CATEGORY state:

Card image cap

১৮ বছর পর ফের শনির চন্দ্রগ্রহণ, কোন কোন রাশি এতে শুভ ফল পাবে?

এবার ভারতেও শনির চন্দ্রগ্রহণ দৃশ্যমান। ১৮ বছর পর ভারতে এমন অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এটি ২৪ ও ২৫ শে জুলাই মধ্যবর্তী রাতে কয়েক ঘণ্টার জন্য দৃশ্যমান হয়েছে। এই জ্যোতির্বিজ্ঞানের ঘটনাটিকে বিজ্ঞানীরা শনির লুনার অকাল্টেশন বলে অভিহিত করেছেন। বলা হয়, শনির এই চন্দ্রগ্রহণে চাঁদ শনিকে তার আড়ালে লুকিয়ে রাখে।


তাই এমন নামকরণ।


জ্যোতিষবিদরা জানান, শনিদেবের এই চন্দ্রগ্রহণ কিছু মানুষের জন্য শুভ হতে পারে। আবার অন্যদের জন্য খুবই বেদনাদায়ক হতে পারে। তবে কিছু রাশিতে শনিদেবের কৃপায় চন্দ্রের দোষ দূর হবে। কিছু রাশির চিহ্নকে সামনের সময়ে সতর্ক থাকতে হবে। বিজ্ঞানীরা বলছেন, শনিদেব চাঁদের আড়ালে লুকিয়ে থাকার কারণে চাঁদের প্রান্ত থেকে শনির বলয় দেখা যাবে। শনি যখন চাঁদের পিছনে লুকিয়ে থাকে, তখন চাঁদের দিক থেকে শনির বলয় দেখা যায়। সারা বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীরা এবং বৈজ্ঞানিকরা গবেষণার জন্য এই ঘটনার জন্য অপেক্ষা করছেন।


এটি ২৪শে জুলাই দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হয়ে ধীরে ধীরে বাড়ে। ১৫ মিনিটের পরে ১টা ৪৫ মিনিটে চাঁদ পুরোপুরি শনিকে ঢেকে ফেলে। বিজ্ঞানীদের মতে, সাধারণত সূর্যগ্রহণের পর একটি চন্দ্রগ্রহণ হয়। তবে এই ধরনের বিরল জ্যোতির্বিদ্যার ঘটনা প্রতি কয়েক বছর পর পর দেখা যায়।


এই চন্দ্রগ্রহণ দক্ষিণ-পূর্ব এশিয়া, পশ্চিম প্রশান্ত মহাসাগর, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং ভারতসহ ইউরোপের কিছু অংশে এই দৃশ্য দেখা গিয়েছে। কিন্তু এই গ্রহণ কিছু রাশিতে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলবে। চলুন জেনে নেওযা যাক, কোন কোন রাশির উপর কী প্রভাব পড়বে-


মেষ, কর্কট, তুলা, বৃষ ও মকর রাশির ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ নেতিবাচক প্রভাব ফেলবে। মেষ, কর্কট, তুলা ও মকর রাশির জাতকদের এই সময়ে মানসিক চাপ, উদ্বেগ এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে। কর্মজীবনে বাধা আসতে পারে এবং আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে।


তবে বৃষ রাশির জাতকদের পরিবারে কলহ ও উত্তেজনার পরিস্থিতি হতে পারে। তবে চাকরি পরিবর্তন বা পদোন্নতি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।


এদিকে মিথুন, কন্যা এবং ধনু রাশির জন্য এই গ্রহণ শুভ হবে। শিক্ষা ও কর্মজীবনে সাফল্য পেতে পারেন। এছাড়াও আর্থিক লাভ এবং ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যও ভালো থাকার সম্ভাবনা রয়েছে।




অন্যদিকে সিংহ এবং মীন রাশির জাতকরা সন্তান-সম্পর্কিত উদ্বেগ, প্রেমের সম্পর্কের সমস্যা এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ফেলতে পারে। তবে কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনাও রয়েছে। মীন রাশির জাতকদের জন্য আধ্যাত্মিকতা এবং আর্থিক লাভের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মজীবনেও উন্নতির সম্ভাবনা রয়েছে।


এই চন্দ্রগ্রহণে বৃশ্চিক ও কুম্ভ রাশির জাতক জাতিকাদের গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। তাদের স্বাস্থ্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা সামাজিক জীবনের সাথে সম্পর্কিত সুবিধা পেতে পারেন।

Card image cap

সরকারি হাসপাতালে ভাইকে দেখতে গিয়ে জুটল মার,

ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের কর্মী ও নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় আটক দুই নিরাপত্তারক্ষী। ঘটনাটি ঘটেছে কল্যাণী হার্ট স্পেশালিটি গান্ধী হাসপাতালে।


জানা গিয়েছে, হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলেন বিধান নগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্তকুমার বালা।


তাঁর আদি বাড়ি নদিয়ার তেহট্টে। জানা যায়, শুক্রবার হাসপাতালে বেতাই থেকে উকিল বালা নামে এক যুবক চিকিৎসার জন্য ভর্তি হন। তিনি ডেপুটি মেজিস্ট্রেটের নিজের ভাই। এরপর শনিবার সকালে অসুস্থ যুবককে দেখতে তাঁর পরিবারের সদস্যরা সেখানে পৌঁছন খাবার নিয়ে। অভিযোগ, হাসপাতালের ভিতরে ঢুকতে গেলে বাধার মুখে পড়েন তারা। বচসা বাধে উভয়পক্ষের।


অভিযোগ, এরপর সুশান্তবাবুর একভাইকে ধরে হাসপাতালের গ্রুপ-ডি কর্মীরা মারধর করেন। ভাইকে ঠেকাতে এগিয়ে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তাকেও মারধর করা হয় বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুই পুলিশ আধিকারিক। দুই নিরাপত্তারক্ষীকে আটক করে তারা। সুশান্তকুমার বলেন, “আমার ভাই হাসপাতালে ভর্তি আছে। ওকে দেখতে এসে আমার এই অবস্থা। এর বেশি আর কিছু বলব না। আমার চোট লেগেছে।” অভিযুক্ত এক নিরাপত্তারক্ষী বলেন, “আমাদের মেরেছে। আমরা কিছু করিনি।”

Card image cap

নীতি আয়োগ নিয়ে মিথ্যা বলে নাটক করছেন মমতা! সবই পূর্ব পরিকল্পিত!

নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। তবে তিনি বলেছেন বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। এছাড়াও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিথ্যা বলছেন।


এবার এই বিষয়টিকে নাটক বলে উল্লেখ করে ভিডিও সামনে আনলেন শুভেন্দু অধিকারী। ক্যাপশনে লিখেছেন, "নাটকটি প্রকাশের একদিন আগে "ওয়াকআউট স্ক্রিপ্ট" ফাঁস হয়ে যায়। তাও অভ্যন্তরীণ অ্যাক্সেস সহ একটি নির্ভরযোগ্য উৎস দ্বারা:-" ভিডিওটিতে এক নেতাকে মমতা ব্যানার্জি ওয়াক করবেন বলে পূর্বেই বলতে শোনা যায়।


Card image cap

সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ লোকাল

শিয়ালদহ ডিভিশনের নৈহাটি-ব্যান্ডেল শাখায় চলছে রক্ষণাবেক্ষণের কাজ। বাতিল একাধিক ট্রেন। তার জেরে সপ্তাহান্তেও চরম নাকাল হতে হচ্ছে রেল যাত্রীদের। চিকিৎসার জন্য হোক বা প্রয়োজনীয় কাজে যেতে গিয়ে হয়রানির শিকার  যাত্রীরা। যা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে।

শনিবার রাত থেকে কাজ চলছে নৈহাটি-ব্যান্ডেল লাইনে। তার জেরে মেন লাইনে বাতিল রয়েছে একাধিক ট্রেন। পর পর ট্রেন বাতিল থাকায় চাপ বেড়েছে পরে ট্রেন গুলিতে। যেমন, সকাল ৬.০৫-এর  রানাঘাট থেকে শিয়ালদহগামী রানাঘাট লোকাল বাতিল ছিল। তার পরে  শান্তিপুর থেকে শিয়ালদহগামী ট্রেনটিও বাতিল। পরবর্তী ট্রেন গেঁদে-মাঝেরহাট লোকাল আসে প্রায় ৩০ মিনিটের ব্যবধানে। তার জেরে ভিড় জমে যায় স্টেশনে। এই চিত্র শুধু রানাঘাট বা শান্তিপুর নয় মেন লাইনে সব স্টেশনেই।
ক্ষোভ উগড়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক যাত্রী বলেন, “শনি-রবিবার হলেই এদের কাজ শুরু হয়ে যায়। সব যাত্রীদের কথা মাথায় রাখা উচিত। সরকারি চাকরিজীবীদের ছুটি। তাছাড়া অনেক জায়গায় তো কাজ হয়। পর পর ট্রেন বাতিল থাকলে তো পরেই ট্রেনে চাপ বাড়বেই।”
২৬ তারিখ রেল সূত্রে জানা গিয়েছিল, নৈহাটি-গড়িফা ও নৈহাটি-ব‌্যান্ডেলের আপ লাইনে যাত্রী সুরক্ষা জন‌্য লাইন রক্ষণাবেক্ষণের কারণে শনিবার রাত সাড়ে এগারোটা থেকে রবিবার সকাল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। আটঘণ্টার এই কাজে বাতিল একাধিক ট্রেন। দূরপাল্লার ট্রেনগুলিও দেরিতে চলবে। 

Card image cap

মদের দাম বাড়ছে রাজ্যে!

সদ্য নতুন বাজেট পেশ হয়েছে কেন্দ্রে। তার পরই রাজ্যে বাড়ছে মদের। সূত্রের খবর, বিয়ার ও বিদেশে তৈরি মদের দাম বাড়ছে রাজ্যে। অগাস্টের মাঝামাঝি থেকেই দাম বাড়াতে চলেছে আবগারি দফতর। আবগারি শুল্ক বাড়ানোর জন্যই মূলত দাম বাড়বে মদের।


আবগারি শুল্ক বাড়ানো হবে ন্যূনতম ২০ টাকা। ইতিমধ্যেই আবগারি দফতরকে মদের উপর শুল্ক বাড়ানোর অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দফতর।


আবগারি শুল্ক বাড়ার পাশাপাশি মদ প্রস্তুতকারক সংস্থাগুলিও দাম বাড়াতে চায়। এই কারণে আগামী দিনে অনেকটাই দাম বাড়তে চলেছে মদের।


২০২৩-২৪ অর্থবর্ষে মদ বিক্রি করে রেকর্ড আয় করেছে রাজ্য। ১৮ হাজার কোটি টাকা এসেছে মদ থেকেই। সব থেকে বেশি আয় হয় বিদেশে প্রস্তুত মদ থেকে। সেই আয় ও বাড়াতে চায় রাজ্য। আবগারি শুল্ক বৃদ্ধির ফলে আয় আরও বাড়বে বলে মনে করছে আবগারি দফতর। শুধুমাত্র বিয়ার ও বিদেশে প্রস্তুতকারক মদের ওপরই আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত।

Card image cap

নবীন পট্টনায়েক মমতা কে চিঠি দিলেন

ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা নবীন পট্টনায়েক বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি লিখেছেন। কী আছে সেই চিঠিতে?


সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বৃষ্টির জেরে ওড়িশার বাজারে আলুর যোগান কিছুটা কম রয়েছে। এর জেরে কৃত্রিম একটা দাম বৃদ্ধি হচ্ছে ওড়িশার বাজারে।


এর জেরে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। আমি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে বাংলা-ওড়িশা সীমান্তে আলুর ট্রাকের লম্বা লাইন রয়েছে। আমি আপনাকে অনুরোধ করছি আপনি এনিয়ে হস্তক্ষেপ করুন যাতে আলুর যোগান ঠিকঠাক হয়।


এদিকে বাংলাতেও আলুর দাম কম কিছু নয়। আলুর দাম এখনও কলকাতার বাজারে ৩৫ টাকা থেকে ৪৫ টাকার মধ্যে ঘোরাফেরা করছে. এর জেরে আলু কিনতে গিয়ে মহা সমস্য়ায় পড়ছেন সাধারণ মানুষ। তবে সম্প্রতি আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে সমস্যা আরও বেড়েছিল। সেই সমস্যা বর্তমানে কিছুটা কমেছে। কিন্তু তারপরেও আলুর দাম যে কমে গিয়েছে এমনটা নয়।


নবীন পট্টনায়ক লিখেছেন, আপনি জানেন যে আমাদের একটা অপরিহার্য সবজি হল আলু। কিন্তু বৃষ্টির জেরে আলুর যোগান কিছুটা কমে গিয়েছে।


নবীন লিখেছেন, আগের একাধিক এই ধরনের পরিস্থিতিতে আপনি যে ভূমিকা নিয়েছিলেন তাতে আমাদের এখানকার বাসিন্দারা আপনার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা দেখিয়েছিলেন। ওড়িশা আর বাংলার মধ্য়ে একটা সাংস্কৃতিক বন্ধন রয়েছে। আমরা সকলেই মহাপ্রভূ জগন্নাথদেবের ভক্ত। এরপরই তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হস্তক্ষেপ চান।


এদিকে এই চিঠি পাওয়ার পরে বাংলার মুখ্য়মন্ত্রী কী পদক্ষেপ নেন সেটাই দেখার।


এদিকে বাংলার আলু ব‌্যবসায়ীরা আগেই অভিযোগ তুলেছিলেন, বাজারে জোগান বাড়িয়ে আলুর দাম কমাতে গিয়ে লিখিত নির্দেশ ছাড়াই আলুবোঝাই ট্রাক রাজ্যের নানা সীমান্তে আটকে রাখা হচ্ছে। তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাকে। কর্মবিরতির জেরে মঙ্গলবার থেকে খুচরো বাজারে আলুর দাম বাড়তে থাকে। রাজ্যের বাজারগুলিতে কোথাও ৪০ টাকা কোথাও কিলো প্রতি ৫০ টাকা দাম উঠে যায়। আর তাতেই সমস্যায় পড়েন সাধারণ মানুষ।


তবে আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সম্পাদক লালু মুখোপাধ্যায় বুধবার বলেছিলেন, 'বৃহত্তর স্বার্থে ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। আমরা রাজ্য সরকারের পাশে আছি। তবে রাজ্য থেকে যে আলু বাইরে যায় তা রফতানির বিষয়টিও যেন রাজ্য সরকার খেয়াল রাখে। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। বিবেচনা করে দেখবেনও বলেছেন। আমরা আমাদের দাবি লিখিত আকারে রাজ্য সরকারের কাছে জানাচ্ছি।'‌

Card image cap

পিছিয়ে গেল দিল্লি সফর, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা?

শেষ মুহূর্তে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু সূত্রের খবর, শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন তিনি। শোনা যাচ্ছে, শুক্রবার দিল্লি যেতে পারেন মমতা। তবে, এ বিষয়ে চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। আগামী ২৭ জুলাই দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। তাতে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সব রাজ্যের মুখ্যমন্ত্রীর তাতে অংশ নেওয়ার কথা। যাওয়ার কথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তার আগে দলের সাংসদদের সঙ্গে বৈঠকেরও কর্মসূচি ছিল শুক্রবার। দিল্লিতে একটি মিট দ্য প্রেস কর্মসূচিও ছিল তাঁর। কিন্তু মুখ্যমন্ত্রী শেষ মুহূর্তে সফর পিছিয়ে দিলেন। বৃহস্পতিবার দিল্লি গেলেন না তিনি। শুক্রবার যাবেন কিনা, সেটাও নিশ্চিত নয়।
এখন প্রশ্ন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কি না? এর আগে বহুবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা। তিনি নিজে না গিয়ে অমিত মিত্রকে পাঠিয়েছেন। তাঁর বরাবরের অভিযোগ, নীতি আয়োগে রাজ্যের কথা শোনা হয় না। বাংলার নাম নিচের দিকে থাকায় অনেক সময় বলতেও দেওয়া হয় না।  কিন্তু এবার পরিস্থিতি আলাদা। কেন্দ্রের কাছে রাজ্যের বহু টাকা বকেয়া। একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাছাড়া আগের চেয়ে অনেক দুর্বল নরেন্দ্র মোদির সরকার। মমতা নিজে নীতি আয়োগের বৈঠকে গিয়ে এই দুর্বল মোদি সরকারের উপর চাপ সৃষ্টি করলে রাজ্যের বকেয়া সমস্যার খানিকটা সুরাহাও হতে পারে।
এদিকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বাজেট নিয়ে আবার নয়া বিতর্ক তৈরি হয়েছে। বাজেটে এনডিএর দুই শরিক দলকে ঢেলে উপহার দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং বিহারের তুলনায় অন্য প্রায় সব রাজ্যই ব্রাত্য। যার প্রতিবাদে ইন্ডিয়া জোটের শরিকগুলি নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন। ইন্ডিয়া জোটের দখলে থাকা কর্নাটক, কেরল, তেলেঙ্গানা, তামিলনাড়ু, দিল্লি, পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরা জানিয়েছেন, তাঁরা ওই বৈঠকে যাবেন না।

Card image cap

জোড়া খুনে চাঞ্চল্য রানাঘাটে!

রানাঘাটের আনুলিয়াতে আতঙ্ক ছড়াল জোড়া খুনের ঘটনায়। মৃত সুমন চক্রবর্তীর পরিবারের দাবি, কেউ বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করেছে তাঁকে এবং তাঁর গাড়ির চালককে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ঠিক কী হয়েছিল? বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ চালককে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন গাড়ির মালিক সুমন চক্রবর্তী। কিন্তু সন্ধ্যায় ওই ব্যক্তি এবং গাড়ির চালক রূপক দাসের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দেহ দুটি উদ্ধার করে স্থানীয় রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই দুজন দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় মোবাইলে যোগাযোগ করে দুজনের পরিবার। কিন্তু বার বার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি তাঁদের সঙ্গে। এর পরই উদ্ধার হল তাঁদের ক্ষতবিক্ষত দেহ। দুজনকেই কুপিয়ে খুন করা হয়েছে। তাঁদের শরীরের একাধিক জায়গায় কোপানোর চিহ্ন পেয়েছে পুলিশ। পাশাপাশি দুজনেরই মাথায় গুরুতর আঘাতও লেগেছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা।
স্থানীয় বাসিন্দা আশিস মজুমদার জানান, ”কেউবা কারা বাইরে থেকে মেরে এনে এখানে ফেলে দিয়ে গিয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে, ধারালো কোনও কিছু দিয়ে কোপানো হয়েছে। দুজনের মাথাতেই ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। রক্ত দলা বেঁধে রয়েছে।” কারা রয়েছে এই হত্যাকাণ্ডের পিছনে? ব্যবসায়িক প্রতিপক্ষ ছাড়া আর কোনও বিশেষ শত্রু সুমন চক্রবর্তীর ছিল কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত সুমনের আত্মীয় রূপক চক্রবর্তীর দাবি, সুমনের কোনও ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা তা তাঁদের অজানা। স্বাভাবিক এমন এক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুই পরিবারে নেমেছে শোকের ছায়া। তবে তাঁরা জানাচ্ছেন, প্রাথমিক শোকের ধাক্কা সামলে উঠে পুলিশকে সর্বতোভাবে সহায়তা করবেন তাঁরা, যাতে দ্রুত অপরাধীরা ধরা পড়ে।

Card image cap

আগামী ১ ঘণ্টায় কলকাতা-সহ ২ চব্বিশ পরগনায় ধেয়ে আসছে বৃষ্টি

আকাশজুড়ে কালো মেঘ ঘনিয়ে এসেছে। যে কোনও মুহূর্তেই বৃষ্টি হতে পারে কলকতায়। সেরকমই সম্ভবনার কথা বলল আলিপুর আবহাওয়া দফতর। জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়।


হাওয়া অফিসের তরফে বলা হয়েছে আগামী এক ঘণ্টার মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুত্-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।


বজ্রপাতের সতর্কতা জানাল হাওয়া অফিস। এনিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


এদিকে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে ঝাড়খণ্ডে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি ঝুঁকে রয়েছে দক্ষিণের জেলাগুলির দিকে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। এর প্রভাবেই রাজ্য জুড়ে চলবে বৃষ্টি। ঝাড়খন্ড থেকে ক্যানিং পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। গত ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার এই মরশুমে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে। ৮৫.৪ মিলিমিটার।


উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হবে আজ এবং কাল। শনিবারের পর উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ও আগামিকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিকতে ভারী বৃষ্টি হতে পারে।


এদিকে বর্ষার মরশুম চললেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। বলা হচ্ছে ১০ জুন থেকে আজ ২৫ জুলাই পর্যন্ত রাজ্যে মোট বৃষ্টির ঘাটতি ১১ শতাংশ। এরমধ্যে দক্ষিণবঙ্গে ঘাটতি ৪৬ শতাংশ। উত্তরবঙ্গে ৪৭ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে।

Card image cap

কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যা

কালীঘাট মেট্রো স্টেশনের লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। তার জেরে বিঘ্নিত হল মেট্রো পরিষেবা। বুধবার রাত ৯ নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে ডাউন লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিকই রয়েছে। এর ফলে রাতে বাড়ি ফেরার পথে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।


জানা গিয়েছে এদিন রাত ৯টা ১৩ মিনিটে কালীঘাট মেট্রো স্টেশনে দক্ষিনেশ্বরগামী মেট্রোটি ঢোকার সময়ে ঘটনাটি ঘটে। ডাউন লাইনে ঝাঁপ দেন এক যাত্রী। যার জেরে দ্রুত বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা।

Card image cap

ধর্মঘট প্রত্যাহার আলু ব্যবসায়ীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রী বেচারাম মান্নার হস্তক্ষেপে মিলল সমাধান সূত্র। আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার। বুধবার রাত থেকে হিমঘর থেকে শুরু হবে আলু সরবরাহ। তার ফলে বৃহস্পতিবার থেকে বাজারে আলুর জোগানের ঘাটতি স্বাভাবিক হবে বলেই আশা। কমতে পারে আলুর দামও। 

ব‌্যবসায়ীদের অভিযোগ, বাজারে জোগান বাড়িয়ে আলুর দাম কমাতে গিয়ে কোনও রকম লিখিত নির্দেশ ছাড়াই আলুবোঝাই ট্রাক রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে রাখা হচ্ছে। আর তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে। ব‌্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতির জেরে মঙ্গলবার থেকে খুচরো বাজারে আলুর দাম বাড়তে শুরু করে। আলুর জোগানেও টান পড়তে শুরু করে। মাথায় হাত পড়ে মধ্যবিত্ত গৃহস্থের।
মঙ্গলবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আলুর দাম নিয়েও আলোচনা হয়। গোটা পরিস্থিতি মোকাবিলায় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণণমন্ত্রী বেচারাম মান্নাকে উদ্যোগী হতে বলেন। সূত্রর খবর, বৈঠকে মমতা জানিয়ে দেন কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করা হবে। কোনও ক্রাইসিস যেন না হয়। আর যতদিন না আলুর দাম কমবে, ততদিন ভিনরাজ্যে আলু রপ্তানি করা যাবে না। এর পর বুধবার হুগলিতে বেচারাম মান্না বৈঠকে বসেন। তাঁর হস্তক্ষেপে উঠল প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ধর্মঘট। তার ফলে বুধবার রাত থেকেই হিমঘর থেকে আলু সরবরাহ শুরু হবে। আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারে বৃহস্পতিবার থেকে জোগানের ঘাটতি স্বাভাবিক হবে বলেই আশা। কমবে আলুর দাম।

Card image cap

কিছুক্ষণেই আবহাওয়ার বড় বদল! তুলকালাম বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের এই সব জেলায়

আজও উত্তাল রয়েছে সমুদ্র। উপকূলবর্তী অঞ্চলে চলছে ভারী বৃষ্টি। সেই সঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা আকাশ। এরই মাঝে ঝড়-বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।


ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে 


বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমানে। পাশাপাশি কলকাতাতেও বৃষ্টি চলবে। তবে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ বৃষ্টি চলবে।


আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, বর্তমানে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। যার জেরেই বৃষ্টি হচ্ছে। এই সিলসিলাই জারি থাকবে সপ্তাহভর।


যদিও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি কমার পূর্বাভাস রয়েছে। যার জেরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। বুধবার দিনভর শহরে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বজায় থাকবে।


আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী সাতদিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে অধিক বর্ষণের সম্ভাবনা।

Card image cap

বাজারে হাতে ছ্যাঁকা দিচ্ছে আলুর দর

কর্মবিরতির দু'দিন পার। বাজারে চড়ছে আলুর দাম। যা কিনতে পকেট হালকা মধ‌্যবিত্তের। বুধবার অধিকাংশ বাজারেই জ্যোতি আলুর দাম দাঁড়িয়ে ৪২ টাকা প্রতি কেজি। চন্দ্রমুখী তো হাই সেঞ্চুরি হাঁকিয়েছে। কোথাও কোথাও দাম হয়তো ৩৮-৪০ টাকা বিক্রি হচ্ছে আলু। এই পরিস্থিতিতে আজ বুধবার রাজ্যের তরফে আলু ব‌্যবসায়ীদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে।


আলোচনা ফলপ্রসূ হলে এই কর্মবিরতি প্রত‌্যাহার করতে পারেন বলে জানিয়েছেন ব‌্যবসায়ীরা। তবে সাধারণ মানুষের সুবিধায় আজ থেকে ১০০টি সুফল বাংলার স্টল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ‌্য সরকার। এর পাশাপাশি আলুচাষিদের থেকে স্বনির্ভর গোষ্ঠীদের দিয়ে আলুর বন্ড কেনানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আলুর দাম নিয়েও আলোচনা হয়। গোটা পরিস্থিতি মোকাবিলায় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণণমন্ত্রী বেচারাম মান্নাকে উদ্যোগী হতে বলেন। সূত্রর খবর, বৈঠকে মমতা জানিয়ে দেন কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করা হবে। কোনও ক্রাইসিস যেন না হয়। আর যতদিন না আলুর দাম কমবে, ততদিন ভিনরাজ্যে আলু রপ্তানি করা যাবে না। তৃণমূল সূত্রে খবর, এবিষয়ে একটি আলাদা সংগঠন তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। বেচারাম জানিয়েছেন, “আমরা আলাদা একটা সংগঠন তৈরি করব আলু ব‌্যবসায়ীদের নিয়ে। ভবিষ‌্যতে যাতে কেউ একতরফাভাবে কর্মবিরতি ডেকে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলতে না পারেন, তাই এই সিদ্ধান্ত।” তিনি জানান, বর্তমানে ৪৯৩টা সুফল বাংলার স্টল রয়েছে। আরও ১০০টা বাড়ানো হবে। তার মধ্যে ২৫টা হবে কলকাতায়। তাছাড়া স্বনির্ভর গোষ্ঠীর দলকেও কাজে লাগাতে হবে।

ব‌্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতির জেরে মঙ্গলবার থেকে খুচরো বাজারে আলুর দাম বাড়তে শুরু করেছে। আলুর জোগানে পড়ছে টান। চন্দ্রমুখীর দেখা মিলছে না বহু বাজারে। দাম চড়ছে জ্যোতি আলুরও। ব‌্যবসায়ীদের অভিযোগ, বাজারে জোগান বাড়িয়ে আলুর দাম কমাতে গিয়ে কোনও রকম লিখিত নির্দেশ ছাড়াই আলুবোঝাই ট্রাক রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে রাখা হচ্ছে। আর তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, ''আমরা যে বাজারে আলু সরবরাহের কাজ করি, সেটা সোমবার থেকে বন্ধ আছে কর্মবিরতির কারণে। ফলে জোগান কমেছে খুচরো বাজারে। তবে রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার এবং বেচারাম মান্নার সঙ্গে বুধবার বৈঠক হওয়ার কথা। সেখানে সমস‌্যা মেটে কিনা দেখা যাক।''

Card image cap

বাজেটে শিকে ছিঁড়ল ইস্ট-ওয়েস্ট মেট্রোর

তৃতীয় মোদি সরকারের বাজেটে এনডিএ শরিক নীতীশ কুমারের বিহার এবং চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশ বিরাট আর্থিক প্যাকেজ পেয়েছে। পশ্চিমবঙ্গের ভাগ্যে শিকে ছেঁড়েনি। ব্যতিক্রম কলকাতার মেট্রো  প্রকল্পগুলি। বাজেটে বরাদ্দ বেড়েছে ইস্ট-ওয়েস্ট-সহ একাধিক প্রকল্পে। কোন প্রকল্পে কত কোটি টাকা বরাদ্দ বাড়ল?

কপাল খুলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। ৬০০ কোটি থেকে বরাদ্দ বেড়ে হয়েছে ৯০৬ কোটি টাকা। দমদম এয়ারপোর্ট-নিউগড়িয়া ভায়া রাজারহাট প্রকল্পে ৪১ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। গতবার ১,৭৫০ কোটি টাকার বরাদ্দ ছিল, এবার তা বেড়ে হল ১,৭৯১.৩৯ টাকা। অন্যদিকে জোকা বিবাদী বাগ ভায়া মাঝেরহাট মেট্রোতেও বেড়েছে বরাদ্দ। ৪০০ কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গতবার বরাদ্দ ছিল ৮০০ কোটি টাকা, এবার তা হয়েছে ১,২০৮.৬১ কোটি টাকা।
তবে মেট্রো প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়লেও কোনও নতুন ট্রেন পায়নি রাজ্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নিয়ম মাফিক ২০২৪-২৫ অর্থবর্ষে রেলে বরাদ্দ ঘোষণা করেন। সেই পরিমাণ হল ২ লক্ষ ৭৮ হাজার ৫০০ কোটি টাকা। বিগত অর্থবর্ষে যা ছিল ২ লক্ষ ৫৮ হাজার ৬০০ কোটি টাকা। বাজেটে সামগ্রিকভাবে যে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তাও যথেষ্ট নয় বলে দাবি বিরোধীদের। বিশেষত একের পর এক রেল দুর্ঘটনার পরে রেল সুরক্ষায় 'কবচ' ব্যবস্থা আনতে অতিরিক্ত অর্থ বরাদ্দ হবে আশা করেছিল আমজনতা। যদিও হতাশ করলেন নির্মলা সীতারমণ। 

Card image cap

বাজারে আশঙ্কার মাঝেই কড়া নির্দেশ মমতার

অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা। যার জেরে বাজারে কিছুটা হলেও টান পড়েছে আলুর। ফলে ঊর্ধ্বমুখী দামও। সবমিলিয়ে মাথায় হাত মধ্যবিত্তর। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্পষ্ট নির্দেশ, আলু নিয়ে যাতে কোনও 'ক্রাইসিস' না হয়। মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত মন্ত্রী তথা প্রাক্তন কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার রাজ্য বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক করেন মমতা। সেখানে আলুর মূল্যবৃদ্ধি, জোগানে সংকট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। স্পষ্ট জানিয়ে দেন, আলু নিয়ে যাতে কোনও ক্রাইসিস না হয়। একইসঙ্গে নির্দেশ, যতক্ষণ না দাম কমছে ততক্ষণ ভিনরাজ্য়ে আলু রপ্তানি করা যাবে না। উল্লেখ্য, অনির্দিষ্টকালের বন্‌ধের ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এবার এই সমিতি সরিয়ে নতুন সংগঠন তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই সপ্তমে চড়েছে আলুর দাম। রাজ্য় সরকারের একাধিক নির্দেশিকা জারি, কড়া পদক্ষেপের পরও খুব বেশি লাভ হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ নির্দেশ ছিল, রাজ্যের চাহিদা পূরণ ও দাম নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত ভিনরাজ্যে আলু রপ্তানি চলবে না। রপ্তানি বন্ধে কড়া নজর রাখতে বিভিন্ন সীমানায় কড়া পাহারা বসেছে। যা নিয়ে ঘোর আপত্তি আলু ব্যবসায়ীদের। আলু ব্যবসায়ী সমিতির সভাপতি বিদ্যুৎবরণ প্রতিহার জানান, রাজ্য সরকার রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বন্‌ধের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা।

Card image cap

পুজোয় ক্লাবগুলির জন্য ৮৫ হাজার টাকা করে অনুদান

দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭০ হাজার থেকে অনুদান একলাফে বেড়ে হল ৮৫ হাজার টাকা। আগামী বছর এই অনুদান বেড়ে হতে পারে ১ লক্ষ টাকা। এদিন তেমনই প্রতিশ্রুতি দিলেন মমতা। শুধু অনুদান বৃদ্ধি নয়, বাড়ল বিদ্যুতের ছাড়ও। 


মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে পুজো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিলেন। ঘোষণা করলেন অনুদান বৃদ্ধির কথা। পুজোকর্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর প্রশ্ন. "গতবার কত পেয়েছিলেন?" উত্তর দেওয়ার পর তিনি মজার ছলে বলেন, "এবার তাহলে কমিয়ে ৬০ হাজার করে দি!" পালটা পুজোকর্তারা বলে ওঠেন, ১ লক্ষ টাকা অনুদানের কথা। উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, একলাফে এক লক্ষ হয় না। একটা স্ল্যাব আছে তো। এবার ৮৫ হাজার টাকা দিচ্ছি।" একইসঙ্গে পরের বছর অনুদান ১ লক্ষ টাকা করার ইঙ্গিত দেন। শুধু অনুদান বৃদ্ধি নয়। পুজোয় বিদ্যুতের বিলে ছাড় বেড়ে ৭৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি ফায়ার লাইসেন্স-সহ অন্যান্য সরকারি অনুমতিও মিলবে বিনামূল্যে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার পুজোর কার্নিভাল ১৫ অক্টোবর। বিসর্জন শুরু হবে দশমী থেকেই। ১৩ ও ১৪ তারিখ বিসর্জন চলবে।

পুজোকর্তাদের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, পুজোকর্তাদের পুলিশ ও ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত ভলান্টিয়ার মোতায়েন করতে হবে। ঢোকা-বেরনোর পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। রাখতে হবে উপযুক্ত মেডিক্যাল ব্যবস্থা। পুজোর ভিড়ের জন্য রাস্তায় যানজট সহ্য করা হবে না, শ্রীভূমির নাম করে কড়া ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। শহরের পাশাপাশি জেলার পুজোতেও কড়া নজরদারি চলবে। 

প্রসঙ্গত,  ২০১১ সালে ক্ষমতায় আসার পরেই দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া শুরু করেন মুখ‌্যমন্ত্রী। প্রথম বছর ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে। তার পর করোনার পরে এক ধাক্কায় অনুদানের অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হয়।  ২০২২ ও ২০২৩ সালে ১০ হাজার টাকা করে বাড়ে অনুদান। গত বছর ক্লাবগুলি ৭০ হাজার টাকা করে অনুদান পায়। সেই সঙ্গে মেলে বিদ্যুৎ বিলে ৬৬.৬৬ শতাংশ  ছাড়। 

Card image cap

ইন্টার্নশিপে উপকৃত হবেন ১ কোটি যুবক-যুবতী... ঘোষণা অর্থমন্ত্রীর

বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। চাকরির সুযোগ থাকছে প্রায় ৫০০ শীর্ষ সংস্থায়। ইন্টার্নশিপ সুবিধা প্রদানকারী সংস্থাগুলি ইন্টার্নদের প্রশিক্ষণের খরচ বহন করবে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।


মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।


লোকসভা নির্বাচনের কারণে চলতি বছর গোড়ায় নিয়মমাফিক পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। এবারের বাজেটে ৯টি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে । তার মধ্যে রয়েছে শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন, কমর্সংস্থান, পরিকাঠামো। বাজেটে নজর দেওয়া হচ্ছে গরিব, যুব, মহিলা ও কৃষকদের উপরে । মঙ্গলবার সংসদে ২০২৪-২৫ সালের বাজেট প্রস্তাব পেশ করার আগে সোমবার নির্মলা আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন। অর্থমন্ত্রী জানিয়েছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিও নিয়ন্ত্রণে রয়েছে।


কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি প্রকল্প আনা হচ্ছে বলেই ঘোষণা বাজেটে। সেখানে দেওয়া হবে ইনসেনটিভও। ইপিএফও-র ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যাঁরা প্রথম চাকরিজীবীতে যোগ দেবেন তাঁদের জন‍্য থাকছে বিশেষ সুবিধা। নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি ইন্সটলমেন্টে ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে বেতন। বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন।

Card image cap

আশঙ্কা হল সত্যি! মঙ্গলবার থেকে বাংলার বাজারে আর মিলবে না আলু, স্টক ফুরল সোমবারই!

প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতির জের সোমবার সকাল থেকে আলু বের হচ্ছে না হিমঘর থেকে। ব্যবসায়ীদের বক্তব্য, বাজারে সোমবার থেকেই জোগান কমবে আলুর। হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল তা বাজারে প্রায় শেষের দিকে। অর্থাৎ সোমবার থেকেই বেশির ভাগ বাজারে দেখা মিলবে না আলু।


অতঃপর যেটুকু আলু মজুত করা রয়েছে, তার মূল্য হবে আগুনছোঁয়া। রাজ্যে গড়ে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন আলুর প্রয়োজন পড়ে খাওয়ার জন্য। কিন্তু সোমবার থেকে হিমঘর থেকে আলু বেরনোই বন্ধ হয়ে পড়ছে। ফলে সামনের দিনগুলোতে যে অবস্থা তথৈবচ হবে, তা ভালই টের পাওয়া যাচ্ছে বাজারে গেলেই। সোমবারই কলকাতার বাজারগুলোতে জ্যোতি আলুর দাম ৩৪ থেকে ৩৫ টাকা চন্দ্রমুখী ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। জেলাগুলিতেও প্রায় একই ছবি।


কিন্তু কেন বন্ধের সিদ্ধান্ত নিল হিমঘর অ্যাসোসিয়েশন ও রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি? জানা গিয়েছে, বাজারে ইতিমধ্যেই আলুর দাম বেড়ে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গ সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে, কখনও বাজারে ট্রাক্সফোর্সের অভিযান, কখনও আবার হিমঘরে আধিকারিকদের হানা। আরও অভিযোগ, একাধিক বর্ডারে আলুর গাড়িকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হচ্ছে আর যার ফলে গাড়িতেই নষ্ট হচ্ছে আলু। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও এনিয়ে কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ তুলছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পদাধিকারীরা।


প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পদাধিকারীদের দাবি, ভিন রাজ্য আলু যাতে না যায়, তার জন্য বর্ডারে রীতিমতো পুলিশি জুলুমবাজি চলে। বর্ডারে দিনের পর দিন গাড়ি দাঁড়িয়ে থেকে আলু নষ্ট হয়। চলতি সময়ে বাজারে আলুর দাম বৃদ্ধির জেরে আলু ব্যবসায়ী ও সমিতির তরফে এলাকা ভিত্তিক বিভিন্ন বাজারে ন্যায্যমুল্যের আলু বিক্রয় কেন্দ্র খুলে সাধারণ মানুষকে কম দামে আলু বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সরকার আলু ব্যবসায়ীদের কথা ভাবছে না বলে পাল্টা অভিযোগ।


মঙ্গলবার থেকেই বাজারে দেখা দিতে পারে আলুর সঙ্কট। সমস্যায় ক্রেতারা। অমিত নামে এক ক্রেতার কথায়, “বাজার বেরোলে মাথা হাত পড়ছে দাম শুনে। মুখে রাজনৈতিক নেতৃত্বরা যে কথা বলছেন, তার কিন্তু কোনও প্রতিফলন বাজারে বেরোলে দেখা যায় না। আগের যা পরিস্থিতি, তাই রয়েছে। নির্দেশ দেওয়া, কার্যকারী হওয়া, তার মধ্যেই বিস্তর ফারাক। আগে কিছু না হলে মানুষ বলত আলুসেদ্ধ ভাত খাব, কিন্তু এখন সেই পরিস্থিতিটাও আর নেই। মানুষ সেটাই বা বলে কীভাবে।” এক আলু ব্যবসায়ী বলেন, “বন্ধে কিন্তু ব্যবসায়ীদেরও ক্ষতি। আলু তো স্টকে থেকে যাবে। আলু বেরিয়ে গেলেই ভালো। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যে বন্ধ ডাকতে বাধ্য হয়েছে। ”


মন্ত্রী বেচারাম মান্না বললেন, “আলুর দাম হঠাৎ করেই বেড়ে গিয়েছে। আমরা সকলকেই অনুরোধ করেছি, যাতে একবারে না বাড়ে। দেখা যাচ্ছে, সরকারি নির্দেশিকা দিয়েছি। তাঁদের কর্মবিরতি নিয়ে নিশ্চয়ই আলোচনা করে একটা রাস্তা বেরোবে।”