সাত সকালে বড় আশঙ্কা রাহুল গান্ধীর!
যে কোনও মুহূর্তে হানা দিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সাত সকালে এমনটাই আশঙ্কার কথা প্রকাশ করলেন রাহুল গান্ধী। গত কয়েকদিন আগেই লোকসভায় 'চক্রব্যূহ' মন্তব্য করছিলেন। আর সেই কারণেই ইডি হানার আশঙ্কা বলে দাবি কংগ্রেস সাংসদের। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
বিষয়টি নিয়ে মোটেই বিচলিত নন,বরং ইডির আধিকারিকদের জন্য চা-বিস্কুট নিয়ে অপেক্ষা করবেন বলে জানিয়েছেন সোনিয়া পুত্র । গত ২৯ জুলাই সংসদে কড়া ভাষায় ভাষণ দেন রাহুল। একাধিক ইস্যুকে সামনে রেখে কার্যত মোদী সরকারকে বার্তা দেন।
আর তা বলতে গিয়ে রায়বেরেলির সাংসদ বলেন, অভিমুন্যকে চক্রব্যুহে ফাঁসিয়ে মহাভারতে হত্যা করা হয়, ভারতের অবস্থাও আজকের দিনে তেমন। তৈরি হয়েছে এক পদ্মব্যুহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার ছবি বুকে বয়ে নিয়ে বেড়ান। আর এই পদ্মব্যুহ ছয়জন মিলে তৈরি করছেন বলেও দাবি করেন রাহুল গান্ধী। আর এই ছয়জন কে তাও জানান।
বলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, অজিত দোভাল (জাতীয় নিরাপত্তা উপদেষ্টা), আরএসএস প্রধান মোহন ভাগবাত এবং শেষে অনিল আম্বানি এবং গৌতম আদানির নাম করেন বিরোধী দলনেতা। যদিও আম্বানি এবং আদানিদের নাম নেওয়া নিয়ে শুরু হয় জোর বিতর্ক।
এমনকি স্পিকারও এই বিষয়ে বার্তা দেন। সংসদের সদস্য তাঁরা কেউ নন। ফলে সংসদের রেকর্ড থেকে বাদ দেওয়া হয়। পরে যদিও দুই নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র তোপ দাগেন রাহুল।
আর এহেন মন্তব্যের পরেই কার্যত বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ সামনে এনেছেন। শুধু তাই নয়, এক বড় আশঙ্কার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইটও করেছেন। সেখানে লিখছেন, যে কোনও সময় হানা দিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। চক্রব্যুহ সংক্রান্ত বক্তব্যে দু'জনের মধ্যে একজন অসন্তুষ্ট।তবে কে অসন্তুষ্ট সে বিষয়ে কোনও মইন্তব্য করেননি রাহুল গান্ধী। তবে ইঙ্গিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তা কার্যত স্পষ্ট। কিন্তু কীভাবে জানলেন ইডির তল্লাশি হতে পারে? টুইটে বিরোধী দলনেতার দাবি, ইডির মধ্যেকার একজন এই তথ্য তাঁকে দিয়েছেন। তবে খালি হাতে চা-বিস্কুট নিয়ে আধিকারিকদের জন্য অপেক্ষা করবেন বলেও এদিন জানান রাহুল। এমন আশঙ্কা ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য।
Published on 2024-08-02 12:39 PM