশেই পড়েছিল বলে জানা গিয়েছে। বোমাবাজির ঘটনায় তাঁর বাড়ির সংলগ্ন একটি দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানলা, দরজা ভেঙে গিয়েছে। অ্যাসবেসটসের ছাউনি উড়ে গিয়েছে। আতঙ্কে রয়েছেন পরিবারের লোকেরা। আগেও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই তৃণমূল নেতাকে মারধর করেছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, “রাতের অন্ধকারে বিজেপির একদল দুষ্কৃতী অশোক প্রধানের বাড়িতে বোমাবাজি করে। ঘটনায় তাঁর বাড়ি ও দোকানের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগেও তিন থেকে চারবার বিজেপির দুষ্কৃতীরা অশোকের উপর হামলা চালায়। পুলিশ খবর পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।” তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ নেতাদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Card image cap

তাল কাটল শীতের আমেজে

বঙ্গ শীতের আমেজে হঠাৎ ছন্দপতন! কলকাতা-সহ একাধিক জেলায় বাড়ল তাপমাত্রা। শীতের ঝোড়ো ইনিংসের পথে নতুন বাধা হতে চলেছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’! এমনই ইঙ্গিত হাওয়া অফিসের পূর্বাভাসে। জানা যাচ্ছে, খুব কম শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে এই ফেনজল। শনিবার নাগাদ তা স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। তার প্রভাবে সামান্য বৃষ্টি হবে কোথাও কোথাও। তা উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা। এদিকে, বৃহস্পতিবার তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, খুব কম শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপটি। শুক্রবার ভোরের মধ্যে অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে তা। এর নাম দেওয়া হয়েছে ‘ফেনজল’। নামকরণ সৌদি আরবের। বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে আরও শক্তি সঞ্চয় করছে। এই মুহূর্তে পন্ডিচেরি থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে তার অবস্থান। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। আপাতত শ্রীলঙ্কা উপকূল এড়িয়ে এর অভিমুখ তামিলনাড়ু উপকূলের দিকে বলে জানা যাচ্ছে। শনিবার এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। শ্রীলঙ্কা ও অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায়। উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ। শীতের আমেজে কিছুটা বাধা পড়েছে। নভেম্বরের শেষ কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সামগ্রিকভাবে মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গে আগামী ২ থেকে ৩ দিনে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। শীতের আমি যে বাধা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও বীরভূম জেলায়।কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। মনোরম আবহাওয়া। নভেম্বরের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা। সামান্য বেড়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী শনিবার পর্যন্ত ক্রমশ তাপমাত্রা বাড়তে পারে। আগামী ৩ দিনে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। রাতের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা কমতে পারে নভেম্বরের শেষে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯৫ শতাংশ।

Card image cap

কলকাতার রাস্তায় হুঙ্কার সনাতনীদের

সনাতন হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতনের ঘটনায় উত্তাল বাংলাদেশ। তার রেশ আছড়ে পড়েছে এপার বাংলাতেও। প্রতিবাদে গর্জে উঠেছে শহর কলকাতা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা প্রত্যাহার ও তাঁকে নিঃশর্তে মুক্তির দাবিতে পথে নামল হিন্দু সমাজ। এদিন শিয়ালদহে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে প্রতিবাদী মিছিল হয়। শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস পর্যন্ত মিছিলে অংশ নিলেন বহু সাধারণ মানুষ।  হাতে ধরা পোস্টারে গর্জন – ‘এক চিন্ময় কারাগারে, লক্ষ চিন্ময় ঘরে ঘরে’। কোনও পোস্টারে লেখা – ‘হিন্দু হিন্দু ভাই ভাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই’। এই ইস্যুতে আবার কেউ কেউ বাংলাদেশি বস্ত্র বর্জনের ডাক দেওয়া হয়েছে। তবে হাই কমিশনের অফিসের সামনে পুলিশের বাধায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে ধুন্ধুমার বাঁধে পুলিশের। এদিন প্রতিবাদে নেমেছে কলকাতার ইসকন কর্তৃপক্ষও। বৃহস্পতিবার বিকেলে আলবার্ট রোডে কীর্তনের মধ্যে দিয়ে প্রতিবাদ জানাতে চলেছেন ভক্তরা। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস এদিন বাংলাদেশের পুলিশ ও সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগ। ইসকন ভক্তরা আতঙ্কিত। তাঁদের বেছে বেছে তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সেনা।চিন্ময় প্রভুর গ্রেপ্তারি ও রাষ্ট্রদ্রোহ মামলার পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের প্রতিবাদ জোরাল হতেই  ইসকনকে নিষিদ্ধের আবেদন জানায় ইউনুস সরকার। কিন্তু বৃহস্পতিবার আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়। এখনই ইসকনের কার্যকলাপে হস্তক্ষেপ করবে না বলে সাফ জানায় হাই কোর্ট। তাতে কিছুটা স্বস্তির পরিবেশ ফিরলেও চরম আতঙ্কিত সেখানকার ভক্তরা। কলকাতা ইসকন কর্তৃপক্ষের তরফে এনিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তাঁর কথায়, ”বাংলাদেশে ইসকন ভক্তরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাঁদের বেছে বেছে তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনা ও পুলিশ। পরিস্থিতি খুব খারাপ।” চিন্ময় প্রভুর পর সেখানে গ্রেপ্তার করা হয়েছে আরও এক সন্ন্যাসী স্বরূপ দাশকে।  তাতে যেন আগুনে ঘি পড়েছে।   

Card image cap

আরও বিপাকে প্রসন্ন রায়

আরও বিপাকে প্রসন্ন রায়। এবার এসএসসি’র অন্য একটি মামলায় ইডি গ্রেপ্তার করল তাঁকে। মোট ৯৮ টি কোম্পানি থেকে ১৫০ টি অ্যাকাউন্টে তাঁর লেনদেনের হদিশ মিলেছে বলে দাবি ইডির।প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন মিডলম্যান প্রসন্ন রায়। পরবর্তীতে এসএসসি মামলাতে তাঁকে গ্রেপ্তার করে ইডি। বৃহস্পতিবার আদালতে তোলা হয় তাঁকে। সেখানেই এসএসসি’র অন্য একটি মামলায় প্রসন্ন রায়কে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় ইডি। অনুমতি মিলতেই তাঁকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগেই এসএসসি মামলায় প্রসন্ন ও তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ মিডলম্যান প্রসন্ন রায়। তাঁর গ্রেপ্তারির পর থেকে একের পর এক সম্পত্তির খোঁজ পাওয়া যায়। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। এর পর গত ফেব্রুয়ারিতে এসএসসি মামলায় গ্রেপ্তার করে ইডি। এবার ফের এসএসসি’র অন্য মামলায় ইডির জালে প্রসন্ন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, হাওড়ার গাদিয়াড়ার পাশাপাশি সুন্দরবনেও প্রায় ৫০ কোটি টাকার দু’টি হোটেলের মালিক প্রসন্ন। দ্বিতীয় বিয়ের পর স্ত্রী নীলিমাকে বিলাসবহুল দুটি হোটেল উপহার দিয়েছিলেন। শুধু তাই নয়, সুন্দরবনে পর্যটন ব‌্যবসা পোক্ত করার জন‌্য তিনটি বিলাসবহুল জলযানও কিনেছিলেন। তদন্তকারীদের দাবি, নিয়োগের জন্য নেওয়া ঘুষের টাকায় একের পর এক সম্পত্তি কেনা হয়েছিল।

Card image cap

নভেম্বরেও বৃষ্টির আশঙ্কা এই জেলায়

নভেম্বর শেষের পথে। এখনও জাঁকিয়ে শীতের দেখা তো মেলেনিই, উলটে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ অর্থাৎ বুধবার অতি গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় ফেনজলে। যার প্রভাবে বৃষ্টির আশঙ্কা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলায়। উপকূল ও সংলগ্ন জেলায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে।হাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত। পণ্ডিচেরি থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে তার অবস্থান। শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ আজই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আপাতত শ্রীলঙ্কা উপকূল এড়িয়ে এর অভিমুখ তামিলনাড়ু উপকূল। শনিবার এটি স্থলভাগ এই প্রবেশ করতে পারে। এর প্রভাবে শীতের আমেজে বাধা পড়ার আশঙ্কা।জানা গিয়েছে, সপ্তাহের শুরুতে শীতের আমেজ থাকলেও সপ্তাহান্তে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলায়। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলায়। ২৯ নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। ৩০ শে নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ১ ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।হাওয়া অফিস সূত্রে খবর, সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায়। জলপাইগুড়ি ও মালদহেও কুয়াশার সম্ভাবনা। তবে আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।

Card image cap

নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

লালগোলায় এক কিশোরের রহস্যমৃত্যু ঘিরে ছড়াল চাঞ্চল্য। বুধবার সকালে ঝোপ থেকে উদ্ধার হয় তার দেহ। পরিবারের দাবি, ছেলেকে খুন করে দেহ লোপাট করে দেওয়ার চেষ্টা হয়েছে। তবে এনিয়ে পুলিশে অভিযোগ দায়ের না হওয়ায় খুনের মামলা রুজু হয়নি। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরে নাম সুরজিৎ দাস। বয়স ১১ বছর। সাগিয়া জগন্নাথপুর এলাকার বাসিন্দা সুরজিৎ পঞ্চম শ্রেণির পড়ুয়া। অন্যান্যদিনের মতো মঙ্গলবারও স্কুল থেকে ফিরে ছোট ভাইকে সঙ্গে নিয়ে খেলতে যায় সে। সন্ধ্যায় ভাই ফিরে আসলেও সুরজিৎ বাড়ি ফেরেনি। সে বাবা-মাকে জানায়, দাদা জঙ্গলের দিকে গিয়েছিল। অন্ধকার নেমে এলেও সুরজিৎ ফিরে না আসায় বাবা বিশ্বজিৎ দাস ও মা সাবিত্রী উদ্বিগ্ন হয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়দের ছেলের কথা জিজ্ঞাসা করলে কেউ কিছু বলতে পারেননি। বাড়ির পাশের পুকুরেও খোঁজা হয় সুরজিৎকে। কিন্তু রাত পর্যন্ত কোনও হদিশ না মেলায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার।বুধবার সকালে বাড়ির অদূরে পুকুর ধারের ঝোপ থেকে উদ্ধার হয় সুরজিতের ক্ষতবিক্ষত দেহ। পরিবারের দাবি, তার দেহে একাধিক ক্ষত রয়েছে। গালে বিড়ির ছ্যাঁকার দাগও মিলেছে। মৃতের বাবা বিশ্বজিৎ দাসের কথায়, “আমার ছেলেকে কেউ বিকেলের পরে ডেকে নিয়ে গিয়ে চরম শারীরিক নির্যাতন করে খুন করেছে।” ছেলের দেহ উদ্ধারের পর থেকে বার বার সংজ্ঞা হারাচ্ছেন তার মা। তিনি বলেন, “আমার বড় ছেলে একটু চঞ্চল প্রকৃতির। সেই জন্য ছোট ছেলে সবসময় ওর সঙ্গে থাকত। মঙ্গলবার খেলতে বেরনোর পর ছোট ছেলে বলেছিল, দাদা জঙ্গলের দিকে যাচ্ছে। কিন্তু তার পরে যে এই ঘটনা ঘটবে তা আমরা দুঃস্বপ্নেও ভাবিনি। ওকে আশেপাশের কেউ খুন করে দেহ ফেলে দিয়ে গিয়েছে।”প্রাথমিকভাবে খুনের অভিযোগ তুললেও কারও বিরুদ্ধে এখনও খুনের অভিযোগ দায়ের করেনি পরিবার। তাঁদের কোনও শত্রু নেই বলেই জানিয়েছেন মা-বাবা। ঘটনা প্রসঙ্গে ভগবানগোলার এসডিপিও উত্তম ঘড়াই বলেন, “খুনের কোনও অভিযোগ দায়ের হয়নি। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করা হয়েছে।” 

Card image cap

হাওড়ায় ক্রুজে অস্বাভাবিক মৃত্যু জার্মান পর্যটকের

জলপথে ভারত ভ্রমণে বেরিয়ে অস্বাভাবিক মৃত্যু হল জার্মানির এক পর্যটকের। ক্রুজে ঘুরতে ঘুরতে হাওড়ার বি গার্ডেনের কাছে এসে অসুস্থ বোধ করেন ৯১ বছরের ওই পর্যটক। দ্রুত জাহাজটিকে নোঙর করে তাঁকে আন্দুলের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বি গার্ডেন থানার পুলিশ।জানা গিয়েছে, মৃত জার্মান পর্যটকের নাম জন রিচার্ড কার্ল ম্যাফ। বয়স ৯১ বছর। এক বিদেশি পর্যটকদলের সঙ্গে তিনি ভারত ভ্রমণে এসেছিলেন। ওই পর্যটক দলে ছিলেন ২৪ জন জার্মানি ও ১৪ জন আমেরিকান। হাওড়ার বি গার্ডেন থেকে স্পেশ্যাল ক্রুজে করে বুধবার বেনারস যাওয়ার কথা ছিল এই পর্যটক দলটির। সেজন্য মঙ্গলবার রাতেই তাঁরা ‘গঙ্গাবিহার’ নামে ক্রুজে চলে আসেন। ছিলেন জন রিচার্ডও। এদিন ক্রুজের ভিতর তিনি অসুস্থ বোধ করতে থাকেন। জাহাজটি নোঙর করে জনকে নিয়ে যাওয়া হয় আন্দুলের এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, তাঁর মৃত্যু হয়েছে।দিন কয়েক আগেই ওই পর্যটকদলের সঙ্গে জন ভারতে এসেছিলেন বলে খবর। হাওড়া থেকে তাঁদের বিলাসবহুল ক্রুজে বেনারস যাওয়ার কথা ছিল। কী কারণে তাঁর এমন অস্বাভাবিক মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু করেছে বি গার্ডেন থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে জার্মানি দূতাবাসে। ভারতে এসে বিদেশি পর্যটকের মৃত্যুর তদন্ত যথেষ্ট গুরুত্বের সঙ্গে করা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।

Card image cap

বাংলাদেশিদের ভিসা বাতিলের দাবি শুভেন্দুর

হিন্দুদের উপর অত্যাচারের ধারাবাহিকতা অব্যাহত বাংলাদেশে। ইসকনের সন্ন্যাসী তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে উত্তাল সে দেশের বিস্তীর্ণ অংশ। আর তাতে কিছুটা শঙ্কিত হয়ে এবার ইসকনকেই নিষিদ্ধ করার পথে হাঁটতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকার। তার রেশ আছড়ে পড়েছে এপারেও। এই পরিস্থিতিতে ভারতে বাংলাদেশিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি তুলল বিজেপি। বুধবার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরে গিয়ে শুভেন্দু অধিকারীরা দাবি জানালেন, ভিসা সম্পূর্ণ বন্ধ করতে হবে। সীমান্ত বাণিজ্যেও অনুমোদন বাতিল করা হোক। শুভেন্দুর মন্তব্য, ”মেডিক্যাল ভিসাও বন্ধ করতে হবে। ওঁরা চিকিৎসা নিতে করাচি, লাহোর যান, এখানে আসবেন না।”সীমান্ত বাণিজ্য ছাড়াও বিভিন্ন কাজে ভারত-বাংলাদেশের জনসাধারণের যাতায়াতের অন্যতম কারণ চিকিৎসা পরিষেবা। কলকাতার বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে উন্নতমানে চিকিৎসা নিতে প্রায় সারাবছর ধরেই এখানে আসেন বাংলাদেশিরা। করোনাকালে সীমান্ত বন্ধের ফলে ভিসা না দেওয়া হলেও মেডিক্যাল ভিসা কখনও বন্ধ হয়নি। কিন্তু হাসিনা পরবর্তী বাংলাদেশের অরাজক পরিস্থিতি, হিন্দু নির্যাতনের ঘটনায় এবার সেই ভিসা বাতিলের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ও তৎপরবর্তী উত্তেজনাকর পরিবেশ নিয়ে বুধবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যান বিজেপির ৮ প্রতিনিধি। ডেপুটি হাই কমিশনারের কাছে তাঁরা দাবি করেন, অবিলম্বে ভিসা বন্ধ করা হোক। সীমান্ত আমদানি-রপ্তানির অনুমোদনও বাতিল হোক। এছাড়া যাঁরা চিকিৎসার জন্য পদ্মাপাড় থেকে কলকাতায় আসেন, তাঁরা আর আসবেন না বলে দাবি শুভেন্দুর।এনিয়ে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি। এদিন শুভেন্দু জানান, বৃহস্পতিবার দুপুর ২টোয় বঙ্গীয় সনাতন হিন্দু সমাজ জমায়েতের আয়োজন করেছে। এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। তাই সকলকে এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা। এছাড়া সোমবার বিজেপি পেট্রাপোল সীমান্তে পণ্যবাহী যানচলাচলের পথ অবরোধ করার কর্মসূচি নিয়েছে। সেখানে থাকবেন খোদ শুভেন্দু। তবে যাত্রীবাহী গাড়িগুলির উপর কোনও প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন তিনি। চিন্ময় প্রভুকে নিঃশর্তে মুক্তি না দিলে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে কলকাতায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।