CATEGORY entertain:

Card image cap

বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয়

ফিল্মি কেরিয়ারে হিটের খরা কিছুতেই কাটছে না অক্ষয় কুমারের। কেরিয়ারে বেশ দুঃসময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন অক্ষয় কুমার। গত চার বছরে হিটের মুখ পর্যন্ত দেখেননি! একের পর এক সিনেমা ফ্লপ। ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ফ্লপের তালিকা অনেক লম্বা। শুক্রবারই মুক্তিপ্রাপ্ত খিলাড়ির ‘স্কাই ফোর্স’-এর পয়লা দিনের ব্যবসার গ্রাফ যদিও আশা জাগাচ্ছে, তবে এসবের মাঝেই শোনা গেল বোরিভালির সাধের বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় কুমার।বলিউড মাধ্যম সূত্রে খবর, ওবেরয় রিয়ালিটি সংস্থার নির্মিত স্কাই সিটিতে অক্ষয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাট ছিল। সেই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে তিনটি ঘর, স্টুডিও-সহ চোখধাঁধানো অন্দরসজ্জা। ২০১৭ সালে ২.৩৮ কোটি টাকায় সেই ফ্ল্যাটটি কিনেছিলেন অক্ষয়। স্বাভাবিকভাবেই সেই স্থাবর সম্পত্তির দাম বর্তমানে বেড়েছে। সূত্রের খবর, দিন তিনেক আগে ২১ জানুয়ারি ‘স্কাই ফোর্স’ মুক্তির প্রাক্কালেই পূর্ব বোরিভালির সেই বিলাসবহুল ফ্ল্যাট চড়া দামে বিক্রি করে দিয়েছেন অভিনেতা। প্রায় আড়াই কোটি টাকা দিয়ে কেনা অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন ৪.২৫ কোটি টাকায়। উল্লেখ্য, বক্স অফিসে কিছুতেই ম্যাজিক দেখাতে পারছেন না খিলাড়ি! যে অক্ষয়ের হাত ধরে একের পর এক ব্লকবাস্টার দেখেছে বলিউড, সেই অক্ষয়ের ছবি থেকে মুখ ফিরিয়েছে দর্শকরাও। সমস্যা কোথায় অভিনয় না কন্টেন্ট? প্রশ্ন উঠেছে বারবার। এর আগে একটানা ১৬টি ফ্লপের মুখ দেখেছিলেন তিনি, সেই সংখ্যা যদিও এবার ছুঁতে পারেননি তবে হিটের খরা থাকা সত্ত্বেও তাঁর ঝুলিতে কিন্তু সিনেমার জোয়ার। পাইপলাইনে একের পর এক ছবি রয়েছে। তবুও কেন বোরিভালির বাড়ি বিক্রি করলেন খিলাড়ি?প্রসঙ্গত, জুহুতে অক্ষয়-টুইঙ্কলের যে বাংলো রয়েছে, সেটা যেন আস্ত একটা উদ্যান। সমুদ্রমুখী সেই বাংলো সযত্নে সাজিয়েছেন তাঁরা। এছাড়াও গোয়াতে পর্তুগিজ স্টাইলের একটি ভিলা রয়েছে তারকাদম্পতির। মাঝেমধ্যে সেখানে গিয়েই দুই সন্তান আরব, নীতারাকে নিয়ে সময় কাটান অক্ষয়-টুইঙ্কল। এছাড়াও কানাডাতে নাকি বিপুল সম্পত্তি রয়েছে খিলাড়ির। শোনা যায়, টরন্টোর পাহাড়ি এলাকায় সুবিশাল একটা জমি কিনে বিলাসবহুল একাধিক বাংলোও বানিয়ে ফেলেছেন বলিউড তারকা।

Card image cap

মহাকুম্ভে সন্ন্যাস নিলেন মমতা কুলকার্নি

প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভে যোগ দিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সলমন-শাহরুখের অভিনেত্রী।নয়ের দশকের হিট বলিউড অভিনেত্রী। মমতা কুলকার্নির মায়াজালে পড়েছিলেন মুম্বইয়ের তৎকালীন অন্ধকারজগতের তাবড় ডনরাও। বলিউডে তখন মাফিয়ারাজ। লাস্যময়ী নায়িকার প্রেমে পড়েন ছোটা রাজন। যদিও সেই সম্পর্ক ভেঙে যায় পরবর্তীতে বিয়েও করেন ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে। একের পর এক বিতর্ককে সঙ্গী করে মাঝপথেই স্তব্ধ হয় মমতার বলিউডের গ্ল্যামারাস কেরিয়ার। পরবর্তীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি বাংলা সিনেমাতেও দেখা যায় তাঁকে। বলিউডের সেই প্রাক্তন অভিনেত্রীই এবার মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন।২৪ জানুয়ারি কিন্নর আখড়ায় সেখানকার মহামন্ডলেশ্বর আচার্য লক্ষ্মী নারায়ণের সঙ্গে দেখা করেন মমতা কুলকার্নি। তাঁর হাত ধরেই শুরু করলেন জীবনের আধ্যাত্মিক ইনিংস। সন্ন্যাস নেওয়ার ফলে নিয়মানুযায়ী বদলে গেল বলিউডের একসময়কার হিট নায়িকা মমতা কুলকার্নির পরিচয়ও। তাঁর নতুন নামকরণ করা হল মমতানন্দ গিরি। এদিন মহাকুম্ভের কিন্নর আখড়া থেকে ভাইরাল হওয়া ছবিতে সলমন-শাহরুখের করণ অর্জুন অভিনেত্রীকে দেখা গেল গেরুয়া বসনে। গলায় রুদ্রাক্ষের মালা। কপালে গেরুয়া তিলক। তবে সেই গ্ল্যামার আর নেই! একনজরে মমতাকে দেখে চেনাও দায়! জানা গিয়েছে, শুক্রবারই সন্ন্যাসিনী মমতানন্দকে কিন্নর আখড়ার ‘মহামন্ডলেশ্বর’ হিসেবে ঘোষণা করা হবে। গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে নিজের পিণ্ডদান করেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।বিগত কয়েক বছর ধরেই লাইমলাইটের অন্তরালে থাকেন মমতা কুলকার্নি। করণ অর্জুন, আশিক আওয়ারা থেকে শুরু করে নয়ের দশকে একাধিক হিট বলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রথমসারির নায়কদের সঙ্গেও স্ক্রিনস্পেস শেয়ার করেছেন। তবে পরবর্তীতে নাকি জীবনের এক অস্থির সময়ে ধর্মে মতি হয় তাঁর। আধ্যাত্মিক পথ অনুসরণ করেন অভিনেত্রী। এবার সমস্ত মোহমায়া কাটিয়ে সন্ন্যাসিনী হলেন মমতা কুলকার্নি।

Card image cap

মঞ্চে হঠাৎই অসুস্থ মোনালি ঠাকুর

দিনহাটায় অনুষ্ঠান করতে গিয়েছিলেন সংগীত শিল্পী মোনালি ঠাকুর। মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। দেখা দেয় নিঃশ্বাসের সমস্যা। রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চলছে চিকিৎসা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানেই আমন্ত্রণ করা হয়েছিল বিখ্যাত গায়িকা মোনালি ঠাকুরকে। নির্ধারিত সময়ে দিনহাটা পৌঁছন তিনি। মঙ্গলবার রাতে দিনহাটা উৎসবে উপস্থিত হন মোনালি। নির্দিষ্ট সময় গানে মাতিয়ে রাখেন দর্শকদের। গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন মোনালি। তাঁর নিঃশ্বাসে সমস্যা হচ্ছিল বলে শোনা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।রাতেই মোনালিকে ভর্তি করা হয় দিনহাটার একটি হাসপাতালে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, শিল্পীর চিকিৎসার সবরকম ব্যবস্থা হয়েছে। বিশিষ্ট চিকিৎসকরা তাঁর চিকিৎসার দায়িত্বে। মোনালি ঠাকুরের অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুতই সুস্থতার কামনা করেছেন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছেন মোনালি। গত সপ্তাহেই উত্তর ২৪ পরগনার অশোকনগর উৎসবে গিয়েছিলেন তিনি।  

Card image cap

অটোচালককে হাসপাতালে দেখে জড়িয়ে ধরলেন সইফ

দুঃসময়ে সইফ আলি খানের প্রাণ বাঁচিয়ে তিনি এখন মুম্বইয়ের সড়কে ‘হিরো’। সেই ‘উপেক্ষিত নায়ক’ ভজন সিং রানাকে ঘিরে মুম্বইয়ের অটোচালকদের মধ্যে মারাত্মক উন্মাদনা। প্রতি মুহূর্তে তাঁর উপর পাপারাজ্জিদের লেন্সের তাক। এবার জানা গেল, দুঃসময়ের ‘সারথি’ সেই অটোচালককে হাসপাতালে দেখে জড়িয়ে ধরেন খোদ সইফ। যথাসময়ে ঈশ্বরের দূতের মতো উপস্থিত হয়ে ছেলেকে হাসপাতালে পৌঁছে দেওয়ায় জন্য প্রাণভরে আশীর্বাদ করলেন শর্মিলা ঠাকুরও।জানা গিয়েছে, দুর্ঘটনার রাতে ওই কঠিন সময়ে নিঃস্বার্থভাবে বিনা ভাড়ায় হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য ভজন সিং রানার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন সইফ আলি খান। এমন দুঃসাহসিক কাজের পুরস্কারও যে তাঁকে দেবেন, সেই প্রতিশ্রুতিও দেন নবাব। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতেই দেখা গেল, অভিনেতার পরনে সাদা শার্ট আরক ডেনিম জিন্স। অন্যদিকে ভজন পরেছেন সাদামাটা নীল শার্ট। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময়ে ভজন সিংয়ের কাঁধে হাত দিয়ে কখনও ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেতা তো কখনও বা আবার কেবিনেই অটোচালকের সঙ্গে হাসিমুখে আড্ডায় দেখা গেল সইফকে। বলিউড মাধ্যম সূত্রে খবর, সইফের তরফে এখনও কোনওরকম পুরস্কার না পেলেও এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ওই অটোচালককে ১১ হাজার টাকা দেওয়া হয়েছে। যদিও এই তথ্যের সত্য-মিথ্যা যাচাই করা সম্ভব হয়নি।রাস্তায় গভীর রাতে আমি তখন তীব্র গতিতে অটো ছুটিয়েছি। আচমকাই এক গেটের সামনে থেকে মহিলার চিৎকার কানে আসে। তিনি আমাকে সাহায্যের জন্য কাকুতি মিনতি করা শুরু করেন। প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে, সেটা সইফ আলি খানের বাড়ি। আমি ভেবেছি, চারদিকে যেমন আকছার হেনস্তার ঘটনা ঘটে, তেমনই কিছু হবে। তবে পরে দেখি, গুরুতম জখম অবস্থায় সইফ হেঁটে আমার অটোতে উঠে বসলেন। একটা বাচ্চা এবং আরেকজন সঙ্গে ছিলেন। অটোয় উঠেই সইফ প্রথমেই আমাকে জিজ্ঞেস করলেন- কিতনা টাইম লাগেগা? (হাসপাতালে পৌঁছতে কতক্ষণ লাগবে?) আমরা ৮-১০ মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছে যাই। ওঁর ঘাড়, পিঠ থেকে রক্তবন্যা বইছে। সাদা পাঞ্জাবি রক্তে ভিজে লাল হয়ে গিয়েছে। ততক্ষণে অনেকটা রক্তক্ষরণও হয়ে গিয়েছিল। ওই পরিস্থিতি দেখে আমি ভাড়া নিইনি। তবে সইফ আলি খানকে দুঃসময়ে সাহায্য করতে পেরে আমার ভালো লেগেছে।” সেই অটোচালক এখন মুম্বইয়ের বান্দ্রা লাইনে বেশ ফেমাস। অনেকেই তাঁকে এই ঘটনার জন্য সাক্ষাৎ ‘ঈশ্বরের দূত’ বলে মনে করছেন।প্রসঙ্গত, সইফ যে গাড়ির বিষয়ে বেশ শৌখিন, সেটা অনেকেরই জানা। তাঁর কালেকশনে যেসমস্ত গাড়ির মডেল রয়েছে, সেটা বলিউডের অনেক তারকাদের ধরাছোঁয়ার বাইরে। ভোপালের নবাব বলে কথা! সইফের বান্দ্রার বাসভবনে রেঞ্জ রোভার ভোগ্যু, মার্সিডিজ এস ক্লাস, অডি R8, ল্যান্ড রোভার, ফোর্ড মুস্তাং জিটি-র মতো একাধিক বহুমূল্য গাড়ি রয়েছে। চোখধাঁধানো সেই কালেকশন তারকাদের জন্য রীতিমতো ঈর্ষনীয়! তবে শেষমেশ অটোয় করেই নবাবকে হাসপাতালে যেতে হল। একাধিক বিলাসবহুল গাড়ি থাকা সত্ত্বেও কেন নবাবকে অটোয় করে হাসপাতালে নিয়ে যাওয়া হল? উঠেছে প্রশ্ন। জানা গিয়েছে, ঘটনার পর গাড়ির চালকদের হাঁকডাক করে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেতে হলে অনেকটা দেরি হয়ে যেত। এদিকে সইফ-করিনার বান্দ্রার বাসভবন থেকে হাসপাতাল প্রায় ২ কিলোমিটার। তাই অগত্যা উপায় না দেখে অটোয় করেই হাসপাতালের উদ্দেশে ছুটতে হয় সইফ আলি খানকে।

Card image cap

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক সইফ কাণ্ডের সন্দেহভাজন

অভিনেতা সইফ আলি খানের উপর হামলার দেড় দিন পার। শুক্রবার ২৪ ঘণ্টা চিরুনি তল্লাশি চালিয়ে বান্দ্রা স্টেশন থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছিল মুম্বই পুলিশ। তবে প্রাথমিক জেরার পর শাহিদ নামক ওই ব্যক্তিকে ‘নিরাপরাধ’ বলে ছেড়ে দেওয়া হয়। আর শনিবার হাওড়াগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক আরও এক সন্দেহভাজন ব্যক্তি।আরপিএফ সূত্রে খবর, “মুম্বই পুলিশের দেওয়া তথ্যসূত্র ধরেই সইফের উপর হামলাকাণ্ডে মধ্যপ্রদেশ থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। যে ট্রেন মুম্বই থেকে হাওড়া যায়। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম আকাশ। আপাতত তাকে জেরা করা হচ্ছে।” আরপিএফ-এর তরফে জানানো হয়েছে, “মুম্বই পুলিশ ওই সন্দেহভাজন ব্যক্তির ছবি, ট্রেনের নম্বর এবং লোকেশন পাঠিয়েছিল। সেটা দেখেই ওই আটক করা হয়। সন্দেহভাজন ব্যক্তি আপাতত আরপিএফ-এর হেফাজতে। মুম্বই পুলিশের একটি টিম মধ্যপ্রদেশে এসে নিশ্চিত করবে যে এই সেই ব্যক্তি কিনা, যাকে তারা খুঁজছিল।”প্রসঙ্গত, শুক্রবার দিনভর একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরও আততায়ী অধরা। এদিকে মুম্বই পুলিশ একাধিক টিম গঠন করে সইফের বাড়ির সব পরিচারিকা, কর্মীদের জেরা করা শুরু করেছে। খানা তল্লাশি চালানো হচ্ছে পড়শিদের বাড়িতেও। একাংশ আবার সইফের উপর হামলা কাণ্ডে আন্ডারওয়ার্ল্ড কানেকশন খুঁজতে ব্যস্ত। যদিও সেই জল্পনা শুক্রবার নস্যাৎ করে দিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। পুনের সাংবাদিক বৈঠকে যোগেশ কদম জানিয়েছেন, “সইফ আলি খানের উপর হামলার নেপথ্যে আন্ডারওয়ার্ল্ডের কোনও হাত নেই। অন্ধকার জগতের কোনও গ্যাং এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। পুলিশের কাছেও এরকম কোনও নেই যে, সইফকে কেউ হুমকি দিয়েছিল। তাছাড়া, অভিনেতা তো কোনও অতিরিক্ত নিরাপত্তাও চাননি পুলিশের কাছে। সইফ যদি নিরাপত্তার জন্য আবেদন করেন, তাহলে আমরা যথাযোগ্য পদক্ষেপ করব।” তাঁর সংযোজন, “হামলাকারীর একমাত্র উদ্দেশ্য ছিল চুরি করা।”

Card image cap

সইফের উপর হামলায় মুম্বই পুলিশের জালে সন্দেহভাজন

বৃহস্পতিবার দিনভর চিরুনি তল্লাশির পর অবশেষে শুক্রবার মুম্বই পুলিশের জালে সইফ আলি খানের উপর হামলা ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি। পতৌদিদের বাংলোর ৩৫টি সিসিটিভি ফুটেজ ঘাঁটার পর গতকালই আততায়ীর চেহারার হদিশ পেয়েছিল পুলিশ। মোবাইল নেটওয়ার্কের শেষ লোকেশনের সূত্র ধরেই বান্দ্রা স্টেশনে চিরুনি তল্লাশি চালায় মুম্বই পুলিশের একটি টিম। সেখানেই এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি পুলিশের নজরে পড়তেই আটক করা হয় তাকে। অন্যদিকে করিনা কাপুর খানেরও বয়ান রেকর্ড করেছে পুলিশ। বলিউড সংবাদ মাধ্যম সূত্রে খবর, আপাতত বান্দ্রা থানায় ওই সন্দেহভাজন ব্যক্তির ম্যারাথন জেরা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিনেতার উপর হামলা চালানোর পর বান্দ্রা স্টেশন থেকে প্রথম লোকাল ট্রেন ধরে ভাসাই বা নালাসোপারার দিকে পালাতে চেয়েছিল ওই হামলাকারী। সেখান থেকে সে মুম্বই বা মহারাষ্ট্রের বাইরে অন্য কোথাও গা ঢাকা দেওয়ার ছক কষেছিল সে। সইফের হামলাকারীকে ধরার জন্য মোট ৩৫টি দল গঠন করে মুম্বই তথা মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে কার্যত খানা তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জেরা চালাচ্ছে পুলিশ।
মুম্বই পুলিশের জনৈক কর্মকর্তাই এই খবরে সিলমোহর বসিয়েছেন।পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী সইফ-করিনার বাড়ির কোনও কর্মীর পূর্বপরিচিত। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরাযকে ফাঁকি দিয়ে বাড়িতে প্রবেশ করতে পেরেছে। জানা যাচ্ছে, ওই আক্রমণকারী নাকি বাড়ির নকশাও জানত। সম্ভবত পাশের একটি আবাসনের দেওয়াল বেয়ে উপরের তলায় পৌঁছানোর জন্য আপৎকালীন জানালা ব্যবহার করেছিল।

Card image cap

সইফের উপর হামলা চালাল কে?

বৃহস্পতিবার দিনভর চেষ্টার পর শেষমেশ সইফ আলি খানের হামলাকারীর ছবি প্রকাশ্যে এল। সিসিটিভি ফুটেজ সূত্রেই শনাক্ত করে আক্রমণকারীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে মুম্বই পুলিশ। অভিযুক্তর ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। পুলিশি সূত্রে খবর, আপৎকালীন জানালা ব্যববহার করেই সইফ-করিনার বাড়িতে প্রবেশ করে ওই ব্যক্তি।সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তকে ধরতে মাঠে মুম্বই পুলিশের ১০টি টিম। খুব শিগগিরিই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে বলে খবর। এই হামলার নেপথ্যে শুধুই ডাকাতি নাকি অন্য কোনও কারণ রয়েছে, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এখনও পর্যন্ত ২৫-৩০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেটা দেখেই পুলিশের অনুমান, হামলার কয়েক ঘণ্টা আগে অভিযুক্ত বাড়ির ভিতরে উপস্থিত ছিল। তাহলে কি সরষের মধ্যেই ভূত? সইফ-করিনার বাংলোরই কোনও কর্মীর পূর্বপরিচিত ওই ব্যক্তি? প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই বাড়ির কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ফরেনসিক টিম গিয়েও নমুনা সংগ্রহ করে এসেছে এদিন সকালে। সইফ মামলায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তরফে সাতটি বিশেষ টিমের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। বান্দ্রা থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে এবং পুরোদমে তদন্ত চলছে। পাশাপাশি ঘটনার জেরে করিনা অত্যন্ত উদ্বিগ্ন দুই সন্তানের নিরাপত্তা নিয়ে। বৃহস্পতিবার দুপুরে যখন অভিনেত্রী লীলাবতী হাসপাতালে পৌঁছন, তখন দেখা যায় করিনার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তাঁদের বান্দ্রার ‘সৎগুরু শরণ’ বাসভবনেও কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন হয়েছে।সইফের বাড়ির পিছনের আপৎকালীন সিঁড়ি দিয়ে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল মুম্বইয়ের বান্দ্রা থানার পুলিশ। ইতিমধ্যে দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে বলেও খবর। অভিনেতার উপর হামলার দিনকয়েক আগে ‘সইফ আলি খান হাউসিং সোসাইটি’তে সংস্কারের কাজ চলছিল। যাঁরা ওই সংস্কারের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা হামলার সঙ্গে যুক্ত কিনা, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তকারীদের স্ক্যানারে রয়েছেন ওই কর্মীরাও।

Card image cap

এঁদের শোয়ের টিকিট আমার বাড়িতে পড়ে থাকে’, বিস্ফোরক অভিজিৎ

বিতর্ক এবং অভিজিৎ ভট্টাচার্য, যেন একে-অপরের সমার্থক! বেফাঁস মন্তব্যের জন্য প্রায়শই বিতর্কে জড়ান প্রবীণ গায়ক। শাহরুখ-সলমনকেও রেয়াত করে কথা বলেন না তিনি। এবার অভিজিৎ ভট্টাচার্যের নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ। পাঞ্জাবী এই পপস্টারকে ঘিরে বর্তমান প্রজন্মের উন্মাদনার অন্ত নেই। ভারতজুড়ে কনসার্ট করতে একাধিকবার আইনি বিপাকে পড়েছেন দিলজিৎ। এবার তাঁকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিজিৎ ভট্টাচার্য। ব্যঙ্গাত্মক সুরেই তাঁর দাবি, “দিলজিৎ তো মঞ্চে ওঠে শুধু নাচার জন্য। আমার সন্তানরা এরকম শো দেখার জন্য টাকা খরচ করবে না কখনও।”নয়ের দশক থেকে ২০০০ সালের প্রথমার্ধ পর্যন্ত চুটিয়ে গান গেয়েছেন অভিজিৎ। তাঁর গাওয়া অগণিত গান আজও চার্টবাস্টারে রাজত্ব করে। শুধু কি প্লেব্যাক? তার বাইরেও অনেক অল্প বয়স থেকে কনসার্ট করছেন অভিজিৎ ভট্টাচার্য। তবে হালফিলের কনসার্ট তাঁর নাপসন্দ। দিলজিৎ দোসাঞ্ঝ এবং করণ অঞ্জুলার নাম করেই বললেন, এরা তো মঞ্চে ওঠে শুধু নাচ করার জন্য। অভিজিতের দাবি, “কনসার্ট হত আমাদের সময়ে। দেখতাম, লতা মঙ্গেশকর গান গাইছেন আর শ্রোতা-অনুরাগীরা মন্ত্রমুগ্ধ হয়ে করতালি দিচ্ছেন। প্রত্যেকটা গান মানুষ উপভোগ করতেন সেসময়ে। এমনকী আমার অনুষ্ঠানেও দেখেছি, মানুষ বসে গান উপভোগ করছেন এবং হাততালি দিচ্ছেন। এগুলোকে কনসার্ট বলা হয়। যাঁদের কথা বলছি (দিলজিৎ, করণ) এঁরা তো গান করেন না, মঞ্চে ওঠেন শুধু নাচার জন্য। একটা সময়ে সুপারস্টাররা আমার গানে নাচ করতেন। এখন তো আমেরিকানরাও নাচ করেন।” অভিজিৎ সম্ভবত শেষপাতে ডুয়া লিপার কনসার্ট বিতর্কের দিকেই ইঙ্গিত করেছেন।এক বলিউড সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, “আমার কনসার্টে অডিটোরিয়াম কানায় কানায় ভর্তি থাকত। যাঁদের নাম বললাম, ওঁদের বলুন কোলাপুরে গিয়ে অনুষ্ঠান করতে। কেউ টিকিট কিনবে না। এঁদের নাম কেউ শোনেনি ওখানে। তার মানে অবশ্য এটা নয় যে, ওরা পিছিয়ে পড়া শ্রোতা। আমার বাড়িতে তো এই দিলজিৎ দোসাঞ্ঝ, করণ অঞ্জুলাদের কনসার্টের টিকিট আকছার পড়ে থাকে। আমার সন্তানরাই একে-ওকে দিয়ে দেয়। ওরা কোনওদিন এসব কনসার্ট দেখার জন্য টাকা খরচ করবে না।” দিলজিৎদের খোঁচা দিয়ে তাঁর সংযোজন, “আমি বিশ্বাস করি, সবার দিন সমান যায় না। আজকে অ্যাভোকাডো ট্রেন্ডিং তো, কাল মূলো ট্রেন্ড করবে।”প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই বলিউড, মিউজিক ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলছেন অভিজিৎ। কখনও শাহরুখকে অকৃতজ্ঞ বলছেন, তো কখনও সলমনকে বলিউডের অযোগ্য নায়ক হিসেবে সম্বোধন করছেন। সম্প্রতি নাম না করে রণবীর কাপুরের রামমন্দিরের উদ্বোধনে যাওয়া নিয়েও মন্তব্য করেন গায়ক। বলেন, “এমন এক ব্যক্তিকে রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হল যিনি গোমাংস খান। এদিকে, আমাদের দেশে গরুকে মা হিসেবে পুজো করা হয়।” স্বাভাবিকভাবেই অভিজিতের এহেন মন্তব্য নিয়েও বিস্তর হইচই পড়ে যায়। এবার তাঁর নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ, করণ অঞ্জুলারা।

Card image cap

‘ভূতবাংলো’য় বন্দি অক্ষয়-যিশু!

‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মশালা’, একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে অক্ষয়-প্রিয়দর্শন জুটি। তবে মাঝে তাঁদের সম্পর্কে ভাঁটা পড়ে! দীর্ঘ ১৪ বছর বন্ধুত্বের খরা কাটিয়ে এবার একসঙ্গে ‘ভূতবাংলো’ উপহার দিতে চলেছেন। যে ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। আর অক্ষয় কুমারের সেই ‘ভূতবাংলো’তেই বিশেষ চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত।টলিউড, বলিউড এবং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি মিলিয়ে যিশু বর্তমানে বেশ ব্যস্ত অভিনেতা। বাংলা ছবির পাশাপাশি চুটিয়ে হিন্দি ছবিতেও অভিনয় করছেন। ৩টি দক্ষিণী ছবিও করে ফেলেছেন। প্রথম সারির বলিউড ছবি ‘মরদানি’, ‘মণিকর্নিকা’, ‘বরফি’, ‘পিকু’, ‘শকুন্তলা দেবী’র মতো সিনেমার পাশাপাশি ট্রায়াল সিরিজেও অভিনয় করেছেন যিশু। কখনও তাঁকে বিদ্যা বালন, রানি মুখোপাধ্যায়ের স্বামীর ভূমিকায় তো কখনও বা আবার কঙ্গনা রানাউতের বিপরীতে দেখা গিয়েছে। এবার অক্ষয় কুমারের ভূতুড়ে ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় যিশু সেনগুপ্ত। সম্প্রতি দেবের বিপরীতে ‘খাদান’ ছবিতে খলচরিত্রে বাজিমাত করেছেন অভিনেতা। এবার বলিউডের বিগ বাজেট সিনেমায় বঙ্গসন্তান। প্রিয়দর্শন পরিচালিত সিনেমায় প্রথমবার অভিনয় করতে চলেছেন যিশু। আর সেই খবরটা ফাঁস করলেন তাব্বু। কারণ তিনিও ‘ভূতবাংলো’তে রয়েছেন। রবিবার শুটিং শুরু হওয়ার খবর দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর সেই পোস্টেই যিশু সেনগুপ্তর নাম জ্বলজ্বল করছে। ক্যাপশনে লেখা- ‘আমরা এখানে বন্দি।’ উল্লেখ্য, অক্ষয়-প্রিয়দর্শনের ‘ভূতবাংলো’ ছবিতে ওয়ামিকা গাব্বিও রয়েছেন।এই সিনেমার সিংহভাগ শুটিং হবে কেরালা, শ্রীলঙ্কা এবং গুজরাতে। ‘ভূত বাংলো’ ছবির গল্পের অন্যতম ট্যুইস্ট হচ্ছে ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালাযাদুকে ঘিরেই আবর্তিত হবে গল্প। ‘ভুল ভুলাইয়া’র মতো এই সিনেমাও কি বক্স অফিসে সুনামী আনতে পারবে অক্ষয়ের কেরিয়ারে খরা কাটানোর পাশাপাশি? ২০২৫ সালে চোখ থাকবে সেদিকে।

Card image cap

ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেলেন কার্তিক আরিয়ান

অভিনয়ের পাশাপাশি বলিউডের চকোলেট হিরো যে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন, সেকথা অনেকেরই অজানা। শুটিংয়ের সঙ্গে সমান্তরালে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা সামলেছেন কার্তিক আরিয়ান এবার সেই পরিশ্রমেরই ফল পেলেন। এক দশক বাদে গিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেলেন অভিনেতা।সম্প্রতি ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল মুম্বইতে। সেখানেই ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সার্টিফিকেট তুলে দেওয়া হয় কার্তিকের হাতে। শনিবার সেই আনন্দঘন মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ‘ভুল ভুলাইয়া’ ছবির ‘রুহ বাবা’। সমাবর্তন অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেয়ে উচ্ছ্বসিত কার্তিক। কলেজ পড়ুয়াদের সঙ্গে নাচতেও দেখা গেল তাঁকে। এদিন ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়ের ড্রেসকোডেই অনুষ্ঠানে হাজিরর হন বলিউড অভিনেতা। ভরা অডিটোরিয়ামে পড়ুয়াদের সঙ্গে রসিকতায় মাতার পর ‘ভুল ভুলাইয়া’ সিনেমার গানে নাচও করলেন। কলেজ ক্যাম্পাস ঘুরে, অধ্যাপকদের সঙ্গে দেখা করে কলেজের স্মৃতিতে ডুব দেন কার্তিক। সেসব মুহূর্ত শেয়ার করে কার্তিক লিখেছেন, ‘ব্যাকবেঞ্চ থেকে কলেজের সমাবর্তন অনুষ্ঠানে- দারুণ একটা সফর ছিল।’ ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান অভিনেতা।‘প্যায়ার কা পঞ্চনামা’ সিনেমা থেকেই নজর কেড়েছিলেন কার্তিক। তার পর একের পর এক রোমান্টিক কমেডি। ‘সোনু কি টিট্টু কি সুইটি’, ‘লুকাছুপি’, কিংবা ‘শহেজাদা’। তবে শুধুই দর্শককে হাসানো নয়, বরং ‘লাভ আজকাল’ ছবির হাত ধরে কার্তিক প্রেমগুরু। তবে শুধুই ছবির পর্দায় নয়, রিয়্যাল লাইফেও কার্তিকের প্রেমকাণ্ড অনেক। কখনও সারা আলি খান, কখনও অনন্যা পাণ্ডে। বলিউডের প্রায় প্রতিটি নায়িকার সঙ্গে ডেট করে ফেলেছেন কার্তিক। তবে কারও গলায় মালা দিতে নারাজ। আর কার্তিকের এই প্রেমিকা ডজের কায়দাই, আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে কার্তিককে। অন্তত, এমনটাই মনে করছে নেটপাড়া। তবে এসবের মাঝেও কিন্তু পড়াশোনা চালিয়ে গিয়েছেন অভিনেতা।

Card image cap

হৃদরোগে আক্রান্ত অভিনেতা

হৃদরোগে আক্রান্ত বলিউড অভিনেতা টিকু তালসানিয়া। সূত্রের খবর, অত্যন্ত সংকটজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজের রয়েছেন তিনি।থিয়েটার থেকেই অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন টিকু তালসানিয়া। তারপর বলিউডে পা। প্রথম থেকেই কমেডি চরিত্রে অভিনয় করে মন জয় করেছিলেন তিনি। গুজরাটি থিয়েটারে মূলত অভিনয় করতেন টিকু। রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে অভিনয়ে আসেন টিকু।‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘উমর ৫৫ কি দিল বচপন কা’, ‘বোল রাধা বোল’, ‘মিস্টার বেচারা’-তে কমেডি চরিত্রে অভিনয় করে দর্শনকদের মন জিতে নিয়েছিলেন অভিনেতা। টিকু তালসানিয়ার দীর্ঘ ফিল্মি কেরিয়ারে উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘ইশক’, ‘কুলি নম্বর ১’, জোড়ি নাম্বার ১, ‘দেবদাস’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, ‘বিরাসত’। গোবিন্দার সঙ্গে জুটি বেঁধে বহু ছবিতেই মন জয় করেছেন অভিনেতা। সিনেমার পাশাপাশি সিরিয়ালেও অভিনয় করেছেন টিকু। যার মধ্যে জনপ্রিয় হয়েছে ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’, ‘বাকি হ্যায় মেরে ঘোস্ট’। ২০২৪ সালে মুক্তি প্রাপ্ত ‘ভিকি বিদ্যা কা উহওয়ালা ভিডিও’তে অভিনয় করেছেন টিকু তালসানিয়া। এই ছবিতে ছিলেন তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও।

Card image cap

বিস্ফোরক অভিযোগ সোনু নিগমের

সদ্য় ডিভোর্স ঘোষণা করেছেন এ আর রহমান। সেই খবর প্রকাশ্যে আসার পর শুরু হয়েছিল তুমুল বিতর্ক। শোনা গিয়েছিল, সহকর্মীর সঙ্গে পরকীয়ার কারণেই নাকি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন রহমান। তবে এ খবর পরে নসাৎ করেছেন রহমানের আইনজীবী। আর এবার ব্যক্তি রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। যে রহমানের সুরে একাধিক সুপারহিট গান গেয়েছেন সোনু, সেই রহমানকেই বিঁধলেন কটু কথায়।সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমানের প্রসঙ্গ উঠতেই সোনু বললেন, ”রহমান এমন একটা মানুষ, যিনি সম্পর্ক বানান না বা সম্পর্ক তৈরিতেও কোনওরকম আগ্রহও থাকে না। সবার সঙ্গে খুব কম কথাবার্তা বলেন। অন্তত আমার তো আলাপ হওয়ার পর এমনটাই মনে হয়েছে। হয়তো রহমানের চেনা গণ্ডি রয়েছে। যা মধ্যেই নিজেকে মেলে ধরে। স্পষ্ট কথায়, রহমান একেবারেই মিশুকে নয়। কাজ ছাড়া কিছু বোঝেন না। কোনও গসিপেই নেই। রহমান এমনই। উনি নিজেও চান না ওঁর ব্যক্তিগত বিষয়ে কেউ কিছু জানুক। সারাক্ষণ নিজের মতো থাকেন। রহমান খুবই অদ্ভূত।”কয়েক দিন আগে রহমানকে নিয়ে মন্তব্য করেছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্যও। রাতবিরেতে ডেকে গান রেকর্ডিং করার জন্য রীতিমতো রহমানকে কটাক্ষ করেছিলেন গায়ক। তাঁর কথায়,এই ধরনের আচরণকে শিল্পীর ক্রিয়েটিভিটি বলে দোহাই দেওয়া উচিত নয়।

Card image cap

জ্বলছে লস অ্যাঞ্জেলস! বারান্দা থেকে ভিডিও শেয়ার আতঙ্কিত প্রিয়াঙ্কার

প্রকৃতির রুদ্ররোষে হলিউড! জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিনস, ম্যান্ডি মুরেরদের লস অ্যাঞ্জেলসের বাড়ি দাবানলের গ্রাসে। ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্ক সর্বত্র। আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা ঘরবাড়ির ছবি শেয়ার করে একাধিক হলিউড তারকা সোশাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে সেখানে। প্রিয়াঙ্কা চোপড়ার লস অ্যাঞ্জেলসের বাড়ির অনতিদূরের এহেন অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার গভীর রাতে সেই ছবি শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন দেশি গার্ল।প্রিয়াঙ্কা চোপড়া নিজেও এখন আমেরিকাবাসী। বিগত কয়েক বছর ধরেই লস অ্যাঞ্জেলসে নিক জোনাসের সঙ্গে ঘরকন্না পেতেছেন তিনি। পাশাপাশি হলিউডেও তিনি বেশ পরিচিত মুখ। বুধবার রাতে তাঁর বেভারলি হিলসের বাংলো বাড়ির বারান্দা থেকে যে দৃশ্য ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী, তা দেখে শিউড়ে উঠতে হয়! দাউদাউ করে জ্বলছে সর্বত্র। বিধ্বংসী দাবানলে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিক ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানেই তাঁর প্রার্থনা, ‘রাতে যেন আমরা সকলে সুরক্ষিত থাকি।’ অভিনেত্রীর সংযোজন, “এই দাবানল রুখতে যাঁরা প্রথম থেকে লড়াই করছেন, তাঁদের কুর্নিশ। দিন রাত এক করে যাঁরা কাজ করে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনবরত সাহায্য করে চলেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।”আমজনতার পাশাপাশি দাবানলের রুদ্ররোষে পড়েছেন একাধিক হলিউডের তারকা। মার্কিন তারকা প্যারিস হিলটনের মালিবুর বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডজয়ী জেমি লি কার্টিসকেও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। অভিনেত্রী গায়িকা ম্যান্ডি মুরের বাড়িও পুড়ে গিয়েছে। পরিবারকে নিয়ে কোনওমতে রক্ষা পেয়েছেন তিনি। একাধিক মার্কিন তারকার সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে ভয়াবহ দাবানলের ছবি।জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে ইতিমধ্যেই পুড়ে খাক হাজার খানেক বাড়ি। প্রকৃতির রুদ্ররোষে প্রাণ হারিয়েছেন ৫। ঘরছাড়া লক্ষাধিক। এখনও বিভিন্ন জায়গার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া চলছে। জারি রয়েছে জরুরি অবস্থা। লস অ্যাঞ্জেলসের হলিউড হিলসও জ্বলছে আগুনের গ্রাসে। শোনা যাচ্ছে, বিখ্যাত ‘হলিউড’ লেখাটিও নাকি আগুনে পুড়েছে। একাধিক জায়গা থেকে এখনও পর্যন্ত ৭০ হাজার বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। ইতিহাস বলছে, লস অ্যাঞ্জেলসে এটাই সবচেয়ে ভয়ংকর দাবানল।

Card image cap

ভাইরাল রুদ্রনীলের জন্মদিনের ভিডিও

রুদ্রনীল ঘোষের কি বিয়ে হবে না? বিয়ে হবে না রুদ্রনীল ঘোষের? এই প্রশ্ন বহুদিনের। নানা সময়ে নানা রটনা রটেছে। কিন্তু তা এখনও পর্যন্ত ঘটনায় পরিণত হয়নি। সোমবার জীবনের নতুন বছরে পা রাখলেন তারকা। এদিনই তাঁর বিয়ের কামনা করে ফিডিং বোতল দিয়ে পান করানো হল মদ।এদিন নিজের জন্মদিনে জমকালো পার্টির আয়োজন করেন রুদ্রনীল। অতিথি তালিকায় ছিলেন আবির চট্টোপাধ্যায়, শিলাজিৎ, জীতু কমল, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, জিনিয়া সেন, সৃজিত মুখোপাধ্যায়, চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত, সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর মতো ব্যক্তিত্ব। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এসেছিলেন। ছিলেন রূপা গঙ্গোপাধ্যায় অদিতি মুন্সি, রূপাঞ্জনা মিত্র, অনন্যা চট্টোপাধ্যায়, রণজয় বিষ্ণু, ঋষভ বসু, সৌরভ দাস, দর্শনা বণিক।সেখানেই এক অতিথি রুদ্রনীলের জন্য ফিডিং বোতলে মদ ভরে এনেছিলেন। তা দেখেই অভিনেতা বলেন, “বোতল দিয়েছে যাতে আমার বিয়ে হয়, সংসার হয় সেই জন্য।” তারকার কথা শেষ হতে না হতেই ফিডিং বোতলটি দিয়ে মদ্যপান করানো হয়।শোনা গিয়েছে, পদ্মনাভ দাশগুপ্ত নাকি বরের পোশাকের প্রতীক হিসেবে প্রিয় রুডিকে পাজামা-পাঞ্জাবিও দিয়েছেন। রুদ্রনীলের হাত ধরে রূপা গঙ্গোপাধ্যায়কে নাচতেও দেখা গিয়েছে। আবার প্রিয় বন্ধুর অনুষ্ঠানে গানও গেয়েছেন অভিনেত্রী-রাজনীতিবিদ।এর আগে বিয়ে সম্পর্কে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রুদ্রনীল জানান, তিনিও বন্ধু পরমব্রতর মতোই হঠাৎ করে বিয়ে করে ফেলতে চান। প্রায় ১০ বছর ধরে তাঁর বিয়ে করার প্ল্যান রয়েছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অনুরাগীদের কামনা, জীবনের এই নতুন বছরে অভিনেতা তথা রাজনীতিবিদের পাত্রী লাভ হোক।

Card image cap

অস্কারের দৌড়ে ‘পুতুল’

 এক রাস্তা বন্ধ হলে, আরেক রাস্তা ঠিক খুলে যায়। অস্কারে ‘ইতি মা’ গানের সফর শেষ হয়েছে। তবে নতুন করে আশার আলো দেখাল ‘পুতুল’ সিনেমা। সেরা ছবির বিভাগে নির্বাচিত ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি। এই প্রথম কোনও বাংলা সিনেমার এই ক্যাটাগোরিতে সিলেকশন! আবেগের জোয়ারে ভাসলেন পরিচালক।অস্কার কমিটির থেকে ই-মেল পেয়েই ইন্দিরার দিন শুরু হয়। পরিচালকের কথায়, “আমার ছবি, আমার কাজ, আমার পরিচালনা, আমার লেখাকে পছন্দ করার জন্য দ্য অ্যাকাডেমি আর পুরো অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ। সেরা ছবির ক্যাটাগোরিতে সিলেক্ট করা হয়েছে প্রতিযোগিতার জন্য। অ্যাকাডেমি ওয়েব সাইটে এখন সেটা বেরিয়ে গিয়েছে এটা সবথেকে বড় ভ্যালিডেশন। আমি খুব খুশি, খুব ভুল যদি না করি প্রথমবার কোনও বাংলা ছবি সেরা ছবির ক্যাটাগোরিতে সিলেকশন পেল। যেটা ওয়েব সাইটেও আছে। আর একটা ক্যাটাগোরি পেল। বাংলা, দেশ ও সারা বিশ্বের মিডিয়ার কাছে আর অবশ্যই আমার টিমের কাছে কৃতজ্ঞ।”অত্যন্ত পরিশ্রম করে মুমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়দের নিয়ে ‘পুতুল’ সিনেমা তৈরি করেছেন ইন্দিরা। নবাগত পরিচালকের ছবিতে সুর সাজিয়েছেন সায়ন গঙ্গোপাধ্যায়। সম্পাদনা অর্ঘ্যকমল মিত্র। নিজের সংগ্রামের কথা জানিয়ে পরিচালক বললেন, “খুব কষ্ট করে সিনেমাটা বানিয়েছি। প্রযোজনা, পরিচালনা করেছি। কোনও বড় প্রযোজকের সাহায্য ছিল না। আমি খুব খুশি যে অস্কার কমিটি মেম্বার্সদের আমার কাজ ভালো লেগেছে। এই যে বাংলা ছবিকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে পেরেছি, তাও আবার একজন নবাগত পরিচালক হিসেবে, এটা আমার কাছে একটা বড় ব্যাপার।”সারা বিশ্বের সেরা দুশো সিনেমার মধ্যে ‘পুতুল’। এটাই তো পাওনা। ইন্দিরা বললেন, “দেশে-বাইরে অনেক ছবি রিলিজ হয়, আমার এটাই পাওনা যে ছবিটা একটা সুন্দর জায়গা পেল। তার স্বীকৃতি পেল। আর অস্কার এপিটোম অফ ফিল্মস। এমন জায়গা থেকে ছবি একটা মার্জিত সম্মান পেল। প্রিমিয়ারেও ছবিটা দেখে সবাই বলেছিল এটা পাওয়া উচিত। আমি খুব খুশি যে এটা পেল।”

Card image cap

উদিত নারায়ণের আবাসনে ভয়ংকর আগুন

 সঙ্গীতশিল্পী উদিত নারায়ণের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত আর এক। এমন খবরই পাওয়া গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও। তাতে বিল্ডিংয়ের একাংশ দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে। কিন্তু গায়ক কেমন আছেন?এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন উদিত। জানান, তিনি সুস্থ আছেন। তাঁর কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মুম্বইয়ে অন্ধেরি ওয়েস্টের ওই আবাসনের ‘A’ বিভাগে তাঁর ফ্ল্যাট। আগুন লেগেছিল ‘B’ বিভাগে। সঙ্গীতশিল্পী জানান, সোমবার রাত নটা নাগাদ আগুন লাগার খবর পান তিনি। সঙ্গে সকলে মিলে আবাসনের নিচে নেমে আসেন। ঘণ্টা কয়েক পরে আগুন নেভার খবর পান। তারপর ফ্ল্যাটে ফেরেন।কিন্তু আগুন লাগল কীভাবে? দুটি কারণের কথা শোনা যাচ্ছে। এক পক্ষের দাবি, কোনও বৈদ্যুতীন সরঞ্জাম খারাপ হয়েই বিপত্তি। আরেক পক্ষের বক্তব্য, কোনও ফ্ল্যাটে প্রদীপ জ্বালানো হয়েছিল। প্রদীপের শিখা থেকে জানলার পর্দায় আগুন লেগে যায়। তাতেই ভয়াবহ কাণ্ড ঘটেছিল। ‘B’ বিভাগে রাহুল শর্মা নামে এক ব্যক্তির দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে খবর। তাঁর এক আত্মীয় আহত।প্রসঙ্গত, গত বছরের শেষে গায়ক শানের আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। বান্দ্রা ওয়েস্ট এলাকায় শানের আবাসন। স্থানীয় সূত্রে খবর, রাত পৌনে দুটো নাগাদ সেখান থেকে দমকল দপ্তরে খবর যায়। জানানো হয়, আবাসনে আগুন লেগে গিয়েছে। সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দেয় দমকলের ১০টি ইঞ্জিন। আবাসনে পৌঁছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দেখতে পান, সাত তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনের ফুলকিও দেখা যাচ্ছে। ঘটনায় একজন আহত হয়েছিলেন। তবে শান ও তাঁর পরিবারের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর।

Card image cap

আচমকা হাসপাতালে কিয়ারা!

শনিবার সকালে আচমকাই হাসপাতালে গেলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী। সূত্রের খবর, কিয়ারা হাসপাতালে যাওয়ার কারণে বাতিল হয়েছে তাঁর নতুন সিনেমা ‘গেম চেঞ্জার’-এর সব প্রচার অনুষ্ঠান। কিয়ারার মুখপাত্র তরফ থেকে জানানো হয়েছে, ”হাসপাতালে ভর্তি হননি কিয়ারা। কাজের চাপ বাড়ায়, হঠাৎ করে দুর্বল অনুভব করেন তিনি। সেই কারণে চিকিৎসকরা কিয়ারাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ”বড়দিনের সময় স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছিলেন কিয়ারা। সেই ছবি দেখেই রটেছিল কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা। এমনকী, সেই ছবিতে অনুষ্কা শর্মার মতো পলকা ডটের পোশাক পরায় ট্রোলও হয়েছিলেন তিনি। তবে সেই গুঞ্জনে মুখ খোলেননি সিদ্ধার্থ বা কিয়ারা কেউই।‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। বলিউডের হ্যান্ডসাম হিরোকে মন দিয়ে বসেন অভিনেত্রী। গত বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন দু’জন। বিয়ের পর আগে হাতের কাজ মিটিয়েছিলেন দুই তারকা। তারপর গিয়েছিলেন মধুচন্দ্রিমায়। সেখান থেকে ফিরে এসেই নায়ক কার্তিক আরিয়ানের ‘সত্য প্রেম কি কথা’ সিনেমার প্রচার শুরু করেন কিয়ারা। ছবিও হয় সুপারহিট। ইতিমধ্যেই ফারহান আখতারে ‘ডন থ্রি’ ছবি সই করেছেন কিয়ারা। তবে সেই ছবির শুটিং এখনও শুরু হয়নি। এরই মাঝে দক্ষিণী সুপারস্টার রামচরনের সঙ্গে ‘গেম চেঞ্জার’ শেষ করেন। গত কয়েকদিন ধরে এই ছবিরই প্রচার করছিলেন কিয়ারা। তারই মাঝে এমন বিপত্তি।

Card image cap

অরুণ রায়ের শেষকৃত্যে দেব-রুক্মিণী

শুধু বন্ধু নয়, এ যেন দেব-রুক্মিণীর কাছে প্রিয়জন বিয়োগ। নতুন বছরের দ্বিতীয় দিনে কাছের মানুষকে হারিয়ে শোকবিহ্বল টলিউড জুটি। তাই তো বন্ধু অরুণ রায়ের শেষযাত্রাতেও শামিল হলেন দেব এবং রুক্মিণী মৈত্র। পরিচালককে যে শববাহী গাড়িতে করে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে, সেই গাড়ি থেকেই নামতে দেখা গেল টলিউড জুটিকে।বৃহস্পতিবার নতুন বছরের দ্বিতীয় দিনে আচমকাই এক দুঃসংবাদে ঘুম ভাঙল টলিপাড়ার। প্রয়াত অরুণ রায়। গত দেড় বছর ধরে কর্কট রোগের সঙ্গে যোদ্ধার মতো লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। দেবকে নিয়ে ‘বাঘা যতীন’ সিনেমা শুটিং করার সময়েই অরুণের মারণরোগ ধরা পড়ে। তবে শরীরে ক্যানসার থাবা বসালেও দমে যাননি তিনি। ‘বাঘা যতীন’-এর শুটিং শেষ করে ‘অরণ্যের দিনরাত্রি’র কাজও শেষ করেছেন। তবে ‘পলাশির যুদ্ধ’ ছবির কাজ শেষ না করেই পরপারের উদ্দেশে রওনা হলেন অরুণাভ রায়চৌধুরী। ‘বাঘা যতীন’ করার সময় থেকেই দেব-রুক্মিণীর সঙ্গে তাঁর বন্ধুত্ব গাঢ় হয়। পরিবারের সদস্যের মতোই ছিলেন তাঁদের কাছে অরুণ। তাই শেষযাত্রাতেও কাছের মানুষের মতোই পরিচালকের শেষকৃত্যে হাজির হলেন দেব-রুক্মিণী। এদিন বিকেলে কেওড়াতলা শ্মশানে শববাহী গাড়ি থেকে নামতে দেখা যায় জুটিকে।বৃহস্পতিবার সকালে অরুণ রায়ের প্রয়াণের খবর শুনে সোশাল মিডিয়ায় তাঁদের এক আড্ডার মুহূর্ত শেয়ার করে বেশি বাক্য বিনিময় করেননি দেব। ভগ্নহৃদয়ে শুধু লিখেছেন- বড্ড তাড়াতাড়ি চলে গেলে বন্ধু। তবে এদিন একাধিক কাজ শিডিউলে থাকলেও সব বাতিল করে অরুণ রায়কে নিয়ে গেলেন কেওড়াতলা শ্মশানে। সঙ্গী রুক্মিণী মৈত্র। প্রিয় অরুণদার প্রয়াণে শোকাহত রুক্মিণী মৈত্র লিখলেন, ‘আমি সবসময় তোমাকে ভালোবাসব। তুমি আমার হিরো। হিরোর মতো শেষ পর্যন্ত লড়ে গিয়েছো। তোমার সব কথা রাখব অরুণদা, কথা দিলাম। তোমার হিরোইন তোমাকে কথা দিচ্ছে। তবে সত্যি বলি, না ছেড়ে গেলেই পারতে…’। অভিনেত্রীর কাছে অরুণ রায় ছিলেন শিক্ষকের মতোই। তাই শোক সামলে তিনিও দেবের সঙ্গে পৌঁছে গিয়েছেন শেষকৃত্যে। টলিপাড়া থেকে দেখা গেল প্রেমেন্দু বিকাশ চাকীকেও। সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ, সুদীপ্তা চক্রবর্তী, বিরসা দাশগুপ্তরা।