CATEGORY entertain:

Card image cap

প্রথম বড়পর্দায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়-মমতা শঙ্কর জুটি!

 যেমন আভিজাত্য, তেমন অভিনয়ের অভিজ্ঞতা। অথচ জুটি হিসেবে তাঁদের কখনও ক্যামেরার সামনে দেখা যায়নি। যা এর আগে কখনও হয়নি, তাই করতে চলেছেন প্রযোজক-পরিচালক অরিন্দম ভট্টাচার্য। শোনা গিয়েছে, তাঁর প্রযোজিত ছবিতেই এবার সিনেমায় জুটি হিসেবে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্করকে।এর আগে নিজের পরিচালনায় ‘শিবপুর’ সিনেমা তৈরির সময় বেশ তিক্ত অভিজ্ঞতা হয়েছিলেন অরিন্দমের। ছবির এক প্রযোজকের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তা নিয়েই ঝড় উঠেছিল টলিউডে। শেষমেশ নানা বিতর্ক সরিয়ে মুক্তি পায় ‘শিবপুর’। পায় সমালোচকদের প্রশংসা। শোনা যায়, ‘শিবপুর’-এর তিক্ত অভিজ্ঞতার পর বাংলায় আর সিনেমা করবেন না বলেই নাকি ঠিক করেছিলেন অরিন্দম। তবে এবারে তিনি নিজে প্রযোজকের ভূমিকায়।নতুন ছবি নিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে আরিন্দম জানান, গল্পের প্রয়োজনেই ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্করকে প্রয়োজন ছিল। ভিক্টরের চেহারায় বনেদিয়ানার ছাপ রয়েছে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই অভিজ্ঞ তারকাকে এর আগে জুটি হিসেবে ভাবা হয়নি। তবে এবারে ভাবা হয়েছে। মমতা শঙ্করও বিষয়টি নিয়ে বেশ খুশি। অরিন্দমের সঙ্গে তিনি ‘শিবপুর’ ছবিতেও কাজ করেছিলেন। তাতে একেবারে ভিন্ন রূপে দেখা গিয়েছিল প্রবীণ অভিনেত্রীকে।সামনে তুলে ধরবেন প্রযোজক অরিন্দম। শোনা গিয়েছে, ছবির বাকি চরিত্রে এই প্রজন্মের অভিনেতাদের দেখা যাবে। তবে তাঁরা কারা? তা জানা যায়নি। নতুন ছবির শুটিং পাহাড়েই করবেন অরিন্দম। জানা গিয়েছে, উত্তরাখণ্ডকে লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজিৎ চৌধুরী। যিদিন টলিউডে বাপ্তান নামে খ্যাত। দীর্ঘদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অভিজিৎ। এবার পরিচালকের জুতোয় পা গলালেন।

Card image cap

দিলজিৎ, কোল্ডপ্লে-র শোয়ের টিকিটের কালোবাজারি?

একদিকে দিলজিৎ দোসাঞ্ঝের ‘দিল্লুমিনাটি’ মিউজিক্যাল ট্যুর, অন্যদিকে কোল্ডপ্লের কনসার্ট। ভারতে দুই ভিন্ন সঙ্গীতানুষ্ঠানের টিকিটের চাহিদা যেমন গগগনচুম্বী, তেমনই টিকিট বিকোচ্ছে আকাশছোঁয়া দামে। আর এই দুই কনসার্টের টিকিট নিয়েই কালোবাজারির অভিযোগ উঠেছে। একাধিক জায়গায় দায়ের হয়েছে অভিযোগও। এবার সেই কালোবাজারি বিতর্কেই আসরে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।শুক্রবার পাঁচ রাজ্যের বড় বড় ১৩টি শহরে তদন্তে নেমে অভিযান চালিয়েছে ইডি। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, জয়পুর এবং চণ্ডীগড়, একেক জায়গায় ইডির আলাদা টিম হানা দিয়েছে। শনিবার দুপুরেই সংস্থার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একথা জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযানে নেমে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু মোবাইল, ল্যাপটপ, সিমকার্ড। দিলজিৎ দোসাঞ্ঝ এবং কোল্ডপ্লের কনসার্টের টিকিটের কালোবাজারিতে এই সমস্ত সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে দাবি ইডি আধিকারিকদের।সম্প্রতি শুরু হয়েছে দিলজিৎ দোসাঞ্ঝের ‘দিল্লুমিনাটি’ ট্যুর। দেশের বিভিন্ন রাজ্যে মিউজিক্যাল সফরে থাকবেন পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা। আর তাঁর শোয়ের টিকিটই বিকোচ্ছে অবিশ্বাস্য চড়া দামে। টিকিটের চাহিদা দেখে ময়দানে নেমে পড়েছে অসাধু ব্যক্তিরা। এদিকে ২০১৬ সালের পর ফের ভারতে কোল্ডপ্লের কনসার্ট। প্রায় ৯ বছরের দীর্ঘ অপেক্ষার পরে প্রিয় ব্যান্ডের কনসার্ট দেখতে মুখিয়ে ভারতীয় সঙ্গীতপ্রেমীরা। ২০২৫ সালের জানুয়ারি মাসে হবে কোল্ডপ্লের কনসার্ট। অতঃপর এই শোয়ের টিকিটের চাহিদাও যে তুঙ্গে থাকবে, সেটাই স্বাভাবিক।

Card image cap

৬ বছর বাদে ফিরছে CID

নস্ট্যালজিয়া অ্যালার্ট! টিভির পর্দায় CID-র প্রত্যাবর্তন। এই টেলি শোয়ের নামটা শুনলেই নস্ট্যালজিয়ায় ভাসেন দর্শকরা। সেই ১৯৯৮ সাল থেকে ছোটপর্দায় পথচলা শুরু। দীর্ঘ দু’ দশক ধরে নির্ধারিত সময়ে টেলিদর্শকদের রগরগে থ্রিলার, গোয়েন্দাগিরি, অ্যাকশন দেখিয়ে নিষ্পলকভাবে বসিয়ে রাখা চারটিখানি কথা নয়। তবে ২০১৮ সালের ২৭ অক্টোবর টিভির পর্দায় শেষবার দেখা গিয়েছিল CID। বছর ছয়েক বাদে এবার অনুরাগীদের জন্য সুখবর!নতুন মোড়কে টেলিভিশনের পর্দায় প্রত্যাবর্তন ঘটতে চলেছে CID-র । ২৬ অক্টোবর পয়লা টিজার প্রকাশ্যে আনার আগের দিন ২৫ তারিখ, শুক্রবার মারকাটারি ছোট্ট ঝলক উন্মোচন করলেন শোয়ের নির্মাতারা। যেখানে দয়া শেট্টি, শিবাজি শতমের পাশাপাশি আদিত্য শ্রীবাস্তবকেও দেখা গেল অ্যাকশন মোডে। যা দেখে আপাতত দর্শক, অনুরাগীদের দুধের স্বাদ গোলে মিটলেও উত্তেজনায় ফুটছেন তাঁরা।এসিপি প্রদ্যুম্নের টিম এবং দয়া, অভিজিতের রহস্য অভিযান আর টানটান উত্তেজনার বিষয়টা টেলিপর্দায় মিস করছিলেন দর্শকরা। তবে এবার অ্যাড্রিনালিন রাশের সময় এসে গিয়েছে। বছর ছয়েক বাদে মারকাটারি অবতারে ফিরছে টিম CID। বছর দুয়েক আগেই অবশ্য CID-র প্রত্যাবর্তনের খবর শোনা গিয়েছিল। তবে জল্পনা এবার সত্যি হল ছোট্ট টিজারে। টিজারের কমেন্ট বক্সে অনেকেই নিজেদের উত্তেজনা, আবেগ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘আমার বাল্যকাল শৈশব যেন আবার ফিরে এল।’ আবার অন্য আরেকজন লেখেন, ‘উত্তেজনার পারদ তুঙ্গে।’ কারও মন্তব্য, ‘আমি বহুদিন ধরেই অপেক্ষা করছিলাম। অবশেষে অপেক্ষার অবসান।’

Card image cap

লন্ডনে দেব-মিঠুনের শুটিং পিছোল

নায়ক-প্রযোজক দেব, পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরী। হিটের হ্যাটট্রিক রয়েছে এই তিনমূর্তির। বক্স অফিসে রমরমিয়ে চলেছে ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’। এবার দেব-মিঠুন জুটির ‘প্রতীক্ষা’র পালা। তবে তার জন্য দর্শকদের একটু বেশিই অপেক্ষা করতে হবে। কারণ লন্ডনের তীব্র শুটিংয়ে পিছিয়ে গেল নতুন সিনেমার শুটিং।গত আগস্ট মাসে দেব ও মিঠুন চক্রবর্তীর ‘প্রতীক্ষা’র ঘোষণা করা হয়। ছবিতে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। শোনা গিয়েছিল, নভেম্বর মাসের ১৯ তারিখ ছবির শুটিং শুরু হতে পারে। তবে এবার খবর, লন্ডনে এই সময় প্রবল ঠান্ডা। সেই কারণেই ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে।কবে থেকে শুরু হচ্ছে ‘প্রতীক্ষা’র শুটিং? জানা গিয়েছে, আগামী বছরের মার্চ মাসে দেব-মিঠুনের ছবির শুটিং শুরু হবে। প্রসঙ্গত, গত তিন বছর ধরে বড়দিনের বক্স অফিস মানেই দেব-অভিজিৎ-অতনু ত্রয়ীর ছবি। ব্যতিক্রম এ বছর। বড়দিনের বক্স অফিসে এবারে দেখা যাবে দেব-যিশু অভিনীত ‘খাদান’। ফলে ‘প্রতীক্ষা’র জন্য দর্শকদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে।অবশ্য, দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট। ‘প্রজাপতি’ সিনেমায়ে বাবা ও ছেলের চরিত্রে দুজনের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। আবার পরিচালক অভিজিৎ সেনও বরাবর সম্পর্কের সূক্ষ্ণ দিকগুলো ক্যামেরার সামনে তুলে ধরেন। এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা।

Card image cap

নিমন্ত্রণ পেয়েও শ্বশুরবাড়ি গেলেন না অভিষেক!

এবারটি কি তাহলে বিচ্ছেদ পাকা! তাহলে কী সত্যিই ঐশ্বর্যকে ছেড়ে নিম্রত কৌরকে জীবনে আনছেন অভিষেক! জুনিয়ার বচ্চন এসব নিয়ে মুখ না খুললেও, ঘটনা প্রবাহ যেন এদিকেই ইঙ্গিত দিচ্ছে। আর তার নতুন প্রমাণ মঙ্গলবার ঐশ্বর্যর মায়ের বাড়ির পার্টিতে অভিষেকের অনুপস্থিতি। হ্যাঁ, এমনটাই ঘটেছে সম্প্রতি।সোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ঐশ্বর্য, আরাধ্যাকে নিয়ে তাঁর মায়ের বাড়িতে হাজির এক পারিবারিক অনুষ্ঠানে। কিন্তু সেই ফ্রেমে অভিষেক নেই। সূত্রের খবর, নিমন্ত্রণ পেলেও, অভিষেক নাকি ইচ্ছে করেই যাননি সেই পার্টিতে। বিচ্ছেদের গুঞ্জনের মাঝে অভিষেকের এমন পদক্ষেপ রীতিমতো ভাবাচ্ছে অভিষেক ও ঐশ্বর্যর অনুরাগীদের।একদিকে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বিচ্ছেদের জল্পনা। অন্যদিকে নায়িকা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার রটনা। এই দুই জোড়া ফলায় বিদ্ধ অভিষেক বচ্চন। সম্প্রতি বিমানবন্দরে দেখা গেল তাঁকে। একটু যেন তিক্ত মেজাজেই ছিলেন বচ্চনপুত্র। পাপারাজ্জি দেখেই হাতজোড় করে ছবি তুলতে বারণ করেন তিনি।সদ্য প্রো কবাডি লিগ শুরু হয়েছে। তাতে রয়েছে অভিষেকের দল ‘জয়পুর পিঙ্ক প্যান্থার্স’। নিজের দলকে উৎসাহ দিতে প্রায় সময়ই গ্যালারিতে থাকেন জুনিয়র বচ্চন। গত মরশুমে তাঁর পাশে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যাকে। কিন্তু এবারে অভিষেকের সঙ্গী বিজনেস পার্টনার বান্টি ওয়ালিয়া। এমনিতে মিডিয়া ফ্রেন্ডলি অভিষেক। কিন্তু এবার হাতজোড় করে তিনি বললেন, “ব্যস দাদা হয়ে গেয়েছে। ধন্যবাদ।” কেন এত বিরক্ত তারকা? প্রশ্ন নেটদুনিয়ায়।
প্রসঙ্গত, বচ্চন পরিবারের অশান্তির পাশাপাশি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়েও নানা জল্পনা শোনা যায়। একসময় সলমন খানের সঙ্গে সম্পর্কে ছিলেন ঐশ্বর্য। তা ভাঙার পরই নাকি বিবেক ওবেরয়ের প্রেমে পড়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০৭ সালে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়। বচ্চন পরিবারের বধূ হন অভিনেত্রী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বর্যর একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়।
গত এপ্রিল মাসে স্বামী ও মেয়ের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন ঐশ্বর্য। এর পর আর দুজনের কোনও ছবি অভিনেত্রীর ভেরিফায়েড প্রোফাইলে নেই। এর আগে শোনা গিয়েছিল, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতার সঙ্গে নাকি ঐশ্বর্যর একেবারেই বনিবনা নেই। মেয়েকে নিয়ে নাকি মা বৃন্দা রাইয়ের সঙ্গে থাকছেন অভিনেত্রী। বার রটনা, নিজের ‘দশভি’ সিনেমার নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। আর তার জেরেই ঐশ্বর্যর সঙ্গে অশান্তি চরমে। সেই কারণেই নাকি মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান প্রাক্তন নায়িকা। যদিও রটনা, পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। কিন্তু তাতে ঐশ্বর্যর সঙ্গে অমিতাভপুত্রর দূরত্ব কমেনি।

Card image cap

দেবের পা ছুঁয়ে প্রণাম অঙ্কুশের

দেব এবং অঙ্কুশ। টলিউডের দুই অভিনেতা। একে অপরের সহকর্মী এবং প্রতিদ্বন্দ্বী তো বটেই। আবার প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াতেও দ্বিধা করেন না। ঠিক যেমন দেবের ছবি ‘কিশমিশ’-এ অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন অঙ্কুশ। সূত্রের খবর, দেবের  ‘খাদান’-এও ক্যামিও চরিত্রে থাকবেন অঙ্কুশ। ঠিক যেন টলিউডের ‘করণ-অর্জুন’! শাহরুখ-সলমনের পথে হেঁটেই একে-অপরের ছবিতে ক্যামিও। আর বুধবার রাতে ‘টেক্কা’র স্ক্রিনিংয়ে অভূতপূর্ব এক দৃশ্যের সাক্ষী থাকল সকলে।প্রেক্ষাগৃহে প্রবেশ করেই ‘অগ্রজ’ দেবের পা ছুঁয়ে প্রণাম করলেন অঙ্কুশ । তিনি বরাবরই টলিউড সুপারস্টারের প্রতি শ্রদ্ধাশীল। যখন যেখানেই দেখা হয়েছে, একেবারে দাদা-ভাইয়ের মতোই একে-অপরের রসায়ন নজর কেড়েছেন। কখনও বা আবার বুকে টেনে নিয়েছেন দুজন দুজনকে। দেব-অঙ্কুশের এহেন রসায়ন দেখে বরাবর অনুরাগীরা ইচ্ছেপ্রকাশ করেছেন,পর্দায় বড় পরিসরে তাঁদের একসঙ্গে দেখার জন্য। চলতি বছর মে মাসে ‘মির্জা’ কোটির ক্লাবে ঢুকতেই দেব-অঙ্কুশকে একফ্রেমে দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন ভক্তরা। অঙ্কুশ অবশ্য তাতে সায় দিয়েছিলেন বটে! টলিউডের ‘করণ-অর্জুন’ এবার একসঙ্গে পর্দায় কবে ধরা দেন? সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে ‘টেক্কা’র স্ক্রিনিংয়ে দেবের পা ছুঁয়ে অঙ্কুশের প্রণাম করার দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ফটোশিকারিরা। যে ভিডিও দেখে অঙ্কুশের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।শুধু তাই নয়, এই ভিডিও দেখেও অনুরাগীদের একটাই প্রশ্ন, কবে দেব-অঙ্কুশকে এক ছবিতে দেখা যাবে? বুধ সন্ধ্যায় ঐন্দ্রিলাকে নিয়ে টেক্কার স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন অঙ্কুশ। অভিনেত্রীকেও আলিঙ্গন করে কুশল-মঙ্গল বিনিময় করেন সুপারস্টার। পুজোর মরশুমে পঞ্চমীর দিন রিলিজ করে ‘টেক্কা’। বক্স অফিসে ‘বহুরূপী’ এগিয়ে গেলেও টেক্কাও ব্যবসায় ছক্কা হাঁকাচ্ছে।

Card image cap

অভিষেকের কণ্ঠে কাতর আর্তি!

বক্স অফিসে হিটের মুখ দেখেননি বহু বছর। উপরন্তু বাবা অমিতাভ বচ্চনের ‘লার্জার দ্যন লাইফ’ ফিল্মি কেরিয়ারের সঙ্গে বারবার তুলনার মুখে পড়া। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে দাম্পত্যে চিড় ধরার খবর। সবমিলিয়ে অভিষেক বচ্চন কি বিধ্বস্ত? এমন জল্পনা যখন তুঙ্গে, তখন জুনিয়র বচ্চনের কণ্ঠে শোনা গেল কাতর আর্তি, “আমি কথা বলতে চাই, কথা বলার জন্যই বেঁচে আছি।”আচমকাই কী হল অভিষেকের? আদতে, এই সংলাপ তাঁর নতুন ছবির। যার নামই ‘আই ওয়ান্ট টু টক’। সুজিত সরকারের সঙ্গে জুটি বেঁধে ভিন্ন স্বাদের সিনেমা উপহার দিতে চলেছেন অভিনেতা। টিজারেই মিলল তার ঝলক। সুজিত সরকার মানেই কন্টেন্টেই বাজিমাত। এর আগে ‘ভিকি ডোনার’ হোক বা ‘পিকু’, ‘অক্টোবর’ কিংবা ‘গুলাবো সিতাবো’- যেমন হৃদয়ে মোচড় দেওয়া গল্প, তেমনই প্রেজেন্টেশনে সিনেসমালোচক থেকে দর্শকদের মন জয় করেছেন পরিচালক। এবার অভিষেক বচ্চনকে নিয়েও যে ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে দর্শকদের জন্য সারপ্রাইজ তুলে রেখেছেন, তা হলফ করে বলা যায়। সেভাবে দেখতে গেলে এই সিনেমা বক্স অফিসে অভিষেক বচ্চনের দারুণ প্রত্যাবর্তন হতে পারে। শেষবার অভিষেক বচ্চনকে দেখা গিয়েছে ‘ঘুমর’ ছবিতে। তবে গত কয়েক বছরে তাঁর সিনেমা খুব একটা দর্শক কিংবা সিনেসমালোচকদের কলমে নম্বর পায়নি।বুধবার ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার ছোট্ট টিজার প্রকাশ্যে এসেছে। সেখানেই নেপথ্য কণ্ঠে অভিষেক বচ্চনকে বলতে শোনা গেল, “আমি শুধু কথা বলতেই ভালোবাসি না, বরং কথা বলার জন্যই বেঁচে আছি। জীবিত অথবা মৃতদের মধ্যে আমি শুধু একটি পার্থক্যই দেখতে পাই। জীবিতরা কথা বলতে পারেন আর মৃতরা সেটা পারেন না।” গল্পটা কীরকম? নির্মাতাদের তরফে একটা আভাস দেওয়া হয়েছে। সেই টিজারের ক্যাপশনে লেখা- “আমরা সকলেই হয়তো এমন একজন মানুষকে চিনি, যিনি কথা বলতে ভালোবাসেন। এখানে সেরকমই একজন মানুষের গল্প বলা হবে, যাঁর জীবনে যত কিছুই ঘটে যাক না কেন, তিনি শুধু জীবনের উজ্জ্বল দিকগুলোর দিকেই চেয়ে থাকেন।” প্রসঙ্গত, ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার হাত ধরেই বছর তিনেক বাদে প্রত্যাবর্তন করছেন পরিচালক সুজিত সরকার। যে টিজার দেখে সুজিতের আগের সিনেমা ‘সর্দার উধম’ নায়ক ভিকি কৌশলও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

Card image cap

‘বহুরূপী’র ক্লাইম্যাক্সে শিলাজিতের চমক

চোর-পুলিশের রুদ্ধশ্বাস গল্পে আবার গায়কের ম্যাজিক! যাঁরা এতদিনে প্রেক্ষাগৃহে গিয়ে ‘বহুরূপী’ দেখে ফেলেছেন, এই দৃশ্য তাঁদের কাছে অচেনা নয়। তবে চমক কিন্তু এখানেই শেষ নয়। কিন্তু বক্স অফিসে ছক্কা হাঁকানোর পর এবার বুধসন্ধ্যায় ক্ষুরধার ক্লাইম্যাক্স দৃশ্যের নেপথ্যের বহু কথা ফাঁস করলেন শিলাজিৎ।‘বহুরূপী’র একেবারে ক্লাইম্যাক্স দৃশ্যে একটি গান রয়েছে। প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি দেখে বেরনোর পর অনেকেই একেবারে উসখুশ করছিলেন যে এই গানটি কোন প্ল্যাটফর্মে পাবেন তাঁরা। তবে হন্যে হয়েও লাভ হয়নি! কারণ এই গানের দৃশ্যে ক্লাইম্যাক্সের ঝলক রয়েছে। তবে পুজোর মরশুমে লক্ষ্মীলাভের পর এবার শেষমেশ অপেক্ষার অবসান ঘটালেন নন্দিতা-শিবপ্রসাদ। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রযোজনা সংস্থার সমস্ত সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে মুক্তি পেল ‘তুই ক্যানে এলি সরোবরে’ গানটি। যে গানে শিলাজিৎ অভিনয় করার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন। ‘মনসা মঙ্গল’ অবলম্বনে ‘বহুরূপী’র এই বহু প্রত্যাশিত গানের কথা লেখার পাশাপাশি কম্পোজও করেছেন শিলাজিৎ নিজে। আর মহিলাকণ্ঠে রয়েছেন সুকন্যা চট্টোপাধ্যায়।উইন্ডোজ-এর প্রতিটা সিনেমায় গল্পের পাশাপাশি গানও বরাবর একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকেছে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। এপ্রসঙ্গে শিলাজিতের মন্তব্য, “নন্দিতাদি এবং শিবপ্রসাদের ‘বহুরূপী’ ছবিটাতে আমার লেখা এবং সুর করা একটা গান রয়েছে। প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় গানটি প্রোডিউস করেছেন। ডুয়েট গান। এই প্রথম বাংলা ছবির জন্য গান গেয়েছে সুকন্যা চট্টোপাধ্যায়। অনেকেই ওর অন্য ধরনের গায়কি এবং গানটা ভালো লেগেছে বলছে। শুনতে চাইছে আবার। মেসেঞ্জারে অনেকে জানতে চাইছেন, গানটা কেন পাচ্ছেন না বা কোথায় পাবেন? যাঁরা এই গানটি এতদিন খুঁজছিলেন, তাঁদের উদ্দেশে বলছি, এই গানটি আসলে ছবির ক্লাইম্যাক্স দৃশ্য। তাই এতদিনে রিলিজ করা হয়নি। আজকে সমস্ত সোশাল প্ল্যাটফর্মে রিলিজ হল।”শিলাজিৎ মনে করিয়ে দিলেন, ‘বহুরূপী’ ছবিতে ননী দাস বাউল, অর্ণব দত্ত, বনি চক্রবর্তী এবং অনুপম রায়েরও একটা গান রয়েছে। আর বাংলা ছবিতে এই প্রথমবার আবহ সঙ্গীতের দায়িত্বে ছিলেন বনি চক্রবর্তী। এদিকে বাংলার পর জাতীয় স্তরেও বিজয়রথ ছোটাচ্ছে নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’। বিশেষ করে অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ে মুগ্ধ প্রবাসী বাংলা সিনেদর্শকরা। তাই তো, প্রেক্ষাগৃহ থেকে বেরিয়েও ‘ছ্যাঁচড়াপুরের বিক্রমে’র ঘোর কিছুতেই যেন কাটতে চাইছে না তাঁদের! এই ক্লাইম্যাক্স দৃশ্যেও কিন্তু শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে এমন অবতারে দেখা গিয়েছে, যেভাবে আগে কখনও তাঁকে দেখেননি দর্শকরা।

Card image cap

সলমনের হয়ে বদলা নেবেন মিকা সিং

একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। লরেন্স বিষ্ণোইদের দল রীতিমতো পিছনে পড়ে গিয়েছে সলমন খানের। এই অবস্থায় কড়া নিরাপত্তার ঘেরাটপে রয়েছেন সলমন। গোটা বিষয়টা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ভাইজান। ঠিক এই সময়ই গায়ক মিকা সিংকে পাশে পেলেন সলমন। সমস্ত ভয়ডর একপাশে সরিয়ে ভাইজানের পাশে দাঁড়ালেন মিকা। এক অনুষ্ঠানে গানে গানে লরেন্স বিষ্ণোইদের একহাত নিলেন মিকা। স্পষ্টই জানালেন, ভাইজানের কেউ কিচ্ছুটি করতে পারবে না। ভাইজানের দিকে তাকালে লরেন্স বিষ্ণোইদের একহাত নেবেন মিকা নিজেই!সালটা ১৯৯৮। সেই সময়ে রাজস্থানের কঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে বিতর্কে জড়ান সলমন খান। বলিউড সুপারস্টারের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। দু দশক আগের সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। চলতি বছর থেকে সেই উপদ্রব আরও বেড়েছে বই কমেনি!মাসখানেক আগে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো। বিদেশে সলমনের বন্ধ-গায়কের বাড়িতে হামলা, তার পর গত সপ্তাহে সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন! একের পর এক ঘটনা ঘটিয়ে ভাইজানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বিষ্ণোই গ্যাং। যার জেরে ওয়াই ক্যাটাগরির পাশাপাশি সলমন খানের নিরাপত্তা বর্তমানে আরও জোরদার হয়েছে। দুবাই থেকে ২ কোটি টাকা খরচ করে বুলেট প্রুফ গাড়িও আনিয়েছেন ভাইজান। কিন্তু সারাজীবন কি এভাবে প্রাণভয় বয়ে বেড়াতে হবে তাঁকে? কী করলে বিষ্ণোইদের থেকে মুক্তি পাবেন সলমন খান? নিদান দিল রাজস্থানের সেই বিষ্ণোই সম্প্রদায়ই। যাঁরা কৃষ্ণসার হরিণকে দেবতাজ্ঞানে পুজো করেন।
বিষ্ণোইরা মনে করেন, কৃষ্ণসার হরিণ হত্যা করে গর্হিত অপরাধ করেছেন সলমন। যা কিনা বিষ্ণোই সম্প্রদায়ের আচারবিধির বিরুদ্ধাচরণ। ‘অল ইন্ডিয়া বিষ্ণোই সমাজ’-এর সম্পাদক হনুমানরাম বিষ্ণোইয়ের নিদান, বিষ্ণোই সম্প্রদায়ের থেকে ক্ষমা পেতে হলে সেই ব্যক্তিকে অবশ্যই রাজস্থানের বিকানিরে অবস্থিত মুক্তিধাম মুকামে যেতে হবে।

Card image cap

মমতাকে খোলা চিঠি রূপাঞ্জনার

কয়েক বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তবে দলে যোগ দেওয়ার পর আচমকাই বিজেপি ত্যাগ করেন। সে সময় রূপাঞ্জনা স্পষ্ট করেননি তাঁর বিজেপি ছাড়া নেপথ্যের কারণ। আর এবার সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক খোলা চিঠি লিখে জানালেন, তাঁর বিজেপি ছাড়ার আসল কারণ। সঙ্গে পোস্ট করলেন, অভিনেত্রীকে পাঠানো মুখ্যমন্ত্রীর বিজয়ার উপহারের ছবি।অভিনেত্রী লিখলেন, ”মাননীয়া, 2007 থেকে আপনাকে লড়াইয়ের ময়দানে দেখেছি, তখন স্বল্প বয়েস আমারো তাই আবেগের সুনামিতে আমিও গা ভাসিয়ে ছিলাম তারপর একটা গোটা দশক অনেক কিছু শুনলাম, দেখলাম, বুঝলাম..জানার ইচ্ছে আরো বাড়লো বলেই কিছু বছর রাজনীতির সঙ্গে ছিলাম অব্যশই এক অন্য দলে.. প্রথম দিন আমাদের বলা হয়েছিল আপনাকে, আপনার নাম সম্মানকে ATTACK করতে কারণ আপনার নামটাই তাদের কাছে থ্রেট! !”এই খোলা চিঠিতে রূপাঞ্জনা আরও লিখলেন, ”আপনাকে আর আপনার নামকে attack করতে পারিনি বলে নিজে ছেড়ে দিলাম দল | আপনার কাছে শুধু একটাই আবেদন আপনি আরো সংবেদনশীল হন যাতে আমাদের পুরোনো দিদিকে আমরা ফিরে পাই | আপনার কাছে অনেকে পৌঁছোতে চেয়েও পরেনা কারণ কিছু মধ্যেখানের সিলেক্টেড/ইলেক্টেড অল্ডারম্যানদের মতো বিশেষ লোকজনদের জন্য যারা নিজেদের স্বার্থসিদ্ধি জন্য আপনার কাছে মানুষের কথা পৌঁছোতে দেয়না বা হয়তো কোনো ভাবে পৌঁছোনো যায়না অনেক দরকারি বিষয়ে… আপনার পক্ষে সব জানা সম্ভব হয়না কিন্তু আপনাকে দায়ে নিতে হবে সবের তাই একজন এই রাজ্যের এবং এই দেশের নাগরিক হয়ে আপনার কাছে অনুরোধ রাখলাম আপনি নিজে হাত বাড়িয়ে দিন যাতে আপনার সাথে মানব বন্ধন আরো শক্তিশালী হয়ে উঠুক। প্রণাম নেবেন, শুভ বিজয়া।”

Card image cap

মুখ খুললেন কোরিওগ্রাফার রেমো

নাচের দলকে প্রতারণার অভিযোগ উঠেছে কোরিওগ্রাফার রেমো ডি’স্যুজা এবং তাঁর স্ত্রী লিজেলের বিরুদ্ধে। মুম্বইয়ের মীরা রোড থানায় দায়ের হয়েছে অভিযোগ। রেমো-লিজেলের পাশাপাশি অভিযুক্তদের তালিকায় আরও পাঁচজনের নাম রয়েছে। এমনই খবর শোনা গিয়েছিল। জালিয়াতির এই অভিযোগ কি শুধুই গুজব? সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে নিজের বক্তব্য জানালেন রেমো। স্ত্রীর সঙ্গে যৌথভাবে এই বিবৃতি দিয়েছেন তিনি।রেমো-লিজেলদের বিরুদ্ধে ১১.৯৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। সূত্রের খবর মানলে, মুম্বইয়ের মীরা রোড থানায় অভিযোগটি দায়ের করেছেন ২৬ বছর বয়সের একজন নৃত্যশিল্পী। তাঁর দাবি, মহারাষ্ট্রের একটি নাচের দল এক টেলিভিশন শোয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং তাতে জয় পেয়েছিল। এই জয়ের পুরস্কারই ১১.৯৬ কোটি টাকা। কিন্তু অভিযুক্তরা সেই দলকে নিজেদের বলে দাবি করে। পাশাপাশি পুরস্কারের অর্থও চেয়ে নেয়।অভিযোগ, ২০১৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এই ঘটনা ঘটেছে। রেমো, লিজেল ছাড়া বাকি অভিযুক্তদের নাম, ওমপ্রকাশ শঙ্কর চৌহান, রোহিত যাদব, ফ্রেম প্রোডাকশন কোম্পানি, বিনোদ রাউত, রমেশ গুপ্ত। এক পুলিশকর্মীর নামও নাকি এই তালিকায় রয়েছে।এই প্রেক্ষিতেই সোশাল মিডিয়ায় রেমো-লিজেল লেখেন, ‘সংবাদমাধ্যমের খবর থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের বিরুদ্ধে কোনও নাচের দলকে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। এমন খবর খুবই হতাশাজনক। সবার কাছে অনুরোধ, সত্যিকারের তথ্য না জেনে গুজব ছড়াবেন না। আমরা যথাসময়ে আমাদের মামলার তথ্য জানাব এবং যতটা সম্ভব কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করে যাব, যেমনটা আমরা এখন পর্যন্ত করেছি। আমরা আমাদের পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদেরও তাঁদের সমর্থনের জন্য ভালোবাসা এবং ধন্যবাদ জানাতে চাই।’উল্লেখ্য, ১৯৭৪ সালে বেঙ্গালুরুতে জন্ম হয় রেমো ডি’স্যুজার। বাবা ছিলেন ভারতীয় সেনার শেফ। সেই সুবাদে বায়ুসেনার স্কুলেই রেমোর পড়াশোনা। পড়াশোনার থেকে খেলাধুলোয় বেশি ভাল ছিলেন রেমো। স্কুলজীবনে প্রচুর পুরস্কার পেয়েছেন। ধীরে ধীরে নাচের প্রতিও তাঁর ভালবাসা জন্মায়। নাচের প্রতি প্রেমই তাঁকে মুম্বইয়ে নিয়ে আসে। বলিউডের একাধিক সিনেমা ও মিউজিক ভিডিওয় কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন। ক্যামেরার সামনে আসেন রিয়ালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর বিচারক হিসেবে।
মিঠুন চক্রবর্তীর অভিনীত বাংলা ছবি ‘লাল পাহাড়ের কথা’র মাধ্যমে পরিচালনায় আসেন রেমো। পরে ‘ফালতু’, ‘এবিসিডি’ সিরিজ, ‘আ ফ্লাইং জট’, সলমন খান অভিনীত ‘রেস থ্রি’, বরুণ ধাওয়ান অভিনীত ‘স্ট্রিট ডান্সার 3D’র মতো সিনেমা পরিচালনা করেন। পরিচালক হিসেবে কখনও সাফল্য পেয়েছেন, কখনও পাননি। তবে সিনেমার মধ্যেও নাচের প্রতি নিজের ভালবাসার কাহিনি বারবার তুলে ধরেছেন রেমো। তা প্রতিফলিত হয়েছে তাঁর ‘ডান্স প্লাস’ রিয়ালিটি শোয়েও।

Card image cap

গা ছমছমে ‘নিকষ ছায়া’র ট্রেলার

গভীর অন্ধকার। জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছে মন্ত্রের শব্দ। আগুনের ঝলকানিতে হঠাৎ করে তেঁনাদের দেখা! কী মতলবে তাঁরা জেগে উঠেছে?  তন্ত্রের জোরে কেউ একজন জাগিয়ে তুলেছে অশরীরীদের। আর সেই অলৌকিক অপশক্তির উৎপাতে ওষ্ঠাগত প্রাণ। সেই রহস্যভেদ করতেই ফিরছেন ভাদুড়ি মশাই। আবারও তান্ত্রিক নীরেন ভাদুড়ির চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। আর এই দ্বিতীয় মরশুমেও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় মুক্তির দিনক্ষণ হিসেবে বেছে নিলেন ভূত চতুর্দশীকে। তাঁর ‘নিকষ ছায়া’ সিরিজ আসছে সেই আবহেই। প্রকাশ্যে এল সেই সিরিজের ট্রেলার।২০২৩ সালের ভূত চতুর্দশী উপলক্ষে হইচইতে মুক্তি পেয়েছিল ‘পর্ণশবরীর শাপ’। ফের একবার ভৌতিক সিরিজ নিয়ে আসছেন পরমব্রত। প্রথম সিরিজের প্রেক্ষাপট উত্তরবঙ্গ হলেও এবার কলকাতার এই প্রজন্মের তরুণীর সঙ্গে ঘটা অলৌকিক ঘটনা দেখা যাবে। এবারও সেই ভূমিকায় সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেল গৌরব চক্রবর্তীকে। স্বাস্থ্যকর্মীর চরিত্রে অনিন্দিতা বোস। এছাড়াও রয়েছেন অর্ণ মুখোপাধ্যায় এবং অনুজয় চট্টোপাধ্যায়রা। পরিচালকের কথায়, এই সিরিজ সরাসরি সিক্যুয়েল নয়। প্রথম পর্বে চরিত্রদুলো প্রতিস্থাপন করা হয়েছিল। এবারও তাঁদের নিয়েই গল্প এগোবে।‘নিকষ ছায়া’ সিরিজের টিজারে আবারও কপালে লাল তিলক, গলায় রুদ্রাক্ষ ধারণ আর লাল বসনে তান্ত্রিক অবতারে দেখা গেল চিরঞ্জিৎ চক্রবর্তীকে। এই সিরিজেও যে তিনি তুখড়, তা পয়লা ঝলকেই আন্দাজ করা গেল। ভূত চতুর্দশী উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাবে ‘নিকষ ছায়া’। এবারও দর্শকদের থেকে ভালো সাড়া পাবেন বলে আশাবাদী পরমব্রত চট্টোপাধ্যায়। ৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে এই সিরিজ। 

Card image cap

সলমনের নিরাপত্তাই আগে

সংকটে সলমন খান। বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকেই ভাইজানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। যবে থেকে লরেন্স বিষ্ণোইর গ্যাং এনসিপি (অজিত) নেতাকে খুনের দায় স্বীকার করেছে, তবে থেকেই সলমনের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এমনিতেই ওয়াই প্লাস নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ভাইজানের। এর পাশাপাশি ২৪ ঘণ্টা পেট্রোলিংও চলছে। এমন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল মুম্বইয়ের পাপারাজ্জি।সলমন খানের মতো সুপারস্টার যেখানেই যান ফটোশিকারীরা তাঁর পিছু নেন। ভাইজান কোথাও দাঁড়িয়ে পোজ দিলেই ভিড় জমে যায়। আর বিশেষ বিশেষ দিনে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরেও প্রচুর মানুষের ভিড় থাকে। কিন্তু এখন পরিস্থিতি পুরো আলাদা। লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় বলিউডের সুলতান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই এই গ্যাংয়ের হিটলিস্টে রয়েছেন সলমন। এমন পরিস্থিতিতে আর ছবি বা ভিডিওর জন্য সলমনের পিছু ধাওয়া না করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বইয়ের পাপারাজ্জি।এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফটোগ্রাফার মানস মাংলানি বলেন, “এর আগে আমরা সিনেমার সেটে, স্টুডিওতে, এমনকী বাড়িতেও আমরা তাঁর পিছনে যেতাম। কী করছেন, কোথায় যাচ্ছেন খোঁ নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু এখন যেমন পরিস্থিতি তাতে আমরা সেভাবে তাঁর ছবি আর তুলব না। সলমনকে সবাই ভালোবাসে, তাই তাঁর নিরাপত্তার দায় সকলেরই। আমরা সুরক্ষার সমস্ত নিয়ম মেনে চলব। কোনও কভারেজ হলে শান্তিপূর্ণ ভাবে ও সুরক্ষাবিধি মেনেই হবে।” ফটোগ্রাফার স্নেহ জালারেও একই মত। সংবাদমাধ্যমকে তিনি জানান, সলমন খানকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এই পরিস্থিতিতে সকলের উচিত তাঁর কথা আগে ভাবা। সুপারস্টারের নিরাপত্তা এথন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাঁকে স্পেস দেওয়াও প্রয়োজন।এদিকে বন্ধু বাবা সিদ্দিকির মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে চলে গিয়েছিলেন সলমন খান। শোনা গিয়েছে, রিয়ালিটি শো ‘বিগ বস’-এর শুটিংও কিছু সময়ের জন্য বন্ধ রেখেছিলেন তিনি। রাতে নাকি ঘুমোতে পারছেন না ভাইজান। রটনা ছিল, ‘বিগ বস’ শোয়ের ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে সলমনকে দেখা যাবে না। তবে সেকথা মিথ্যে প্রমাণিত করে শোয়ে আসেন সলমন। তবে তিনি ছিলেন বিধ্বস্ত। শিল্পা শিরোদকরের সঙ্গে কথা বলতে গিয়ে ভাইজান জানান, তাঁর এই এপিসোড করার একেবারেই ইচ্ছে ছিল না। কিন্তু কাজটা করতেই হোতো।

Card image cap

শুরু হিন্দি ওয়েব সিরিজ ‘পরিণীতা’র শুটিং

রাজ চক্রবর্তীর হিন্দি ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে বরাবরই একটা কৌতূহল রয়েছে। কারণ পরিচালকের এই সিরিজের প্রেক্ষাপট তাঁর বহুল প্রশংসিত বাংলা ছবি ‘পরিণীতা’। যে ছবির হাত ধরে দক্ষ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আবিষ্কার করেছিল বাংলা সিনেইন্ডাস্ট্রি। তবে এটা রিমেক ঠিক নয়। বরং সিরিজের গল্প শুরু হয়েছে সেখান থেকে, যেখানে বাবাইদার মৃত্যুর প্রতিশোধ নেবে মেহুল। অর্থাৎ, ছবিটা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই হিন্দি সিরিজের গল্প শুরু হয়েছে।সম্প্রতি হিন্দি সিরিজ ‘পরিণীতা’র কাজ শুরু করেছেন রাজ চক্রবর্তী। বর্তমানে যার শুটিং হচ্ছে দক্ষিণ কলকাতার এক বনেদি বাড়িতে। কোন তারকারা রয়েছেন সেটে? জানা গিয়েছে, লাবণী সরকার, অনন্যা সেন, প্রীতি সরকারদের নিয়ে ‘পরিণীতা’র শুটিং শুরু করেছেন রাজ। সেটে পরিচালক একেবারে শশব্যস্ত। হাজার হোক, প্রথম হিন্দি ওয়েব সিরিজের শুটিং বলে কথা, খুঁটিনাটি সবদিকে নজর রয়েছে তাঁর। রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজে মেহুল কিংবা বাবাইদা কে হচ্ছেন? আগেভাগেই সেটা জানা গিয়েছিল এখানে মেহুলের ভূমিকায় অর্থাৎ শুভশ্রীর জুতোতে পা গলাচ্ছেন অদিতি পোহাঙ্কর। তিনিও এইমুহূর্তে কলকাতাতেই রয়েছেন ‘পরিণীতা’র শুটের জন্য। বাবাইদার ভূমিকায় ঋত্বিক চক্রবর্তীর পরিবর্তে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। মেহুলের দুই বান্ধবী হিসেবে রয়েছেন প্রীতি এবং অনন্যা। এছাড়াও বিশেষ চরিত্রে থাকছেন সুমিত ব্যস। তুলিকা বসুর পরিবর্তে মেহুলের মায়ের ভূমিকায় দেখা যাবে লাবণী সরকারকে।জানা গেল, কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং হবে। লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে শৈলশহর দার্জিলিংকেও। গত জুলাই মাসেই গঙ্গার ঘাটে ‘পরিণীতা’র ফার্স্ট লুকের কাজেই শুটিং শুরু হয়েছিল। তার পর পরিচালক বনাম ফেডারেশন দ্বন্দ্বর জন্য সম্ভবত সাময়িক বন্ধ থাকে। তবে এবার পুজোর পর থেকে প্রথম হিন্দি সিরিজের কাজ শুরু করলেন রাজ চক্রবর্তী।

Card image cap

অভিযুক্ত কোরিওগ্রাফার রেমো ডি’স্যুজা ও তাঁর স্ত্রী

প্রতারণার অভিযোগ উঠল কোরিওগ্রাফার রেমো ডি’স্যুজা এবং তাঁর স্ত্রী লিজেলের বিরুদ্ধে। মুম্বইয়ের মীরা রোড থানায় থানায় দায়ের হয়েছে অভিযোগ। এমনই খবর শোনা গিয়েছে। অভিযুক্তদের তালিকায় রেমো-লিজেলের পাশাপাশি আরও পাঁচ জনের নাম রয়েছে বলেই খবর।রেমো-লিজেলদের বিরুদ্ধে ১১.৯৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। সূত্রের খবর মানলে, মুম্বইয়ের মীরা রোড থানায় অভিযোগটি দায়ের করেছেন ২৬ বছর বয়সের একজন নৃত্যশিল্পী। তাঁর দাবি, মহারাষ্ট্রের একটি নাচের দল এক টেলিভিশন শোয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং তাতে জয় পেয়েছিল। এই জয়ের পুরস্কারই ১১.৯৬ কোটি টাকা। কিন্তু অভিযুক্তরা সেই দলকে নিজেদের বলে দাবি করে। পাশাপাশি পুরস্কারের অর্থও চেয়ে নেয়।অভিযোগ, ২০১৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এই ঘটনা ঘটেছে। রেমো, লিজেল ছাড়া বাকি অভিযুক্তদের নাম, ওমপ্রকাশ শঙ্কর চৌহান, রোহিত যাদব, ফ্রেম প্রোডাকশন কোম্পানি, বিনোদ রাউত, রমেশ গুপ্ত। এক পুলিশকর্মীর নামও নাকি এই তালিকায় রয়েছে। শোনা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রেমো বা তাঁর স্ত্রীর পক্ষ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে অফিশিয়ালভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ১৯৭৪ সালে বেঙ্গালুরুতে জন্ম হয় রেমো ডি’স্যুজার। বাবা ছিলেন ভারতীয় সেনার শেফ। সেই সুবাদে বায়ুসেনার স্কুলেই রেমোর পড়াশোনা। পড়াশোনার থেকে খেলাধুলোয় বেশি ভাল ছিলেন রেমো। স্কুলজীবনে প্রচুর পুরস্কার পেয়েছেন। ধীরে ধীরে নাচের প্রতিও তাঁর ভালবাসা জন্মায়। নাচের প্রতি প্রেমই তাঁকে মুম্বইয়ে নিয়ে আসে। বলিউডের একাধিক সিনেমা ও মিউজিক ভিডিওয় কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন। ক্যামেরার সামনে আসেন রিয়ালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর বিচারক হিসেবে।
মিঠুন চক্রবর্তীর অভিনীত বাংলা ছবি ‘লাল পাহাড়ের কথা’র মাধ্যমে পরিচালনায় আসেন রেমো। পরে ‘ফালতু’, ‘এবিসিডি’ সিরিজ, ‘আ ফ্লাইং জট’, সলমন খান অভিনীত ‘রেস থ্রি’, বরুণ ধাওয়ান অভিনীত ‘স্ট্রিট ডান্সার 3D’র মতো সিনেমা পরিচালনা করেন। পরিচালক হিসেবে কখনও সাফল্য পেয়েছেন, কখনও পাননি। তবে সিনেমার মধ্যেও নাচের প্রতি নিজের ভালবাসার কাহিনি বারবার তুলে ধরেছেন রেমো। তা প্রতিফলিত হয়েছে তাঁর ‘ডান্স প্লাস’ রিয়ালিটি শোয়েও।

Card image cap

কাঞ্চনের জীবনের দারুণ সুখবর

কাঞ্চন মল্লিকের জীবনে দারুণ সুখবর। পুজোর আবহেই শেয়ার করে নিলেন অনুরাগীদের সঙ্গে। যা শুনে অবাক সকলে। একই সঙ্গে সামাজিক মাধ্যমেও শুভেচ্ছার বন্যা। বাংলা ইন্ডাস্ট্রিতে ৩৩ বছরের অভিজ্ঞতা। এবার ভাগ্য যেন আরও একধাপ সদয় হল তাঁর উপর। বলিউডের হাই বাজেট ছবি 'ভুলভুলাইয়া ৩'-তে দেখা যাবে তাঁকে।


নিজের মুখেই তা জানালেন কাঞ্চন। শুধু কি তাই, একইসঙ্গে শেয়ার করে নিলেন প্রতিক্রিয়াও।


কাঞ্চনের কথায়, “৩৩ বছর হয়ে গেল বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই ইন্ডাস্ট্রি আমায় অনেক সম্মান আর পরিচিতি দিয়েছে। কিন্তু যে মুহূর্তে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই, ভয় লাগে সেই প্রথম দিনের মতোই। কিন্তু সেখানে পৌঁছনোর পর সবাই বাংলা ইন্ডাস্ট্রির মতোই আমায় গ্রহণ করে নিয়েছে এ এক আলাদা ধরনের স্বীকৃতি। ভগবানকে অশেষ ধন্যবাদ আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমার আগামী কাজ ‘ভুলভুলাইয়া ৩’র জন্যও এই একই ধরনের ভালবাসা আমার দরকার। আগামী দীপাবলিতে হয়তো সে আসছে। গোটা ভুলভুলাইয়া ৩ টিমকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে কাজ করার জন্য।”


কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই। তবে তাঁর অভিনয় ক্ষমতা বরাবরই বেশ উন্নত, সে কথা বলেন খোদ সমালোচকরাও। এবার সেই কেরিয়ার আরও একধাপ এগোল। কীভাবে তাঁকে ওই ছবিতে দেখা যাবে? টিভিনাইন বাংলাকে অভিনেতা বললেন, তা ক্রমশ প্রকাশ্য। ছবিতে রয়েছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান সহ অনেকেই। রিলিজ হওয়ার এক বছর আগেই তাই ছবিটিকে হিটের তকমা দিয়ে ফেলেছেন নেটিজেনরাই।

Card image cap

পুজোর আগেই বড় ক্ষতি হয়ে গেল মিমির!

ঢাকে কাঠি পড়ে গিয়েছে। মহালয়ার পর থেকেই এখন ঠাকুর দেখতে বেড়িয়ে পড়েছেন। অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রতি বছরই নিজের আবাসনে ধুমধাম করে মায়ের পুজোর আয়োজন করেন। এ বছরও তার অন্যথা হচ্ছে না। ইতিমধ্যেই নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীরা দেখেছেন যে পুজোর প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন অভিনেত্রী।


নানা ধরনের ছবি পোস্ট করতেই থাকেন তিনি। তবে তাঁর পোস্টের অধিকাংশটা জুড়েই থাকে তাঁর তিনটি পোষ্য।


ম্যাক্স, চিকু আর জাদু। বাড়িতে থাকলে তাঁর তিন ছেলেকে নিয়েই সময় কেটে যায়। এই তিন ছেলেও দুষ্টুমিতে কম যায় না। তারাও প্রতি দিন কোনও না কোনও কাণ্ড করতেই থাকে। এই যেমন পুজোর আগে একটা বড় ক্ষতি হয়ে গেল নায়িকার। নিজের সমাজমাধ্যমের পাতায় সেই ক্ষতির কথাই ভাগ করে নিলেন সকলের সঙ্গে। পুজোর আগে এমনটা হবে সেটা ভাবতে পারেননি অভিনেত্রী। রেগে গিয়ে নিজেকে সংযম করতো পারলেন না। চিত্‍করে ফেটে পড়লেন নায়িকা।


 


দ্বিতীয়ার দিন ঠিক কী ঘটেছে মিমির সঙ্গে? নায়িকা একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে দেখা যাচ্ছে রেগে আগুন অভিনেত্রী। আর তাঁর সামনে অপরাধীর মতো বসে আছে চিকু আর জাদু। কী করেছে তারা? আসলে নায়িকার মেকআপের ব্রাশ নষ্ট করে দিয়েছে তাঁর আদরের পোষ্য। তাতেই খুব রেগে গিয়েছেন তিনি। চেঁচিয়ে প্রশ্নও করেছেন চিকু এবং জাদুকে। নায়িকা রেগে গিয়ে বলেন, “কে করেছ এই কাণ্ড! আমি তোমাদের চোখে দেখতে পাচ্ছি অপরাধবোধ।” কিছু দিন অভিনেত্রীর যোগভ্যাসের ম্যাটও নষ্ট করে দেয় তাঁরই আদুরেদের মধ্যে একজন। তার পর আবার নতুন কিনেও আনতে হয় সেই ম্যাট। বোঝাই যাচ্ছে তিন ছেলের কীর্তিতে নাস্তানাবুদ অবস্থা অভিনেত্রীর।

Card image cap

রিলিজের আগেই বাম্পার জ্যাকপট!

এই নিয়ে দ্বিতীয়বার পুজোর উপহার দিতে চলেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তেইশের পুজোর বক্স অফিসে ‘গেমচেঞ্জার’-এর পাশাপাশি কন্টেন্ট-এর জন্য বহুল প্রশংসিত হয়েছিল ‘রক্তবীজ’। এবার উৎসবের মরশুমে উইন্ডোজ-এর তুরুপের তাস ‘বহুরূপী’ । আর সেই সিনেমাই রিলিজের আগেই ছক্কা হাঁকাল! মুক্তির আগেই মোটা অঙ্কের লক্ষ্মীলাভ। ৫০ লক্ষ। যে অঙ্কের বাজেটও থাকে না অনেক বাংলা ছবির ক্ষেত্রে। কীভাবে সম্ভব হল?ভাবছেন নিশ্চয়, মন্দা বাজারে বাংলা সিনেমার এমন মারকাটারি ব্যবসার নেপথ্যে অগ্রীম বুকিং কি না? তাহলে বলে দেওয়া ভালো, আজ্ঞে না! ‘বহুরূপী’র অগ্রীম বুকিং এখনও শুরুই হয়নি। কিন্তু তার প্রাক্কালেই ৫০ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে নন্দিতা-শিবপ্রসাদের ছবি। আসলে সিনেমার গানই এহেন লক্ষ্মীলাভের নেপথ্য়ে। সুপারহিট ‘শিমূল পলাশে’র পর ‘আজ সারা বেলা’ দিয়ে মন ভুলিয়ে বুধবার ‘ডাকাতিয়া বাঁশি’র সুরে দর্শক-শ্রোতাদের মাতোয়ারা করেছে উইন্ডোজ। ‘বহুরূপী’ সিনেমার গানের স্বত্বই বিক্রি হয়েছে ৫০ লক্ষ টাকায়। কেনা হয়েছে জঙ্গলি মিউজিক-এর তরফে। যা কিনা বাংলা সিনেমার ব্যবসার নীরিখের বেশ বড়সড় খবর। উচ্ছ্বসিত শিবপ্রসাদ এর কৃতীত্ব ভাগ করে নিয়েছেন সুরকার, গায়ক থেকে সকল শিল্পীদের সঙ্গে। এই গানে কণ্ঠ দিয়েছেন খোদ বাস্তবের বহুরূপী লোকশিল্পী ননীচোরা দাস বাউল। উল্লেখ্য, উইন্ডোজ প্রযোজনা সংস্থার সিনেমায় গান বরাবরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁদের ‘রঙ্গবতী’, ‘টাপা টিনি’, ‘নাক্কু নাকুর’ গানগুলি রীতিমতো সুপারডুপার হিট! এবার ‘বহুরূপী’র ‘ডাকাতিয়া বাঁশি’র বাংলা ব়্যাপও বেশ সাড়া ফেলে দিয়েছে।পুজোর মরশুমে ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’। গতবছর প্রথমবার পুজো রিলিজ উপহার দিয়েই সকলকে চমকে দিয়েছিলেন নন্দিতা-শিবপ্রসাদ। মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ’। এবার সেই পুজোর মরশুমেই রহস্য-রোমাঞ্চে ভরপুর আরেক ‘বহুরূপী’ নিয়ে আসছেন টলিপাড়ার হিট মেশিন জুটি। নব্বইয়ের দশকে ঘটে যাওয়া দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাতি এবং সেই ঘটনার নেপথ্যের যড়যন্ত্রকারী, আর তাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা নিয়েই ছবির গল্প আবর্তিত হয়েছে। ‘বহুরূপী’তে মারকাটারি মেজাজে এসআই সুমন্ত ঘোষাল হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। অন্যদিকে ধুরন্ধর ‘বহুরূপী’ বিক্রমের চরিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়।