বয়সের তারতম্ম রেখেই দিদি নাম্বার ১ এ আসলেন স্রুতি ও সোরনেন্দু
২০২৩ সালের জুলাই মাসে আইনি বিয়ে করেন শ্রুতি দাস আর স্বর্ণেন্দু সমাদ্দার। নিজের প্রথম ধারাবাহিক ত্রিনয়নী-র পরিচালকেরই প্রেমে পড়েন অভিনেত্রী। বছর চারেকের প্রেমপর্বের পর, গ্রহণ করেন একে-অপরকে স্বামী আর স্ত্রী হিসেবে। আর এবার বিয়ের পর প্রথমবার তাঁদের একসঙ্গে দেখা গেল দিদি নম্বর ১-এর মঞ্চে।
স্বর্ণেন্দুকে সামনে পেয়েই রচনার প্রশ্ন, 'বউ হিসেবে শ্রুতি কেমন?' আর তাতে স্বর্ণেন্দুর জবাব 'ছোট'। বললেন, 'আমি ওকে বলি বাচ্চা বউ। ছেলেমানুষি এখনও যায়নি। সমস্যা, সফলতা একসঙ্গে কাটাতে কাটাতে মানুষ যেমন অভিজ্ঞতা সঞ্চার করে, আমি বলি ওরও সবই হবে ধীরে ধীরে। একসঙ্গে থাকতে থাকতে আমরা একে-অপরকে শেখাই। ও যেমন আমাকে শিখিয়েছে সেভিংস-এর গুরুত্ব। আমি যেমন এতদিন ভাবতাম, যা আছে খরচা করে নাও। কাল কে দেখেছে। তবে ও এখন আমাকে শিখিয়েছে, কালকের জন্য ভাবতে হয়। এমার্জেন্সির জন্য।'
এবার শ্রুতি জানালেন তাঁর সেই মজার অভ্যেসখানি। বলেন, 'ধরো আমি একদিন স্বপ্নে দেখলাম, আমার কোনও মেয়েকে পছন্দ না, যার সঙ্গে ওর একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তার খুব খেয়াল রাখছে। এবার আমি ঘুম থেকে উঠে ঝগড়া করব, কেন ওর সঙ্গে কথা বলছিলে। ও অবাক, কার কথা বলছ? নাম শুনে বলবে, আমিও তো এত ভাবি না, যত তুমি ভাবো ওর কথা!'
প্রসঙ্গত, দুজনের বয়সের ফারাক ১৪ বছর। গত বছর জুলাই মাসে বিয়ের পর এই পার্থক্য নিয়ে কতই না কটাক্ষ শুনতে হয় দম্পতিকে। আর এবার নিজেরাই তা নিয়ে করলেন মস্করা।
কদিন আগে প্রথম জামাইষষ্ঠী খাবার ছবি-ভিডিয়োও শেয়ার করে নিয়েছিলেন শ্রুতি। অভিনেত্রীর মা-বাবা জামাইকে খাইয়েছিল বিরিয়ানি। অন্য দিকে, স্বর্ণেন্দুর মা অবশ্য দিয়েছিলেন বউমা ষষ্ঠী। নতুন বস্ত্র, আশীর্বাদ, পাখার হাওয়া, হাতে হলুত সুতো বাঁধা, সব নিয়ম মেনে বউমার জন্য পালন করেছিলেন ষষ্ঠীর পুজো।
Published on 2024-06-17 10:43 PM