CATEGORY country:

Card image cap

আসামে হাতির হামলায় ৩ জন নিহত

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: আসামে হাতির হামলায় মৃত্যু হল ২ বনরক্ষী সহ ৩ জনের। গুরুতর আহত আরও এক গ্রামবাসী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়া হাতিকে তাড়াতে গিয়ে বিপদ ঘটে। ক্ষেপে উঠে পাল্টা হামলা চালায় বন‍্যপ্রাণী। শনিবার (২৭ এপ্রিল ) ঘটনাটি ঘটেছে আসামের শোনিতপুরের ঢেকিয়াজুলি জঙ্গলের কাছে ধীরাই মাজুলি গ্রামে। হাতির ভয়ে আতংকিত স্থানীয়রা। 

বনদপ্তরের তরফে পশ্চিম তেজপুরের বিভাগীয় বনাধিকারিক নিপেন কলিতা সাংবাদিকদের জানান, শনিবার (২৭ এপ্রিল ) সকালে ঢেকিয়াজুলি জঙ্গল থেকে একটি দাঁতাল ঢুকে পড়েছিল মাজুলি গ্রামে। লোকালয়ে হাতি ঢুকে পড়ায় আতংকিত গ্রামবাসীরা বনদপ্তরে খবর দেয়। দ্রুত গ্রামে আসেন ২ বনরক্ষী। স্থানীয়দের সহযোগিতায় হাতিটিকে জঙ্গলে তাড়িয়ে নিয়ে যেতে গিয়েই বিপদ ঘটে যায়। আচমকা ক্ষেপে উঠে পাল্টা হামলা চালায় দাঁতাল। সেই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বনরক্ষী কোলেশ্বর বরো এবং বীরেন রাভার। এছাড়াও বেঘোরে প্রাণ গিয়েছে স্থানীয় বাসিন্দা যতীন তাঁতির। আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও এক গ্রামবাসী দিবাকর মালাকারকে। ইতিমধ্যে বনদপ্তরের বড়দল পৌঁছেছে গ্রামে। নজর রাখা হচ্ছে হাতিটির উপরে। বন‍্যপ্রাণীকে লোকালয় থেকে তাড়িয়ে ঢেকিয়াজুলি জঙ্গলের ফেরানোর চেষ্টা চলছে।

Card image cap

ফের রক্তাক্ত মণিপুর! পুলিশ ফাঁড়িতে কুকি জঙ্গিদের হানা!

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: লোকসভা ভোটের মাঝেই মণিপুরে নিরাপত্তা বাহিনীর উপরে হামলা। শুক্রবার গভীর রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেনায় জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের দুই জওয়ান। গুলি এবং গ্রেনেডের আঘাতে গুরুতর জখম চার জন। এটি সন্ত্রাসবাদী হামলা বলেই সন্দেহ করা হচ্ছে। নতুন করে অশান্তি শুরু হতেই মণিপুর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিষ্ণুপুরে নতুন করে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাত সওয়া ২টো নাগাদ কুকি জঙ্গিদের একটি দল স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড নিয়ে নারানসেনা ফাঁড়িতে হামলা চালায়। ওই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর একটি চেকপোস্ট রয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে সেই চেকপোস্ট লক্ষ্য করেই গুলি করে দুষ্কৃতীরা। সেখানে ছিলেন সিআরপিএফের ১২৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা। হঠাৎ হামলায় সেনারা একটু হকচকিয়ে গেলেও, তারাও পাল্টা গুলি চালাতে শুরু করেন।
কিছুক্ষণ গুলির লড়াই চলার পর দুষ্কৃতীরা আউটপোস্ট লক্ষ্য করে বোমা ছোড়ে। ওই শক্তিশালী বিস্ফোরণেই আহত হন চারজন সিআরপিএফ জওয়ান। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, দুই জওয়ানের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন বাকি দুইজন। তাদের চিকিৎসা চলছে। এর আগে গত ডিসেম্বরে মোরেকে ফাঁড়িতে একই কায়দায় ভোররাতে হামলা চালিয়েছিল কুকি জঙ্গিরা। প্রসঙ্গত, শুক্রবার হিংসাদীর্ণ আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের একাংশে ভোট ছিল।
জানা গিয়েছে, গোটা এলাকা কর্ডন করে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও আধাসেনা। এলাকায় কুকি জঙ্গিদের বড়সড় ডেরা রয়েছে বলে ‘মিলিটারি ইন্টেলিজেন্স’ থেকে নাকি আগেই খবর পেয়েছিল যৌথবাহিনী।
উল্লেখ্য, গত ৩ মে মণিপুরে শুরু হয় মেতেই-কুকি জাতিদাঙ্গা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় আড়াইশো মানুষের মৃত্যু হয়েছে এই সংঘাতে। এক হাজারেরও বেশি মানুষ আহত। নিখোঁজ ৩২ জন। প্রায় লক্ষাধিক মানুষ ঘরছাড়া। দুষ্কৃতীরা পাঁচ হাজারেরও বেশি বাড়ি পুড়িয়ে দিয়েছে। ৩৮৬টি ধর্মীয়স্থান মৌলবাদীদের রোষের মুখে পড়েছে। অশান্তি আগের তুলনায় কমলেও এবছরও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেনি উত্তর-পূর্বের রাজ্যটি।

Card image cap

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক নিয়ে বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের!

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে লেনদেন বন্ধ করার পর ফের কড়া পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। এবার কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ককের (Kotak Mahindra Bank) জন্য নির্দেশিকা জারি করল আরবিআই। বুধবার ওই ব্যাঙ্ককে বলা হয়েছে, তারা আর অনলাইনে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নতুন গ্রাহকদের সংযুক্ত করতে পারবে না। নতুন করে ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার এক নির্দেশিকায় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, তথ্য প্রযুক্তি সংক্রান্ত অডিটে উদ্বেগজনক রিপোর্ট পাওয়ায় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের নতুন গ্রাহকদের অনলাইন ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ে সংযুক্ত করার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। শুধু তাই নয়, পরবর্তী নির্দেশ পর্যন্ত নতুন করে কোনও ক্রেডিট কার্ডও ইস্যু করতে পারবে না কোটাক মাহিন্দ্রা। তবে, ব্যাঙ্কের বর্তমান গ্রাহকদের এ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। বর্তমান গ্রাহকরা যেভাবে পরিষেবা পাচ্ছেন, সেভাবেই পরিষেবা পাবেন।
আরবিআই স্পষ্ট করে দিয়েছে যে, ওই ব্যাঙ্কের বর্তমান গ্রাহকদের কোনও সমস্যা হবে না। জানা গিয়েছে, ২০২২-২০২৩ এ তথ্য-প্রযুক্তি বিষয় খতিয়ে দেখেছিল আরবিআই। সেই সময় বেশ কিছু বিষয়ে খামতি ধরা পড়ে। আইটি সংক্রান্ত দিকে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের অনেক ঝুঁকি আছে মনে করেছে আরবিআই। ডেটা সিকিউরিটি, ডেটা লিক প্রিভেনশন সহ একাধিক বিষয়ে আরবিআই-এর গাইডলাইন মানা হয়নি বলে উল্লেখ করেছে আরবিআই।

Card image cap

ইনসুলিন-বিতর্কে অরবিন্দ কেজরীওয়াল!

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের সুগার-বিতর্ক দিল মাথাচাড়া। রক্তে শর্করার মাত্রা অনেকটাই বেশি, ইনসুলিনের প্রয়োজন। টাইপ-২ ডায়াবেটিক হওয়া সত্ত্বেও তিহাড় জেলে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না— এমন অভিযোগ তুলে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। তাঁর আবেদন সোমবার খারিজ করে দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। পাশাপাশি খারিজ হয়েছে কেজরির ব্যক্তিগত ডাক্তারের সঙ্গে প্রতিদিন ভিডিও কলে চিকিৎসা সংক্রান্ত পরামর্শের আর্জিও।

গত মাসের ২১ তারিখ আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল। দু’দফায় ইডি হেফাজতের পর আদালতের নির্দেশে তিহাড় জেলেই এখন রয়েছেন তিনি। তাঁর রক্তে শর্করার মাত্রার পরিমাণ অনেকটাই বেশি, প্রথম থেকেই এমন দাবি জানিয়ে আসছিলেন কেজরীওয়াল। তাই তাঁকে জেলে বাড়ির খাবার খেতে দেওয়া হোক, এমনও আবেদন করেন তিনি। আদালত সেই আবেদন মেনে নেয়। তবে আপের তরফে অভিযোগ করা হয়, ‘‘বার বার বলা সত্ত্বেও জেলে কেজরীওয়ালকে ইনসুলিন দেওয়া হচ্ছে না।’’ একই অভিযোগ করে তাঁর স্ত্রী সুনীতাও বলেন “উনি একজন সুগারের রোগী। ১২ বছর ধরে ইনসুলিন নেন। কিন্তু জেলে ইনসুলিন দেওয়া হচ্ছে না। ওরা দিল্লির মুখ্যমন্ত্রীকে মেরে ফেলতে চায়।” পাশাপাশি, আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা দাবি করেন, জেলে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে কেজরীওয়ালকে।
টালমাটাল এই পরিস্থিতির মাঝেই সোমবার কেজরীর আবেদন খারিজ করে দেন বিচারক কাবেরী বাওয়েজা। তবে তিনি বলেন, ‘‘কেজরীওয়ালকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া উচিত। তাঁর সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে ইনসুলিনের প্রয়োজন রয়েছে কি না এবং অন্যান্য চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি বিবেচনা করার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সকে (এইমস-দিল্লি) একটি মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে।’’ এছাড়াও আদালতের নির্দেশ, দিল্লির মুখ্যমন্ত্রী বাড়ির রান্না করা খাবার খেতে পারবেন, তবে সেটা ডায়েট চার্ট মেনে। যদি কোনওভাবে বাড়ির খাবারে ডায়েট চার্ট না মানা হয় সেক্ষেত্রে জেল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে আদালতকে বিষয়টি জানাবে। এবং ১৫ দিন অন্তর দিল্লির মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে জেল কর্তৃপক্ষকে।

Card image cap

শান্তিপূর্ণ ভোট হোক, সকালবেলা কালীঘাটে পুজো রাজ্যপালের

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: অবশেষে শুরু হলো লোকসভা নির্বাচনের প্রথম পর্ব। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ ভোটগ্রহণ। শুক্রবার সক্কাল সক্কাল ভোট শুরুর আগে শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ দিনভর তিনি রাজভবন থেকে ভোটের নজরদারি চালাবেন বলে জানান।

এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, ‘বাংলার মানুষ শান্তি ও সম্প্রীতি চান এবং তাঁদের সেটা প্রাপ্য। রাজ্যে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে, বিশেষত নির্বাচনের সময়ে। হিংসা যে কোনওভাবে আটকাতে হবে। যে কোনও ধরনের হিংসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, আর সেটা এখন নির্বাচন কমিশনের দায়িত্ব, তাদের সেটা করা উচিত।’ একইসঙ্গে কোচবিহার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি উত্তরবঙ্গ যেতে চেয়েছিলাম, সেটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায়। আমি চাই না রাজ্যপাল রাজনৈতিক দাবাখেলার অংশ হয়ে উঠুক। তাই কলকাতায় থাকার সিদ্ধান্ত নিই। তবে মানুষের যেখানেই আমায় প্রয়োজন হবে, আমি সেখানেই পৌঁছে যাব।’
এদিকে এদিন সকালে ভোট পর্বের শুরু থেকেই উত্তরবঙ্গের নানা প্রান্ত থেকে অশান্তির ছবি সামনে আসে। সবথেকে বেশি অশান্তির ঘটনা দেখা গিয়েছে কোচবিহারে। তপ্ত হয়েছে দিনহাটা, সিতাই, শীতলকুচি, ভেটাগুড়ি। সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে এসেছে বেশ কিছু অভিযোগ। এ প্রসঙ্গে সিভি আনন্দ বোস বলেন, রাজ্যপাল হিসেবে তিনি তার যে ভূমিকা সেটা তিনি পালন করবেন। অভিযোগ খতিয়ে দেখবেন। ইভিএম জোর করে খারাপ করা হয়েছে। এমন অভিযোগ এসেছে কোচবিহার থেকে।
কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার থেকেও অভিযোগ আসছে। সেগুলি রাজ্যপাল নির্বাচন কমিশনকে জানাচ্ছেন বলে খবর। অন্যদিকে রাজ্যপালকে আবার কড়া ভাষায় রাজ্যপালের ভূমিকার সমালোচনা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভোট চলাকালীন ‘পিস রুম’-এর নামে তৃণমূল বিরোধী প্রচারের মঞ্চ চালাচ্ছেন রাজ্যপাল। আইনশৃঙ্খলা এখন কমিশনের দায়িত্বে। সেখানে রাজভবনের কোনো ভূমিকা নেই। রাজ্যপাল পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।’

Card image cap

অযোধ্যায় রামলালার কপাল ছুঁল সূর্য রশ্মি, সম্পন্ন হল দিব্য অভিষেক।

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: রামনবমী প্রতি বছরই পালিত হয়। কিন্তু এবারের রামনবমী যেন একেবারেই অন্যরকম। দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষার পর ঘরে ফিরেছেন রামলালা। অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির। সেখানে অধিষ্ঠিত হয়েছেন পাঁচ বছরের বালক রূপে রামলালা। আজ রাম নবমী। রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর এটাই প্রথম রাম নবমী। তাই গোটা দেশের নজর এখন অযোধ্যার দিকে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম আজ সেখানে। তাদের জন্য ভোর থেকেই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে।


ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে রামলালার দিব্য অভিষেক। সকাল ১১টা ৫৮ থেকে ১২টা ৩ মিনিট পর্যন্ত রামলালার কপাল উজ্জ্বল হয়েছে সূর্য তিলকে। আইআইটি রুরকির বিজ্ঞানীরা সূর্য তিলকের জন্য একটি বিশেষ অপটো-মেকানিক্যাল সিস্টেম তৈরি করেছেন। দুপুর ১২টার একটু আগে মন্দিরের উপরের তলায় ইনস্টল করা একটি আয়নায় সূর্যের আলো পড়লে তা ঠিক ৯০ ডিগ্রিতে একটি পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে এসে রামলালার কপালে এসে পড়বে। নলের অন্য প্রান্তে দ্বিতীয় আয়না রাখা হবে। এই আয়না ব্যবহার করে সূর্যের রশ্মিকে আবার প্রতিফলিত করানো হবে। এর পরে এটি পিতলের নলের সাহায্যে আবার ৯০ ডিগ্রিতে প্রতিফলিত করানো হবে। এই সূর্য তিলকের মাপ হবে ৭৫ মিমি।

সূর্য অভিষেক শব্দটি এসেছে সূর্য ও অভিষেক থেকে। শ্রী রামচন্দ্র জন্ম নেন সূর্যবংশে। পরবর্তীকালে রাজা রঘুর নামানুসারে রঘুবংশ নামেও পরিচিত ছিলেন দশরথের বংশধরেররা। আর সেই কারণেই রামনবমীতে রামলালার কপালে শোভা পেয়েছে এই বিশেষ সূর্য তিলক।

জানা গিয়েছে, রামনবমীতে রামলালার জন্য 56 রকমের ভোগ প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে৷ ৫০০ বছর পর এই প্রথমবার রাম মন্দিরে রাম চন্দ্রের জন্মোৎসব পালন করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই ভক্তদের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে রয়েছে। মঙ্গলবার সাড়ে তিনটে নাগাদ ব্রাহ্মমুহূর্তে শুরু হয় রামনবমীর উদযাপনের প্রক্রিয়া। রামনবমী উপলক্ষে রামলালার দর্শনের সময় আগামিকাল 19 ঘণ্টা বাড়ানো হয়েছে৷ পুজো শুরু হয় মঙ্গল আরতি দিয়ে ও সেই সময় থেকে রাত 11টা পর্যন্ত রামলালার দর্শন করা যাবে। মাঝে পাঁচ মিনিটের জন্য পর্দা বন্ধ করা হয় রামলালাকে ভোগ নিবেদন করার জন্য। এরপরে, ভক্তরা আবার রামলালার দর্শন করতে পারবেন। এছাড়াও বড় পর্দায় চলছে লাইভ স্ক্রিনিং, পুরো পুজো অযোধ্যা জুড়ে এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।

উল্লেখ্য, এবার ভার্চুয়াল মাধ্যমে রামলালার সূর্যাভিষেক  দেখলেন প্রধানমন্ত্রী। ভোটের প্রচারে এদিন নলবাড়িতে একটি জনসভায় যোগ দেন মোদী। সেখান থেকেই ট্যাবলেটের মাধ্যমে পুরো বিষয়টা দেখে তিনি এক্স মাধ্যমে লিখেছেন, 'নলবাড়ির সভার পর রামলালার সূর্যতিলক দেখলাম। কোটি কোটি ভারতবাসীর মতো এটা আমার জন্যও অত্যন্ত আবেগের বিষয়। অযোধ্যার এই রাম নবমী ঐতিহাসিক। এই সূর্য তিলক আমাদের জীবনে যেন শক্তি নিয়ে আসে, দেশকে যেন নতুন উচ্চতায় পৌঁছে দেয়।'

Card image cap

কাশ্মীরের ঝিলম নদীতে ছাত্র ভর্তি নৌকাডুবি! মৃত অন্তত ৪, নিখোঁজ বহু

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: মঙ্গলের ঘটল অমঙ্গল! সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা কাশ্মীরে শ্রীনগরের গণ্ডওয়ালের নৌকাডুবি। যাত্রীবোঝাই নৌকা উলটে গেল ঝিলম নদীতে। ইতিমধ্যেই জলে ডুবে চার জনের মৃত্যুর খবর মিলেছে। আরও বেশ কয়েকজন নদীতে তলিয়ে গিয়েছেন বলেই আশঙ্কা। আপাতত উদ্ধারকাজে নেমেছে কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বাহিনী।


স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, নৌকায় চেপেছিলেন বহু যাত্রী। কিন্তু তাঁদের মধ্যে একটা বড় অংশই ছিল পড়ুয়া। মূলত দশম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ছিলেন ওই নৌকায়। ঝিলম নদীতে আচমকাই নৌকাটি উলটে যায়। ফলে ডুবে যান যাত্রীরা। ভোরবেলা নৌকাডুবির খবর পেয়েই উদ্ধারকাজে নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঝিলম নদীতে ডুবে যাওয়া চারজনের দেহ উদ্ধার হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও সাতজনকে। তার মধ্যে তিনজনকে ভরতি করা হয়েছে হাসপাতালে। এখনও চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। তবে এখনও তল্লাশি চলছে ঝিলম নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে।

তবে ডুবে যাওয়া নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। কতজন ডুবে গিয়েছেন, সেই সংখ্যাও জানা যায়নি। তবে এখনও অনেকজন নিখোঁজ বলেই মত আধিকারিকদের। প্রসঙ্গত স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জানানো হলেও ঘটনাস্থলে পৌঁছতে দেরি করে পুলিশ। দুর্ঘটনার ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছন তাঁরা। পুলিশ-প্রশাসনের গড়িমসির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়ারা। সড়ক অবরোধও চলে।

স্থানীয়রা জানিয়েছেন, গণ্ডওয়াল থেকে শ্রীনগর সংযোগকারী একটি ব্রিজ এক দশকের বেশি সময় ধরে এখনও নির্মীয়মাণ অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজের কাজ সম্পূর্ণ করাতে গা-জোয়ারির অভিযোগ। সেই কারণে বাধ্য হয়েই নদী পথে ভরসা করে নৌকায় পারাপার করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, এতদিনে ব্রিজ নির্মাণ হয়ে গেলে এই ধরনের দুর্ঘটনা ঘটত না।

অন্যদিকে নৌকাডুবির ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্বেগ প্রকাশ করে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লা। এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘শ্রীনগরের কাছে লাসজনের কাছে ঝিলম নদীতে নৌকাডুবিতে গভীর ভাবে উদ্বিগ্ন। প্রার্থনা করি সকলকে যেন নিরাপদে উদ্ধার করা যায়।’

Card image cap

Kolkata Police: ইনস্টাগ্রামে ‘মহিলা’ বেশে নাবালিকাকে ব্ল্যাকমেলিং! জমা পড়ল চার্জশিট!

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ইনস্টাগ্রামে আসল পরিচয় গোপন করে নাবালিকাকে ব্ল্যাকমেলিং। আসলে পুরুষ, কিন্তু সেজেছিলেন মহিলা! কিন্তু শেষরক্ষা হল না! নাবালিকাকে ব্ল্যাকমেইল করতে গিয়ে ধরা পড়ল যুবক। দোষীকে ৪ বছরের কারাদন্ড দিল আদালত। সঙ্গে ৬ লক্ষ টাকা জরিমানাও।


১৫ এপ্রিল এক্স হ্যান্ডেল পোস্টে কলকাতা পুলিশ জানিয়েছে, মেয়েটি অষ্টম শ্রেণির ছাত্রী। বাড়ি, কালিম্পং-এ। ২০২২ সালে ইনস্টাগ্রামে মেয়েটির আলাপ হয় এক মহিলার সঙ্গে। মহিলার ইনস্টাগ্রাম প্রোফাইল জানাচ্ছিল, তিনি সুইডেনের নাগরিক। নাবালিকার সঙ্গে এই মহিলার আলাপ ক্রমে গভীর হয়। নিজের কিছু ব্যক্তিগত ছবি ওই মহিলার সঙ্গে শেয়ার করে নাবালিকা। কিন্তু কিছুদিন পরে হঠাৎই ওই মহিলা জানান, তিনি আদৌ মহিলা নন।

তিনি আসলে পুরুষ। সুইডেননিবাসী তাঁর এক ঘনিষ্ঠ বান্ধবীর থেকে তাঁর ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিছুদিন ধরে ব্যবহার করছেন সে। একথা জানার পর নাবালিকা মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারপর ওই অ্য়াকাউন্ট থেকে শুরু হয় ব্ল্যাকমেলিং। হুমকি দেওয়া হয়, টাকা না দিলে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায়। এমনকী, ইনস্টাগ্রামে আইডিটি ব্লক করে দিয়েও রেহাই মিলছিল না। একাধিক আইডি থেকে চলছিল ব্ল্যাকমেলিং। শেষে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা।

এদিকে অভিযোগ পাওয়ার সাথে সাথে তৎপর হয় কলকাতা পুলিশ। স্রেফ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, পকসো-সহ একাধিক ধারা মামলায় রুজু করাই নয়, অভিযুক্তকে চিহ্নিতও করে ফেলেন কালিম্পং সাইবার থানার আইসি রাজকুমার মালাকার। অভিযুক্তর নাম, অশ্বিনী চতুর্বেদি। ছত্তীসগড়ের দুর্গ জেলার বাসিন্দা সে। ছত্তীসগড় থেকে অশ্বিনীকে গ্রেফতার করে আনেন রাজকুমার ও তাঁর সহকর্মীরা এবং দ্রুত জমা পড়ে চার্জশিটও।

Card image cap

অভিষেকের পর এবার রাহুল গান্ধি, হেলিকপ্টারে চলল তল্লাশি!

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোমবার রাহুল গান্ধী। পরপর দুদিনে তল্লাশি চালানো হল দুই বিরোধী নেতার হেলিকপ্টারে। তল্লাশি চালাল নির্বাচন কমিশনের ফ্লাইয়িং স্কোয়াড। নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে সমস্ত প্রার্থী, তাঁরা যদি হেভিওয়েটও হন, প্রত্যেকের নির্বাচনী খরচের ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা হচ্ছে, সে বিষয় নির্বাচন কমিশন নজরে রাখবে। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি চলে। তা চালিয়েছিল আয়কর দফতর। এবার রাহুলের কপ্টারে তল্লাশি চালাল নির্বাচন কমিশনের বিশেষ স্কোয়াড।


আগামী ২৬ এপ্রিল কেরালার ২০টি আসনে ভোটগ্রহণ হবে। তার মধ্যেই রয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ আসন ওয়েনাড। আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) ওয়ানড় থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল। সেই জন্যই সোমবার নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন কংগ্রেস সাংসদ। সেখানে জনসভা ছাড়াও আরও অনেক কর্মসূচি রয়েছে তাঁর। কিন্তু ওয়ানড় যাওয়ার পথেই তামিলনাড়ুর নীলগিরিতে নামে রাহুলের কপ্টার। সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা। স্থানীয় পুলিশ সূত্রে খবর, নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের সদস্যরা হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছেন রাহুলের কপ্টারে।

উল্লেখ্য, গতকালই তল্লাশি চালানো হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে। বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় আচমকাই কপ্টার থামিয়ে আয়কর দপ্তরের (Income Tax) আধিকারিকরা তল্লাশি চালান বলে অভিযোগ। অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও বাকবিতন্ডা হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের। এনিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, কপ্টারে কিছু পাওয়া যায়নি। পাশাপাশি তাঁর অভিযোগ, এনআইএ-র ডিজি ও এসপি-কে বদলের যে দাবি ছিল তৃণমূলের, তার পালটা হিসেবে তাঁর কপ্টার তল্লাশিতে কাজে লাগানো হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে।

তবে এ নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, যেদিন কমিশনের ফুল বেঞ্চ দিল্লিতে প্রেস মিট করেছিল সেদিনই তারা বলেছিল রাজনৈতিক নেতারা যে চাটার্ড ফ্লাইট বা চপার ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে। সেই দায়িত্ব আয়কর বিভাগকে দেওয়া হয়েছিল।

Card image cap

ইজরায়েলে হামলা ইরানের! সত্যিই কি ঘনাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের মেঘ? প্রশ্ন নেট দুনিয়ায়

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: বিশ্বজুড়ে যুদ্ধের চলছে দামামা। শনিবার গভীর রাতে ইজরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে ইরানের সেনাবাহিনী। আর তারপর থেকেই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘ওয়ার্ল্ড ওয়ার ৩’ ও ‘ডবলিউ ডবলিউ ৩’। প্রশ্ন উঠছে যেভাবে যুদ্ধের মেঘে কালো মধ্যপ্রাচ্যের আকাশ, তা কি সত্যিই ডেকে আনবে তৃতীয় বিশ্বযুদ্ধ?


জানা যাচ্ছে, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যেখানে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছিলেন। মৃতদের মধ্যে ছিলেন দুজন ইরানি সেনাকর্তাও। এই হামলার পিছনে ইজরায়েলের ‘হাত’-ই দেখছে তেহরান। তার পর থেকেই ইজরায়েলকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিল ইরান। এবার আশঙ্কা সত্যি করে ইজরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। আইডিএফ (ইজ়রায়েলি ডিফেন্স ফোর্স) সূত্রের খবর, ২০০-এর বেশি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষেপণাস্ত্র বা ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। এ ঘটনায় মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের নজর এখন ইরান-ইসরায়েল পরিস্থিতির দিকে। ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কী হবে সেটি নিয়েও উদ্বিগ্ন বিশ্ব। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে। তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি।

এমতাবস্থায় আপৎকালীন বৈঠকের ডাক দিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রধান একথা জানিয়েছেন। এমাসে পরিষদের সভাপতি মাল্টার মুখপাত্র জানিয়েছেন, ইজরায়েলের অনুরোধে ওই বৈঠক ডাকা হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ বৈঠক হওয়ার কথা। থাকবেন ইজ়রায়েল, আমেরিকা-সহ একাধিক দেশের প্রতিনিধি। এদিকে ভারতীয় সময় রবিবার সকাল সাতটা নাগাদ ফোনে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এই ঘটনা প্রসঙ্গে নেট ভুবনে ভেসে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া! এক নেটিজেন লেখেন, ‘পেন্টাগন নিশ্চিত করেছে ইজরায়েল ইরানের হাতে আক্রান্ত। আসুন প্রার্থনা করি এই যুদ্ধ যেন তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে না আনে।’ আবার আর একজন এক কদম এগিয়ে লিখেছেন, ‘ইরান ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করে দিয়েছে, তেল আভিভ আক্রান্ত। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে।’ কিন্তু সত্যিই কি তেমন কোনও আশঙ্কা রয়েছে? এক এআই চ্যাটবট এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘এখনই এটা বলা অসম্ভব যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কিনা। পৃথিবী জুড়ে আশঙ্কা রয়েছে। অনেক বিশেষজ্ঞই মনে করছেন গত কয়েক দশকের তুলনায় বড়সড় সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়েছে।’

অন্য দিকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে। যদিও তেহরানের তরফে হুঁশিয়ারি, ইজ়রায়েলের হয়ে যে দেশ অস্ত্র ধরবে, তাদেরও জবাব দেওয়া হবে। এই পরিস্থিতিতে বাকি দেশগুলো কী অবস্থান নেয়, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কী হয় সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

Card image cap

‘হেলথ ড্রিঙ্ক’-এর তালিকা থেকে বাদ পড়ল বোর্নভিটা, কেন্দ্রের নির্দেশিকা জারি

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: Bournvita নিয়ে বড় নির্দেশ জারি করল কেন্দ্রীয় সরকার। নির্দেশিকায় সব ই-কর্মাস সাইটে বোর্নভিটা সহ একাধিক পানীয়কে ‘হেলথ ড্রিঙ্ক’ ক্যাটাগরি থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিল কেন্দ্র।ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (এনসিপিআর) আগেই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া বা FSSAI-কে নির্দেশ দিয়েছিল, যে সব সংস্থা গাইডলাইন মানছে না, সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হল।

শিশুদের স্বাস্থ্য নিয়ে সবসময়ই চিন্তায় থাকেন মায়েরা। সবকিছু খাওয়ার পরও পুষ্টি সম্পূর্ণ হচ্ছে কি না, সেই প্রশ্ন থেকে যায়। সেই কারণেই নানা ধরনের ‘হেলথ ড্রিঙ্ক’ বা স্বাস্থ্যকর পানীয় বেছে নেন তাঁরা। কিন্তু যেগুলি ‘হেলথ ড্রিঙ্ক’ বলে বেছে নেওয়া হয়, সেগুলি কি আদৌ স্বাস্থ্যকর? সেই প্রশ্নই আরও একবার প্রকট হল। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে সমস্ত ই-কমার্স ওয়েবসাইটগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, স্বাস্থ্যকর পানীয়ের তালিকা বদলে ফেলতে হবে। বোর্নভিটা এবং অন্যান্য কয়েকটি পণ্যকে তালিকা থেকে বাদ দিতে বলা হয়েছে।

বিষয়টি সূত্রপাত ২ এপ্রিল। তখন FSSAI-এর তরফে সমস্ত ই-কমার্স সংস্থাগুলিতে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের সাইটগুলির মাধ্যমে যে খাদ্যদ্রব্যগুলি বিক্রি করা হচ্ছে তার গুণগত মান যেন পরীক্ষার পরই বিক্রি হয়। সহজ কথায় বলতে গেলে ওয়েবসাইটগুলিতে যা দাবি করা হয়েছে আদৌ খাদ্যদ্রব্যগুলিতে সেই গুণগতমান বজায় রাখা হচ্ছে না তা পরীক্ষা করতে হবে। এরপর ‘ন্যাশনাল কমিশন অফ প্রোটেকশন ফর চাইল্ড রাইটস’-এর তরফে তদন্ত করা হয়। সেই তদন্তেই উঠে আসে বোর্নভিটার মাত্রাতিরিক্ত চিনি মেশানো হয়েছে। অর্থাৎ এতে চিনির মাত্রা নির্দিষ্ট মাপদণ্ডের গ্রহণযোগ্য স্তরের চেয়ে বেশি। এই কারণেই এমন পদক্ষেপ নিল কেন্দ্র। তবে শুধুমাত্র বোর্নভিটাই নয়, এছাড়াও একাধিক পানীয় হেলথ ড্রিঙ্কসের তকমায় রাখা যাবে না বলে কেন্দ্র জানিয়ে দিয়েছে।

সম্প্রতি বোর্নভিটা নিয়ে এক ইউটিউবার দাবি করেছিলেন, এই সংস্থার পাউডার সাপ্লিমেন্টে থাকে প্রচুর চিনি ও কোকোয়া। এছাড়া রঙ করার দ্রব্যও যোগ করা হয় বলে অভিযোগ তোলেন তিনি। এই পানীয় শরীরে গেলে শিশুদের ব্যাপক ক্ষতি হতে পারে বলে দাবি করেন তিনি, হতে পারে ক্যান্সারও।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ‘শিশু অধিকার সুরক্ষা কমিশন (NCPCR) আইন, ২০০৫-এর ধারা (৩)-এর অধীনে গঠিত একটি সংবিধিবদ্ধ সংস্থা CPCR আইন ২০০৫-এর ধারা ১৪-এর অধীনে তদন্তের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথাকথিত হেলথ  ড্রিঙ্কগুলি ২০০৬ সালে তৈরি হওয়া এফএসএস আইনের অন্তর্গত নিয়ম ও নীতি না মেনেই তৈরি করা হচ্ছে। এর রিপোর্ট প্রকাশ করা হয়েছে FSSAI বা ফেসাই বা মোনডে ইন্ডিয়া ফুড প্রাইভেট লিমিটেড-এর তরফে।

FSSAI-এর তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সব ই-কর্মাস সংস্থাগুলিতে নিজেদের পণ্যের বিষয়ে সঠিক তথ্য উল্লেখ করে বিক্রি করতে হবে খাদ্যদ্রব্য। অথবা এই ধরনের ড্রিঙ্ক ও খাদ্যগুলিকে নিজেদের ওয়েবসাইটের হেলথ ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্ক ক্যাটেগরি থেকে সরিয়ে নিতে হবে।

Card image cap

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের গ্রেফতার দুই অভিযুক্ত

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: রামেশ্বরম কাফে বিস্ফোরণ কাণ্ডে দুই অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ। বাংলায় এসে তারা গা–ঢাকা দিয়েছিল। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল এই দু’‌জন। অবশেষে দুই অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ। অভিযুক্ত এই দু’‌জন কলকাতা সংলগ্ন কাঁথি এলাকাতেই লুকিয়ে ছিল। আজ, শুক্রবার তাদের গ্রেফতার করে এনআইএ। দীর্ঘদিন ধরে এনআইএ এই দু’‌জনকে খুঁজে বেড়াচ্ছিল। আইইডি দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। একজন এই আইইডি রেখে এসেছিল। অপর ব্যক্তি গোটা বিস্ফোরণের মাস্টারমাইন্ড ছিল।

চেন্নাই থেকে কলকাতা, এগরা, কাঁথি, নিউ দিঘা, একাধিকবার ডেরা বদল করে ধৃত দুই জঙ্গি। পরিচয় গোপন রেখে নানা হোটেলে ডেরা। কিন্তু এত ভোলবদলের পরেও হল না শেষরক্ষা। আজ, শুক্রবার তাদের গ্রেফতার করে এনআইএ। দীর্ঘদিন ধরে এনআইএ এই দু’‌জনকে খুঁজে বেড়াচ্ছিল। শেষমেশ NIA-র জালে ধরা পড়ল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডের ২ মাস্টারমাইন্ড। এনআইএ সূত্রে খবর, নিউ দিঘার হোটেল থেকে গ্রেপ্তারির পর শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় তাদের। দুজনকে ৩ দিনের ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানায় NIA। ধৃত আবদুস মাথিন ত্বহাই বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী ও তার শাগরেদ ধৃত অপর জঙ্গি মুসাভির হুসেন শাহজেব।

গোটা বিস্ফোরণটি ঘটানো হয়েছিল পরিকল্পনা করে। মাথিন ত্বহাই বিস্ফোরক জোগাড় করেছিল। যে সময়ে ক্যাফেতে আসাযাওয়ার সম্ভাবনা বেশি, সেই সময়েই বিস্ফোরণের ছক কষেছিল। সে কারণে ক্যাফের বাসন যেখাতে রাখা হত, সেখানেই বিস্ফোরক রেখেছিল ত্বহা। পরিকল্পনা অনুযায়ী ফলও মেলে। বিস্ফোরণে কারও প্রাণহানি হয়নি। তবে আহত হয়েছিলেন কমপক্ষে ১০ জন। এই ঘটনার তদন্তে নেমে ওই ক্যাফের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা।সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যায়, এক যুবক কালো রঙের ব্যাগ নিয়ে এসে সেখানে রাখে। মুখে মাস্ক পরা অবস্থায় ওই যুবক ইডলি অর্ডার করে। খাবার খেয়ে সে বেরিয়ে যাওয়ার সময় টেবিলের নীচে রেখে যায় ব্যাগটি। ঠিক তার ১০ মিনিটের মাথায় ক্যাফেতে বিস্ফোরণ হয়।

এই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আবদুস মাথিন ত্বহা এবং মুসাভির হুসেন শাহজেবকে শনাক্ত করা হয়। এর পর তাদের কললিস্ট খতিয়ে দেখা হয়। সিসিটিভি ফুটেজ এবং কললিস্টের সূত্র ধরে তদন্তকারীরা বাংলা কানেকশন পান। সেই অনুযায়ী তাদের রুটম্যাপ ট্র্যাক করে এনআইএ হানা দেয় নিউ দিঘায়।অবশেষে রাজ্য পুলিশের সহযোগিতায় NIA ওই দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। ধৃত আবদুস মাথিন ত্বহা অবশ্য ২০১৯ সাল থেকে পালিয়ে বেড়াচ্ছে। এনআইএ-র অন্তত ৩টি মামলায় নাম রয়েছে তার। NIA সূত্রে খবর, জাল পরিচয়পত্র ব্যবহার করে লুকিয়ে ছিল দুজনে। তবে এত প্ল্যানের পরেও হলো না শেষরক্ষা।

Card image cap

ন্যাশনাল হেরাল্ড মামলায় ৭৫২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

এক্সপ্রেস কলকাতা ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় গত বছর নভেম্বরে মাসে ৭৫১ কোটি ৯০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত ওই সংস্থার বিপুল অঙ্কের সম্পত্তি ‘সাময়িক বাজেয়াপ্তে’র সিদ্ধান্তে সায় দিল বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন (পিএমএলএ) বিষয়ক বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।


 
ইতিমধ্যেই আয়কর নোটিসে জেরবার কংগ্রেস। ১৭০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে দেশের প্রধান বিরোধী দলকে। আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি কংগ্রেসের প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আয়কর বিভাগ। এবার পিএমএলএ কর্তৃপক্ষের সিদ্ধান্তে লোকসভা ভোটের আগে কংগ্রেসের বিড়ম্বনা বাড়বে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, পিএমএলএ-র নির্দেশে বলা হয়েছে, যে সব স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং ইক্যুইটি শেয়ার বাজেয়াপ্ত করেছিল ইডি, তা বেআইনি পথে আয় এবং অর্থ পাচারের অপরাধের সঙ্গে যুক্ত।

উল্লেখ্য, ইডি বাজেয়াপ্ত করেছিল দিল্লির ঐতিহ্যবাহী হেরাল্ড হাউস, মুম্বইয়ের হেরাল্ড হাউস এবং লখনউয়ের নেহরু ভবন ইত্যাদি সম্পত্তি। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ন্যাশনাল হেরাল্ডের দপ্তরেও তল্লাশি চালিয়েছে। এই মামলায় অবশ্য কংগ্রেসের শীর্ষস্তরের কোনও নেতা এখনও গ্রেপ্তার হননি।

প্রসঙ্গত, অ্যাসোসিয়েট জার্নাল (এজেএল) এবং ইয়ং ইন্ডিয়ান, দুটি সংস্থাই কংগ্রেস নিয়ন্ত্রিত। এর মধ্যে সোনিয়া গান্ধী এবং রাহুলের গান্ধী দুজনেই ইয়ং ইন্ডিয়ানের ডিরেক্টর। এজেএল-এর সঙ্গেও সরাসরি যোগ রয়েছে গান্ধী পরিবারের। ইডি জানিয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্ত চলাকালীন এই দুই সংস্থার মোট ৭৫২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ইয়ং ইন্ডিয়ানের ৯০ কোটি এবং এজেএল -এর ৬৬১.৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

Card image cap

বাংলার গরিব মানুষকে কোটি কোটি টাকা ফেরানোর জন্য উদ্যোগী মোদি

এক্সপ্রেস কলকাতা ডেক্স : ‘‘বাংলা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এখনও পর্যন্ত তিন হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। আমি আইনি পরামর্শ নিচ্ছি যাতে বাংলার গরীব মানুষকে ওই টাকা ফিরিয়ে দেওয়া যায়। সেই পথ খুঁজছি।’’ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা বলার সময় অমৃতা রায়কে প্রধানমন্ত্রী এও বলেন, ‘‘নতুন সরকার ক্ষমতায় আসার পরেই বাজেয়াপ্ত হওয়া ৩ হাজার কোটি টাকা ফেরানোর জন্য উদ্যোগী হব। কেউ শিক্ষক নিয়োগের জন্য টাকা দিয়েছেন আবার কেউ বা সরকারি চাকরির জন্য, বাজেয়াপ্ত হওয়া সেই বিপুল পরিমাণ টাকা গরিব মানুষদের কাছে ফিরিয়ে দেওয়ার পথ খোঁজা হচ্ছে।’’

এ ব্যাপারে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা সাংসদ শমীক ভট্টাচার্য বললেন, ‘‘দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি । নরেন্দ্র মোদি প্রান্তিক জনগণের কথা চিন্তা করেন । মানুষের যে টাকা লুঠ হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারা সেটা প্রধানমন্ত্রী ফেরত দেওয়ার কথা যখন রাজ্যের মানুষকে বলেছেন তখন তিনি কথা রাখবেনই। এটা মোদির গ্যারান্টি।’’

বলা বাহুল্য, এ রাজ্যের বিজেপি নেতারা বারবারই দুর্নীতির অভিযোগে সরব হন। টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলে শাসক দল তৃণমূলকে নিশানা করে হামেশাই সুর চড়ান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পদ্ম শিবিরের একাধিক নেতা। আর এবার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্য রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোবাইল ফোনে কথোপকথনেও মোদির মুখে উঠে এল দুর্নীতির প্রসঙ্গ।

Card image cap

CAA এর বিরোধিতায় পথ অবরোধ করে বিক্ষোভ মতুয়ম ভক্তদের

সিএএ এর বিরোধিতা করে বাগদার হেলেঞ্চাতে পথ অবরোধ মতুয়াদের । কয়েকদিন আগেই কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছিল সিএএ লাগু হওয়ার বিষয়টি। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবরার একটি প্রশাসনিক সভায় এসে তিনি দাবি করেছিলেন যদি কেউ সিএএ এর জন্য আবেদন করে তখনই সে দেশের নাগরিকত্ব হারাবে তবে দেশে সিএএ লাগু হবার পরে মতুয়াদের একাংশ খুশি হলেও সিএএ এর বিরোধিতা করে একাংশের মতুয়ারা পথেও নেমেছে । মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাগদা থানার বনগাঁ বাগদা সড়কের হেলেঞ্চাতে সিএএ মানছি না মানবো না লেখা ফ্লেক্স নিয়ে ডঙ্কা কাশি বাজিয়ে পথ অবরোধ করে মতুয়রা । অবরোধের জেরে ৩০ মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে বনগাঁ বাগদা সড়ক । আন্দোলনকারী মতুয়াদের দাবি আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম এই নাগরিকত্ব আমরা চাইনি। আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে পথে নামার কথাও বলে এদিনের এই অবরোধ কর্মসূচি থেকে। পরবর্তীতে সাধারণ মানুষের অসুবিধা হওয়ায় অবরোধ তুলে নেয় মতুয়ারা।