CATEGORY district:

Card image cap

নাবালিকার পথ আটকে শ্লীলতাহানি প্রৌঢ়ের!

আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় রাজ্য তথা দেশ। এবার সেই কলকাতা শহরেই চলতি মাসের ২৩ তারিখ রাতে এক নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল অজ্ঞাত পরিচিত ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, রাস্তা আটকে ওই কিশোরীর নাম, নম্বর চান অভিযুক্ত ব্যক্তি। নাবালিকা তা দিতে না চাইলে অভিযুক্ত হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ। ওই ছাত্রীর মায়ের অভিযোগ, ওই ব্যক্তি ক্রমাগত যৌন অভিপ্রায় নিয়ে মেয়ের সঙ্গে কথা বলে ও হাত মেলায়।নাবালিকার পরিবারের অভিযোগ, শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে আলিপুর এলআইসি কোয়াটারের কাছে ওই নাবালিকার গাড়ি আটকায় একটি লাল রংয়ের গাড়ি। পড়ুয়া সেখান থেকে বেরতে চাইলে অভিযুক্ত পথ আটকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। এমনকী অভিযুক্ত নাবালিকাকে একটি কেক খেতে জোরাজুরি করে। কিশোরী কোনওমতে সেখান থেকে পালিয়ে যায়।পরিবারের অভিযোগ ভিত্তিতে তদন্তে নামে নিউ আলিপুর থানার পুলিশ। তদন্তে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেখানে অভিযুক্ত লাল গাড়িটিকে শনাক্তকরে তদন্তকারীরা। গাড়ির সূত্র ধরে অভিযুক্তর সন্ধান পায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম প্রলয় ঘোষ। বয়স ৫০ বছর। তিনি হরিদেবপুর থানার বিদ্যাসাগর পল্লির বাসিন্দা। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী ও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Card image cap

ভুল ওষুধ খাইয়ে অসুস্থ স্বামীকে খুন!

অসুস্থ স্বামীর জন্য ওষুধ কিনতে গিয়ে দোকান মালিকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল স্ত্রীর। বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে প্রবল আপত্তি তুলেছিলেন স্বামী। আর প্রেমের পথে স্বামীকেই পথের কাঁটা বলে মনে করতে থাকেন স্ত্রী। শেষমেশ প্রেমিকের সাহায্যে ভুল ওষুধ খাইয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। হাওড়ার এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে স্ত্রীকে। পলাতক প্রেমিক। এই ঘটনায় অনেকে মনুয়াকাণ্ডের ছায়া দেখছেন অনেকে।ঘটনা ঠিক কী? স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙার বাসিন্দা নাসিম আলি সর্দার। ১২ বছর আগে শেখপাড়ার পারভিন নামে এক মহিলার সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের পুত্রসন্তানও আছে। অনেকদিন ধরে অসুস্থ নাসিম। প্রথমে একটি নার্সিংহোম ও পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ওই হাসপাতালে প্রায় সপ্তাহ খানেক চিকিৎসাধীন ছিলেন নাসিম। সেখানেই ক্রমশ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কারণ খুঁজতে গিয়ে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে, কোনও চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই নাসিমকে দিনের পর দিন ক্যানসারের ওষুধ খাওয়ানো হয়েছে। তাতেই তাঁর শরীর ক্রমশ খারাপ হয়েছে।এর পর বৃহস্পতিবার নাসিমের মৃত্যু হয়। স্ত্রী জানান, অসুস্থতার জেরেই মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যু নিয়ে সন্দেহ হয় পরিবারের অন্যান্য সদস্যদের। তাঁরা ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করেন। তাতে নাসিমের স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুনের অভিযোগ তোলা হয়। ডোমজুড় থানা তাঁর দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে। ময়নাতদন্তের পর শুক্রবার নাসিমের দেহ কবর দেওয়া হয়।এদিকে, অন্য কারও সঙ্গে প্রেমের কারণে নিজের স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী-ই অভিযুক্ত, তা জানতে পেরে শুক্রবার তাঁর বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনী। পুলিশের পদস্থ আধিকারিকদের নেতৃত্বে ওখানে পরিস্থিতি সামাল দেওয়া হয়। একই সঙ্গে রাতেই নাসিমের স্ত্রীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ বিশ্বজিৎ মাহাতো বলেন, ‘‘পরিবারের তরফে একটি অভিযোগ পেয়ে খুনের মামলা রুজু করে তদন্ত হচ্ছে। স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ওষুধের দোকানের মালিকেরও খোঁজ চলছে।’’

Card image cap

ঘর থেকে উদ্ধার এক পরিবারের তিনজনের দেহ

সন্তান-সহ স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার হল ঘর থেকে। শুক্রবার দুপুর নাগাদ ঝুলন্ত অবস্থায় তিনজনের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল অশোকনগরের নবপল্লি এলাকায়। প্রাথমিক অনুমান, মেয়েকে নিয়েই আত্মঘাতী হয়েছে ওই দম্পতি। কিন্তু কী কারণে এমন সিদ্ধান্ত, তা নিয়ে পুরোপুরি ধন্দে প্রতিবেশীরা। সকলেরই এক বক্তব্য, পরিবারে কোনও অশান্তি ছিল না। তাহলে আত্মহত্যার নেপথ্যে কি অন্য কোনও কারণ? তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ। অনেকে আবার এই ঘটনার সঙ্গে দিল্লির বুরারি কাণ্ডের তুলনা করছেন। যেখানে এক পরিবারের ছজন একসঙ্গে আত্মহত্যা করেছিলেন।অশোকনগরের নবপল্লি এলাকায় প্রায় ৬ বছর ধরে বাস দীপক রায়ের পরিবারের। বছর তেতাল্লিশের দীপকবাবু একটি প্লাইউড কারখানায় কাজ করতেন। স্ত্রী প্রিয়া ও ১০ বছরের মেয়ে মিষ্টিকে নিয়ে সংসার। মোটের উপর ভালোই কাটছিল দিন। পরিবারে কোনও অশান্তি ছিল না। কিন্তু শুক্রবার সকালে তাঁদের বাড়ি থেকে উদ্ধার হল তিনজনের ঝুলন্ত দেহ। গলায় ফাঁস দেওয়া অবস্থায় তিনজনকে দেখতে পান প্রতিবেশীরা। সকলেই হতবাক। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে খবর, মৃত দীপক রায়, প্রিয়া রায় ও মিষ্টি রায়। দীপক ও প্রিয়ার মেয়ে মিষ্টি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেয়েকে মেরে দম্পতি আত্মঘাতী হয়েছেন।প্রতিবেশী ভবতোষ পাণ্ডে, বলাই দে-রা বলছেন, এই পরিবার খুব মিশুকে। কোনও অশান্তি ছিল না। তবে তাঁদের ঋণ ছিল। যদিও তা মাসে মাসে শোধ করে দিতেন দীপক। এমনই জানাচ্ছেন প্রতিবেশীরা। কিন্তু আজকের ঘটনা একেবারেই অপ্রত্যাশিত বলে জানাচ্ছেন সকলে। একজন জানালেন, সকালে দীর্ঘক্ষণ বাড়ির দরজা বন্ধ দেখে তাঁরা ডাকতে গিয়েছিলেন। দেখেন, ভিতর থেকে দরজা বন্ধ। দরজা ভেঙে ঢোকার পর তিনজনকে ঝুলন্ত অবস্থায় দেখে আঁতকে ওঠেন সকলে। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। গোটা পরিবার এভাবে শেষ হয়ে যাওয়ায় মর্মাহত প্রতিবেশীরা।

Card image cap

নারকীয় অত্যাচারের শিকার ৫ বছরের শিশু

মাত্র তিন মাস বয়সে মা-কে হারিয়ে মাসি-মেসোই ছিল আশ্রয়। সেই নিশ্চিন্ত আশ্রয়েই এবার নারকীয় অত্যাচারের শিকার পাঁচ বছরের এক শিশু। অভিযোগ, তার সারা গায়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে। মারধর করা হয়েছে চিরুনি দিয়ে। স্বতঃপ্রণোদিতভাবে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।সোনারপুরের গোড়খাড়া এলাকার বাসিন্দা অভিযুক্ত মাসি ও মেসোর সঙ্গে থাকত আক্রান্ত শিশুটি। জন্মের পর পরই তার মা মারা যায়। মা মারা যাওয়ায় মাত্র তিন মাস বয়স থেকেই মাসি ও মেসোর কাছেই থাকে সে। তাদেরকেই নিজের বাবা ও মা বলে জানত ও ডাকত। আক্রান্ত শিশুটির স্কুলের বন্ধুরা তার সারা শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়। তারাই তাদের বাবা-ও মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলে। অন্যান্য অভিভাবকরা বিষয়টি জানতে পেরে আক্রান্ত শিশুটির মাসি ও মেসোর কাছে যায়। আক্রান্ত শিশুটিকে নিয়ে পুলিশের কাছে যান স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীর অভিভাবকরা। শিশুটিকে সোনারপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।শিশুটির প্রাথমিক চিকিৎসার পর আপাতত তাকে একটি সরকারি হোমে রাখা হয়েছে। বিষয়টি অন্যান্য অভিভাবকরা সোনারপুর থানায় মৌখিকভাবে জানালেও এখনও পর্যন্ত কেউই লিখিত অভিযোগ দায়ের করেননি। স্কুলের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। নিজের থেকে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা।

Card image cap

মামাতো বোনের শ্লীলতাহানির অভিযোগ

মামাতো বোনের শ্লীলতাহানির অভিযোগ। নাবালককে বেল্ট দিয়ে বেধড়ক মার মামা-মামীর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার মেদিয়াপাড়া এলাকায়। আদৌ ওই নাবালকের অপরাধী কি না, সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে, আক্রান্ত নাবালক উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার মেদিয়াপাড়া এলাকার বাসিন্দা। সেখানে মামাবাড়িতে থাকে। ওই নাবালক দশম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে এলাকার বাসিন্দারা দেখেন বাড়িতে বেঁধে রেখে বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে নাবালককে। মারের জেরে রীতিমতো রক্তাক্ত তার পিঠ। নজরে পড়তেই প্রতিবাদ জানান প্রতিবেশীরা। অভিযুক্ত দম্পতি দাবি করেন, ভাগ্নে তাঁদের বিশেষ ক্ষমতাসম্পন্ন মেয়ের শ্লীলতাহানি করেছে। তাই এই শাস্তি। এই অভিযোগ মানতে নারাজ স্থানীয়রা। তাঁদের কথায়, আক্রান্ত ছাত্র অত্যন্ত নিরীহ।স্থানীয় সূত্রে খবর, ওই নাবালকের বাবা থাকে না। মায়ের সঙ্গে ওই নাবালক মামাবাড়িতে থাকত। মা পরিচারিকার কাজ করেন। তাই বর্তমানে ওই বাড়িতে নেই। ছেলেটি সেখানেই থাকত। মামা-মামীর মানসিক ভারসাম্যহীন মেয়েকে দেখাশোনা করত। স্থানীয়দের দাবি, নাবালকের বিরুদ্ধে তোলা অভিযোগ সত্য নয়।

Card image cap

ভাটপাড়ায় ফের গুলিবিদ্ধ যুবক

ফের শুটআউট ভাটপাড়ায়। এবার ঘটনাস্থল ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর সাইডিং এলাকা। রবিবার রাতে সেখানে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম হয়েছেন স্থানীয় এক যুবক। তাঁর নাম মহম্মদ আর্সলান আনসারি, বয়স ২০ বছর। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। অভিযুক্ত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে সেখানে বন্ধুদের সঙ্গে অনলাইন গেম খেলছিলেন ভাটপাড়ার বাসিন্দা আর্সলান। সেই সময় তাঁর উপর অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। পিঠে গুলি লাগায় মাটিতে লুটিয়ে পড়ে সে। আক্রান্তের ভাই জানিয়েছেন, ”ভাইয়ের শরীরের পিছনের অংশে গুলি লেগেছে।”শুটআউটের পর প্রথমে তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতির কারণে আর্সলানকে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে, আর জি কর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি করায় চিকিৎসা অমিল। ফলে আর্সলানের শারীরিক অবস্থা নিয়ে তেমন কোনও তথ্য মেলেনি। শুটআউটের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হলেও কী কারণে এই ঘটনা, তা এখনও জানা যায়নি। তবে এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা।

Card image cap

BSF ও জেলবন্দিদের হাতে রাখি বেঁধে ভ্রাতৃত্বের বার্তা

সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি আর একে অপরকে রক্ষার প্রতিশ্রুতিই রাখিবন্ধন। আর তা অটুট রাখতে আজ, সোমবার সীমান্তেও পালিত রাখিবন্ধন উৎসব। বিএসএফ জওয়ানদের হাতে রাখি বেঁধে দিলেন বসিরহাট সীমান্তের মানুষজন। উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্তের ইটিন্ডা-পানিতরে হিন্দু-মুসলমানের সম্প্রীতি রক্ষার্থেও রাখিবন্ধন হয়ে গেল। আবার এদিন বসিরহাট উপ-সংশোধনাগারে ২০৬ জন বন্দির হাতে রাখি পরিয়ে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সংগঠনের সম্পাদক রেখা রায়ের কথায়, “আজকের দিনে বোনেদের কাছ থেকে রাখি পরা। তার থেকে বন্দিরা যেন বঞ্চিত যাতে না হয় তাই এই উদ্যোগ।” এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বসিরহাটের জেলার অমিত ভট্টাচার্য। এখানে ২৬ জন আন্তর্জাতিক বন্দি রয়েছেন বলেও তিনি জানান।রাখিবন্ধন, ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা, ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। বছরের প্রায় ৩৬৫ দিনই পরিবার থেকে দূরে থাকেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। একদিকে তাঁদের কথা মাথায় রেখে, এবং সীমান্তের হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও শক্ত করার বার্তা দিতে ইটিন্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতে এই রাখিবন্ধন উৎসবের আয়োজন বলে জানান বসিরহাট ১ নং ব্লকের মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ শরিফুল মণ্ডল। উপস্থিত ছিলেন, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, ১ নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সফিকুল দফাদার, পঞ্চায়েত প্রধান মেহেরুন্নেসা খাতুন বিবি, উপপ্রধান চিন্ময় সরকাররা। ছিলেন উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্তের বিএসএফ জওয়ান ও শুল্ক দপ্তরের আধিকারিকরা।প্রধান মেহেরুন্নেসা খাতুন বিবি বলেন, “আমাদের সুরক্ষার জন্য স্বজনদের ছেড়ে ভাইয়েরা সীমান্তে পাহারা দিচ্ছেন। বিশেষ এই দিনে তাঁদের যাতে মন খারাপ না হয়, সে জন্যই জওয়ানদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।” বিধায়ক বলেন, “দুই বাংলার সম্প্রীতির বার্তার পাশাপাশি, বাংলাদেশ জিরো পয়েন্টে আমরা একদিকে সীমান্ত রক্ষী বাহিনী, অন্যদিকে বাংলাদেশি নাগরিকদের রাখি পরিয়ে দুই বাংলার সম্প্রীতির বার্তা দেওয়া হয়।”

Card image cap

সুভাষগ্রামে রেল অবরোধ

শিয়ালদহ দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ মহিলাদের। যার জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। অবরোধকারীদের দাবি, মাঝেমধ্যেই ট্রেন বাতিল করা হয়। দীর্ঘক্ষণ ট্রেন থাকে না। ট্রেনের ঘোষণা করা হয় না। সেই সমস্যার প্রতিকারের দাবিতেই অবরোধ। ঘটনাস্থলে গিয়েছে রেল পুলিশের বিশাল বাহিনী। অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চলছে।রেল সূত্রে জানা গিয়েছে, গড়িয়া স্টেশনের কাছে রেল ট্রাকের কাজ চলছে। তার জেরে বাতিল করা হয়েছে বারুইপুর লোকাল। তাতেই ঘিয়ে আগুন পড়েছে। রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। তাঁদের অধিকাংশই মহিলা। অবরোধের জেরে ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। তবে শিয়ালদহ থেকে সোনারপুর ও ক্যানিং লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে নিজেদের দাবি-দাওয়া নিয়ে অনড় যাত্রীরা। অভিযোগ, এই শাখায় ট্রেনের সংখ্যা কম থাকায় স্টেশনে অনেক ভিড় হয়। যাত্রীরা উঠতে পারেন না। ট্রেন দেরিতে চললে সেই ভিড় আরও বাড়ে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তাঁদের দাবি এই শাখায় ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। রেল অবরোধের জেরে বিপাকে পড়েছেন অনেকে। রেলের তরফে অবরোধকারীদের সঙ্গে কথা বলা হচ্ছে।   

Card image cap

দিনেদুপুরে কল্যাণীর রাস্তায় দুষ্কৃতীরাজ!

দিনেদুপুরে কল্যাণীর রাস্তায় আহত প্রাক্তন সেনাকর্মী তথা ইসকনের এক ভক্ত। তাঁকে ধারলো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল কল্যাণীরই এক বাসিন্দাদের বিরুদ্ধে। ওই সেনাকর্মী কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন ওই সেনাকর্মীর নাম বিশ্বরঞ্জন ঠাকুর। তিনি ইসকনের ভক্ত। অভিযুক্ত ব্যক্তির নাম নারায়ণ বিশ্বাস। তিনি কল্যাণী বি ব্লকের বাসিন্দা। শুক্রবার বিশ্বরঞ্জনবাবু কল্যাণীর পশুপতি নার্সিংহোমে চিকিৎসাধীন তাঁর এক আত্মিয়াকে দেখতে যাচ্ছিলেন। স্কুটিতে ছিলেন তিনি। সঙ্গে পরিবারের এক সদস্য ছিলেন। স্থানীয় স্পিনাল স্কুলের সামনে তাঁদের স্কুটি আসতেই একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। অভিযোগ, ওই গাড়িটি স্কুটিতে ধাক্কা মারে। তার পরই উভয়পক্ষ বচসায় জড়িয়ে পড়েন। সেই ঝামেলা গড়ায় হাতাহাতিতে।অভিযোগ, সেই ঝামেলার মাঝেই গাড়ি চালক নারায়ণ বিশ্বাস ধারাল চাকু বার করে কোপ মারতে থাকেন। গুরুতর আহত হন বিশ্বরঞ্জনবাবু। তা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। চাকু কেড়ে নেওয়া হয় অভিযুক্তের হাত থেকে। এর পর উত্তেজিত জনতা তাকে মারধর করে। আহত ওই প্রাক্তন সেনাকর্মী তথা ইসকনের ভক্তকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ (‌জেএনএম) হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। আক্রান্ত ব্যক্তি কল্যাণী থানায় অভিযোগ দায়ের করে। এর পরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত চলছে।

Card image cap

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনে গিয়ে চক্ষু চড়কগাছ!

চারদিকে ছড়িয়ে রক্ত। দালানের বারান্দায় পড়ে মহিলাদের মাথার ক্লিপ। স্বাধীনতা দিবসে স্কুলে পতাকা উত্তোলন করতে গিয়ে এই দৃশ্য দেখেই চমকে উঠলেন শিক্ষক ও পড়ুয়ারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির গোঘাটে এলাকায়। খবর যায় পুলিশে। কীসের রক্ত? ক্লিপটি কার? স্কুলে এল কী করে? উঠছে একাধিক প্রশ্ন। তদন্ত শুরু করেছে গোঘাট থানা।স্বাধীনতার দিনে স্কুলে পতাকা উত্তোনলের জন্য আশপুর পুঁইনা প্রাথমিক বিদ্যালয়ে আসেন পড়ুয়া ও শিক্ষকরা। তবে ভবন খুলতেই চক্ষু চড়কগাছ! স্থানীয়দের অনুমান, বিদ্যালয় ভবনে রাতের বেলার অপরাধমূলক কাজ করা হয়েছে। তার পর ভোরের আলো ফুটতেই তারা পালিয়ে যায়। স্কুল ভবনে রক্ত ও মহিলাদের ক্লিপ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ের মাঠে জমা হতে থাকেন গ্রামের মানুষ। খবর যায় স্থানীয় থানায়। তদন্তকারীরা রক্তের নমুনা সংগ্রহ করেছে। ক্লিপটিও পুলিশ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা বলেন,”আমাদের মনে হচ্ছে রাতে এখানে অপরাধ হয়েছে। শুধু আজকে না অনেক দিন ধরেই রাতে এখানে লোক ঢোকে। আমরা চাইছি পুলিশ কঠোর ব্যবস্থা নিক। লোক ঢোকা বন্ধ করা হোক।”আর জি কর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় মৃতদেহের পাশ থেকে একটি ক্লিপ উদ্ধার করা হয়েছিল। গোঘাটের স্কুলেও রক্ত ও ক্লিপ উদ্ধার হয়েছে। তা নিয়ে স্থানীয়রা শঙ্কা করছেন স্বাধীনতার রাতে কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জায়গা যখন প্রতিবাদে মুখর সেই সময় এই স্কুলে চরম কিছু ঘটেনি তো? তদন্তে পুলিশ।

Card image cap

জঙ্গিপুরে ফার্মাসি পড়ুয়ার রহস্যমৃত্যু!

এক ফার্মাসি পড়ুয়ার রহস্যমৃত্যু জঙ্গিপুরে। কলেজের হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে কলেজ কর্তৃপক্ষ। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কলেজের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে পরিবার। তাঁদের দাবি, দীর্ঘক্ষণ ধরে তাঁকে খুঁজে পাওয়া না গেলেও কর্তৃপক্ষের হেলদোল ছিল না। শেষে হস্টেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম তহীদ করিম। ফার্মাসির প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। তহীদ মালদহ যদুপুরের বাসিন্দা। মুর্শিদাবাদের একটি কলেজের পড়ুয়া ছিলেন। সেই কলেজের হস্টেলেই থাকতেন তিনি। জানা গিয়েছে, ওই পড়ুয়া প্রতিদিনই মায়ের সঙ্গে মোবাইল ফোন মারফত কথা বলতেন। ঘটনার আগের দিন থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না বাবা-মা। শেষে বাড়ির লোক কলেজে ফোন করলে নিখোঁজের কথা জানানোর পর দেহ উদ্ধার করে কলেজ কর্তৃপক্ষ।মৃতের মামা বলেন, “ভাগ্নে এখানে থেকেই পড়াশোনা করত। ওর সঙ্গে যোগাযোগ করতে না পেরে কলেজে এসে খোঁজাখুঁজির পর কলেজ থেকেই দেহ উদ্ধার হয়। কলেজে একটা ছেলে পরে রয়েছে। কেউ জানে না। বাবা এসে খোঁজাখুজির পর দেহ উদ্ধার হচ্ছে। এটা গাফলতি ছাড়া আরকি? তবে কী কারণে এই মৃত্যু তা নিয়ে তিনিও অন্ধকারে। বলেন, “কীভাবে এই কাণ্ড ঘটল তা বলতে পারব না। কারোর সঙ্গে ওর শত্রুতা ছিল না বলেই জানি।”
মৃতের বাবা বলেন, ” আমি ওর মায়ের থেকে ফোন পেয়ে জানতে পারি ছেলেকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমি কলেজে এসে খোঁজাখুজি করতে ওর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার স্বচ্ছ তদন্ত চাই। ছেলে নিজে কিছু করলে মেনে নেব। কেউ খুন করলে দোষীর শাস্তি চাই।” তবে কেন এই ঘটনা তা নিয়ে অন্ধকারে তিনিও। এই ঘটনার পর কলেজে পড়ুয়াদের নিরপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

Card image cap

কিশোরীর পেট থেকে বের হল দুকেজি চুল!

কত লোকের কত যে মুদ্রাদোষ তার খোঁজ কে রাখে? কেউ দাঁত দিয়ে নখ কাটে। কেউ আবার পেন্সিল খায়! কিন্তু রোজ মুঠো করে মাথার চুল ছিঁড়ে সোজা মুখে চালান? এর পর গিলতে যতটা সময়! এমনটা বড় একটা শোনা যায় না। গত দশ বছর ধরে এই কাজটাই করেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের রীতা দাস।
রীতা ১৬ বছরের কিশোরী। আর পাঁচটা মেয়ের মতো স্কুলে যায়। লেখাপড়া করে। বন্ধুদের সঙ্গে গল্প করে। খেলে বেড়ায়। কিন্তু যেদিন থেকে বন্ধুরা জানল যে সে মাথার চুল খায়, এক এক করে সরে গেল। গত ৩১ মে মেয়েকে নিয়ে আর জি কর মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রো বিভাগের আউটডোরে হাজির রীতার বাবা-মা। আউটডোরের চিকিৎসককে জানানো হল, মেয়ের পেট ক্রমশ ফুলছে। বারবার বমি হচ্ছে। খাওয়ার পরিমাণ কমে গেছে। ডাক্তারবাবু দেখলেন। কয়েকটা ওষুধ দিলেন। নিয়ম করে খেতে বলে দশদিন পর ফের আসতে বললেন।
দিন দশেক পর মেয়েকে নিয়ে ফের আর জি কর হাসপাতালে। উপসর্গ কমার বদলে আরও বাড়ল। কেমন যেন সংশয় হল ডাক্তারবাবুর। এমনটা তো হওয়ার কথা নয়। এবার এন্ডোস্কোপি করা হল। রিপোর্ট হাতে পেয়ে চক্ষু চড়কগাছ। মেয়ের পেটের মধ্যে শক্ত রোমশ কিছু দলা পাকিয়ে আটকে আছে। মেয়ের মায়ের সঙ্গে কথা বলে জানা গেল, গত দশ বছর ধরে মাথার চুল ছিঁড়ে খায়। আগে কম করত। যতদিন যাচ্ছে সমস্যা বাড়ছে। সব শুনে রীতাকে হাসপাতালের সার্জারি বিভাগে পাঠানো হল। ফের আরেক দফা পরীক্ষা।
১৬ বছরের মেয়ে হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তারবাবুদের অকপটে সব বলেছে। এক চিকিৎসকের কথায় , “এটা একধরনের রোগ। তবে খুবই বিরল। রোগের নাম ট্রাইকোবেজোয়ার। এই ধরনের রোগী নিজের অজান্তে মাথার চুল ছিঁড়ে ফেলে। পরে খেয়ে নেয়। সমস্যা হল। চুল হজম হয় না। তাই পাকস্থলীতে জমা হয়। সঙ্গে পেটে নিঃসৃত বিভিন্ন রস। সব তালগোল মিলিয়ে পেটে জমা হয়।’’ মঙ্গলবার সার্জারি বিভাগের ছয় চিকিৎসক প্রায় দেড় ঘণ্টা অপারেশন করে পেট থেকে দশ বছরের জমা চুল বের করেছেন। ওজন কম করে ১ কেজি ৭০০ গ্রাম। অপারেশনের পর রীতা ভালো আছে। স্বস্তিতে সার্জারি বিভাগের চিকিৎসকরাও।

Card image cap

হাসপাতাল উন্নয়নে ৪ কোটি বরাদ্দ পার্থ ভৌমিকের

সাংসদ হয়েই এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে নজর দিলেন পার্থ ভৌমিক। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল উন্নয়নে উদ্যোগী হলেন বারাকপুরের সাংসদ। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের উন্নতি করতে কী কী প্রয়োজন, তা জানতে সাধারণ মানুষের সঙ্গে শনিবার শ্যামনগর রবীন্দ্রভবনে বৈঠক করলেন পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন জেলাশাসক, মহকুমা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিধায়ক, পুরসভা ও পুলিশের আধিকারিকরা। রবিবারও একইভাবে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে বৈঠক করবেন সাংসদ পার্থ ভৌমিক।
এ বিষয়ে সাংসদের বক্তব্য, “এই দুটি হাসপাতালকেই সাংসদ তহবিলের অর্থ থেকে ২ কোটি করে মোট চার কোটি টাকা দেওয়া হবে। দুটি হাসপাতালের উন্নতিকল্পে কিভাবে খরচ হবে তা জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, দুটি হাসপাতালে সুপার-সহ রাজ্যের স্বাস্থ্যসচিব ঠিক করবেন। আমি সাংসদ হিসেবে চাই মানুষ যেন এই দুই হাসপাতাল থেকে সঠিক পরিষেবা পায়। এলাকার মানুষ এদিন মতামত দিয়েছেন। জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সেই মতামত নথিভুক্ত করলেন। মানুষের থেকে যে কথাগুলি উঠে এল সেগুলোই আমরা বাস্তবায়িত করব। এক বছরের মধ্যে কাজ শেষ হবে।
প্রসঙ্গত, স্বাস্থ্য পরিষেবার জন্য এই দুটি হাসপাতালের উপর বারাকপুর সংসদীয় এলাকার অসংখ্য মানুষ নির্ভরশীল। তাই বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, হাসপাতাল দুটির পরিকাঠামোর উন্নয়ন করার। সেই দাবি মেনেই বারাকপুরের সাংসদ নির্বাচিত হওয়ার পর উদ্যোগী হন পার্থ ভৌমিক। এনিয়ে প্রথমে তিনি পর্যায়ক্রমে বৈঠক করেন। তার পর স্বাস্থ্যদপ্তরের তরফে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সঙ্গে নিয়ে দুটি হাসপাতালই পরিদর্শন হয়েছে। এর পর সাংসদের উপস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক পর এদিন জেলাশাসক এবং মহাকুমা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে বৈঠক হয়েছে। রবিবার একই রকম ভাবে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল নিয়েও বৈঠক হবে। 

Card image cap

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল বাস

তারকেশ্বরে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল সরকারি বাস। আহত কমপক্ষে ১২ যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য হুগলির তারকেশ্বরের পিয়াসাড়া ঘোষপুকুর এলাকায়। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, ধর্মতলা থেকে আরামবাগে যাচ্ছিল সরকারি বাসটি। তারকেশ্বরের পিয়াসাড়া ঘোষপুকুর এলাকায় আচমকা ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায় বাসটি। স্থানীয়রা বিষয়টি দেখামাত্রই খবর দেয় পুলিশে। প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাই। আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেসরকারি নার্সিংহোম ও আরামবাগ মেডিক্যাল কলেজে।
প্রত্যক্ষদর্শীদের কথায়, এদিন দুপুরে ধর্মতলা থেকে আরামবাগের দিকে যাচ্ছিল বাসটি। আচমকা ঘোষপুকুরের কাছে হঠাৎ একটি অটো বাসের সামনে চলে আসে। তখনই পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। এই ঘটনায় অটোচালকও আহত হয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল। বাসের গতি কত ছিল। কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। 

Card image cap

জলে ডুবে মৃত্যু ২ স্কুলছাত্রের

পরীক্ষা শেষে পুকুরে স্নান করতে নেমেছিল ছাত্রের দল। বাকিরা উঠে এলেও জলে তলিয়ে যায় দুই জন। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে সাঁতার না জানায় তারা জলে তলিয়ে যায়। এবং তার জেরেই মৃত্যু। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

পরিবার ও স্কুল সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পড়ুয়া সায়ন নাথ ও উজান ঘোষ কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র। শুক্রবার ইতিহাস পরীক্ষা শেষ হওয়ার পর স্কুল থেকে কিছুটা দূরের একটি পুকুরে বন্ধুদের সঙ্গে স্নানে নামে দুই কিশোর।

মৃত দুই কিশোর সাঁতার জানত না বলে কোমরে থার্মোকল বেঁধে স্নান করছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। স্নান শেষে সবাই উঠে এলেও দুই জনকে তলিয়ে যেতে দেখে বন্ধুরা। তারাই খবর দেয় স্থানীয়দের। দুই ছাত্রকে উদ্ধার করে কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

স্কুলের প্রধান শিক্ষিকা সোমা চৌধুরী জানান,' এদিন পরীক্ষা শেষ হওয়ার পর ওরা পুকুরে স্নান করতে নামে। পুকুরটা স্কুল থেকে কিছুটা দূরে। পৌনে একটা নাগাদ আমরা খবর পাই। পুকুরে গিয়ে দেখি স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করছে। এক ছাত্রকে পাঁচ মিনিট পর উদ্ধার করা হয়। আরেকজনকে দেরিতে পাওয়া যায়।' ছাত্র মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Card image cap

পাম অ্যাভিনিউয়ের নাম বুদ্ধদেব ভট্টাচার্য সরণী!

নাম বদল হতে পারে পাম অ‌্যাভিনিউয়ের। বাংলার প্রাক্তন মুখ‌্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে দক্ষিণ কলকাতার পাম অ‌্যাভিনিউয়ের নতুন নাম হতে চলেছে বুদ্ধদেব ভট্টাচার্য‌্য সরণী। আলোচনা হবে কলকাতা পুরসভায়। তার পর পুরসভার পক্ষ থেকে নতুন নামের নাম ফলক লাগানো হবে পাম অ‌্যাভিনিউয়ে।

বিখ‌্যাত বাঙালিদের নামে রাস্তা নতুন নয়। সত‌্যজিৎ রায়ের নামে রাস্তা রয়েছে শহরে। বাংলার প্রাক্তন মুখ‌্যমন্ত্রীদের নামেও রাস্তা-উদ‌্যান রয়েছে বহু জায়গায়। বাংলার প্রাক্তন মুখ‌্যমন্ত্রী প্রফুল্ল সেনের নামে কলোনি রয়েছে কলকাতায়। দক্ষিণ শহরতলির সারদাপল্লিতে রয়েছে প্রফুল্ল সেন উদ‌্যান। বজবজে প্রাক্তন মুখ‌্যমন্ত্রী জ্যোতি বসুর নামে রয়েছে জ্যোতি বসু পার্ক। দক্ষিণ কলকাতার কসবা বোসুপুকুরে রয়েছে প্রাক্তন মুখ‌্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের নামে ‘‘সিদ্ধার্থ শংকর রায় স্মৃতি উদ‌্যান।’’ রাস্তা রয়েছে সমাজ সংস্কারক কংগ্রেস নেতা নেলী সেনগুপ্তর নামে।

উল্লেখ‌্য, এর আগে কংগ্রেস নেতা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ‌্যায়ের নামেও রাস্তা-পার্কের নামকরণের কথা বলেছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। তাঁরই উদ্যোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ‌্যায়ের প্রয়ানের পর তাঁর নামে একটি উদ‌্যানের নামকরণ করেছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, এবার সেই পথে হেঁটে প্রাক্তন মুখ‌্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হতে চলেছে পাম অ‌্যাভিনিউয়ের নাম। এমন খবরে খুশি পাম অ‌্যাভিনিউয়ের বাসিন্দারা। দক্ষিণ কলকাতার যে রাস্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল প্রাক্তন মুখ‌্যমন্ত্রীর নাম।

স্থানীয় বাসিন্দা দিবাকর জানার কথায়, ঠিকানা জানার দরকার নেই। পাম অ‌্যাভিনিউয়ে পৌঁছে কাউকে বললেই হবে। দেখিয়ে দেবে বুদ্ধবাবুর বাড়ি। সাত্তাতরে প্রথম বিধায়ক হওয়ার পর ট‌্যাংরা সরকারী হাউজিং ছেড়ে কয়েকদিন ছিলেন এসএন ব‌্যানার্জি রোডে। তার পর থেকে বুদ্ধবাবুর পাকাপাকি ঠিকানা ৫৯ পাম অ‌্যাভিনিউ, ব্লক এ ফ্ল‌্যাট ওয়ান। এই পাম অ‌্যাভিনিউয়ের বাড়িতে তৎকালীন মুখ‌্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কে আসেননি? স্বাধীনতা সংগ্রামী লক্ষ্মী সায়গল থেকে পরিচালক মৃণাল সেনের পায়ের ধুলো পড়েছিল এই পাম অ‌্যাভিনিউয়ের ফ্ল‌্যাটে।

Card image cap

করণদিঘিতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ!

উত্তর দিনাজপুরের করণদিঘিতে গয়নার দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ। আহত অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে করণদিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে অন্তত ১০ জনের শারীরিক অবস্থা গুরুতর বলে খবর। তাঁদের স্থানান্তরিত করা হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে।

স্থানীয় সূত্রে খবর, এদিন করণদিঘির খুদুরগাছির এলাকায় সোনার দোকানে একটি ছোট গ্যাসের সিলিন্ডার লিক হয়ে যায়। প্রায় সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় দোকানটিতে। প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাজার। সেসময় দোকানের আশেপাশে ক্রেতা এবং কর্মচারী মিলিয়ে অন্তত জনা ২০ ছিলেন। প্রত্যেকেই আহত হন। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে ৮ নাবালক, আর ২ জন মহিলা।

ঘটনাস্থল পরিদর্শনে যান করণদিঘির তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ সিং। তাঁর সঙ্গে ছিলেন ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম। এই দুর্ঘটনা প্রসঙ্গে করণদিঘির বিধায়ক গৌতম পাল বলেন, "আহতদের চিকিৎসা যাতে সঠিক ভাবে হয়, দলের ব্লক সভাপতি-সহ জেলা পরিষদের সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে করণদিঘি থানার পুলিশ-সহ ডালখোলা থানার পুলিশ গিয়েছে। প্রশাসনিক ভাবে পদক্ষেপ করা হচ্ছে। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।


Card image cap

গাড়ি চুরি করতে গিয়ে চালককেই পিষে দিল দুষ্কৃতী!

গাড়ি চুরি করতে এসে চালককেই পিষে দিল দুষ্কৃতী। মঙ্গলবার সাতসকালে ঘটনাটি ঘটেছে খাস কলকাতার জাকারিয়া স্ট্রিটে। এই ঘটনায় ইতিমধ্যে চালককে গ্রেপ্তার করা হয়েছে। অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ ফিরোজ (৫২)। ট্যাক্সি চালান। এদিন সকালে জাকারিয়া স্ট্রিট পুলিশ স্টেশন এলাকায় রাজস্থান গেস্ট হাউসের সামনে গাড়ি ধোয়ামোছা করছিলেন। সেই সময় গাড়ির ভিতরে চাবি রেখে চলে যান তিনি। সেই সুযোগে এক ব্যক্তি গাড়ি চুরির চেষ্টা করে। গাড়িতে উঠে চালকের আসনে বসে পড়েন। গাড়ি চালিয়ে দেন। গাড়ি আটকাতে ছুটে আসেন চালক।

টাল সামলাতে না পেরে ফিরোজকে নিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় গাড়ির মালিকের বুকে, পেটে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৎক্ষনাৎ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।