শান্তিপূর্ণ ভোট হোক, সকালবেলা কালীঘাটে পুজো রাজ্যপালের
এক্সপ্রেস কলকাতা ডেস্ক: অবশেষে শুরু হলো লোকসভা নির্বাচনের প্রথম পর্ব। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ ভোটগ্রহণ। শুক্রবার সক্কাল সক্কাল ভোট শুরুর আগে শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় কালীঘাটে পুজো দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ দিনভর তিনি রাজভবন থেকে ভোটের নজরদারি চালাবেন বলে জানান।
এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, ‘বাংলার মানুষ শান্তি ও সম্প্রীতি চান এবং তাঁদের সেটা প্রাপ্য। রাজ্যে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে, বিশেষত নির্বাচনের সময়ে। হিংসা যে কোনওভাবে আটকাতে হবে। যে কোনও ধরনের হিংসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, আর সেটা এখন নির্বাচন কমিশনের দায়িত্ব, তাদের সেটা করা উচিত।’ একইসঙ্গে কোচবিহার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি উত্তরবঙ্গ যেতে চেয়েছিলাম, সেটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায়। আমি চাই না রাজ্যপাল রাজনৈতিক দাবাখেলার অংশ হয়ে উঠুক। তাই কলকাতায় থাকার সিদ্ধান্ত নিই। তবে মানুষের যেখানেই আমায় প্রয়োজন হবে, আমি সেখানেই পৌঁছে যাব।’
এদিকে এদিন সকালে ভোট পর্বের শুরু থেকেই উত্তরবঙ্গের নানা প্রান্ত থেকে অশান্তির ছবি সামনে আসে। সবথেকে বেশি অশান্তির ঘটনা দেখা গিয়েছে কোচবিহারে। তপ্ত হয়েছে দিনহাটা, সিতাই, শীতলকুচি, ভেটাগুড়ি। সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে এসেছে বেশ কিছু অভিযোগ। এ প্রসঙ্গে সিভি আনন্দ বোস বলেন, রাজ্যপাল হিসেবে তিনি তার যে ভূমিকা সেটা তিনি পালন করবেন। অভিযোগ খতিয়ে দেখবেন। ইভিএম জোর করে খারাপ করা হয়েছে। এমন অভিযোগ এসেছে কোচবিহার থেকে।
কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার থেকেও অভিযোগ আসছে। সেগুলি রাজ্যপাল নির্বাচন কমিশনকে জানাচ্ছেন বলে খবর। অন্যদিকে রাজ্যপালকে আবার কড়া ভাষায় রাজ্যপালের ভূমিকার সমালোচনা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভোট চলাকালীন ‘পিস রুম’-এর নামে তৃণমূল বিরোধী প্রচারের মঞ্চ চালাচ্ছেন রাজ্যপাল। আইনশৃঙ্খলা এখন কমিশনের দায়িত্বে। সেখানে রাজভবনের কোনো ভূমিকা নেই। রাজ্যপাল পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।’
Published on 2024-04-19 12:47 PM