CATEGORY entertain:

Card image cap

ajker rashifal-1_08_2024

আজকের রাশিফল বৃহস্পতিবার ১ অগস্ট চন্দ্র আজ বুধের রাশি মিথুনে বিচরণ করবে। আজ হর্ষণ যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ ও মৃগশিরা নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হয়েছে। এই শুভ যোগের প্রভাবে একাধিক রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন। পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি সম্ভব। আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, তা এখানে বিস্তারিত জেনে নেওয়া যাক।








আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

মেষ রাশির জাতকদের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের তিক্ততাকে মাধুর্যে পরিণত করার কৌশল শিখতে হবে, তখনই ব্যবসায় উন্নতির গতি বাড়বে। রাতে আপনজনদের সঙ্গে আনন্দ ও হাসিঠাট্টায় সময় কাটাবেন। জীবনসঙ্গীর সহযোগিতা ও সঙ্গ লাভ করতে পারবেন। সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত চিন্তা আপনাকে সমস্যায় ফেলবে।




ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। প্রথম রুটি গোরুকে খাওয়ান।


আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

বৃষ রাশির জাতকরা সন্তোষ ও শান্তি লাভ করবেন। রাজনৈতিক ক্ষেত্রে চেষ্টা করছেন যাঁরা, তাঁরা সফল হবেন। নতুন চুক্তির মাধ্যমে পদ ও প্রতিষ্ঠা লাভ করবেন। শাসক দলের সঙ্গে জোট বাঁধলে লাভান্বিত হবেন। রাতে অপ্রিয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যার ফলে অনাবশ্যক সমস্যা উৎপন্ন হতে পারে। সন্তান সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন।


৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।



আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

মিথুন রাশির জাতকদের কোনও দামী জিনিস চুরি যেতে পারে। সন্তান কোনও শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে পারে। রাতে কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সম্পত্তিতে লগ্নির জন্য আজকের দিনটি ভালো। ভাগ্যের সঙ্গ লাভ করবেন। দীর্ঘদিনের কাজ আজ সম্পন্ন হবে।


ভাগ্য ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অসহায়দ চাল দান করুন।



আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

কর্কট রাশির জাতকদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে। মান-সম্মান, পদ-প্রতিষ্ঠা বাড়বে। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা সুসংবাদ পাবেন। সন্তানের দায়িত্ব পূরণ করতে পারেন। শ্বশুরবাড়ির তরফে ধনলাভ সম্ভব। জীবনসঙ্গীর জন্য কোনও ভালো উপহার কিনতে পারেন।


আজ ৬৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শিব জপ মালা পাঠ করুন।



আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

সিংহ রাশির জাতকরা কোনও বন্ধুর পরামর্শে লাভান্বিত হবেন। বাণী মাধুর্যের সাহায্যে চাকরিতে উন্নতি সম্ভব। শিক্ষা প্রতিযোগিতায় বিশেষ সাফল্য লাভ করতে পারবেন। সন্তানের বিবাহ প্রস্তাব পেতে পারেন। শারীরিক কষ্ট সম্ভব। ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিযোগিতায় আগত বাধা দূর হবে। শিক্ষকদের আশীর্বাদ লাভ করবেন।


৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। তুলসী গাছে নিয়মিত জল নিবেদন করুন।



আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

কন্যা রাশির জাতকরা ব্যবসায়িক চেষ্টায় ক্ষণিকের সাফল্য অর্জন করবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। এর দ্বারা ভবিষ্যৎ চিন্তা কমবে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে এই রাশির জাতকদের। দুপুরের মধ্যে আইনি বিবাদের সমাধান হবে। পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে।


ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।



আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

তুলা রাশির জাতকদের পরিবারের সদস্যদের সুখ বৃদ্ধি হবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। পরিবারের সঙ্গে কোথাও যাত্রা করতে পারেন। হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা পাওয়ায় আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পরিবারের প্রয়োজনীয়তা পূরণে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সহযোগিতা অর্জন করবেন এই রাশির জাতকরা।


ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। দরিদ্র ও বরিষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন।



আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে ওঠাপড়া দেখা দিতে পারে। চাকরিজীবী জাতকদের কাজে বৃদ্ধি হবে। পরিশ্রম ও সততার জোরে সন্ধ্যার মধ্যে নিজের সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। ভাই-বোনের বিয়ের প্রস্তাব পেতে পারেন। সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন করতে হবে, তাই আলস্য ত্যাগ করুন। স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে।


আজ ৭৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।


আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

ধনু রাশির জাতকরা বিরোধীদের প্রশংসা অর্জন করবেন। সরকারি ও শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতার দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পরীক্ষায় সাফল্য লাভের জন্য ছাত্রছাত্রীদের পরিশ্রম করতে হবে। ভাইদের সঙ্গ ও সহযোগিতা লাভ করবেন।


ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে। শিব চালিসা পাঠ করুন।


আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

মকর রাশির জাতকরা পারিবারিক ও আর্থিক জীবনে সাফল্য লাভ করবেন। রোজগারের চেষ্টায় সাফল্য লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা আর্থিক পরিস্থিতি উন্নত করার জন্য নতুন কিছু চেষ্টা করতে পারেন। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়াবেন না, তা না-হলে আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন। মা-বাবার যত্ন নিন। দীর্ঘদিন ধরে কোনও কাজ করার চিন্তাভাবনা করে থাকলে তা আজ পূর্ণ হতে পারে।




ভাগ্য আজ ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সরস্বতীর পুজো করুন।


আরও পড়ুন: অগাস্টে চাকরি পালটাতে পারেন মকর জাতকরা, ব্যবসায় সরকারি লাভের যোগ


আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

কুম্ভ রাশির জাতকদের সুখ ও স্বাস্থ্যে বাধা উৎপন্ন হতে পারে। তাই সতর্ক থাকুন। খাওয়া-দাওয়ার যত্ন নিন। সংযত না-হলে ঘনিষ্ঠদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন। কোনও সংবাদ পেয়ে মন বিচলিত হতে পারে। বন্ধুর সাহায্য়ের জন্য় প্রস্তুত থাকবেন।




ভাগ্য ৯৫ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সাদা বস্তু দান করুন।


আরও পড়ুন: অগস্টে কুম্ভের কেরিয়ারে চোখ ধাঁধানো উন্নতি, বিপদে বাড়াবে অর্থাভাব


আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

মীন রাশির জাতকরা সন্তান ও কাজের চিন্তায় দিন কাটাবেন। সন্ধ্যা নাগাদ কোনও দামী বস্তু চুরি যেতে পারে, তাই সতর্ক থাকুন। আত্মীয়দের সঙ্গে ভেবেচিন্তে লেনদেন করুন, তা না-হলে সম্পর্ক নষ্ট হতে পারে। দাম্পত্য জীবনের সমস্যা সমাপ্ত হবে। জীবনসঙ্গীকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন। ধর্মীয় স্থানের যাত্রায় অর্থ ব্যয় হতে পারে।


আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। হলুদ বস্তু দান করুন।






Card image cap

সোমবার থেকে টলিপাড়ায় বন্ধ লাইট-ক্যামেরা-অ্যাকশন

লিপাড়ায় ব্যাপক গোলমাল। সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির পথে যাচ্ছেন পরিচালকরা।


রবিবার, রাতেই বিজ্ঞপ্তি দিয়ে ডিরেক্টর্স গিল্ড এই খবর জানিয়ে দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, "অধিকাংশ পরিচালকের আবেগ এবং মতামতকে গুরুত্ব ও মান্যতা দিয়ে সংগঠনের কার্যকরী সমিতি একটি সিদ্ধান্ত নিয়েছে।


আগামীকাল অর্থাৎ, ২৯ জুলাই থেকে যতদিন না পর্যন্ত পরিচালকদের সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে এই অনুরোধ প্রযোজ্য নয়।"


সূত্রের খবর, রবিবার সকাল থেকেই দফায় দফায় এই বিষয়টি নিয়ে আলোচনায় বসেন ডিরেক্টর্স গিল্ডের সদস্যরা। জানা যাচ্ছে, এই প্রসঙ্গে এগিয়ে থাকা কিছু পরিচালকদের সঙ্গে আলোচনা করে স্থির করা হয় যে, কলাকুশলীরা রাহুল মুখোপাধ্যায়কে নির্দিষ্ট ছবির পরিচালক হিসেবে যদি মেনে না নেয় এবং তাঁর সঙ্গে শ্যুটিং করতে রাজি না হলে পরিচালকরা আগামী ২৯ জুলাই থেকে কাজ বন্ধ করতে বাধ্য হবেন।


ইতিমধ্যেই এই বিষয়ে সইও সংগ্রহ করা হয়েছে। সম্মতি জানিয়ে সই করেছেন, রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনীক দত্ত, অতনু ঘোষ, দেবালয় ভট্টচার্য এবং পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই।



সবমিলিয়ে, পরিস্থিতি বেশ জটিল। ডিরেক্টর্স গিল্ডের কার্যকরী সমিতি কার্যত সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে, তারা কর্মবিরতিতে যাবে। ফলে, সোমবার থেকে টলিপাড়ায় বন্ধ লাইট-ক্যামেরা-অ্যাকশন। বলা যেতে পারে, বেশিরভাগ পরিচালক রীতিমতো ক্ষুব্ধ। তাই তাদের দাবি, যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত ফ্লোরে কাজ বন্ধ থাকবে। হবে না কোনও শ্যুটিং। তবে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে অবশ্য সমস্যা নেই কোনও।

Card image cap

‘পরিচালক হিসেবে রাহুলকে চাই না’ দাবি টেকনিশিয়ানদের

নিজেদের সিদ্ধান্তেই অবিচল রইল ফেডারেশন। টলিপাড়ার কলাকুশলীদের ‘বঞ্চিত’ করে শুটিংয়ের বিরোধিতা করে জানিয়ে দেওয়া হল ফেডারেশনকে না জানিয়ে কাজ করলে অসহযোগিতার অধিকার অবশ্যই সংগঠনের আছে। টেকনিশিয়ানদের দাবি, ”আমাদের কেউ কাজ না করে চলে যাননি।”

কথা ছিল শনিবার থেকেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিং শুরু হবে। তবে এদিন সকাল সকাল শুটিং ফ্লোরে অভিনেতারা পৌঁছলেও, আসেননি টেকনিশিয়ানরা। জানা যায়, ফেডারেশনের তরফে পরিচালক হিসেবে রাহুলের উপর নিষেধাজ্ঞা না ওঠাতেই নাকি টেকনিশিয়ানদের এমন অনুপস্থিতি। এদিন বিকেলে ফেডারেশনের তরফে সাংবাদিকদের বলা হয়, এটা ফেডারেশনের আশ্রয়ে থাকা ২৬টি ইউনিয়নের রুটিরুজির প্রশ্ন। দৈনিক ৭ থেকে ৮ হাজার কলাকুশলী, যাঁরা ‘দিন আনি দিন খাই’ পরিস্থিতিতে কাজ করেন তাঁরা কাজে অসহযোগিতা করতে চাননি। তাঁরা কাজ করতেই চান। সুতরাং টেকনিশিয়ানরা কাজ না করে চলে গিয়েছেন এই তথ্য সত্যি নয়। টেকনিশিয়ানদের দাবি, ”’ফেডারেশনকে না জানিয়ে কাজ করলে অসহযোগিতার অধিকার নিশ্চয়ই আছে।
আমাদের কেউ কাজ না করে চলে যাননি।” সেই সঙ্গেই তাঁদের দাবি, ”পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে চাই না। উনি ক্রিয়েটিভ প্রোডিউসারই থাকুন। আইন মেনে কেউ শুটিং করলে আমরাও যোগ দিতে রাজি।”
প্রসঙ্গত, শুক্রবার পরিচালক সংগঠনের তরফে বৈঠকের পর দীর্ঘ বিবৃতি দিয়ে জানানো হয়েছিল পরিচালকের আসনে ফিরতে পারবেন রাহুল। কিন্তু সেটা বাধা পেল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সিদ্ধান্তে। তাঁদের থেকে জানানো হয়েছে, রাহুলের বিরুদ্ধে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে অনৈতিকতা প্রসঙ্গ রয়েছে। পরিচালকের বক্তব্যে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া সন্তুষ্ট হলেও ফেডারেশন নয়। 

Card image cap

একের পর এক বিস্ফোরক পোেস্ট সৌরভের প্রাক্তন বৌদির

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের পর একেবারে চুপ করে বসে নেই প্রথম পক্ষের স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়। স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নাম করে সরাসরি কিছু না বললেও একের পর এক সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট করছেন স্নেহাশিসের সদ্য প্রাক্তন স্ত্রী। সেই সকল পোস্টের ইঙ্গিত স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের দিকে বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ।


সম্প্রতি, বিবাহ বিচ্ছেদের পর অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যা। বিয়েতে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিবার। ছিলেন না স্নেহাশিসের কন্যা স্নেহাও, তিনি গবেষনার কাজ করছেন আমেরিকায়। তবে স্নেহাশিসের বিয়ের পর থেকেই একের পর এক পোস্ট করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন বৌদি। যা নিয়ে জলঘোলা বা জল্পনাও কম হচ্ছে না।


ইনস্টাগ্রাম স্টোরিতে মোম গঙ্গোপাধ্যায় লিখেছেন, 'একজন ভালো বাবা কখনোই তাঁর সন্তানের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে না। কথা শেষ।' আরেকটি স্টোরিতে লেখেন, 'আমি মানুষকে শিক্ষা দিতে সরে যাই না। আমি সরে যাই কারণ, আমার শিক্ষা হয়ে গিয়েছে। আমি তোমার অনুপস্থিতিতে জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারব, তোমাকে ধরে রাখার জন্য নিজেকে কোনও গণ্ডিতে আটকে রাখতে পারব না।'


মোম গঙ্গোপাধ্যায়ের পোস্ট


এখানেই থেমে থাকেননি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী। আরও একটি ইনস্টা স্টোরিতে মোম গঙ্গোপাধ্যায় লিখেছেন,,'একজন পুরুষের সবথেকে বড় ভুল হল এমন একজন নারীকে ঠকানো, যে তার জন্য গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করেছে। পাশে দাঁড়িয়েছে তখন, যখন জীবনের সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল।' এই ৩টি পোস্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।


প্রসঙ্গত, অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হলেও রিসেপশন এখনও বাকি রয়েছে। শোনা যাচ্ছে আগামী ৭ অগাস্ট হতে পারে রিসেপশন। সেই অনুষ্ঠানে ন উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়ের। তবে তার আগে আর কোন বিস্ফোরক পোস্ট সামনে আনেন মোম গঙ্গোপাধ্যায় সেটাই দেখার।

Card image cap

১২ বছরের সংসার ভাঙছেন,দেবযানীর ধূমপান-মদ্যপানে অতিষ্ট ঋষি কৌশিক

লিপাড়ায় হলটা কী! ভরা শ্রাবণে একের পর এক বিচ্ছেদের সংবাদ। এবার সংসার ভাঙতে চলেছে চোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিকের। আজ থেকে ১২ বছর আগে দেবযানী চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা। কিন্তু, স্ত্রীয়ের বেশ কিছু 'কু-অভ্যাস' নাকি তিনি আর মেনে নিতে পারছেন না!


আর তা হল, ধূমপান-মদ্যপান। সামাজিক মাধ্যমে সে কথা 'বড় বড়' করে লিখেছেন ঋষি কৌশিক।


দিন দুয়েক আগেই সামাজিক মাধ্যমে দু'টি পোস্ট করেন ঋষি। সেখান থেকেই জল্পনা শুরু হয়। কারণ, একটি ছবিতে তিনি ও দেবযানী ছিলেন, আর একটি শুধুই অভিনেতার। ক্যাপশনে লেখা, বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর! ভালোবেসে, প্রেম করে যাকে এক যুগ আগে বিয়ে করেছিলেন আজ সেই কৌশিকের কাছে 'বিষাক্ত'। এটাই বোধহয় সম্পর্কের সবচেয়ে অন্ধকার দিক।


কয়েকদিন ধরেই যীশু ও নীলাঞ্জনা সেনগুপ্তর বিচ্ছেদ নিয়ে আলোচনা চলছে বিনোদন মাধ্যমে। আর তা সত্যি হবার পথেও। ঋষি কৌশিকও যে আর দেবযানীর সঙ্গে সংসার করবেন তা একেবারেই স্পষ্ট। সাম্প্রতিক একটি পোস্টে কৌশিক একেবারে সবকিছু খোলসা করে লিখেছেন। এরপর আর ভাঙা সংসার জোড়ার সম্ভাবনা খুবই কম।


কৌশিক লিখেছেন, "আজ থেকে ১২ বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয়। যদিও ছেলে ও মেয়েটির জীবনযাত্রা ছিল একেবারেই আলাদা। সেই কারণে মেয়েটিকে প্রথমে বিয়েও করতে চায়নি ছেলেটি। কিন্তু মেয়েটি নিজেকে বদলে ফেলার আশ্বাস দিয়েছিল। তাই রাজি হয়েছিল ছেলেটি। কিন্তু বিয়ের পর থেকে মেয়েটি নিজেকে বিন্দুমাত্র বদলানোর চেষ্টাও করেনি। ধূমপান, মদ্যপান, রাত্রে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি, একেই কি বলে আধুনিক নারী!"


সঙ্গে অভিনেতা তাঁর গল্পে আরও বলেছেন, ছেলেটি নাকি এই বিগত ১২ বছর ধরে বহুবার মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সম্ভব হয়নি। মেয়েটি বড় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরতা, সেই কারণে তিনি নাকি ছেলেটিকে কথায় কথায় চাকরির খোঁটা দেন। ছেলেটির উপর সর্বক্ষণ নজরদারি চালান। কিন্তু আসলে খোঁজখবর কিছুই নেন না। ফলে, বোঝাই যাচ্ছে, এই কাহিনী একেবারেই ঋষি কৌশিকের ব্যক্তিগত কাহিনী। যদিও পোস্টে একবারও ঘুণাক্ষরেও দেবযানীর নাম নেননি অভিনেতা।

Card image cap

মুখ্যমন্ত্রীর ‘উত্তম স্মরণ’, ‘মহানায়ক’ সম্মান পেলেন কারা?

মৃত্যুর ৪৪ বছর পরও আজও বাংলা ছবি মানেই উত্তম কুমার। প্রজন্মের পর প্রজন্ম মহানায়ক বলতে উত্তমকেই জানেন, একমাত্র উত্তমকেই চেনেন। তাই তো ২৪ জুলাই এখনও বাঙালির নস্ট্যালজিয়ায় ধরা পড়ে সেই ভুবন ভোলানো হাসি। সেই ম্যানারিজম। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তম স্মরণেও সেই একই কথা যেন উঠে এল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”খুব ছোটবেলায় মায়ের সঙ্গে উত্তম কুমারের সিনেমা দেখেছি। তাঁর ছবির গান শুনেছি। আমাদের সবার হৃদয়ে রয়েছেন তিনি। বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন উত্তম কুমার।”

এদিন মুখ্যমন্ত্রী জানান, ২০২৩ সাল পর্যন্ত ২৩ জন অভিনেতা, অভিনেত্রীকে মহানায়ক সম্মান জানিয়েছি। ১৪১ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান জানিয়েছি। ১৪১ জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে। ২১ জনকে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মান দেওয়া হয়েছে।
চার দশকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান বিভাগে পুরস্কৃত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিশেষ চলচ্চিত্র সম্মানে ভূষিত অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র। মহানায়ক সম্মান পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং নচিকেতা চক্রবর্তী।
রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে অভিনেতা অভিনেত্রীদের হাতে তুলে দেওয়া হবে মহানায়ক সম্মান । গত বছর একই দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে মহানায়ক সম্মান পেয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা।

Card image cap

আবার বিবাহবন্ধনে আবদ্ধ সৌরভের দাদা স্নেহাশিস

আবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। রবিবার অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিসের। আগামী ৭ অগস্ট ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে বসবে প্রীতিভোজের আসন। তার আমন্ত্রণপত্রে নাম রয়েছে সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের।


গত বছর স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন।


এফআইআর-ও দায়ের করেছিলেন তিনি। সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। তার পরেই দ্বিতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্নেহাশিস। সেই দিনটি রবিবার। ওই দিন তিনি বিয়ে করবেন দীর্ঘ দিনের বান্ধবী অর্পিতাকে। স্নেহাশিসের ভাবী স্ত্রী অর্পিতা কলকাতার এক পরিচিত শিল্পোদ্যোগীর প্রাক্তন স্ত্রী। তিনি নিজেও সফল ব্যবসায়ী। ছত্তীসগঢ়ে তাঁর রাসায়নিকের ব্যবসা রয়েছে। ৫৯ বছরের স্নেহাশিসের সঙ্গে বছর ৪৭-এর অর্পিতার সম্পর্ক অনেক দিনের। তাঁরা সেই সম্পর্ক কখনও গোপনও করেননি।


এখন বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র সভাপতি পদে রয়েছেন স্নেহাশিস। এর আগে সিএবি-র সচিব পদেও ছিলেন তিনি। ক্রিকেট জীবনে বাংলার হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন। বস্তুত, তিনি চোট পাওয়ায় তাঁর জায়গায় ১৯৯০ সালের রঞ্জি ফাইনালে বাংলা দলে সুযোগ পেয়েছিলেন সৌরভ। সেই ফাইনাল জিতে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। প্রশাসক স্নেহাশিসের আমলে ইডেনের চেহারা অনেক বদলেছে। গ্যালারি, ক্লাব হাউসের সংস্কার হয়েছে। বিশ্বকাপের আয়োজন করেছে ইডেন। শুরু হয়েছে পুরুষ এবং মহিলাদের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ।


স্নেহাশিসের বিবাহ উপলক্ষে যে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে, সেটির দিন স্থির হয়েছে আগামী ৭ অগস্ট। বাইপাসের ধারের হোটেলে সেই অনুষ্ঠানে বন্ধুবান্ধব এবং হিতৈষীদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণপত্রটি পাঠানো হয়েছে সৌরভ এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের তরফে।

Card image cap

সত্যিই কি গর্ভবতী দেবলীনা?

সম্প্রতি টেলিভিশনের 'গোপী বহু'-র বিষয়ে একটি খবর প্রকাশ্যে এসেছে। যেখানে খবর তিনি গর্ভবতী। দেবলীনা ভট্টাচার্যের কিছু ছবিও সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যা দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিনেত্রীকে গর্ভবতী বলে মনে করেছিলেন। ভক্তেরা তাঁর বেবি বাম্পের জন্য ওজন বেড়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। যদিও, অভিনেত্রী পরে ভক্তদের জানিয়েছিলেন এইরকম কিছুই নয়। তবে এখন তিনি অবশেষে সকলকে সুখবর দিয়েছেন। অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য জানিয়েছেন, তিনি এখন গর্ভবতী।


বিয়ের দেড় বছর পর মা হতে চলেছেন দেবলীনা। শীঘ্রই ছোট শিশুর হাসি শোনা যাবে অভিনেত্রীর ঘরে। তবে, অভিনেত্রী এখনও আনুষ্ঠানিকভাবে তাঁর প্রথম গর্ভাবস্থা ঘোষণা করেননি। তবে খুব শীঘ্রই দেবলীনা ভট্টাচার্য নিজেই গোটা বিশ্বকে এই সুখবর জানাতে পারেন বলে জানা গিয়েছে। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে দেবলীনা ভট্টাচার্য কেন তাঁর গর্ভাবস্থার কথা ঘোষণা করেননি। তাহলে কেন তাঁর গর্ভধারণের দাবি করা হচ্ছে? মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দেবলীনা ভট্টাচার্য বর্তমানে গর্ভবতী।


অভিনেত্রীর ঘনিষ্ঠ কেউ তাঁর গর্ভাবস্থার কথা মিডিয়াকে জানিয়েছেন। এক ব্যক্তি বলেছেন, দেবলীনা এখনই তাঁর গর্ভাবস্থার কথা বিশ্বের কাছে ঘোষণা করতে চান না। এছাড়াও, অভিনেত্রীর ঘনিষ্ঠ কেউ কেউ জানিয়েছেন, তিনি এই সত্যটি চিরকালের জন্য সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চান বা তিনি এই খবরটি কখনওই প্রকাশ করতে চান না। কিন্তু, এখন কেন তিনি এই সুখবরটি লুকিয়ে রাখছেন তাও প্রকাশ্যে এসেছে। গর্ভাবস্থার খবর গোপন করার পিছনে অনেক কারণ থাকতে পারে। এটা সম্ভব যে অভিনেত্রী তাঁর ভক্তদের চমকে দিতে চান বা তিনি ডাক্তারের পরামর্শের কারণে নীরবতা বজায় রেখেছেন।


এমনটাও হতে পারে দেবলীনা কোনও সংস্কারের কারণে এই খবরটি গোপন রেখেছেন, যাতে কেউ এই বিষয়টা নিয়ে তেমন আলোচনা না করে। এগুলো শুধুই অনুমান, আসল সত্যিটা জানিয়েছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ কেউ। সেই ব্যক্তি বলেছেন, যে দেবলীনা শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন এবং যখন তিনি অনুভব করবেন যে সঠিক সময় এসেছে, তখন তিনি সবাইকে জানাবেন। এর পিছনে কারণ হিসেবে বলা হয়েছে যে তিনি তাঁর ব্যক্তিগত জীবন গোপন রাখতে চান এবং লাইমলাইট এড়াতে তাঁর গর্ভাবস্থা লুকোচ্ছেন। যদিও এই খবরে অভিনেত্রী এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। তাই দেবলীনা ভট্টাচার্য যে গর্ভবতী, সেকথা নিশ্চিত করে বলা যাচ্ছে না।


Card image cap

প্রসেনজিৎ-ঋতুপর্ণার সিনেমার গানে মালাবদল শোভন-সোহিনীর

সজনী গো সেই তো এলাম, তোমায় পেতে হাজির হওলাম...।’ আজ থেকে প্রায় ২৪ বছর আগের সেই সুপারহিট সিনেমা। প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদের সেই গান আজও রীতিমতো ভাইরাল। বহু বিয়েবাড়ি মাতিয়ে তোলে এই গান। ব্যতিরক্রম হল না সোহিনী-শোভনের বিয়েও। চোখ তুলে দেখো না কে এসেছে-র তালেই হল মালাবদল-শুভদৃষ্টি। আর নবদম্পতির সেই নাচও যেন হল এক মুহূর্তে ভাইরাল।


বাইরে দিনভর ঝিরঝিরে বৃষ্টি। চারিদিকে নানা গুঞ্জন চলছিলই। সত্যিই কি বিয়ে হচ্ছে শোভন-সোহিনীর? সন্ধে গড়াতেই অভিনেত্রী নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন নানা মুহূর্তের ছবি। তাও একেবারে বিয়ের মণ্ডপ থেকে। মালাবদল-শুভদৃষ্টি কী নেই সেখানে। সঙ্গে একমুঠো আষ্টেপৃষ্টে ভালোবাসায় মোড়া নতুন ঘর বাঁধার স্বপ্ন।


ওয়াইন রঙের রুপোলি জরির কাজ করা বেনারসি, খোঁপায় জুঁইয়ের মালা, কপালে আঁকা চনন্দের কল্কা, আর গায়ে ভরা গয়না, সাবেকি সাজে অনবদ্য রূপ সোহিনীর। বাদ যাননি জামাইরাজাও। সাদা সিল্কের উপর লাল এমব্রয়ডারি কাজ করা পাঞ্জাবি-ধুতিতে এদিন দেখা দিয়েছে তাঁকে। সোহিনীর-শোভনের দু’চোখ বলে দিচ্ছে দীর্ঘদিনের স্বপ্নপূরণ। একগাল হাসিতে স্ত্রীকে আগলে ভালোবাসার চুম্বন আঁকলেন গায়ক। আর চারিদিকে তখন হইহই শব্দ। ব্যাকগ্রাউন্ডে চলছে সেই রোম্যান্টিক গান শ্বশুরবাড়ি জিন্দাবাদ। গলায় মালা দিতেই এই গান বেজে উঠতে বর-কনেও অবাক।


দক্ষিণ ২৪ পরগনার এক রাজবাড়িতে বিয়ের আসর বসেছিল তাঁদের। সেখানেই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও কাছের মানুষদের নিয়ে জমে উঠেছিল বিয়েবাড়ি। এদিন আইনি মতে বিয়ে সারেন তাঁরা। সোহিনী বিয়ের বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।’


অভিনেত্রীর পোস্টে মুহূর্তে ভালোবাসায় ভরিয়ে দেন সকলে। ইন্ডাস্ট্রির সকলে যেমন শুভেচ্ছা জানাতে থাকেন, তেমনই অনুরাগীরাও ভরিয়ে দেন মন ছোঁয়া অনুভূতিতে। এরই মঝে অবশ্য কেউ কেউ দুঃখ করে লেখেন, ‘ইশ! সোহিনী তুনি আমার ক্রাশ ছিলে, বিয়ে করে নিলে!’

বছরখানেক আগে একটি অনুষ্ঠানে তাঁদের প্রেমের শুরু বলে জানা যায়। তবে প্রেম থেকে বিয়ে সবটা নিয়েই একেবারে স্পিকটি নট ছিলেন নবদম্পতি। তাঁদের ঘনিষ্ঠ মহল ছাড়া এবিষয়ে কেউই কিছু জানতে পারেননি। তাই খুব কাছের মানুষদের নিয়েই একেবারে অন্যরকমভাবে বিয়ে সারলেন বহুচর্চিত এই দম্পতি। বাঙালিয়ানা সাজ ও আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন গায়ক-নায়িকা।

Card image cap

হাতে স্যালাইনের নল, হাসপাতালে ভর্তি যীশুপত্নী নীলাঞ্জনা

কোমল হাতে নেলপলিশে পরা নখ। আর হাতের পাতার উপরে সুঁচ ফোটানো। হাসপাতালের বিছানায় শুয়ে ঠিক এইরকমই একটি ছবি পোস্ট করেছেন যীশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। ইনস্টা হ্যান্ডেলে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'ভেঙে গিয়েছি তবুও সুন্দর'। মিডিয়া রিপোর্ট মোতাবেক, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন নীলাঞ্জনা। সেই জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। শরীরে জলের ঘাটতি হওয়ায় অসুস্থ বোধ করছিলেন। তাই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন যীশুপত্নী নীলাঞ্জনা সেনগুপ্ত।


চিকিৎসক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছেন। ঠিক সময়ে চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন। কী ভাবে এতটা অসুস্থ হয়ে পড়লেন সেটা অবশ্য এখনও জানা যায়নি। রবিবার নীলাঞ্জনা তাঁর সমাজমাধ্যমের পেজে ছবিগুলো শেয়ার করেন। হাসপাতাল থেকে নিজেই ছবি পোস্ট করেছেন অভিনেতার স্ত্রী। একটি ছবিতে হাতে সুঁচ ফোটানো আর অপরটিতে হাসপাতালের বাইরের ছবি। সেখানেও একটাই কথা লিখেছেন, 'ভেঙে গিয়েছি তবুও সুন্দর'। ইনস্টা স্টোরিতে একটি ভিডিয়োও শেয়ার করেছেন। যেখানে গণেশ মূর্তির সামনে মায়ের সঙ্গে পুজো করছেন। ক্যাপশনে লিখেছেন, 'আমার শক্তি।'


ইনস্টা হ্যান্ডেলে এই ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নীলাঞ্জনার ভক্তরা। প্রসঙ্গত, নীলাঞ্জনার পরিচয় শুধু তারকা পত্নী নন। তিনি একজন প্রযোজকও বটে। এই মুহূর্তে যীশু-নীলাঞ্জনার প্রযোজনা সংস্থার তরফে চলছে ডেইলি সোপ হরগৌরী পাইস হোটেল। অনেকদিন আগেই রুপোলি দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নীলাঞ্জনা। এখন শুধু প্রযোজনার কাজ করছেন যীশু ঘরণী। সদ্যই গ্র্যাজুয়েট হয়েছেন যিশুকন্যা সারা সেনগুপ্ত। শহরেরই একটি নামী কলেজে পড়তেন সৃজিতের উমা। হ্যাঁ,উমাতে অভিনয়ের পর সারাকে এই নামেই সকলের কাছে যেন বেশি পরিচিত হয়ে উঠেছেন।


স্নাতক হওয়ার পর কনভোকেশন ডে পালিত হয় সারার কলেজে। উপস্থিত ছিল গোটা সেনগুপ্ত পরিবার। উপস্থিত ছিলেন সারার মাসিও। সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ সারা সেনগুপ্ত। কয়েকদিন আগে গোয়ায় ঘুরতেও গিয়েছিলেন যীশু কন্যা। সেখান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন এই স্টার কিড। সবটা বেশ ভালোই চলছিল। আচমকাই পরিবারে ছন্দপতন। অসুস্থ হয়ে পড়েছেন সারার মা নীলাঞ্জনা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা।


Card image cap

৩০৮ জন মহিলার মধ্যে এই ৬ জন নায়িকাও সঞ্জয় দত্তের সাথে বাস্তবে শুয়ে ছিলেন

ম্প্রতি সঞ্জয় দত্তের জীবন নিয়ে তৈরি হওয়া বায়োপিক সঞ্জুতে দাবী করা হয়েছে বলিউডের 'সঞ্জুবাবা' নাকি ৩০৮ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন।আসুন জেনে নিই সেই তালিকায় থাকা কয়েকজন পরিচিত মুখের নাম।


১.রকি সিনেমা থেকেই ঘনিষ্ঠতা বাড়ে সঞ্জয় দত্ত এবং টিনা মুনিমের।খবর রটে তারা নাকি বিয়েও করেছিলেন।কিন্তু এই সম্পর্ক বেশিদিন টিকতে পারে নি।


২.ঋচা শর্মা সঞ্জয়ের প্রথমা স্ত্রী। তাদের সন্তান ত্রিশলা।তাদের বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি।পরবর্তীতে ব্রেন ক্যান্সারে মারা যান ঋচা।


৩.মুম্বই বিস্ফোরণে সঞ্জয়ের নাম থাকায় মাধুরী দীক্ষিত ছেড়ে চলে যান তাকে।যদিও ইনি একসময় বিয়ে করতে চেয়েছিলেন সঞ্জুকে।


৪.মাধুরীর পর লিসা রে-এর সঙ্গে সম্পর্কে জড়ান সঞ্জয়।কিন্তু এই সম্পর্কের মেয়াদও শেষ হয়ে যায় শীঘ্রই।


৫.এর পর সঞ্জয় বিয়ে করেন বিখ্যাত মডেল রিয়া পিল্লাইকে কিন্তু এই বিয়েরও পরিণতি ছিল ডিভোর্স।


৬.বলিউডের বিখ্যাত তারকা অভিনেত্রী রেখার সাথেও সম্পর্কে ছিলেন সঞ্জয় দত্ত।


Card image cap

আম্বানিদের বিয়েতে একঝাঁক সেলিব্রিটির সঙ্গে দেখা, কাকে মিস করলেন মমতা?

বিয়েবাড়ি আর রাজনৈতিক কর্মসূচি - এক ঢিলে বেশ কয়েকটি পাখির মারার লক্ষ্যে ছিল দুদিনের মুম্বইযাত্রা। শনিবার বিকেলে কলকাতায় ফিরে সেই সফর নিয়ে বেশ কিছু কথা প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, তাঁর সঙ্গে যেমন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যক্তিগত স্তরে দেখা-সাক্ষাৎ, আলাপ-আলোচনা হয়েছে। তেমনই বিয়েবাড়িতেও বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটির সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয়েছে। উষ্ণ ভাব বিনিময় হয়েছে। তাঁদের সকলকে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় অনেকে থাকলেও একজনের সঙ্গে দেখা না হওয়ায় খানিকটা যেন আক্ষেপ ঝরে পড়ল মমতার গলায়।

শনিবার বিকেলে মুম্বই থেকে ফিরে দমদম বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, ''উদ্ধব, শরদজি আমার অনেক পুরনো পরিচিত। অনেকদিন আমরা একসঙ্গে কাজ করেছি। আমি সাতবারের সাংসদ ছিল, মন্ত্রীও ছিলাম। মুম্বই যাব আর শরদজির সঙ্গে দেখা করব না, এটা ভাবাই যায় না। উদ্ধব তো পরিবারের সদস্যের মতো, অখিলেশও তাই। ওঁদের সবার সঙ্গে দেখা করার সুযোগ হয়ে গেল। ভোটের পর তো দেখা হয়নি, শুভেচ্ছাও জানানো হয়নি।''
আম্বানিপুত্র অনন্তের বিয়ের অনুষ্ঠানেও তাঁর সঙ্গে একাধিক ব্যক্তিত্বের দেখা হয়েছে বলে জানান। মমতার কথায়, ''বিয়েবাড়িতে মুকেশজি আমাদের খুব সম্মান দিয়েছেন, ওঁর গোটা পরিবার খুব আন্তরিক। ওখানেও আমার অনেকের সঙ্গে দেখা হল। অমিতজি (অমিতাভ বচ্চন) - আমি আবার ওঁকে বাংলায় আসতে বললাম। উনি বললেন, আমার সব ভাষণ তো শেষ, আর কী বলব? আমি বললাম, আপনি কবিতা বলবেন, কিন্তু আসুন আবার। দেখা হল জাভেদজি-শাবানার সঙ্গে। তাঁরা আসবেন বলে জানালেন।''
এর পরই মমতার কথায় ধরা পড়ল প্রিয় শাহরুখের প্রসঙ্গ। বললেন, ''শাহরুখ খানকে দেখতে পাইনি। আসলে ওঁদের ১২,১৩,১৪ তিনদিনের অনুষ্ঠানে তো অনেকেই আমন্ত্রিত। তাই দেখা হল না হয়ত। তবে অনেকদিন পর আমার পুরনো বন্ধু বসুন্ধরার (বসুন্ধরা রাজে) সঙ্গে দেখা হল। কথা বললাম বেশ কিছুক্ষণ। এছাড়া লালুজি, তেজস্বীকেও দেখলাম। সকলের সাক্ষাৎ পেয়ে বেশ ভালো লাগল।'' তবে বাংলার প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা 'দিদি'র বলিউডের 'ভাই' কিং খানের সঙ্গে দেখা না হওয়ার বিষয়টা যেন আলাদাভাবেই উঠে এল মমতার কথায়। খুব মিস করলেন কি?

Card image cap

রহস্যময়ী নারীর সঙ্গে হার্দিক! ফের বিয়ে করতে চলেছেন এই ক্রিকেটার?

হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেখা গেল এক রহস্যময়ী নারীকে! একদিকে স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে অন্যদিকে হার্দিকের সঙ্গে দেখা গেল এক রহস্যময়ী নারীকে।


সম্প্রতি ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে হার্দিকের একটি ভিডিও। যেখানে প্রাচী সোলাঙ্কি নামের এক অচেনা নারীকে জড়িয়ে ধরে ছবি তুলছেন হার্দিক।


মেয়েটির কাঁধে হাত রাখা মাত্রই লজ্জায় গলে যান সেই নারী। শুধু তাই নয় হার্দিকের সঙ্গে এই ছবি তাঁর দাদা ক্রুনালের সঙ্গেও শেয়ার করে নিয়েছেন প্রাচী।


ছবিতে একটি অফহোয়াইট কুর্তা পরে মুখে একরাশ হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক। ছবিটি শেয়ার করে প্রাচী ক্যাপশনে লিখেছেন " কেউ কি আমাকে একটু চিমটি কাটতে পারে প্লিজ এত উষ্ণ মুহূর্তের জন্য ধন্যবাদ হার্দিক"।


কিন্তু এই ললনার সঙ্গে কী সম্পর্ক ক্রিকেটারের তা এখনও জানা যায়নি। তবে এই ছবি শেয়ার হতেই হারদিক-নাতাশার সম্পর্কের ভাঙনে ঘৃতাহুতি পড়েছে।


প্রাচী হলেন হার্দিকের নতুন বান্ধবী এমনই মনে করছেনে তাঁর অনুরাগীরা। অনেকেই তাঁকে প্রাচীকে বিবাহ করার পরামর্শ দিয়েছেন।


তবে এখনও পর্যন্ত হার্দিক-নাতাশার সম্পর্ক ভাঙন নিয়ে মুখ খোলেননি দুজেনর কেউ। কিন্তু পরের পর পোস্ট দেখে তাঁদের সম্পর্কে যে বড়সর চিড় ধরেছে তা আন্দাজ করতে পারছেন নেটিজেনরা।

Card image cap

সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা

ঠিক যেন স্বপ্নের বিয়ে। রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতেই ১২ জুলাই, শুক্রবার অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রাধিকা মার্চেন্ট। মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতে মহাচমক! এহেন রাজকীয় বিয়ের সাক্ষী যে এর আগে গোটা ভূ-ভারত থাকেনি, তা হলফ করে বলা যায়।গোটা বলিউড তো বটেই এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার গ্ল্যামারের ছটায় আলোকিত হল বিয়ের আসর। ছাদনাতলায় যাওয়ার আগে ঠাকুরদা ধীরুভাই আম্বানির থেকে আশীর্বাদ নেন অনন্ত। রীতি-রেওয়াজ মেনে মা নীতা আম্বানি ছেলের 'শেহেরাবন্দি' অনুষ্ঠান পালন করলেন। দাদা-বউদি আকাশ-শ্লোক এবং বোন-জামাই ইশা-আনন্দ সকলেই অনন্ত-রাধিকার বিয়েতে আগত অতিথিদের আপ্যায়ণে কড়া নজর রেখেছিলেন।বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। অতিথি আপ্যায়ণেও বিশেষ মেন্যু। মা নীতা আম্বানির প্রিয় বারাণসী স্ট্রিট ফুড প্রাধান্য পেয়েছে এলাহি নৈশভোজের তালিকায়। বারাণসী স্পেশাল চাট, মিষ্টি, লস্যি, চা, খারি, পান এবং মুখসুদ্ধির মতো রকমারি পদ ছিল। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে দেখা গিয়েছে নীতা আম্বানিকে। গত দেড় বছর ধরে অনন্ত-রাধিকার স্বপ্নের বিয়ের প্রস্তুতি চলছে। কখনও দেশে কখনও বিদেশে তারকাখচিত পার্টির ঝলক দেখে নেটপাড়া মজেছে। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন অনন্ত-রাধিকা।

Card image cap

রণবীরের সামনেই অন্তঃসত্ত্বা দীপিকার পেটে হাত বোলাচ্ছেন ওরি,

বলিউডে তাঁর কেরিয়ারের বয়স মাত্র দু বছর। আর তার মধ্যেই বলিউড তারকাদের নয়নমণি হয়ে উঠেছেন ওরহান অবত্রমানি ওরফে ওরি। জাহ্নবী কাপুর, সারা আলি খান, অনন্যা পাণ্ডে থেকে সুহানা খান, নবীন প্রজন্মের সকলেরই কাছের মানুষ সে। বলিপাড়ায় এমন তারকা খুঁজে পাওয়া দুষ্কর, যাঁর সঙ্গে কাঁধে হাত দিয়ে ওরির ছবি নেই।


আর এই ছবি তুলেই নাকি লক্ষ লক্ষ টাকা উপার্জন তাঁর। এবার আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে গিয়ে অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোনের সঙ্গে যেভাবে ছবি তুললেন, তা দেখে বেজায় চটল নেটপাড়া।


সম্প্রতি অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের সঙ্গীতের অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর-দীপিকা। যদিও সেই পার্টি থেকে অভিনেতার নাচ-গানের ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল, তবে হবু মায়ের কোনও মুহূর্ত লেন্সবন্দি হয়নি! এবার ওরি আম্বানিদের সঙ্গীত অনুষ্ঠান থেকে একটি ছবি শেয়ার করলেন অভিনেত্রীর সঙ্গে। সেখানেই দেখা গেল, দীপিকার পরনে ঝলমলে বেগুনি শাড়ি। স্পষ্ট বেবি বাম্প। মাতৃত্যের লাবণ্য যেন ঝরে পড়ছে। আর অভিনেত্রীর বেবি বাম্পে হাত ওরির। পাশেই হাসিমুখে দাঁড়িয়ে রণবীর সিং। আর সেই ছবি শেয়ার হতেই কটাক্ষের মুখে বলিতারকাদের নয়নমণি ওরি।


রণবীর-দীপিকার উজ্জ্বল উপস্থিতি, সাজপোশাকের থেকেও নেটপাড়ার একাংশের নজর পড়ল ওরির পোজের দিকে। ‘কেন অন্তঃসত্ত্বা নায়িকার স্ফীতোদরে হাত দিয়ে ছবি তুলেছেন তিনি?’, প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ বা আবার দীপিকার উপরও বেশ বিরক্ত হলেন। তাঁদের কটাক্ষ, ‘আপনিই বা কেন বেবি বাম্পে হাত দেওয়ার অনুমতি দিলেন ওরিকে?’ সবমিলিয়ে রণবীর-দীপিকার সঙ্গে ওরির ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল বাঁধল নেটপাড়ায়।

Card image cap

জার্মানিতে একা ক্যাটরিনা, মুম্বইয়ে তৃপ্তিতে মজে ভিকি!

খবরে 'ব্যাড নিউজ'। জার্মানিতে একা ক্যাটরিনা কাইফ। এদিকে মুম্বইতে তৃপ্তি দিমরির সঙ্গে মাখো মাখো রসায়নে মজে ভিকি কৌশল! যদিও অনস্ক্রিন, তবুও ভিকি-তৃপ্তির রোমান্স দেখে 'তওবা তওবা' করছে নেটপাড়া।আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে তারকাদম্পতিরা জুটিতে হাজির হলেও ভিকি কৌশলের পাশে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে । অভিনেত্রী মাসখানেক ধরেই ক্যামেরার অন্তরালে থাকা পছন্দ করছেন। স্ত্রীয়ের গরহাজিরা নিয়ে আম্বানিদের রেড কার্পেটে কিন্তু পাপারাজ্জিদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ভিকিকে। সরাসরি অভিনেতাকে তাঁরা জিজ্ঞেস করেছিলেন, 'বউদি কোথায়?' ভিকির উত্তর নিয়েও চর্চার অন্ত নেই নেটপাড়ায়। এসবের মাঝেই তৃপ্তি দিমরির সঙ্গে ভিকি কৌশলের 'রোমান্স' দেখে শোরগোল নেটপাড়ায়। 'জানাম' গানের ঝলক দেখে যেখানে সকলের 'অ্যাড্রিনালিন রাশ' চড়চড়িয়ে বেড়ে গিয়েছে। এমনকী বলিপাড়ার তারকারাও কমেন্ট সেকশনে মতামত জানিয়েছেন, সেখানে ক্যাটরিনা কিন্তু 'স্পিকটি নট'! কমেন্ট সেকশনেও তাঁর কোনও উচ্চবাচ্য নেই।

এদিকে বুধবার জার্মান থেকেই প্রকৃতির মাঝে ছবি দিয়ে সকলকে 'সুপ্রভাত' জানিয়েছেন অভিনেত্রী। সিনেমার প্রোমোশনে ব্যস্ত ভিকি, তাই কি স্ত্রীয়ের সফরসঙ্গী হতে পারলেন না তিনি? সেই উত্তর অধরা থাকলেও স্ত্রীয়ের ছবি দেখে ভার্চুয়ালি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভিকি কৌশল। ক্যাটরিনার ছবির কমেন্ট সেকশনে নানা রঙের হৃদয় ইমোজি জুড়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন ভিকি।

Card image cap

প্রথমবার অক্ষয়ের মুখোমুখি রণবীর!

অনেক চেষ্টা করেও 'দ্য ইমমর্টাল অশ্বত্থমা' ছবির কাজ শুরু করতে পারেননি 'উরি' ছবি খ্যাত পরিচালক আদিত্য ধর। শেষমেশ সেই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। বলিপাড়ার গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে, রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপলকে সঙ্গে করে জোরকদমে নতুন ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।


সূত্রের খবর, থ্রিলারধর্মী এই ছবির নাম 'ধুরন্ধর'। শুধু তাই নয়, এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় এবার নাকি দেখা যাবে অক্ষয় খান্নাকেও।


'ধুরন্ধর'-এর সুবাদেই এই প্রথম একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন রণবীর-সঞ্জয়রা। মূলত থ্রিলার হলেও ছবি নাকি ঠাসা থাকবে জমাটি অ্যাকশনে। সূত্রের খবর, নিখিল আদবানি পরিচালিত জনপ্রিয় ছবি 'ডি ডে'-এর সঙ্গে সামান্য মিল রয়েছে এই ছবির মূল গল্পের। শোনা যাচ্ছে, 'ধুরন্ধর'-এ এক ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। ছবির প্রধান নায়ক হিসাবে তাঁকে পেশ করা হলেও মাধবন, অর্জুনদের চরিত্রও দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, 'ধুরন্ধর'-এ খানিক ধূসর চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। তবে রণবীরের সঙ্গে তিনি টক্কর দেবেন নাকি তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, সেকথা এখনও জানা যায়নি। তবে এই ছবিতে যে বহুবার সব জমাটি দৃশ্যে একসঙ্গে দেখা যাবে এই দুই বলি-অভিনেতাকে সে কথা জোর দিয়ে জানিয়েছে ওই সূত্র। এই খবর প্রকাশ পাওয়ামাত্রই নড়েচড়ে বসেছে বলিপ্রেমী দর্শক। একে এই প্রথম পর্দায় হাজির হবেন রণবীর-অক্ষয় তার উপর দু'জনেই দক্ষ অভিনেতা। 


এই অ্যাকশন ড্রামায় সইসাবুদ করে পাকাপাকি ভাবে নাম না লেখালেও প্রধান অভিনেতারা নাকি এক বাক্যে রাজি হয়ে গিয়েছেন অভিনয়ের জন্য। 'ধুরন্ধর'-এর পরিচালকের আসনে বসার পাশাপাশি অন্যতম সহ প্রযোজকের দায়িত্ব সামলাবেন আদিত্য। প্রযোজনায় তাঁকে সঙ্গ দেবেন তাঁর ভাই লোকেশ ধর ও ইন্ডাস্ট্রির এক প্রথম সারির প্রযোজনা সংস্থা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষদিকে শুরু হয়ে যাবে 'ধুরন্ধর'-এর শুটিং।

Card image cap

অনন্ত-রাধিকার গায়ে হলুদে অনুপস্থিত শাহরুখ

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত, গায়ে হলুদের অনুষ্ঠানে বলিউডের ফুল অ্য়াটেন্ডেন্স। সলমন, রণবীর, সারা, অনন্যা, জাহ্নবী, মাধুরী, বলিউডের প্রায় সবাই হাজির ছিলেন এসব অনুষ্ঠানে। তবে দেখা মিলল না শাহরুখ ও তাঁর পরিবারের। যে শাহরুখ মুকেশ আম্বানির বাড়ির প্রায় সব অনুষ্ঠানেই হাজির থাকেন, সেই শাহরুখ হঠাৎ গায়েব কেন? তিনি কি ১২ জুলাই অনন্ত ও রাধিকার বিয়েতেও আসবেন না!খবর অনুযায়ী, এই মুহূর্তে নিউ ইয়র্কে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন শাহরুখ। মেয়ে সুহানাকে নিয়ে শপিং করার ভিডিও ভাইরাল হয়েছিল। তার কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল শাহরুখের লন্ডনের ক্রিকেট খেলার ভিডিও। তবে শোনা যাচ্ছে, কিছুদিনের ছুটি কাটিয়ে তবেই দেশে ফিরবেন বলিউড বাদশা। শুরু করবেন নতুন ছবির কাজ। ১২ জুলাই অনন্ত-রাধিকার বিয়েতে আসবেন কিনা, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।আগামী ১২ জুলাই মুম্বইতে আম্বানিপুত্রের বিয়ের আসর বসবে। হিন্দু বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত -রাধিকা। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ে হবে বলে জানা গিয়েছে। বিয়ের পরদিন শুভ আশীর্বাদ। তার পরের দিন মঙ্গল উৎসব অর্থাৎ ওয়েডিং রিসেপশনের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি অনুষ্ঠানই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন সস্ত্রীক মুকেশ আম্বানি।