অধরা জয়ের খোঁজে ইস্টবেঙ্গল
টানা হারের ধাক্কা কাটিয়ে একটা পয়েন্ট এসেছে। তবে এখনও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। মঙ্গলবার রাতে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সেই অধরা জয়ের খোঁজেই নামছেন অস্কার ব্রুজোরা।
এমনিতে এএফসি চ্যালেঞ্জ লিগের এই ম্যাচে বহু পুরনো ‘যুদ্ধ’ লুকিয়ে রয়েছে। ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার আগে টানা ছয় মরশুম বসুন্ধরার হেড স্যর ছিলেন অস্কার। সেই অভিজ্ঞতা কতটা সাহায্য করবে তাঁকে? ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি অবশ্য শুনিয়ে গেলেন, “আমি বসুন্ধরা কিংস সম্পর্কে সব জানি, এমন নয়। কিছু প্লেয়ার সম্পর্কে জানি। কারণ আমি ছাড়ার পর দলে পরিবর্তন হয়েছে। শেষ ম্যাচে বসুন্ধরার খেলা দেখেছি। ওদের সম্পর্কে এখন সেটুকুই আমার কাছে তথ্য আছে। তার ভিত্তিতেই পরিকল্পনা তৈরি করছি।” প্রাক্তন ক্লাব নিয়ে মাঠে কোনও আবেগ নেই স্প্যানিশ কোচের মননে। বরং পুরোটাই দর্শনের লড়াই বলে জানিয়েছেন তিনি। গত কয়েক বছরে বসুন্ধরাকে ভরসা দেওয়া ফরোয়ার্ড রবসন রবিনহো এবার দলের সঙ্গে আসেননি। প্রাক্তন ছাত্রের অনুপস্থিতিতেও প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছেন অস্কার।
শুধু অস্কারই নয়, লাল-হলুদ শিবিরের আরও একজনের ‘স্মৃতি’ জড়িয়ে রয়েছে বসুন্ধরার সঙ্গে। গত মরশুমে এএফসি কাপের গ্রুপ পর্বে দুই সাক্ষাতে বাংলাদেশের এই ক্লাবের বিরুদ্ধে জয়ের মুখ দেখেননি হেক্টর ইউস্তে। তখন অবশ্য লাল-হলুদ নয়, স্প্যানিশ ডিফেন্ডারের কাজ ছিল মোহনবাগানের গড় আগলানো। এবার সেই প্রতিপক্ষকে হারাতে মরিয়া হেক্টর বলছেন, “গতবার ওদের কাছে একটা ম্যাচ হারি, একটা ড্র হয়। এবার আমাদের জেতা ছাড়া আর কোনও পথ নেই।” হেক্টর জেতার কথা বললেন বটে। তবে শেষ ম্যাচেও ভুলভ্রান্তিতে বিবর্ণ হয়ে উঠেছিল লাল-হলুদ ডিফেন্স। যা পরিস্থিতি, এই ম্যাচে শুরু থেকে খেলতে পারেন নিশু কুমার। এছাড়া প্রথম একাদশে পরিবর্তনের বিশেষ সম্ভাবনা নেই।
টানা নয় ম্যাচে জয়ের দেখা পায়নি ইস্টবেঙ্গল। তবে বসুন্ধরা ম্যাচ দিয়েই সেই খরা কাটাতে চাইছেন অস্কার। বলছিলেন, “দলের সবাই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। ওরা নিজেদের মধ্যে আলোচনাও করছে। আমরাও ফুটবলারদের মানসিকভাবে চাঙা করতে পদক্ষেপ করছি।” বিকালের নেজমেহ এসসি বনাম পারো এফসি ম্যাচের উপর গ্রুপের ভাগ্য অনেকটাই নির্ভর করছে। তবে শেষ ম্যাচ পর্যন্ত নিজেদের পরের পর্বে যাওয়ার দৌড়ে রাখাই প্রাথমিক লক্ষ্য অস্কারের। আর সেজন্য জেতা ছাড়া যে পথ নেই, জানেন তিনি।
Published on 2024-10-29 07:02 PM